Bengal Govt to open outlets in districts for rural women to sell their handicrafts

Women in rural areas of Bengal who make various items of handicraft would soon be getting more opportunities to sell their wares.

The State Government agency, West Bengal Swarojgar Corporation Limited (WBSCL), which looks after the setting up of and improving self-employment opportunities for people, especially in non-urban regions, is opening outlets in every district headquarters where the women can set up shop temporarily. No rent would be taken from them. The earnings would go entirely to them.

This would give the women access to a much wider market – the urban clientele, who have a much higher purchasing power. The outlets would be built by WBSCL at its own cost.

As of now, the government organises annual handicrafts fair, one at the state-level and at district levels, where these women sell their goods. They also sell their goods from the Karma Tirthas which the government is setting up.

 

গ্রামের মহিলাদের তৈরী সামগ্রী বিক্রীর জন্য প্রত্যেক জেলা সদরে আউটলেট খুলবে রাজ্য

গ্রামের মহিলাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন দপ্তরকে তিনি এই নিয়ে ভাবনাচিন্তা করার কথা বলেছেন।

সেইমত, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম প্রতিটি জেলা সদরে একটি করে আউটলেট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী আর্থিক বছরেই এই আউটলেট চালু হয়ে যাবে।

স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলা, বাড়িতে নানা জিনিস তৈরি করেন, তাঁরা ওই আউটলেটে গিয়ে বিক্রি করতে পারবেন। নিগম নিজস্ব তহবিল থেকেই এই আউটলেটগুলি তৈরি করছে।

এখানে ব্যবসা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাঁরা এখানে ব্যবসা করার সুযোগ পাবেন।

Source: Bartaman

Bengal Govt to encourage farmers to cultivate Chandramukhi potato for superior chips

The Chandramukhi variety of potato is well-known as being suitable for making superior variety of chips.

Hence, the Bengal Government’s Agriculture Department has taken up a project to encourage farmers, through the giving of subsidies, to cultivate the Chandramukhi variety of potato. At present, the variety is cultivated over 10 hectares in the state.

To achieve a higher production of the Chandramukhi variety, the department is also considering setting up soil testing centres in every subdivision. Currently, there are 18 soil testing laboratories in the state, of which 12 belong to the State Government.

The government would also set up workshops to educate farmers on this aspect, including training them on the aspects of cultivation.

 

চিপস তৈরীতে চন্দ্রমুখী আলু

চিপস তৈরীতে চাই চন্দ্রমুখী। সেই আলুর চাষ বাড়াতে তাই কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। গোটা রাজ্যে চন্দ্রমুখী আলুর উৎপাদন হয় ১০ হেক্টর মতো জমিতে। এই পরিস্থিতিতে চিপসের উৎপাদন বাড়াতে অনেক প্রস্তাব আসছে। জ্যোতি আলু চাহিদামতো সেই জোগান দিতে পারছে না, পাল্লা দিতে চাষিরাও চন্দ্রমুখীর ওপর ভরসা করছে।

এতে আখেরে লাভ চাষিদেরই, পাশাপাশি চিপস তৈরী করে খাদ্য উৎপাদনে জোগান বাড়িতে সরকারও রাজস্ব বাড়াতে আগ্রহী। তাই, প্রয়োজনে চাষিদের ভর্তুকি দিয়ে চন্দ্রমুখী আলু চাষে সহযোগিতার কথা জানিয়েছে রাজ্য সরকার।

মাটি ও চন্দ্রমুখী আলুর বীজ পরীক্ষাকেন্দ্র তৈরী করা হবে রাজ্য, জানিয়েছেন মন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে ১৮টি মাটি পরীক্ষাকেন্দ্র আছে, যার মধ্যে ১২টি সরকারি। মন্ত্রীর কথায়, প্রতি মহকুমায় একটি করে মাটি পরীক্ষাকেন্দ্র তৈরী করে চন্দ্রমুখী আলুর বাড়ন্ত চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা হয়েছে। কর্মশালায় চাষিদের এনে উৎসাহ ও প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনে দেওয়া হবে ভর্তুকিও।

Source: Sangbad Pratidin

Bengal Govt coming up with Comprehensive Incentive Policy for investors

In order to ensure a structured approach to the giving of various incentives for setting up different types of industries in Bengal, the State Government is soon going to come up with a Comprehensive Incentive Policy.

A committee has been set up under the Chief Secretary to set up the Comprehensive Incentive Policy. It will comprise of the secretaries of all the departments linked to industry, like Micro, Small and Medium Enterprises (MSME), Information Technology, Food and Food Processing, Agriculture Marketing, Animal Resources Development, and others.

The policy would have clear indicators regarding every incentive and facility available to a person keen on investing in setting up units in any field

 

শিল্পে সুবিধা দিতে নয়া সুসংহত নীতি

রাজ্যে নতুন বিনিয়োগ করলে শিল্পের চরিত্র অনুযায়ী বিভিন্ন দপ্তরের নানা ধরনের আর্থিক সুবিধা দেওয়ার জন্য তৈরী হচ্ছে রাজ্যের নতুন ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’। ঠিক হয়েছে নতুন সংস্থাগুলিকে আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরী করা হবে, যা সব দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মুখ্যসচিবের নেতৃত্বে এই ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’ তৈরীর জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য-সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর, তথ্য প্রযুক্তি, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি বিপণন, প্রাণী সম্পদ প্রভৃতি দপ্তরের সচিবদের নিয়ে গড়া হয়েছে ওই কমিটি।

আগামী দুমাসের মধ্যে ওই কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে তাদের রিপোর্ট জমা দেবে। মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলেই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধার জন্য সুসংহত নীতি চূড়ান্ত রূপ পাবে।

এমন ভাবে বিষয়টি তৈরী করা হবে যাতে কোনও সংস্থা রাজ্যে বিনিয়োগের কথা ভাবলেই তারা এক নজরে জেনে নিতে পারে তাঁর জন্য রাজ্য সরকার কোন কোন ক্ষেত্রে কি কি বিনিয়োগ কি কি আর্থিক সুবিধা পেতে পারে।

Source: Anandabazar Patrika

Bengal Govt to name road in Bajemelia after the Singur martyr, Tapasi Malik

The State Government has decided to repair the main road at Bajemelia village in Singur and dedicate it to the village resident and Singur martyr, Tapasi Malik, by naming it after her.
It may be recalled that Tapasi Malik was one of the leaders against the then Left Front Government’s move to forcibly acquire land for a factory in Singur. She was a member of Save Singur Farmland Committee. She was raped and burnt to death by a CPI(M) leader, and her charred remains were discovered on December 18, 2006.

An estimated fund of Rs 5 lakh has been earmarked for this purpose. The process of preparing the detailed project report (DPR) for the repair of the road is already underway.
Tapasi Malik is always remembered by Chief Minister Mamata Banerjee as a martyr of the Singur Movement, and every December 18, the day her body was found, she tweets out her condolence.
After the Trinamool Congress Government took charge, it was at Mamata Banerjee’s initiative that two copper-coloured busts of Tapasi Malik and Rajkumar Bhul were constructed near the New Ujjwal Sangha Club in Bajemelia. The latter was killed in September 2006, when he jumped into a pond to escape the police.

 

শহীদ তাপসী মালিকের নামে রাস্তার নামকরণ হবে বাজেমেলিয়াতে

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামের মূল সড়কের সংস্কার করা হবে; সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের নামাঙ্কিত হবে এই রাস্তা।প্রসঙ্গত, এক বেসরকারি সংস্থার গাড়ি কারখানা গড়তে তৎকালীন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে বলপূর্বক কৃষি জমি অধিগ্রহণ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিঙ্গুরে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তার অন্যতম সৈনিক ছিলেন তাপসী মালিক। তিনি সিঙ্গুর কৃষিজমি বাঁচাও কমিটির সদস্যা ছিলেন। ২০০৬ সালের ১৮ই ডিসেম্বর তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়।এই রাস্তার সংস্কারের জন্য আনুমানিক ৫লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গে তাপসী মালিককে স্মরণ করেন। প্রতি ১৮ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী টুইটের মাধ্যমে তাপসী মালিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার গ্রহন করার পর, সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে নিউ উজ্জ্বল সংঘ ক্লাবের সন্নিকটে তাপসী মালিক ও রাজকুমার ভুল-এর প্রতিকৃতি স্থাপন করেন। রাজকুমার ভুল ২০০৬ সালের সেপ্টেম্বরে সিপিআইএম সরকারের মারমুখী পুলিশের থেকে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে মারা যান।

Bengal Govt to provide farming implements for free to marginal farmers

The State Government has decided to provide marginal farmers whatever agricultural implements they need for free. They would be distributed through cooperative societies.

Rs 60 crore has been allocated for the programme, which has been decided to be completed within the next three months. The money would reach the cooperative societies in the first week of February.

Rs 10 lakh would be given, in the first phase, to each of the almost 600 cooperative societies in Bengal. This amount is to be used to buy power tillers, crop cutters, hand tractors, mechanical winnowers and the other machinery to be distributed.

Another decision that has been taken to help farmers is to provide seeds for vegetables at highly subsidised rates through cooperative societies, for which Rs 116 crore has been allocated. Instructions have been sent to ensure the seeds are provided as soon as possible for the summer crops.

Since these seeds are certified by the government, they are of very good qualities. These seeds would also be produced by the cooperative societies.

প্রান্তিক চাষিদের বিনামূল্যে চাষের সরঞ্জাম দেবে রাজ্য

গ্রামের প্রান্তিক চাষিদের বিনামূল্যে চাষের যাবতীয় যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সমবায় সমিতির মাধ্যমে এই যন্ত্রপাতিগুলি দেওয়া হবে।

আগামী তিন মাসের মধ্যেই যাতে চাষিদের হাতে এই যন্ত্রপাতি পৌঁছে যায়, তার জন্য ইতিমধ্যেই ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই টাকা সময়বায় সমিতিগুলির হাতে পৌঁছে যাবে।

রাজ্যে প্রায় ৬০০ সমবায় সমিতি আছে।প্রতিটি সময়বায় সমিতিকে প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই টাকা দিয়ে পাওয়ার টিলার, ধান কাটার মেশিন, হ্যান্ড ট্রাক্টর, ধান ঝাড়ার মেশিন ইত্যাদি সমবায় সমিতিকে কিনতে হবে। তারপর তা প্রান্তিক চাষিদের মধ্যে বিলি করে দেওয়া হবে।

এছাড়াও চাষিদের সমবায় সমিতির মাধ্যমে ভর্তুকিতে বিভিন্ন সব্জির বীজও দেওয়া হবে। এর জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রীষ্মকালীন সব্জির জন্য দ্রুত এই বীজ যাতে চাষিরা পান, তার জন্য সমবায় সমিতিগুলিতে গত সপ্তাহেই নির্দেশিকা পাঠানো হয়েছে। চাষিদের নামমাত্র দামে সমবায় সমিতিগুলির মাধ্যমে সব্জির বীজ দেওয়া হবে। সমবায় সমিতিগুলি এই বীজ তৈরি করে। এগুলি সবই সার্টিফায়েড বীজ। ফলে এই বীজে ফসল ভালো হয়।

Bengal Govt boosting library infrastructure

The State Government is taking a slew of measures to encourage the young generation to visit the libraries in the state. There are around 2,480 libraries in Bengal under the jurisdiction of the Mass Education and Library Department.

It is being ensured that facilities like adequate number of staff, and amenities like drinking water and toilet facilities are available at every library.

The government is turning 80 libraries into model libraries. They will receive Rs 3 lakh each for complete overhaul of infrastructure.

Funds are also being provided to non-government sponsored libraries for boosting infrastructure. There are 1,036 such libraries in the state and in the current fiscal (2017-18), a total fund of Rs 1.76 crore has been allocated to these libraries. In the next financial year, that is, 2018-19, this allocation will be raised to nearly Rs 3 crore.

 

গ্রন্থাগার পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকারের

 

রাজ্য সরকার যুব সমাজকে গ্রন্থাগারমুখী করতে নানারকম উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের অধীনে এখন ২৪৮০টি গ্রন্থাগার আছে।
যথেষ্ট পরিমাণ গ্রন্থাগার কর্মী, পানীয় জল ও বাথরুমের সুবন্দোবস্ত নিশ্চিত করা হয়েছে রাজ্যের সমস্ত গ্রন্থাগারে।

৮০টি গ্রন্থাগারকে মডেল গ্রন্থাগার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই লাইব্রেরীগুলি ৩লক্ষ টাকা করে পাবে সমস্ত পরিকাঠামো তৈরী করতে।

বেসরকারি গ্রন্থাগারগুলিকেও টাকা দেওয়া হচ্ছে পরিকাঠামো তৈরীতে। এইরকম গ্রন্থাগার রাজ্যে আছে ১০৩৬টি; ২০১৭-১৮ অর্থবর্ষে মোট ১.৭৬ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এদের। আগামী অর্থবর্ষে এই অনুদানের রাশি বেড়ে হবে ৩কোটি টাকা।

Source: Millennium Post

Bengal Govt redeveloping Milan Mela to make it of international standards

The State Government has taken up a project for the redevelopment of the Milan Mela fairground at a cost of Rs 200 crore. Milan Mela is Bengal’s premier spot for holding all types of fairs.

The work would be done by the West Bengal Industrial Development Corporation, which is responsible for the upkeep of the space. It would take around 18 months for the work to complete.

According to the new design conceived, Milan Mela would have six auditoriums, of which two would be very large, being able to hold 2,000 to 2,500 people. There will be four conference halls, an open-air auditorium, two indoor exhibition halls, one open-space exhibition hall, an administrative building, a food park and cafeteria.

Currently the Milan Mela campus is spread over 25 acres. There is a further 5-acre space outside it. These two are going to be combined to redevelop Milan Mela.

After the highly successful hosting of the FIFA Under-17 World Cup, Kolkata is increasingly being seen as a capable and attractive venue for hosting national-level and international meetings and conferences, and major sporting tournaments. The redeveloped Milan Mela is going to be a major addition to that capability.

মিলনমেলার চেহারা বদলে ফেলা হবে ২০০ কোটিতে

সব ধরনের মেলার জন্য নির্ধারিত ই এম বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণের চেহারা বদলে ফেলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ জন্য খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
রাজ্য শিল্পোন্নয়ন নিগম ওই টাকা খরচ করে মেলাপ্রাঙ্গণের আমূল পরিবর্তন করতে চলেছে। এই কাজের জন্য সময় নেওয়া হয়েছে ১৮ মাস। তার জন্য হাতে কিছুটা সময় রেখে আগামী দু’বছর মিলনমেলা প্রাঙ্গণে কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, মেলা করার আদর্শ জায়গা হিসাবে মিলনমেলা প্রাঙ্গণেও থাকুক আধুনিকতার ছোঁয়া। সেখানে সবরকমের মেলা করার জন্য সমস্ত রকম আধুনিক পরিকাঠামো যেন থাকে। বর্তমানে সেখানে যে হ্যাঙ্গারগুলি রয়েছে, সেগুলিতে ৫০০-৭০০ মানুষ বসতে পারে। এর বেশি সংখ্যক মানুষ বসার জন্য অস্থায়ী অডিটোরিয়াম তৈরি করতে হয়। এবার স্থায়ী কাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেএলএল নামে বিশেষজ্ঞ সংস্থা মিলনমেলা প্রাঙ্গণের ডিজাইন করেছে।
নিগম সূত্রে জানা গিয়েছে, সেই ডিজাইন অনুযায়ী, ছ’টি অডিটোরিয়াম থাকবে। তার মধ্যে দু’টিতে দু’থেকে আড়াই হাজার মানুষ একসঙ্গে বসতে পারবেন। এছাড়াও থাকবে চারটি কনফারেন্স হল। থাকবে ওপেন স্পেস অডিটোডিয়াম। দু’টি এগজিবিশন হল। একটি ওপেন স্পেস এগজিবিশন তৈরি হবে। সেখানে নানা ধরনের প্রদর্শনীর সুযোগ থাকবে। হবে ফুডপার্ক ও কাফেটোরিয়া। এছাড়াও থাকবে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বর্তমানে একটি আছে। সেটিকে বদলে দেওয়া হবে।
যেভাবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার তৈরি হয়েছে, ঠিক সেই রকম বিশ্বমানের মেলাপ্রাঙ্গণ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এককথায় তা হবে দর্শনীয়।

Source: Bartaman

Ham Radio

Bengal Govt’s pilot project on fish farming in temporary water bodies in 5 districts

The State Government is starting a pilot project named Moyna Model on farming of fish in temporary water bodies, like water collected in farmlands during the rainy season, in five districts of Bengal.

It has been determined by experts that it is possible to produce commonly-consumed fish like rohu, catla amd mrigel, both of good quality and quantity, in such water bodies. The pilot is being carried out in the districts of North 24 Parganas, Nadia, Murshidabad, Cooch Behar and Dakshin Dinajpur.

Cultivation of fish in this manner has been successfully carried out at Moyna in Purba Medinipur, and hence the name of the project. There, rohu and catla weighing between 1 kg and 2 kg were cultivated within seven to eight months.

Unlike in permanent water bodies, it would be possible to scientifically care for the fish, provide them adequate food and keep a careful eye on all other aspects of their growth.

Another advantage of temporary water bodies is that food for the fishes would be naturally replenished, unlike the permanent bodies where food scarcity is often seen after a period of time.

The aim is to produce fish at the rate of 12 tonnes per hectare in the temporary water bodies, against 1 to 1.5 tonnes per hectare in the permanent ones.

A total of 75 hectares has been identified in the five districts. Since the water bodies identified are not of a permanent nature, they have been bounded by permanent barriers. The permanent barriers would also enable conservation of rainwater.

A single body of water should be at least 5 hectares. The cultivation would be carried out by local cooperative bodies or fishermen.

The cost has been determined at Rs 10 lakh per hectare, including the cost of hatchlings and fish food. The State Government would give discount to the tune of Rs 8.67 lakh. Hatchlings numbering 12,000, weighing 250 gram, would be released per hectare. The hatchlings would turn into adults weighing 2 kilogram on an average in about two years.

 

 

জলাজমিতে রুই, কাতলা, মৃগেল চাষে নামছে রাজ্য, পাইলট প্রোজেক্ট ৫ জেলায়

 

স্থায়ী জলাশয় নয়, চাষের জমি বা পতিত জমিতে জল জমে থাকলে সেখানেও রুই, কাতলা ও মৃগেলের চাষ করা সম্ভব, উচ্চ ফলনও সম্ভব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন পদ্ধতিতে মাছ চাষে নামছে রাজ্য মৎস্য দপ্তর। এই পাইলট প্রোজেক্টের নাম ‘ময়না মডেল’।
চাষের জমিতে জল জমা থাকাকালিন এই চাষ করে সফল হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েকজন মৎস্যজীবী। সাত আট মাসেই তারা এক-দু কেজি ওজনের রুই কাতলা উৎপাদন করেছেন।
এই পাইলট প্রোজেক্টে পাঁচটি জেলায় মত ৭৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই জলাজমিগুলি যেহেতু স্থায়ী জলাশয় নয়, তাই চারপাশের পাড় বাঁধানো হয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করাও সম্ভব এবং জল বাইরে বেরিয়েও যাবে না।
স্থায়ী জলাশয়গুলিতে গড়ে হেক্টরপ্রতি ১ থেকে দেড় টন মাছ উৎপাদন হয়, সেখানে এই প্রোজেক্টে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হেক্টর প্রতি ১২ টন।
এই পাইলট প্রোজেক্টে একসঙ্গে অন্তত পাঁচ হেক্টর জলাজমি থাকতে হবে, চাষ করবে স্থায়ী সমবায় বা মৎস্যজীবী। হেক্টর প্রতি খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁর মধ্যে মাছের চারা, খাবার সহ ৮লক্ষ ৬৭হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। প্রতি হেক্টরে ২৫০ গ্রাম ওজনের ১২০০০ মাছের চারা ছাড়া হবে। এক বছরের মধ্যে এগুলির ওজন এক থেকে দু কেজি হবে। স্থায়ী জলাশয়ে সঠিক পরিচর্যা অনেক সময় হয় না। কিন্তু, এই প্রোজেক্টে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা, মাছেদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ, সময়ে সময়ে নজরদারি সহ প্রতিটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থায়ী জলাশয়গুলিতে মাছের প্রাকৃতিক খাবার অনেক সময় কমে যায়, কিন্তু, এই প্রোজেক্টে মাছের বিপুল প্রাকৃতিক খাবার থাকবে।

Source: Sangbad Pratidin

Bengal Govt increases earnings due to adoption of IT

The Bengal Government has been successful in increasing its earnings due to the adoption of information technology (IT) across the board.

According to data available with the State Finance Department, the earnings from stamp duty and registration have risen by 17 per cent, from customs duty, by a massive 93 per cent, from transport tax, by 26 per cent and from electricity duty, by 39 per cent. And from entry tax, during the current financial year, till date, the earning has been more than Rs 1,500 crore, which is also a big increase.

The Finance Department, under the helm of Dr Amit Mitra, with due encouragement from Chief Minister Mamata Banerjee, has set an example for the rest of the country in financial management.

According to Dr Mitra, the following of sound economic policies has enabled the State Government to steadily repay its massive debt, a legacy of the erstwhile Left Front Government.

Unlike for the Centre and many other State Governments, the adoption of the Goods and Services Tax (GST) has not led to any major shortfall in the collection of taxes by the Bengal Government. The major reason for this is again the IT-friendly tax collection structure.

Another big amount of money is due to the State Government, which would further boost the revenue – payment by the Centre to cover the losses borne by the states due to the adoption of Inter-State GST (IGST) and GST.

This highly successful integration of IT with the financial structure of the State Government has been acknowledged and appreciated by the Central Government through various awards in categories like e-taxation, e-tendering, e-governance, etc.

Comparing a few relevant numbers, the capital expenditure of Bengal has increased from Rs 2,225 crroe in 2010-11 to Rs 11,336 in 2016-17, and the plan expenditure has increased from Rs 14,615 crore to Rs 49,090 crore, during the same respective periods.

 

তথ্যপ্রযুক্তি ব্যবহারে আয় বাড়ল রাজস্বে

রাজস্বে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিপ্লব ঘটিয়ে উল্লেখযোগ্যভাবে আয় বাড়িয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তথ্য বলছে, গত অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বরের তুলনায় চলতি আর্থিক বছরে একই সময়ে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি–তে ১৭ শতাংশ, আবগারি শুল্কে ৯৩, পরিবহণ কর ২৬ শতাংশ এবং বিদ্যুৎ শুল্কে ৩৯ শতাংশ আয় বেড়েছে।

অন্যদিকে, প্রবেশ কর হিসেবে চলতি অর্থবছরে এখনও পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি। রাজস্বে খাতে এই বিপুল পরিমাণ আয় বৃদ্ধি হওয়ার ফলে রাজ্য এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের নির্ধারিত ঋণ গ্রহণের সীমা ছাড়ায়নি। চলতি অর্থবর্ষে নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার ঋণ নিয়েছে ১৮ হাজার কোটি টাকা। যেখানে ঋণ নেওয়ার ক্ষমতা ২৯ হাজার কোটি টাকা। তথ্য বলছে, চলতি অর্থবর্ষের বাকি সময়ে রাজ্যের ঋণ নেওয়ার সুযোগ রয়েছে ১১ হাজার কোটি টাকা। নির্দিষ্ট নিয়ম মেনে চলার ফলে আর্থিক শৃঙ্খলার নজির তৈরি করতে পেরেছে রাজ্য।

এই শৃঙ্খলা তৈরি হওয়ায় রাজ্য সরকার ঋণের ওপর নিয়ন্ত্রণ তো রাখতে পেরেছেই, পাশপাশি আগের ঋণ শোধ করতে পারার ক্ষমতা তৈরি করেছে। অন্যদিকে, রাজ্য সরকার চলতি অর্থবর্ষে একবার ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স নিয়েছে। একবারও ওভারড্রাফট নেয়নি। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার যে ঋণ নিয়েছে তার ৩০ শতাংশ খরচ করেছে রাজ্যের উন্নয়নে।’

সুষম ঋণনীতির ফলে উচ্চ সুদের হারে নেওয়া আগের ঋণ শোধ করে দিতে পেরেছে। জিএসটি আদায়ের ক্ষেত্রে যখন কেন্দ্র, বিভিন্ন রাজ্য সরকারের আয় উল্লেখযোগ্যভাবে কমছে তখন এ রাজ্যে তার প্রভাব বেশ কম। এর কারণ তথ্যপ্রযুক্তিবান্ধব কর পরিষেবা। রাজ্যের আয় বাড়ার আরও একটি পথ এখনও খোলা। সেটি হল আইজিএসটি এবং জিএসটি বাবদ কেন্দ্রের থেকে ক্ষতিপূরণের একটি বড় অঙ্কের অর্থ পাওনা রয়েছে। বড় ব্যবসায়ীরা চটজলদি নতুন কর ব্যবস্থায় (জিএসটি) নিজেদের খাপ খাইয়ে নিয়ে নাম নথিভুক্ত করাতে পেরেছেন। ছোট ব্যবসায়ীরা তা করতে গিয়ে ধাক্কা খাচ্ছেন। এই বিষয়টি অনেক আগেই বুঝতে পেরেছিল রাজ্য। আরও সময় নিয়ে জিএসটি চালুর পক্ষে সওয়াল করেছিল।

এদিকে, রাজ্য সরকার আর্থিক অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছে। বিভিন্ন দপ্তরে পড়ে থাকা টাকা ফিরে এসেছে অর্থ দপ্তরে। তার পরিমাণ ২ হাজার কোটি ছাড়িয়েছে। আরও ২–৩ হাজার কোটি টাকা ফেরত আসার সম্ভাবনা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যের ভাল কাজের স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। অনেকগুলি ক্ষেত্রে পুরস্কৃতও করেছে। এর মধ্যে রয়েছে ই–ট্যাক্সেশন, ই–টেন্ডারিং, সুসংহত আর্থিক ব্যবস্থাপনা–সহ আরও কয়েকটি ক্ষেত্র। ২০১০–১১ সালে রাজ্য সরকারের মূলধনী ব্যয় ছিল ২ হাজার ২২৫ কোটি টাকা। ২০১৬–১৭ সালে তা বেড়ে হয়েছে ১১ হাজার ৩৩৬ কোটি। অন্যদিকে, ২০১০–১১ সালে পরিকল্পনা খাতে ব্যয় ছিল ১৪ হাজার ৬১৫ কোটি টাকা। বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯০ কোটি টাকা।

Source: Aajkaal

Bengal Govt earns praises for its efforts against child prostitution

The Bengal Government’s measure to stop child prostitution has drawn effusive praise from the international NGO, International Justice Mission (IJM). The regional head of ICJ conveyed this at a function recently.

A survey report has been published recently, co0authored by the West Bengal Commission for the Protection of Child Rights and ICJ. The report covered the districts of North and South 24 Parganas Howrah and Purba Medinipur, and Kolkata.

The report has established that due to the efforts of the police and different wings of the State Government, child prostitution has been significantly reduced, and has painted a very hopeful picture for the future.

 

যৌন ব্যবসায় শিশুদের নামানো রুখতে রাজ্যের চেষ্টার প্রশংসা আন্তর্জাতিক সংস্থার

শিশুদের যৌন ব্যবসায় টেনে আনার মতো অপরাধ আটকাতে রাজ্য সরকার যে ব্যবস্থা নিচ্ছে তাঁর ভূয়সী প্রশংসা করল আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশানাল জাস্টিস মিশন। এক অনুষ্ঠানে রাজ্য সরকারকে এই প্রয়াসের জন্যধন্যবাদ জানালেন ওই সংস্থার আঞ্চলিক অধিকর্তা সঞ্জয় ম্যাকওয়ান।

যৌন ব্যবসায় কীভাবে শিশুদের লাগানো হচ্ছে, তাঁর ওপর ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং আইজেএমের করা একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়।

এই সমীক্ষায় বেছে নেওয়া হয়েছিল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরকে। দেখা গেছে পুলিশ এবং সরকারের অন্যান্য দপ্তরের সক্রিয়তার জন্য ‘পাবলিক এস্টাব্লিস্মেন্ট’ বা সর্বসাধারন যেসব জায়গায় যাতায়াত করে, সেসব অঞ্চলে এই ধরনের অপরাধ খুব কম হচ্ছে।

Source: Aajkal