A response from the Trinamool Congress to Sonia Gandhi #BengalPolls

Statement issued by Derek O’Brien, Chief National Spokesperson

Soniaji,

We have always been very restrained when it comes to criticising you. We have strived to maintain decency and decorum and never attacked you personally, despite political differences and vitriolic and hostile words used against the Trinamool Congress and Mamata Banerjee by your Congress underlings.

But now, after listening to what you said in your #BengalPolls campaign meeting, you have tested the limits of our politeness. And compelled us to react. How could you – how dare you, we would say – compare Mamata Banerjee to Narendra Modi? How could you even concoct something as devious and ridiculous as that? This is sad and unfortunate, it is also petty and speaks for political desperation. The lengths people stoop to, to try and score cheap points in election season …

We know why you said what you did today. The circle is now complete: Sonia and Modi are on the same side. Mamata Banerjee is on the other side. In Bengal your party is a facsimile of the Communists. In Delhi, you play along with the BJP government. No wonder the National Herald case is “under control”. No wonder the promised investigations against UPA ministers and your associates have not materialised. The Sonia-Modi arrangement is so neat, it has reduced national politics to a protection racket.

And in Kolkata, the pot calls the kettle black …

 

তৃণমূল কংগ্রেস-এর জবাব সোনিয়া গান্ধিকে

জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বিবৃতি

সোনিয়াজী,

আমরা যখনই আপনার সমালোচনা করেছি, বরাবরই খুবই সংযত থেকেছি আমরা। কংগ্রেস-এর কিছু নেতাদের তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়-কে প্রবলভাবে আক্রমণ করা সত্ত্বেও আমরা কিন্তু কখনই আমাদের শালীনতার মাত্রা ছাড়িয়ে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি।

কিন্তু আজ বাংলায় নির্বাচনী জনসভায় এসে আপনি যা বলেছেন, তা শুনে আমাদের মনে হয়েছে যে আমাদের ধৈর্যের সব সীমা অতিক্রম করেছেন আপনি। বাধ্য করেছেন আমাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে। কি করে পারলেন – বরং কোন সাহসে পারলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করতে নরেন্দ্র মোদীর সঙ্গে? কি করে পারলেন এরকম হাস্যকর কিছু ভাবতে? গোটা ব্যাপারটা খুবই দুঃখজনক। বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দিক দিয়ে বেপরয়া হয়ে এমন বলেছেন আপনি। তাই বলে ভোটের মরশুমে এত নীচে নামা…

আমরা জানি আজ আপনি যা বলেছেন, ঠিক কেন বলেছেন। বৃত্তটি এত দিনে সম্পূর্ণ হল – বোঝাই যাচ্ছে সোনিয়া এবং মোদী রয়েছেন একই দিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অন্য দিকে। বাংলায় আপনার দল তো মার্কসবাদীদের সঙ্গে পুরোপুরি সমার্থক হয়ে উঠেছে। আর দিল্লিতে আপনারা বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন। তাই বোধয় ন্যাশনাল হেরাল্ড কেসে এখন “সব ঠিকঠাক”। ইউপিএ সরকারের কিছু মন্ত্রীদের বিরুদ্ধেও তো কোন ব্যবস্থা নেওয়া হল না। এই সোনিয়া-মোদী পরিপাটি ব্যবস্থা জাতীয় রাজনীতিকে শুধু একটা পরিহাসে রূপান্তরিত করেছে।

 

Murshidabad: Marching ahead

In the last four-and-a-half years, the Trinamool Congress Government has brought about a huge surge of development in West Bengal, and Murshidabad has reaped its benefits as well. Almost 8.5 crore people inthe district now have access to some government service. The people’s expectations have been fulfilled to a large extent.

 

Health and Family Welfare

  • Five fair-price medicine shops set up in Murshidabad Medical College and Hospital, and Lalbag, Jangipur, Kandi and Domkol Sub-Divisional Hospitals.
  • One fair-price diagnostic centre set up in Murshidabad Medical College and Hospital
  • Four sick newborn care units (SNCUs) set up – in Murshidabad Medical College and Hospital, Baharampur Matri Sadan, and Jangipur and Kandi Sub-Divisional Hospitals.
  • 25 sick newborn sensitisation units (SNSU) set up

 

Education

  • Three industrial technical institutes (ITIs) have come up in Raninagar-1, Raghunathganj-1 and Shamsherganj blocks.
  • Polytechnic college has started operations in Jangipur.
  • Constructions of model schools completed in Khargram, Shamsherganj, Raghunathganj-2, Suti-1, Suti-2, Bharatpur-2 and Kandi blocks.
  • Bicycles under the Sabuj Sathi Scheme distributed to 1.87 lakh school children

 

Agriculture, Land Reforms

  • Kisan Credit Crads distributed to 7.22 lakh farmer families, which represents 100% of all families involved in farming.
  • Krishak Bazaars set up in 21 places in the district.

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 926 crore spent to create 8.28 lakh work-days
  • The State Government has facilitated the construction of 775 km of roads as part of the Grameen Sadak Yojana

 

Minority Development

  • About 11.2 lakh students given scholarships worth Rs 224 crore
  • Rs 131 crore given to unemployed youth from minority communities to encourage them to create self-employment opportunities

 

Backward Classes and Adivasi Development

  • Under the Shikshashree Scheme, more than 46,000 students from the backward classes getting scholarships

 

Women and Child Development

  • 2.85 lakh girl students covered under the Kanyashree Scheme till now

 

Khadya Suraksha and Khadya Sathi

  • More than 56 lakh people in Murshidabad district getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • Eighteen MSME (micro, small and medium enterprises) clusters set up, as a result of which about 5 lakh people are now employed
  • Two industrial estates established in Baharampur and Rejinagar

 

PWD and Transport

  • 204 projects completed, by spending Rs 600 crore, as a result of which 30 lakh people have benefitted
  • 656 km of roads built/renovated/rebuilt/widened

 

Power

  • WBPDCL’s first 500 MW thermal power plant has started production in Sagardighi

 

Irrigation

  • 150 km of irrigation dam conservation completed
  • Kandi Masterplan: This major irrigation project is worth Rs 439 crore. 1740 km of dam strengthening work, to prevent flooding, has been completed. The rest 4700 km is going to be completed soon.

 

Public Health Engineering

  • 73 drinking water projects have been completed in the district, benefitting about 18.5 lakh people.

 

Tourism

  • Motijheel Tourism Destination: This major tourism project of the State Government has put Motijheel, and in turn, the entire district on the tourist map of the country. A large number of infrastructural developments related to tourism have taken place in Motijheel and its surrounding areas. The area has been designated as a ‘Prakriti Tirtha.’

 

Labour

  • Social security schemes: 3.71 lakh people have been covered under State-Assisted Schemes of Provident Fund for Unorganised Workers (SASPFUW), 2 lakh under Building and Other Construction Workers Act (BOCWA) scheme and 22,000 under West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS).

 

Self-Help Groups

  • 6,300 self-help groups (SHGs) have been formed under the Anandadhara Scheme.

 

Urban Development

  • The civic governing body of Domkol has been made into a municipality, thus giving it greater resources to develop the town.

 

Information and Culture

  • About 3,500 folk artistes in the district of Murshidabad are getting retainer fees and pension to aid in their well-being and development.

 

Housing

  • 8,500 houses have been built for the homeless under Gitanjali and other government schemes in the district.

 

Youth Affairs and Sports

  • Baharampur Stadium has been renovated at a cost of Rs 2 crore

 

Home Affairs

  • Baharampur Women Police Station and Shantipur Police Stattion have been set up to improve the security for the people.

 

The district of Murshidabad has benefitted immensely from the Trinamool Congress-led government. It is doing well in most aspects of governance now.

 

মুর্শিদাবাদ জেলায় উন্নয়নের জোয়ার

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বিগত সাড়ে চার বছরে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮০ শতাংশের বেশি মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে গেছে।

 

স্বাস্থ্য

  • ৫টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান – মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, লালবাগ, জঙ্গিপুর, কান্দি ও ডোমকল মহকুমা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৩ লক্ষেরও বেশি মানুষ ৯ কোটি টাকা ছাড় পেয়েছেন।
  • ১টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।
  • এই জেলায় ৪টি SNCU এবং ২৫টি SNSU  চালু হয়ে গেছে।
  • ১টি CCU এবং ২টি HDU চালু হয়ে গেছে।
  • সাগরদীঘি ব্লকে একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল নির্মিত হয়েছে। জঙ্গিপুর ও ডোমকলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে।

 

শিক্ষা

  • ৫টি আইটিআই তৈরি হচ্ছে, জঙ্গীপুরে পলিটেকনিক কলেজ চালু হয়েছে। ৪টি মডেল স্কুল, চালুহয়েছে।
  • বিগত সাড়ে চার বছরে ২৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৫২৯টি উচ্চ প্রাথমিক বিধ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • সব স্কুলে মিড ডে মিল চালু হয়ে গেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি ও ভূমি সংস্কার

  • প্রায় ৭ লক্ষ ২২ হাজার কৃষিজীবী পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
  • জেলায় ২১টি কিষাণ মাণ্ডি তৈরি হয়েছে, এর মধ্যে ১৮টি চালু হয়ে গেছে।
  • ৮ হাজারেরও বেশি ভূমিহীনকে পাট্টা প্রদান করা হয়েছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে ৯২৬ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ২৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ৭৭৫ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।
  • গত সাড়ে চার বছরে প্রায় ৫১ হাজার ইন্দিরা আবাস ঘর করা হয়েছে।
  • জেলায় নির্মল বাংলা মিশন প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ২ লক্ষ শৌচাগার নির্মিত হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত সাড়ে চার বছরে ১১ লক্ষ ২০ হাজারের বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ২২৪ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।
  • স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৩১ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।
  • ৩টি কর্মতীর্থ নির্মাণের কাজ শেষ হয়েছে
  • এই জেলায় সবার ঘরে আলো প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হবে।

 

সেচ

  • ১৬০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ৪৩৯ কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ৫৮৩ কোটি টাকা ব্যয়ে ১২৯টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৭৩টি প্রকল্পের কাজ সমাপ্র হয়ে গেছে।
  • আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণের মোকাবিলায় ৪টি Surface Water Based Project রূপায়িত হয়েছে।

 

পর্যটন

মোতিঝিল ট্যুরিজম ডেসটিনেশন – পর্যটন শিল্পের উন্নয়নের পক্ষে মতিঝিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রকৃতি তীর্থ।

 

অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন

  • ৪৬ হাজারের বেশি ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • বিগত সাড়ে ৪ বছরে এই জেলায় ৪ লক্ষ ৩ হাজারেরও বেশি জনজাতি সংশাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন

  • এই জেলায় প্রায় ২ লক্ষ ৮৫ হাজার ছাত্রী কন্যাশ্রী আওতায় এসেছে।
  • এই জেলায় ৩ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হয়েছে।
  • বর্তমানে অপুষ্ট শিশুর সংখ্যা ৬০০০ থেকে কমে ১৫০০ –র কাছাকাছি নেমে এসেছে

 

খাদ্য সুরক্ষা – খাদ্য সাথী

এই জেলায় ৫৬ লক্ষেরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প

  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৮টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।
  • বহরমপুর ও রেজিনগরে ২তি শিল্পতালুক গড়ে উঠেছে।
  • ক্ষুদ্র শিল্পে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ২৫৮০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে
  • মুর্শিদাবাদ জেলার সব ব্লকে মসলিন প্রকল্প শুরু হয়েছে

 

পূর্ত ও পরিবহণ

  • এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৬৫৬ কিমি রাস্তা নির্মাণ/ পুনর্নির্মাণ ও সংস্করনের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০৪টি প্রকল্পের কাজ শেষ হয়েছে।
  • ৪৫ কোটি টাকা প্রকল্প ব্যয়ের বহরমপুর থেকে কান্দি, রাস্তা সংস্কারের কাজ রূপায়িত হচ্ছে।

 

বিদ্যু९ ও অচিরাচরিত শক্তি

সাগরদীঘি তাপবিদ্যু९ কেন্দ্রের ৩ নং ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এছাড়া ৬০০০ কোটি টাকা ব্যয়ে সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও ২টি ইউনিট স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।

 

 

Didi’s Q&A with Facebook generates buzz on social media

Mamata Banerjee took time off her campaign schedule to log on to Facebook on April 13 to connect with the people of the state.

She did a Q&A session on her Facebook page, which got a thunderous response from users. Questions kept coming as often as one per second.

The Q&A session, which was originally supposed to be a 30-min activity, stretched on to over an hour as people kept posting questions.

“I was supposed to finish at 9. But I like answering your questions. So I want to continue a little longer answering your questions. I cannot answer all, but I am trying,” she said.

She ended the session with a Facebook Live video which received over 25,000 views in less than an hour.

Her page was swamped with greetings, wishes, concerns for her health and messages from supporters and common people alike.

Here are some of the questions she answered:

Sheikh Azhar: Didi, you are chatting on Facebook for the first time. How different is it from rallies?

Didi: Thank you. Rallies are different from Facebook live. I am loving this Facebook live. I enjoy talking and listening to people. But due to paucity of time I sometimes cannot do this.

Anirban Sengupta: As a young person in Bengal I am proud that our CM is so tech-savvy. Didi, do you have plans to use other social media channels like Instagram?

Didi: Now I am on Facebook and Twitter. I enjoy connecting with people, to listen to them. Good suggestion. Thanks.

Piyush Khandelwal: What type of development do you have planned for the next 5 years, if elected?

Didi: I will give thrust to the young generation. I will give thrust to the IT generation. And I will continue to give more importance to the economically downtrodden.

She also answered questions critical of her, with elan.

Ankur Chakraborty: What about the Sarada and Narad scam? Why people are in ministerial position after being implicated?

Didi: Sharada to Narada all are planted political game. The real culprits are not arrested. We will take action. Now the actual Bill is approved. The Sharada man was arrested in 2012 by our government though Sharada started in 2000 under Left Front government under full protection of Left Front and Central government.

The Left Front people, who are culprits in Sharada, are not arrested. Even SEBI and other central agencies who are responsible did not take action.

Narada is a election political vendetta.

All action will be taken against the pillars of Sharada.

Mitra Chakraborty: Do syndicates fund Trinamool?

Didi: No. Never done.

Pallabi Chatterjee: Why does your government work for a particular community only?

Didi: This not at all the truth. We work for people of all religions, caste or creed. We never discriminate. Look at Khadya Sathi, Kanyashree or Sabuj Sathi – everyone is getting the benefit. We do not even see political colours before providing any service to people. Bengal is a rainbow of colours.

She also exchanged greetings and responded to light-hearted questions

Dipankar Mistri: Didi,Thank you.from my childhood you are my inspiration. I think what you have done for boys & girls

Didi: Thank you for your kind words

Fatema Khatoon: You have done so much for women in d state what plan do u have fr men ? ( suvo noboborsho ).

Didi: I am not a feminist. I am a humanist and will take care of every human being. I will take care of all humanity.

 

And she answered some political questions as well

Akshay Mishra: How do you rate current BJP government over past few governments?

Didi: They are behaving very casually. Intolerant. Negative. And always with a political vendetta.

Babita Mullick Biswas: What are your views of CPI(M)-Congress alliance?

Didi: It is an unethical, selfish alliance.

Mohit Vora: what action are you taking on flyover incident?

Didi: Law will take its own course. The tender for the flyover was allotted during CPI(M) rule. We have already set up the experts committee. We will deal with the matter strongly

 

Click here for the FULL Q&A session

Click here for the Facebook Live video

Mamata Banerjee slams CPI(M)-Congress alliance in Jalpaiguri and Alipurduar today

Mamata Banerjee addressed two election rallies today in Jalpaiguri and Alipurduar today.

Yesterday, she had addresses rallies in Uttar Dinajpur district and Siliguri.

This is the second phase of her campaign in the northern part of the State, having also addressed rallies in Malda, Murshidabad and Dakshin Dinajpur districts.

 

আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রচারসভায় সিপিএম-কংগ্রেস জোটকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দুটি জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল তিনি উত্তর দিনাজপুর এবং শিলিগুড়িতে প্রচার করেন তিনি।

রাজ্যের উত্তর অংশে, এটি তার প্রচারের দ্বিতীয় দফা। এর আগে তিনি মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে সভা করেছেন।

 

Mamata Banerjee slams Congress-CPI(M) alliance in Dakshin Dinajpur

Mamata Banerjee on Sunday attacked the Left-Congress alliance in Dakshin Dinajpur. She is currently campaigning in north Bengal.

“CPM has become shameless,“ said Mamata Banerjee. She also sang a couple of lines from a famous folk song to hit out at CPM. “Dada paye pori re, mela theke bou ene de (brother, please bring a wife for me from the fair). CPM is now begging Congress for votes. But they don’t know that Congress can’t do that in this state,“ Mamata said addressing the crowd at Gangarampur stadium.

“CPM has forgotten the ideals of Marx and Lenin, while the Congress has shelved Gandhi. Keralae chulochuli, aar Banglay kolakuli (In Kerala they are fighting each other, in Bengal they have joined hands). Will people accept this? Never,“ she remarked.

She also highlighted the development undertaken in the last four and a half years. “They cannot showcase even four development projects in the last 34 years. On the other hand, I can give details of what we did in the last four years -it will require one Mahabharata, one Ramayana, one Bible and one Quran.“

She said: “If there was no loan burden, I could have given government jobs to 10 lakh more youths.“

Before Gangarampore, the Chairperson held rallies at Kumargram and Kushmandi also.

 

দক্ষিণ দিনাজপুরের সভায় সিপিএম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

রবিবার দক্ষিণ দিনাজপুরের জনসভা থেকে সিপিএম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গে প্রচার করছেন তৃণমূল নেত্রী।

সিপিএম আজ নির্লজ্জ হয়ে গেছে। এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে সিপিএম কংগ্রেসের জোটকে কটাক্ষ করে তিনি বলেন, “সিপিএম এখন দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ (ভোট) এনে দে এই গান গাইছে। সিপিএম এখন কংগ্রেসের কাছে ভোট ভিক্ষা চাইছে। কিন্তু ওরা জানে না, কংগ্রেসের ভোটই নেই”।

তিনি আরও বলেন, “সিপিএম এখন মার্ক্সবাদ ও লেনিনবাদ ভুলে গেছে, কংগ্রেস ও আজ তাদের আদর্শকে বিক্রি করে দিয়েছে। কেরালায় চুলোচুলি করছে আর এখানে কোলাকুলি করছে। মানুষ ওদের যোগ্য জবাব দেবে”।

তিনি তার গত সাড়ে চার বছরের উন্নয়নের কর্মযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, “গত ৩৪ বছরে কোন উন্নয়নমূলক কাজ হয়নি। অন্যদিকে গত সাড়ে চার বছরে আমাদের আমলে যে কাজ হয়েছে তা লিখে রাখতে গেলে রামায়ণ-মহাভারত-বাইবেল লেখা হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না”।

তিনি আরও বলেন, “যদি আমাদের ওপর কোন ঋণের বোঝা না থাকতো, তাহলে আমি আরও ১০ লক্ষ যুবক-যুবতীদের চাকরি দিতে পারতাম।

গঙ্গারামপুরের আগে, তৃণমূল নেত্রী দক্ষিণ দিনাজপুরের কুমারগ্রাম ও কুশমুণ্ডিতে জনসভা করেন।

Paschimanchal Unnayan Affairs Department: Ensuring all-round development

In an effort to develop and restore peace to the 23 blocks affected by left wing extremism, West Bengal government’s Paschimanchal Unnayan Affairs Department has taken up major initiatives. This has brought about overall development of the areas and has also improved the standard of life of the people living in those areas considerably.

Here are some of the initiatives taken up by the department:

Health

  • Construction of 696 anganwadi centres at a cost of Rs 50.39 crore in Bankura, Purulia, Birbhum and Burdwan districts in 2014-2015
  • Construction of 6 nutritional rehabilitation centres (NRC) in the Jangalmahal region in Paschim Medinipur district nearing completion
  • Seven multi super-speciality hospitals constructed in Borjora, Onda, Chatna, Bishnupur, Nayagram, Jhargram and Gopiballabhpur; five more under construction in Hatuara, Raghunathpur, Shalbani, Debra and Ghatal

 

Infrastructure

  • Rs 9.83 crore sanctioned for three metalled roads in the Ayodhya Hills region in Purulia district – from Shirkhabad Hospital More to Ayodhya Hills, Begunkokal to Saharjuri via Bamni, and Chhatrajara to Usuldungi.
  • Rs.20.81 crore sanctioned for Papatpur Bridge over the junction of Tarafeni and Bhairab Banki Rivers in Binpur-I block.
  • Rs.25.3 crore sanctioned for Lalgarh to Dherua road.
  • For providing drinking water, 595 mark-II tube wells have been sunk.
  • Ten schemes for surface flow minor irrigation executed in 10 blocks of Purulia district at Rs 8.6 crore.

 

Social security

  • Rs 5.3 crore sanctioned for cultivation of lac in a scientific way in Purulia, Bankura and Paschim Medinipur districts; this would generate self-employment for 13,000 beneficiaries.
  • So far, 4,661 houses for the poor and needy under the Gitanjali Scheme have been built and handed over to the beneficiaries.

These are some of the many initiatives taken by the Trinamool Congress Government led by Mamata Banerjee to develop the backward regions of the State and bring them at par with the speedy growth of the State. These efforts have improved the living conditions of the people in the areas which were earlier affected by LWE. The people also have fresh energy to take control of their own growth and progress with the help and empowerment received from the State Government.

PM can arrest me if he wishes, I don’t care: Didi in Asansol

Mamata Banerjee today slammed the BJP while addressing an election campaign rally at Asansol. She dared the Prime Minister to arrest her and slammed him for indulging in personal attacks and bringing disrespect to the chair he holds.

Here are the highlights of her speech:

  • You voted for BJP two years ago. But what work have they done?
  • Making big speeches is easy but working for people is difficult.
  • What the PM said in Asansol yesterday undermines the chair he holds.
  • The Prime Minister spoke like a Swayam Sevak Shakha worker.
  • I do not make personal attacks even if I am politically opposed to someone.
  • Just because the PM made personal attacks against me, I will not do the same.
  • Whenever Modi ji comes to Bengal he makes personal attacks which are in extremely bad taste.
  • The Prime Minister can arrest me if he so wishes, I don’t care.
  • I fight with my head held high. I never bow my head before anyone.

 

প্রধানমন্ত্রী চাইলে উনি আমায় গ্রেফতার করতে পারেন, আমি তাতে ভয় পাই না: দিদি

আজ আসানসোলের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি তাকে গ্রেফতারও করেন তাতে তিনি ভীত নন।

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আপনারা ২ বছর আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কি কাজ করেছে তারা আপনাদের জন্য?
  • বড় বড় কথা বলা অনেক সোজা, কিন্তু মানুষের জন্য কাজ করা কঠিন
  • গতকাল আসানসোলে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা ওনার মুখে শোভা পায় না
  • স্বয়ংসেবক শাখা কর্মীর ভাষায় কথা বলেছেন প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক মত বিরোধ থাকা সত্ত্বেও আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না
  • যখনই মোদিজি বাংলায় আসেন তিনি কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমণ করেন
  • প্রধানমন্ত্রী আমায় ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন বলে আমিও একই কাজ করব না
  • প্রধানমন্ত্রী চাইলে উনি আমায় গ্রেফতার করতে পারেন, আমি তাতে ভয় পাই না
  • আমি মাথা উঁচু করে লড়াই করি, কখনোও কারও কাছে মাথা নত করি না

Didi’s four-point chargesheet against CPI(M) in Narayangarh

Mamata Banerjee today delivered a four-point chargesheet against the CPI(M).

She was addressing a huge election campaign rally at Narayangarh in West Midnapore. She spoke at length about the dark days under CPI(M) misrule, which was rife with violence and bloodshed.

“It is shameful that the CPI(M), responsible for the despicable incidents in Netai, Nandigram, and Garbeta are once again talking about revenge”, she said.

Here is the four-point chargesheet by Mamata Banerjee:

  • Why was the Netai incident allowed to happen? Who was responsible?
  • CPI(M) should explain why people in Nandigram were attacked. It certainly cannot be the responsibility of Buddhadeb and Lakshman Seth alone; which other leaders were involved?
  • CPI(M) should explain why there were so many murders in Jangalmahal. Who killed Paresh Kumar, Dumri Hansda, Chitto Pal, Sambhu Hansda, Gangaram Das, Sunil Das, Amalendu Dey, Raitun Bibi and Upendu Khatua among many others? Who was responsible?
  • The former Health Minister should answer why there was no health infrastructure in Narayangarh as well as in West Midnapore district.

Those who had turned Jangalmahal into a graveyard are now speaking of peace. The people of Jangalmahal will give befitting reply, she said.

She went on to highlight the development ushered-in in the last four and a half years  – six multi super hospitals in West Midnapore alone while 41 multi super hospitals are coming up across the State in addition to numerous SNCUs, SNSUs and Fair Price Medicine Shops. People are getting benefits of new ITIs, Kanyashree, Kisan Credit Cards, Sikhsashree, Sabuj Sathi, Kisaan Bazaars and many other projects.

She promised that after coming into office for the second time, the first rally will be held at Narayangarh, if people defeat Suryakanta Mishra.

 

নারায়ণগড়ে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট মমতার

আজ নারায়ণগড়ের জনসভা থেকে সিপিএমের বিরুদ্ধে চার্জ শিট দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তার বক্তব্যে তিনি সিপিএম আমলের কালো, রক্তাক্ত, প্রতিহিংসামূলক রাজনৈতিক দিনগুলির কথা আবার মনে করিয়ে দেন সাধারণ মানুষকে।

তিনি বলেন, “নেতাই, নন্দীগ্রাম, গড়বেতার জন্য দায়ী সিপিএম, এরপর ওরা আবার বদলা নেওয়ার কথা বলছে এটা লজ্জাজনক”।

দেখে নিনি সিপিএমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার্জ শিটঃ

  • নেতাই এর ঘটনা কেন হয়েছি? কে দায়ী এর জন্য?
  • নন্দীগ্রামের মানুষের ওপর কেন অত্যাচার করা হয়েছে, সিপিএমের জবাব চাই। শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য ও লক্ষ্মণ শেঠ এর জন্য একা দায়ী নন, আর কোন কোন নেতারা এর পিছনে ছিলেন সিপিএমকে এর জবাব দিতে হবে।
  • জঙ্গলমহলে এত মানুষ কেন খুন হয়েছে? সিপিএমকে জবাব দিতে হবে। পরেশ কুমার, দুমড়ি হাঁসদা, চিত্ত পাল, শম্ভু হাঁসদা,গঙ্গাধর দাস,গঙ্গারাম দাস, সুনিল দাস,অমলেন্দু দে, রাইতুন বিবিকে, উপেন্দু খাঁটুয়া কে খুন করেছে? এর জন্যও কে দায়ী?
  • কেন সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলাসহ নারায়ণগড়ে কোন স্বাস্থ্য পরিকাঠামো হয়নি এর জবাব দিতে হবে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে।

যারা জঙ্গলমহলে সন্ত্রাসের রাজনীতি করত আজ তারাই শান্তির বার্তা দিচ্ছে। জঙ্গলমহলের মানুষ তাদের যোগ্য জবাব দেবে।, তিনি বলেন।

গত সাড়ে চার বছরে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে – সারা রাজ্যে ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে, পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। অনেকগুলি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, SNCUs, SNSUs তৈরি হচ্ছে। আইটিআই, পলিটেকনিক কলেজ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড, সবুজ সাথীসহ আরও অনেক প্রকল্প চালু হয়েছে বাংলার জন্য।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মানুষ সূর্যবাবুকে পরাজিত করেন তাহলে জেতার পর তিনি তার প্রথম সভা করবেন নারায়ণগড়ে।

Time for Paribartan in Jamuria: Abhishek Banerjee at Bardhaman

Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed a huge gathering at Jamuria in Bardhaman on Thursday where he urged the people to remove the filth created by the Left. He urged the people to bring in the change in Jamuria, the change that had come upon Bengal in 2011.

The firebrand leader reiterated the facts of the developmental works that had changed the face of Bengal during the last four and a half years and said that even 10% of such works could be taken upon during the 34 years of the Left misrule.

He urged the people to verify the real facts and then go on to exercise their polling rights.

Abhishek Banerjee disclosed the facts as to how the Trinamool Government under Mamata Banerjee took upon the numerous developmental projects withstanding the huge loan created by the past Left Government.

 

এবার জামুড়িয়ায় পরিবর্তনের সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার জামুড়িয়ায় একটি সভা করেন। তিনি বলেন, “বামেরা জঞ্জালের মতো। এরা এই রাজ্যের সর্বনাশ করেছে। ৫ বছর আগে গোটা রাজ্যে পরিবর্তন এলেও জামুড়িয়ায় পরিবর্তন আসেনি”।

এদিন তৃণমূল সাংসদ বলেন, “জামুড়িয়ার মত কিছু কিছু জায়গায় এখনও জঞ্জাল থেকে গেছে, এবারের ভোটে সবাই মিলে এদের জামুড়িয়া থেকে উৎখাত করুন”।

বামদের ৩৪ বছরের সঙ্গে পরিবর্তনের সরকারের পাঁচবছরের কাজের হিসেব পাশাপাশি ফেলে বিচার করার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে তৃণমূল সরকার বাংলায় যে উন্নয়নমূলক কাজ করেছে ৩৪ বছরে তার দশ শতাংশ কাজ করতে পারেনি সিপিএম।

Mamata Banerjee files her nomination from Bhowanipore constituency

Trinamool Congress Chairperson Mamata Banerjee on Friday filed her nomination papers for the state assembly elections from the Bhowanipore constituency in South Kolkata district.

A large number of supporters chanted slogans as Banerjee, flanked by several party leaders, undertook a road show on her way to the office of the District Election Officer, Kolkata.

The Trinamool Congress supremo was flanked by Subrata Bakshi as she went through the paperwork at the Alipore Survey Building in South Kolkata.

আজ মনোনয়ন পত্র জমা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন জমা দিলেন। তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলিপুরের সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন পত্র জমা দেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতা সুব্রত বক্সী।

আজ একটি রোড শো করে তিনি সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন পত্র জমা দিতে যান। সেই সময় প্রচুর সমর্থক তাকে স্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।