New initiatives to increase Boroli fish production

The Fisheries Department is going to cultivate Boroli fish in a big way. This tasty fish is endemic to the rivers of north Bengal but over the years, for various reasons, the numbers have dwindled.

To solve the problem of numbers, the Fisheries Department has devised a process to cultivate the hatchlings in lakes. A special hatchery is being constructed in Tufanganj-1 block of Cooch Behar district for the purpose, at a cost of Rs 22 lakh.

More such inland hatcheries would be set up both in Cooch Behar and Jalpaiguri districts, the work for which had started last year.

After growing big enough, the fishes would be released in batches in the waters of the Teesta and Torsha, the traditional homes of the fish.

Source: Ei Samay

Bengal Govt to develop roadmap for inland fisheries

The Bengal Fisheries Department is going to prepare a roadmap for the better development of inland fisheries in the state and develop a comprehensive strategy to protect the interest of small-scale fisherfolk across the state. An advisory committee has been appointed to prepare the roadmap.

The roadmap would focus on the utilisation of potentialities of inland fisheries in the state, augment the production of fishes and sustainably use the fish resources. The guideline will also focus on the protection of waterbodies and their catchment areas.

This roadmap by the State Government will help the Central Government to implement the National Policy on Inland Fisheries. A national-level meeting was conducted in Paschim Medinipur recently, after which the advisory committee was appointed.

The state Fisheries department will also conduct awareness campaigns to check the water bodies and ponds from being polluted and encroached upon.

Source: Millennium Post

 

বাংলায় ‘ইনল্যান্ড’ মৎস্যচাষকে আরও উন্নত করতে রোডম্যাপ তৈরী করছে রাজ্য সরকার

বাংলায় ‘ইনল্যান্ড’ মৎস্যচাষকে আরও উন্নত করতে রোডম্যাপ তৈরী করছে রাজ্য মৎস্য দপ্তর। পাশাপাশি রাজ্যের মৎস্যজীবীদের স্বার্থরক্ষা করার অভিমুখও তৈরী করা হবে। এই রোডম্যাপ তৈরী করতে একটি উপদেষ্টা কমিটিও তৈরী করা হয়েছে ।

বাংলায় ‘ইনল্যান্ড’ মৎস্যচাষের যে বিশাল সম্ভাবনা আছে সেটার ওপর নজর রেখেই এই রোডম্যাপ তৈরি করা হবে। মাছের ফলন বৃদ্ধি করা হবে, পাশাপাশি মাছ চাষের পরিকাঠামোর উন্নয়ন করা যায়। এই নির্দেশিকায় জলাশয়গুলি ও তার আশপাশের এলাকার সংরক্ষণ ও উন্নয়ন করা হবে।

জলাশয় ও পুকুরগুলির দূষণ বন্ধ করতে রাজ্য মৎস্য দপ্তর একটি সচেতনতামূলক অভিযান চালাবে।

Ham Radio

Govt initiatives to increase production of koi, tangra, bata and other tasty fish

Fish like singhi, magur, tangra, bata and koi lay eggs in freshwater lakes and rivers during the rainy season, and these tasty species also happen to be some of the favourites among Bengalis.

However, many fishermen illegally use mosquito nets to catch fish, and in the process also snare the eggs in the nets. Unable to hatch, fish production gets hampered.

Secondly, during the rainy season, pesticides used in paddy fields flow with the water to these freshwater areas. This also kills many hatchlings and destroys eggs.

The insecticides also kill certain microorganisms which form a primary food source for the fish. Lack of this food causes the fish to develop diseases. Fish production gets affected for this reason too.

To normalise as well as increase the production of fish, the Bengal Fisheries Department is releasing hatchlings in the water bodies across the State during this rainy season. Alongside this, awareness programmes are being conducted to tell people about the ill-effects of using mosquito nets to catch fish, and also about the negative effects of pesticides overuse.

The increased, healthy production of these natural inhabitants of freshwater bodies will also help in preserving the ecological balance of the State.

Source: Bartaman

দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার

যে জলাশয়ে কল জল থাকে, সেখানে দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছ বর্ষায় ডিম পাড়ে। কিন্তু সচেতনতার অভাবে অবাধে মশারি জাতীয় নেট ব্যাবহার করে মাছ ধরা হয়। এর ফলে সমস্ত ডিম নষ্ট হয়ে যাচ্ছে।

দ্বিতীয়ত, ধান চাষ এবং অন্যান্য সবজি চাষের জমিতে রাসায়নিকের ব্যাবহার বেড়েছে। বর্ষার সময় জমির জল গিয়ে পড়ছে ওইসব জলাশয়ে। এতে এই সকল প্রাকৃতিক মাছের ‘ব্রিডিং গ্রাউন্ডের’ ক্ষতি হচ্ছে। তাছাড়া, এই রাসায়নিকের প্রভাবে ডিম এবং ডিমপোনার মৃত্যু হচ্ছে। আগে ধানচাষের জমিতেও এই ধরনের মাছের জন্ম হত।

তৃতীয়ত, জলাশয়ে এক ধরনের জলজ জীব এবং উদ্ভিদ তৈরি হয়। এই মাছেদের ওটাই প্রধান খাবার। কিন্তু, রাসায়নিকের জেরে সেই সকলও তৈরি হচ্ছে না। এতে, খাদ্য সঙ্কট দিচ্ছে।

পাশাপাশি মাছের গায়ে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তার জেরেই মৃত্যু হচ্ছে ডিমপোনার। চতুর্থত, এখন মাছ ধরার কৌশল আধুনিক হয়েছে। কোনও মাছই নেট ভেদ করে বের হতে পারে না। ফলে, এই মাছের ডিমপোনাও নষ্ট হয়ে যাচ্ছে।

এইসকল সচেতনতার অভাবেই হারিয়ে যেতে বসেছে বাংলার দেশি কই, শিঙি-মাগুর, ট্যাংরা, বাটা মাছ। এই ধরনের মাছ বাঁচিয়ে রাখতে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে চলতি বর্ষায় প্রতিটি জেলায় এই দেশীয় প্রাকৃতিক জলের মাছের ডিমপোনা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডে সাধারন মানুষকেও উৎসাহিত করার পাশাপাশি রাজ্যজুড়ে প্রচার অভিযানও শুরু হয়েছে। চলছে সচেতনতা অভিযানও।

মৎস্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগে এই দেশীয় প্রাকৃতিক মাছের কদর ছিল না, ফলে দামও কম ছিল। কিন্তু, এখন উৎপাদনের পরিমাণ কমে যাওয়ায় চাহিদা ও দাম দুই বেড়েছে। রুই, কাতলা, মৃগেল ছাড়াও কই, মাগুর, ট্যাংরা, শিঙি, বাটা প্রভৃতি দেশীয় প্রাকৃতিক মাছের ডিমপোনাও ছাড়া হয়েছে এবার। এই ধরনের মাছ জলাশয়ের বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।