Forest Dept count paints a bright picture of the state of tigers in Bengal

The Forest Department of the Bengal Government has painted a bright picture of the state of tigers: camera traps have photographed 84 adult tigers over the past several months across the 2,800 square kilometre (sq km) of the mangrove forests of the Sunderbans.
According to a senior official of the department, the camera trap technique is more reliable than the traditional methods of counting like scanning pug marks or looking for scats.

This number is eight more than that pegged by the 2014 Central Government-mandated study jointly conducted by National Tiger Conservation Authority (NTCA) and Wildlife Institute of India (WII).

The number is encouraging. If sub-adults and cubs are included, according to tiger experts, the number could be as high as 103. At least 50 of the tigers caught on the camera traps are likely to be males.

The all-weather camera traps with night vision, of which there are 120 pairs, had been set up across the Sunderbans. Several hundred photographs taken by the cameras were studied and the tigers identified by their stripes to arrive at the current number.

 

রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে, বলছে বন দপ্তরের সমীক্ষা

রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে। এমনটাই বলছে বনদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায়। ২৮০০ বর্গ কিঃ মিঃ বিস্তৃত সুন্দরবনের ম্যানগ্রোভ অরন্যে ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তির মাধ্যমে গত কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে ধরা পড়েছে ৮৪টি বাঘ। কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে সুন্দরবনে যে গণনা চালিয়েছিল, তার থেকে বাঘের সংখ্যা বেড়েছে আটটি।

এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, চিরাচরিত মল পরীক্ষা বা পায়ের ছাপের মাধ্যমে সমীক্ষার তুলনায় এই ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি অনেকটাই আধুনিক ও বিজ্ঞানসম্মত।

এই সংখ্যা খুবই আশাপ্রদ। অপ্রাপ্তবয়স্ক এবং শিশুবাঘকেও গণনায় ধরা হলে মোট বাঘের সংখ্যা ১০৩ ছাড়িয়ে যাবে। ক্যামেরায় যতগুলো বাঘ ধরা পড়েছে তাদের মধ্যে অন্তত ৫০টি বাঘই পুরুষ।

সুন্দরবন জুড়ে ১২০ জোড়া নাইট-ভিশন, অল অয়েদার ক্যামেরা সেট করা হয়েছিল। ক্যামেরাগুলিতে যে কয়েক হাজার ছবি ধরা পড়েছে সেখানে বাঘের গায়ের ছোপ দেখেই এই সংখ্যা পাওয়া গেছে।

Source: The Telegraph

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Bengal Govt to use tech to standardise quality control of aromatic rice & pulses

To make determination of the quality of aromatic rice and pulse varieties the Bengal Government buys from farmers to be sold at the fair-price Bangla outlets across the state standardised and hence, foolproof, the Agricultural Marketing Department has decided to take the help of technology.

E-nose technology would be introduced at the government’s state-of-the-art quality control laboratory in Singur to ensure the quality of aromatic rice varieties. As an official of the department explained, different varieties of aromatic rice have different aromas – for example, Kalo Nunia has a mild smell while Gobindobhog is known for its strong smell. What was done till now by humans would, to ensure uniformity, soon be taken over by technology.

Another technology named Pulse View will be introduced at the Singur laboratory for assessing the quality of pulse. According to the Agriculture Department official, vegetables, rice and pulses will all be tested in the laboratory before being sent to the Sufal Bangla outlets in the city.

The aim is to ensure that only the best products are sold at these State Government outlets. In this connection, it needs to be mentioned that recently the number of Sufal Bangla outlets were increased – 22 mobile stalls were set up, adding to the existing 16 permanent and 29 mobile stalls.

The State Agriculture Department is encouraging farmers to cultivate forgotten varieties of aromatic rice like Radha Tilak, Kala Bhat, Dudheshwar, Hamai, Jhumpuri, Khara and Balam, to name a few, with technical support from the government’s agricultural training centre in Phulia in Nadia district, and is chalking out plans to create a market for them.

Natural methods are being encouraged to be used to grow these varieties as the use of chemicals to enhance production will, in the long run, badly affect the environment, including the quality of the soil.

 

সুগন্ধি চাল ও ডালের গুনমান বজায় রাখতে প্রযুক্তির ব্যবহার করবে রাজ্য সরকার

 

সুফল বাংলা স্টলগুলিতে যে সুগন্ধি চাল ও ডাল পাওয়া যায় তা রাজ্য সরকার সরাসরি চাষিদের থেকে কেনে। এবার সেই সুগন্ধি চাল ও ডালের গুনমান যাতে দীর্ঘদিন বজায় থাকে, তার জন্য আরও সচেষ্ট হল রাজ্য সরকার। এর জন্য প্রযুক্তির সাহায্য নেবে রাজ্য সরকার।

সুগন্ধি চালের গুনমানের জন্য অত্যাধুনিক ‘ই-নোস’ প্রযুক্তি ব্যবহার করা হবে সিঙ্গুরের কোয়ালিটি কন্ট্রোল গবেষণাগারে। দপ্তরের এক আধিকারিক জানান, বিভিন্ন সুগন্ধি চালে বিভিন্ন ধরনের গন্ধ থাকে। যেমন, কালো নুনিয়ার গন্ধ হালকা, গোবিন্দভোগের গন্ধ প্রবল।
চালের গুনমানের জন্য সিঙ্গুরের গবেষণাগারে ‘পালস ভিউ’ প্রযুক্তিও ব্যবহৃত হবে। এবার থেকে এই পরীক্ষার পরই সুফল বাংলার স্টলগুলিতে চাল, ডাল বা অন্যান্য আনাজ আসবে, যাতে সেরা মানের চাল, ডাল ও আনাজ পান ক্রেতারা।

উল্লেখ্য, বিভিন্ন বিরল প্রজাতির চালের চাষ বাড়াতে নানারকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নদীয়া জেলার ফুলিয়ায় সরকারের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সবরকম প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জৈবিক পদ্ধতিতে এই সব চালের উৎপাদন করতে বলা হচ্ছে তাদের।
Source: Millennium Post

Modern sports medicine department to be set up at SSKM

The Health Ministry of Bengal Government is going to set up a state-of-the-art sports medicine department. It will be the first such centre in the state, either in the public or the private sector.

This will be crucial for the treatment and rehabilitation of sportspersons in the state. At a time when the city is attracting a lot of attention as a host for important national and international sporting events, after the successful hosting of the FIFA Under-17 World Cup last October, this is of crucial importance.

This type of specialty centre will have experts in physical medicine, orthopaedics, neurology, etc. to assess the physiological system of an athlete.

 

এসএসকেএমে শুরু হবে মডার্ন স্পোর্টস মেডিসিন বিভাগ

রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন বিভাগ চালু করতে চলেছে। রাজ্যে এই প্রথম এরকম একটি বিভাগ তৈরী হবে।

এই কেন্দ্রগুলি খেলোয়াড়দের চিকিৎসা ও পুনর্বাসনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অক্টোবর মাসে ফিফার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ রাজ্যে অনুষ্ঠিত হওয়ার পর, রাজ্যে এই কেন্দ্র খোলা খুবই উল্লেখযোগ্য।

এই ধরনের কেন্দ্রগুলিতে ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক ও নিউরোলজির বিশেষজ্ঞেরা থাকবেন। এর ফলে খেলোয়াড়দের শারীরিক অবস্থার খুঁটিনাটি সহজেই নির্ণয় করা যাবে।

Source: The Statesman

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Subhanna – the new administrative building in Salt Lake

Chief Minister Mamata Banerjee will inaugurate Bengal Government’s new secretariat at Salt Lake today. It has been named ‘Subhanna’ by the Chief Minister herself, in the style of Nabanna, the name of the existing secretariat on the banks of the Ganga.

This new secretariat building would house offices of various State Government departments which are at present spread out across Kolkata. Some of the departments include ‘Pay and Accounts’ department of the Finance Ministry, Panchayat, Consumer Affairs, Social Welfare and Child Development among others.

A few offices have already been shifted, including those of the Panchayat and Rural Development Department. More will shift in the coming weeks.

The 14-storey building is beautifully designed, in an eye-catching mélange of tradition and modernity. While the glass-and-steel façade gives it a modern corporate look, beautiful traditional flowery patterns in the form of panels stretch around the building. Blue and white glass panels have been used for the façade. Placed atop the entrance is the name of the building in Bengali, in the form of blocks, in dual shades of blue.

The first four floors are meant to be used as parking space. The top floor has two auditoriums, each with a seating capacity of 400. A cafeteria is also located there. The building has two gates, one for vehicles and the other for people. The entrance from the direction of Bikash Bhavan has a beautiful gate adorned with the logo of Biswa Bangla.

 

Source: Bartaman

 

 

সল্টলেকে নয়া সরকারি ভবন ‘শুভান্ন’

মহাকরণকে হেরিটেজ রূপ দিয়ে সংরক্ষিত করতে চায় রাজ্য সরকার। সেই কারণে তার সংস্কারের কাজ চলছে। সেখানের অফিসগুলিকে জায়গা করে দিতে সল্টলেকের অফিসপাড়ায় একেবারে কর্পোরেট ধাঁচে তৈরি হল রাজ্য সরকারি অফিস ভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের অনুকরণে এর নাম রাখলেন ‘শুভান্ন’।

অত্যন্ত দৃষ্টিনন্দন ওই ১৪ তলা বাড়ির বিশেষ বৈশিষ্ট্য হল, একতলা থেকে চারতলা পর্যন্ত গাড়ি রাখার ব্যবস্থা থাকছে। বাকি অংশে থাকছে সরকারের বিভিন্ন দপ্তরের অফিস। ইতিমধ্যে অর্থদপ্তরের পে এন্ড একাউন্টস বিভাগ, পঞ্চায়েত, কনসিউমার অ্যাফেয়ার্স, সোশ্যাল ওয়েলফেয়ার ও চাইল্ড ডেভেলপমেন্ট ইত্যাদি দপ্তর সেখানে আসবে বলে চূড়ান্ত হয়ে গিয়েছে।

অত্যাধুনিক ঝাঁ চকচকে নবনির্মিত বাড়ির নীচের চারতলায় যেমন কয়েকশো গাড়ি থাকতে পারবে, তেমনি সবচেয়ে উপরের তলায় ৪০০ জনের বসার ব্যবস্থাসহ দু’টি অডিটোরিয়াম থাকছে। অর্থাৎ ৮০০ জনের বসার ব্যবস্থা হবে। তাছাড়াও থাকছে ক্যাফেটেরিয়া।

ওই বহুতল ভবনে দুটি গেট থাকছে। একটি দিক দিয়ে গাড়ি ওঠানামা করবে। আর একটি দিক দিয়ে সরকারি কর্মচারী ও অফিসাররা যাতায়াত করবেন। বিকাশ ভবনের দিক দিয়ে বাড়িতে ঢোকার মুখে বিশ্ববাংলার লোগো লাগিয়ে সুন্দর গেট তৈরি করা হয়েছে। নীল সাদা রংয়ের সঙ্গে অন্য রংয়ের মিশ্রন ঘটিয়ে সুন্দর গ্লাস দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। পুজোর আগে মুখ্যমন্ত্রী ভবনটির উদ্বোধন করবেন।

 

Source: Bartaman and Sangbad Pratidin

Image source: kolkata24x7.com

Bengal Govt committed to the welfare of HIV+ people

Among the schemes started by Chief Minister Mamata Banerjee for the people of Bengal are several welfare schemes and programmes for AIDS and HIV patients as well.

The Bengal Government provides subsidised rice at Rs 2 per kg to poor HIV patients in the state, including sex workers.

The Food Department carried out surveys last year on the basis of which it is distributing the foodgrains. Since there is stigma attached to such people, the department has ensured that the details about these people are available only to its officials. Neither the ration shop owner of the locality nor the local food inspector and officials are privy to the details.

All schools run under the West Bengal Board of Secondary Education (WBBSE) have been instructed to include students living with or diagnosed with HIV as ‘child belonging to disadvantaged group’.

The student will get similar nature of facilities that SC/ ST or minority students get, including government grants, reservation, scholarships and hostel facility.

Sex workers are a vulnerable group who are at risk of contracting HIV. The Bengal Government has launched a scheme ‘Muktir Alo’ for the rehabilitation of women who have been trafficked for prostitution.

This scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, was inaugurated by her in September 2015. It has been successful in providing succor to such women in its own small way. One such beneficiary, after receiving training, has opened a cafeteria named Mukti near the entrance of Alipore Zoo.

Similar cafeterias by beneficiaries have also been opened at other places in Kolkata – at Munshiganj in Khidderpore and at the court premises in Alipore. Another is slated to open at Bikash Bhavan in Salt Lake.

Clearly, the Bengal Government is committed to the well-being of all, and does not discriminate among beneficiaries while distributing services to people.

 

এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ বাংলার সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যবাসীদের জন্য বহু প্রকল্প চালু হয়েছে গত ছয় বছরে। এই প্রকল্পগুলির সুবিধা যেমন পাচ্ছেন সাধারণ মানুষ, রাজ্যের এইডস আক্রান্তরাও পান এদের সুফল।

রাজ্যে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হচ্ছে এইডস আক্রান্তদের এবং যৌনকর্মীদের। গত বছর খাদ্য দপ্তর সমীক্ষা করে যার ভিত্তিতে তারা খাদ্য শস্য বিতরণ করছে। যেহেতু এইডস রোগীরা সমাজে কিছুটা হলেও বঞ্চিত, তাই, তাদের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র এই দপ্তরের আধিকারিকদের কাছে সংরক্ষিত থাকবে। রেশন দোকান, স্থানীয় ফুড ইন্সপেক্টর, আধিকারিক – কেউই এই তথ্য জানতে পারবেন না।

এছাড়াও, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এইডস আক্রান্ত পড়ুয়াদের ‘চাইল্ড বিলঙ্গিং টু ডিসএডভান্টেজ গ্রুপ’ হিসেবে চিহ্নিত করতে। তফসিলি জাতি ও উপজাতি বা সংখ্যালঘু পড়ুয়ারা যা সুযোগ সুবিধা পেয়ে থাকে – যেমন, অনুদান, সংরক্ষণ, বৃত্তি ও হোস্টেলের সুবিধা – এরাও সেই সকল সুবিধা পায়।

যৌনকর্মীদের মধ্যে এইডস সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ‘মুক্তির আলো’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে ক্যাফেটেরিয়া খুলেছেন এক পাহাড়ি কন্যা। আলিপুর চিড়িয়াখানার প্রবেশের ঠিক মুখেই খোলা হয়েছে এই ক্যাফেটেরিয়া – নাম দেওয়া হয়েছে ‘মুক্তি’।

এই উদাহরণগুলি থেকেই বোঝা যায় এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা, মাটি, মানুষের সরকার।

 

Image is representative 

 

State Govt encourages adoption of digital infrastructure in schools

In the changing technology-driven times, it is imperative to focus on building schools which can adapt to the change in teaching methods. The Bengal Government has realised this and so is helping schools adopt digital technology in a major way.

According to a senior official of the School Education Department at a recent seminar, the State Government believes that technology should have a greater presence in future schools.

Towards that end, the government has developed 4,000 e-classrooms in 2,000 secondary schools. Under the government’s ICT (information and communication technology) programme, 3,915 secondary schools have been provided with 39,300 computers in the last five years.

Also, the State Government is asking its schools to lay more emphasis on multi-disciplinary learning. The system should involve, along with studies, sports, art and extra-curricular activities.

Source: Asian Age

রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল পরিকাঠামোতে উৎসাহ সরকারের

আজকের এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে পাল্টাচ্ছে শিক্ষাদানের পদ্ধতিও। চিরাচরিত পঠনপাঠনের মাধ্যমের বাইরে গিয়ে এবার রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল পরিকাঠামো আরও উন্নত করতে উদ্যোগী সরকার।

সদ্য-অনুষ্ঠিত এক সেমিনারে স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, রাজ্য সরকার চায় ভবিষ্যতের স্কুলগুলিতে আরও বেশী করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হোক।

রাজ্য সরকার ইতিমধ্যেই ২০০০টি মাধ্যমিক স্কুলে ৪০০০টি ই-ক্লাসরুম তৈরি করেছে। গত পাঁচ বছরে রাজ্য সরকারের আইসিটি কর্মসূচীর অধীনে ৩৯১৫টি স্কুলে ৩৯৩০০টি কম্পিউটার প্রদান করা হয়েছে।

Bengal Govt to take steps to encourage cultivation on fallow land

The Bengal Government has decided to advice farmers on ways to cultivate land generally considered uncultivable or which are lying fallow.

The Agriculture Department is going to hold a meeting with its officials posted in different districts to ensure that not even one cottah of land in its 194 farms lie unused. There are many farms where land is vacant and so directions will be given to cultivate something those plots.

According to a senior departmental official, if nothing can be cultivated, it will be advised to plant at least lemon trees; anything to ensure land doesn’t lie vacant.

There are also 300 ponds in the 194 farms. A letter has already been given to the Fisheries Department to ensure cultivation of fish in the ponds.

Recently too, the State Agriculture Department coordinated a meeting with all other allied departments in which sabhadipatis from all the districts were present. Most of the sabhadipatis appreciated the move of organising this co-ordination meeting.

Source: Millennium Post

অনাবাদী জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নিয়েছে মমতার সরকার

অনাবাদী জমিকে চাষযোগ্য করে তুলতে পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে এখনও বহু জমি অনাবাদী রয়েছে। প্রতিটি জমিকে চাষযোগ্য করতে হবে। তা ডালশস্য হোক বা অন্য কোনও ফসল, সেখানে চাষ করার ব্যবস্থা করতে হবে। কিছু না হোক কাগজী লেবুর চাষ যাতে করা যায়, তার পরিকল্পনা করতে হবে। কোনও ভাবেই ফেলে রাখা যাবে না। কৃষিতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত সিঙ্গুরের অনাবাদী হয়ে যাওয়া জমিকেও মাত্র ছ’মাসের মধ্যে চাষযোগ্য করে ফসল ফলানোর উদাহরণ হয়েছে এই কৃষি দপ্তরের।

কৃষিখামারেও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিকেও ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ১৯৪টি কৃষি খামার রয়েছে। সেখানে বহু জমি অনাবাদী রয়েছে। সেই সঙ্গে কৃষি খামারের মধ্যে থাকা পুকুরেও মাছ চাষের জন্য মৎস্য দপ্তরকে বলা হয়েছে বলে কৃষিমন্ত্রী বলেন। খুব শীঘ্রই কৃষি খামারের অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানেও যাতে নানা ধরনের চাষ করা যায়, তার জন্য বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান, কৃষকদের আরও চাষের সুবিধা করে দিতে। কৃষিপণ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাক।