State Govt to inaugurate Khelashree Scheme through distribution of footballs

The Youth Affairs and Sports Department of the Bengal Government has instituted the Khelashree Scheme to encourage sporting activities. This is yet another developmental initiative by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

As per the scheme, schools, colleges and clubs of the state would be given five footballs each. Madhyamik and Higher Secondary schools, High Madrasahs, colleges, universities, all clubs from the first to the fifth divisions of the Kolkata League as well as all clubs and sports institutions which have been getting annual financial aids from the State Government would get these footballs.

The footballs would be distributed during a programme to be organised on October 9 and 10. To drive awareness about this scheme and the programme, On October 7, colourful processions would be taken out in all the districts.

খেলাশ্রী প্রকল্পে ফুটবল বিতরণ করবে রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চালু হয়েছে ‘খেলাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে আরও এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যের সব স্কুল ও ক্লাবগুলিকে ৫ টি করে ফুটবল প্রদান করা হবে। যেমন – মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, হাই মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলকাতা লিগের ১ম ডিভিশন থেকে ৫ম ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাব এবং ২০১১ সাল থেকে অনুদানপ্রাপ্ত সব ক্লাব ও সংগঠন।

আগামী ৯ ও ১০ অক্টোবর একটি অনুষ্ঠানে এই ফুটবল বিতরণ করা হবে। এই উপলক্ষে ৭ অক্টোবর প্রতিটি জেলায় কেন্দ্রীয় ভাবে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হবে। ২০১১ সাল থেকে খেলাধুলার উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ক্লাব ও সংগঠনগুলিকে অনুদান দেয়।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt’s Bharsa Scheme to create a pool of professional care-givers for the aged

The Bengal Government is starting another social scheme – Bharsa – to create a pool of professional care-givers for senior citizens of the State. The scheme would be implemented through the State Women and Child Welfare Department.

As part of the scheme, youths would be given training as care-givers for the aged. The four-month training programmes would start from coming July.

The fundamental idea behind the scheme is the fact that young men and women as friends-cum-care-givers are much more appealing to the aged. The training would focus on the care and health management as well as on the aspect of developing empathy for senior citizens.

In the initial batch, 50 people would be provided the training to become professional care-giving. Importantly, keeping in view the security of senior citizens, all those to be provided training would have to undergo a thorough police verification.

 

বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘ভরসা’

বয়স্ক বাবা-মায়েদের পরিচর্যায় নতুন মানবিক প্রকল্প আনতে চলেছে মা মাটি মানুষের সরকার । নতুন প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘ভরসা’।

এই প্রকল্পের অভিনবত্ব হল বয়স্কদের যত্ন নেওয়ার জন্য যুবক-যুবতীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে আগামী জুলাইয়ের শুরু থেকেই।

এই প্রশিক্ষণের পেছনে মৌলিক ধারণা হল, বয়স্কদের কাছে যুবকদের বন্ধু হিসেবে গড়ে তোলা। বয়স্কদের বিশেষ চিকিৎসাগত পরিষেবা, যত্ন এবং সহানুভূতি সম্পর্কেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যুবকদের।

নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর, আপাতত চার মাসের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ৫০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে দুটি ব্যাচে। যারা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের পরে অংশ গ্রহণ করতে পারবেন।

 

Bringing back peace in Jangalmahal is the biggest success story of the Maa Mati Manush Govt

Bringing back peace in Jangalmahal is the biggest success story of the Maa Mati Manush Government. Left Wing Extremism (LWE) in Jangalmahal is a thing of the past. The Bengal Government, under the able leadership of Chief Minister Mamata Banerjee, has been able to spread the light of development in the the vast area, once infamous for being a hub of extremist activities.

The Bengal Chief Minister, who has visited the area comprising the districts of Bankura, Purulia and Jhargam districts more than hundred times since 2011, has given the area a new ray of hope.

From providing rice at Rs 2/kg to the tribal people and the poor to setting up new schools, colleges, super-speciality hospitals and stadiums, the Bengal Government under Mamata Banerjee has taken all the necessary steps to enable the people of Jangalmahal to lead a peaceful and violence-free life, and hence provided the relief from which they were deprived.

The tribal people have received benefits like forest patta, kendu industry workers have received benefits, students have received bicycles under Sabuj Sathi and scholarships under Kanyashree. The youth of the area now take part in the annual Jangalmahal Cup, initiated by Mamata Banerjee.

Numerous water supply projects and rural road projects have given a boost to the villages in the interiors of Jangalmahal. Tourism has been given a special impetus. As a result of so many measures taken, the locals are thriving.

In fact, after years of hardship, Jangalmahal is smiling again. The Bengal Chief Minister has rightly claimed that bringing back peace in the Jangalmahal region is the biggest success story of the Maa Mati Manush Government.

 

 

জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনাই মা মাটি মানুষের সরকারের সব থেকে বড় সাফল্য

মা মাটি মানুষ সরকারের সাফল্যের মুকুটে সবচেয়ে বড় পালকটি হল জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনা। নক্সাল হিংসার ফলে জঙ্গলমহল জুড়ে ছিল অশান্তির বাতাবরণ। অশান্ত জঙ্গলমহল আজ হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ জঙ্গলমহল আজ উন্নয়নে সামিল হয়েছে।

২০১১ তে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় শতাধিক বার গেছেন ও জঙ্গলমহলবাসীদের দিয়েছেন উন্নয়নের দিশা। ২টাকা কিলো দরে চাল প্রদান, নতুন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে স্টেডিয়াম – শান্তির পরিবেশ তৈরী করতে সরকার নিয়েছেন সব পদক্ষেপ। এতদিন যে মানুষরা বঞ্চিত ছিল তারা পেয়েছেন উন্নয়নের আস্বাদ।

আদিবাসীরা পেয়েছেন জঙ্গলের পাট্টা, কেন্দু শিল্পের সঙ্গে জড়িতেরা পেয়েছেন সুবিধা, সবুজ সাথী প্রকল্পে পড়ুয়ারা পেয়েছে সাইকেল, কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা পেয়েছে স্কলারশিপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বার্ষিক জঙ্গলমহল কাপে অংশ নেয় স্থানীয় যুবরা।

 

Khadya Sathi going full steam ahead – adds 16 lakh more beneficiaries

The Bengal Government has decided to bring 16 lakh more beneficiaries under the Khadya Sathi Scheme, under which rice is made available rice at Rs 2 per kg per month.

Under the scheme, run by the Food and Supplies Department, these 16 lakh people would get 5 kg of rice each every month. So, for example, if a family has five members, it would get 25 kg of rice per month.

The 16 lakh new beneficiaries are from within the BPL category.

The State Government will now be spending Rs 4,500 crore for the entire scheme now.

Chief Minister Mamata Banerjee had initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the State’s population. It had initially aimed to ensure that 70 lakh people in the State get food and cereals at half the market price while over seven crore people get 5 kg of food grain every month at Rs 2 per kg.

Now, the State is trying to extend the benefits of this scheme to more and more people.

 

খাদ্য সাথী প্রকল্পে উপকৃত হবেন আরও ১৬ লক্ষ মানুষ

রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পে আরও ১৬ লক্ষ মানুষ পেতে চলেছেন ২ টাকা কিলো দরে চাল।

খাদ্য সরবরাহ দপ্তর পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রতি পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ৫ কিলো করে চাল দেওয়ার। তারা অর্থ দপ্তরে নথিপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে খাদ্য সাথী প্রকল্পে এই নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত।

অর্থ দপ্তরও তাদের সম্মতি জানিয়েছে এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হবে ৪,৫০০ কোটি টাকা। এই প্রকল্প শুরুর আগেই খাদ্য সরবরাহ দপ্তর সব জেলার জেলা শাসকদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল।

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য ও সরবরাহ দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহ করার।খাদ্য সাথী প্রকল্প পেয়েছে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে জনবন্টন পদ্ধতি পেয়েছে এক নতুন মাত্রা। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। এবার রাজ্য পদক্ষেপ নিয়েছে আরও ১৬ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার।

খাদ্য সরবরাহ দপ্তরের এক উচ্চ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এই নতুন প্রকল্প এ বছরের মে মাস থেকেই শুরু হওয়ার কথা। ১৬ লক্ষ রেশন কার্ড প্রাপকরা এই প্রকল্পে উপকৃত হবেন। এই মুহূর্তে দপ্তরের কাছে নতুন প্রকল্পের জন্য পর্যাপ্ত চাল মজুদ আছে।

 

 

 

 

New police commissionerate to be set up in Hooghly district

The Bengal Government is planning to set up a police commissionerate in Hooghly district. It is expected that the new police commissionerate will be named Chandannagar Police Commissionerate.  This will be the sixth police commissionerate in Bengal after the change-of-guard in the state after Howrah, Bidhannagar, Barrackpore, Asansol-Durgapur and Siliguri police commissionerates.

As many as nine police stations including Bhadreswar, Rishra, Serampore, Chinsura, Dankuni and two women police stations will be under the police commissionerate. The remaining 17, including a woman police station, will remain under the jurisdiction of the state police that will be headed by the Superintendent of Police.

The proposal was mooted to ensure better policing in the area and the bifurcation has been done in such a manner that all the police stations under the jurisdiction of the proposed police commissionerate are along the river Hooghly.

According to plans, the headquarters of the police commissionerate will be Chinsura while the headquarters of the Hooghly rural part will be Singur. After Trinamool Congress took charge of the Government, Chief Minister Mamata Banerjee had taken steps to set up separate police commissionerates in urban parts of the districts.  At the same time, the area that was under the jurisdiction of Kolkata Police was also doubled.

 

হুগলী জেলায় একটি নতুন পুলিশ কমিশনারেট গঠন করছে রাজ্য সরকার  

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য আরও একটি নতুন কমিশনারেট গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হুগলী জেলা থেকে আলাদা করে তৈরী হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট, এটি ষষ্ঠ পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই ৫টি পুলিশ কমিশনারেট রয়েছে রাজ্যে। এগুলি হল – হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি কমিশনারেট।

এই নতুন পুলিশ কমিশনারেটের অধীনে রয়েছে চুঁচুড়া, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিষড়া সহ ৭ টি থানা ও ২ টি মহিলা থানা। পাশাপাশি হুগলী জেলা গ্রামীণে থাকবে অবশিষ্ট ১৭ টি থানা যার মধ্যে ১টি মহিলা থানা।

হুগলী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

পরিকল্পনা অনুযায়ী, এই নতুন কমিশনারেটের হেড কোয়ার্টার হবে চুঁচুড়ায়। হুগলী জেলা পুলিশের সদর দপ্তর তৈরী হবে সিঙ্গুরে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আলাদা আলাদা পুলিশ কমিশনারেট তৈরীর উদ্যোগ নিয়েছেন। এর পাশাপাশি, কলকাতা পুলিশ আওতাধীন এলাকাও দ্বিগুণ করা হয়েছে।

 

 

Bengal Govt to introduce royal Bengal tigers in Buxa and Jaldapara

Buxa and Jaldapara in North Bengal are gearing up to welcome the big cat. In the initial phase, six royal Bengal tigers would be released – three each in Buxa Tiger Reserve and Jaldapara National Park. Later, sic more would be released.

The programme for releasing the felines was recently finalised at a meeting of the Bengal Government, represented by the Forest Minister, with the local people at the Rajabhatkhawa Nature Interpretation Centre in Buxa Tiger Reserve. The Minister said that the locals had no issues with the introduction of tigers. The meeting was also attended by representatives of the National Tiger Conservation Authority.

Since a large population of people resides in the area of Buxa, it was necessary to consult them. The State Government, though, will remove the people from the area only after making adequate provisions for their rehabilitation.

The tigers would be brought in from Assam. Helicopters would be used to transport them so that they remain in good physical shape. Of the six to be released in the first phase, four would be females and two would be males.

 

বক্সা ও জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে আসছে নতুন অতিথি

উত্তরবঙ্গের বক্সা ও জলদাপাড়ায় রিজার্ভ ফরেস্টে আনা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বক্সা টাইগার রিজার্ভ ও জলদাপাড়া অভয়ারন্যে মোট ১২টি বাঘ ছাড়া হবে ।প্রথম পর্যায়ে ছয়টি বাঘ ছাড়া হবে – তার মধ্যে তিনটি বক্সাতে আর তিনটি জলদাপাড়াতে। পরবর্তী পর্যায়ে আনা হবে আরো ছয়টি বাঘ। প্রথম ছয়টি বাঘের মধ্যে চারটি মহিলা ও দুটি পুরুষ বাঘ।

সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজাভাতখাওয়ার ইন্টারপিটিশান সেন্টারে বাঘ ছাড়া নিয়ে গ্রামবাসীদের সাথে বৈঠক করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন । বৈঠক শেষে মন্ত্রী জানান, এলাকাবাসী এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। বাঘ আনার ব্যাপারের সব রকমের ছাড়পত্র এসে গেছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্যও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

বাঘ গুলোকে হোলিকপ্টারে করে নিয়ে আসা হবে আসাম থেকে। এভাবে আনলে আনলে বাঘের কোন শারীরিক সমস্যা হবে না।

 

 

Bengal Govt set to open single window service for agricultural marketing  

 

The Bengal Government is bringing in a single window service in agricultural marketing by providing a common license for the wholesale buyers to buy any farm produce. Thus, the farmers with their excess produce will not have to run door to door to sell their crops.

In order to do so The West Bengal Agricultural Produce Marketing (Regulation) Bill with amendments will tabled at the State Assembly.

After the Act is passed, wholesale buyers, after paying a fixed fee,  can buy whatever agricultural products they wishes to sell, from all over Bengal. Earlier, there were separate licenses for each agricultural products.

The new law will also be helpful for Bengal farmers who wish to export their products in other states or countries. Now, even if there are excess yield in farming, the excess may now be sold in a much easier manner, the number of wholesale buyers being increased.

 

 

রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার

বিভিন্ন কৃষিজ পণ্যের বাড়তি উ९পাদনেও বিক্রির জন্য আর সমস্যায় পড়তে হবে না বাংলার কৃষকদের। রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার। এক জানলা নীতি এবার কৃষিতেও।

বিধানসভায় পেশ হবে ‘দি ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন)’ সংশোধনী বিল।

এই বিল পাশ হলে রাজ্যের সব বাজারে একটিমাত্র লাইসেন্স থাকলেই কোনও ব্যবসায়ী রাজ্যের কৃষকদের উ९পাদিত সামগ্রী কিনতে পারবেন। কেবল একটিমাত্র জায়গায় নির্দিষ্ট ফি দিলেই বাংলার যেকোনো জায়গায় তারা জিনিস বিক্রি করতে পারবেন। এর আগে প্রত্যেকটি কৃষিজ পণ্যের জন্য আলাদা লাইসেন্স দরকার হত।

অনলাইনে জিনিস বিক্রির সুযোগ পাবেন কৃষকরা। রাজ্যের বিভিন্ন জেলার কেন্দ্রীয় বাজারে অনলাইন বিপণনের সুবিধা দেবে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যেও দ্রব্য রপ্তানি করতে পারবেন কৃষকরা। অর্থা९ বাংলার কৃষকরা অনেক বড় বাজারে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন।