Bengal is the ultimate investment destination: Mamata Banerjee in Scotland

Bengal Chief Minister Mamata Banerjee today attended a Business Meet organised by Scottish Development International with the support of Asia Scotland Institute and Edinburgh Chamber of Commerce, at Edinburgh.

Top business houses of Scotland were present. The CM held a fine round of interaction with business leaders from Bengal on prospects of investment and doing business in the state.

Potential areas of collaboration included engineering, services, healthcare, education, tourism and hospitality, power and energy, life sciences and research, food processing, IT and ITeS.

 

Highlights of her speech:

  • Bengal and Scotland have a long history of cultural ties. Just like our past ties, I invite you to come to Bengal in future and invest in the State. We are trying to create an even more investment- friendly atmosphere.
  • I extend a warm welcome to you all to attend the Bengal Global Business Summit on 16-17 January, 2018. More than 30 countries are participating. Japan is our partner country.
  • There is a lot of scope for collaboration in various sectors – health, education, tourism, power and energy, life science and research, IT & ITES.
  • Bengal is the ultimate business destination. We have the economic potential, political stability. Bengal is the gateway to the North-Eastern States. You can also expand to Bangladesh, Nepal, Bhutan, Myanmar, Thailand, and Malaysia.
  • Our captains of industries have spoken already about their experience of doing business in Bengal. I need not blow the trumpet of my own government.
  • We have a legacy of 34 years of misrule by the Left. We ushered in political, economic, administrative and social reforms. Bengal’s Kanyashree – a scheme for the empowerment of the girl child – has won the United Nations Public Service Award.
  • England recently won the U-17 World Cup Football. Kolkata was the proud host of the quarter final, semi final and final matches. I was lucky to hand over the prizes to the winners.
  • GDP growth of Bengal is higher than the national growth rate in India. Our growth in industry, agro and services sector is also higher than the national average.
  • Edinburgh is an educational hub. We want you to collaborate with our universities. The talent in Bengal is unmatched.
  • Bengal has the land bank and land map. We have MSME policy, Textile policy, Tourism Policy. Bengal is No. 1 in skill development. We are the cultural capital of India.

 

বাংলাই এখন শিল্পের গন্তব্য: স্কটল্যান্ডে মুখ্যমন্ত্রী

আজ এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

কি বললেন তিনি এই বৈঠকে? দেখে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • স্কটল্যান্ড ও বাংলার সম্পর্ক বহু পুরোনো। ভারতে যখন ব্রিটিশ রাজ ছিল তখন কলকাতা ছিল তাদের রাজধানী। আপনাদের আহ্বান জানাই, ভবিষ্যতেও বাংলায় আসুন, শিল্প গড়ুন।
  • বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২০১৮ তে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। ১৬-১৭ জানুয়ারী হবে এই সম্মেলন। ৩০টিরও বেশি দেশ আসবে এই সম্মেলনে। জাপান আমাদের পার্টনার দেশ।
  • বাংলায় লগ্নির সম্ভাবনা বিপুল। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, জীব বিদ্যা ও গবেষণা, তথ্যপ্রযুক্তি সহ নানা ক্ষেত্রে লগ্নি করতে পারেন আপনারা।
  • বাংলাই এখন শিল্পের গন্তব্য। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। উত্তর-পূর্ব ভারত সহ বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার গেটওয়ে বাংলা।
  • আমি নিজেই নিজের সরকারের প্রশংসা করবো না। আমাদের ‘ক্যাপ্টেনস অফ ইন্ডাস্ট্রি’রা ইতিমধ্যেই বাংলায় বাণিজ্যের অভিজ্ঞতার কথা বলেছেন।
  • বাংলায় ৩৪ বছরের বাম অপশাসনের পর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক সংস্কারের কাজ হয়েছে। মেয়েদের ক্ষমতায়নের জন্য বাংলার কন্যাশ্রী প্রকল্প পেয়েছে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার।
  • সদ্যসমাপ্ত অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল জিতেছে ইংল্যান্ড। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা কলকাতায় হয়েছে। আমি নিজে বিজয়ীদের পুরস্কার তুলে দিতে পেরেছি বলে গর্ব বোধ করছি।
  •  বাংলার জিডিপি গ্রোথ ভারতের জাতীয় হারের থেকে বেশি। শিল্প, কৃষি, পরিষেবা – সব ক্ষেত্রেই বাংলার বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে বেশি।
  • এডিনবরা একটি জনপ্রিয় শিক্ষার হাব। আমরা চাই আপনারা বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেট করুন। বাংলার মেধা বিশ্ব বিখ্যাত।
  • বাংলার ল্যান্ড ম্যাপ ও ল্যান্ড ব্যাঙ্ক আছে।  আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি আছে, বস্ত্রশিল্প নীতি আছে, পর্যটন নীতি আছে। দক্ষতা বিকাশে বাংলা এক নম্বরে। বাংলাই ভারতের সাংস্কৃতিক রাজধানী।

Mitsubishi Chemicals to invest Rs 5,000 cr in textile plant in Bengal: Dr Amit Mitra

Bengal Finance and Industries Minister Dr Amit Mitra made a major announcement yesterday from the UK, where he has gone as part of Chief Minister Mamata Banerjee’s entourage for meeting potential investors for Bengal as well as for inviting prominent industrialists to the upcoming Bengal Global Business Summit.

He announced that Mitsubishi Chemicals is going to set up a large-capacity plant for manufacturing components required in the textile industry.

Explaining the process, he said that the PTA (purified terephthalic acid) made by the company would be converted through the process of continuous polymerisation in the plant to fibre, which would then be converted by spinning mills into the textile components.

The plant is going to provide employment opportunities for 50,000 to 1 lakh people. This number would be gradually upped to 5 lakh. The minister said that work is going to start on a priority basis.

The initial investment amount would be Rs 5,000 crore, which would be scaled up to Rs 10,000 crore in due course.

Dr Mitra said that Bengal would soon be at the forefront of the textile sector in the country.

 

রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মিৎসুবিশি: অমিত মিত্র

রাজ্যের বস্ত্রশিল্পে এবার বিনিয়োগ আসছে মিৎসুবিশির হাত ধরে। এ বার রাজ্যে পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করবে মিৎসুবিশি। এর জন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ফলে ৫০ হাজার থেকে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।

মিৎসুবিশি কেমিক্যাল কর্পোরেশন ইন্ডিয়া এই প্রথম একটি বাইপ্রডোক্ট তৈরি করবে। নাম পিটিএ অর্থাৎ পিউরিফায়েড টেরিপ্যাথিলিক অ্যাসিড। এই বাইপ্রোডাক্ট থেকেই পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করা যাবে।

এতদিন রাজ্যে এধরনের ফ্যাব্রিক তৈরি হত না। মিৎসুবিসি তা তৈরি করা শুরু করলে বাংলাদেশে রফতানিও বিপুল বাড়বে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। রাজ্যে বস্ত্রশিল্পের নবদিগন্ত খুলতে চলেছে।

মঙ্গলবার রাতে লন্ডনে বৈঠক সেরে ট্রেনে করে এডিনবরার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার এডিনবরায় বসছে রাজ্যের বাণিজ্য সম্মেলন। সেখানে বাংলার সাম্প্রতিক উন্নয়নের খতিয়ান শিল্পপতিদের জানানো হবে।

তার আগে মিৎসুবিসির এই বিনিয়োগের আশ্বাস রাজ্যের বাড়তি পাওনা বলেই মনে করছে শিল্পমহলের একাংশ।

 

 

Kalyan Banerjee speaks on the issue of threat to Trinamool leaders by BJP functionaries

FULL TRANSCRIPT

Madam, yesterday in a public meeting the BJP leaders, including the observer of BJP in West Bengal, had said all leaders of Trinamool Congress will be arrested by CBI and will land up in Bhubaneshwar jail. He also said that West Bengal Chief Minister Mamata Banerjee will be arrested. How can BJP and Narendra Modi misuse the CBI for political vendetta? We are protesting strongly. We protest against the misuse of CBI for political vendetta. Jo humse takrayega, chur chur ho jayega.

 

 

 

 

 

On International Tea Day, Bengal CM appeals to the Centre to extend help to Bengal tea garden workers

On the occasion of the International Tea Day, Bengal Chief Minister Mamata Banerjee again requested the “Centre and RBI to extend a helping hand to the tea garden workers in Bengal.”

Reiterating the fact that the tea garden workers in north Bengal are starving and dying due to demonetisation, she made an appeal to the RBI to immediately restore payments by the Bengal Government through the district magistrates.

Earlier in the day, Trinamool Congress staged a dharna near the statue of Mahatma Gandhi outside the Parliament to protest against demonetisation. The Trinamool MPs of both the Houses were present at the dharna. They highlighted the plight of tea garden and jute workers through slogans.

 

আন্তর্জাতিক চা দিবসে বাংলার চা শ্রমিকদের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আর্জি জানালেন, “কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে বাংলার চা বাগানের শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।” 

তিনি আবারও বলেন যে নোট বাতিলের ফলে উত্তরবঙ্গের চা কর্মীরা দুর্দশায়, অনাহারে দিন কাটাচ্ছেন। তিনি  রিজার্ভ ব্যাংকের কাছে আর্জি জানান যত তাড়াতাড়ি সম্ভব জেলাশাসকদের মাধ্যমে চা বাগানগুলিতে অর্থ যোগান দিতে।

অন্যদিকে, আজ সকালে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস সাংসদরা নোটবাতিলের বিরুদ্ধে ধর্ণা দেন। তারা স্লোগানের মাধ্যমে চা বাগান ও পাট শিল্পে নিযুক্ত কর্মীদের দুর্দশার কথা তুলে ধরেন।

Mamata Banerjee expresses concern about national integrity and unity

Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today expressed her concern about national integrity and unity of this great nation.

In a statement posted on Twitter, the Chief Minister wrote, “We do not agree with the so-called encounter theory. Many unanswered questions arise in the minds of the people. This is all happening in the name of political vendetta. Issues like these make me deeply concerned about national integrity & unity of this great nation.”

Here are the tweets:

WB CM threatens to renew stir against Centre for funds

West Bengal Chief Minister on Tuesday threatened to launch a post-poll drive against the Centre if funds for Bengal are not released. She said, “After elections, I’ll make a drive against Centre. I’m not disclosing it right now.“

With children in her audience, Mamata Banerjee chose a simple analogy . “If the major portion of your father’s income is taken away by someone else, can he maintain your family or do any good for you?“ The answer was a vociferous “no“.

She said, “We are carrying out the burden of previous government’s loan. I had urged the UPA government then to the present government now.But none did anything. Instead the amount is only increasing. In 2011-12 they (Centre) had taken away Rs 21000 crore while in 2015-16 they will take Rs 30000 crore. They never bothered to ask how I can run the state.”

WB CM added, “We have increased our income to Rs 40000 crore. With this we could have employed at least 20 lakh. But with such a huge amount going to loan repayment, we can do nothing.”

She criticized the Centre on the issue of intolerance as well. “Not only religious intolerance, but we are also facing the political intolerance today. Those belonging to opposition political parties are facing the wrath of the rulers.”

The Chief Minister was in Malda to lay foundation of 43 projects and inaugurate 33 projects.