Health Department: Path-breaking achievements

Under Mamata Banerjee, the Health Department has been one of the best-performing departments over the last five years in West Bengal. Concepts like special care units for babies, fair-price medicine shops, fair-price diagnostic centres and multi super-speciality hospitals have brought about a huge change in the health scenario in the State.

Recently, the Government has taken the path-breaking decision of withdrawing all user charges from all Government hospitals, including medical college hospitals. These user charges include those of drugs, surgical implants and of usage of costly devices.

Mother and child care: The number of sick newborn care units (SNCU) is up from six to 49 and sick newborn stabilisation units (SNSU) are up from zero to 302. There has been a significant improvement in institutional delivery, from 68% in 2011 to 87% in November 2015; all 671 functional delivery points now have newborn care corners (NBCC). Two Mother and Child Care Hubs (MCHs) have been built in Kolkata and Howrah; seven more are coming up by the end of 2016. Thirty-five Nutritional Rehabilitation Centres (NRCs) centres have been set up for the management of severely malnourished children, and for counselling their mothers.

Fair-price medicine shop (FPMS): The 109 FPMSs achieved a gross sale of Rs 940 crore, with discount of Rs 585 crore availed by 2013 lakh patients between December 2012 and December 2015.

Fair-price diagnostic centre (FPDC): FPDCs are meant to provide medical diagnostic facilities at an affordable rate. There is also provision for free services to the poor and vulnerable sections of society. So far, 82 FPDCs have been set up in government hospitals.

Multi super-speciality hospitals: These hospitals with advanced healthcare facilities are coming up in all the districts. Thirty-two have been opened, out of the scheduled 41.

Emergency care: West Bengal is the only State to set up modern critical care and emergency management facilities in districts and sub-divisions. Fifty-five such CCUs and HDUs (high-dependency units) are functional, and 17 more are to open soon.

Hospital beds: The bed strength has been increased by 27,000. A hundred eighty non-bedded primary healthcare centres (PHCs) were upgraded to 10-bedded PHCs and 144 block primary healthcare centres (BPHCs) were upgraded to rural hospitals.

Madhur Sneha and Cord Blood Bank: Eastern India’s first human milk bank, named Madhur Sneha, and a cord blood bank have been set up at SSKM Hospital.

Sishu Sathi: This scheme is meant to enable free surgical treatment for children with cardiac diseases at State Government-run hospitals; more than 7,400 children have been treated till now.

Rashtriya Swasthya Bima Yojana (RSBY): The West Bengal Government has ensured extension of RSBY services to all hospitals up to blocks. The State tops in India with 61 lakh families covered, extending benefits of free cashless treatment for surgical and medical management to 12 lakh patients, amounting to Rs 700 crore in the last four years. This has been appreciated by the World Bank and the German Society for International Cooperation (GIZ in German).

Under the rule of the Trinamool Congress, the health scenario in West Bengal is better than ever. There has been a significant increase in the allocation for the Health & Family Welfare Department over the last five years; it is Rs 2999.22 crore for 2016-17. The people all over the State are highly impressed by the all-round change.

 

স্বাস্থ্য ক্ষেত্রে বাংলায়  অভূতপূর্ব উন্নয়ন  

মমতা বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর বিগত পাঁচ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নায্যমূল্যের ওষুধের দোকান, নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র এবং মাল্টি -সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন এনেছে।

রাজ্য সরকারের এক অভূতপূর্ব সিদ্ধান্তের ফলে এখন রাজ্যের সকল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে ভর্তি সকল রোগীদের বিনমূল্যে ওষুধপত্র ও অনান্য  সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে।

জননী ও শিশু কল্যাণ: Sick Newborn Care Unit (SNCU)-এর সংখ্যা ৬ থেকে বেড়ে এখন ৪৯ হয়েছে এবং Sick Newborn Stabilisation Units (SNSU)-এর সংখ্যা শূন্য থেকে বেড়ে এখন হয়েছে ৩০২। হাসপাতালে প্রসবের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে – ২০১১ সালে ৬৮ শতাংশ থেকে ২০১৫ সালে ৮৭ শতাংশ। সকল ৬৭১ পরিসেবা কেন্দ্রে এখন রয়েছে Newborn Care Corners (NBCC)। ২টি Mother and Child Care Hub (MCH) তৈরী হয়েছে কলকাতা এবং হাওড়ায়। অপুষ্ট শিশুদের জন্য ৩৫ Nutritional Rehabilitation Centre (NRC) খোলা হয়েছে।

নায্যমূল্যের ওষুধের দোকান: ১০৯টি নায্যমূল্যের ওষুধের দোকান থেকে ডিসেম্বর ২০১২- ডিসেম্বর ২০১৫ সময়কালে মোট ৯৪০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে, যার মধ্যে ৫৮৫ কোটি টাকার ছাড় দেওয়া হয়।

নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র: রাজ্যের মানুষরা এখন ন্যায্য মূল্যে ডায়াগনস্টিকের সুবিধা লাভ করছেন। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এখন অবধি এই ডায়াগনস্টিকগুলির সংখ্যা ৮২।

মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল: সকল আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাসম্পন্ন ৩২টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়ে।

জরুরি পরিষেবা: পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে সবকটি জেলা এবং মহকুমায় রয়েছে critical care ও জরুরি পরিষেবার ব্যবস্থা। ৫৫টি Critical Care Unit (CCU) এবং High Dependency Unit (HDU) ইতিমধ্যেই চালু হয়ে গেছে।

হাসপাতালের শয্যা: হাসপাতালে শয্যা সংখ্যা এখন আরো ২৭,০০০ বেড়ে গিয়েছে। ১৮০টি Primary Healthcare Centre (PHC)-এর সবকটিতে এখন ১০টি করে শয্যা রাখা হয়েছে। ১৪৪টি Block Primary Healthcare Centre (BPHC) এখন গ্রামীন হাসপাতালে পরিনত হয়েছে।

মধুর স্নেহ ও কর্ড ব্লাড ব্যাঙ্ক: এস এস কে এম হাসপাতালে পূর্ব ভারতের প্রথম Milk Bank ও কর্ড ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে।

শিশু সাথী: এই প্রকল্পে রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার ব্যবস্থা শুরু করা হয়েছে, যার অধীনে এখন অবধি ৭,৪০০-র বেশি শিশুরা উপকৃত হয়েছে।

রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা: পশ্চিমবঙ্গ সরকার ব্লক স্তর পর্যন্ত সকল হাসপাতালে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা শুরু করেছে। এর আওতায় এখন অবধি ৬১ লক্ষ পরিবার উপকৃত হয়েছেন, যা সারা দেশে সর্বোচ্চ। এই সুবিধার অন্তর্গত ১২ লক্ষ রোগীদের মোট ৭০০ কোটি টাকার cashless পরিষেবা প্রদান করা হয়েছে গত চার বছরে, যার বাহবা মিলেছে বিশ্ববাঙ্কের তরফ থেকেও।

স্বাস্থের জন্য বরাদ্দ অর্থ ২০১৬-১৭ সালে বেড়ে হয়েছে ২,৯৯৯.২ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি আগের তুলনায়ে দুর্দান্ত। রাজ্যের মানুষ এই উন্নতি দেখে রীতিমত সন্তুষ্ট।

Didi blasts ABP, Aveek Sarkar for being most destructive elements in Bengal

The CPI(M) has completely ruined Bengal. They have ruined three generations because of their whims. They sent their own children to America and England, but did not let our children study ‘twinkle twinkle little star.’

If they come and stand in front of me, I will take the full account of all their misdeeds. The CPI(M) has cut off people’s hands for voting, plucked out people’s eyes, captured village after village with guns and killed 55,000 people. In one year, 400 people were killed in Jangalmahal, and during our term not one person was killed.

I speak the truth and the truth hurts, said Mamata Banerjee, while addressing a huge election rally in Durgapur, Bardhaman today.

The BJP has spent crores on their election campaign. There is a jugglery of words going on. They are showing people taking Rs 50 and Rs 100 and that is bad, then what about those who are selling out the country for thousands of crores.

Trinamool Congress is the poorest party in India; you must understand why they are after us. We are the only party that has capability, transparency, accountability and Mamata Banerjee, who works tirelessly day and night for the people. I am saying this with a heavy heart.

Go tell ABP that they are the most destructive element in Bengal. They are conspiring against us because they asked me to forcefully acquire land from farmers. They wanted me to remove urban land ceiling. I cannot do that.

Aveek Sarkar tells me that “whatever I serve the people, they will be forced to eat that.” This is on record. They wanted to control the government. Jyoti Babu never cared about them, so he never failed; but Buddhadeb Babu, under their influence, gave them Singur which led to his fall.

After the BJP’s victory in the general election, they had bhajans playing for BJP. Today they have become the chairman of the alliance between CPI(M) and Congress.

I challenge him (Aveek Sarkar) to contest in the election. He goes to Delhi and meets Rajnath Singh and asks him to arrest Abhishek. What interest could the owner of a newspaper have in such a situation? He meets Rahul Gandhi often in Delhi.

I do not speak anything without proof. I challenge him to prove to me otherwise. He even planned who will be the Congress candidate from which seat.

He dictates to news channels and some companies to create the stories he wants.

He has been spreading slander about Bengal to the diplomats of various countries for a long time. He calls them to his house, feeds them not just food, but with all the slander about Bengal.

He made it such that industrialists had to visit him before investing in Bengal. Today we have changed that completely with our transparent policy. So now he does not get anything.

 

এবিপি আনন্দ গ্রুপ বাংলার সবচেয়ে সর্বনাশা: দুর্গাপুরে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

সিপিএম বাংলাকে ধ্বংস করেছে। সিপিএম বাংলার পাপ। এরা কংগ্রেসের মদতে বাংলার তিনটে জেনারেশনকে নষ্ট করে দিয়েছে। নিজেদের ছেলেমেয়েদের আমেরিকা, ইংল্যান্ডে বিলেতে পাঠিয়ে ‘twinkle twinkle little star’ পড়িয়েছে, আমাদের ছেলেমেয়েদের কোন সুযোগ দেয়নি।

আজ কারা বড় বড় গণতন্ত্রের কথা বলছে! ৫৫০০০ লোক খুন করেছে,  হাত দিয়ে ভোট দেওয়ার পর হাত দুটো কেটে দিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, বন্দুক নিয়ে গ্রামের পর গ্রাম দখল করেছে। সমস্ত এলাকায় সন্ত্রাস চালিয়েছে। এক বছরে জঙ্গলমহলের ৪০০ জনকে খুন হয়েছিল, আর আমাদের আমলে একটা খুনও হয়নি।

আমি অপ্রিয় সত্য কথা বলি যা অনেকে বলতে পারে না, দুর্গাপুরে একটি নির্বাচনী জনসভায় আজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনে বিজেপি প্রচারে কোটি কোটি টাকা খরচ করেছে। কথার jugglery হচ্ছে চারিদিকে। ওরা ছবিতে দেখাচ্ছে যে মানুষ ৫০-১০০ টাকা নিচ্ছে সেটা খুব খারাপ আর যারা চুরি করে হাজার হাজার কোটি টাকায় দেশকে বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা তুলছে তাতে কি?

তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা দেশের সব রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে গরীব, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত কথা উঠছে কারণ তাদের কিছু নেই। আমরা একমাত্র দল যাদের capability আছে, transparency আছে, accountability আছে, আর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আছে যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য। আজ অনেক দুঃখে এই কথা বলছি।

এবিপি আনন্দ গ্রুপ বাংলার সবচেয়ে সর্বনাশা। তারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে কারণ ওরা আমায় বলেছিল কৃষকদের জমি জোর করে দখল করতে দিতে হবে। আমায় বলেছিল গ্রামাঞ্চলে land ceiling তুলে দিতে হবে, আমি তা করিনি, কারণ আমি মাথা নত করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।

অভীক সরকার আমায় বলেছিল, আমরা মানুষকে যেটা খাওয়াব, মানুষ সেটা খেতে বাধ্য, এগুলো রেকর্ড আছে। ওরা চায় সরকারকে পরিচালনা করতে। জ্যোতি বাবু ওদের পাত্তা দিতেন না, তাই তিনি কখনো হেরে যাননি। আর বুদ্ধদেববাবু তো ওনার দ্বারা প্রভাবিত হয়ে পুরো সিঙ্গুর দান করে দিয়েছিলেন, তাই পরাজিত হয়েছিলেন।

এরা যা বলে তার উল্টোটা হয়। সাধারণ নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর যে বিজেপির জন্য ভজন গান বাজিয়েছিল, আজ তিনি সিপিএম-কংগ্রেস জোটের চেয়ারম্যান হয়ে গেছেন।

আমি সত্য কথা বিকৃত করব না, ওনাকে বলুন চ্যালেঞ্জ করতে, আমাকে মিথ্যে প্রমান করুন উনি। ওনার হাতে কাগজ আছে কিন্তু আমার আমার হাতে কাগজ নেই, মাইক আছে।

আমি ওনাকে (অভীক সরকার) চ্যালেঞ্জ করছি নির্বাচনে লড়াই করার জন্য। উনি দিল্লি গিয়ে রাজনাথ সিংএর সঙ্গে দেখা করে বলেন অভিষেক আর মুকুলকে গ্রেফতার করতে। একজন কাগজের মালিক হয়ে কি ইন্টারেস্ট থাকতে পারে ওনার? উনি প্রায়ই দিল্লিতে গিয়ে রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন।

আমি প্রমাণ ছাড়া কোন কথা বলি না। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। কংগ্রেসের কে কোথায় প্রার্থী হবে সেটাও উনি ঠিক করেন।

আজ চার বছর ধরে এই সব চক্রান্ত চলছে। তিনি সংবাদ মাধ্যম এবং কিছু কোম্পানিকে নতুন গল্প তৈরি করতে বলেন তার পছন্দমত।

চারদিকে বাংলা সম্পর্কে কু९সা ও অপপ্রচার করে বেড়াচ্ছেন। সকলকে নিজেদের বাড়িতে ডাকেন, তাদেরকে শুধু খাবার খাওয়ান না, সঙ্গে বাংলার কু९সা ও অপপ্রচারও শোনান।

আগে বাংলার বুকে শিল্প গড়তে গেলে ওনার বাড়ি ছুঁয়ে যেতে হত। আজ তা আমরা সম্পূর্ণভাবে বদলে দিয়েছি, স্বচ্ছতা এনেছি, তাই তিনি কিছু পান না।

 

Opposition bowled out in Jangalmahal: Abhishek Banerjee in Bankura

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee said that the people of Jangalmahal have hit sixes in every ball of the 18-over match and ousted the Opposition beyond the boundaries, while referring to the first day of the first phase of the Assembly elections in Bengal.

The young leader held three rallies in the district on Tuesday, in Saltora, Bishnupur and Indus.

He said that the developmental work in the last four-and-a-half years has brought a huge wave of change in West Bengal, which had been made barren prior to 2011.

He pointed out that while the main intention of the CPI(M)-Congress alliance is just to come to power, Trinamool is more inclined to serve the people of the State with developmental programmes like Kanyashree, Yuvashree, rice at Rs 2 per kg and many such benefits.

 

১৮ ওভারেই বাউণ্ডারির বাইরে বিরোধীরা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তার প্রচারসভায় বলেন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে জঙ্গলমহলের মানুষ সত্যি ১৮ ওভারের খেলায় ছক্কা মেরেছেন যাতে বিরোধীরা একেবারে বাউণ্ডারির বাইরে চলে যায়।

মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া, বিষ্ণুপুর এবং ইন্দাসে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত সাড়ে চার বছরে সারা রাজ্যজুড়ে যে উন্নয়ন হয়েছে গত ৩৪ বছরে তার ১০ শতাংশ কাজও বাংলায় হয়নি।

তিনি বলেন আজ ক্ষমতায় আসার জন্য সিপিএম-কংগ্রেস জোট করেছে। তৃণমূল ক্ষমতায় এসে শুধু উন্নয়নের জন্য কাজ করেছে। সবুজ সাথী থেকে কন্যাশ্রী, যুবশ্রী সহ ২ টাকা কেজি চাল পাচ্ছে রাজ্যের মানুষ।

 

Industrial Growth: Bengal surges ahead

Under the Trinamool Congress Government, West Bengal has had outstanding achievements on the macro-economic front.

The industry sector grew at 10.59%, as against India’s 7.3%, and the services sector grew at 13.99%, as against India’s 9.2%. Surpassing all previous records, since May 2011, the State have been able to generate employment of 67.35 lakh until December 2015. In addition, 98.3 crore man-days have been generated under different employment schemes.

The West Bengal Government came up with the ‘Investment and Industrial Policy of West Bengal’ in 2013. It is a landmark document in terms of the balance it seeks to achieve between encouraging industrialists to invest in the state and ensuring the well-being of the people through optimum utilisation of manpower and land. Investors have to give as good as they get; checks and balances are one of the hallmarks of this policy document.

The government has taken a number of initiatives to attract industrial investments to the State. Some of them are unique initiatives, like the Single-Portal Online Investment Clearance System, which enables an investor to get clearances from all departments through a single portal.

The 2016 Bengal Global Business Summit was a major success, drawing in a large number of investment proposals from both national and international investors. Proposals worth Rs 2,50,250 crore were received.

Industrial Parks are being set up in Haldia, Goaltore and Haringhata. A Garment Park is being set up in Budge Budge. Raghunathpur Industrial Park-II has been chosen for the Industrial Manufacturing Cluster (IMC) under Amritsar-Delhi-Kolkata Corridor Project.

In addition, 488 manufacturing units with investment worth Rs 88,552.96 crore are under construction.

 

শিল্পে জোয়ার এনেছে বাংলা

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

শিল্পে বৃদ্ধির হার হয়েছে ১০.৫৯% যেখানে সারা দেশের হার ৭.৩%। পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে হল ১৩.৯৯% যেখানে সারা দেশের হার হল কেবলমাত্র ৯.২%। আগের সকল নজির ভেঙ্গে ২০১১ মে – ২০১৫ ডিসেম্বর পর্যন্ত ৬৭.৩৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ এবং ৯৮.৩ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

রাজ্যে শিল্পের ক্ষেত্রে আকর্ষণ আনার জন্য রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।Online single window clearance system প্রবর্তন করা হয়েছে।

২০১৬ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অসামান্য সাফল্য এসেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অনেক শিল্পপতি বাংলায় ইনভেস্টমেন্ট করেছেন। প্রায় ২ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকার বিনিয়োগ এসেছে।

হলদিয়া, গোয়ালতোড় ও হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে। বজবজে একটি গার্মেন্ট পার্ক তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার হিসেবে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক II-কে নির্বাচন করা হয়েছে।

৮৮,৫৫২.৯৬ কোটি টাকা ব্যয়ে ৪৮৮ টি ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজ এখনও চলছে।

 

Labour welfare: Bengal shows the way

The Labour Department had major milestones during the tenure of the Trinamool Congress Government.

The State Plan expenditure has increased from Rs 330.76 crore during 2006-11 to Rs 919.7 crore during 2011-16. Rs 300 crore has been allocated for 2016-17.

For one, man-days lost due to strikes has come down from 94 lakh in 2010-11 to nil. The number of workers receiving social security benefits has also increased commendably.

Then, under the different social security schemes, 82.36 lakh workers have been covered upto September 2015, out of which 55.5 lakh workers have been covered during the period from May 2011 to September 2015.

Registration of beneficiaries under BOCWA (Building and Other Construction Workers Act) has increased almost 10 times (during 2011-15, with respect to 2007-11), and the disbursed amount has increased almost 34 times (when compared over the same time periods).

Yuvashree Scheme: Under this major initiative of the State Government, administered by the Labour Department, financial assistance of Rs 1,500 per month has been extended to more than 1 lakh job seekers enrolled in the Employment Bank.

Samajik Mukti Smart Card: Thirty-one lakh unorganised workers have benefitted from this card.

Tea workers’ welfare: The West Bengal Tea Plantation Workers’ Board was constituted in 2015, with a corpus of Rs 100 crore.

Model Labour Welfare Centres: Renovation work is going on in 25 Model Labour Welfare Centres.

ESI Hospitals: For the outstanding performance of ESI hospitals in West Bengal, Rs 23,000 crore was granted by ESI Corporation, New Delhi during 2014-15. A Pain Management Institute was opened at ESI Hospital, Sealdah in 2013; this has been of immense help to workers who suffer from illness and pain. ESI Hospital, Manicktala was upgraded to Post Graduate Institute of Medical Science and Research in 2013.

Shramik Mela: Fairs are being organised in different places for the generation of awareness about welfare schemes, labourers’ rights, etc.

Regional Shrama Bhavans: Two regional Regional Shrama Bhavans have been established in Siliguri and Asansol.

শ্রমিক স্বার্থ সুরক্ষায় এগিয়ে বাংলা

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে শ্রম দপ্তরের অনেক অগ্রগতি হয়েছে।

  • রাজ্য পরিকল্পনা ব্যয় ২০০৬-১১ সময়কালে ৩৩০.৭৬ কোটি টাকা থেকে ২০১১-১৬ সালে.
  • বেড়ে হয়েছে ৯১৯.৭ কোটি টাকা। ২০১৬-১৭ সালের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
  • প্রথমত ধর্মঘটের কারণে ২০১০-১১ সালে যে ৯৪ লক্ষ শ্রম দিবসের ক্ষতি হয়েছিল, তা এখন আর হয় না। অনেক শ্রমিক বর্তমানে সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন।
  • বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের অধীনে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৮২.৩৬ লক্ষ শ্রমিক এসেছেন। এর সিংহভাগ ৫৫.৫ লক্ষ শ্রমিক নথিভুক্ত হয়েছেন ২০১১-র মে মাস থেকে ২০১৫-র সেপ্টেম্বর মাসের মধ্যে।
  • Building and Other Construction Workers Act (BOCWA)-র অধীনে নথিভুক্ত কর্মীদের সংখ্যা ২০০৭-১১ থেকে ২০১১১৫ পর্যন্ত বেড়ে দশগুণ হয়েছে। এই সময়কালে বিতরণ করা টাকা প্রায় ৩৪ গুন বেড়েছে।
  • যুবশ্রী প্রকল্প: যুবশ্রী প্রকল্প শ্রম দপ্তরের অধীনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে এক লক্ষাধিক নথিভুক্ত প্রার্থীদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • সামাজিক মুক্তি স্মার্ট কার্ড: ৩১ লক্ষ অসংগঠিত শ্রমিকরা এই কার্ড থেকে উপকৃত হয়েছেন।
  • চা শ্রমিকদের কল্যাণ: পশ্চিমবঙ্গ চা বাগান শ্রমিক বোর্ড ১০০ কোটি টাকা মূলধন নিয়ে স্থাপিত হয়েছে।
  • মডেল শ্রম কল্যাণ কেন্দ্র: ২৫টি মডেল শ্রম কল্যাণ কেন্দ্রে সংস্কারের কাজ চলছে।
  • ESI হাসপাতাল: দিল্লির ESI কর্পোরেশন পশ্চিমবঙ্গে ESI হাসপাতালের অসামান্য সাফল্যের জন্য ২০১৪-১৫ সালে ২৩,০০০ কোটি টাকা বরাদ্দ করে। ২০১৩ সালে একটি পেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খোলা হয় শিয়ালদার ESI হাসপাতাল তৈরি হয়েছে শ্রমিকদের জন্য। মানিকতলার ESI হাসপাতালে একটি স্নাতকত্তর প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র খোলা হয় ২০১৩ সালে।
  • শ্রমিক মেলা: বর্তমানে শ্রমিকদের কল্যাণ ও অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে শ্রমিক মেলার আয়োজন করা হচ্ছে।
  • আঞ্চলিক শ্রম ভবন: শিলিগুড়ি এবং আসানসোলে দুটি আঞ্চলিক শ্রম ভবন স্থাপিত হয়েছে।

 

An alliance bereft of ideology will not achieve anything: Abhishek Banerjee

Trinamool Youth Congress Chairperson Abhishek Banerjee on Sunday addressed rallies in Sainthia, Bolpur and Nanoor, all in Birbhum distirct.

He said that the development the Mamata Banerjee-led Trinamool Congress has brought about in the in West Bengal is unprecedented. The Left Front could achieve only a small fraction of what the Trinamool has achieved.

He also said that the Left-Congress alliance is bereft of ideology and so will not achieve anything.

Abhishek Banerjee exhorted the people to vote the Trinamool Congress to power.

 

আদর্শবিহীন জোট কখনো কিছু পেতে পারে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূম জেলায় তিনটি প্রচারসভা করেন। এদিন বীরভূমের সাঁইথিয়া, বোলপুর এবং নানুরে তিনটি জনসভা করেন তিনি।

এদিন অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেসের একমাত্র হাতিয়ার হল উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য ছিল ৩৪ বছরের মরুভুমিকে সোনার খনিতে পরিণত করা এবং তিনি তা করে দেখিয়েছেন। গত ৪ বছরে তৃণমূল পরিচালিত সরকার যে উন্নয়ন করেছে গত ৩৪ বছর ক্ষমতায় থেকে সিপিএম তার ১০ শতাংশ কাজও করতে পারেনি”।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘ফানুসের জোট’ বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস নিজেদের পতাকা বিক্রি করে দিয়েছে সিপিএমের কাছে। মানুষ এর জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে।

এদিন যুব কংগ্রেস সভাপতি বলেন বিরোধীরা অপপ্রচার করছে বলে তৃণমূল কংগ্রেস আজ আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস মানুষের আবেগ, বিশুদ্ধ লোহা, তাকে যত আঘাত করবে সে ততই শক্তিশালী হবে”।

We will defeat CPI(M)-Congress-BJP democratically in Bengal: Mamata Banerjee at Malda

Trinamool Congress Chairperson Mamata Banerjee on Monday addressed three rallies in Malda district – in Kaliachowk, Bhutni (Manichak block) and Kalambagan (Chanchal).

She addressed the meetings in support of her party’s candidates for the Assembly election. In the rallies, she criticised the CPI(M)-Congress coalition, describing it as just an alliance of opportunism.

She highlighted the progress the region had made in all aspects. She reiterated the fact that Trinamool Congress is the only party that works for the people. The party believes in communal harmony and secularism. She urged the people of Malda to remember  the words of Late Ghani Khan Chowdhury, who had said to dump the CPI(M) in the Bay of Bengal.

“In Malda, Murshidabad and North Dinajpur the Muslims are majority. But the previous government did nothing for their development. We had brought 97% of Muslims under reservations. More than 59000 Muslim youth got the opportunity of higher education, even medical and technical studies. In government service too number of Muslim people is increasing,” Mamata Banerjee said.

“Those claiming to inherit his legacy are entering into alliance with the same CPI(M). Do they have any self respect! This shows their political bankruptcy. They will be dumped by the people of the state,” Mamata Banerjee said. “I now consider my decision of quitting the Congress right because Trinamool Congress played an instrumental role in driving away the Left Front from the state. It would not have been possible if I were in the Congress,” she added.

 

মানুষ এবার গণতান্ত্রিক উপায়ে বিরোধীদের পরাজিত করবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যও জেলায় জেলায় প্রচার করছেন তৃণমূল নেত্রী। সোমবার মালদায় প্রার্থীদের সমর্থনে – কালিয়াচক, ভুতনি এবং চাঁচলে তিনটি প্রচার সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘ঘোঁট’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাদের এই জোট সুবিধাবাদী জোট।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সংহতিতে বিশ্বাস করে। তৃণমূলই একমাত্র দল যারা মানুষের জন্য কাজ করে। মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে মুসলিমদের সংখ্যা বেশি। কিন্তু আগের সরকার তাদের জন্য কোনরকম উন্নয়ন করেনি। ৫৯০০০ এর বেশি মুসলিম ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। অনেক মুসলিম ছেলেমেয়ে সরকারি চাকরিও পেয়েছে”।

এদিন তৃণমূল নেত্রী বলেন, “সিপিএম-কংগ্রেস আজ নিজেদের পতাকাকে বিক্রি করে দিয়েছে। ওদের কোন আত্মসম্মান নেই। ওরা পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। মানুষ গণতান্ত্রিক উপায়ে ওদের জবাব দেবে”।

তিনি বলেন, “কংগ্রেস-সিপিএম আঁতাতের জন্যই কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। কংগ্রেসে থাকলে বাংলাকে সিপিএমমুক্ত করা অসম্ভব ছিল”।

Elections cannot be won by rigging: Mamata Banerjee

Mamata Banerjee addressed rallies in Sagardighi, Domkol and Hariharpara in Murshidabad district today in support of the party’s candidates for the Assembly election.

Yesterday she had addressed rallies in Malda district.

 

 

Salient points from Mamata Banerjee’s speeches today:

On Congress

In 1998 we formed Trinamool in 22 days and fought the elections to get rid of the CPI(M) and its B-team, the Congress.

On the Congress-Left alliance

CPI(M) leaders are rudderless without Congress support. The Congress and the CPI(M) are ideologically bankrupt. Like Mir Jafar sold out Siraj-ud-Daulah, the Cong-CPI(M) alliance is selling out the country. They are traitors to the nation. The CPI(M) and the Congress are two sides of the same coin in Bengal. The Congress knows that without CPI(M), they cannot exist. The CPI(M) has forgotten Marx, Lenin, Ho Chi Minh and their other leaders. Today they are aimless and ‘ideology-less’. The Congress and the CPI(M) are like neem leaves, very bitter.

On the BJP

BJP is busy inciting riots and engaging in hate politics. It is trying to create a rift between communities in Bengal. BJP is like a thorn that pricks.

On development

19 Minority Bhavans have been set up, scholarships have been given to minority and Adivasi students. The budget for minorities was Rs 400 crore under the CPI(M), we have raised it to Rs 2,500 crore. Khadya Sathi, Kanyashree, free healthcare have been made possible under the Trinamool Congress. Fair-price medicine shops and fair-price diagnostic centres have revolutionised healthcare in Bengal. Load-shedding is a thing of the past in Bengal. We stand for development and communal harmony.

 

Hath, haturi, poddo
Ebar korun jobdo

Maa-bonera bendhe jot
Joraphool-e shob vote

 

রিগিং করে নির্বাচন জেতা যায় নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মুর্শিদাবাদের প্রার্থীদের সমর্থনে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদীঘি, ডোমকল এবং হরিহরপাড়ায় প্রচার সভা করেন।

গতকাল মালদার কালিয়াচক, চাঁচল এবং ভুতনিতে প্রচারসভা করেন তিনি।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্ত্রিতার প্রধান বক্তব্যঃ

কংগ্রেস সম্পর্কে

আমরা ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলাম| আজ কংগ্রেস সিপিএমের বি টিমে পরিণত হয়েছে|

কংগ্রেস-বাম জোট সম্পর্কে

সিপিএম নেতারা কংগ্রেসদের ছাড়া আজ আশ্রয়হীন| কংগ্রেস-সিপিএম তাদের নীতি-আদর্শ বিক্রি করে আজ দেউলিয়া হয়েগেছে| কংগ্রেস আর সিপিএম মীরজাফরের মত বিশ্বাসঘাতকতা করছে| সিপিএম ও কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ| কংগ্রেস জানে সিপিএমের সমর্থন ছাড়া তাদের অস্তিত্বরক্ষা সম্ভব নয়| সিপিএম মার্কস, লেনিন, হো চি মিন দের বাদ দিয়ে দিয়েছে। তাদের আদর্শবিচ্যুতি ঘটেছে| সিপিএম আর কংগ্রেস হল নিমপাতা।

বিজেপি সম্পর্কে

বিজেপি রাজ্যে নানা জাতির মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে| বিজেপি হল বাবলা গাছের কাঁটা|

উন্নয়ন সম্পর্কে

সংখ্যালঘুদের জন্য ১৯টি ভবন তৈরি হয়েছে, আমরা তাদের ঋণ দিয়েছি| বাম জমানায় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ ছিল ৪০০ কোটি টাকা, এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫০০ কোটি টাকা| সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য অনেক রকম উন্নয়ন প্রকল্প চালু করেছে আমাদের সরকার| একমাত্র তৃণমূল সরকারের জন্য বিনামূল্যে চিকিৎসা, খাদ্যসাথী, কন্যাশ্রী বাস্তবায়িত হয়েছে| মুর্শিদাবাদে নতুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরী হয়েছে| স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনসটিক সেন্টার চালু হয়েছে| আজ বাংলায় আর লোড-শেডিং নেই, এসব এখন অতীত| আমরা উন্নয়ন ও সম্প্রীতিতে বিশ্বাস করি|

 

হাত-হাতুড়ি-পদ্ম
এবার করুন জব্দ

মা-বোনেরা বেঁধে জোট
জোড়াফুলে সব ভোট

 

Bankura – Progressing ahead

Over the last four-and-a-half years, the Mamata Banerjee-led Trinamool Government has showered the once-backward district of Bankura with a lot of development.

The Paschimanchal Unnayan Affairs Department, created especially for the districts comprising Jangalmahal, has ensured that developmental works covering all aspects of governance are carried out there.

Here are some of the developments of Bankura district brought about by the Trinamool Congress Government:

Health

  • A new health district has been created out of Bishnupur
  • Four multi super-speciality hospitals built in Barjora, Onda, Chatna and Bishnupur
  • Four fair-price medicine shops (FPMS) at Bankura Sammilani Medical College and Hospital, Bishnupur and Khatra Sub-divisional Hospitals, and Taldangra Rural Hospital; another at Sonamukhi Rural Hospital to be set up soon.
  • As a result of the setting up of these shops, 8 lakh people in the district have been benefitted to the tune of Rs 10.73 crore.
  • One 24-bedded critical care unit (CCU) at Bankura Sammilani Medical College and Hospital
  • Fair-price diagnostic centres (FPDC) at Bankura Sammilani Medical College and Hospital and Bishnupur Sub-divisional Hospital

 

Education

  • Two new universities, including Bankura University and in Chatna, a campus of Bidhan Chandra Agricultural University
  • Five industrial training institutes (ITIs) in Simlapal, Khatra, Sonamukhi, Indopur and Ranibandh; four more to come up in Barjora and in Bishnupur, Onda and Indus blocks
  • Eight model schools in Mejia, Chatna, Onda, Patrasayar, Shaltora, Indopur, Heerbandh and Ranibandh
  • Twenty-five primary schools upgraded to higher secondary schools and 77 Madhyamik schools upgraded to Higher Secondary

 

Agriculture and Land Reforms

  • Kisan Credit Cards distributed to 6.85 lakh farmers, which is about 91% of the farmers in the district
  • Six Kisan Mandi set up in the district; two more in the process of being set up
  • Under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme, 6,000 landless people given patta

 

Panchayat and Rural Development

  • In 100 Days’ Work Scheme, Rs 934 crore spent to create 4.65 lakh man-days
  • 774 km of rural roads built

 

Minorities’ Development

  • About 1.4 lakh minority students handed out scholarships worth about Rs 22 crore

 

Backward Classes and Adivasi Development

  • Almost 91,000 students from reserved categories getting scholarships

 

Women and Child Welfare

  • Almost 1.5 lakh girl students in Bankura distirct brought under Kanyashree Scheme

 

Khadya Suraksha and Khadya Sathi

  • Almost 26 lakh people in the district getting foodgrains at Rs 2 per kg

 

Jangalmahal Development

  • A social security scheme called Samaj Sathi being run specially for kendu leaf collectors

 

Industry

  • Plasto Steel Park built in Barjora; Rs 600 crore invested for the project
  • Eighteen micro, small and medium enterprise (MSME) clusters set up, as a result of which a lot of employment has been generated

 

PWD and Transport

  • 83 projects for roads, bridges, culverts, etc. completed at a cost of Rs 609 crore, as a result of which 18 lakh people have benefitted

 

Power

  • 100% villages to be electrified by March under Sabar Ghare Alo Scheme

 

Irrigation

  • Check dams to control flooding has been built all over the district – eight by the Irrigation Department, 13 by the Panchayat Department and 25 by the Forest Department

 

Public Health Engineering

  • Twenty-nine drinking water projects worth Rs 38 crore sanctioned, of which 10 have been completed

 

Tourism

  • Two eco-tourism projects have come up in Patrasayar and Susunia

 

Labour

  • About 2.34 lakh unorganised workers, and transport and construction workers provided monetary help under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS) and Building and Other Construction Workers Welfare Act (BOCWA) scheme, respectively.

 

Self-help Groups and Schemes

  • Under the Anandadhara Scheme, about 6,000 self-help groups (SHGs) set up
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi, almost 8,000 projects sanctioned worth RS 43 crore

 

Urban Development

  • The three municipalities in the district have completed developmental projects worth Rs 225 crore

 

Information & Broadcasting

  • 3,000 folk artistes in the district getting retainer fees and pensions under the Lok Prasar Prakalpa scheme

 

Sports & Youth Affairs

  • The Jangalmahal Cup has proved to be very popular; it has opened up numerous opportunities
  • Sports academy being built in Khatra

 

Police

  • Bankura Women Police Station has come up

 

Thus we see how, over the years of Trinamool Congress rule, Bankura has progressed like never before. A lot of projects have been accomplished, and a lot more have been sanctioned.

 

প্রগতির পথে বাঁকুড়া

গত সাড়ে ৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাঁকুড়ার জন্য একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং বাঁকুড়ায় এখন উন্নয়নের জোয়ার এসেছে।

বিশেষত জঙ্গলমহলের অনগ্রসর আদিবাসীদের উন্নয়নের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে।

তৃণমূল পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ার উন্নয়নের খতিয়ানঃ

স্বাস্থ্য

  • বিষ্ণুপুরকে একটি পৃথক স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে।
  • বড়জোড়া, অণ্ডাল, ছাতনা এবং বিষ্ণুপুরে ৪টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে।
  • ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান বাঁকুড়া সম্মিলনী, বিষ্ণুপুর, তালড্যাংরা ও খাতড়া মহকুমা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ ১০ কোটি ৭৩ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ২৪-শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হয়ে গেছে।
  • বাঁকুড়া সম্মিলনী ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ডায়াগনসটিক কেন্দ্র স্থাপিত হয়েছে।

 

শিক্ষা

  • নবনির্মিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এবং ছাতনার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখায় পঠনপাঠন শুরু হয়ে গেছে।
  • সিমলাপাল, খাতরা, সোনামুখি, ইন্দপুর এবং রানিবাঁধে পাঁচটি আইটিআই নির্মাণের কাজ শেষ হয়ে গেছে।
  • ৮ টি মডেল স্কুলে পঠনপাঠন শুরু হয়ে গেছে। এগুলি হল – মেজিয়া, ছাতনা, ওঁদা, পাত্রসায়র, শালতোড়া, ইন্দপুর, হীড়বাঁধ ও রানিবাঁধে।
  • ২৫টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৭৭টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

 

কৃষি ও ভূমি সংস্কার

  • এই জেলার প্রায় ৬ লক্ষ ৮৫ হাজার (৯১%) কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
  • এই জেলায় ৬টি কিষাণ মাণ্ডি তৈরি হয়েছে। আরও ২টি তৈরির কাজ চলছে।
  • নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে ৬ হাজার ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • ১০০ দিনের কাজে প্রায় ৯৩৪ কোটি টাকা ব্যয় করে ৪.৬৫ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে
  • গ্রামীণ সড়ক যোজনায় ৭৭৪ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে

 

সংখ্যালঘু উন্নয়ন

বিগত সাড়ে ৪ বছরে ১ লক্ষ ৪০ হাজার সংখ্যালঘু ছাত্র ছাত্রীকে প্রায় ২২ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন

প্রায় ৯১ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী ও শিশু কল্যান

বাঁকুড়া জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা ও খাদ্য সাথী

জেলায় প্রায় ২৬ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন

জঙ্গলমহলের উন্নয়ন

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘সমাজ সাথী’ চালু করা হয়েছে।

শিল্প

  • বাঁকুড়া জেলায় বড়জোড়াতে ৬০০ কোটি টাকা ব্যয়ে Plasto Steel Park তৈরি হয়েছে।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৮টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।

 

পূর্ত ও পরিবহন

৬০৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ব্রিজ ও কালভার্ট সহ ৮৩টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, এর মাধ্যমে প্রায় ১৮ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।

বিদ্যুৎ

সমগ্র বাঁকুড়া জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।

সেচ

জলতীর্থ প্রকল্পের সঙ্গে সঙ্গে জেলায় সেচ দপ্তর ৮টি , পঞ্চায়েত দপ্তর ১৩টি ও বনদপ্তর ২৫টি চেকড্যাম রূপায়ন করেছে।

জনস্বাস্থ্য কারিগরী

বিগত সাড়ে ৪ বছরে ৩৪ কোটি টাকা ব্যয়ে ২৯টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে এর মধ্যে ১০টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে গেছে।

পর্যটন

পাত্রসায়র ও শুশুনিয়াতে ২টি ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলা হয়েছে।

স্ব-নির্ভর দল ও স্ব-নিযুক্তি কর্মসূচী

  • আনন্দধারা প্রকল্পে প্রায় ৬ হাজার স্ব-নির্ভর দল গঠিত হয়েছে।
  • স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় ৮ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৩ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়ন

এই জেলায় ৩টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রার ২২৫ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।

তথ্য ও সংস্কৃতি

এই জেলায় প্রায় ৩ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।

ক্রীড়া ও যুব কল্যান

  • নতুন প্রতিভার অন্বেষণে জঙ্গলমহলে ‘জঙ্গলমহল কাপ’ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
  • বাঁকুড়া জেলার খাতরায় একটি স্পোর্টস অ্যাকাডেমি গড়ে তোলা হচ্ছে।

 

স্বরাষ্ট্র

জেলায় নতুন থানা হিসেবে বাঁকুড়া মহিলা থানা স্থাপন করা হয়েছে।

 

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে যা অতীতে কখনোও হয়নি। অনেক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে।

 

Image source: HolidayIQ

 

Unprecedented development in Purulia

The district of Purulia forms a major part of Jangalmahal. What used to be a hotbed of Left Wing terrorism and a land of hunger and drought has been turned around into a tourist hotspot and a land where peace and tranquility reigns.

These could be achieved only because of the policies taken up by the Mamata Banerjee-led Trinamool Congress Government.

Home

  • Jhalda and Manbazar are soon being transformed into sub-divisional cities

 

Health

  • A new medical college is being set up in the district
  • Four fair price medicine shops have already been set up at Purulia Sadar Hospital, Raghunathpur Sub-divisional Hospital and Kotshila and Manbazar Rural Hospitals.

 

Education

  • Administrative building of Sidho-Kanhu-Birsa University built
  • Classes are on at the new Manbazar Government College
  • New engineering college in Jaipur is close to completion

 

Agriculture

  • Kisan Credit Cards given to 1.6 lakh farmers in the district
  • Eight Kisan Mandis are now in place – in Purulia-2, Manbazar-1, Kashipur, Nituria, Balarampur, Borabazar, Baghmundi and Hura blocks. Five more are being set up.

 

Panchayat and Rural Development

  • Through the 100 Days’ Work Scheme, Rs 661 crore has been spent and 3.24 crore man-days have been created.

 

Minority Development

  • During the last four years, 1.05 lakh students have received scholarships worth Rs 17 crore.
  • Three hostels for students of minority communities are operational, two more being built

 

Backward Class and Tribal Welfare

  • More than 60,000 students in the district have received assistance under the Sikshashree Scheme.

 

Women and Child Development

  • As part of the Kanyashree Scheme, 1.16 lakh girls are receiving scholarships.

 

Khadya Sathi Scheme

  • Under the scheme, 26.56 lakh people are getting foodgrains at Rs 2 per kg, and a maximum of 35 kg per family.

 

Social Security schemes in Jangalmahal

  • The Government has started the Samaj Sathi Scheme for the upliftment of the poorest of the poor in the Jangalmahal region, who survive by collecting and selling kendu leaves.
  • After the Centre stopped the Integrated Action Plan, the State Government took up the Jangalmahal Action Plan from 2015 and allotted Rs 110 crore for the development of 24 blocks of the Jangalmahal region and 10 blocks of Birbhum district.

 

Purulia has seen a wave of developmental changes in the past four and half years and it is quite evident that within this short period, 91% of the people in the district have been beneficiaries of one or another government schemes.

 

পুরুলিয়ার অভূতপূর্ব উন্নয়ন

জঙ্গলমহলের একটি বড় অংশ হল পুরুলিয়া। বাম আমলে সন্ত্রাসবাদীদের অত্যাচারে জঙ্গলমহল অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। কিন্তু এখন সেখানে শান্তি বিরাজ করছে, জঙ্গলমহল এখন হাসছে। এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার।

স্বরাষ্ট্র

ঝালদা এবং মানবাজারকে নতুন ২টি মহকুমা শহর হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্বাস্থ্য

  • পুরুলিয়ায় একটি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে।
  • পুরুলিয়া জেলা সদর হাসপাতাল, রঘুনাথপুর মহকুমা, কোটশিলা গ্রামীণ হাসপাতাল ও মানবাজার গ্রামীণ হাসপাতালে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে।

 

শিক্ষা

  • সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
  • মানবাজার সরকারি কলেজে পঠন-পাঠন শুরু হয়ে গেছে।
  • প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে জয়পুরে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শেষের মুখে।

 

কৃষি

  • এই জেলায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
  • ৮টি কিষাণ মাণ্ডির কাজ শেষ হয়েছে। এগুলি হল – পুরুলিয়া-২, মানবাজার-১, কাশীপুর, নিতুড়িয়া, বলরামপুর, বড়বাজার, বাঘমুণ্ডি এবং হুরা। আরও ৫টি কিষাণ মাণ্ডি তৈরির কাজ চলছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ৬৬১ কোটি টাকা ব্যয় করে ৩ কোটি ২৪ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত সাড়ে ৪ বছরে প্রায় ১ লক্ষ ৫ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ১৭ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
  • প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫টি মাইনরিটি হস্টেল গড়ে তোলা হয়েছে, এর মধ্যে ৩টির কাজ শেষ হয়ে গেছে বাকি ২টির কাজ চলছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন 

প্রায় ৬০ হাজার ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী ও শিশু উন্নয়ন

জেলায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সাথী

  • এই জেলায় ২৬ লক্ষ ৫৬ হাজার মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।
  • জঙ্গলমহল অঞ্চলের প্রতিটি পরিবার ২ টাকা কিলো দরে ৩৫ কেজি খাদ্যশস্য পাচ্ছেন।

 

সামাজিক সুরক্ষা কর্মসূচী ও উন্নয়ন

  • সম্প্রতি জঙ্গলমহল এলাকার যে সব আদিবাসী ও অন্যান্য দরিদ্র পরিবার কেন্দু পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তাদের সামাজিক সুরক্ষার জন্য নতুন ‘সমাজ সাথী’ প্রকল্প চালু হয়েছে।
  • ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে কেন্দ্র সরকার IAP প্রকল্পটি বন্ধ করে দেওয়ার পর আমাদের সরকার জঙ্গলমহল উন্নয়নে নতুন কর্মসূচী চালু করেছে। এক্ষেত্রে জঙ্গলমহলের ২৪টি ব্লকের সঙ্গে বীরভূমের ১০টি ব্লকও অন্তর্ভুক্ত হয়েছে।

 

গত সাড়ে চার বছরে পুরুলিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে এই পরিবর্তন এসেছে। বর্তমানে এই জেলার প্রায় ৯১ শতাংশ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে গেছে।