#Nov8BlackDay Trinamool to observe ‘Black Day’ to mark DeMonetisation anniversary

Today, on the occasion of the first anniversary of the announcement of demonetisation, the Trinamool Congress Government would be organising ‘Black Day’ or ‘Kaala Dibas’ through a series of protest marches from 2 to 3 pm in Kolkata as well as in all the districts.

In Kolkata, the marches would take place in Sealdah, Dharmatala, Hazra, Jadavpur, Behala, Garia and other places.

Also, till December 15, Trinamool will organise mass-contact programmes across the state.

Demonetisation has been a disaster for the country. Lakhs of people, more in the informal sector, lost their jobs, and tragically, more than 120 people were killed while standing in queues outside banks, trying to exchange demonetised currency or withdraw money in the newly-introduced currency.

 

নোট বাতিলের বর্ষপূর্তি-কালা দিবসে তৃণমূল কংগ্রেসের কর্মসূচী

৮ই নভেম্বর ২০১৬ সালে হঠকারী ভাবে সন্ধ্যাবেলা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট বাতিল করা হল।কারণ হিসেবে বলা হয়, এই নোট বাতিলের ফলে দেশে আর কোনও কালো টাকা থাকবে না, হবে না কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।

আজ সেই সিদ্ধান্তের বর্ষপূর্তিতে এসে দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল হওয়া নোটের ৯৯শতাংশ ফেরত পেয়েছে, কিন্তু, ধরা পরেনি কোনও কালো টাকা। সন্ত্রাসবাদী কার্যকলাপ এখনও পুরোমাত্রায় চলছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বীভৎস ভাবে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে প্রচুর পরিমানে। অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ছোট ব্যাবসায়ী আজ চূড়ান্ত দৈন্যদশায় জীবন নির্বাহ করছে।

২০১৬–র ৮ নভেম্বর নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার এক ঘণ্টার মধ্যে প্রথম প্রতিক্রিয়া দিয়ে দেশের মধ্যে প্রথম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নোট বাতিলের বর্ষপূর্তিকে দেশের কালা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে। মিছিলে অংশ নেওয়া প্রতি কর্মী সমর্থক কালো পতাকা হাতে নেবেন। স্লোগান দেবেন যে, নোটবাতিল দেশের সব থেকে বড় দুর্নীতি।

উত্তর কলকাতার মিছিলের নেতৃত্ব দেবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে হাজরা, শিয়ালদহ, ধর্মতলা, যাদবপুর, বেহালা, গড়িয়া ও অন্যান্য জায়গায়। কলকাতার দক্ষিনে যে মিছিল হবে, তার নেতৃত্ব দেবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। এই মিছিল হবে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত।

এছাড়া, মুখ্যমন্ত্রীর আহ্বানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কর্মী সমর্থকরা তাদের ডিসপ্লে ফটো কালো করে রাখবেন আজ।

আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য ব্যাপী জনসংযোগ কর্মসূচী পালন করবে তৃণমূল।

Congress-CPI(M) alliance is one of opportunism: Didi

Hitting out at erstwhile Congress-led UPA regime over the 2G and coal scams, West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday said while the Congress was harping on Saradha scam in the current Assembly poll campaign, it kept mum on the ‘scams’ that took place during UPA tenure.

She was addressing a massive rally at Serampore. Later in the day she also held rallies at Maheshtala and Behala.

“They are talking about corruption and Saradha scam. But what about the extent of corruption during their time (UPA’s tenure)! Of Coal gate scam and 2G scam! They should not talk much,” she added.

“For the entire five years, you won’t find them when you need them (Congress). They will come only during elections They are (migratory) birds who come only during elections,” the Trinamool Chairperson said.

She also highlighted the development work done by the Trinamool government in the last four and a half years.

Slamming the opposition, Didi said “Law & Order is basically a State subject; the Centre is interfering in the federal structure. The BJP govt is only indulging in terror and slander. The CPI(M) and the Congress have ganged up; they have become one entity. They have betrayed all, they are cowards, they cannot utter the truth. They cannot fight separately, so CPI(M)-Congress-BJP-ABP have teamed up together. They fight in Kerala but are friends in Bengal.”

Didi added, “The leaders from Delhi come here during elections like birds in spring, with nothing but empty promises. The BJP incites Hindus, Cong incites Muslims, and the CPM incites everyone, they are two faced.”

 

সিপিএম-কংগ্রেসের জোট সুবিধাবাদী: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলীর শ্রীরামপুরে এবং দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা এবং বেহালায় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথমেই তিনি বলেন নির্বাচনের সময় কম করা উচিত, উন্নয়নের কাজ যাতে থেমে না যায় সেটা ভাবা উচিত। এত দীর্ঘ নির্বাচন হলে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়।

প্রত্যেকটি জনসভা থেকেই তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে দিল্লি। বিজেপির সরকার শুধু সন্ত্রাস করছে, কুৎসা করছে। একা লড়তে পারে না তাই সিপিএম-কংগ্রেস-বিজেপি-এবিপি জোট করেছে। ওদের ওই জোট নিষ্কর্মা, হযবরল। ৫৫০০০ কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম। সেই সব ভুলে গিয়ে আজ কংগ্রেস সেই দুর্নীতিবাজদের সঙ্গেই জোট করেছে। ওরা সব বিশ্বাসঘাতক, কাপুরুষের দল, সত্যি কথা বলতে ভয় পায়।

কংগ্রেস-সিপিএম জোটকে কটাক্ষ করে তিনি বলেন, কেরালায় ওরা চুলোচুলি করছে আর বাংলায় দোলাদুলি করছে। ওরা আগে বলত মার্ক্সবাদ এখন বলে মার্ক্স বাদ।

দুই লক্ষ কোটি টাকার দেনা রেখে গেছে সিপিএম। তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস কেন দিয়ে ছিল সিপিএমকে টাকা? ওরা ঋণ না দিলে আজ আমাদের এত সমস্যায় পরতে হত না। ওই পাপীদের পাপের বোঝা আমরা এখনও শোধ করছি। ৫ বছরে আমাদের আয় হল ১,৫৩০০০ কোটি টাকা তার মধ্যে ১,৪০০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র। ৪ বছর আগে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা পায়নি তৃণমূল কংগ্রেস।

দিদি বলেন, দুর্নীতিগ্রস্তরাই আজ দুর্নীতির কথা বলছে। কংগ্রেসের ২১০০ কোটি টাকার উৎস অজানা, বিজেপির ২২০০ কোটি টাকার উৎস অজানা, সিপিএমের ২০০০ কোটি টাকা অজানা উৎস। বিরোধীদের এদিন বসন্তের কোকিল বলে কটাক্ষ করে তিনি বলেন, ওরা শুধু নির্বাচনের সময় বাংলায় আসে, দরকারের সময় ওদের পাওয়া যায় না। বাংলার কোন উন্নয়ন চোখে ওরা দেখতে পায় না। ১৯শে মে কুৎসার জবাব দেবে ব্যালট বক্স।

তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন আজ কংগ্রেস আজ সাধু হয়ে গেছে। তিনি প্রশ্ন করেন ২ জি কেলেঙ্কারি কার আমলে হয়েছে?কয়লা কেলেঙ্কারি কার আমলে হয়েছে?

তিনি বলেন, ‘আমি কাউকে ভয় পাই না, জীবনটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। আমি সাধারণ মানুষের চেয়ারে বসে কাজ করি, সাধারণ মানুষের জন্য কাজ করাই আমার কাজ। ১৯শে মে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার শপথ নেবে”।

সবশেষে তিনি চ্যালেঞ্জ করে বলেন কাজ-সভ্যতা-সংস্কৃতি-উন্নতি-প্রগতি দিয়ে বিচার হলে গত ৪ বছরে বাংলা যা কাজ করেছে কেউ তা করতে পারে নি।

New booster pumping station to solve Behala’s water issues

With the inauguration of a booster pumping station at Behala Flying Club, Kolkata, yesterday, many a water problem in Behala has now been solved.

The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government has been able to tackle water issues all over the State. This is the beginning of yet another success story.

The project was inaugurated by Education and Parliamentary Affairs Minister, Partha Chatterjee. He also announced the setting up of a polytechnic college and a B Ed college in Behala.

Filtered water from this pumping station in Behala’s ward number 131 would also be piped to areas of Joka. For this purpose, Rs 5 crore would be invested to lay underground pipelines.

 

বেহালাকে পানীয় জল সমস্যামুক্ত করতে চালু হল নতুন বুস্টার পাম্পিং স্টেশন

দক্ষিণ কলকাতার মানুষের জলের চাহিদা মেটাতে চালু হল বুস্টার পাম্পিং স্টেশন। ইতিমধ্যেই রাজ্যের সব জায়গায় জল সমস্যা মেটানোর জন্যও বেশ কিছু উদ্যোগ নিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। এটি আর একটি প্রয়াস।

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার বেহালা ফ্লায়িং ক্লাব বুস্টার পাম্পিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বেহালায় একটি পলিটেকনিক ও বিএড কলেজ করার কথাও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

ইতিমধ্যেই কলকাতার আরও অনেক জায়গায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বেহালায় শুরু হওয়া এই বুস্টার পাম্পিং স্টেশন সেই উন্নয়নের ধারাবাহিক পদক্ষেপ।

এই বুস্টার পাম্পিং স্টেশনের আংশিক ভূগর্ভস্থ জলধারণ ক্ষমতা ২,৮৫,০০০ লিটার। নতুন এই বুস্টার পাম্পিং স্টেশন চালু হওয়ায় উপকৃত হবেন বেহালার ১১৩ নং ওয়ার্ডের কিছু নাগরিক সহ জোকার কিছু এলাকা। এই প্রকল্পের জন্য ৫ কোটি টাকা খরচ করে মাটির নীচে পাইপ লাইন বসানো হবে।

Four new police stations on the anvil in Kolkata

A week after the state gave its go-ahead to four women police stations in Kolkata, the Home department has sent the proposal to create four more regular police stations to the finance department for the latter’s approval.

A proposal to extend the Kolkata Police jurisdiction in some other areas of South 24-Parganas is also under active consideration and Garia is likely to come under Kolkata Police jurisdiction.

Now, only four police stations occupy areas equal or above 10 square kilometres. These are Haridevpur, Parnasree, North Port and Pragati Maidan police stations.

Arrangements are being made for four more police stations, South Behala, Barisha, Rajdanga and Golf Green. While these police stations will be covering the added areas, there is a separate proposal to add four more police stations in the Kolkata core area.

I am confident people will vote for us: Mamata Banerjee

Trinamool Chairperson Ms Mamata Banerjee addressed a second campaign rally at Behala today.  She stated that when a party forms a government, the government should run as a separate entity, not controlled by the party. But this is not what is happening with the BJP at the Centre. It is spreading terror and indulging in divisive politics. But the people of Bengal will remain united.

Ms Mamata Banerjee stated that due to the delay in receiving funds from the Centre, the Metro Railway project is stuck. She said that will take up this issue strongly with the Centre to ensure the proper flow of funds for a timely completion of the project.

Since development is the primary agenda of KMC, it is overcoming all barriers and coordinating with the other agencies to carry out its work. The Left-run KMC board had no vision, but this board, through dint of sheer hard work, has done a lot of development work in just three-and-a-half years.

While the CBI is treated like a God by the Opposition, the Chairperson reminded the people there are many cases still pending with the CBI, like the Tapashi Mallick murder case – her parents are still awaiting justice. Trinamool won’t back out because of being threatened through the CBI, the ED, the I-T Department or any other central agency.

We are number one in the 100-days work scheme, and have introduced a number welfare schemes like Kanyashree, fair price medicine shops, etc.

The Chairperson ended her speech by urging the people to vote for Trinamool so that the wave of development continues unabated in Kolkata.

Highlights of her speech: