#AITCWinning Massive victory for Trinamool in #BengalPolls

The results of 2016 West Bengal Assembly elections were declared today. Trinamool Congress has won 206 seats and is leading in 6 more seats.

The polls were held in seven phases over a span of one month. Party Chairperson Mamata Banerjee conducted almost 200 rallies and padyatras across the State.

Chairperson Mamata Banerjee dedicated the victory to the Ma Mati Manush of Bengal.

 

LIVE BLOG

8 AM: Counting of votes for the 294 seats across the State

8.44 AM: Trinamool leading in Khardaha and Shyampukur after Round 1

8.56 AM: Leads in 8/294 seats: Trinamool leading in 5 seats

9.13 AM: Leads in 22/294 seats: Trinamool leading in 16 seats

9.19 AM: Leads in 32/294 seats: Trinamool leading in 23 seats

9.21 AM: Leads in 63/294 seats: Trinamool leading in 51 seats

9.33 AM: Leads in 114/294 seats: Trinamool leading in 83 seats

9.42 AM: Leads in 152/294 seats: Trinamool leading in 112 seats

9.48 AM: Leads in 180/294 seats: Trinamool leading in 128 seats

9.55 AM: Leads in 201/294 seats: Trinamool leading in 142 seats

10.02 AM: Leads in 227/294 seats: Trinamool leading in 159 seats

10.05 AM: Leads in 242/294 seats: Trinamool leading in 170 seats

10.14 AM: Leads in 258/294 seats: Trinamool leading in 186 seats

10.23 AM: Leads in 266/294 seats: Trinamool leading in 190 seats

10.24 AM: Leads in 274/294 seats: Trinamool leading in 198 seats

10.30 AM: Leads in 282/294 seats: Trinamool leading in 201 seats

10.55 AM: Leads in 293/294 seats: Trinamool leading in 211 seats

11.30 AM: Leads in 294/294 seats: Trinamool leading in 214 seats

11.45 AM: Trinamool Chairperson addresses the press at Kalighat

11:46 AM: Mamata Banerjee dedicates the victory to the Ma Mati Manush of Bengal

11:50 AM: A meeting of newly elected MLAs to be held on 20 May, 2016 at Kalighat, announces Didi

11:55 AM: New government of Ma Mati Manush to take oath on 27 May, says Didi

12 Noon: Supporters descend at Kalighat to celebrate the victory in Assembly elections

3:30 PM: Trinamool wins in 206 out of 294 seats, leads in 6 seats

5:30 PM: Trinamool wins in 211 out of 294 seats

Trinamool’s music video for Assembly election goes viral

The music video of “The Trinamool Song” which portrays the changing face of West Bengal over the last five years, has been played around one lakh times across various digital platforms since it was released Saturday night.

Trinamool Chairperson Mamata Banerjee released the video on her Facebook page on Saturday, saying, “I am very happy to share the new music video ‘The Trinamool Song’ for the forthcoming West Bengal Assembly elections”.

On her Facebook page alone, the video has close to 70000 hits. Other party leaders, like Abhishek Banerjee, have also shared it on their Facebook pages. And it is also on YouTube.

Directed by Anindya Chatterjee, lead vocalist of Bangla band Chandrabindoo, the video highlights the work done by the Mamata Banerjee government after being voted to power in 2011. It has also been released on TV channels and FM radio.

 

বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনের জন্য তৈরী তৃণমূলের মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। এক লাখেরও বেশি ‘ভিউস’ পেয়ে ভিডিওটি এখন ‘ভাইরাল’।

মিউজিক ভিডিওটি শনিবার  তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তিনি লেখেন, “আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন ৭০০০০-এরও বেশি মানুষ। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ – যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এই ভিডিওটি তাদের পেজে ‘শেয়ার’ করেছেন। ভিডিওটি তৃণমূল কংগ্রেসের ইউটিউব পেজেও রয়েছে।

ভিডিওটির পরিচালনা করেছেন চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রধান গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। দুমিনিটের এই ভিডিওটি গত পাঁচ বছরে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার এসছে তা তুলে ধরেছে।

Slander against Didi is an insult to the common people: Abhishek Banerjee at West Midnapore

20 March turned out to be an important day of Trinamool’s campaign as Mamata Banerjee held a padyatra in Howrah while Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two mass rallies at West Midnapore district.

The first rally was held at Parihati in Jamboni while the venue for the second rally was Nayagram.

The firebrand leader said that Mamata Banerjee was the only leader whose lifestyle did not change even after becoming the Chief Minister. She still follows her simple lifestyle despite being the leader of 10 crore people residing in Bengal, he said.

He lashed out at the Opposition and accused them of trying to tarnish the image of Mamata Banerjee. He said that this was actually an insult to the common people.

Abhishek said that the opportunistic alliance of the Opposition must be defeated. He called upon the audience, who had turned up in large numbers, to extend their support to Didi in the upcoming elections.

 

দিদির বিরুদ্ধে অপপ্রচার সাধারণ মানুষের অপমান:অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০শে মার্চ ছিল তৃণমূল কংগ্রেসের প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় একটি পদযাত্রা করেন এবং একইদিনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দু’টি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি করেন বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের পাড়িহাটিতে। দ্বিতীয় সভাটি করেছেন নয়াগ্রামে।

এদিন তিনি বলেন, “দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর জীবনযাত্রার কোনরকম পরিবর্তন ঘটেনি। বাংলার দশ কোটি মানুষের নেত্রী হওয়া সত্ত্বেও এখনও তিনি তাঁর সহজ-সরল জীবনযাত্রা অনুসরণ করে চলেছেন”।

তিনি বিরোধীদের কঠিন সমালোচনা করে বলেন তাদের লক্ষ্য কুৎসা ও অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা। তিনি বলেন এগুলো আসলে সাধারণ মানুষকে অপমান করা।

এদিন অভিষেক বলেন, “বিরোধীদের সুবিধাবাদী জোট অবশ্যই পরাজিত হবে”। এই সরকারের সাফল্যের সব থেকে বড় নজির ‘জঙ্গলমহলের হাসি’। তিনি সকলকে আহবান জানান, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য।

bengal leads

New strides in urban development

The urban development department of the Trinamool-led West Bengal Government has achieved new milestones over the last four years.

From beautification of cities to conceptualising of new ‘theme cities’, better citizen services to increased infrastructure, the department has made great strides.

Here are some achievements of the urban development department:

  • Operationalisation of Parama Island – Park Circus Flyover named ‘Ma’.
  • Operationalisation of Jai Hind (Dhapa) and Garden Reach Water Supply Schemes.
  • Formulation of Township Policy based on the West Bengal Town & Country (Planning & development) Act 1979 and West Bengal Town & Country Planning (Development of Township Projects) Rules, 2008.
  • Creation of Gangasagar Bakkhali Development Authority (in 2013), Furfura Sharif Development Authority (in 2015) & Tarapith Rampurhat Development Authority (in 2015).
  • Amendment of the West Bengal Town and Country (Planning and Development ) Act, 1979 for formation of Eco – Tourism Board.
  • Construction of house for urban poor under BSUP (Basic Services to the Urban Poor) has increased from 47,956 during 2007-2011 to 55,589 during 2011-2015.
  • Commissioning of new Water Supply Scheme has increased from 62 during 2007-2011 to 73 during 2011-2015.
  • Amount of Plan Expenditure out of State Budget has increased from Rs 3209.65 crore during 2007-2011 to Rs 5473.57 crore during 2011-2015.
  • Construction of Gitanjali Stadium , up-gradation and renovation of Nazrul Mancha.
  • Construction of Eco Tourism Park – Prakriti Tirtha at NewTown, Mandela Park at Burdwan, Eco Park at Dumurjala Lake area.
  • Construction of Rabindra Tirtha, Nazrul Tirtha, Mothers Wax Museum, Kolkata International Convention Centre (under construction) at Newtown Kolkata Planning area.
  • Beautification work of Elevated walkways at Milleneum park, Baishnabghata-Patuli Water Bodies – Benubanochaya, Howrah River Front, Rejuvenation /Development of Rabindra Sarobar Phase-I.

 

নগরোন্নয়নে নতুন দিশা দেখালো তৃণমূল 

গত চার বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে নগর উন্নয়ন ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে।

রাস্তার সৌন্দর্যায়ন থেকে, নতুন থিম সিটি, জনপরিষেবা থেকে শুরু করে নতুন পরিকাঠামো সব কিছুতেই এই দপ্তর অনেক এগিয়ে।

পুর ও নগরোন্নয়ন দপ্তরের কিছু কৃতিত্ব:

  • কলকাতায় ই এম বাইপাস সংলগ্ন এলাকা থেকে পার্ক সার্কাস পর্যন্ত  নতুন ‘মা’ উড়ালপুল তৈরি হয়েছে।
  • ধাপা সংলগ্ন এলাকায় জয়হিন্দ প্রকল্প, গার্ডেনরিচ জল প্রকল্প চালু হয়েছে।
  • রাজ্য সরকার নতুন টাউনশিপ নীতি প্রণয়ন হয়েছে।
  • ২০১৩ সালে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ, ২০১৫ সালে ফুরফুরাশরিফ উন্নয়ন পর্ষদ ও তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছে।
  • ইকো ট্যুরিজম বোর্ড গঠন করার জন্য ওয়েস্ট বেঙ্গল টাউন এবং কান্ট্রি অ্যাক্ট ১৯৭৯ সংশোধন করা হয়েছে।
  • ২০০৭-১১ সালে শহরের গরীব মানুষদের জন্য ৪৭,৯৫৬ টি গৃহ নির্মাণ হয়েছিল, সেই সংখ্যাটি ২০১১-১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৫৮৯।
  • ২০০৭-২০১১ সালে নতুন জল সরবরাহ প্রকল্পের সংখ্যা ছিল ৬২, ২০১১-১৫ সালে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩।
  • ২০০৭-২০১১ সালে পরিকল্পিত ব্যয় ছিল ৩২০৯.৬৫ কোটি এবং ২০১১-১৫ সালে এর পরিমাণ ৫৪৭৩.৫৭ কোটি টাকা।
  • গীতাঞ্জলি স্টেডিয়াম তৈরি হয়েছে। নজরুল মঞ্চ পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে।
  • রাজারহাটে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়া নিউটাউনে প্রকৃতি তীর্থ, বর্ধমানে ম্যাণ্ডেলা পার্ক, ডুমুরজলা লেক এলাকায় ইকো পার্ক তৈরি হয়েছে।
  • রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, মাদারস ওয়াক্স মিউজিয়াম, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি হয়েছে নিউটাউন এলাকায়।
  • মিলেনিয়াম পার্ক, বৈষ্ণবঘাটা-পাটুলি তে বেনুবনছায়া, হাওড়ায় গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন থেকে রবীন্দ্র সরোবর লেকের উন্নয়ন ও সংস্করণ সব কিছুই করা হয়েছে তৃণমূল সরকারের আমলে।

Mamata Banerjee wins hearts during her Bhawanipore padayatra

Mamata Banerjee participated in a padyatra in south Kolkata’s Bhawanipore Assembly constituency today. The padyatra, which started from Ballygunge Phari at 4 PM, criss-crossed through Lansdowne, Bhawanipore before terminating at Hazra.

Thousands of people walked with the firebrand leader, along with senior party leaders. Common people also waited eagerly along the route to catch a glimpse of the Trinamool Chairperson.

Over the last few days, she has led six such processions across the State, and the people have responded enthusiastically to them.

So far the Chairperson has addressed 11 workers’ meetings in north and south Bengal. She will campaign in Jangalmahal after Holi festivities.

 

আজ ভবানীপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বিকেল ৪টায় শুরু হয়ে, ল্যান্সডাউন এবং ভবানীপুর হয়ে পদযাত্রাটি শেষ হয় হাজরাতে।

দলনেত্রীর সাথে আজ মিছিলে হেঁটেছেন দলের বহু নেতা এবং সাধারণ কর্মীবৃন্দ। পা মিলিয়েছেন সাধারণ মানুষও। মোড়ে মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য ছিল উপচে পরা ভিড়।

গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি মিছিল ও পদযাত্রা করেছেন এবং প্রত্যেকটিতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছেন তিনি।

গত ১৩ই মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে উত্তরবঙ্গেও তিনি কয়েকটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ যোগদান করেছে এইসব মিছিলে।

ইতিমধ্যেই  ১১টি প্রচার সভা করেছেন তৃণমূল নেত্রী। হোলির পর তিনি জঙ্গলমহলে প্রচারে যাবেন।

Sea of humanity at Mamata Banerjee’s padyatra in Howrah

Mamata Banerjee’s padyatra from Shalimar to Pilkhana in Salkia (Howrah district) today turned into a sea of humanity as thousands of supporters and common people walked with the Trinamool Chairperson.

Over the last few days, she has led five such processions across the State, and the people have responded enthusiastically to them.

So far the Chairperson has addressed 11 workers’ meetings in north and south Bengal and participated in almost half-a-dozen padyatras.

 

হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনপ্লাবন

আজ বিকেলে হাওড়ায় একটি পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শালিমার ৩ নং গেট থেকে শালকিয়ার পিলখানা মোড় পর্যন্ত এই পদযাত্রা হয়।

গত কয়েকদিন ধরে তিনি বেশ কয়েকটি মিছিল ও পদযাত্রা করেছেন নির্বাচনী প্রচারের জন্য এবং প্রত্যেকটিতে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া পাওয়া গেছে।

গত ১৩ই মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে উত্তরবঙ্গেও তিনি কয়েকটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ যোগদান করেছে এইসব মিছিলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সারা রাজ্যজুড়ে। তৃণমূল নেত্রীর মিছিলে মানুষের সমাবেশ ও জমায়েতই তার প্রমাণ।