We want to establish Bengal as the best in the world: Mamata Banerjee in Howrah

Mamata Banerjee addressed three election rallies in Howrah district today,  in Bally, Dumurjola and Howrah North.

Yesterday Didi addressed four mass rallies in North 24 Pargana district at Aamdanga, Khardah, Belghoria and Shyamnagar.

In spite of the scorching summer heat, the Trinamool Chairperson has been travelling to the furthest corners of the State to reach out to the people and spread the message of  the developmental works done by the Trinamool Government.

Highlights of her speech in Howrah:

  • Eminent people from different sectors are contesting as Trinamool candidates
  • When I started the skywalk project in Dakshineshwar, the Opposition tried to stop the project
  • We have formed a development board for Bakreswar and Kankalitala
  • We have formed development boards for Furfura Sharif, Tarakeshwar and Patharchapuri
  • My work is to take Bengal ahead on the path of developmentI do not make any personal attacks, even against those who spread canards against me
  • I will not allow any insult to the culture of Bengal
  • We have set up a new Shilpa Tirtha on 200 acres of land at Belur
  • We have set up textile parks, we are ahead in MSME sector
  • Centre did not include any name from Bengal in the list of heritage circuit
  • What has CPI(M) done for 34 years except violence and murder?
  • The Opposition only indulges in smear campaign
  • We doubled our revenue income but Centre took away over Rs 1.53 lakh crore to repay the debt incurred by the Left
  • We want to establish Bengal as the best in the world

 

বাংলাই আগামিদিনে শিল্প ও সংস্কৃতির ডেসটিনেশঃ মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়ায় আজ নির্বাচনী প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার বালি, ডুমুরজোলা ও উত্তর হাওড়ায় তিনটি জনসভা করলেন নেত্রী।

গতকাল উত্তর২৪ পরগনায় প্রচার করেন তিনি। উত্তর২৪ পরগনার বেলঘড়িয়া, আমডাঙ্গা, খড়দা ও শ্যামনগরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটিতেই বিপুল জনসমাগম হয়েছিল।

এই প্রচণ্ড গরমেও সারা রজ্য জুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল নেত্রী এবং মানুষের কাছে গত সাড়ে চার বছরের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

 

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা আমাদের প্রতিনিধি
  • রেলমন্ত্রী থাকাকালীন বেলুড় রেল লাইন তৈরি করেছিলামg
  • দক্ষিণেশ্বরকে আমি স্কাই ওয়াক দিয়ে যখন যোগ করতে চেয়েছিলাম তখন বিরোধীরা বাঁধা দিয়েছিল
  • বিরোধীদের বহুমুখী রূপ
  • তীর্থস্থানগুলি এখন খুব কনজেসটেড হয়ে গেছে সেগুলি না ভেঙে সংস্কার করতে হবে
  • পি বি সেলিমের মত ভালো ডি এম খুব কম আছেন
  • আমরা বক্রেশ্বর, কঙ্কালিতলা, নলহাটেশ্বরি,পাথরচাকুরি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করছি
  • ফুরফুরা শরিফের উন্নয়নের জন্য আমরা অনেক কাজ করেছি
  • বাংলাকে glorify  করা উত্তরনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমার এই সব কাজ
  • বিরোধীরা সব সময় পচা কুমড়োর মত কুঁকড়ে আছে
  • আমি ছোটবেলা থেকে রাজনীতি করি
  • যারা আমার কুৎসা করে আমি তাদের ব্যক্তিগতভাবে কখনো আক্রমণ করি না
  • আমরা চাই না বাংলার সভ্যতা সংস্কৃতিকে কেউ দেউলিয়া করুক
  • রাজ্যের সর্বত্র অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে
  • ৬৮০০ কোটি টাকা ব্যয়ে ২০০ একর জমির ওপর শিল্পতীর্থ তৈরি হচ্ছে
  • বেলুড় আগামীদিনে সারা পৃথিবীতে ক্ষুদ্র ও বানিজ্যিক শিল্পের একটি টার্নিং পয়েন্ট হবে
  • বেলুড়ে MSME তৈরি হচ্ছে, টেক্সটাইল পার্ক তৈরি হচ্ছে
  • আমি পাবলিসিটি করে কাজ করি না
  • তীর্থস্থানগুলির নাম যখন ঘোষিত হয় তখন সেখানে দক্ষিণেশ্বর, বেলুরের নাম থাকে না
  • সিপিএম গনহত্যা, সন্ত্রাস ছাড়া কি করেছে? নেতাই, নন্দীগ্রাম, মরিচঝাঁপি, আমতা, ধানতলা, বানতলা ছাড়া কি করেছে সিপিএম?
  • এদের মগজে মরুভুমি
  • গত ৪ বছরে আমরা আমদের আয় দ্বিগুন করেছি
  • ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা আয়ের মধ্যে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র
  • সিপিএম ২ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে
  • MSME, স্কিল ডেভেলপমেন্ট, কন্যাশ্রী, ১০০ দিনের কাজে আমরা ১ নম্বরে
  • ৪ বছরে বাংলায় আমরা যা কাজ করেছি সারা বিশ্বে একদিন এটি গবেষণার বিষয় হবে
  • বাংলাই আগামিদিনে শিল্প ও সংস্কৃতির ডেসটিনেশন
  • বাংলাকে শিল্পসভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে গড়ে তোলাই আমাদের আগামিদিনের লক্ষ্য

 

তৃণমূল মানে ২ টাকা কিলো চাল,খাদ্য-সাথীর আহ্বান,

তৃণমূল মানে সবুজ সাথীতে, কন্যাশ্রীর জয়গান

 

তৃণমূল মানে ‘এগিয়ে বাংলা’,শিল্প, শিক্ষা, সংস্কৃতি;

তৃণমূল মানে চার বছরেই,পূর্ণ সকল প্রতিশ্রুতি। 

 

 

 

 

 

 

 

 

Polling across 62 seats in West Bengal underway

Polling is being held in 62 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fourth day of the polls.

Polling will be held in 22 seats of Murshidabad district, 17 of Nadia, 7 of North Kolkata and 16 of Bardhaman.

Total Booths – 16,461

Murshidabad – 5663

Nadia – 4532

North Kolkata – 1859

Bardhaman – 4407

Total Voters1,37,42,000

Murshidabad – 47.3 lakh

Nadia – 38.6 lakh

North Kolkata – 14.5 lakh

Bardhaman – 36.7 lakh

 

বিধানসভা নির্বাচনের আজ তৃতীয় দফার ভোটগ্রহণ

আজ পশ্চিমবঙ্গের চারটি জেলার মোট ৬২টি আসনে ভোটগ্রহণ হল। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। 

মুর্শিদাবাদ জেলার ২২টি কেন্দ্র, নদিয়া জেলার ১৭টি কেন্দ্র ও উত্তর কলকাতার ৭টি কেন্দ্র এবং বর্ধমান জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।

মোট বুথের সংখ্যা ১৬,৪৬১টি 

মুর্শিদাবাদ –  ৫৬৬৩

নদিয়া – ৪৫৩২

উত্তর কলকাতা – ১৮৫৯

বর্ধমান – ৪৪০৭

মোট ভোটার সংখ্যা – ১,৩৭, ৪২,০০০

মুর্শিদাবাদ – ৪৭.৩ লাখ

নদিয়া – ৩৮.৬ লাখ

উত্তর কলকাতা – ১৪.৫ লাখ

বর্ধমান – ৩৬.৭ লাখ

Howrah: On the fast track to development

There has been unprecedented development in Howrah district, along with the rest of West Bengal.

The State Secretariat was shifted from Writers’ Building in Kolkata to Nabanna.

In the last four-and-a-half years, 95% of the people have access to various government schemes.

 

Health and Family Welfare

  • 7 fair-price medicine shops set up in hospitals, as a result of which 7.5 lakh people got a total discount of Rs 11.8 crore – Howrah Sadar, Gabberia, Liluah, Uluberia, Udaynarayanpur, Fort Gloster, Belur
  • 2 fair-price diagnostic centres – Howrah Sadar and Uluberia Sub-divisional Hospitals
  • 2 special newborn care units (SNCUs) – Howrah Zila and Uluberia Sub-divisional Hospitals – and 9 sick newborn sensitisation units (SNSUs)
  • 2 CCUs and 1 HDU
  • Mother and Child Care Hub (MCH) at Uluberia Sub-divisional Hospital
  • Multi super-speciality hospital being constructed in Uluberia
  • New hospital building at Amta Rural Hospital
  • New outdoor unit at Belur State General Hospital

 

Education

  • 3 industrial training institutes (ITIs) – Chengail, Shyampur-2 and Bauria blocks
  • 1.25 lakh students given bicycles under Sabuj Sathi Scheme
  • 5 secondary and 156 higher secondary schools built
  • 17 primary schools upgraded to upper primary schools, and 63 secondary schools upgraded to higher secondary
  • Separate toilets for boys and girls built in all schools

 

Agriculture, Land Reforms, Fisheries and Animal Husbandry

  • Kisan Credit Cards distributed among 2.3 lakh (95%) farming-based families
  • 3 Krishak Bazaars – Amta-1, Uluberia- and Udaynarayanpur blocks
  • Almost 4,000 families given patta under Nijo Griha Nijo Bhumi Scheme
  • Rs 1 crore worth minikits, special vehicles for selling fishes, temperature-controlled fish-selling boxes distributed in 14 blocks by Fisheries Department
  • 10 lakh ducklings and chickens distributed for rearing among self-help groups (SHGs)

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 257 crore spent to create 1.13 crore man-days
  • State Government facilitated construction of 129 km of rural roads under Grameen Sadak Yojana
  • State Government facilitated construction of 32,000 houses under Indira Awaas Yojana
  • 56,000 toilets built under Mission Nirmal Bangla

 

Minorities Development

  • 4.13 lakh students given scholarships worth Rs 66 crore
  • Loans worth Rs 20 crore to the youth to encourage self-employment
  • Rs 56 crore spent on projects under Multi-sectoral Development Programme (MsDP)
  • English-medium government madrasa in Chengail
  • 4 boys’ hostels in Amta-2, Shyampur-1, Domjur and Panchla blocks

 

Backward Classes and Adivasi Development

  • Almost 45,000 students getting financial aid under Shickshashree Scheme
  • 88,000 SC/ST/OBC certificates handed out

 

Women and Child Development

  • 1.5 lakh girl students covered under the Kanyashree Scheme

 

Food security

  • Foodgrains being bought from farmers at prices above the minimum support prices (MSPs)
  • More than 60 lakh people getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • Industrial hubs at various units of completion – Food Park and Poly Park in Sankrail, Industrial Park in Uluberia, Textile and Hosiery Park in Jagdishpur, Prefabricated Units Parks in Gummandingi and Panchla, Hosiery Park in Jaipurbil, Rubber Park in Dhulagarh, Gems and Jewellery Park in Ankurhati
  • Rs 3,100 crore has already been spent on these and provided employment for 17,000
  • 10 micro, small and medium enterprise (MSME) clusters – for machinery for prefabricated structures in Jagdishpur, for small instruments in Bargachhia, for prefabricated structures in Liluah, for shuttle cocks in Uluberia, for jewellery and imitation jewellery in Domjur, for zari work in Sankrail, for optical lenses in Munshirhat, for embroidery work in Pipulan, for rubber goods in Raghudebpur
  • Belur Mega Powerloom Park, named Belur Shilpa Tritha by Mamata Banerjee, coming up on 100 acres at a cost of Rs 150 crore
  • ITC has plans for investing Rs 4,500 crore in the State, among them in integrated consumer goods manufacturing facilities in Panchla and Uluberia
  • Single-Window Unique Clearance Centre set up to solve cases of mutation and conversion quickly
  • Handloom Haat coming up in Udaynarayanpur
  • To encourage MSMEs, loans worth Rs 12,000 crore provided
  • Balitikuri, Bauria and Shibpur Industrial Estates have come up

 

PWD and Transport

  • 113 projects for roads, bridges, etc. completed at a cost of Rs 383 crore, benefitting 25 lakh people
  • 380 km of roads built/rebuilt/widened/modified, including roads connecting Bagnan with Amta and with Kamalpur, and Uluberia and Panpur
  • Bagnan Road Overbridge built at a cost of Rs 40 crore

 

Power

  • 100% rural electrification work completed under the Sabar Ghare Alo project

 

Irrigation

  • 90 projects worth Rs 136 crore completed
  • 70 km of irrigation dam renovated
  • Projects for preventing floods in Bagnan-1, Bagnan-2, Amta-2, Udaynarayanpur, Domjur, Uluberia-2, Shyampur-1 and Bali-Jagachha blocks

 

Public Health Engineering

  • 18 drinking water projects completed at a cost of Rs 9 crore, benefitting almost 2 million people

 

Tourism

  • Tourism projects implemented in Garachumuk and adjacent areas

 

Labour

  • 3.93 lakh unorganised workers, 93,000 construction workers and 13,000 transport workers covered under SASPFUW, BOCWA and WBTWSSS, respectively
  • Nearly 3,000 young people getting Incentives under Yuvashree Scheme

 

Self-Help Groups (SHGs)

  • 3,000 SHGs created under Anandadhara Scheme
  • More than 5,000 people given grants worth Rs 29 crore under Swami Vivekananda Swanirbhar karmasuchi Prakalpa
  • 5 Karma Tirthas set up

 

Urban Development

  • Projects worth Rs 396 crore implemented by Howrah Municipal Corporation
  • A waste-to-energy project worth Rs 3650 crore taken up in collaboration with a German company
  • Yokohama in Japan has been taken as the model for modernising the city of Howrah

 

Information and Culture

  • More than 1,000 folk artistes getting retainer fees and pensions

 

Youth Affairs and Sports

  • Uluberia Stadium being modernised
  • Rs 72 lakh given as grant to set up 36 multi-gym centres

 

Police

  • Howrah Police Commissionerate set up
  • 2 women’s stations set up – Uluberia and Howrah
  • 6 more police stations set up – Belur, Nischinda, Dasnagar, Satgachhi, Chatterjee Haat and AJC Bose Botanic Garden

The district has progressed like never before in all aspects of governance. Once considered the poorer cousin of Kolkata, Howrah is now on the fast track to development.

 

হাওড়া জেলার অভূতপূর্ব উন্নয়ন

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই হাওড়া জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :

৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে :- হাওড়া সদর, গাববেড়িয়া, লিলুয়া, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুর, ফোর্ট গ্লস্টার ও বেলুড়.

২টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র (হাওড়া সদর ও উলুবেড়িয়াতে ) চালু হয়ে গেছে।

হাওড়া জেলা হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।

জেলায় মোট ৯টি SNSU চালু হয়ে গেছে।

হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি CCU ও আমতা গ্রামীন হাসপাতালে ১টি HDU চালু হয়ে গেছে।

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে MCH চালু হয়ে গেছে।

উলুবেড়িয়ায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ চলছে।

আমতা গ্রামীন হাসপাতালে আধুনিক সুবিধাসহ নতুন বিল্ডিং ও বেলুড় ষ্টেট জেনারেল হাসপাতালে নতুন আউটডোর চালু হয়েছে।

শিক্ষা :

৩টি নতুন আই.টি.আই গড়ে তোলা হয়েছে চেঙ্গাইল ,শ্যামপুর-২ ও বাউড়িয়ায় ।

এই জেলায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ১৭টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৬৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

জেলার প্রায় ২ লক্ষ ৩০ হাজার (৯৫%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড  তুলে দেওয়া হয়েছে।

জেলায় ৩টি কিষান মান্ডি তৈরীর কাজ শেষ হয়েছে। এগুলি নির্মিত হয়েছে আমতা-১, উলুবেড়িয়া-১ ও উদয়নারায়ণপুর ব্লকে। বাগনান-১ ও শ্যামপুর-২ ব্লকে আরো ২টি কিষান মান্ডির কাজ চলছে।

এই জেলার প্রায় ৪ হাজার পরিবারকে জ্ঞনিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা দেওয়া হয়েছে।

এই জেলায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মৎস্য দপ্তরের মিনিকিট, মৎস্যযান, তাপনিরোধক বাক্স সহ সাইকেল ইত্যাদি বিতরণ প্রকল্পে ১৪টি ব্লরেরওৎস্যজীবি উপকৃত হয়েছেন।

জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ১০ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ২৫৭  কোটি টাকা ব্যয় করে ১ কোটি ১৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত প্রায় ৫০  কোটি টাকা খরচ হবে।

গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১২৯ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও প্রায় ৯১ কিমি রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।

গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৩২ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৭ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ৫৬ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন :

বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৪ লক্ষ ১৩ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৬৬ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও ১ লক্ষ ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ২০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।

চেঙ্গাইলে ৬ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি ইংরাজি মিডিয়াম সরকারী মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে।

আমতা-২, শ্যামপুর-১, ডোমজুড় ও পাঁচলা ব্লকে সংখ্যালঘু ছাত্রদের জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৪টি নতুন হস্টেল নির্মাণ হচ্ছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন :

প্রায় ৪৫ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও ২৬ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৮৮ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন :

জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী :

জেলায় সাড়ে ৩০ লক্ষেরও বেশি মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প :

হাওড়া জেলার শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্যে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি:-

এই জেলায় কয়েকটি ইন্ডাষ্ট্রিয়াল হাব তৈরী করা হচ্ছে। সেগুলি হল- সাঁকরাইলে ১৩৭ একর জমির উপর ফুড পার্ক, সাঁকরাইলে ৬১ একর জমির উপর পলি পার্ক, উলুবেড়িয়াতে ১২২ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জগদীশপুরে ১২০ একর জমির উপর টেক্সটাইল ও হোসিয়ারী পার্ক, গুম্মানডিঙিতে ৫৫০ একর জমির উপর ঢালাই কাজের পার্ক, জয়পুরবিলে ২৪ একর জমির উপর হোসিয়ারী পার্ক, ৬০০ একর জমির উপর পাঁচলাতে ঢালাইয়ের কাজের পার্ক, ৯২ একর জমির উপর ধুলাগড়ে রাবার পার্ক,৭ একর জমির উপর অঙ্কুরহাটিতে গয়না শিল্পের পার্ক।

এই ইন্ডাষ্ট্রিয়াল পার্কগুলিতে ইতিমধ্যেই ৩১০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ১৭ হাজার কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে প্রায় ২২,০০০ কোটি টাকা বিনিয়োগ এবং ১ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

হাওড়া জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ১০টি ক্লাস্টারের কাজ শেষ হয়েছে। এগুলি হল:- জগদীশপুরে ঢালাই কলের, বড়গাছিয়ায় খুচরো যন্ত্রপাতি, লিলুয়ায় ঢালাই কারখানা, উলুবেড়িয়ায় শাটল কক, ডোমজুড়ে গয়নার, সাঁকরাইলে জরির কাজ, মুন্সিরহাটে অপটিক্যাল লেন্সের, ডোমজুড়ে ইমিটেশন গয়নার, পিপুলানে এমব্রয়ডারী, রঘুদেবপুরে রবারের বিভিন্ন জিনিস।

এছাড়া ১৫টি নতুন ক্লাষ্টারের চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

১০০ একর জমির উপর ১৫০ কোটি টাকা ব্যয়ে বেলুড়ে মেগা পাওয়ারলুম পার্র্ক গড়ে তোলা হচ্ছে- যার নাম দেওয়া হয়েছে বেলুড় শিল্প তীর্থ।

আই.টি.সি. আমাদের রাজ্যে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়াতে আই.টি.সি. প্যাকেটজাত খাদ্য প্রস্তুতিকরণের দুটি প্রকল্প তৈরি করছে।

প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে উদয়নারায়ণপুরে একটি হ্যান্ডলুম হাট গড়ে তোলা হচ্ছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত প্রায় ৬০০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

বালিটিকুড়ী, বাউড়িয়া, শিবপুরে শিল্প তালুক (ঐশধয়ড়ঢ়ক্ষভতর উড়ঢ়তঢ়ন) গড়ে তোলা হয়েছে।

ডোমজুড়ে ১টি আই.টি পার্ক গড়ে উঠছে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৩০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১১৩টি প্রকল্পের কাজ প্রায় ৩৮৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৩৮০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে বাগনান ওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যুঅচিরাচরিত শক্তি :

সমগ্র হাওড়া জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ ২০১৬ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।

সেচ :

সেচ দপ্তর হাওড়া জেলায় গত ৪ বছরে প্রায় ২৭৫ কোটি টাকা ব্যয়ে ১৩২টি বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছিল। এর মধ্যে প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৯০টি প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। প্রায় ৭০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

জেলায় বন্যা প্রতিরোধে ও সেচ ব্যবস্থার উন্নতির জন্য আমরা একাধিক প্রকল্প রূপায়ণে উদ্যোগী হয়েছি:-

বাগানান-১ ও ২ নম্বর ব্লকে সেচের উন্নতির জন্য ১৯ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর খালের সংস্কার হচ্ছে। এর দ্বারা প্রায় ৫২ হাজার মানুষ উপকৃত হবেন।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ৩৭টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ২৯ কোটি টাকা ব্যয়ে ১৮টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন।

পর্যটন :

গড়চুমুকে ও তার সংলগ্ন এলাকায় পর্যটন প্রকল্প রূপায়িত হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

আনন্দধারা প্রকল্পে প্রায় ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও প্রায় আড়াই হাজার স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৫ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ২৯ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৬টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

পুর নগরোন্নয়ন :

উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে বালি মিউনিসিপ্যালিটিকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে অর্ন্তভূক্ত করা হয়েছে ।

হাওড়া জেলায় মিউনিসিপ্যাল কর্পোরেশন বিগত সাড়ে চার বছরে প্রায় ৩৯৬ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় সাড়ে চার হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

জাপানের ইওকোহমা শহরের মতো করে হাওড়া শহরকে মডেল হিসাবে গড়ে তোলা হবে। এর মধ্যে থাকছে গঙ্গা পারাপারের জন্য রোপওয়ে, ১০টি উড়ালপুল, ১০০ মিলিয়ন গ্যালন লিটারের পানীয় জলের প্রকল্প।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে হাওড়া জেলায় ১ হাজারেরও বেশি লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও ১৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

ক্রীড়া যুব কল্যান :

হাওড়া জেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামের প্রথম পর্যায়ের সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।

ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৩৭৮টি ক্লাবকে অর্থ সাহায্য করেছে।

স্বরাষ্ট্র :

জেলায় ৮ টি নতুন থানা স্থাপন করা হয়েছে। এগুলি হল :- উলুবেড়িয়া মহিলা থানা, হাওড়া মহিলা থানা, বেলুড় থানা, নিশ্চিন্দা থানা, দাসনগর থানা, সাঁতরাগাছি থানা, চ্যাটার্জিহাট থানা ও এজেসি বোস বোটানিক গার্ডেন থানা।

 

North 24 Parganas: On a growth track

The district of Nadia has faced unprecedented development. in the last four and a half years. Eighty-six per cent of the people have benefited from the numerous government schemes introduced in the district.

Administration

  • Bashirhat is being developed as a separate district
  • Police commissionerates has been set up for Bidhannagar and Barrackpore

 

Health and Family Welfare

  • 12 fair-price medicine shops opened
  • 4 fair-price diagnostic centres set up

 

Education

  • Ramakrishna Mission Vivekananda Centre for Human Excellence Social Sciences being developed in Rajarhat at a cost of Rs 175 crore
  • 2 industrial training institutes (ITIs) established in Bagda and Haroa
  • Gaighata PR Thakur Government College and New Town Government College in Rajarhat established

 

Agriculture

  • 4.55 lakh (98%) agriculture-dependent families have received Kisan Credit Cards
  • 8 Krishak Bazaars set up

 

Panchayat and Rural Development

  • Under the 100 Days’ Work Scheme, more than 4.83 lakh man-days have been created at a cost of R. 1,095 crore
  • 656 km of roads built

 

Minority Welfare

  • More than 6.85 lakh students have received scholarships worth Rs 119 crore
  • Around Rs 39 crore has been disbursed amongst the youth to create self-employment

 

Backward Classes Welfare and Adivasi Development

  • Almost 1.23 lakh students are receiving assistance under Shikshashree Scheme

 

Women and Child Development

  • 3.53 lakh girl students are getting benefits under Kanyashree scheme

 

Khadya Sathi

  • Around 61 lakh people are getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 100-acre Industrial Growth Centre being developed in Rishi Bankim Industrial Park in Naihati
  • 11 clusters of micro, small and medium enterprises (MSMEs) developed

 

PWD and Transport

  • The PWD department has completed 224 projects at a cost of Rs 1,423 crore
  • 920 km of roads have been built/renovated/restored in the district

 

Power

  • Under the Sobar Ghore Alo Scheme, 100% rural electrification has been done
  • 132 KV gas-insulated sub-stations (100 MVA powered) are operational

Irrigation

  • 113 km of dams fortified

 

Public Health Engineering

  • 43 water-based projects completed at a cost of Rs 132 crore

 

Labour

  • Under the State Assisted Scheme of Provident Fund for Unorganised Workers, almost 5.6 lakh workers registered
  • More than 21,000 people registered under the West Bengal Transport Worker’s Social Security Scheme

 

Self-Help Groups (SHGs)

  • Under the Anandadhara Scheme, 4,800 self-help groups have been created
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi 8,500 developmental projects sanctioned worth Rs 48 crore

 

Urban Development

  • Around Rs 1,100 crore spent on developmental work for 25 municipalities

 

Information and Broadcasting

  • 2,000 folk artistes are getting a retainer fee and pension

 

Housing

  • Around 10,000 homes built for the economically weak under Gitanjali Scheme

 

Sports and Youth Affairs

  • Rs 28 crore spent on renovating Vivekananda Yuva Bharati Stadium

 

Relief and Rehabilitation

  • Permanent relief shelters built in Baogachi and Kashipur in Habra-1 block and in Bidhannagar

 

Sundarbans Development

  • 174 km of roads and 29 jetties ha built, covering eight blocks

North 24 Parganas has seen a lot of development over the last four-and-a-half years. It has progressed on all aspects of governance.

 

উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়নের খতিয়ান

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর ২৪ পরগনা  জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৬ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :

প্রশাসনিক সুবিধার্থে বসিরহাট নতুন জেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলায় নতুন থানা হিসাবে বিধাননগর মহিলা থানা, ব্যারাকপুর মহিলা থানা ও বারাসাত মহিলা থানা এবং মধ্যমগ্রাম থানা, দত্তপুকুর থানা, শাসন থানা ও নিউ ব্যারাকপুর থানা স্থাপন করা হয়েছে। বসিরহাটকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে ।

স্বাস্থ্য পরিবার কল্যান :

জেলায় ১২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে বারাসাত জেলা হাসপাতাল , সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল , ভাটপাড়া , হাবড়া , বরানগর , পানিহাটি , সল্টলেক , অশোকনগর , বসিরহাট , বনগাঁ , ব্যারাকপুর ও নৈহাটি হাসপাতালে ।

৪টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র – বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট ও সাগরদত্ত হাসপাতালে চালু হয়ে গেছে।

শিক্ষা :

যুব সমাজের চরিত্র গঠন ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে রাজারহাটে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে, স্বামীজির স্মৃতি বিজড়িত শিকাগো আর্ট ইন্সটিটিউটের আদলে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স এন্ড সোশাল সায়ন্সেস -বিবেক তীর্থ গড়ে তোলা হচ্ছে।

গাইঘাটায় পি.আর. ঠাকুর গভ: কলেজ এবং রাজারহাটে নিউটাউন গভ: কলেজ স্থাপন করা হয়েছে, ক্লাসও শুরু হয়ে গেছে।

বাগদা ও হাড়োয়া ব্লকে গড়ে তোলা হয়েছে ২টি নতুন আই.টি.আই।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

এই জেলার প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার (৯৮%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

জেলায় ৮টি কিষাণ মান্ডি তৈরী হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে ১০৯৫ কোটি টাকা ব্যয় করে ৪ কোটি ৮৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৬৫৬ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।

সংখ্যালঘু উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে, ৬ লক্ষ ৮৫ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১১৯ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৩৯ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

প্রায় ১ লক্ষ ২৩ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী শিশু উন্নয়ন :

উত্তর ২৪ পরগনা জেলায় ৩ লক্ষ ৫৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রী সুবিধা পাচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী – খাদ্য সাথী :

জেলায় প্রায় ৬১ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প :

১০০ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার গড়ে উঠেছে। এখানে  প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং ৫০০০ মানুষের কর্মসংস্থান হতে চলেছে।

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১১টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ সহ ২৮৯টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২২৪টি প্রকল্পের কাজ প্রায় ১৪২৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৯২০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সমাপ্ত হয়েছে।

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি :

সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় সবার ঘরে আলোঞ্চ প্রকল্পে গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ৯৩টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১৩২ কোটি টাকা ব্যয়ে ৪৩টির কাজ সমাপ্ত হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

আনন্দধারা প্রকল্পে ৪৮০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৪৪০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৮ হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৮ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর নগরোন্নয়ন :

জেলায় ২৫টি মিউনিসিপালিটি সাড়ে চার বছরে প্রায় ১১০০ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৪৮ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ২ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ১০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

উত্তর ২৪ পরগনা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৯ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১০ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকি বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যান :

প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে বিবেকান্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার কাজ সুসম্পন্ন হয়েছে।

ত্রাণ পুর্নবাসন

জেলায়  ত্রাণ ও পুর্নবাসন দপ্তরের ৩টি নতুন প্রকল্পের উদ্বোধন  করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন :

বিগত চার বছরে সুুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক উত্তর ২৪ পরগনা জেলার ৮টি ব্লকে ১৭৪ কিমি রাস্তা তৈরী হয়েছে। ২৯টি জেটি তৈরী করা হয়েছে জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরনের লক্ষ্যে। বর্তমানে ১৯৪ কিমি রাস্তার ও ১৪টি জেটির কাজ চলছে।

 

Image source: Wikipedia 

I won’t tolerate Bengal being insulted: Mamata Banerjee in Memari

Mamata Banerjee addressed rallies in Pandua and Memari, in Hooghly and Bardhaman districts, respectively, today.

This is her tenth rally in Bardhaman, spanning five days in total. The Pandua rally was her first in Hooghly district. She also led thousands of people in a padyatra at Bardhaman Town.

On the opposition

I won’t tolerate Bengal being insulted. You (the opposition parties) have insulted me, insulted the people of Bengal. I will take accounts from all those people who are slandering Bengal. We don’t want a repeat of the mass murders at Nandigram, Singur, Sainbari, Netai. I will do my best to provide help whenever needed. All my life I have fought against the terror of the CPI(M) and the fundamentalism of the BJP. On May 19 our government will be completing five years. We are not scared of threats issued by the BJP. The only thing the BJP has done in Bengal is to instigate riots. It is only because I had created Trinamool Congress that I have been able to out the CPI(M). The BJP people are coming from Delhi and spreading terror here, I won’t tolerate this injustice. Just because I’ve stood for elections, doesn’t mean I’ll bow my head in front of anyone. (On the show-cause notice) Whether I answer or the Chief Secretary answers is not crucial. If a letter is sent to the party, the reply would be given on party letterhead. If a letter is sent to the government, the reply would be given on government letterhead.

On developments in the State

We have started Khadya Shathi, Kanyashree, Sabuj Shathi and reservation for minority communities. We have set up farmers’ markets, built stadiums. We have brought in a wave of development; starting from schools to roads, we have built everything. In Bengal, you will get healthcare free of cost. Every household is now electrified, load-sheddings are a thing of the past. Delhi is deducting from our funds yet Bengal is surging ahead. We are number one in the 100 Days’ Work Scheme. In terms of the top four open defaecation free (ODF) district, three are from West Bengal. Among these, first is Nadia and second is Hooghly. You have to know how to work. All schools are being served mid-day meals. All schools have separate toilets for boys and girls. Fair-price medicine shops have been opened all over West Bengal. Forty-one multi super-speciality hospitals have been planned, of which 30 have been inaugurated. Three SNCU units, 16 Mother and Child Care (MCH) hubs, nine medical colleges, 80 police stations (including 30 women police stations), 10 coastal police stations, 19 human rights courts, 45 special women’s courts, 88 fast-track courts, five police commissionerates, 15 universities, 46 government colleges, 300 it is and polytechnic colleges, and 171 Kisan Bazaars. We have turned around Bengal within a span of four years. Over the 34 years before that, the CPI(M) had run a reign of terror and torture. Numerous secondary schools have been upgraded to higher secondary. In the coming days, Sabuj Dweep in Balagarh is going to become a major tourism centre. Bengal has come a long way.

On the financial turnaround

We have got the political right to rule but have still not got the financial right to govern our government of ‘poriborton’ the way we want to. We have been able to increase our annual revenue from Rs 20,000 crore to Rs 40,000 crore in four years. Over the past five years, Rs 1.40 lakh crore has been deducted from our revenues to repay the debt left behind by the Left Front.

|| Ma-bonera bendhe jot
Jora phule sob vote ||

 

বাংলার অসম্মান সহ্য করব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলির পাণ্ডুয়া এবং বর্ধমানের মেমারিতে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বর্ধমান শহরে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। বর্ধমানে এটি তার দশম জনসভা।

বিরোধীদের উদ্দেশ্যে

বাংলার অসম্মান সহ্য করব না। বাংলাকে যেভাবে অপমান ও অসম্মান করা হচ্ছে আমরা তার জবাব দেব ইঞ্চিতে ইঞ্চিতে। দিল্লি থেকে এসে বাংলায় সন্ত্রাস চালাচ্ছে, এই অন্যায় অত্যাচার আমারা সহ্য করব না। নির্বাচনে দাঁড়িয়েছি বলে আমরা কারো কাছে মাথা নত করব না। সব টাকা দিল্লি কেটে নিয়ে যাচ্ছে তাও বাংলা এগিয়ে যাচ্ছে।আমরা আর নন্দিগ্রাম, সিঙ্গুর, সাঁইবাড়ি, নেতাইয়ের গণহত্যা চাই না।বিজেপির ধমককে আমি ভয় পাই না। বাংলায় দাঙ্গা লাগানো ছাড়া আর কিছু করেনি বিজেপি। ৩৪ বছর ধরে বাংলায় সন্ত্রাস আর অত্যাচার করেছে সিপিএম। আমি আমার সারা জীবন সিপিএমের সন্ত্রাস আর বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছি।

নির্বাচন কমিশনের শো-কজ করার প্রসঙ্গে তিনি বলেন, আমাকে তৃণমূল নেত্রী হিসেবে চিঠি পাঠালে পার্টি লেটারহেডে উত্তর দিতাম,মুখ্যমন্ত্রী হিসেবে চিঠি পাঠিয়েছে তাই সেভাবেই উত্তর দেওয়া হয়েছে।

উন্নয়ন

তৃণমূল কংগ্রেস ২ টাকা কেজি চাল দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, সবুজ সাথী দিয়েছে, সংখ্যালঘুদের সংরক্ষণের ব্যবস্থা করেছে। কৃষক বাজার, স্টেডিয়াম তৈরি করেছি আমরা। আমরা ঢেলে কাজ করেছি, রাস্তাঘাট থেকে স্কুল কলেজ সব তৈরি করেছি আমরা। বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় বাংলায়। সবার ঘরে আজ আলো পৌঁছে গেছে, এখন আর লোডশেডিং নেই বাংলায়। ১০০ দিনের কাজে বাংলা আজ এক নম্বরে। স্বচ্ছ ভারতের প্রথম ৪টি জেলার মধ্যে তিনটি জেলা বাংলার। প্রথম নদিয়া এবং দ্বিতীয় হুগলি।

আজ সব স্কুলে মিড ডে মিল চালু হয়ে গেছে, সব স্কুলে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার তৈরি হয়েছে সারা বাংলা জুড়ে তৈরি হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, এর মধ্যে ৩০টি উদ্বোধন করা হয়ে গেছে, বাচ্চাদের জন্য ৩০০ টি এস এন এস ইউ ইউনিট তৈরি হয়েছে, ১৬টি মাদার ও চাইল্ড কেয়ার হাব তৈরি হয়েছে, ৯টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে, ১৯টি মানবাধিকার কোর্ট তৈরি হয়েছে, ৮০টি নতুন থানা হয়েছে এর মধ্যে ৩০ টি মহিলা থানা। আরও ৮টা কোস্টাল থানা তৈরি হয়েছে, ৪৫টি বিশেষ মহিলা আদালত, ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট, ৫টি পুলিশ কমিশনারেট, ১৫টি বিশ্ববিদ্যালয়, ৪৬টি সরকারি কলেজ, ৩০০টি আইটিআই আর পলিটেকনিক কলেজ, ১৭১টি কিষাণ বাজার তৈরি হয়েছে।

চার বছরের মধ্যে বাংলা ঘুরে দাঁড়িয়েছে। যে কাজ গুলো আমরা হাতে নিয়েছি আগে সেগুলো সম্পূর্ণ করব তারপর নতুন কাজ শুরু করব। বলাগড়ের সবুজ দ্বীপ আগামীদিন এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র তৈরি হবে, এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলা আজ অনেক এগিয়ে। এলাকার মাধ্যমিক স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করা হয়েছে। ১৯শে মে আমাদের সরকারের পাঁচ বছর পূর্ণ হবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব মানুষকে সব রকমভাবে সাহায্য করার।

অর্থনৈতিক দিক

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বলেই বাংলা থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা গণতান্ত্রিক অধিকার পেয়েছি কিন্তু আমাদের পরিবর্তনের সরকার আজও অর্থনৈতিক অধিকার পায়নি।

আমাদের মাথার ওপর ২ লক্ষ কোটি টাকার দেনা রেখে গেছে সিপিএম। আগে বাংলার রোজগার ছিল ২০ হাজার কোটি টাকা, আমাদের আমলে সেটা বেড়ে হয়েছে ৪০ হাজার কোটি টাকা। পাঁচ বছরে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র।

 

Will quit politics if CPI(M) can list 10% of developmental work done in 34 years: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee on Sunday slammed the Congress-CPI(M) alliance in a election campaign rally held at Karunamoyiee in Bidhannagar.

In Karunamoyee, Abhishek Banerjee threw an open challenge to the CPI(M) saying that if the CPI(M) can even list 10% of the development they have done in the last 34 years, he’ll quit politics.

He added that the people of Bengal have witnessed the development brought by Mamata Banerjee. ‘Congress have been tortured by the CPI(M). In many places around the State, CPI(M) workers had cut off hands of Congress workers. They have destroyed their homes, attacked families of Congress workers. Even after all this, the Congress is together with the CPI(M) now,’ he said.

The young firebrand MP further added, ‘Bengal wants development. And the people of Bengal have witnessed the development brought about by Mamata Banerjee in the last 5 years and that is the reason why the people will vote for Trinamool and bring us back to power.’

 

৩৪ বছরে কি উন্নয়ন হয়েছে তার ১০ শতাংশের হিসেব দিতে পারলে রাজনীতির আঙিনায় আসব না – অভিষেক বন্দ্যোপাধ্যায় 

গতকাল বিধাননগরের করুণাময়ীতেও একটি নির্বাচনী প্রচার করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। করুনাময়ীর জনসভা থেকে বাম-কংগ্রেসের জোটকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

এদিন তিনি বলেন, “সিপিএম ৩৪ বছরে কি উন্নয়ন করেছে, তার ১০ শতাংশের হিসেব দিতে পারলে রাজনীতির আঙিনায় আসব না”।

অভিষেক বলেন, “সিপিএমের হাতে অত্যাচারিত হয়েছে কংগ্রেস। হাজার হাজার কংগ্রেস কর্মীকে হত্যা করেছে সিপিএম। তারপর সেই সিপিএমের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস”।

তিনি আরও বলেন “বাংলার মানুষ উন্নয়ন চান। গত ৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকারের আমলে রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং সেজন্যই মানুষ আবার তৃণমূলকে ভোট দেবে”।

Bardhaman: On the path of development

The Trinamool Congress Government has brought about a lot of developmental initiatives to Bardhaman district. A lot of services are now reaching the people, which had never happened before.

There have been major developments in the sectors of rural development, agriculture, health, industry and education, among others.

 

Police

  • Four new police stations have been established: Durgapur women police station, Asansol-Durgapur women police station, Bardhaman women police station and Nadanghat police station.

 

Health and Family Welfare

  • Five special newborn care units (SNCUs) are already operational in Bardhaman Medical College and Hospital, Asansol District Hospital, Durgapur Sub-divisional Hospital, Katwa Sub-divisional Hospital, and Kalna Sub-divisional Hospital.
  • 23 sick newborn stabilisation units (SNSUs) are operational in the district.
  • Three critical care units (CCUs) are running in Durgapur, Asansol, and Bardhaman.

 

Education

  • Almost 2.45 lakh students have been presented with bicycles under the Sabuj Shathi Scheme.
  • 31 primary schools and 336 higher secondary schools have been established.
  • 24 primary schools have been upgraded to Madhyamik schools and 186 Madhyamik schools have been upgraded to Higher Secondary schools.

 

Agriculture and Land Reforms

  • We have developed Mati Tirtha to initiate dialogues on agriculture and other related sectors.
  • An Agriculture University has been established in Sadhanpur to bring in modern scientific techniques in the sphere of agriculture.
  • To aid unemployed youth, 160 Bengal Dairy kiosks have been established in the district.

 

Panchayat and Rural Development

  • The State Government has facilitated the building of 62,000 houses under Indira Awaas Yojana.
  • Under Mission Nirmal Bangla, around 3.74 lakh toilets have been built in the district. In 2014-15, Bardhaman was ranked 4th nation-wide and 3rd in West Bengal based on the number of household toilets built.

 

Minorities Development

  • Around Rs 110 crore have been spent on various schemes under the Multi-Sectoral Development Programme (MSDP).
  • 535 Anganwadi centres have been established at a cost of Rs 23.72 crore
  • Rs 141.25 crore has been spent to provide arsenic-free water.
  • Backward Classes and Adivasi Development
  • More than 3 lakh SC/ST/OBC certificates have been granted in the last four-and-a-half years.

 

Women and Child Development

  • Families which have severely malnourished children are being provided Rs 240 and 25 kg of rice as GR. This has led to the number of malnourished children going down from 2,513 to 586.

 

Khadya Sathi

  • The government is buying foodgrains at a rate higher than the minimum support price to help the farmers.

 

Industry

  • 35 clusters of micro, small and medium enterprises (MSME) have been established which has led to numerous employment opportunities.
  • 2 industrial estates have been set up in Durgapur and Shaktigarh.

 

PWD and Transport

  • Renovation of roads: NH-2B at a cost of Rs 17 crore, Saptagram-Tribeni-Kalna-Katwa at cost of Rs 35 crore, Muchipara-Shibpur at a cost of Rs 22 crore and Bhatar-Banprash at a cost of Rs 9 crore.

 

Power

  • To strengthen the electricity infrastructure, Rs 391 crore was spent in rural areas and Rs 262 crore in urban areas.

 

Irrigation

  • Rs 71 crore have been spent on upgrading canals and flood management.

 

Public Health and Engineering

  • To combat the problem of arsenic-polluted water, a surface water-based project has been set up in Purbasthali-2 block.

 

Labour

  • More than 22,000 people have been registered under West Bengal Transport Workers Social Security Scheme.
  • More than 9,000 people are receiving incentives under the Yuvashree Scheme.

 

Self-Help Groups and Schemes

  • 15 Karma Tirtha have been set up.

 

Urban Development

  • Around 20,000 homes have been built for the poor in urban areas.

 

Sports and Youth Affairs

  • Stadiums to be built in Bhatar and Memari

 

In 2007-11, the State Government had a budget of Rs 160 crore for developments in the region, which went up to Rs 609 crore in 2011-15, after the creation of Paschimanchal Unnayan Affairs Department. This shows the commitment of the Mamata Banerjee-led Trinamool Congress Government to West Bengal.

 

বর্ধমান জেলার উন্নয়নের জোয়ার 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই বর্ধমান জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :-

প্রশাসনিক সুবিধার্থে ও উন্নয়নের স্বার্থে বর্ধমান (শিল্পাঞ্চল) ও বর্ধমান (গ্রামীণ) ২টি পৃথক জেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলায় নতুন থানা হিসাবে দুর্গাপুর মহিলা থানা, আসানসোল-দুর্গাপুর মহিলা থানা, বর্ধমান মহিলা থানা ও নাদনঘাট থানা স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :-

SNCU মোট ৫টি জায়গায়, চালু হয়ে গেছে।এগুলি হল:- বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে, কাটোয়া মহকুমা হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতালে।

জেলায় মোট ২৩টি SNCU চালু হয়ে গেছে।

CCU মোট তিনটি জায়গায়:- দুর্গাপুর মহকুমা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।

শিক্ষা:

এই জেলায় প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৩১টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ২৪টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১৮৬টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

ভূমি সংস্কার, কৃষি, মৎস্য পশুপালন

কৃষি, মৎসচাষ, পশুপালন ও সহযোগী ক্ষেত্রগুলির জন্য মত বিনিময় ও আদানপ্রদানের স্থায়ী পরিকাঠামো হিসাবে আমরা গড়ে তুলছি মাটি তীর্থঞ্চ। মাটি উৎসবের প্রাঙ্গণে এর স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক কৃষি শিক্ষা প্রচারের জন্যে আমাদের সরকার এক বলিষ্ট পদক্ষেপের মাধ্যমে বর্ধমান জেলার সাধনপুরে একটি নতুন কৃষি মহাবিদ্যালয় স্থাপন করেছে।

পাশাপাশি বেকার যুবক, যুবতীদের কর্ম সংস্থানের লক্ষে ১৬০টি আনশফতর ঈভতক্ষঁ ঔভষড়য জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

গত সাড়ে ৪ বছরে জেলায় ৬২ হাজারের বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ১৩ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে। ২০১৪-১৫ সালে বর্ধমান জেলা পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান এবং রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।২০১৬ সালের মার্চ মাসের মধ্যে বর্ধমান জেলার প্রতিটি পরিবারে শৌচাগার নির্মাণের কাজ ১০০ শতাংশ পূরন হবে।

সংখ্যালঘু উন্নয়ন :

MSDP- তে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

জেলায় সংখ্যালঘু উন্নয়নে মোট ৫৩৫টি অঙ্গনত্তয়াড়ী কেন্দ্র ২৩.৭২ কোটি অর্থ ব্যয় করে নির্মিত হয়েছে।

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৩ লক্ষ জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন :

শিশুদের মধ্যে অপুষ্টি হার কমানোর জন্য আঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি সরবরাহ করা হচ্ছে।  অতিঅপুষ্টি শিশুদের পরিবারগুলিকে ২৪০ টাকা ও ২৫ কেজি চাল জি-আর হিসাবে দেওয়া হচ্ছে। অতিপুষ্টিজনিত শিশুদের পরিবারগুলিকে গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় আনা হয়েছে।তার ফলে এক বছরে অতিঅপুষ্টি শিশুর সংখ্যা ২৫১৩ থেকে কমে ৫৮৬ হয়েছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী প্রকল্প :

খাদ্য শস্যের যোগান সুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করা হচ্ছে। এতে কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন।

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩৫টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।

দূর্গাপুরে ও শক্তিগড়ে ২টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

পূর্ত পরিবহন :

৩৫ কোটি টাকা ব্যয়ে সপ্তগ্রাম-ত্রিবেণী- কালনা-কাটোয়া রাস্তার  সংস্কার, ২২ কোটি টাকা ব্যয়ে মুচিপাড়া-শিবপুর রাস্তা, ৯ কোটি টাকা ব্যয়ে ভাতার-বনপাস রাস্তা প্রভৃতি।

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি :-

বর্ধমান জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ৩৯১ কোটি টাকার ও বর্ধমান জেলার শহর এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ২৬২ কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

সেচ :-

সেচ ব্যবস্থা উন্নতিকল্পে এবং বন্যা নিয়ন্ত্রনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৭১ কোটি টাকা ব্যায়িত হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী  :

আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণের মোকাবিলায় পূর্বস্থলী-২ ব্লকে ১টি জল সরবরাহ প্রকল্প রূপায়িত হয়েছে।

শ্রম:-

অনুরূপভাবে,  WBTWS প্রকল্পে ২২ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।

যুবশ্রী প্রকল্পে ৯ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ২১টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ১৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী ৬টির কাজ চলছে।

পুর নগরোন্নয়ণ

বর্ধমান জেলায় শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় প্রায় ২০ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

ক্রীড়া যুব কল্যাণ

বর্ধমান জেলায় ভাতার ও মেমারীতে স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।

রাজ্য বাজেটে এই দপ্তরের পরিকল্পনা খাতে ব্যয় বরাদ্দ ২০০৭ -১১ সালে ছিল মাত্র ১৬০ কোটি টাকা, যা ২০১১-১৫ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৬০৯ কোটি। জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি এই দপ্তর অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ণ করছে।

 

 

 

————————————-

 

Four issues raised by Didi at rallies today #BengalPolls

Waiting for report on sting

It is election time; that is why these videos are being telecast. Nothing can be done now. Candidates had already been announced. If it was earlier, I would have thought about it. Now I’m waiting for the report of the investigation into the sting.

Doubled tax revenues

We have doubled tax revenues in the last four years without increasing taxes – from Rs 20,000 crore to Rs 40,000 crore.

No financial freedom

We only got political right to administer the State, but not any financial freedom because both the Congress and the BJP governments took away substantial amounts from our revenues to pay off the debts left behind by the CPI(M).

Inherited huge debt

Narendra Modi ji’s government doesn’t have to pay such money for the debts of the previous government; that is the reason he can talk so big when he comes to Bengal. Neither do those of Rajasthan, Bihar, Gujarat or Uttar Pradesh.

 

Alipurduar: High tide of development in West Bengal’s newest district

To enable better administration, the Trinamool Congress Government created the district of Alipurduar on June 25, 2014, as West Bengal’s 20th district. As a result, people from the region are finding it much easier to access governmental services.

An administrative complex is also coming up in the district capital where all the main administrative, police and district health offices will be located.

Developments brought about in Alipurduar district by the Trinamool Congress Government:

 

Health

  • 2 fair price medicine shops set up at Alipurduar District Hospital and Birpara Hospital
  • As a result, almost 43,000 people have benefitted to the tune of Rs Rs 1.24 crore
  • Fair price diagnostic centre (FPDC) at Alipurduar District Hospital
  • Multi super-speciality hospital being built in Falakata
  • 8 sick newborn stabilisation units (SNSUs) set up
  • 2 sick newborn care units (SNCUs) – at Alipurduar District Hospital and Birpara Hospital – being constructed
  • A critical care unit (CCU) set up at Alipurduar District Hospital
  • A 50-bedded AYUSH hospital being built in Topshikhata

 

Education

  • Model schools being built in Kalchini and Madarihat
  • 50,000 students got bicycles under Sabuj Sathi Scheme
  • Mid-day meals being served in all schools, as a result of which health of students as well as their attendances have improved drastically
  • Separate toilets built for boys and girls in all schools
  • 18 secondary schools upgraded to higher secondary
  • Industrial training institutes (ITI) set up in Kumargram and Kalchini, and a polytechnic college in Kalchini
  • Primary teachers’ training institute (PTTI) set up in Patlakhawa

 

Land Reforms, Agriculture, Fishery, Animal Husbandry

  • About 1,500 landless families given patta and 3,500 forest patta given under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
  • Almost 92% of farming families given Kisan Credit Cards (KCC)
  • Krishak Bazaar has come up in Falakata
  • A fish laboratory and a fishery training centre set up in Falakata
  • More than 70,000 ducklings and chickens distributed among self-help groups (SHG) to encourage self-sufficiency

 

100 Days’ Work

  • Rs 247 crore spent to create 78 lakh man-days

 

Panchayat and Rural Development

  • About 22,000 toilets built under Mission Nirmal Bangla
  • State Government has facilitated the building of 125 km of roads under Gram Sadak Yojana
  • State Government has facilitated the building of 15,000 houses under Indira Awaas Yojana

 

Minorities’ Development

  • Scholarships worth Rs 2 crore given to 10,000 students from minority communities
  • To encourage self-employment, Rs 3.5 crore worth loans given to youth from minority communities
  • The State has facilitated the spending of Rs 3.5 crore for various projects for minority groups under multi-sectoral development programme (MSDP), including five health sub-centres, 49 classrooms, 20 anganwadi centres and 200 houses

 

Backward Classes Welfare

  • 31,000 students being given scholarships under Shikshasree Scheme
  • More than 25,000 SC/ST/OBC certificates given out

 

Kanyashree Scheme

  • 33,500 students covered under Kanyashree Scheme

 

Khadya Suraksha and Khadya Sathi

  • 11 lakh people getting foodgrains at Rs 2 per kg

 

Welfare for tea gardens

  • The State Government has stood by tea garden workers and their families during their times of need
  • All tea garden workers’ families getting foodgrains at 47 paise per kg
  • Drinking water supply projects in the tea gardens
  • 25 anganwadi centres for children in the tea gardens
  • Scholarships under Shikshasree Scheme being given to about 1,000 students from the tea gardens

 

Micro, Small & Medium Enterprises (MSME)

  • 3 clusters for MSMEs set up – handloom cluster in Kumargram, and clusters for wooden furniture makers in Madarihat and Barvisa
  • Bank loans worth Rs 300 crore given to MSMEs in the district

 

PWD and Transport

  • 32 projects involving roads, bridges, etc., worth Rs 150 crore, benefitting 10 lakh people
  • Building, renovation and widening of 200 km of roads
  • Asian Highway Project: Asian Highway-2 (AH-2), connecting India, Nepal and Bangladesh and AH-48 connecting India, Bhutan and Bangladesh under construction
  • Rs 8.37 crore spent on building a road from Andu Basti More to South Mendabari More

 

Power & Non-conventional Energy

  • Under the Sabar Ghare Alo project, 100% rural electrification has been achieved
  • Rs 6 crore worth electricity substation at Birpara WBSETCL Compound in Alipurduar

 

Irrigation

  • Dam rectification work of over 50 km completed
  • Banks of Majur and Sankosh River, in Falakata block and Kumargram block, respectively, developed

 

Public Health Engineering

  • 16 drinking water projects, worth Rs 45 crore, completed, benefitting 1.5 lakh people
  • Drinking water projects in three tea gardens in Loknathpur, Jashodanga and Madarihat blocks set up
  • The two-decade old drinking water problem in forest villages in the Jayanti forest area mitigated by piping in purified water from the Jayanti River
  • Other drinking water projects: Pipelines built in Falakata block and two major tube well projects completed in Totopara and Madarihat blocks, wherein pipes were sunk to 600 feet and 630 feet, respectively

 

Tourism

  • Dooars Mega Tourism Project: 4 projects, worth Rs 3.5 crore, undertaken; first phase, covering Ratneshwar Jhil, Bakla, Shikiajhora and Hashimara, completed

 

Labour

  • 75,000 unorganised workers brought under the State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), 46,000 construction workers, under the West Bengal Building and Other Construction Workers Welfare Act (BOCWA), and 3,000 transport workers, under the West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS)
  • 1,000 youth being given scholarships under the Yuvashree Scheme

 

Self-Help Groups (SHG)

  • Under the Anandadhara Scheme, 2,500 SHGs formed
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa, 2,000 developmental projects, worth Rs 15 crore, sanctioned

 

Urban Development

  • Rs 30 crore has been spent for the development of Alipurduar Municipality
  • More than 400 dwellings constructed for the urban poor

 

Information & Broadcasting

  • 1,200 folk artistes being given retainer fees and pensions

 

Housing

  • Under the Gitanjali Scheme, 1,100 dwellings for the economically weaker sections of society built

 

Youth Affairs & Sports

  • Alipurduar Indoor Stadium built at a cost of Rs 4 crore
  • Rs 48 lakh sanctioned for setting up 24 multi-gyms

 

Since its creation as West Bengal’s 20th district in 2014 by the Trinamool Congress Government, Alipurduar has had a lot of development. All departments have put in their best to bring about a lot of change in the region. The states of health, education, minorities’ welfare and everything else are much better. Building and renovation of roads have improved access. Tea garden workers are much better off.

 

Image: Wikimapia

 

আলিপুরদুয়ার জেলার অভূতপূর্ব উন্নয়ন 

সাড়ে চার বছরে সারা রাজ্যের সাড়ে নয় কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষের হাতে আমরা কোন না কোন সরকারী পরিষেবার সুবিধা পৌঁছে দিতে পেরেছি । বাকি মানুষদের কাছে আমরা খুব দ্রুত পৌঁছে যাচ্ছি ।

জেলার , ব্লকের , গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে আমরা নিরন্তর রূপায়ণ করে চলেছি একগুচ্ছ প্রকল্প :-

আলিপুরদুয়ার জেলায় উন্নয়ন:- এক নজরে

২০১৪ সালের ২৫শে জুন, এই অঞ্চলের মানুষজনের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে, জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে আলিপুরদুয়ারকে পশ্চিমবঙ্গের ২০তম জেলা হিসাবে ঘোষনা করা হয়েছে। এর ফলে, আলিপুরদুয়ারের দূরদূরান্তের মানুষের সরকারি এবং অন্যান্য কাজে প্রভূত সুবিধা হয়েছে।

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে নবগঠিত এই আলিপুরদুয়ার জেলায়। এই জেলায় ৮১ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :-

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল এবং বীরপাড়া হাসপাতালে ২টি ন্যায্য মুল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় ৪৩ হাজার মানুষ ১ কোটি ২৪ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ঊতভক্ষ ঙক্ষভদন ঈভতফশষড়ঢ়ভদ ইনশঢ়ক্ষন চালু হয়ে গেছে।

এই জেলায় মোট ৮টি SNSU চালু হয়ে গেছে।

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে SNCU চালু হয়ে গেছে। বীরপাড়া হাসপাতালে SNCU নির্মান চলছে।

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে একটি CCU চালু হয়ে গেছে।

ফালাকাটায় উন্নতমানের মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মান চলছে।

তপসিখাতায় একটি ৫০-শয্যা বিশিষ্ট আয়ুষ হাসপাতাল নির্মানের কাজ চলছে।

শিক্ষা:

কুমারগ্রামে আই.টি.আই কলেজ নির্মান সম্পন্ন হয়েছে।

কালচিনিতে একটি আই.টি.আই কলেজ এবং একটি পলিটেকনিক কলেজ নির্মানের কাজ দ্রূতগতিতে চলছে।

এই জেলায় ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।

কালচিনি ও মাদারীহাটে নতুন মডেল স্কুল নির্মানের কাজ চলছে।

পাতলাখাওয়ায় একটি পি.টি.টি.আই কলেজের নির্মান সম্পন্ন হয়েছে।

জেলায় গত দেড় বছরে ১৮টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

ভূমি সংস্কার, কৃষি, মৎস্য পশুপালন

জেলার প্রায় দেড় হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে জ্ঞনিজ গৃহ নিজ ভূমিঞ্চ প্রকল্পে পা-া তুলে দেওয়া হয়েছে। জেলায় সাড়ে তিন হাজারের বেশি বন পাট্টা প্রদান করা হয়েছে।

এই জেলার প্রায় ৯২% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদের ও খুব দ্রুত কিষান ক্রেডিট কার্ড প্রদান করা হবে।

ফালকাটায় একটি কৃষক বাজার চালু হয়ে গেছে। এর পাশাপাশি আরও ৫টি কৃষক বাজার নির্মানের কাজ চলছে :-আলিপুরদুয়ার-১, আলিপুরদুয়ার-২, কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাটে।

জেলার ফালাকাটায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে ব্লক-স্তরের মৎস্য পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।

জেলায় প্রাণী সম্পদ উন্নয়ণ দপ্তর ৭০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন ব্লকে ১০০ দিনের কাজে ২৪৭ কোটি টাকা ব্যয় করে প্রায় ৭৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত ১৩৩ কোটি টাকা খরচ হবে।

গ্রামীণ সড়ক যোজনায় ১২৫ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও ২২ কি.মি. রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।

জেলায় ১৫ হাজারের বেশি ইন্দিরা আবাসন ঘর আগামী মে মাসের মধ্যে নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ২২ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন :

বিগত দেড় বছরে ১০ হাজারের বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ২ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও সাড়ে ১০ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

MSDP তে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

MSDP প্রকল্পে কালচিনি ব্লকে ৫টি হেলথ সাব-সেন্টার, ৪৯টি অতিরিক্ত শ্রেণী কক্ষ, ২০টি অঙ্গনওযাড়ী কেন্দ্র ও ২০০টি বাসগৃহ গড়ে তোলা হয়েছে।

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়ণ:

প্রায় ৬১ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও ৩৭ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।

আলিপুরদুয়ার জেলায় বিগত দেড় বছরে,  ইতিমধ্যেই ২৫ হাজারেরও বেশি জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন:

নবগঠিত আলিপুরদুয়ার জেলায় সাড়ে ৩৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচীখাদ্য সাথী প্রকল্প :

জেলায় প্রায় ১১ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

চা বাগান :-

রাজ্যের প্রায় ২৮০টি চা বাগানে ১২ লক্ষেরও বেশি মানুষ বসবাস করেন। বর্তমান সরকার এই সমস্ত অঞ্চলে আবাসন, পানীয় জল সরবরাহ, রেশন, চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা প্রভৃতি সহ একাধিক ক্ষেত্রে পরিষেবা প্রদান করে চলেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচীতে চা বাগানের প্রতিটি পরিবারের জন্যে আমাদের সরকার প্রতি মাসে ২ টাকা কেজি দরে ৩৫ কেজি খাদ্যশস্য প্রদান করছে।

এছাড়া প্রত্যেককে মাসিক মাথা পিছু ৭০০ মিলি কেরোসিন তেলের ব্যবস্থা করা হয়েছে।

সকল যোগ্য শ্রমিককে FAWLOI প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় প্রায় দেড় হাজার শ্রমিক মাসে ১৫০০/- টাকা করে ভাতা পাচ্ছেন।

১০৬টি চা বাগানে রেশন দোকান স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চালানোর কাজ শুরু হয়েছে।

চা বাগানগুলি থেকে পার্শ্ববর্তী হাসপাতালে যাওয়ার জন্য বিনামূল্যে অ্যম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে।

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩টি ক্লাস্টার গড়ে উঠেছে, এগুলি হল:- কুমারগ্রামে হ্যান্ডলুম ক্লাস্টার, মাদারীহাট ও বারভিসাতে কাঠের আসবাব তৈরীর ক্লাস্টার।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় প্রায় ৩০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ৫০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ৫০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৩২টি প্রকল্পের কাজ প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে প্রায় ১০ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। বাকি ৯টি প্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ২০০ কিমি রাস্তা নির্মাণ/পুর্ননির্মাণ/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।

এশিয়ান হাইওয়ে প্রোজেক্ট-এর অন্তর্গত পশ্চিমবঙ্গ সংযোগকারী নেপাল-বাংলাদেশ এশিয়ান হাইওয়ে-২ এবং ভূটান-বাংলাদেশ এশিয়ান হাইওয়ে-৪৮  নির্মানের কাজ চলছে।

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি :-

সমগ্র আলিপুরদুয়ার জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

আলিপুরদুয়ার এর বীরপারা WBSETCL Compound এ নূতন ৩৩/১১ কেভি আলিপুরদুয়ার (দমনপুর) সাবস্টেশন তৈরীর কাজ শেষ হয়েছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৬ কোটি টাকা।

সেচ :

আলিপুরদুয়ার জেলায় ৫০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ১৯টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকা ব্যয়ে ১৬টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় দেড় লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন।

আলিপুরদুয়ার ২নং ব্লকের অন্তর্গত লোকনাথপুর, যশোডাঙ্গা এবং মাদারিহাট ব্লকের অন্তর্গত ধুমচি পাড়া চা বাগান, গারগান্ডা চা বাগান, মুজনাই চা বাগান গুলির পানীয়জল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

কালচিনি ব্লকের অন্তর্গত জয়ন্তী নদীর জলকে কাজে লাগিয়ে জয়ন্তী বনবস্তির দুই দশকের পানীয় জল সমস্যা নিরসণ করা গেছে।।

ফালাকাটা ব্লকের অন্তর্গত ছোটোশালকুমার মৌজায় পানীয়জল সরবরাহ প্রকল্পের জলাধার নির্মানের কাজ সম্পূর্ন হয়েছে।

মাদারিহাট ব্লকের অন্তর্গত টোটোপাড়াতে অনগ্রসর কল্যাণ দপ্তরের অর্থানুকুল্যে প্রায় ৬০০ ফুট গভীর নলকুপ বসানোর কাজ সফল হয়েছে। মাদারিহাট ব্লকের অন্তর্গত মাকড়াপাড়া জলসরবারাহ প্রকল্পের কাজ চলছে।।এখানে ৬৩০ ফুট গভীর নলকুপ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।

পর্যটন :

এই জেলায়, Dooars Mega Tourism Project এর অর্ন্তগত প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পর কাজ চলছে। রত্নেশ্বর ঝীল, বাকলা, শিকিয়াঝোরা এবং হাসিমারা এই প্রকল্পগুলির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

শ্রম :

এই জেলায়, SASPFUW প্রকল্পে অদ্যাবধি প্রায় ৭৫ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।

BOCWA প্রকল্পে এখনও পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।

অনুরূপভাবে, WBTWSSS প্রকল্পে ৩ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।

যুবশ্রী প্রকল্পে প্রায় ১ হাজার জন যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

আনন্দধারা প্রকল্পে আড়াই হাজারের বেশি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ২ হাজারের বেশি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় ২হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ১৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

জেলায় আলিপুরদুয়ার-১ ও কালচিনি ব্লকে কর্মতীর্থ নির্মাণের কাজ চলছে।

পুর নগরোন্নয়ণ :

নবগঠিত আলিপুরদুয়ার জেলায় মিউনিসিপ্যালিটি ৩০ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে ৪০০ এর বেশি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি:

বর্তমানে আলিপুরদুয়ার জেলায় ১২০০ জন লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ২৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

আলিপুরদুয়ার জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ২ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১১০০ বাসস্থানের নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। বাকি বাসস্থান নির্মাণ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যাণ :

ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৪৭টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।

জেলায় ২৪টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৪৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

 

 

Higher Education: A brighter future for the State

The Trinamool Congress Government’s focus on the promotion of education has manifested in the holistic growth of the sector.

The following are some of the achievements under Higher Education:

More universities and colleges: The number of universities increased from 15 during 2007-2011 to 28 during 2011-2015. The State’s first Hindi-medium General degree college was started in Jalpaiguri in August 2014. Forty-six colleges have been set up in the State. The number of degree colleges increased from 485 during 2007-2011 to 530 during 2011-2015.

Santhali for SET: For the first time, Santhali was introduced as a subject in the State Eligibility Test, thereby opening up avenues for the recruitment of assistant professors in Santhali in different colleges of the State.

Reservation: The State Government enacted legislation to provide 17% reservation for OBC students without reducing the total number of seats available for the general category students. In 2014-15, the very first year of implementation, a total of 59,612 OBC students were admitted. The State has made an additional provision of Rs 1,000 crore to implement this.

New teaching posts: 1,545 teaching posts and 1,022 non-teaching posts were created in the State-aided universities, government colleges and government-aided colleges. Candidates were selected to fill up 126 vacant posts of principals and 2,883 posts of assistant professor in government-aided colleges.

Vivekananda Merit-cum-Means Scholarship Scheme: Under the Vivekananda Merit-cum-Means Scholarship Scheme, which provides financial assistance to meritorious students belonging to economically weaker sections of society, scholarships amounting to Rs 170 crore were granted to 1.78 lakh students.

The amount of Plan Expenditure out of State Budget has increased from Rs 374.27 crore during 2007-2011 to Rs 885.77 crore during 2011-2015. For 2016-17, Rs 456 crore has been allocated for the department.