Now, free umbrellas for school students

After uniforms and shoes, Kolkata Municipal Corporation (KMC) has now decided to give umbrellas and raincoats to school students.

The decision would be of great help as poor students, many of whom study in the KMC schools, cannot afford umbrellas of their own, and so often have to miss classes during the rainy season. Umbrellas would be of help during the hot summer months too.

According to the head of the Education Department of the civic body, more than 35,000 students would be getting the umbrellas.

 

The image is representative

Bengal Education Dept to help teachers teach English better through mobile app

To help primary school teaches in government schools teach English better, the School Education Department is going to introduce a mobile phone app.

The app would contain lessons and other help topics for teaching English in Bengali. This way, even those who are more comfortable in their mother tongue would be able to get immediate help while teaching by just consulting their mobile phones.

The app would contain extensive explanations of all topics in the subject of English language from classes I to V. Each lesson would be explained through a four-to-five-minute audio presentation.

Stress would also be given on spoken English.

 

প্রাথমিক স্তর থেকে ইংরেজির ভিত শক্ত করতে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহার করবে

রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে।

শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে বলে মত আধিকারিকদের। আর তাই শিক্ষকদের প্রশিক্ষণের সময়ই এই পদ্ধতি কীভাবে অবলম্বন করা হবে তা শেখানো হবে।

Source: bengali.news18.com

Image is representative