10 major features of Bengal Budget 2018

Bengal Finance Minister Dr Amit Mitra today presented the State Budget for the year 2018-19 at the West Bengal Legislative Assembly.

The Budget laid stress on social welfare as well as employment generation. From farmers to tea garden workers, people with disabilities to women empowerment, there were several major announcements.

Ruposhree and Manobik were two new schemes announced in the Budget today.

 

Here are the key features of Bengal Budget 2018-19:

  • To provide relief to common people as well as the real estate sector – stamp duty reduced by 1% on properties (rural as well as urban) up to Rs 1 crore. Stamp duty will be reduced to 6% from existing 7%.
  • Tea sector is facing a lot of hardship. They have not been able to recuperate from the problems. In the FY 2018-19 and 2019-20, the Finance Minister proposed to abolish agricultural income tax in tea gardens completely. The Government will also abolish cess on tea industry. Twenty-five lakh tea workers will be benefited.
  • Due to the absence of banks, the economy in rural areas is mostly cash-dependent. Due to demonetisation, the farmers of Bengal faced a lot of hardships. We have already abolished khajna tax on agricultural land. The Government has decided to abolish mutation fee on agriculture also. This will benefit lakhs of farmers.
  • The State has made great strides in agriculture. It has created new records in food-grain production. The State is No. 1 in the production of vegetables, and No. 2 in potato production. To ensure farmers get the right price for their produce, the Government will create a special fund of Rs 100 crore for farmers.
  • The State provides old-age pension to farmers. The Finance Minister proposed to increase the monthly pension from Rs 750 to Rs 1000. The number of beneficiaries will increase from 66,000 farmers to one lakh farmers. Additional 34,000 farmers will hence benefit from this scheme.
  • For the empowerment of girls in Bengal, the Chief Minister launched the Kanyashree scheme. The state spends Rs 1,250 crore per annum for this scheme. This is a great step towards social reform. The annual stipend is proposed to be increased from Rs 750 to Rs 1000. Lakhs of girls will be benefitted.
  • A lot of families face hardship arranging money for the marriage of their daughters. The State wants to stand by these families. Families with annual income less than Rs 1.5 lakh, will get Rs 25,000 to facilitate the marriage of their daughters after they attain the age of 18. This scheme will be called Ruposhree. Rs 1,500 crore allocated for this scheme. Six lakh families will benefit.
  • Persons with 40% disabilities or more will receive a monthly pension of Rs 1,000. The scheme will be called Manobik. Rs 250 crore for this scheme allocated for this scheme.
  • Budget proposal worth Rs 2,14,958.75 crore presented for FY 2018-19.
  • Despite the hurried implementation of GST and demonetisation, the State has created 8,92,000 jobs in the last fiscal year.

 

 

২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের উল্লেখযোগ্য ১০ টি প্রস্তাব

আজ বিধানসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

বাজেটে সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টি থেকে কৃষক, চা বাগান কর্মী, নারী ক্ষমতায়ন, প্রতিবন্ধী মানুষ সহ সকলের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ বাজেটে ‘মানবিক’ ও  ‘রূপশ্রী’ এই দুই নতুন প্রকল্পের ঘোষণা করলেন অমিত মিত্র।

 

বাজেটের উল্লেখযোগ্য কিছু প্রস্তাবঃ

  • গৃহ নির্মাণ শিল্পের ক্ষেত্রে ৪০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা অবধি সম্পত্তি মূল্যের ওপর স্ট্যাম্প ডিউটি ১% হারে ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। গ্রামাঞ্চলে স্ট্যাম্প ডিউটি বর্তমানে ৬% থেকে কমে ৫% হবে এবং শহরাঞ্চলে ৭% থেকে কমে ৬% হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ও গৃহ নির্মাণ শিল্প বিশেষ ভাবে উপকৃত হবে।
  • ছোট চা বাগান অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। আগামী ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে কৃষি আয়কর সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রস্তাব রাখছি। এর ফলে ২৫ লক্ষ চা শ্রমিক উপকৃত হবেন। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হচ্ছে।
  • গ্রামাঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবার অভাবে কৃষি অর্থনীতি নগদ টাকা লেনদেনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের সিদ্ধান্তের জন্য কৃষি অর্থনীতি ভেঙে পড়েছে। কৃষকদের প্রদেয় খাজনা মুকুব করা হয়েছে। তাদের আরও আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষিজমি  মিউটেশন ফি মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ কৃষক ভাইবোনেরা উপকৃত হবে।
  • বিগত ৬ বছরে আমরা কৃষিতে অনেক উন্নতি করেছি। খাদ্যশস্য উৎপাদনে আমরা নতুন নজির গড়েছি। শাক সবজি উৎপাদনে দেশের মধ্যে প্রথম স্থান ও আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলা। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • বয়স্ক কৃষক ও তাদের পরিবারের সাহায্যের জন্য রাজ্য বার্ধক্য ভাতা প্রদান করে। বর্তমানে গড়ে ৬৬০০০ কৃষক ভাই-বোনেরা এই প্রকল্পে মাসে ৭৫০ টাকা পেনশন পান। এই পেনশন ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া এই ভাতা প্রাপকদের সংখ্যা ৬৬০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করার প্রস্তাব দিচ্ছি। ফলে আরও ৩৪০০০ কৃষক এই পেনশন লাভ করবে।
  • বাংলার মেয়েদের শিক্ষার উন্নতি, প্রশস্তি ও প্রগতির জন্য মুখ্যমন্ত্রীর একান্ত নিজস্ব উদ্যোগে কন্যাশ্রী প্রকল্প এগিয়ে চলেছে। এই প্রকল্পে রাজ্য বছরে ১২০০ কোটি টাকা ব্যয় করে। সমাজ সংস্কার গঠনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। কন্যা সন্তানদের শিক্ষা আরও উন্নতির লক্ষ্যে তাদের বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। আমাদের সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।
  • যাদের প্রতিবন্ধকতা ৪০% বা তার বেশি রয়েছে তাদের মাসে ৭৫০ টাকা পেনশন দেওয়া হয়, এদের কথা ভেবে নতুন পেনশন প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের নাম ‘মানবিক’। এই প্রকল্পে ২ লক্ষ মানুষকে ১০০০ টাকা মাসিক পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হল। এটি মুখ্যমন্ত্রীর নিজস্ব পরিকল্পনায় সৃষ্টি।
  • ২০১৮-২০১৯ অর্থবর্ষের জন্য ২,১৪,৯৫৮.৭৫ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
  • মা মাটি মানুষের সার্বিক উন্নয়নের প্রধান লক্ষ্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি। ২০১৭-২০১৮ অর্থবর্ষে পরিকল্পনাহীন ও তাড়াহুড়ো করে চালু করা জিএসটি ও নোট বাতিলের ধাক্কা সত্ত্বেও আমরা রাজ্যে ৮,৯২,০০০ কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছি।

 

Dr Amit Mitra moves Finance Bill that would benefit 1.06 lakh traders

State Finance minister Amit Mitra on Friday tabled the West Bengal Finance Bill, 2017 which is likely to give benefit to 1.06 lakh traders.

Tabling the Bill, Dr Mitra said it would give relief from payment of tax to dealers having turnovers more than Rs 10 lakh and upto Rs 20 lakh by increasing the threshold of the turnover for VAT liability from the present Rs 10 lakh to Rs 20 lakh. So long, traders having turnovers upto Rs 50 lakh used to enjoy the benefit of the composition scheme.

From now onwards, small manufacturing dealers with upto Rs 50 lakh turnovers have been brought under the scheme. The mandatory VAT audit report has been removed and this is going to benefit businessmen immensely. Mitra said that the state government would give benefit those dealing with biodiesel by completely exempting tax.

Similarly, those doing business with hairbands and hairclips would not have to pay tax. Such benefits would be extended to those dealing with water heaters, kerosene stoves, leaf plates and cups and terracotta tiles. The rate of tax has been lowered from 14.5 percent to 5 percent on sale of machinery for generation of electricity from waste.

Dr Mitra said the steps would help small traders and manufacturers whose number would be around 1.06 lakh. The Bill also seeks to amend the Indian Stamp Act, 1899 and the West Bengal Taxation Tribunal Act, 1987. Also, the West Bengal Tax on Entry of Goods into Local Areas Act 2012 was sought to be amended.

Dr Mitra also said as an effect of demonetisation, middle class people were finding it difficult to buy flats as they have to pay seven per cent stamp duty on the value of the property on the date of booking a flat or a housing property. It may be recalled that the state government has decided to give Rs 50,000 to 50,000 craftsmen who used to work in other states in the gems and jewellery industry and those who lost jobs due to demonetisation.

The state government has also enhanced the remuneration of anganwadi and Asha workers by Rs 500. The West Bengal Appropriation Bill was passed by the state Assembly on Friday with the House approving Rs 14,708 crore as additional expenditure for social infrastructure projects.

Moving the Appropriation Bill 2017, state Finance minister Amit Mitra said a sum of Rs 14,708 crore would be spent for social infrastructure projects like housing, rural electrification and supply of rice to APL and BPL families. A sum of Rs 3,137 crore would be spent on supplying rice to families belonging to the APL and BPL categories, Mitra said, adding Rs 1,022 crore was proposed to be spent for rural electrification.

 

বিধানসভায় ফিনান্স বিল পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

‘‌মা–‌মাটি–‌মানুষের বাজেট পাখির চোখে দেখতে হবে। ৩৫ মিটার উঁচু থেকে দেখুন। বুঝতে পারবেন সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবিলার লক্ষ্য নিয়ে আমরা বাজেট করেছি।’‌ বৃহস্পতিবার বাজেট আলোচনায় বিরোধীদের সমালোচনার জবাব এভাবেই দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

ফের বিরোধী সদস্যদের তিনি বোঝালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার পরিচালনার চিন্তাভাবনার কথা মাথায় রেখেই এই বাজেট করেছেন তিনি। বোঝালেন, নোটবন্দীতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত একেবারে নিচুতলার মানুষ। তাঁদের একটু সাহারা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে ভর করেই বাংলা নতুন দিশায় পা বাড়াবে, ভারতসেরা হয়ে উঠবে।

অর্থমন্ত্রী তাঁর ভাষণে জোর দিয়েছেন নোটবন্দী দশায় অসহায় শ্রমিক–‌কৃষকের সহায়তার প্রশ্নে। বলেছেন, এটা মমতা ব্যানার্জির সরকারের বাজেট, তাই মানবিকতাকে বিশেষ জোর দিয়েছেন তিনি। কীভাবে রাজ্যের জিডিপি বছরের পর বছর বাড়ছে আর তা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের গড়কে ছাপিয়ে গিয়েছে, তার তথ্য, হিসেব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নোটবন্দীর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভিনরাজ্যে কাজ হারিয়ে ফেরা শ্রমিকরা। এমন ৫০ হাজার শ্রমিকের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাখা হয়েছে ১০০ কোটি টাকা। আইসিডিএস কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে ৫০০ টাকা করে। সবই করা হয়েছে মানবিক দৃষ্টিতে। অর্থমন্ত্রী বলেন, ধারের সঙ্গে গড় অভ্যন্তরীণ উৎপাদনের অনুপাত অর্থনীতির গুরুত্বপূর্ণ মাপকাঠি। সেটাই আমরা এই ৬ বছরে কমিয়ে আনতে পেরেছি। এটা আমাদের সাফল্য। এই সাফল্যের ও মানবিকতার পথ ধরেই বাংলা দেশের সেরা রাজ্য হওয়ার দিকে।

Chambers of commerce laud State Budget

The Chambers of Commerce and Business Confederations lauded the Budget statement 2017-18 by state Finance minister Amit Mitra. The state Budget was placed at the Assembly on Friday. They believe that this Budget after demonetisation can help the state’s growth.

Talking on the Budget, Rakesh Shah, President, Bharat Chamber of Commerce, Kolkata, said it is a balanced Budget.

Chandra Sekhar Ghosh, President-Designate, The Bengal Chamber of Commerce and Industry, said he believes this Budget is a welfare oriented exercise in the aftermath of demonetisation.

 

Confederation of Indian Industry (CII) also welcomed the proposals to earmark Rs 50 crore for Small and Medium Enterprises and Rs 100 crore for farmers.

The State Finance Minister’s announcement on salary increase for Anganwadi workers and Asha workers reflect the State Government’s “sincere will” to improve health and education at the grassroots level, said Rupali Basu, Vice Chairperson, CII Bengal.

In a statement released by Merchants’ Chambers of Commerce and Industry (MCCI), they said: finance minister proposed a number of steps in relation to VAT which will be subsumed over GST, is put in place.

 

রাজ্য বাজেটের প্রশংসা চেম্বার্স অফ কমার্সগুলির

অর্থমন্ত্রীর রাজ্য বাজেটের (২০১৭-১৮) প্রশংসা করল শিল্পমহল। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাদের বিশ্বাস নোটবাতিলের পর এই বাজেট রাজ্যের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

রাজ্য বাজেট সম্পর্কে কলকাতার ভারত চেম্বার অফ কমার্সের রাকেশ শাহ বলেন, এটা একটি সুষম ব্যালেন্সড বাজেট।

দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির ডেজিগনেটেড সভাপতি চন্দ্রশেখর ঘোষ বলেন, নোট বাতিলের পর এটি একটি কৌশলপূর্ণ বাজেট।

ক্ষুদ্র মাঝারি শিল্পের কারিগরদের জন্য ৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

সি আই আই এর ভাইস চেয়ারপার্সন রূপালী বসু বলেন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, অতএব সরকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে বিশেষ জোর দিচ্ছেন।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রীর ভ্যাট সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ  নিয়েছেন যা জি এস টি চালু হলে তার অন্তর্ভুক্ত হবে।

 

 

Bengal to have special fund for note ban-hit workers, farmers

Criticising the central government’s demonetisation move, West Bengal Finance Minister Dr Amit Mitra on Friday proposed Rs 50 crore to assist workers who lost their jobs due to the note ban.

Dr Mitra, in his budget presentation, also proposed a Rs 100 crore special fund for farmers and agricultural workers who suffered due to the demonetisation.

“There are many workers who have lost their jobs due to demonetisation and came back to the state. They have been suffering a lot. I am proposing to give one-time financial assistance of Rs 50,000 each to 50,000 jobless workers so that they could start their own venture. For this, I allocate a fund of Rs 50 crore in this budget,” Dr Mitra said.

“Farmers and agricultural workers, who depend on cooperative loans, have suffered a lot after implementation of note ban. I propose a Rs 100 crore special fund in order to alleviate their hardships,” he said.

Terming the note ban as an ‘unprecedented’ move, he said scrapping of higher value notes have not only impacted the small and medium enterprises but also destroyed the entire supply chain across sectors. “It adversely impacted the growth prospect of the country’s as well as states’ economy,” the Minister said.

Mamata Banerjee has been a vocal critic of note-ban and she was the first leader in the country to strongly protest against the move.

 

কেন্দ্রের নোটবন্দির ক্ষতে প্রলেপ রাজ্য বাজেটে

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ধারাবাহিক বিরোধিতা যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলি কখনও সামনে এসেছে, কখনও হতোদ্যম হয়ে পিছিয়ে গিয়েছে। কিন্তু মানুষের স্বার্থে লড়াই ছাড়েননি মুখ্যমন্ত্রী। আর তাই রাজ্য বাজেটে নোটবন্দিতে জর্জরিত মানুষের খানিকটা স্বস্তি আসতে পারে, এমন জল্পনা ছিলই। প্রত্যাশিতভাবেই তা পূরণ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এদিনের বাজেটের গোড়াতেই কেন্দ্রীয় নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা শোনা যায় অর্থমন্ত্রীর মুখে। স্বভাবসিদ্ধ নিচু গলাতেই তিনি জানিয়ে দেন, এই সিদ্ধান্ত রাজ্যের মানুষের উপর বজ্র্পাতের উপর নেমে এসেছে। গোদের উপর বিষফোড়ার মতো আছে পূর্বতন সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের ভার। সে সব সামলেই বাজেটে রাজ্যের মানুষকে নয়া দিশা দেখাতে বদ্ধপরিকর মমতা সরকার। আর তাই বেশ কয়েকটি অভিনব ঘোষণা পাওয়া গেল অর্থমন্ত্রীর থেকে।

কী কী ঘোষণা অর্থমন্ত্রীর?

১) নোটবন্দির জেরে কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসতে হয়েছে বহু দক্ষ কারিগরকে। তাঁদের সুবিধার জন্য পঞ্চাশ হাজার কারিগরকে এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

২) নোট বাতিলের জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাঁদের জন্য ১০০ কোটির তহবিল গঠন করা হয়েছে।

৩) নোটবন্দিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরাও। তাঁদের জন্য গঠন করা হয়েছে ৫০ কোটির তহবিল। এছাড়া ভ্যাটের প্রাথমিক স্তর ১০ লক্ষ থেকে ২০ লক্ষ করা হয়েছে। যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা তাঁদের নূন্যতম ভ্যাটের আওতায় আনা হয়েছে।

 

Didn’t scrap social schemes despite cash crunch and demonetisation: Mamata Banerjee

Reacting on the Bengal Budget 2017-18, Chief Minister Mamata Banerjee today said that despite financial compulsions and the effect of demonetisation, no scheme in the social sector has been scrapped.

“Bengal Govt is a humane govt. We believe in social justice. We are always with the people,” the CM said.

She slammed the Left Front Government for the huge legacy of debt that the present government has inherited. She said: When Left Front was in power why did they not start Kanyashree, Sabuj Sathi, Khadya Sathi? Left Front did not follow fiscal discipline. There was no FRBM. We are paying debts that they incurred in 2006.”

“She added, “CPI(M) destroyed the economy of Bengal. Centre did not take any step to avoid govt from falling. Despite paying so much debt instalments we are carrying out massive developmental projects.”

The Bengal government said neither the UPA nor the current government at the Centre gave any debt moratorium to Bengal.

We have restructured govt departments. The number of departments is down to 52 from 63. PSUs have been merged and restructured. No one lost jobs. No of PSUs is down to 44 from 90,” she added.

She also targeted the BJP over demonetisation. She said that the Centre has reduced funding to the States. She maintained that Centre must trust State governments.

 

নোটবাতিল ও আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা কোন প্রকল্প বাতিল করিনিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৭-১৮ বাজেটকে বেস্ট বাজেট আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, নোট বাতিল এবং আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমারা আমাদের কোন সামাজিক প্রকল্প বাতিল করিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সরকার মানবিক সরকার। আমরা সামাজিক ন্যায়ে বিশ্বাসী। আমরা মানুষের সঙ্গে আছি”।  

বাম সরকারের করে যাওয়া ঋণের বোঝারতীব্র সমালোচনা করে তিনি বলেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তারা কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী প্রকল্প কেন শুরু করেনি? ওরা FRBM ব্যবস্থার অনুসরণ করেনি। ২০০৬ সালে করা দেনা আমরা এখনও শোধ করে চলেছি”।   

তিনি আরও বলেন, “সিপিএম বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, কেন্দ্র তখন কোনরকম পদক্ষেপ নেয়নি। বাম সরকারের করে যাওয়া পাপের বোঝা আমরা বহন করছি। এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ বন্ধ হয়নি। না কংগ্রেস না বর্তমান কেন্দ্রীয় সরকার কেউই বাংলার সরকারকে debt moratorium দেয়নি।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সরকারি দপ্তরগুলি পুনর্গঠন করেছি। সরকারি দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমে ৫২ হয়েছে। নিগমগুলির আমরা সংযুক্তিকরণ করছি, কেউ কর্মহীন হয়নি। নিগমের সংখ্যা ৯০ থেকে কমে ৪৪ হয়েছে”।

নোট বাতিল নিয়ে তিনি আবারও বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের উচিত রাজ্যগুলির ওপর আস্থা রাখা”।

 

Highlights of Dr Amit Mitra’s Budget 2017-18 Speech

Bengal Finance Minister Dr Amit Mitra presented the State Budget for 2017-18 at the Legislative Assembly today.

The Budget reflected the enormous effort put in by the Trinamool Congress Government to turn around a State left in ruins by the 34 years’ of Left Front rule. Despite being still in debt, and with no moratorium being provided by the Centre despite repeated requests, the State has made huge progress on all fronts.

For example, Dr Mitra said, “Tax collection has increased by 103% from 2010-11 to 2016-17”, which is a record among States.

After winning the 2016 Assembly election with a huge mandate, the developmental work in the State has continued apace.

 

HIGHLIGHTS OF BENGAL BUDGET 2017-18 SPEECH

Debt problem

  • On the one hand, we have the legacy of the enormous debt left behind by the Left Front Government. On the other hand, there was the effect of demonetisation.
  • We will have to pay more than Rs 47,000 crore as debt instalment this year.
  • We may be cash-strapped but we are a humane Government; we believe in “hanste hanste chalna seekho”.

Growth

  • Growth rate of India’s Index of Industrial Production (IIP) was -0.1% in 2016-17, while that of Bengal was 4.8%
  • Plan Expenditure of Bengal increased fourfold from 2010-11 to 2016-17

New announcements

  • Anganwadi workers, who provide nutrition to pregnant women, and new mothers and infants, brought under Swathya Sathi scheme
  • ASHA workers, who are a pillar of strength in the health sector, brought under Swathya Sathi scheme
  • Monthly allowance of Anganwadi workers will be increased by Rs 500, benefitting 2 lakh workers
  • Monthly allowance of ASHA workers will be increased by Rs 500, benefitting 50,000 workers

Fund

  • 50,000 artisans who lost jobs due to demonetisation to be given an aid of Rs 50,000 each
  • Rs 50 crore allocated for small businesses
  • A special fund of Rs 100 crore created for farmers

Taxation

  • Fundamental reforms in the taxation system ushered in, including simplification of the process and e-taxation
  • Tax collection increased 103% from 2010-11 to 2016-17, a record among States, reflecting the Trinamool Congress Government’s commitment and transparency
  • Stamp duty will be reduced to 2%, from 5%
  • Education cess and rural employments cess will be exempted for the betterment of tea industry.

GST

  • GST must be for the benefit of common people and small traders, among others; the State’s financial autonomy and federal structure must not be hampered.
  • GST Council has adopted the recommendations put forward by Bengal – Bengal has won what was sometimes a lonely fight

Settlement scheme

  • New settlement scheme started in December 2016, due to the overwhelming response received, extended till March 31, 2017

VAT

  • Ceiling of primary slab of VAT increased from Rs 10 lakh to Rs 20 lakh
  • Small traders and enterprises will no longer have to physically come to State Government offices to file hard copies of documents for VAT purposes
  • VAT audit report will be abolished, benefitting 30,000 businesses
  • All pending cases of VAT settlements will be disposed off by December 31, 2017
  • Small and medium enterprises and manufacturing companies to be brought under the ambit of minimal VAT scheme
  • VAT on solar water heaters, bio-diesel, terracotta tiles, kerosene stoves and sal leaf products will be abolished

Planned Expenditure (PE)

  • Despite demonetisation, Plan Expenditure of Bengal for 2017-18 will be Rs 64,733 crore
  • Target for revenue collection in 2017-18 is Rs 55,786 crore

Employment

  • 13.27 lakh employment opportunities created during last fiscal

২০১৭-১৮ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

আজ বিধানসভায় ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।

৩৪ বছরে বাম শাসন বাংলাকে ধ্বংস করার পর বাংলার উন্নয়নের কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে এই বাজেটে। বাম আমলে করা বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে চলছে রাজ্য। বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনও রকম সাহায্য করেনি রাজ্যকে। তাও রাজ্য সব দিক দিয়ে এগিয়ে চলেছে।

২০১৬ সালে বিপুল জনমতে পুনরায় সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উন্নয়নের কাজে আরও গতি এসেছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্তে সারা দেশের অর্থনীতি ধুঁকছে। তা সত্ত্বেও তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ যথেষ্ট আশা ব্যঞ্জক।

নোট বাতিল:

  • নোটবাতিল সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। কোন গণতান্ত্রিক দেশে এভাবে ৮৬ শতাংশ নোট বাতিল হয় না।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি প্রথম নোটবাতিলের এবং টাকা তোলার নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।
  • ভারতের জি ডি পি বৃদ্ধির হার নিম্নমুখী,  ১ থেকে ৩.৫ শতাংশ কমতে পারে।
  • নোট বাতিল অর্থনৈতিক ও রাজনৈতিক জরুরি অবস্থার সমান।
  • সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শ্রমিক, চা, জুট, হ্যান্ডলুম, টেক্সটাইল – সব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত।
  • নোটবাতিলের গোলপোস্ট এখন কালো টাকা থেকে ক্যাশলেস অর্থনীতিতে সরে গেছে।
  • নোটবাতিলের আসল উদ্দেশ্য কারো জানা নেই। এর ফলে কারা উপকৃত হয়েছে?
  • রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা খর্ব করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র।
  • কেন্দ্রের নোট বাতিলের ফলে ভারতের বৃদ্ধির হার কমে ৭.১ শতাংশ হয়ে গেছে।
  • সাপ্লাই চেন ও সহযোগী শিল্প ক্ষতিগ্রস্ত, শ্রমিকরা কর্মহীন হয়েছেন।
  • নোট বাতিলের ফলে রাজ্যের বৃদ্ধির হার কমে হয়েছে ৯.২৭ শতাংশ।
  • নোটবাতিলের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ২-৩ বছর লাগবে।
  • কৃষকরা কো-অপারেটিভ ব্যাঙ্ক ও লোনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের ফলে কো-অপারেটিভ সিস্টেম ক্ষতিগ্রস্ত।

ঋণের বোঝা:

  • একদিকে আমাদের ওপর বাম সরকারের করে যাওয়া বিপুল ঋণের বোঝা। অন্যদিকে নোট বাতিলের প্রভাব।
  • এবছর আমাদের ৪৭০০০ কোটি টাকা বেশি ঋণ শোধ করতে হবে।
  • আমাদের কাছে টাকা না থাকলেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি ‘হাসতে হাসতে চালনা শিখো’।

বৃদ্ধি:

  • ২০১৬-১৭ অর্থবর্ষে আই আই পি বৃদ্ধির হার ছিল ০.১ শতাংশ, আর বাংলার আই পি বৃদ্ধির হার ছিল ৪.৮ শতাংশ।
  • ২০১০-১১ থেকে ২০১৬-১৭ পরিকল্পনা খাতে ব্যয় চার গুন বৃদ্ধি পেয়েছে।

নতুন ঘোষণা:

  • অঙ্গনওয়ারী কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • অঙ্গনওয়ারী কর্মীদের মাসিক ভাতা বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে।
  • আশা কর্মীরা হেলথ সেক্টরের মেরুদণ্ড। তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • আশা কর্মীদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে ৫০ হাজার কর্মী উপকৃত হবে।

তহবিল:

  • ক্ষুদ্র শিল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • কৃষকদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গড়া হবে।
  • নোট বাতিলের ফলে কর্মহীন ৫০ হাজার কারিগরকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে।

কর ব্যবস্থা:

  • আমরা কর ব্যবস্থায় মৌলিক পরিবর্তন করেছি । করা হয়েছে সরলীকরণ। শুরু হয়েছে ই-ট্যাক্সেশন ব্যবস্থা।
  • ২০১০-১১ থেকে ২০১৬-১৭ অবধি রাজ্যের রাজস্ব আয় ১০৩% বৃদ্ধি হয়েছে।
  • রাজ্যগুলির মধ্যে রাজস্ব বৃদ্ধির হারে বাংলাই প্রথম।
  • স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমে ২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • এডুকেশন সেস ও রুরাল এমপ্লয়মেন্ট সেস মকুব করা হচ্ছে।

জিএসটি:

  • বাংলার দাবি ছিল জিএসটির ফলে যেন উপকৃত হন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতা ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেন ক্ষুন্ন না হয়।
  • বাংলার দাবি জিএসটি কাউন্সিল মেনে নিয়েছে। হয়তো আমাদের একলা চলতে হয়েছে কিন্তু বাংলার জয় হয়েছে।

সেটেলমেন্ট স্কিম:

  • আমরা ২০১৬ ডিসেম্বর মাস থেকে নতুন সেটেলমেন্ট স্কিম চালু করেছি। আমরা খুব ভাল সাড়া পেয়েছি।
  • সেটেলমেন্ট স্কিম এর সময়সীমা ২০১৭ সালের ৩১ মার্চ অবধি বাড়ানো হবে

ভ্যাট:

  • ভ্যাটের প্রাথমিক স্তরের সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হল।
  • ছোট ব্যবসায়ীদের আর সরকারি অফিসে গিয়ে ভ্যাটের জন্য নথিপত্রের হার্ড কপি জমা করতে হবে না।
  • ভ্যাট অডিট রিপোর্ট তুলে দেওয়া হল। এর ফলে উপকৃত হবেন ৩০,০০০ ছোট ব্যবসায়ী।
  • ৩১ ডিসেম্বর ২০১৭র আগে সমস্ত অমীমাংসিত ,ভ্যাট সেটেলমেন্ট করতে হবে।
  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ও ম্যানুফ্যাকচারিং ব্যবসাগুলিকে ন্যূনতম ভ্যাটের আওতায় আনা হবে।
  • সোলার হিটার, বায়ো ডিজেল, শাল পাতার জিনিসপত্র, টেরাকোটার টালি, কেরোসিনে স্টোভ ভ্যাটমুক্ত করা হল।

পরিকল্পিত ব্যয়ঃ

  • নোট বাতিল সত্ত্বেও ২০১৭-১৮ আর্থিক বছরের মুলধনী ব্যয় ৬৪,৭৩৩ কোটি টাকা করা হয়েছে।
  • ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য কর আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৫৫.৭৮৬ কোটি টাকা

কর্মসংস্থান:

গত আর্থিক বছরে ১৩.২৭ লক্ষ কর্মসংস্থান হয়েছে।