Leopard Safari at Khayerbari soon

After the Bengal Safari Park in Siliguri, people living in north Bengal may soon have a chance to visit a leopard safari park in South Khairbari Tiger Rescue Center under the Jaldapara National Park in Alipurduar district. A deer park will also be set up.

“We will start work on the leopard safari project as soon as we receive an approval from the central ministry of the environment and forest on the proposal we sent them” said state forest minister, Binoy Krishna Barman.

Tigers rescued from circuses in the state were rehabilitated in the rescue centre situated under the Jaldapara National Park. A number of leopards which were rescued from different parts of north Bengal were also sent to the rescue centre for rehabilitation.

At present there are a total of seven leopards and one Royal Bengal tiger in the rescue centre. Two leopards. Sachin and Sourav, were recently taken to the Bengal Safari Park.

The Leopard Safari in South Khayerbari Tiger Rescue Center will boom tourism in Dooars. It will be a radical step for development of tourism in the area.

State Govt’s Bengal Safari Park welcomes bears

The Bengal Safari Park on the outskirts of Siliguri has now become home to a pair of two Asiatic Himalayan black bears, named Jennifer and Dhruv.

The bears were brought from Darjeeling. One of them is eight years old while the other is 17.

At present, both the bears are caged. Their diet has been enriched with the necessary nutrients and many fans have also been installed to ensure that their surroundings maintain a cool room temperature.

It is being expected that the bear safari would commence at the park from this year itself. The bears will be released into the forests after caring for them in the cage for a few days.

 

Source: Siliguri Times

 

বেঙ্গল সাফারি পার্কে আনা হচ্ছে দু’টি ভাল্লুকও

শীত ও বড়দিনের মরসুমে কচিকাঁচা থেকে বড়দের ‘বেঙ্গল সাফারি পার্কে’র আকর্ষণ বাড়াতে, দু’জন অতিথি পাহাড় থেকে আসছেন সমতলে। ওরা দুটি কালো ভালুক বা হিমালয়ান ব্ল্যাক বিয়ার।

দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক থেকে দু’টি ভাল্লুক আসতে চলেছে। স্বাভাবিক জঙ্গলে তাদের থাকার প্রস্তুতিও শেষ। বাসিন্দাদের দেখানোর পরিকাঠামোও তৈরি। শুধু আসার পর আরও দিন ৭ নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ছেড়ে দেওয়া হবে পার্কে।

সেই সঙ্গে নতুন বছরের শুরুতেই পার্কে জুড়বে আরেকটি সাফারি-লেপার্ড সাফারি। এখন পার্কে বিভিন্ন পশু পাখির সঙ্গে রয়াল বেঙ্গল টাইগারের দর্শন বা হাতির পিঠে চড়ে জঙ্গলে ঘোরার আনন্দ তো রয়েছেই। রবিবার, সকাল থেকে মেঘলা আকাশ, ঠান্ডা হাওযায় শীতের আমেজের মধ্যে পার্কে ভিড় উপচে পড়ে।

২০১৬ সালের জানুয়ারি মাসে ২৯৭ হেক্টর স্বাভাবিক জঙ্গল ঘিরে তৈরি বেঙ্গল সাফারির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হরিণ, সম্বর, গন্ডার, ময়ূর-সহ বিভিন্ন ধরনের পশুপাখিদের আনা হন। তার পরে তৈরি হয় কুমির ও ঘড়িয়ালদের জলাশয়। কলকাতা চিড়িয়াখানা থেকে আনা হয়, দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে।

পুজোর আগেই ডুয়ার্স থেকে দুটি হাতি এনে চালু হয়ে গিয়েছে হাতি সাফারিও। এসেছে সাদা ময়ূর, জঙ্গলক্যাট, বুনো শুয়োর-সহ নানা জন্তু। পার্কের আধিকারিকেরা জানান, এর পরে ভালুকের সাফারি চালু হবে বলে ঠিক হয়। মাস দু’য়েক আগেই পরিকাঠামো তৈরিও হয়ে যায়।
নীচে এসে বুনো দু’টির মানিয়ে নিতে সমস্যা হবে না। পরবর্তীতে সংখ্যাটা ৬টি করে বাড়ানো হবে।

Bengal Govt to set up leopard, bear safari in north Bengal

After tiger safari, the Bengal government has taken initiatives to set up leopard and bear safari near Siliguri. The two separate Safari Parks would be constructed on 20 hectare of land each.

The tiger Safari Park has already been inaugurated by the Chief Minister. The Forest department has been closely working with the Tourism department to develop the leopard park and a bear park in Siliguri.

The Bengal Safari Park is already a popular tourist destination and the herbivore and tiger safaris are a huge hit among the masses. Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are also displayed in large enclosures in the park here.

 

উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার

টাইগার সাফারির পর উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি পার্ক তৈরি হবে ২০ হেক্তর জমির ওপর।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী টাইগার সাফারি পার্কের উদ্বোধন করেন। শিলিগুড়িতে চিতা ও ভালুক সাফারি উন্নয়নের জন্য বন দপ্তর পর্যটন দপ্তরের সঙ্গে কাজ করছে।

ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্ক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়া টাইগার সাফারিও খুব জনপ্রিয়। বন বিড়াল, কুমির, ঘড়িয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই পার্কে।

 

Bengal Govt is committed to the conservation of wildlife

The Wildlife Wing of Forest Department manages 4692 sq km of protected area network, i.e., 5.28% of geographical area of state (as of 2015), up from 4.56% prior to 2013. The Bengal Government is committed to the conservation and protection of wildlife in the State and has taken several initiatives for the same.

The Wildlife Wing has achieved great success in the conservation of Rhino and Elephant habitat. The population of Rhinos touched 236 and Elephants touched 647 in 2015, the highest in the last few decades. Recent ‘Camera Trap’ technology showed healthy population of tigers in the wild and for the first time, a census of crocodiles was done in 2012 in state.

The most notable initiatives of West Bengal Zoo Authority are starting of works of Sunderban Wild Animal Park at Jharkhali and North Bengal wild Animal Park at Siliguri. Padmaza Naidu Himalayan Zoological Park, Darjeeling now acquired the status of best zoological park in the country.

A new wildlife sanctuary, Pakhi Bitan, was notified at Gajoldoba in North Bengal for conserving the habitat and protecting populations of migratory birds.

Bengal Safari Park, spread over 297 hectares of natural forest land consisting of sal and other trees, was inaugurated by the Chief Minister in January, 2016. The park has a mixed herbivore and a tiger safari was recently inaugurated. Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are displayed in large enclosures in the park.

 

বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ়প্রতিজ্ঞ রাজ্য সরকার

বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তায় বদ্ধপরিকর রাজ্য সরকার; এই উদ্দেশ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাজ্য বনদপ্তরের অন্তর্গত বন্যপ্রাণী বিভাগ রাজ্যের ৪৬৯২ বর্গ কিঃ মিঃ অঞ্চলকে নিয়ন্ত্রন করে। এই অঞ্চলটির আয়তন গোটা রাজ্যের আয়তনের ৫.২৮ শতাংশ (২০১৫ সাল পর্যন্ত), যা ২০১৩ সাল অবধি ৪.৫৬ শতাংশ ছিল।

গণ্ডার ও হাতি’র সংরক্ষনে ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে বন্যপ্রাণী বিভাগ। গণ্ডারের সংখ্যা ২৩৬ ও হাতির সংখ্যা ৬৪৭ হয়েছে ২০১৫ সালের গণনা অনুযায়ী। অত্যাধুনিক “ক্যামেরা ট্র্যাপ” প্রযুক্তিতে দেখা গেছে বাঘেদের জনসংখ্যাও বেশ ভাল। ২০১২ সালে রাজ্যে প্রথমবার কুমিরের গণনা করা হয়।

West Bengal Zoo Authority-র উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বলা যেতে পারে, ঝড়খালিতে ‘সুন্দরবন ওয়াইল্ডলাইফ পার্ক ও শিলিগুড়িতে ‘উত্তরবঙ্গ বন্য প্রাণী পার্ক তৈরী। দার্জিলিঙের ‘পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক’ দেশের সেরা চিড়িয়াখানা হিসেবে স্বীকৃত।

পরিযায়ী পাখিদের সংরক্ষন ও নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে নির্মিত উত্তরবঙ্গের গাজলডোবার “পাখি বিতান” হল একটি নতুন উদ্যোগ।

২৯৭ হেক্টর জমিতে তৈরী বেঙ্গল সাফারি পার্ক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের জানুয়ারি মাসে। ওই পার্কে কিছুদিন আগেই টাইগার সাফারির উদ্বোধন করা হয়। কুমির ও ঘড়িয়ালের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু পরিচিত পাখিও প্রচুর সংখ্যায় দেখা যাবে এখানে।

Bengal Safari Park to roll out Tiger Safari soon

Bengal Safari Park in north Bengal will soon roll out the much-awaited Royal Bengal Tiger safari by the end of January. Two Royal Bengal tigers brought from Odisha have already arrived at the park.

Two tigers – a male and a female – are being kept in isolation for at least three weeks before being put inside the enclosure and put up for public viewing. Park authorities have already constructed a tiger enclosure over 20 hectares.

The park is the biggest jungle safari in the state and is fast emerging as a major tourist attraction. The park is spread over 297 hectares of natural forest land consisting of sal and other trees. The park will have four large safaris like mixed herbivore safari (91 ha) and tiger safari (20 ha).

The mixed herbivore safari is already doing brisk business while the tiger safari would add to the attraction. Visitors are taken to these safaris in specially designed vehicles.

Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are displayed in large enclosures in the park here.

Night shelters, pavilions and gardens will be created for the tigers. Artificial hills and streams will also be created to give the park a completely natural look. Visitors would be able to watch tigers from a separate enclosure. A hospital for injured tigers is almost ready too.

 

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’

উত্তরবঙ্গের ‘বেঙ্গল সাফারি পার্কে’ খুব শিগগিরি চালু হতে চলেছে ‘টাইগার সাফারি’; জানুয়ারী মাসের শেষেই এর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যা থেকে দুটি রয়াল বেঙ্গল টাইগার হয়েছে এই সাফারি পার্কে।

লোকসমক্ষে আনার আগে বাঘ দুটিকে তিন সপ্তাহ ‘আইসোলেশনে’ রাখা হবে। এর জন্য একটি ২০ হেক্টরের ‘টাইগার এনক্লোজার’ বানানো হয়েছে।

এই পার্কটি রাজ্যের সবচেয়ে বড় জঙ্গল সাফারি পার্ক। পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতিও অর্জন করেছে বেঙ্গল সাফারি পার্ক। ২৯৭ হেক্টরের এই পার্কটি তৈরী হয়েছে প্রাকৃতিক জঙ্গলেই। টাইগার সাফারি ছাড়াও এই পার্কে থাকছে তৃণভোজী প্রাণীর সাফারি। বিশেষ গাড়ি করে এই সাফারিতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের।

বাঘ ছাড়াও এখানে রয়েছে অন্যান্য বিড়াল প্রজাতির পশু, কুমির, ঘড়িয়াল ও নানা প্রজাতির পাখি। তৈরী হচ্ছে বাঘেদের জন্য নাইট শেল্টার। কৃত্তিম পাহাড় ও ঝর্ণা তৈরী করার পরিকল্পনাও রয়েছে। বিশেষ ‘এনক্লোজার’ থেকে বাঘ দেখতে পারবেন পর্যটকরা।