Bengal Govt to give ektaras to bauls participating in I-Day parade

For the first time, the State Government has decided to give ektaras to the bauls taking part in the Independence Day parade on Red Road.

The Government’s Lok Prasar Prakalpa, a dream project of Chief Minister Mamata Banerjee for uplifting folk artistes, has been highly successful in bringing the traditional music and culture of Bengal to the forefront. Under the project, around 2 lakh folk artistes are being benefitted. The ‘prakalpa’ or scheme has helped in saving many folk art forms from extinction.

Folk artistes who have been benefitted by the Lok Prasar Prakalpa also include a large number of bauls, more than 30 of whom will be participating in the Red Road parade this year. Ektara, a one-stringed instrument, is the traditional instrument of bauls.

According to a senior State Government official, the participating bauls will be provided not only with ektaras, but also attires, and both of similar designs. The dresses will be made keeping in mind the tradition and culture of bauls.

Besides performances by folk artistes, the Independence Day parade will see tableaus of different departments.

Source: Millennium Post

Bengal CM lays foundation stone for Baul Academy in Birbhum

Bauls, the mystic minstrels of Bengal, will now have an academy at Kenduli in Birbhum. Chief minister Mamata Banerjee today laid the foundation stone of the upcoming Baul academy at the onset of the Joydeb Mela.

The academy will be named after Joydeb, the 13th-century poet who penned ‘Geet Govinda’ from his ancestral home at Kenduli.

Speaking on the occasion, the Chief Minister said: “A visit to Birbhum is incomplete without meeting the Bauls and listening to them play the ektara. Baul songs help in shaping our lives. With just an ektara they create such soulful music.”

“We have to develop the Baul Academy into a world-class exhibition centre where people from across the world will come,” she added.

The Chief Minister also said, “We have started Lok Prasar Prakalpa for our folk artistes. 80,000 artistes have been registered under the scheme. We request local clubs to give opportunity to local artistes to perform.”

কেন্দুলিতেবাউল লোক উ९সবেরসূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ বাউল ও লোক উ९সব ২০১৭ র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জয়দেব মেলা থেকে বাউল অ্যাকাডেমির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

জুন মাসে এই অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর কাজ শুরু হয়ে গেছে। অ্যাকাডেমির নামকরণ হবে ত্রয়োদশ শতকের কবি জয়দেবের নামে।

অজয় নদীর তীরে কেন্দুলিতে জয়দেবের মন্দিরে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়, প্রতি বছর বাউলরা এখানে মিলিত হয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করে।

বাউল ও ফকিরদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করেন। সমগ্র রাজ্যে এই মেলা খুব জনপ্রিয়। রাজ্যের সব জায়গা থেকে বাউলরা আসেন এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • এটা পৌষ মাস। নতুন ধান ঘরে তোলার সময়
  • বছরের এই সময় পিঠে উ९সব, পায়েস উ९সব, বাউল উ९সব হয় সারা বাংলা জুড়ে
  • নবান্ন থেকে হোলি, ক্রিসমাস থেকে দুর্গা পুজো সব উ९সব বাংলায় পালিত হয়
  • বাউলদের একতারার গান না শুনলে, তাদের সঙ্গে দেখা না করলে বীরভূম সফর সম্পূর্ণ হয় না
  • আজ আমরা বাউল অ্যাকাডেমির শিলান্যাস করলাম
  • বাউল গান আমাদের মাটির গান। শুধুমাত্র একতারার মাধ্যমে তারা এত সুন্দর সুর সৃষ্টি করে
  • বাউল অ্যাকাডেমিকে বিশ্বমানের প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে সারা বিশ্বের মানুষ আসতে পারবেন
  • বীরভূমে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে। বীরভূমের জঙ্গলে আমরা ইকো-ট্যুরিজম প্রকল্প শুরু করব
  • বীরভূমে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ। ওই আদলে আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করব
  • লোক শিল্পীদের জন্য আমরা লোক প্রসার প্রকল্প শুরু করেছি। ৮০০০০ লোক শিল্পী এই প্রকল্পের আওতায় আছেন
  • আমি লোকাল ক্লাবগুলিকে অনুরোধ করেছি লোকাল শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য

 

 

Baul Festival at Kenduli every year: WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present at the Baul and Folk Festival at Kenduli in Birbhum District.

With the assistance of the State Government, over one thousand Baul singers under the State Lokprasar Prakalpa will perform in a chorus today.

The biggest attraction of Kenduli’s Joydev Mela is that it features tradition folk culture with performances mainly by the Baul community. The Mela has been promoted nationally and internationally by the State Tourism Department.

Incidentally, Bauls of Bengal – an integral part of the heritage of the State – will be showcased by the State Government at the Republic Day parade at Rajpath in New Delhi this time.

 

Highlights of her speech:

  • Birbhum is the land of bauls, who have for times immemorial spread the tune of peace and serenity
  • We will redevelop the two temples dedicated to Jaydev, who was born in 1143, I have instructed the DM about the same
  • Rs 2.5 crore is being sanctioned for the redevelopment
  • 42,000 artists in Birbhum district are now getting Rs 1000 per month
  • 18,000 more would start getting the same soon
  • We are setting up a Baul Academy at Kenduli, to be named ‘Jaydeb’
  • We are setting up an eco-tourism park in Bolpur, which I have named Rangabitan (from ‘the words ‘rangamati’ and ‘Geetabitan)
  • We are setting up an industrial township in Panagarh in Bardhaman district
  • Agriculture and industry are like siblings. We must give importance to both
  • ‘Amra cholbo notun kore, Bangla gorbo notun kore.’ (We will march on a new path, create a new, progressive Bengal)
  • Why didn’t they do Mati Utsav for farmers? We started it in 2012 and the UN also joined in 2014
  • We are going to inaugurate ‘Mati Tirtha’ tomorrow. It will be a permanent structure for farmers
  • I promise to come here for Joydev Mela every year. We will hold a Baul Utsav here during this time

 

 

Photo courtesy: Anurag Mallick

 

প্রতি বছর কেন্দুলিতে হবে বাউল উ९সব : মুখ্যমন্ত্রী 

আজ বীরভূমে কেন্দুলির ‘বাউল ও লোক উ९সব ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের সহায়তায় লোকপ্রসার শিল্পের অন্তর্গত এক হাজার বাউল বাউল আজ এখানে সমবেত সঙ্গীত পরিবেশন করবেন।

জয়দেবের কেন্দুলি মেলার সবচেয়ে বড় আকর্ষণ হল লোক সংস্কৃতি এবং বাউলদের অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই মেলার প্রসার ঘটিয়েছে রাজ্য পর্যটন বিভাগ।

ঘটনাচক্রে, এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাজবে বাংলার ঐতিহ্যবাহী বাউলের সুর।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • এটি একটি সংস্কৃতির মেলা হিসেবে পরিচিত
  • আমরা জয়দেবের এই মন্দিরের সংস্কার করব
  • “লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে”
  • একতারা আমার জীবনের লক্ষ্য
  • শিল্পীর কোনও জাত হয়না, শিল্পী সার্বজনীন
  • বোলপুরে ‘রাঙাবিতান’ নামে একটি ইকো ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে
  • পানাগড়ে একটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হচ্ছে
  • কৃষি এবং শিল্প ভাইবোন, তাদের একসঙ্গে নিয়েই আমাদের কাজ করতে হবে
  • এবার থেকে প্রতি বছর জয়দেব মেলায় বাউলদের নিয়ে একটি উতসব করা হবে
  • আগামীকাল আমরা ‘মাটি তীর্থ’ উদ্বোধন করব
  • ৪২০০০ শিল্পীকে এখন থেকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে
  • “আমরা চলব নতুন করে, বাংলা গড়ব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে, বাংলা জাগবে নতুন বাউলের সুরে”

Bengal to showcase Bauls at Republic Day parade in Delhi

Bauls of Bengal – an integral part of the heritage of the State – will be showcased by the State Government at the Republic Day parade at Rajpath in New Delhi this time.

This time, the State Government has decided to display Baul culture – and through it the Lok Prasar Prakalpa – to showcase the empowerment of folk artists. Launched by the State information and cultural affairs department, the scheme has presently enrolled 55,000 folk artists under it and another 5,000 are expected to be included by March.

Under the scheme, State Government provides a monthly retainer fee or pension (for artists aged above 60 years) of Rs 1,000 and allowance of Rs 1,000 per performance. State Government wants to ensure that each artist gets a chance to get four performances each month.

A team of 34 Bauls led by renowned singer Soumen Biswas of Murshidabad would perform at the tableau. The Bauls are a group of mystic minstrels from Bengal and constitute both a syncretic religious sect and a musical tradition.

Designed by the Chief Minister herself, the tableau would portray rural Bengal with a model of village including Bishnupur temple and terracotta statues. All kinds of folk music and dance are being promoted by the state government so much so that the annual Biswa Bangla Lok Sanskriti Utsav (Folk Culture Festival) has been started from this year onwards.

The programme was recently held on a floating stage at Lal Dighi near Writers’ Building recently. In 2014, Bengal bagged the best tableau award for Chhau dance of Purulia, which is a popular genre of Indian tribal martial dance.

In 2013, Bengal’s theme was Basanta Utsav of Shantiniketan and in 2012 it was the 150th birth anniversary of Swami Vivekananda.

Meanwhile, the Republic Day celebrations at Red Road would witness tableaux of the departments of panchayat and rural development and micro small medium enterprises and West Bengal Industrial Development Corporation under commerce and industries.

 

Image courtesy Caravan Magazine

 

বাংলার বাউল এবার দিল্লীর দরবারে

এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাজবে বাংলার বাউলের সুর।

এবছর রাজ্যের ট্যাবলো সাজছে লোকপ্রসার প্রকল্প আর বাউলের সাজে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তথ্য অনুযায়ী ৫৫ হাজার লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং আরও ৫০০০ শিল্পীকে মার্চের মধ্যে এই প্রকল্পের আওতায় আনা হবে।

এই প্রকল্পের আওতায় লোকশিল্পীদের ১০০০ টাকা করে পেনশন দেবে রাজ্য সরকার। প্রত্যেককে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুবিধে দেবে রাজ্য সরকার।

মুর্শিদাবাদের সেরা বাউল শিল্পী সৌমেন বিশ্বাসের নেতৃত্বে ২৪ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এই ট্যাবলোয়।

ট্যাবলোর নকশা  তৈরি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিষ্ণুপুরের টেরাকোটা মূর্তির আদলে ট্যাবলো তৈরি হচ্ছে। সাথে থাকবে নানা ধরনের লোকসঙ্গীত ও লোকনৃত্য।

কিছুদিন আগেই মহাকরণের কাছে লাল দীঘিতে একটি ভাসমান মঞ্চের ওপর একটি অনুষ্ঠান হয়েছিল। ২০১৪ সালে দিল্লীর কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ নৃত্যের ধাঁচে তৈরি ট্যাবলোটি হয়েছিল সেরা।

২০১৩ সালে বাংলার থিম ছিল শান্তিনিকেতনের বসন্ত উৎসব এবং ২০১২ তে ছিল স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী।

রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করছে পঞ্চায়েত, সমাজকল্যাণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, শিল্প এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম দপ্তর। প্রতিটি দপ্তর বাঙ্গালার উন্নয়নের ধারাকে তুলে ধরবে।

Another international acclaim: Bengal Rural Crafts Hub selected by UNESCO for Paris festival

Rural Craft Hub of Bengal, which is run by the Micro Small & Medium Enterprises & Textiles Department of our State, has received the rare honour of being selected by UNESCO Headquarters to showcase their artistes in Paris on 28th July, 2015.

West Bengal Chief Minister Ms Mamata Banerjee shared this good news on her Facebook and Twitter pages.

She  said that one each artisan of the hub – Patachitra from Pingla, Sitalpati from Coochbehar, Wooden Mask from Kushmundi, Teracota from Panchmura, Dokra from Bikna – along with baul and chau team will be visiting France to represent India at the prestigious Gannat festival during July 7-26, 2015.

A special event has been planned at Paris Plage and at UNESCO Headquarters on 28th July 2015.

“Our efforts to spread rural crafts of Bengal across boundaries continue to get yet another international acclaim. My best wishes to all of them,” she wrote.