Swarojgar Corporation will develop 76 villages as model villages

To make people of rural regions self-sufficient, West Bengal Swarojgar Corporation Limited (WBSCL) has decided to develop 76 villages across the State as model villages. The villages have been selected in such a way that two each have been chosen from 38 subdivisions, across 11 districts.

In collaboration with various departments, Swarojgar Corporation will undertake various developmental projects in these villages like cultivation of fish, digging of ponds, animal husbandry, and others.

As it is, unemployed youths across the State are given loans under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa. Under this new project, rural youth would be given a certain preference. They would be given, free of cost, fish, chicken and duck hatchlings, and cows, buffaloes and goats. Taking up animal husbandry would enable rural youths to earn Rs 8,000 to Rs 10,000 per month, according to Government officials.

Based on the results from these 76 villages, such coordinated inter-departmental activities would be undertaken across many more villages.

According to WBSCL officials, as a result of this project, thousands of youth will find self-employment. The 11 districts to be covered in the first phase are North 24 Parganas, South 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Howrah, Hooghly, Nadia, Murshidabad, Jhargram, Purulia and Paschim Medinipur. Nine more districts have been planned to be covered next year.

Soon after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee had made self-employment for the jobless one of her priorities, and the State Government’s efforts have been bearing positive results.

From giving stipends to the jobless to set up business to setting an Employment Bank to giving loans under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa to various other projects, the developments have been numerous and far-reaching.

 

Source: Bartaman

Master Plan for drinking water in arsenic-affected areas

The Bengal Government has taken numerous measures to make drinking water available in every part of the State, and efforts are on towards implementing these measures. Piped Water Supply Schemes (PWSS) have been taken up across the State to make for healthy and happy lives.

The Public Health Engineering (PHE) Department Minister, in his departmental budget for financial year (FY) 2018-19, has outlined a number of measures to achieve self-sufficiency in generation, storage and distribution of drinking water.

Over 94 per cent population in affected areas covered

Till date, as a part of the Master Plan for supplying arsenic-free water, the State Government has been able to provide drinking water to a rural population of 157.05 lakh, which amounts to 94.3 per cent of the population in arsenic-affected blocks. All the arsenic-affected villages shall be provided with water within March 2019.

The Habra-Gaighata surface water-based water supply scheme in North 24 Parganas district has been sanctioned at a cost of Rs 578.94 crore for a population of 18.04 lakh in 327 mouzas. It will be commissioned by June 2018.

Of the 338 Piped Water Supply Schemes (PWSS) under the Master Plan, 329 have been commissioned. As a part of these piped water schemes, 165 arsenic-removal plants working on breakthrough indigenous technology are being installed.

The PHE Department is implementing the setting up of 385 Community Purification Plants, 58 Arsenic and Iron Removal Plants (AIRP) and 138 water ATMs in schools to provide arsenic-free drinking water, to be completed by June 2018. Water ATM is an innovative concept – an ATM will dispense 1 litre of purified water at a time.

 

আর্সেনিক নির্বাহে রাজ্য সরকার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকেই তৃনমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য জল সরবরাহে বদ্ধপরিকর।

পানীয় জল যাতে এই রাজ্যের সমস্ত প্রান্তে সুলভে পাওয়া যায় তার জন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার দপ্তরের ২০১৮-১৯ সালের বাজেটে পানীয় জল উৎপন্ন করা,তা সংরক্ষণ করা এবং সঠিক ভাবে বন্টন করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন।

 

আর্সেনিক প্রভাবিত এলাকায় জল সরবরাহ ব্যবস্থার মাস্টার প্ল্যান

  • এখনও পর্যন্ত রাজ্য সরকার মোট ১৫৭ লক্ষ গ্রামীণ জনজাতির জন্য আর্সেনিক-মুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছে যা কিনা মোট আর্সেনিক প্রভাবিত এলাকার প্রায় ৯৫%। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের প্রত্যেক প্রান্তে আর্সেনিক-মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।
  • ২০১৮ সালের জুন মাসের মধ্যে হাবড়া- গাইঘাটা জল সরবরাহ পরিকল্পত ব্যবস্থার কাজ শুরু হয়ে যাবে, যা কিনা ৩২৭ টি মৌজার প্রায় ১৮ লাখ মানুষের উপকারে আসবে।
  • ৩৩৮ টি পাইপ-জাত জল সরবরাহ পরিকাঠামোর মধ্যে ৩২৯-টির কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রযুক্তির সাহাজ্য নিয়ে ১৬৫ টি আর্সেনিক নিষ্কাশন কেন্দ্র স্থাপন করা হয়েছে.
  • জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ৩৮৫ টি জল পরিশোধন কেন্দ্র, ৫৮ টি আর্সেনিক ও লোহা নিষ্কাশন কেন্দ্র এবং ১৩৮ টি বিদ্যালয়ে পানীয় জলের এটিএম আগামী জুন মাসের মধ্যে স্থাপন করবে। এক একটি পানীয় জলের এটিএম থেকে প্রতিবারে ১ লিটার করে জল পাওয়া যাবে।

 

Bengal Govt to complete repair work of irrigation canals before rainy season

The Bengal Government has decided to repair and dredge all irrigation canals in the state before the start of the rainy season. The government has allotted Rs 1,008.5 lakh crore for the purpose. The Irrigation Department would undertake the entire work.

According to Irrigation Department officials, the state has been divided into five zones for the project, and money allocated accordingly.

The north-eastern zone consists of the districts of Cooch Behar, Alipurduar, Jalpaiguri and Darjeeling and has been allotted Rs 113 crore. The northern zone consists of Uttar Dinajpur, Dakshin Dinajpur, Malda, Murshidabad, Nadia and Birbhum, and for these, Rs 173.5 crore has been allotted.

The western zone consists of Purba Bardhaman, Paschim Bardhaman, Howrah and Hooghly district, and these together have got Rs 203 crore. For the districts of Bankura, Purulia, Purba Medinipur, Paschim Medinipur and Jhargram, Rs 296 crore has been allotted, and finally, for North 24 Parganas, South 24 Parganas and greater Kolkata, Rs 223 crore has been allotted.

Chief Minister Mamata Banerjee has always placed a lot of stress on developmental work, and ensures that people-centric projects are spread out evenly across the state and are not hampered in any way.

For this project too, and more so because of its being closely connected with the rural population, she has sent out explicit instructions to the concerned officials to ensure that work is not hampered in any way because of the panchayat election.

 

বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ মেরামত হবে

আগামী বর্ষার আগেই রাজ্যের সমস্ত মজে যাওয়া সেচ খাল, জমিনদারি বাঁধ, ক্ষুদ্র সেচ বাঁধ মেরামত করবে রাজ্য সরকার। আগামী বর্ষায় এইসব বাঁধ বা খাল ভেঙে যাতে বিপত্তি না হয়, তার জন্য দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮-’১৯ আর্থিক বছরের বাজেটে বরাদ্দ অর্থ থেকেই এই কাজ হবে। এর জন্য ১ হাজার ৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই খালগুলি সংস্কার হলে, সেগুলিতে জলধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

গঙ্গা-পদ্মা ভাঙন রোধ কেন্দ্রের করার কথা। কিন্তু, কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও কাজ করছে না, অর্থও বরাদ্দ করছে না। কয়েকটি জায়গায় গঙ্গা-পদ্মা ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। সেই সব জায়গাতেও কাজ করবে সেচ দপ্তর।

এই কাজগুলি বর্ষার আগে শেষ হয়ে গেলে বর্ষায় বাঁধ ভাঙা থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনই সারা বছর ওই খাল দিয়ে সেচের জলও ভালোভাবে দেওয়া যাবে।

এই কাজের জন্য কয়েকটি জোনে গোটা রাজ্যকে ভাগ করা হয়েছে:

  • উত্তর-পূর্ব জোনে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১১৩ কোটি টাকা।
  • উত্তর জোনে রয়েছে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ১৭৩.৫ কোটি টাকা।
  • পশ্চিম জোনে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি জেলা। এই জোনের জন্য বরাদ্দ হয়েছে ২০৩ কোটি টাকা।
  • বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য বরাদ্দ হয়েছে ২৯৬ কোটি টাকা, এবং
  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বৃহত্তর কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ২২৩ কোটি টাকা

 

Source: Bartaman

Rural electrification to be completed in Bengal soon

A massive rural electrification scheme has been taken up by the Bengal Government. The Rs 192 crore scheme will connect 2.53 lakh homes to the grid.

The work for supplying electricity would begin in a few days; the work order has been issued. The government is expecting the work to be completed by December 31.

Most of the homes to be connected belong to people living below the poverty line in rural areas.

According to State Government data, the work for electrification in 19 districts is over. Some areas in Cooch Behar, some islands in the Sundarbans in South 24 Parganas, and a few remote areas in Darjeeling and Kalimpong districts are left to be electrified.

In remote areas in the Sundarbans, solar energy facilities are also being set up to overcome the difficulty of connecting them through electrical cables.

 

গ্রামীণ বিদ্যুতে ১৯২ কোটি বরাদ্দের পরিকল্পনা রাজ্যের

গরীব মানুষদের বাড়িতে নিখরচায় বিদ্যুৎ পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার৷ এই কাজে ১৯২ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ এতে মোট ২ লক্ষ ৫৩ হাজার বাড়িতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে৷ সেই লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছে বিদ্যুৎ দপ্তর৷ ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে চাইছে রাজ্য বিদ্যুৎ দপ্তর৷

মূলত গ্রামাঞ্চলে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতেই এই এই প্রকল্প চালু হয়েছে৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ১৯ জেলায় গ্রামে বিদ্যুৎ পৌঁছনোর কাজ সম্পূর্ণ৷ এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা৷

বিদ্যুৎমন্ত্রীর দাবি, চলতি বছরের মধ্যেই কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কিছু দ্বীপ এবং দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে৷ সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সৌর বিদ্যুতের মতো বিকল্প শক্তির সন্ধান করা হচ্ছে ৷

Distribution of forms for Ruposhree scheme begins

The distribution of forms for Bengal Government’s Ruposhree Scheme started on March 28, 2018. Under the scheme, families whose annual income is Rs 1.5 lakh or less would receive financial assistance of Rs 25,000 from the State Government for the wedding of their daughters. Close to six lakh poor families will benefit from the scheme.

This is an idea conceived by Chief Minister Mamata Banerjee and was announced by the Finance Minister, Dr Amit Mitra, during the presentation of the State Budget.

The Trinamool Congress Government had started the Kanyashree Scheme in Bengal, another brainchild of Mamata Banerjee, in 2011 to enable girls to complete their education. This was later extended to the university level. The scheme has been a huge success and has been awarded by as high an international organisation as the United Nations.

Now, the Government has decided to help facilitate the marriage of poor girls too. Rs 1,500 crore has been allocated for the project.

Given below are the important details for availing the scheme:

Eligibility

  • Residents of Bengal
  • Annual income of bride’s family has to be Rs 1.5 lakh or less
  • The minimum age of the bride has to be 18 years, and of the groom, 21 years
  • Beneficiaries of Kanyashree can apply for Rupashree too

 

Availability of form

The form for the Ruposhree Scheme would be available at the offices of block development officers (BDO), sub-divisional magistrates (SDM) and commissioners of municipal corporations.According to government sources, later on, forms would be available online too.

  • Documents to be submitted along with the form
  • Photocopy of birth certificate
  • Details of the groom
  • Wedding card or any other proof of the wedding to be held
  • A signed undertaking saying that the bride is marrying of her own will
  • Electoral Photo Identity Card (EPIC), that is, Voter’s Card
  • Details of the bride’s bank account

 

How to obtain the grant

After all the documents along with the form are submitted, State Government officials will scrutinise them. If everything is found in order, Rs 25,000 would be deposited in the account of the bride.

 

 

রুপশ্রী প্রকল্পের জন্য এবার আবেদন করা যাবে

শুরু হল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিতরণ। যে সব পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা তার কম, এমন পরিবারের প্রাপ্তবয়স্ক তরুণীরা বিয়ে করলে এই প্রকল্পের অধীনে এককালীন ২৫ হাজার টাকা করে পাবেন। আর পাত্রের ন্যুনতম বয়স হতে হবে ২১ বছর।

২০১৮-১৯ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যে নারীকল্যানের জন্য তৎপর হয় রাজ্য সরকার। ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাল্যবিবাহ রুখতে ও কন্যা সন্তানদের স্কুলে পাঠাতে বিশেষ সহায়ক হয়েছে এই প্রকল্প। সাফল্যের নিরিখে বিশ্বের দরবারে স্বীকৃতিও পেয়েছে কন্যাশ্রী। এবার দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে প্রত্যক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে। সেই ফর্ম যাচাই করে বিয়ের ৫ দিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে প্রাপ্য টাকা।এই প্রকল্পের জন্য আবেদনের ফর্ম মিলবে বিভিন্ন সরকারি দপ্তরে। যেমন,

১. বিডিও অফিস
২. মহকুমা শাসকের দফতর
৩. পুর নিগমের কমিশনারের দফতর রূপশ্রী প্রকল্পের ফর্মের সঙ্গে জমা দিতে হবে বেশ কিছু নথি।
১. জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত প্রতিলিপি।
২. জমা দিতে হবে পাত্রের বিস্তারিত তথ্য
৩. বিয়ের কার্ড বা অন্য কোনও প্রমাণ
৪. আবেদনকারী স্বেচ্ছায় বিয়ে করছেন বলে স্বীকারোক্তি দিতে হবে
৫. ভোটার আইডি কার্ড ও আধার কার্ড
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত

আবেদনপত্র ভর্তি করে ও সঙ্গে সমস্ত নথিসহ আবেদনপত্র জমা দিলে তা খতিয়ে দেখবেন সরকারি আধিকারিক। সব তথ্য নির্ভুল হলে বিয়ের ঠিক ৫ দিন আগে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা।আপাতত শুধুমাত্র সরকারি অফিসে ফর্ম মিললেও কিছুদিনের মধ্যে অনলাইনেও মিলবে রূপশ্রী প্রকল্পের ফর্ম।

Source: Zee News

Initiatives to solve scarcity of water for agriculture in the Hills

The Bengal Government wants to solve the problem of scarcity of water for agriculture in the Hills region by implementing ‘hydro water project-zero energy’ across the region.

The GTA would also soon submit certain proposals to the State Government.

The government has already allotted Rs 10 crore to make ways for distributing water for agriculture in the region. Among the measures being undertaken is the digging of ponds, which is part of the ‘Jal Dharo Jal Bharo’ scheme.

The ‘Jal Dharo Jal Bharo’ scheme is also being utilised for micro-irrigation in the Hills.

 

পাহাড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ রাজ্যের

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ‘হাইড্রোওয়াটার প্রোজেক্ট-জিরো এনার্জি’ গঠন করে পাহাড় জুড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বিকল্প উপায়ে কীভাবে পাহাড়ে সেচের জল পৌঁছে দেওয়া যায় তার জন্য জিটিএ’র কাছে রাজ্যের তরফে প্রস্তাব চাওয়া হয়েছে। পাহাড়ে চাষের জল নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব তারা খুব শীঘ্রই রাজ্যের কাছে জমা দিতে চলেছে।

ইতিমধ্যেই চাষের জলের পর্যাপ্ত জোগানের জন্য রাজ্যের তরফে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে তরাই অঞ্চলে যেখানে সম্ভব সেখানে ছোট করে পুকুর কেটে তার মাধমেও এলাকায় জলের যোগান বাড়াতে উদ্যোগ নিচ্ছে জলসম্পদ উন্নয়ন দপ্তর।

সম্প্রতি হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে জল ধরো জল ভরো প্রকল্পের খোঁজ নেওয়ার প্রসঙ্গে পাহাড়ের জলের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে ক্ষুদ্র সেচে জলের পর্যাপ্ত জোগানের লক্ষ্যে জল ধরো জল ভরো প্রকল্পের প্রসার নিয়ে জিটিএর সদস্যদের সঙ্গে জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Bengal driving large percentage of India’s exports, says Centre

In terms of exports, Bengal is ahead of the rest of the states, as per the Union Commerce and Industry Minister. This is another confirmation of the fact that the policies on industry and investment being followed by the Chief Minister Mamata Banerjee-led Bengal Government are on the right track.

Following the initiatives of the Chief Minister, the variety and amount of exports that take place from Bengal have showed a direction to many states. Bengal has been able to leverage its traditional strengths, be it natural resources, industrial resources, food resources or anything else, for the export market and has been reaping the benefits. As a result, the income of Kolkata Port (including its subsidiary, Haldia Port) has also increased handsomely.

It must be mentioned that 14 per cent of Indian tea is exported through Kolkata. Haldia Petrochemicals exports 4 per cent of the country’s petro-products. Bengal exports a huge 61 per cent of the total leather goods from India. In food, 11 per cent of prawns and lobsters exported from India are from Bengal.

With so much activity happening, Bengal is now the sixth largest economic market in India.

 

 

বিশ্ববাজারে রপ্তানিতে দেশের সেরা বাংলা

ভারতবর্ষের মধ্যে রপ্তানি বানিজ্যে সবচেয়ে বেশী এগিয়ে এসেছে বাংলা। এমন দাবি করলেন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক অভিনব উদ্যোগের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন এবং প্রায় সারা পৃথিবীর শিল্পপতিদের আহ্বান করে বাংলাতে বিনিয়োগের জোয়ার এনেছেন, তার জেরে একদিকে যেমন বেড়েছে কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সংস্থা, তেমনই দ্বিগুনেরও বেশী পণ্য পরিবহন করে কএকগুন বেশী আয় বাড়াতে সক্ষম হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরও।

এছাড়াও বাংলা থেকে সারা দেশের ১৪ শতাংশ চা রপ্তানি হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল দেশের মত পেট্রোলিয়ামজাত উৎপাদনের ৪ শতাংশ উৎপাদন করে। চামড়াজাত পণ্য যা রপ্তানি হয়, তার ৬১ শতাংশ বাংলাই করে। চিংড়ি রপ্তানি করে ১১ শতাংশ।

এই মুহূর্তে যে গতিতে বাংলার অর্থনীতি ও শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির বাজার হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।

Upgrading of 97 more PHCs to childbirth centres

The Bengal Government is preparing 97 more primary health centres (PHC) across the state to be upgraded to childbirth centres.

At present, there are 915 PHCs in Bengal, of which 128 have facilities to handle childbirth. The number would touch 225 soon.

Work is on to appoint personnel, including nurses and additional doctors, at these 97 centres, as well as provide the necessary equipment. Normally, one PHC is manned by one doctor.

 

আর ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের ব্যবস্থা হচ্ছে

রাজ্যের আরও ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হচ্ছে প্রসবের সুবিধা। স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে ৯১৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা পিএইচসি আছে। তার মধ্যে ১২৮টিতে প্রসবের সুবিধা রয়েছে।

৯৭টি স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের সুবিধা চালু করতে প্রয়োজনীয় নার্সিং কর্মীদের ইতিমধ্যেই নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সবশুদ্ধ ডেলিভারি পয়েন্ট বা প্রসবের সুবিধা থাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে হবে ২২৫।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, এজন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সংখ্যক নার্স পাঠানো হচ্ছে। কমপক্ষে একজন করে চিকিৎসক তো আছেনই। সংখ্যাটি আরও বাড়ানো হবে।

Construction of bridge over Muriganga to begin this year

The Mamata Banerjee-led Bengal Government is undertaking yet another initiative to connect Sagar Island with the mainland. A 3-km long bridge over Muriganga river will be constructed soon. The DPR (detailed project report) is currently being prepared, and construction work will begin later this year.

The bridge will be built by the National Highway Infrastructure Development Corporation. The Public Works Department of the State will extend all help and cooperation.

Two approach roads (2-km long each) will be constructed on either side of the bridge. The entire length of the bridge – from Lot Number 8 till Kochuberia – will be around 5 km. The total cost of the project will be Rs 3,000 crore.

Normally, during high tide, it takes 5-6 hours to reach Sagar Island from Babu Ghat near Dharmatala. The journey takes much longer during low tide, as ferries or barges cannot navigate during that time. The bridge will bring down journey time to 3 hours.

 

মুড়িগঙ্গার ওপর সেতু তৈরীর কাজ শুরু এবছরেই

সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মুড়িগঙ্গার ওপর ৩ কিঃমিঃ সেতু তৈরীর কাজের ডিপিআর তৈরীর কাজ শুরু হল। সেতু তৈরীর কাজ শুরু হবে এবছরেই। ন্যাশানাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই নির্মাণের দায়িত্বে আছে। এই সংস্থাকে সবরকম সাহায্য করবে পূর্তদপ্তর।

এই সেতুর দুই মুখে অ্যাপ্রোচ রোড তৈরী হবে প্রায় ২ কিঃমিঃ। সব মিলিয়ে লট নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত সেতুর দৈর্ঘ্য হবে ৫ কিঃমিঃ। প্রকল্পে মোট খরচ হবে ৩০০০ কোটি টাকা। জোয়ারের সময় ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগে ৫/৬ ঘণ্টা, ভাঁটার সময় কোনও সময়ের ঠিক থাকে না। কারন ভাঁটার সময় বার্জ বা ফেরি কিছুই চলাচল করতে পারে না। এই সেতু তৈরী হলে সড়কপথে ধর্মতলা থেকে সাগর পৌঁছতে লাগবে ৩ ঘণ্টা।

Three-day Consumer Awareness Fair begins in Kolkata

The Bengal Government under Trinamool Congress has always recognised the need for the protection of consumers’ rights, and has fulfilled its obligations in terms of formulating and enforcing laws and holding awareness campaigns.

To this end, the Government has been organising consumer awareness fairs every year. The fair in Kolkata for 2018 was inaugurated today and will continue for three days.

The fair would begin at 12 PM and continue till 9 PM on each day. Stalls would be set up from where those attending would get to know about consumer rights, the areas where complaints can be lodged, how to lodge complaints and the procedure for redressal.

The areas range from telecom, electricity, banking and insurance to food adulteration and metrology, among others. Seminars would be held every afternoon. In the evenings, cultural programmes would add entertainment value to the event.

 

কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

 

জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তৎপর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা।

আজ উদ্বোধন হল তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।