Bengal Tourism’s big social media push

To increase its reach, especially among the younger generation, the State Tourism Department has decided to go all out to promote itself on social media. It has a fairly good presence on Facebook, Twitter and Instagram, and now it is aiming to strengthen its position with regard to content.

For this, it has divided the state into six regions, and has appointed professional photographers, videographers and agencies to visit each of these and create a database of images and videos for putting up on the social media vehicles.

The six regions are Hills, Dooars, Central Bengal, Rarh Bengal, Gangetic Bengal and Western Bengal. Five to ten-second video clips are also being planned for showing on television.

 

Source: Bartaman

Now cruise through Ganga on weekends at affordable rates

The Bengal government has organised a ‘weekend Ganga cruise’ at pocket friendly rates. The West Bengal Tourism Development Corporation (WBTDC) has recently started the packaged tour, which can be booked online. The journey which starts from New Babughat Jetty and concludes at Babughat, costs only Rs 450.

The weekend Ganga cruise begins at around 3:30 pm and ends at 7:00 pm. The three-and-half-hour exceptional experience on the river Hooghly at dusk has impressed the tourists, especially foreigners who visit Kolkata. The picturesque view along both sides of Ganga, the localities alongside the riverbank, the setting sun and boats and ships makes for a beautiful experience for the tourists.

The tourists will start their journey boarding the vessel MV Sumangal. They will cross the Dakshineswar Temple and reach Belur Math. They will get down there to visit the Ramakrishna Math and Mission. Later they will return to vessel and the trip concludes at Babughat at around 7 pm.

 

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ প্যাকেজ পর্যটন দপ্তরের

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ এখন মানুষের আরও সাধ্যের মধ্যে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে একটি নতুন ‘উইকেন্ড ক্রুজ’। নিউ বাবুঘাট জেটি থেকে শুরু করে সাড়ে তিন ঘন্টার এই ক্রুজ শেষ হবে বাবুঘাটেই। টিকিটের দাম ৪৫০ টাকা। প্যাকেজটি অনলাইনেও বুক করা যাবে।

ক্রুজটি শুরু হবে বিকেল ৩.৩০টেয় ও শেষ হবে ৭টায়। ‘এমভি সুমঙ্গলে’ যাত্রা শুরু করে পর্যটকরা দক্ষিনেশ্বর মন্দির পেরিয়ে বেলুড় মঠ পৌছবেন। সেখানে তারা রামকৃষ্ণ মঠ ও মিশনা সময় কাটিয়ে সন্ধ্যে ৭ টায় বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

 

 

New Bengal tourism ad wins praises on social media

Bengal Tourism’s new ad is winning the internet with its ‘sweetness’ and rightly so. Ever since the ad released on Friday, it has crossed a million views and been shared by more than 30, 000 people on Facebook alone. The video is through a foreigner’s eyes who embarks on a journey through Bengal and soaks in the culture, the food and the ambience of the state.

From the busy college streets and yellow cabs in Kolkata, to devouring bhetki paturis, to visiting architecturally rich temples of Bishnupur, to the haunting music of the Bauls, to Rabidra Sangeet- the video captures all things beautiful about the state.

From the mystic valleys in Darjeeling, to the breathtaking sea beach of Mandarmani, the video is a visual delight. The video ends with Shah Rukh Khan, the state’s brand ambassador, crooning Tagore’s song. People have been praising the ad on social media, calling it a fitting tribute to the state.

 

বাংলাকে আন্তর্জাতিক দরবারে নতুন করে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, সম্মোহিত বিশ্ব

মিষ্টি বাংলার মিষ্টি কাহিনি। ভাগীরথীর তীরে বসত সেই প্রাণের। আকাশে পাতিয়া কান, শুনেছেন কী তার গান? না শুনে থাকলে শুনুন বাংলার এই নতুন তান। শহরে থাকুন বা প্রবাসে এই সুর বাঙালি হিসেবে আপনার মনে প্রেম জাগাবেই। কারণ এই প্রেমের সূতো প্রেমের সেই নায়কের হাতে বাঁধা। যাঁর নাম তো বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুনেই থাকবেন।

উত্তরে আলসেমি মাখা সুন্দরী দার্জিলিং। দক্ষিণে শান্তিনিকেতন থেকে সুন্দরবন। এরই মাঝে এক “কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে”। অফিস পাড়া, বই পাড়া, বাবুঘাট, আউটট্রাম ঘাট, দক্ষিনেশ্বর থেকে খিদিরপুর। সবই উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের এই তিন মিনিটের ভিডিওতে। জানুয়ারি মাসের ২০ তারিখ পোস্ট করা হয়েছে ফেসবুকে। এখনও পর্যন্ত দশ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন মিষ্টি বাংলার এই কাহিনি। নতুন যুগের এই নতুন বাঙালিয়ানায় আপনিও শামিল হতেই পারেন। বাউল মনের হারিয়ে যাওয়ার এখানে নেই মানা।

 

Bengal Tourism to set up more lodges in north Bengal

The state Tourism department has decided to set up more tourist lodges in various parts of North Bengal and it has already identified land where the proposed lodges would be constructed.

A tourist lodge will be set up inside the forest near Chalsa. A tourist lodge would also come up at Domhani area of Jalpaiguri.

A Day Centre would also be constructed in the forest area of Bhutanghat in Alipurduar.

The tourists lodges are being constructed in places abound in natural beauty.

It may be mentioned that after coming to power, the Mamata Banerjee-led Trinamool Congress government laid great stress on developing the tourism infrastructure across the state.

A host of new projects have come up promoting various tourist spots in the state. Homestay has also been given a special importance by the government. It is aimed at helping boost the socio-economic condition of villagers in North Bengal. Tiger Safari is also coming up in North Bengal, which is believed to be one of the largest attractions in the state.

 

উত্তরবঙ্গে আরও লজ তৈরী করবে পর্যটন দপ্তর

উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পর্যটকদের জন্য আরও লজ তৈরি করার রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য উপযুক্ত জমিও চিহ্নিত করা হয়ে গেছে। এমন জায়গা নির্বাচন করা হয়েছে যেখানে পর্যটকরা প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

চালসার কাছে জঙ্গলে একটি লজ তৈরি করা হবে, জলপাইগুড়ির দোমহনিতেও তৈরি করা হবে আরেকটি লজ। আলিপুরদুয়ারের ভুটানঘাটের জঙ্গলে একটি ডে-সেন্টার তৈরি করা হবে। উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামো আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সারা রাজ্য জুড়েই পর্যটনের বিকাশে জোর দিয়েছে। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে আরও উন্নত করতে শুরু হয়েছে নানা প্রকল্প।

রাজ্য সরকারের তরফে হোম স্টে ব্যবস্থার ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গে “টাইগার সাফারি” শুরু হতে চলেছে; আশা করা যায় এর ফলে উত্তরবঙ্গের পর্যটন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

 

 

Bengal ready with ‘homestay policy’ for tourism

Bengal Government is ready with the new homestay policy and it is ready to be placed in next state Cabinet meeting, state Tourism minister said.

The idea was conceptualised by Chief Minister Mamata Banerjee while she was travelling in North Bengal. She instructed the state Tourism department to frame the policy as soon as possible.

“The Homestay permits tourists to board and lodge with local residents and get an instant feel of the society and culture there. This gives a chance for the residents to have a mean of livelihood as well,” the minister said.

“The intention is to spread the homestay culture in Bengal only for a growing footfall of foreign tourists,” the minister added.

The families involved in the homestay would be brought under Bread & Breakfast Scheme, which will help them by having a tie-up with Incredible India. Also, plans are going on to start community development and organic farming in places – Darjeeling, Lamahata, Purulia, Bankura, Mandarmoni and in many other places.

 

পর্যটনের বিকাশের জন্য নয়া ‘হোম স্টে নীতি’ তৈরী রাজ্যের

বাংলাকে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই পেশ করা হবে নতুন ‘হোম স্টে নীতি’ জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী।

নতুন ‘হোম স্টে’ নীতি তৈরির ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেন এবং পর্যটন দপ্তরকে দ্রুত এই কাজ বাস্তবায়নের নির্দেশ দেন।

মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যেই বাংলায় এই হোম স্টে কালচার আনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে পর্যটকরা এই এলাকার সংস্কৃতি সম্পর্কে যেমন অবগত হবেন তেমনই বেশ কিছু কর্মসংস্থানও তৈরি হবে এর ফলে।

ইতোমধ্যেই দার্জিলিং ও ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে ‘হোম স্টে’ পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে৷

দার্জিলিং, লামাহাটা, পুরুলিয়া, বাঁকুড়া, মন্দারমনি এবং অনেক অন্যান্য স্থানে – হোম স্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ৷

Jangalmahal to become a major tourism hub

After being known for long as a Maoist hotbed, Jangalmahal in Bengal is finally trying to shed off its ill-repute by promoting the unexplored locales as tourist attractions. The Bengal Government is creating tourism packages covering the Jangalmahal circuit, that includes areas of Paschim Medinipur, Purulia and Bankura districts, by not only putting up infrastructural facilities like cable cars, heritage hotels and lodges but also inviting private investors to be a part of the endeavour.

The development of the tourism circuit would take off with Jhargram and the heritage spots around the area. “We have our detailed project report ready. The project would involve investments to the tune of Rs65 crores which are awaited for approvals from the central government,” said the State Tourism Department principal secretary.

The West Bengal Tourism Development Corporation (WBTDC) has already started overnight packages which take tourists around unexplored areas of Jhargram. The places include Belpahari, Khagra Falls, Kakrajhor, Laljal and others.

WBTDC is also promoting trekking and other adventure tourism in Kakrajhor. There are places in Jhargram like Rameshwar Mandir, the banks of the river Subarnarekha and Tapavan, which is Rishi Valmiki’s burial place, which have not been promoted.

The tourists are put up at the year-old Jhargram lodge and given access to the Jahrgram Rajbari. The package comes with a discount on accommodation.

Alongside the tourist lodge that has 22 cottages, and is been expanded, WBTDC is also putting up another eight tourist facilitation centres, each of which would consist of a cafeteria, restrooms and four rooms for boarding. There’s more in the pipeline for the area. Negotiation with the owners of Chilkigarh Rajbari is on for developing a heritage hotel project at the royal palace, located 15 km from Jhargram. It will soon become a palace resort with 10 rooms for guests.

 

গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হতে চলেছে জঙ্গলমহল 

বহু বছর ধরে মাওবাদীদের অবাধ বিচরণভূমি হিসেবে পরিচিত জঙ্গলমহল ক্রমে তার ওই বদনাম মুছে নিজেকে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি দিতে তৈরী হয়ে গেলো । পর্যটনের জন্য জঙ্গলমহল প্যাকেজ তৈরী হয়েছে যার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, রাজ্য সরকার যে শুধুমাত্র পরিকাঠামোগত সুযোগ সুবিধের বন্দোবস্ত করছে যেমন কেবল কার, ঐতিহ্যবাহী হোটেল তাই নয়, সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগকেও সদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

রাজ্য পর্যটন দপ্তরের মুখ্য সচিব জানান, ঝাড়গ্রাম ও তার পার্শবর্তী অঞ্চলকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্র তৈরী হতে চলেছে। এই প্রকল্পের বিশদ রিপোর্টও তৈরী হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই ৬৫ কোটি টাকার এই প্রকল্পটি শুরু হয়ে যাবে।

রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্যাকেজ শুরু করে দিয়েছে যেখানে পর্যটকরা জঙ্গলমহলের নেদেখা সব জায়গায় যাওয়ার সুযোগ পাবেন যার মধ্যে আছে বেলপাহাড়ি, খাগড়া ঝর্ণা, কাঁকড়াঝড়, লালজাল প্রমুখ স্থান।

পরিবহন দপ্তর কাঁকড়াঝড় অঞ্চলে ট্রেকিং ও অন্যান্য নানারকম এডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত করছে। রামেশ্বর মন্দির, সুবর্ণরেখা নদীর তীর, ঋষি বাল্মীকির সমাধিস্থল তপোবন এসব অঞ্চলকেও দর্শকদের সামনে তুলে ধরা হবে। পরিবহন দপ্তর এইসব ঐতিহাসিক স্থান গুলিকে চিহ্নিত ও জনপ্রিয় করে তলায় লেগে রয়েছে।

পর্যটকদের জন্য ঝাড়গ্রাম লজে থাকার ব্যবস্থা করা হচ্ছে ও তারা ঝাড়গ্রাম রাজবাড়ি ঘোরার সুযোগ পাবে ও তাদের ডিসকাউন্ট দেওয়া হবে।

New Bengal Tourism ads to be unveiled at Bengal Global Business Summit 2017

A new series of advertisements to promote tourism in Bengal will be unveiled at the 2017 edition of Bengal Global Business Summit, to be held in January. The advertisement campaign is being overseen by Chief Minister Mamata Banerjee herself.

The advertisements would be created around the theme of ‘Experience Bengal’, which is the new tagline of Bengal Tourism. The State’s brand ambassador, actor Shah Rukh Khan has been roped in for this campaign.

The Tourism Department has brought out pamphlets focusing on 20 tourist spots, with details of accommodation, booking and other required information. It has been planned to promote each of these tourist spots with the brand ambassador as part of the campaign.

The Tourism Department has been going all out to promote the tourism centres of the State through its website and mobile app, even the off-beat ones. It is also taking advantage of social networking to increase its reach.

 

 

২০১৭ বিশ্ববঙ্গ সম্মেলনে প্রকাশিত হবে পর্যটনের নতুন বিজ্ঞাপন

বাংলার পর্যটনের নতুন ট্যাগ লাইন ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’। ‘বিউটিফুল বেঙ্গল’-কে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান৷ আরও ব্যাপকভাবে বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বলিউডের বাদশাকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে রাজ্য সরকার৷

আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হবে৷ পর্যটন নিয়ে রাজ্যের এই বিজ্ঞাপনের বিষয়টি একেবারে নিজে তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববাংলা গ্লোবাল সামিটে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷

ইতিমধ্যে বাংলার পর্যটন বিকাশে ওয়েবসাইটের মাধ্যমে প্রচারকেও তুঙ্গে তুলেছে রাজ্য৷ বেঙ্গল টুরিজম নামে একটি অ্যাপও চালু করেছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে বাংলার অফবিট পর্যটন কেন্দ্রগুলিকেও সামনে আনা হচ্ছে৷

রাজ্যের ২০টি  টুরিস্ট স্পটকে পৃথক-পৃথকভাবে প্রচার পুস্তিকার মাধ্যমে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে পর্যটন বিভাগ৷ ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে দিয়ে প্রতিটি স্পটকে তুলে ধরা হবে৷ পর্যটন রূপসী বাংলাকে বিদেশের কাছে আরও ভালভাবে তুলে ধরতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

Bengal Tourism’s Durga Puja packages

West Bengal Tourism Development Corporation Limited (WBTDCL) has unveiled fifteen packages for tourists wanting to experience one of India’s biggest festivals – Durga Puja.

There are three tours within Kolkata named Udbodhani, covering some of the grandest built pandals (pre-Puja whole-night tours on October 5, 6 and 7), and Sanatani-I and Sanatani-II, covering the Durga Pujas in the erstwhile zamindar households (morning tours on October 8, 9 and 10 for both I and II).

Another set of tours covers the traditional Durga Pujas on the outskirts of Kolkata. The different tours are Hooghly Safar, Rarbanger Puja-I, Rarbanger Puja-II, Surul Rajbari in Birbhum, Kashim Bazar Rajbari in Murshidabad and Bijaya Package to Bishnupur, covering the period from October 8 to October 13.

The various north Bengal tours are North Bengal Puja Package-I (pujas of Jalpaiguri and Cooch Behar Rajbari), North Bengal Puja Package-II (pujas of Jalpaiguri and Malbazar, and forest safari in Medhla) and North Bengal Puja Package-III (same as the package-II), from October 8 to October 10.

Besides these, there is a cruise package consisting of Durga Puja on board along with cultural programmes. There are morning and evening trips from October 7 to October 11.

There are also two trips covering the grand spectacles of the immersions of the idols at Babughat (two trips on October 13).

For some of the trips there are options of AC and non-AC buses, and some of the packages include lunch or dinner.

The details of all the trips, along with the prices can be obtained by clicking this link: SHARADOTSAV PACKAGES 2016.

 

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ প্যাকেজ

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBTDCL) দুর্গাপুজোয় পনেরোটি প্যাকেজের ব্যবস্থা করেছে। কলকাতা, কলকাতার উপকণ্ঠে এবং উত্তরবঙ্গের পুজো প্যান্ডেল মিলিয়ে মোট ১৫ টি প্যাকেজ রয়েছে।

কলকাতার মধ্যে তিনটি ট্যুর হবে যার নাম উদ্বোধনী,(৫,৬ ও ৭ অক্টোবর সারা রাত) সনাতনী-১, সনাতনী-২, এর সঙ্গে দেখানো হবে জমিদার বাড়ির পুজোগুলোও (৮,৯ ও ১০ অক্টোবর সকালে)।

এছাড়া কলকাতার বাইরে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলিরও একটি প্যাকেজ রয়েছে। সেগুলি হল হুগলী সফর, রাঢ়বঙ্গের পুজো-১, রাঢ়বঙ্গের পুজো-২, বীরভূমের সুরুল রাজবাড়ি, মুর্শিদাবাদের কাসিম বাজার রাজবাড়ী এবং বিষ্ণুপুরে বিজয়াপ্যাকেজ রয়েছে। ৮অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই ভ্রমণগুলির সময় নির্ধারণ হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। যেমন-উত্তরবঙ্গ পূজা প্যাকেজ-১ (জলপাইগুড়ি ও কোচবিহার রাজবাড়ির পূজো)  উত্তরবঙ্গের পূজা প্যাকেজ -২ ও উত্তরবঙ্গ পূজা প্যাকেজ -৩ (জলপাইগুড়ি ও মালবাজার, এবং মেধলার ফরেস্ট সাফারি) ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর এর সময় নির্ধারিত হয়েছে।

এসবের পাশাপাশি, একটি ক্রুজ প্যাকেজ ও রয়েছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ৭ থেকে ১১ অক্টোবর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ট্রিপ হবে।

এছাড়া ১৩ অক্টোবর বাবুঘাটে প্রতিমা বিসর্জনেরও দুটি ট্যুর প্যাকেজ রয়েছে।

কিছু কিছু ট্রিপের ক্ষেত্রে এসি ও নন এসি বাসেরও অপশন আছে এবং প্যাকেজের মধ্যে লাঞ্চ বা ডিনার অন্তর্ভুক্ত।

ভ্রমণের বিস্তারিত বিবরণসহ, প্যাকেজের মূল্য সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে: SHARADOTSAV PACKAGES 2016.

Advantage Bengal at Incredible India Tourism Investors’ Summit 2016

Bengal has given a very good account of itself at the Incredible India Tourism Investors’ Summit 2016, held in New Delhi. The summit was held with the aim of attracting more investment into the tourism sector, involve MSMEs in the tourism sector, improve core infrastructure for tourism and encourage and start-ups to facilitate tourism.

According to the Union Ministry of Tourism, as of 2015, Bengal is ranked 5th in terms of foreign tourist arrivals and 8th in terms of domestic tourist arrivals. There has been a steady improvement on both the fronts since the Trinamool Congress Government came to power in 2011.

The Trinamool Government has made tourism into one of its main focus sectors to improve the economy of the State; and the rewards are there for everyone to see.

For 2015-16, the budget for the Tourism Department was Rs 257 crore. For 2016-17, budget for the department has been increased to Rs 295 crore.

The results were obvious. In 2015, a total of 71.6 million tourists visited Bengal. About 2,200 rooms were made available for tourists in 2015-16. The room occupancy rate in Kolkata during the same period was an impressive 67%.

As per plans of the State Government, by 2020, 10,000 rooms would be made available for tourists.

This improvement in the tourism climate of the State has been the result of the impressive economic and infrastructural growths in recent years.

The unprecedented increase in State Plan Expenditure and Capital Expenditure has resulted in phenomenal increase in the State GSDP (gross state domestic product). At current prices, the State GSDP in 2010-11 was Rs 4,60,959 crore which has doubled in 2015-16 to Rs 9,20,083 crore, one of the highest in India. The per capita income, as of 2014-15, was Rs 78,903.

Kolkata and most big places in Bengal has excellent railway and road connectivity to the rest of India. As for air connectivity, Kolkata has excellent connectivity to the rest of India as well as internationally, with new destinations and flights being added constantly. Many smaller places in Bengal are being gradually connected to the grid.

Thus, with such facilities, there is no doubt that the State is gradually becoming one of the best tourism destinations in India.

 

দিল্লিতে বাংলার পর্যটনকে তুলে ধরল রাজ্য সরকার

Incredible India Tourism Investors’ Summit 2016 অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেখানে বাংলা পর্যটনের বিকাশের জন্য নিজেদের অবস্থা খুব ভালোভাবে তুলে ধরেছে। পর্যটন কেন্দ্রে আরও বিনিয়োগ, পর্যটনকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত করা, পর্যটনের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য এই সামিটের আয়োজন করা হয়েছিল।

পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৫ সালে বিদেশী পর্যটক আগমনের ক্ষেত্রে বাংলার স্থান ছিল পঞ্চম এবং দেশি পর্যটক আগমনের ক্ষেত্রে এই স্থান ছিল অষ্টম। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর উভয় ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি হয়েছে।

রাজ্যের অর্থ দপ্তরের উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটন দপ্তরের উন্নতিও তৃণমূল সরকারের মূল লক্ষ্য ছিল এবং তা  লক্ষ্যনীয়।

২০১৫-১৬ বাজেটে পর্যটন দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ২৫৭ কোটি, ২০১৬-১৭ তে এই দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ২৯৫ কোটি।

পরিবর্তন লক্ষ্যনীয়। ২০১৫ সালে ৭১.৬ মিলিয়ন পর্যটক এসেছে বাংলায়। ২০১৫-১৬ সালে পর্যটকদের থাকার জন্য প্রায় ২,২০০ টি ঘর তৈরি করা হয়েছিল।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে পর্যটকদের জন্য ১০,০০০ ঘর তৈরি হয়ে যাবে।

রাজ্যের পরিকল্পনা ব্যয় এবং মূলধনী ব্যয় অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে রাজ্যের GSDP ছিল ৪,৬০,৯৫৯ কোটি টাকা। ২০১৫-১৬ সালে এই হার হয়েছে ৯,২০,০৮৩ কোটি (প্রায় দ্বিগুন) যা ভারতের মধ্যে সর্বোচ্চ। ২০১৪-১৫ সালে রাজ্যের মাথাপিছু আয় ছিল ৭৮,৯০৩ কোটি টাকা।

সমগ্র ভারতের মধ্যে কলকাতা এবং বাংলার অধিকাংশ জায়গায় সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত। কলকাতা থেকে ভারতের অন্যান্য জায়গায় বিমান পরিষেবাও খুব ভাল। বাংলার অনেক ছোট জায়গাকেও ধীরে ধীরে এই গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।

সুতরাং, এইসব পরিষেবার সঙ্গে বাংলা যে এখন ভারতের শ্রেষ্ঠ পর্যটন গন্তব্যস্থলগুলির মধ্যে একটি সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

 

Bengal Tourism to start Houseboat service to attract tourists

The Bengal Tourism department is all set to start Houseboat services likely on River. Like Dal Lake in Kashmir and the backwaters of Kerala, the proposed houseboats will have all the amenities of a star hotel.

The air-conditioned houseboats, costing Rs1.2 Crore each, will have three rooms with all facilities like a kitchen, a common drawing room, etc. The tourists will be able to enjoy moonlit nights, the monsoon of Bengal or the winter chill staying in these floating hotels.

Initially, around five to six houseboats will be put to service. The boats will be anchored near the jetties. Besides setting up the houseboats, around 50 jetties are also being restructured. Security measures are also being scrutinized for the safety of the tourists.

It is expected that the houseboats will be ready in the next six months and be made available for tourists by the end of the year.

 

পর্যটক টানতে হাউসবোট পরিষেবা চালু করছে রাজ্য সরকার

কাশ্মীরের ডাল লেকের মত গঙ্গা, গঙ্গাসাগর ও দীঘায় হাউসবোট নামানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। দৃষ্টিনন্দন বাংলাকে পর্যটনের শিখরে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীদের ডাল লেকে যেমন হাউসবোটে কাটান পর্যটকরা, তেমনিই সুযোগ‌–সুবিধে থাকবে বাংলার হাউসবোটে। একেবারে ফাইভ স্টার হোটেল না হলেও সব পর্যটক যাতে নিজেদের নাগালের মধ্যে বোটে রাত কাটাতে পারেন, সেই রকমই ভাড়া ঠিক করা হবে। চাঁদনি রাতে অথবা বর্ষায়, কনকনে শীতে এই হাউসবোটে থাকার অভিজ্ঞতা অন্যরকম হবে।

গঙ্গা, দক্ষিণে গঙ্গাসাগর অথবা পশ্চিমে দীঘায় থাকবে হাউসবোটগুলি। আপাতত ৫–৬টি হাউসবোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই শীতাতপ নিয়ন্ত্রিত বোটগুলি তৈরি করতে প্রতিটির জন্য খরচ হচ্ছে ১.২ কোটি টাকা। প্রতিটি বোটে রান্নাঘর, ড্রয়িং রুম সহ তিনটি করে ঘর থাকবে, এছাড়া থাকবে আরও অনেক রকম সুযোগ-সুবিধা।

আশা করা যায়, আগামী ছয় মাসের মধ্যে এই হাউস বোটগুলি প্রস্তুত হয়ে যাবে এবং এ বছরের শেষ নাগাদ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া ৫০টির মতো জেটির সংস্কার ও সৌন্দর্যায়ন করবে পরিবহণ দপ্তর। প্যটকের নিরাপত্তাও সুনিশ্চিত করা হচ্ছে।