Transport Dept budget stresses on both new and existing services

The Transport Minister recently presented his department’s budget for financial year 2018-19 in the Assembly. Stress has been given both on developing new services across land, water as well as air, and on improving the existing services.

The budget of the department for 2018-19 stands at Rs 1,588.81 crore, which is the highest budget for the Transport Department so far.

Three hundred new buses have already been introduced and steps have been taken to introduce more. He further said that 40 electric buses will be introduced in Kolkata soon. Another 10 electric buses in the Rajarhat-New Town area and 20 in Asansol and Durgapur will be introduced too.

In another major development, the State Transport department has also decided not to allow any more civic bodies to operate buses. Buses will be operated only by the transport corporations.

From March, there will be two helicopter services. Following the direction of Chief Minister Mamata Banerjee, steps have been taken to develop the airport at Chharra in Purulia district. Air connectivity from Cooch Behar and Malda will also be initiated soon.

Equal stress has been given to improve the water connectivity in the state. Twenty-seven vessels have already been introduced and 86 more will be engaged soon. Moreover, steps have been taken to replace the semi-mechanised vessels with robust ones, to ensure the safety of passengers.

Steps have been taken to ensure the standard operating procedure (SOP) is maintained at all the jetties. Life jackets similar to the ones used by the Coast Guard will also be introduced.

 

পরিষেবায় জোর পরিবহণ দপ্তরের বাজেটে

বিধানসভায় কয়েকদিন আগেই ২০১৮-১৯ সালের বাজেট পেশ করেন পরিবহণ মন্ত্রী। স্থল, জল ও আকাশপথে নতুন ও পুরনো পরিষেবায় জোর দেন মন্ত্রী।

এবছরে পরিবহণ বাজেট মোট ১৫৮৮.৮১ কোটি টাকা, যা দপ্তরের ইতিহাসে সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যেই পরিবহণ দপ্তর ৩০০টি নতুন বাস নামিয়েছে, আরও নতুন বাস আনার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৪০টি ইলেকট্রিক বাস শীঘ্রই কলকাতার রাস্তায় নামবে। রাজারহাট-নিউ টাউন অঞ্চলে ১০টি ও আসানসোল-দুর্গাপুরে ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই চালু হবে।

এছাড়াও পরিবহণ দপ্তর সমস্ত সরকারি বাস নিগমকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে এসেছে।

মন্ত্রী জানান মার্চ মাসে চালু হবে দুটি হেলিকপ্টার পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরী হচ্ছে। কোচবিহার ও মালদা থেকে বিমান পরিষেবাও শুরু হবে শীঘ্রই।

বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণের ওপরেও। ২৭টি জলযান ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং আরও ৮৬টি খুব শীঘ্রই পরিষেবা শুরু করবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত পুরনো সেমি-মেকানাইজড জলযান বদল করে নামানো হয়েছে অত্যাধুনিক ভেসেল।

সমস্ত জেটির জন্য তৈরী করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর। উপকূলরক্ষীবাহিনী যে লাইফ জ্যাকেট ব্যবহার করে, আগামীদিনে সেরকম জ্যাকেট দেওয়া হবে ভেসেল যাত্রীদেরও, বলেন মন্ত্রী।

 

Source: Millennium Post

Bike Taxis get a thumbs up in Newtown

As many as seventy-five people took a ride on the Bike Taxis around Newtown on Friday and more than 600 people had surfed the K Bike Taxi app.

Suvendu Adhikari, state Transport Minister had inaugurated Bike Taxis known as ‘K Bike Taxi’ at a function on Thursday. If successful, this will be deployed in the entire city and the districts soon.

A passenger will have to pay Rs 20 for the first 2 km and to cover subsequent distance the person will have to pay Rs 5 per kilometre.

Some women drivers are also being trained and soon they will be deployed to drive K Bike Taxis.

 

নিউটাউনে প্রথম দিনেই জনপ্রিয় ‘বাইক ট্যাক্সি’

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিনেই এই পরিষেবা গ্রহণ করেছেন ৭৫ জন যাত্রী এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেছেন ৬০০রও বেশি মানুষ।

বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করেন। এই পরিষেবা নিউটাউনে সফল হলে কলকাতা ও সারা রাজ্যেও চালু করার পরিকল্পনা আছে।

বাইক ট্যাক্সিতে চড়তে প্রথম ২ কিলোমিটার যাত্রার জন্য দিতে হবে মাত্র কুড়ি টাকা। এর পর প্রতি কিঃমিঃ ভাড়া ৫ টাকা।

ভবিষ্যতে মহিলা ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।

Bengal Govt launches bike-taxi service in Rajarhat-Newtown

Bengal Transport Minister today flagged off bike-taxi service in the Rajarhat-Newtown area. The service, described as Last Mile Connectivity, is a pilot project and will be introduced elsewhere soon.

The bike-taxis, which will ferry a single passenger by trained motorcyclists, can be booked through a mobile-based app. The trained motorcyclists will maintain safe speed thus providing pace as well as safety to its passenger.

Techies who have problems in reaching their workplaces on time in Sector V and Rajarhat, where the majority of the software firms are in place,  or find difficult to return home at wee hours will be hugely benefited.

 

রাজারহাট-নিউটাউনে চালু হল ‘বাইক-ট্যাক্সি’ পরিষেবা

রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে রাজারহাট নিউটাউনে উদ্বোধন হল বাইক-ট্যাক্সি পরিষেবার। এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা বুকিং করা যাবে। সুদক্ষ এক বাইক চালক বাইক নিয়ে এসে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেবে। এই প্রশিক্ষিত বাইক চালক বাইকের গতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি যাত্রীর নিরাপত্তারও খেয়াল রাখবে।

রাজারহাট ও সেক্টর ৫-এর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা প্রায়ই নির্দিষ্ট সময় নিজেদের কর্মস্থলে পৌছতে সমস্যায় পড়েন বা বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। তারা এই পরিষেবার ফলে খুব উপকৃত হবেন।

রাজ্যের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Bengal Govt to convert totos to e-rickshaws

In the ongoing operation to replace the totos plying in the state, one thousand e-rickshaws were introduced in North 24 Parganas on Friday.

State Transport minister Suvendu Adhikari officially introduced the vehicles at an event in Barasat. So far, 4,000 totos have been replaced by e-rickshaws all over Bengal.

This is a major step by the state government towards promoting e-vehicles. There are around one lakh totos and another one lakh vanos, both of which are indigenously-built passenger ferrying vehicles, in the state. Steps have already been taken to replace the vanos by e-carts.

Chief Minister Mamata Banerjee had asked the Minister to ensure that no toto driver is rendered jobless after the totos are replaced.

 

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করবে রাজ্য সরকার

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই লক্ষ্যে গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে ১০০০টি ই-রিক্সা চালু করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র বাংলায় ৪০০০ টোটোর বদলে ই-রিক্সা নামানো হয়েছে।

সারা রাজ্য জুড়ে ১ লক্ষ টোটো এবং ১ লক্ষ ভ্যানো চলাচল করে। ভ্যানোর জায়গায় ই-কার্ট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পথ নিরাপত্তার স্বার্থেই চালু করা হয়েছে এই ই-রিক্সা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টোটোচালকদের স্বার্থ রক্ষা হবে এবং কেউ রোজগার হারাবেন না।

 

Kolkata Police launches ‘Karma-Meter’ app for better public transport services

Just like rating app-cab drivers ensures better services from the aggregator, Kolkata Police’s ‘Karma-Meter’ app promises better public transport services based on commuter ratings. Launched on Wednesday, the app allows users to rate auto or bus drivers based on their performance, behaviour and compliance to traffic rules.

Additionally, the Karma app allows sergeants to rate drivers and any offences registered against them will be visible on it. A unique ID displayed behind the driver’s seat will grant users access to his details. The drivers, in turn, will be ranked according to the scores. While those at the top will get rewards, those lagging behind will have to undergo training at traffic guards. This, in turn, will allow traffic police a reckoner of driver behaviour and driving in the city.

Attending the Kolkata Jaaago Safe Drive Save Life function at the police training school on Wednesday, state transport minister Subhendu Adhikari said: “We are going to make the process of issuing fitness certificates and driving licences transparent. In Howrah, we are launching a programme to bring the process under CCTV surveillance. Other districts will follow suit”.

The Minister promised to provide all help to the city police in installing more CCTV cameras. “I had kept my last promise and sanctioned funds for the last round of CCTV installation. I am willing to do so again once a proper plan is received on behalf of Kolkata Police.“ The Minister also announced the launch of a new driving syllabus that will come into effect from April 1.

Kolkata traffic police said it has plans to bring about 1.5 lakh drivers under the Karma app programme and reach out to about 2.5 lakh school students to inculcate safe driving practices.

 

পরিবহন পরিষেবা সুগম করতে কলকাতা পুলিশের নতুন অ্যাপ ‘কর্ম মিটার’

সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে ‘কর্ম মিটার’ অ্যাপ চালু করল কলকাতা পুলিশ। বুধবার আলিপুরে ‘জাগো কলকাতা’ নামের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক একটি প্রচারের অনুষ্ঠানে চালু হয় অ্যাপটি।

এই কর্ম-মিটার অ্যাপে বিভিন্ন চালক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন কিনা সেই সম্পর্কে ওই অ্যাপে ট্রাফিক সার্জেন্টরাও তাদের মতামত জানাতে পারবেন। ড্রাইভারের সিটের পিছনে একটি ইউনিক আইডি প্রদর্শিত থাকবে সেখানে তার সমস্ত বিবরণ দেওয়া থাকবে। এই অ্যাপের মাধ্যমে চালক সম্পর্কে ভালো-মন্দ মতামত দিতে পারবেন যাত্রীরা। যাত্রীদের দেওয়া রেটিংয়ের ওপর নির্ভর করবে তাদের স্কোর।

কলকাতা পুলিশ জানিয়েছে প্রায় ১.৫ লক্ষ ড্রাইভারকে এই অ্যাপের আওতায় আনার এবং প্রায় ২.৫ লক্ষ স্কুল পড়ুয়াকে পথ নিরাপত্তা সংক্রান্ত এই সচেতনতা প্রচারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

 

Centre suppressing states under financial burden: Bengal Transport Minister

Stating that the Centre is suppressing the state governments under financial burden, the state Transport Minister Suvendu Adhikari on Tuesday once again slammed the draft policy of the Ministry of Railways that recommends investment by the state governments for projects related to suburban rail service.

The Minister said that he would take up the matter with the Chief Minister Mamata Banerjee once she returns from Delhi and sent a reply to the Ministry as they have asked the state governments to comment on the guidelines in the draft policy.

Meanwhile, in connection with better transport facility for people the Transport minister also announced that 50 buses will be plying to Takht Sri Patna Sahib to take pilgrims to the place free of cost on December 31 and January 1. The special arrangement has been made to take the pilgrims to the place on the eve of 350th birth anniversary of Guru Govind Singh. The buses will be plying from Kolkata, Karunamoyee and Dankuni.

The Minister further said that two launches will be operating from Halisahar to Dankuni via Barrackpore and Bansberia to ensure better transport facility to people of the area as they are facing inconvenience as Iswar Gupta Setu was closed to carry out repairing.

 

যাত্রী পরিবহনের দায় রাজ্য সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে রেল মন্ত্রকঃ শুভেন্দু অধিকারী

শহর-শহরতলিতে নতুন রেল-প্রকল্পের দায় থেকে মুক্ত হতে চায় রেল। সম্প্রতি চিঠি নিয়ে রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে মতামতও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনিবলেন, “রেল রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা আদায় করে। রেল এখন তার দায় এড়িয়ে যেতে চাইছে। যাত্রী পরিবহণের বিষয়টা আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রেলকে উত্তর দেব। বিষয়টা নেতিবাচক হিসাবেই দেখছি।“

মন্ত্রী আরও বলেন, “ফ্রেইট থেকে হলদিয়াতেই প্রতিদিন দেড় কোটি টাকা পায় রেল। মাসিক হিসাবে ৪৫ কোটি । অথচ এখন যাত্রী পরিবহণের দায় রাজ্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে”।

সম্প্রতি রেলের তরফে সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে যে কোনও সাবার্বান প্রকল্পের দায় রাজ্য সরকারকে নিতে হবে। জমি অধিগ্রহন থেকে প্রকল্পের খরচ কোনও ক্ষেত্রে রেল সাহায্য করবে না।

অন্যদিকে পরিবহণমন্ত্রী ঘোষণা করেন, ডিসেম্বরের ৩১তারিখ ও জানুয়ারী মাসের ১তারিক তীর্থ যাত্রীদের পাটনা সাহিবে সম্পূর্ণ বিনামুল্যে নিয়ে যাবে পরিবহণ দপ্তরের ৫০টি বাস। এই স্পেশ্যাল বন্দোবস্ত করা হয়েছে গুরু গোবিন্দ সিংহর ৩৫০তম জন্মবার্ষিকীতে শিখ সম্প্রদায়ের তীর্থযাত্রীদের সুবিধার্থে। এই বাসগুলি ছাড়বে কলকাতা, করুণাময়ী ও ডানকুনি থেকে।

তিনি আরও ঘোষণা করেন, মেরামতির কাজের জন্য ঈশ্বর গুপ্ত সেতু বন্ধ আছে। তাই দুটি লঞ্চ হালিশহর থেকে বারাকপুর ও বাঁশবেরিয়া হয়ে ডানকুনি যাতায়াত করবে।