New horizons in sports infrastructure in Bengal

The Trinamool Congress Government has done a lot to improve the sporting infrastructure in West Bengal.

Plan Expenditure for the department out of State Budget has increased from Rs 103.97 crore during 2007-2011 to Rs 349.43 crore during 2011-2015. This has led to a big improvement in infrastructure like stadiums, swimming pools, etc. and has also encouraged sportspersons to give off their best.

Infrastructural work completed

  • Upgrading of Jhargram Stadium, Salboni Stadium and Gorkha Stadium in Lebong
  • Floodlighting of Kanchenjungha Stadium in Siliguri, putting up new floodlights at Vivekananda Yuva Bharati Krirangan, Purulia Sports Hostel, Medinipur Swimming Club and Subhas Sarobar Swimming Pool
  • Improvement of East Bengal, Mohun Bagan and Md Sporting club grounds

 

Ongoing infrastructural work

  • Upgrading of stadiums in Krishnanagar, Suri, Uluberia, Kanthi (Arabinda Stadium), Tamluk (Rakhal Memorial Stadium), Purulia (Mini Indoor stadium), Malda (DSA Stadium), Balurghat, Diamond Harbour and Gangrampur, sports hostel in Purulia, Jhargram Sports Academy, and Khatra Sports Academy nearing completion
  • Construction of stadiums in Bhatar, Nayagram, Naihati, Barrackpore and Balurghat (indoor stadium) to start soon
  • Construction of swimming pools in Canning and Barijhati (Hooghly), and of state-of-the-art diving pool at Subhash Sarobar, Kolkata

 

In Kolkata

  • All the stadiums/sports facilities in Kolkata like Netaji Indoor Stadium, Rabindra Sarobar Stadium, Vivekananda Yuva Bharati Krirangan (VYBK), Subhas Sarobar swimming pool and Kishore Bharati Stadium have been taken up for major upgradation and modernisation.
  • More specifically, renovation and upgradation for VYBK includes installation of 25,000 plastic bucket seats, improvement of drainage and toilets, construction of two dressing rooms of international standard and refurbishment of the gymnasium. In keeping with the requirements for organising the Under-17 FIFA World Cup, the artificial turf at VYBK is being replaced with a natural grass turf and two practice grounds of similar standards have also been sanctioned. Sanction has also been granted for the replacement of the synthetic athletic track with one of international standard.

 

Awards

  • Khel Samman Awards (under four categories, viz., Lifetime Achievement Award, Krira Guru Award, Banglar Gourav Award, Khel Samman Award) have been conferred consecutively since 2013.

 

Sports promotion activities

  • District Sports Councils and Sub-Divisional Sports Councils have been reconstituted and funds have been released for them
  • Clubs/NGOs provided grants for the development and promotion of sports, up from 2,486 during 2007-2011 to 20,380 during 2011-2015
  • Non-residential coaching camps for table tennis, gymnastics, badminton and karate at Khudiram Anushilan Kendra and for volleyball and kho kho at Yuva Bharati Krirangan
  • Residential Football Academy running in Khardah since June 2014
  • In order to promote and popularise sports in far-flung and backward areas, Jangalmahal Cup, Himal Terai Dooars Cup and Sundarban Cup are regularly organised, involving local clubs and the youth.
  • North Bengal Board for Development of Sports & Games has been constituted under the Chairmanship of eminent footballer, Baichung Bhutia to promote sports activities and monitor infrastructure development schemes in the seven districts of north Bengal.

 

Future initiatives

  • Swimming Academy at Subhas Sarobar Swimming Pool, Beleghata, Kolkata, Archery and Volleyball Academy in Jhargram, Gymnastics Academy in Purulia
  • Artificial turf at VYBK to be replaced with a natural grass turf
  • Nearly 8000 club/organisations/associations to be given grants for improvement of sporting infrastructure
  • Scheme for financial support to recognised sports associations, to provide support for district-level coaching, establishment of nurseries and organising state and national-level sports competitions
  • Board, consisting of eminent sports personalities, for identification of budding and promising sportspersons
  • A new Sports Policy declared for giving further impetus to the development and promotion of sports in the state and also for giving incentives to sportspersons
  • Creation/ renovation/ modernisation of sports infrastructure in all the districts will be continued

 

Over Rs 100 crore has been sanctioned for upgrading stadiums, swimming pools, etc. A lot of clubs and other sporting organisations are getting financial help to improve sports in their local areas. Sportspersons have got a big boost in these five years. The sporting culture of West Bengal has really improved.

 

Slander against Trinamool makes Didi stronger: Abhishek Banerjee at Sandeshkhali

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Thursday said that it is a matter of time for Trinamool Congress to return to power with more than two hundred seats. He was addressing a public rally at Sarberia in Sandeshkhali.

He lashed out at the Opposition saying that no matter how much they try they will not be able to tarnish the image of Trinamool with their smear campaigns and conspiracies.

He reiterated that canards and smear campaigns against Mamata Banerjee only increases her resilience and makes her stronger.

Abhishek Banerjee said that the dark days of Left rule where bloody politics of violence, booth capture were the norm, are over. He added that Mamata Banerjee does not need any alliance as she has had a life of struggle.

Mocking the alliance between CPI(M) and Congress, the TMYC President said that the common people will teach them a lesson.

 

তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার সন্দেশখালির সরবেড়িয়াতে একটি প্রচারসভা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দু শোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এখন এটা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা যতই কুসা ও অপপ্রচার করুক কিছুতেই তারা তৃণমূলকে কলুষিত করতে পারবেনা।

তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আগামী ৫০ বছরেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুসা করলে তার হাত আরও শক্তিশালী হবে”।

এদিন যুব নেতা বলেন, “সিপিএমের প্রতিহিংসা, রক্তের রাজনীতি ও বুথ দখলের দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জোট করতে হচ্ছে না কারণ তিনি আন্দোলনের পথ, লড়াইয়ের পথ, ত্যাগের পথ বেছে নিয়েছেন”।

সিপিএম-কংগ্রেসের জোটকে উপহাস করে তিনি বলেন সাধারণ মানুষ ওদের শিক্ষা দেবে।

 

We worked for the welfare of tea workers: Mamata Banerjee at Birpara

On the fourth day of her poll campaign in north Bengal, Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed two rallies today – in Birpara (in Alipurduar district) and in Mainaguri (Jalpaiguri district).

The firebrand leader embarked on her campaign in north Bengal with a rally at Phansidewa on March 14 followed by a padyatra from Matigara to Siliguri to mark Nandigram Divas. She also addressed public meetings in Kurseong on March 15 and in Kalchini-Nagrakata on March 16. She also attended a padyatra in Malbazar yesterday.

Slamming the “unholy nexus” between the CPI(M) and the Congress in her speeches, Mamata Banerjee has said she has the support of the people.

She also challenged the Opposition to fight her politically and compete on the plank of development. She came down heavily on the smear campaign started by the Opposition and a section of the media to tarnish the image of Trinamool.

Salient points of Mamata Banerjee’s speech at the Birpara rally: 

On north Bengal

I have come to Birpara often in the past. I love this place. I love coming to north Bengal in general. We have showered our love on the people of the Hills. In the past no government worked for the Hills so much.

We will never allow Bengal to be divided. We will maintain peace and harmony.

On development

We created the district of Alipurduar for better development. We fulfilled your long-standing demand. From ITIs, polytechnic colleges to fair price medicine shops and Kisan Mandis, we are working for all-round development.

Eight crore out of the nine crore people in Bengal are getting rice at Rs 2/kg. We have started insurance schemes for the press, and for the ASHA and ICDS workers. We have given second language status to Hindi, Urdu, Nepali, Gurmukhi and Ol Chiki.

We have distributed three lakh land pattas in the last four years. We have distributed Kisan Credit Cards and houses under the Gitanjali Scheme. We have electrified rural households. We took over Dunlop and Jessop because we care for the welfare of workers. We will not allow innocent workers and labourers to suffer because of the Central government.

The Centre stopped funds for the ICDS scheme. We are now funding the scheme.

On the Opposition

Those who took the State back by decades are spreading hate, falsehoods and negativity now.

On education

We have set up a Hindi College in Banarhat. We are setting up model schools in the district. 33 lakh girls are receiving Kanyashree scholarships. They are now pursuing higher education. We have also started Shikshashree scholarships for SC/ST students; 22 lakh have already benefitted. Under the Sabuj Sathi Scheme, 25 lakh cycles have been distributed and another 15 lakh students will receive them by July. Minority scholarships have been given to 1.05 crore students. This is the highest number for such scholarships in the country.

The Centre has stopped funding Sarva Siksha Abhiyan but we are continuing to fund the scheme.

The new generation of youth in Bengal will take the State forward. Bengal is turning around.

On tea workers

We are working for the welfare of tea garden workers. We are providing water, electricity and rice at 47 paisa/kg to tea garden workers.

On Trinamool

Trinamool works for the common people. We are here to serve the poor irrespective of caste, creed, colour or political allegiance. Trinamool is a party of the people; our government is a humane government. We have come to seek your support, blessings and cooperation based on the work we have done in the last four years.

 

 

চা বাগানের উন্নয়ন করেছে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন। আজ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এবং ময়নাগুড়িতে জনসভা করলেন তৃণমূল নেত্রী।

গত ১৪ই মার্চ ফাঁসিদেওয়ায় একটি জনসভার মাধ্যমে উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী প্রচার শুরু করেন। এরপর ওইদিনই নন্দীগ্রাম দিবস উপলক্ষে মাটিগাড়ায় একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ই মার্চ কার্শিয়াঙে এবং ১৬ই মার্চ কালচিনি ও নাগরাকাটায় জনসভা করেন তিনি। গতকাল মালবাজারে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘অনৈতিক ঘোঁট’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল মানুষের সঙ্গে জোট করেছে।

তিনি বিরোধীদের চ্যালেঞ্জ করেন তার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য। তিনি বিরোধীদের আহ্বান জানান উন্নয়ন ও কাজের মাপকাঠিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। বিরোধীদের সঙ্গে মিডিয়ার একাংশ একযোগে তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত, কুৎসা ও নিন্দার রাজনীতি শুরু করেছে।

বীরপাড়ায় তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু অংশঃ 

আমি আগে অনেকবার এসেছি বীরপাড়ায়। আমি এই জায়গাটাকে ভালোবাসি এবং আমি বারবার আসব উত্তরবঙ্গে। আমরা বাংলাকে কখনো ভাগ হতে দেব না। আমরা বাংলার শান্তি ও সম্প্রীতি রক্ষা করব।

উন্নয়ন

আমরা নতুন জেলা আলিপুরদুয়ার তৈরি করেছি, মানুষের বহুদিনের চাহিদা পূর্ণ করেছি। পানীয় জল, বিদ্যুৎ পৌঁছে গেছে ঘরে ঘরে। আইটিআই,পলিটেকনিক কলেজ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কিষাণ মাণ্ডি সবকিছু দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ ২টাকা কেজি চাল পাচ্ছে। কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা আইসিডিএস প্রকল্প চালু রেখেছি। গত সাড়ে চার বছরে ৩ লক্ষ পাট্টা প্রদান করা হয়েছে। আমরা কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, গীতাঞ্জলি প্রকল্পের আওতায় আবাসন তৈরি করেছি গরীবদের জন্য।অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিরাপত্তা দিয়েছি।

বিরোধীদের উদ্দেশ্যে

৩৪ বছরে কোন উন্নয়ন হয়নি। যারা বছরের পর বছর রাজ্যকে পিছিয়ে নিয়ে গেছে তারা আজ কুৎসা, অপপ্রচারে মেতেছে। আইসিডিএস প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। মানুষের স্বার্থে আমাদের সরকার সেই প্রকল্পগুলি চালু রেখেছে। সর্ব শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আমরা চালু রেখেছি সেই প্রকল্প।

শিক্ষা

আমরা বানারহাটে একটি হিন্দী কলেজ স্থাপন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় মডেল স্কুল চালু হয়েছে। ৩৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে, এর মাধ্যমে তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে। আইটিআই,পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি আমরা। ২২ লক্ষ ছাত্রছাত্রী এর মাধ্যমে উপকৃত হয়েছে।সবুজসাথী প্রকল্পে ২৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। বাকি ১৫ লক্ষ ছাত্রছাত্রী জুন মাসের মধ্যে সাইকেল পেয়ে যাবে। ১ কোটি ৫ লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

চা–শ্রমিক

চা শ্রমিকদের উন্নতিসাধনে ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে। চা শ্রমিকরা এখন ৪৭ পয়সা কেজি দরে চাল পাচ্ছে।

তৃণমূল মানুষের সরকার, মানবিক সরকার। আমরা মানুষের জন্য কাজ করি। আমরা পাহাড়ের ভাই-বোনেদের ভালোবাসি, এর আগে কোন সরকার তাদের জন্যও এত কাজ করেনি।

আমাদের কাজের ওপর নির্ভর করে আমরা আপনাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করি।