Thirty Chinese companies to take part in Bengal business summit

Thirty Chinese companies would participate in the upcoming Bengal Global Business Summmit (BGBS) to be held in the metropolis later this month.

Consul general of China in Kolkata Ma Zhanwu said that out of the 30, ten of them would be participating for the first time in the business summit to be held here on January 16 and 17. The remaining 20 already have ongoing projects in India, he said briefing reporters here today.

He said that China was looking to build strong trade and business ties with the eastern region, particularly West Bengal. The Belt and Road Initiative (BRI) and the Bangladesh, China, India and Myanmar (BCIM) corridor would help in supporting this effort.

China had been importing Darjeeling tea, jute, seafood, handicraft and garments from West Bengal.

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নেবে ৩০টি চৈনিক কোম্পানি

কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ৪র্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩০টি চৈনিক কোম্পানি অংশগ্রহন করবে। সম্মেলনটি হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ১৬ ও ১৭ই জানুয়ারিতে।

কলকাতার চৈনিক কন্স্যুল জেনারেল সাংবাদিকদের বলেন, এই ৩০টি কম্পানির মধ্যে ১০টি কোম্পানি এই প্রথমবার এই সম্মেলনে অংশ নেবে। বাকি ২০টি কোম্পানি ইতিমধ্যেই ভারতে তাদের প্রকল্প গড়ে তুলছে।

তিনি বলেন, চিন পূর্ব ভারতের, বিশেষত বাংলার, সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক গড়তে আগ্রহী। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ, চিন, ভারত ও মায়ানমার করিডোর এই উদ্যোগে সাহায্য করবে।

প্রসঙ্গত, চিন দার্জিলিং চা, পাট, সি-ফুড ও জামা কাপড় আমদানি করছে রাজ্য থেকে।