Bengal Govt to start karimeen fish cultivation in Haldia

Within eight to nine months, Bengalis in the state would be getting to enjoy a new tasty fish: karimeen. This favourite of Kerala is going to be cultivated in Haldia with the help of the Fisheries Department.

The fishes are going to be cultivated by fisherwomen of Haldia block, in Purba Medinipur district. The Fisheries Department has trained about 50 fisherwomen for one-and-a-half months at one of its farms.

Though cultivated in sweet water in Kerala, this fish can also thrive in brackish water. Hence these fishes would be cultivated in farms in the coastal regions of Haldia block.

 

হলদিয়ায় হচ্ছে কারিমীন মাছের চাষ

আগামী শারদ উৎসবে মৎস্য প্রিয় বাঙ্গালিকে উপহার হিসেবে নতুন মাছের স্বাদ দিতে উদ্যোগী হল রাজ্যের মৎস্য দপ্তর।

কেরলের অতি প্রিয় কারিমীন মাছ আগামী ৮/৯ মাসের মধ্যে আট থেকে আশি বছর বয়সের বাঙালির খাবার পাতে জায়গা করে নিতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের মহিলা মৎস্যজীবীদের হাত ধরে প্রথম বাংলায় আগমন ঘটতে চলেছে এই রাজ্যে।

হলদিয়ার মৎস্য দপ্তরের ফিশারি ফার্মে দেড় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ৫০ জন মৎস্যজীবীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় মাছের পোনা।

কেরলের কারিমীন একটি আদিবাসী পর্যায়ের মাছ। যা প্রধানত মহাদেশীয় উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকুল ভাগ বরাবর পাওয়া যায়। এই মাছের বিজ্ঞানসম্মত নাম ইট্রোপ্লাস সুরেটেনসিস, ইংরিজিতে পার্ল স্পট ফিশ; সারা গা জুড়ে সাদা সাদা দাগ থাকে বলে এর নাম মুক্ত গোছা।

কেরলে শুধুমাত্র মিষ্টি জলে চাষ হলেও, এই মাছ ঈষৎ নোনা জলেও চাষ করা যায়। এর ফলে রাজ্যের মৎস্যজীবীরা বাড়তি উপার্জনের সুবিধা পাবে।

 

Source: Khabar 365 Din

The image is representative (source)

Bengal Govt facilitating exporting of chillies to Japan

Bengal has started exporting vegetables in larger and large quantities. Over the last one year, the demand for vegetable from Bengal has picked up in many overseas markets. The countries in West Asia have turned into major markets. Plans are on to export to Europe and USA as well.

Now chillies are being planned to be exported to Japan. The Bengal Government is facilitating this export. An official of the organisation conducting the export said that Indian restaurants are popular in Japan. A part of the exports are meant for these restaurants. Another reason for the export is the demand in Japanese cuisine for fresh red chillies (unlike for dry red chillies here).

Also, about 15 per cent of the population of Japan is engaged in agriculture. Hence, a large part of the vegetables and fruits have to be imported.

For all these reasons, chillies from Bengal have a ready market in Japan. According to the State Agriculture Marketing Department, there is potential for exporting 1,000 kg of chillies per day to the East Asian country.

In Bengal, chillies are primarily cultivated in Haldibari, Dhupguri, Kaliaganj, Manikchak, Beldanga, Purbasthali, Memari Egra and Contai.the amount grown far exceed the state’s requirement. So, a good quantity is exported to other states too – Maharashtra, Tamil Nadu and others. Now the growers would get a better price from exporting to other countries.

 

বাংলার লঙ্কার গন্তব্য এবার জাপান

এবার বাংলার লঙ্কা পাড়ি দেবে জাপানে! বছর দুয়েক আগে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের লঙ্কা জাপানে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল একটি জাপানি বেসরকারি সংস্থা। কৃষি বিপণন দফতরের সঙ্গে এত দিন আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নবান্নের সবুজ সঙ্কেত মিলেছে। তার পরেই কলকাতার এক রপ্তানিকারক সংস্থার সঙ্গে বৈঠক করেন জাপানি প্রতিনিধিরা। সব ঠিক থাকলে খুব শিগগিরই জাপানের বাজার মাতাবে বাংলার লঙ্কা।

কৃষি বিপণন দফতরের হিসেবে, রপ্তানির পথ খুলে গেলে প্রতি দিন গড়ে ১০০০ কেজি লঙ্কা পাঠানোর সুযোগ পাবেন স্থানীয় রপ্তানিকারীরা। সংশ্লিষ্ট মহলের দাবি, জাপানে উন্নত মানের এক কেজি লাল লঙ্কার বাজারদর ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ টাকা। আর এ রাজ্য থেকে লঙ্কা আমদানি করলে খরচ দাঁড়াবে কেজি প্রতি ২১০ টাকা।

চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহে কোনও ঘাটতি হবে না বলে দাবি রাজ্যের। কৃষি বিপণন দফতরের কর্তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে যে পরিমাণ লঙ্কা চাষ হয়, তাতে রাজ্যবাসীর চাহিদা মিটিয়েও তামিলনাড়ু, মহারাষ্টের মতো বেশ কয়েকটি রাজ্যে রপ্তানি হয় ফি বছর।

মূলত হলদিবাড়ি, ধূপগুড়ি, কালিয়াগঞ্জ, মানিকচক, বেলডাঙা, পূর্বস্থলী, মেমারি, এগরা ও কাঁথিতে লঙ্কার চাষ হয়। এক সময় সাগরে প্রচুর লঙ্কা হত। কিন্তু ইদানীং সেখানকার চাষিরা অন্য চাষে মন দেওয়ায় লঙ্কার পরিমাণ ও মান দুই-ই পড়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে বাংলার লঙ্কার জোগান কিছুমাত্র কমেনি। এমনকী, খ্যাতি ছড়িয়েছে সাগরপারেও।

Source: Anandabazar Patrika

 

Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman

Bengal Govt introduces ‘Matir Katha’ app for farmers

The Bengal Government has introduced the ‘Matir Katha – Krishoker Katha’ app for the benefit of the State’s farmers. Through this app, all important farming-related information would be available at the tips of farmers’ fingers, literally. The app is available through Google Play Store.

Information relating to crop problems, natural calamities, government schemes, farmers’ registration with the Department of Agriculture and contact details of block Agriculture Department offices are available in the app.

The app also contains the toll-free number where farmers can call and talk to experts, and register their complaints as well. The number is 18001031100.

The app contains the link to the website of Matir Katha.

 

CLICK HERE TO DOWNLOAD THE APP

 

 

এবার কৃষকদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন “মাটির কথা” আনল রাজ্য সরকার

কৃষকদের সহায়তায় “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করল রাজ্য সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পাবেন। গুগল প্লেস্টোরে Matir Katha লিখে খুঁজলেই পাওয়া যাবে কৃষকদের সহায়তাকারী এই মোবাইল অ্যাপ্লিকেশন।

দেখে নেওয়া যাক কি কি ধরনের সহায়তা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনটি থেকে। এখানে পাওয়া যাবে চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর, প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট, সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণে। কৃষি দপ্তরে যোগাযোগও করা যাবে এই অ্যাপলিকেশন থেকে, সরকারি নানান প্রকল্পের বিবরণ মিলবে এখানে, আর সব কিছুতেই পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতামত।

এছাড়াও কৃষকদের সহায়তার জন্য খোলা হয়েছে টোল ফ্রি ফোন নম্বরও। মাটির কথা’তে সরাসরি যোগাযোগ করতে সোমবার থেকে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারবেন ১৮০০ ১০৩ ১১০০ নম্বরে।

এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইটেও তাঁরা যেতে পারেন।

 

এই লিঙ্ক-এ গিয়ে এপ ডাউনলোড করুন

 

Bengal Govt takes up plans for infrastructural development of the Sundarbans

The Sunderbans Affairs department has taken up a number of projects with the help of Rs 300 crore funds sanctioned by the government to spruce up the infrastructure of Sunderban. The plans include setting up more brick paved roads, culverts and bridges, further developing mangrove plantation and improving agriculture and fisheries activities.

The objective is to spruce up the infrastructure as well as improving the livelihood of the local people by imparting skill development programme.

Apart from improving road connectivity including setting up cement concrete roads and bituminous roads, the authorities are also working on skill development for the local dwellers to improve their livelihood.

 

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ রাজ্য সরকারের

সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের জন্য সুন্দরবন উন্নয়ন বিভাগ ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। পাকা ইটের রাস্তা, কালভার্ট এবং সেতু স্থাপনের সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, কৃষি ও মাছ চাষের অগ্রগতির পরিকল্পনাও রয়েছে।

উদ্দেশ্য হল পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন।

সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতকরার জন্য সিমেন্টের কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা তৈরী করা হয়েছে। এছাড়া স্থানীয় লকেদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

 

Bengal Govt makes Bangla language compulsory from Class I to X in all schools

The Bengal State Education Minister Partha Chatterjee called an urgent press conference on Monday night and said that all schools in West Bengal irrespective of boards would have to have three languages from Class I to X, one of which would have to be Bengali.

“From now, every student would compulsorily need to learn Bengali in schools. English medium schools will have Bengali as an optional subject, either as a second or third language, from Class I,” the Education Minister said. Every student would compulsorily need to learn Bengali in schools, he said.

The seven languages offered in schools affiliated to the West Bengal board at present are Bengali, English, Hindi, Urdu, Nepali, Alchiki and Gurumukhi.

According to the new rule, students who have any other language other than Bengali as their first language, would have to opt for two more languages, one of which would have to be Bengali.

It has been decided because we have received complaints that Bengali language was not an option at several schools here,” the Education Minister said.

He also said that legalities of the decision were being looked into and he was hopeful that a clearance by the state cabinet would be good enough to put it in force.

 

Chief Minister Mamata Banerjee put up a post of Facebook today regarding the language issue, which is reproduced below:

Bengal respects all languages and languages of all States. Our three language formula shows how we really do…

India is a vast country and the strength of our nation is unity in diversity. We must respect every mother tongue and also give every regional language its importance. We believe in the freedom of choice and the three language formula.

Students have the freedom to take any language of their choice as a first language, second or third language.

If the student choses Bengali, Hindi, English, Urdu , Gurmukhi, Nepali, Alchiki as a first language, he/she may opt for two other languages of their choice. One of the three languages would have to be Bengali.The two other choices are completely dependent on what the students chooses.

This method would enable them to reach regional, national and international standards.

 

 

রাজ্যের সমস্ত স্কুলে দশম শ্রেণী পর্যন্ত ‘বাংলা’ বাধ্যতামূলক করল রাজ্য সরকার

সোমবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে রাজ্যে সব স্কুলে দ্বিতীয় বা তৃতীয় আবশ্যিক ভাষা হিসেবে পড়ানো হবে বাংলা। রাজ্যের সব মাধ্যম স্কুলের জন্যই চালু হচ্ছে ত্রিভাষা নীতি।

এদিন তিনি বলেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের শক্তি। প্রতিটি মাতৃভাষার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এবং প্রতিটি আঞ্চলিক ভাষার গুরুত্ব আছে। আমাদের বিশ্বাস, প্রতিটি ছাত্র ছাত্রীর নিজস্ব ভাষা চয়নের স্বাধীনতা আছে। ছাত্রসমাজের স্বাধীনতা আছে তারা তাদের মতো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে যে কোনও ভাষা চয়ন করতে পারবে”।

“বাংলা, হিন্দি বা ইংরেজি, উর্দু, নেপালি, গুরুমুখী কিংবা অলচিকিকে প্রথম ভাষা হিসেবে চয়ন করলে ছাত্র বা ছাত্রীটিকে আরও দুটি ভাষাকে তাদের পছন্দমতো চয়ন করতে হবেএবং ত্রিভাষার মধ্যে বাংলা ভাষা থাকতে হবে। এই প্রক্রিয়ায় ছাত্রসমাজের পক্ষে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মানে পৌছনো সহজ হবে” মন্ত্রী বলেন।

রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে যেখানে জানা গেছে অনেক স্কুলে বাংলা ভাষা চয়ন করার কোনও সুযোগ নেই বলে অনেক অভিযোগ এসেছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তের অনুমোদন দিলে, খুব শীঘ্রই এই নিয়ম চালু করা হবে।

এই প্রসঙ্গে আজ একটি ফেসবুক পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। 

 

 

Bengal Govt takes initiative to make urban population aware of organic farming 

A unique initiative has been taken to set up a model rooftop organic farming facility at Bidhan Sishu Udyan in Ultadanga, where the state Agriculture department recently organised a three-day Jaibo Krishi Mela.

If everything goes as planned, then students from different schools and colleges will be brought to have a look at rooftop farming at Bidhan Sishu Udayan where organic farming will be carried out with technical support of the state Agriculture department.

It is learnt that organic farming will be carried out on a terrace of around 4,000 square feet of one of the buildings of the organisation at Ultadanga. The preliminary work to initiate the project has started and the final round of the task would be started soon. Around 10 to 12 farmers, who have sound knowledge about organic farming, will cultivate organic vegetables on the rooftop. Since the place is located in the middle of the city, it will be easier to attract people to have a look and learn the “easy techniques” of organic farming.

At present, some farmers cultivate organic vegetables on around three bighas of land at the same place and on every Sunday they sell their produce. Besides selling the vegetables cultivated there, some more farmers from villages in the adjoining districts, too, visit the Sunday marker and sell their organic vegetables.

The state Fisheries department has also taken steps to initiate pisciculture using organic methods in a 22-bigha pond at the same location. Thus, people visiting the place can not only learn the ways of organic farming but also get to know how pisciculture can be done in an organic method.

This comes at the time when the state government has decided to set up a bio-laboratory at Abash in West Midnapore to promote organic farming. All sorts of tests that are necessary for organic farming can be undertaken in the proposed bio-laboratory. The step has been taken considering that the western region of the state has immense potential in growing organic crops. Moreover, the state government is taking steps to introduce policies for organic farming too.

 

নাগরিকদের শেখানো হবে জৈব চাষ

শহরবাসীকে শেখানো হবে জৈব চাষের বিভিন্ন পদ্ধতি এ ব্যাপারে উদ্যোগ নিল রাজ্য সরকার। কিছুদিন আগে কৃষি দপ্তর উল্টোডাঙ্গার বিধান শিশু উদ্যানে তিন দিন ব্যাপী জৈব কৃষি মেলার আয়োজন করেন। এখানে একটি কৃত্রিম ছাদ তৈরি করে চাষের বিভিন্ন পদ্ধতি দেখানো হবে।

স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের এখানে আনা হবে জৈব চাষের পদ্ধতি শেখাতে। আর এসব কর্মসূচিতে সহায়তা করবে কৃষি দপ্তর।

জানা গেছে উল্টোডাঙ্গার একটি বাড়িতে ৪০০০ বর্গফুটের একটি ছাদে এই জৈব চাষ করা হবে। এই প্রকল্পের প্রয়োজনীয় প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। ১০/১২ জন অভিজ্ঞ জৈব চাষি এই ছাদে চাষ করবেন। যেহেতু এই জায়গাটি শহরের মাঝখানে, এখানে প্রচুর মানুষ আসতে পারবেন ও জৈব চাষের সহজ পদ্ধতি শিখতে পারবেন।

এই মুহূর্তে ওর কাছাকাছি একটি জায়গায় কিছু চাষি তিন বিঘা জমিতে জৈব চাষ করেন ও তাদের ফসল রবিবার বিক্রয় করেন। পাশাপাশি কিছু গ্রামীণ চাষিরাও জৈব পদ্ধতিতে চাষ করেন ও রবিবার শহরে আসেন তাঁদের আনাজ বিক্রয় করতে।ওখানে ২২ বিঘা একটি পুকুরে রাজ্য মৎস্য দপ্তর জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে। জৈব পদ্ধতিতে শুধু আনাজ চাষ নয়, মৎস্য চাষও শিখতে পারবেন।

পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুরের আবাস-এ একটি জৈব ল্যাবোরাটরি তৈরি করার। জৈব চাষে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা যাবে ওখানে। রাজ্যের পশ্চিমাঞ্চলে জৈব চাষের বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, রাজ্য সরকার জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

 

Bengal Govt to induct Mid-Day Meal volunteers to ensure proper food supply in schools

Bengal government has taken an initiative to induct midday meal volunteers, who would ensure that food items sent by the state government to schools for midday meals, reaches the intended beneficiaries.

Partha Chatterjee, the state Education minister, said: “Following the direction of Chief Minister Mamata Banerjee, a new initiative has been launched to engage midday meal volunteers.” The main task of the volunteers would be to keep a watch and ensure that the food items allocated by the state government reaches the beneficiaries.

Each of the volunteers would be responsible for keeping track of the situation in a certain number of schools in an area. They will also be filing reports to the concerned authority. With volunteers keeping tabs on schools on a daily basis, the children will get the proper food that the government had allocated for them and stringent steps will be taken if the volunteers find that the task has not been properly executed.

The Minister said he has received complaints that rice and eggs sent for midday meals are not reaching the students. The volunteers will be visiting the schools and will make sure that midday meals are served to the students in proper quantity and quality. There have been allegations that the rice sent to schools by the government for midday meals is not being given to the students. Some food items allocated to schools under the scheme also get sold in the market or are replaced with inferior quality products.

The state government had also asked the District Magistrates to visit schools to check whether midday meals are served to students in proper quantity and quality.

 

মিড ডে মিল: কাজকর্ম দেখভালে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য

গ্রিন পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের মতো মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করবে রাজ্য। মঙ্গলবার সংবাদমাধ্যমে একথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। বরাদ্দ চাল বা ডিম না দিয়ে অন্য কাজে ব্যবহার করা সহ অভিযোগের ধরন বিভিন্ন রকম বলে পার্থবাবু জানান। ডিআই, এসআইদের মিড ডে মিলের পরিস্থিতি পরিদর্শনের দায়িত্ব দেওয়া রয়েছে।

পাশাপাশি, এই স্বেচ্ছাসেবকরাও এবার থেকে পরিদর্শনের কাজে সাহায্য করবেন। তবে, কীভাবে এঁদের নিয়োগ করা হবে, এ বিষয়ে এখনই কিছু বলেননি শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, মিড ডে মিলের কাজকর্ম পরিদর্শন করার জন্য টাস্ক ফোর্স ইতিমধ্যেই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যজুড়ে মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই।

কিছুদিন আগে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, দিনের দিন মিড ডে মিলের যাবতীয় হিসাব এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। প্রধান শিক্ষকরাই শিক্ষাদপ্তরের একটি নির্দিষ্ট নম্বরে তা পাঠাবেন। কিন্তু তা সত্ত্বেও কারচুপি বন্ধ হয়নি। বেশি ছাত্রছাত্রী দেখিয়ে মিড ডে মিলের বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠছে বহু জায়গা থেকেই।

 

Our civil services cadets are like our family members: Bengal CM at the inauguration of Uttirna

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the newly-constructed open air stage – Uttirna – at Alipore. Uttirna is a state-of-the-art open-air stage with the capacity to accommodate 1,968 people at a time and it is one of the dream projects of the Chief Minister.

Uttirna comprises a stage, green room, banquet hall, food court, media centre, cafetaria, conference room and other services. Uttirna is part of the ‘Dhana Dhanyo’ project being carried out by the Public Works Department.

The state government for the first time held a programme on the occasion of Civil Services Day at Uttirna today. It was be attended by officials of the West Bengal Civil Service, Indian Administrative Service and Indian Police Service and dignitaries of the cultural field.

 

The salient points of Mamata Banerjee’s speech:

  • Our civil services cadets are like our family members. We are proud of them.
  • This place was a waste land before. We have turned it into an open-air theatre now.
  • Conferences and exhibitions can be held at Uttirna. It has a seating capacity of 2,000.
  • We are also building a stadium, ‘Dhana Dhanyo’ with a seating capacity of 3,000.
  • We are also setting up ‘Saujanya’ – a State Government guest house – at Hastings.
  • We respect all languages but we cannot forget our own language and our roots. We must respect Bengali.
  • We are setting up a convention centre of international standards at New Town. We have set up Mother’s Wax Museum there.
  • We have set up 41 multi super hospitals, 300 SNCUs, 60 SNSUs, polytechnics, ITIs, 66 colleges, 15 universities.
  • There is a lot of potential in Bengal. We want more IAS and IPS officers to come to the State.
  • We have registered 80,000 folk artistes under the Lok Prasar Scheme. We will register 1 lakh more artistes.
  • Health care is free in Bengal. Even private hospitals are covered under the Swasthya Sathi Scheme.
  • We have started paternity leaves for State Government employees.
  • Civil services cadets are sent to Singapore for training.
  • Civil services officers form the policy implementation groups of the State Government.
  • We have conducted over 160 meetings at the block level covering all the districts. This is a precedent for other States.
  • We have set up 26 helipads in the State.
  • We are setting up airports in Malda, Balurghat and Cooch Behar.
  • We are developing six theme cities across the State.
  • From day one, we have worked for e-governance. We received the Golden Peacock Award for e-services.
  • Scholarships like Kanyashree and Yuvashree, pensions and salaries are all paid online.
  • There are 716 villages in Bengal without banks or post offices, so we cannot insist on cashless payment there.
  • Eight crore people in Bengal receive rice at Rs 2 per kg.
  • We are bearing the burden of a huge debt. But still we are following FRBM and working for the people.
  • We need more and more civil services officers. They create employment opportunities for others.
  • Every year we will observe Civil Services Day at Uttirna.

 

আজ ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ আলিপুরে ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০০ আসন বিশিষ্ট এই ৫ তলা মুক্তমঞ্চটি পূর্ত দপ্তরের ‘ধন ধান্য’ প্রকল্পের অন্তর্গত।

‘উত্তীর্ণ’ তে থাকছে একটি স্টেজ, গ্রীন রুম, ব্যাংকোয়েট হল, কনফারেন্স রুম, মিডিয়া সেন্টার, ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট ও অন্যান্য পরিষেবা।

আজ ‘উত্তীর্ণ’ তে রাজ্য সরকার সিভিল সার্ভিস দিবস উদযাপন করে।

 

মুক্তমঞ্চ ‘উত্তীর্ণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

  • আমাদের সিভিল সার্ভিস কর্মীরা আমাদের পরিবারের সদস্য। আমরা ওদের জন্য গর্বিত
  • আগে এখানে জঙ্গল ছিল। এই জায়গাটায় আমরা একটা মুক্তমঞ্চ তৈরী করেছি
  • বিভিন্ন কনফারেন্স, প্রদর্শনী করা যাবে এই ২০০০ আসন বিশিষ্ট ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে
  • আমরা ৩০০০ আসনের ‘ধনধান্য’ স্টেডিয়াম তৈরী করছি
  • আরও একটি সরকারী গেস্ট হাউস ‘সৌজন্য’ তৈরী হচ্ছে
  • আমরা সব ভাষাকে শ্রদ্ধা করি। আমরা আমদের নিজেদের ভাষাকে ভুলে যেতে পারি না
  • নিউটাউনে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হচ্ছে। আমরা মাদার ওয়াক্স মিউজিয়াম তৈরী করেছি
  • ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৩০০টি SNCU,৬০টি SNSU,পলিটেকনিক কলেজ, আইটিআই, ৬৬টি নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরী করেছি
  • বাংলায় অনেক কাজের সুযোগ আছে। আমরা চাই আরও আইএএস, আইপিএস অফিসার আসুক রাজ্যে
  • ৮০ হাজার লোকশিল্পীকে আমরা লোক প্রসার প্রকল্পের আওতায় এনেছি, আরও ১ লক্ষের নাম নথিভুক্ত করা হবে
  • বাংলায় বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা পাওয়া যায়। বেসরকারী হাসপাতালগুলিকেও স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • আমরা সরকারী কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করেছি। সিভিল সার্ভিস কর্মীরদের প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে
  • সিভিল সার্ভিস কর্মীরাই নীতি বাস্তবায়ন করেন
  • বিভিন্ন জেলার ব্লকস্তরে আমরা ১৬০টি প্রশাসনিক বৈঠক করেছি। অন্য রাজ্যগুলির জন্য এটি একটি উদাহরণ
  • আমরা ২৬ টি হেলিপ্যাড তৈরী করেছি। মালদা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দর তৈরী হচ্ছে
  • আমরা ৬ টি থিম সিটি তৈরী করছি
  • প্রথম দিন থেকে আমরা ই-গভরন্যান্স চালু করেছি। ই-সার্ভিসের জন্য আমরা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছি
  • কন্যাশ্রী, যুবশ্রী, পেনশন, বেতন সব কিছু অনলাইন মাধ্যমে দেওয়া হচ্ছে
  • বাংলার ৭১৬টি গ্রামে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই। সেখানে ক্যাশলেস পেমেন্ট বাধ্যতামূলক করা যাবে না
  • বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন
  • আমাদের মাথায় বিপুল ঋণের বোঝা। তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • আমাদের আরও সিভিল সার্ভিস কর্মী চাই। ওরা অনেক বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থান করেন
  • প্রত্যেক বছর আমরা উত্তীর্ণতেই সিভিল সার্ভিস দিবস উদযাপন করব

 

 

Bengal Govt to set up exclusive shopping mall for products made by self-help groups

The Bengal Government has decided to develop a shopping mall off the Eastern Metropolitan Bypass exclusively to let Self Help Group members from the districts get a permanent place to sell their produce round the year.

The State Self Help Group minister, said in the Assembly on Tuesday that a shopping mall with all sorts of modern facilities will be constructed. Members of Self Help Groups will be allowed to display their produce alternatively for a month in the shops.

The Minister said that a 15 cottah land has been bought from the Kolkata Improvement Trust at a cost of Rs 10 crore to set up the mall. Hooghly River Bridge Commissioners (HRBC) has been urged to carry out a study to prepare a plan to set up the shopping mall. T

here will also be a stall of Biswa Bangla in the shopping mall. The initiative will provide a permanent place to members of the Self Help Groups to sell and market their produce round the year. Usually, they get the opportunity to display and sell their produce in fairs.

At present, there are over 50 lakh Self Help Groups in the state. Members of all the groups will be getting opportunity to set up their stalls in the malls alternatively. Though the plan of the proposed mall is yet to be ready, according to the minister, it will be decorated with lights is such a way so that people gets attracted and start visiting the place.

 

স্বনির্ভর গোষ্ঠীদের নির্মিত দ্রব্য বিপণনের জন্য শপিং মল তৈরী করবে রাজ্য সরকার

স্বনির্ভর গোষ্ঠীগুলির কর্মীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। তাদের নির্মিত দ্রব্য সারা বছর বিক্রির জন্য রাজ্য সরকার কলকাতার বাইপাসের ধরে একটি মল নির্মাণ করবে।

বিধানসভায় স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দপ্তরের মন্ত্রী বলেন, এই মল তৈরির জন্য রাজ্য সরকার ১৫ কাটা জমি কিনেছে বাইপাসের ধারে। এই মল’টিতে অন্যান্য মলের মত সকল সুবিধা পাওয়া যাবে। রাজ্যের সকল স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা নিজেদের পসরা নিয়ে বসতে পারবেন এই মলে। হুগলী রিভার ব্রিজ কমিশন এই মল’টির প্ল্যান তৈরি করবে। এই মলে বিশ্ব বাংলার একটি স্টল থাকবে।

এই মুহূর্তে রাজ্যে ৫০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে।