Under the Trinamool Congress Government, West Bengal has had outstanding achievements on the macro-economic front.
The industry sector grew at 10.59%, as against India’s 7.3%, and the services sector grew at 13.99%, as against India’s 9.2%. Surpassing all previous records, since May 2011, the State have been able to generate employment of 67.35 lakh until December 2015. In addition, 98.3 crore man-days have been generated under different employment schemes.
The West Bengal Government came up with the ‘Investment and Industrial Policy of West Bengal’ in 2013. It is a landmark document in terms of the balance it seeks to achieve between encouraging industrialists to invest in the state and ensuring the well-being of the people through optimum utilisation of manpower and land. Investors have to give as good as they get; checks and balances are one of the hallmarks of this policy document.
The government has taken a number of initiatives to attract industrial investments to the State. Some of them are unique initiatives, like the Single-Portal Online Investment Clearance System, which enables an investor to get clearances from all departments through a single portal.
The 2016 Bengal Global Business Summit was a major success, drawing in a large number of investment proposals from both national and international investors. Proposals worth Rs 2,50,250 crore were received.
Industrial Parks are being set up in Haldia, Goaltore and Haringhata. A Garment Park is being set up in Budge Budge. Raghunathpur Industrial Park-II has been chosen for the Industrial Manufacturing Cluster (IMC) under Amritsar-Delhi-Kolkata Corridor Project.
In addition, 488 manufacturing units with investment worth Rs 88,552.96 crore are under construction.
শিল্পে জোয়ার এনেছে বাংলা
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
শিল্পে বৃদ্ধির হার হয়েছে ১০.৫৯% যেখানে সারা দেশের হার ৭.৩%। পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে হল ১৩.৯৯% যেখানে সারা দেশের হার হল কেবলমাত্র ৯.২%। আগের সকল নজির ভেঙ্গে ২০১১ মে – ২০১৫ ডিসেম্বর পর্যন্ত ৬৭.৩৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ এবং ৯৮.৩ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
রাজ্যে শিল্পের ক্ষেত্রে আকর্ষণ আনার জন্য রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।Online single window clearance system প্রবর্তন করা হয়েছে।
২০১৬ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অসামান্য সাফল্য এসেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অনেক শিল্পপতি বাংলায় ইনভেস্টমেন্ট করেছেন। প্রায় ২ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকার বিনিয়োগ এসেছে।
হলদিয়া, গোয়ালতোড় ও হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। বজবজে একটি গার্মেন্ট পার্ক তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার হিসেবে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক II-কে নির্বাচন করা হয়েছে।
৮৮,৫৫২.৯৬ কোটি টাকা ব্যয়ে ৪৮৮ টি ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজ এখনও চলছে।