Nusrat Jahan speaks on the demand for construction of Kendriya Vidyalaya in her constituency

FULL TRANSCRIPT

Good afternoon, Speaker Sir. This is my first speech in the Parliament. Sir, thank you so much for giving me this opportunity to raise a matter of urgent public importance. There has been a long standing demand to construct and start a Kendriya Vidyalaya within my Basirhat Parliamentary Constituency. There is no doubt that the Kendriya Vidyalayas are playing a pivotal role in imparting quality education in the country with uniform curriculum. And the performance of these schools are really appreciable.

Sir, I would request the Government to kindly expedite the setting up of a Kendriya Vidyalaya in my Basirhat Parliamentary Constituency of West Bengal.

Sir, Basirhat is in the border area where central employees are on vigil all through, 24X7. Moreover there are thousands of ex-servicemen and their families residing in and around Basirhat. Sir, within the 60 km radius there is no Kendriya Vidyalaya. The entire part of my constituency is backward with 86.81% of rural people and 13.19% of urban population. The Scheduled Caste and Scheduled Tribe ratio is 25.34% and 6.56% respectively and people residing here cannot afford to send their children to private schools because of their minimal income. 

Sir, I would really request the government to kindly expedite the setting up of a Kendriya Vidyalaya and start the session from the next academic year. It’s of utmost importance.

Thank you, Sir.

 

Basirhat will become a new district soon: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for a slew of projects for North 24 Parganas district. She also addressed a public meeting at Haroa.

The CM said that Basirhat would soon become a new district. She highlighted that communal harmony was Bengal’s culture and attempts to create divisions among people will not be tolerated.

 

Highlights of the Chief Minister’s speech:

  • This region is river-centric. People have to travel long distances to reach district headquarters. We have decided to create a separate district in Basirhat. Another new district will be set up in Sundarbans.
  • Some people question me why I work for minorities, why I work for Dalits, why I work for backward classes, why I work for the poor, why I work for the common people. It is my responsibility and duty to work for people. We never discriminate between people.
  • It is our pride that everyone lives in harmony in Bengal. ‘Sarva Dharma Samannay’ is our motto. Riots are not our culture.
  • I saw a tweet that Narendra Modi stopped his speech at an election rally during azaan. That is good. But why does his party create a divide between Hindus and Muslims? Why this tokenism only during polls?
  • This government is giving diktats on what to eat, or what to wear. A government must work for all. I participate in Durga Puja as well as Eid or Christmas. Why should I not? I also participate in Gurpurab.
  • Ramakrishna Paramhansa had said ‘joto mot, toto poth’. Swami Vivekananda had visited muslim households. Should we follow Swami Ji or their (BJP) version of Hinduism? We will follow the path shown by our icons like Tagore, Nazrul, Netaji, Swami Ji. Not their divisive politics.
  • They are in power for four years. What have they done? How much black money has been recovered from abroad? Instead, there is flight of capital from the country because of the Centre’s policies.
  • We give free books, uniforms, bags, shoes to primary students. We have Sikshashree scholarship for SC/ST students. We have Kanyashree for girl students. We have distributed 70,000 ‘Sabuj Sathi’ cycles to students of Classes IX-XII. We have set up 17 new universities, 5 more are being set up.
  • Roads, bridges, Kisan Mandis, ITIs, polytechnic colleges – we are creating new infrastructure. Although the Centre is not sending us funds, we are still working for people.
  • We have started Jaladhara scheme for renovation of jetties and ferries. We have Gatidhara scheme for road transport and Jaladhara for water transport. We provided identity cards to fishermen.
  • We have given land pattas to 3 lakh people. We have waived all tax on agricultural land. We have allotted Rs 268 crore fund for giving pension after Centre stopped giving funds. They have stopped sending funds to Bengal because we dared to protest against their anti-people decisions.
  • Eight crore people receive Rs 2/kg rice and wheat. Healthcare is free in hospitals. Fair price medicine shops and diagnostic centres offer services at a very low cost. We have the Samabyathi scheme to provide financial assistance to poor people for cremation/burial of their near and dear ones.
  • We have expanded the medical insurance scheme and included ASHA workers, contractual workers, municipal workers, civic volunteers, self-help groups also. Even panchayat workers have been included.
  • We have inherited a huge legacy of debt. We have to pay an instalment of Rs 40,000 crore every year. Despite that we are running all schemes. Our actions speak louder than words. Match our performance and then talk about cutting my nose.
  • I will continue to serve people as long as I am alive. I will never bow down before divisive forces. I urge you all to be careful and prevent any attempts to create communal tension. Members of both Hindu and Muslim communities lose their lives and property in riots.
  • We may not be a rich party, but we are always with the people. We have created 81 lakh employment in six years and 100 crore man-days.
  • We are not against Aadhaar cards. But why link them to bank accounts? We have heard of cases of bank frauds using Aadhaar. Will the Centre guarantee the safety of our bank accounts? I have also said I will not link my mobile with Aadhaar.
  • They want to control everything. They cannot silence me by coercion.

 

বসিরহাট নতুন জেলা হবেঃ মুখ্যমন্ত্রী

 

আজ উত্তর ২৪ পরগনার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাড়োয়ায় একটি জনসভা করেন তিনি।

এদিন তিনি জানান খুব শীঘ্রই বসিরহাট নতুন জেলা হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার সংস্কৃতি। কেউ যদি বিভেদের রাজনীতি করে তাহলে তা বরদাস্ত করা হবে না।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • এই অঞ্চলটি নদীমাতৃক। আগে মানুষকে অনেক দূর যেতে হত সরকারি কাজের জন্য। তাই আমরা বসিরহাট নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে মানুষের কাজের অনেক সুবিধা হবে।
  • কেউ কেউ প্রশ্ন করে কেন আমি তপশিলিদের পক্ষে, কেন আমি দলিতদের পক্ষে, কেন আমি সাধারণ মানুষের পক্ষে। সাধারণ মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব, আমার নৈতিক কর্তব্য। আমরা কখনো মানুষে মানুষে ভেদাভেদ করি না।
  • সবাইকে নিয়ে চলতে হবে, সবাই মিলেই একটা পরিবার হয়। আমাদের লক্ষ্য সর্ব ধর্ম সমন্বয়। আমাদের কাজ দাঙ্গা লাগানো নয়, শান্তি রক্ষা করা।
  • আমি সেদিন একটা টুইটে দেখলাম প্রধানমন্ত্রী আজানের সময় বক্তৃতা বন্ধ করে দিয়েছিলেন। এটা খুব ভালো। নির্বাচনের সময় বলে এটা করতে পারেন আর অন্য সময় হিন্দু-মুসলিম আলাদা করেন। কেন এই চালাকি?
  • কে কি খাবে? কি পড়বে এই সরকার সেটা ঠিক করে দেব। সরকার প্রকৃত অর্থে জনগণের কথা বলে। আমি দুর্গা পুজো, বড়দিন, গুরু পরব সবেতেই আমি যাই। কেন যাব না?
  • রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ মুসলিমদের বাড়ি যেতেন। আমি আমাদের মনিষীদের কথা অনুসরণ করে চলি।
  • ৪ বছর ধরে ওরা ক্ষমতায় রয়েছে। কি কাজ করেছে? বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে পারেনি তাঁর বদলে দেশ থেকে অনেক টাকা চলে গেছে। আর শিল্পপতিরা সব দেশ ছেড়ে চলে গেছে।
  • আমরা প্রাইমারি ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই, ব্যাগ, জুতো ও পোশাক দিচ্ছি। তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের জন্য আমরা শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি। মেয়েদের ক্ষমতায়নের জন্য আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করেছি। সবুজ সাথী প্রকল্পের আওতায় আমরা নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ৭০ লক্ষ সাইকেল দিয়েছি। ১৭ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, আরও ৫ টির কাজ চলছে।
  • রাস্তা, ব্রিজ, কিষাণ মাণ্ডি, আই টি আই, পলিটেকনিক কলেজ থেকে শুরু করে সবরকম পরিকাঠামো আমরা তৈরি করে দিয়েছি। কেন্দ্র আমাদের পাওনা টাকা দিচ্ছে না তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
  • জল পরিবহনের জন্য আমরা জলধারা প্রকল্প চালু করেছি। এই প্রকল্পের আওতায় সব জেটি ও ফেরিগুলির সংস্কার করা হচ্ছে। সড়ক পরিবহনের জন্য আমরা গতিধারা প্রকল্প চালু করেছি।মৎস্যজীবীদের পরিচয় পত্র করে দিয়েছে রাজ্য সরকার।
  • কৃষি জমিতে সব খাজনা মুকুব করে দিয়েছে আমাদের সরকার। আমরা তিন লক্ষ গরীব লোককে জমির পাট্টা দিয়েছি। আড়াই লক্ষ মানুষের বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সরকার ওই টাকা দেয় নি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২৫৮ কোটি টাকা দিয়েছি।
  • আমাদের রাজ্যের আট কোটি লোক ২ টাকা কিলো দরে চাল পায়, গম পায়। বিনা পয়সায় চিকিৎসা আগে কখনও পেয়েছেন? সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে টাকা লাগে না। ন্যায্য মূল্যের ওষুধের দোকান হুয়েছে, ডায়াগনিস্টিক সেন্টার হয়েছে, ৪৭ থেকে ৭০ শতাংশ পর্যন্ত সুবিধে পাওয়া যায়। কেউ মারা গেলে, কফন দেওয়ার, সাদা কাপড় কেনার টাকা না থাকে, কবর দেওয়ার পয়সা না থাকে, তাঁদের জন্যও স্কিম করে দিয়েছি, সেই স্কিম টার নাম সমব্যাথী।
  • আইসিডিএস, আশার কর্মীদেরও স্বাস্থ্য সাথীর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চুক্তিভিত্তিক কর্মী, পৌরকর্মী, সিভিক ভলেন্টিয়ার, স্বনির্ভর গোষ্ঠীর সকলকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে। এমনকি পঞ্চায়েত কর্মীদেরও আনা হয়েছে এই আওতায়। সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ডদের ঢোকানো হয়েছে, গ্রিন পুলিশদের ঢোকানো হয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ঢোকানো হয়েছে, ক্যাসুয়াল ওয়ার্কারদের ঢোকানো হয়েছে।, পঞ্চায়েতের কর্মীদের ঢোকানো হয়েছে, মিউনিসিপালিটি কর্মীদের ঢোকানো হয়েছে। প্রেস মিডিয়ার জন্যও মাভৈ স্কিম তৈরি করা হয়েছে।
  • ৪০,০০০ কোটি টাকা দেনা শোধ করতে হয়, মানুষের কিছু করে যায়নি, দেনা করে গেছে। ৪০,০০০ কোটি টাকা দেনা দিয়েও সব প্রকল্প চালিয়ে যাচ্ছি। এই কাজটা করে যদি আমায় কেউ নাক কাটার কথা বলতেন, কান কাটার কথা বলতেন, আমি মাথা নত করে মেনে নিতাম। আমরা কথায় বড় না, কাজে বড়।
  • যতদিন বাঁচব, মানুষের জন্য কাজ করে যাব। আমরা ভয় পাই না। উগ্রপন্থার কাছে দেশ বিক্রি করব না। সমস্ত প্ল্যানিঙের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দাঙ্গা নিজেও করবেন না, কাউকে করতে দেবেন না । দাঙ্গার আগুন থেকে কেউ বাঁচতে পারে না।
  • আধার কার্ড হোক, কিন্তু ব্যাঙ্ক ও মোবাইলে লিঙ্ক কেন? অনেক জায়গায় আধারের নাম করে একাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় সরকার গ্যারান্টি দিক আমার টাকা যদি কেউ তুলে নেয়, সেটা তারা ফেরত দিতে বাধ্য থাকবে।

 

Idris Ali makes a Zero Hour mention on the problem of flooding in his constituency

FULL TRANSCRIPT

I am grateful to you Madam Speaker and I am also grateful to our Hon’ble Chief Minister Mamata Banerjee who is working hard.

Basirhat constituency is a part of Sunderbans area and is annexed with the district of North 24 Parganas covering blocks of Sandeshkhali I & II, Hingalganj, Haroa, Minakhan, Hansnabad, all of which are surrounded by tidal rivers of Ichhamati, Bidydhari, Kutti, Damsa, Raymangal besides being crisscrossed by numerous creeks and channels. Hence during the monsoon, flood is the common problem of the major portion of my constituency. Thus, recurring floods damage the roads and the dimension of the land.

I urge upon the Government for construction of ‘scientific concrete road’ which could be the permanent solution of these areas. I would therefore request you to issue an order for a detailed project report (DPR) with proper survey and sanction budget accordingly from PMGSRY and I hope that the department should take proactive steps as soon as possible.

Lastly, I would like to add, Madam, that the Chief Minister of Bengal works for people of all religions. The CM of Uttar Pradesh must follow her lead.

 

 

Idris Ali speaks on the problems in his constituency during Zero Hour

FULL TRANSCRIPT

Madam, I am deeply grateful to you for giving me the opportunity to speak. I am also deeply grateful to our Chief Minister Mamata Banerjee. Due to her I have come here. I want to make three points.

In last year’s Budget, a station was sanctioned at Bhabla, in my constituency Basirhat. But the work for the same has not yet begun. I want to draw the attention of Hon. Minister through you, Madam.

Second point. There are many SC/ST people in Hingalganj, under my constituency. But the region has no post office.

 

 

Jhargram to become Bengal’s 22nd district on April 4

Bengal Chief Minister Mamata Banerjee will declare Jhargram as a new district on April 4, 2017. It will become the 22nd district of the State. The occasion will be marked by cultural functions across the newly-formed district.

If everything goes as planned, the CM is scheduled to arrive in Jhargram on April 2 and attend an administrative meeting at Kharagpur of April 3. She will attend a public function at Jhargram Raj College grounds on April 4 at 1 PM where she will make the announcement. She will also inaugurate several projects on the occasion.

Currently, there are 21 districts in the state. The last district to be formed was Kalimpong (carved out of Darjeeling district). Asansol (carved out of Bardhaman) will be declared a new district before Poila Boishakh (April 15, 2017) as well.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

 

৪ঠা এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম

আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আগামী ২ এপ্রিল ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

বর্তমানে রাজ্যে মোট ২১টি জেলা রয়েছে। কয়েকদিন আগে নতুন জেলা হয়েছে কালিম্পং। পয়লা বৈশাখের আগেই আসানসোলকে নতুন জেলা ঘোষণা করা হবে।

আরও দুটি নতুন জেলা তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। উত্তর ২৪ পরগনাকে ভাগ করে বসিরহাট এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ নিয়ে তৈরী হবে সুন্দরবন জেলা।

 

Idris Ali speaks on the need for setting up Central schools in his constituency & loan waiver for farmers

FULL TRANSCRIPT

I have come from Basirhat constituency which is in the border area. There is not a single Central school in my area. My prayer before the Government as well as to the Hon’ble Minister, through you, is to establish a Central school, as early as possible, because there is a 9 km area with no Central schools.

Number two, my humble prayer before the Central Government through you, Sir, is that the interest on the loans to farmers should be waived by the Central Government.

Number three, the preference for the loan waiver should be people belonging to the SC/ST and minority communities.

 

Bengal Govt taking steps to ensure sufficient drinking water supply in rural areas

In a bid to ensure sufficient supply of drinking water in major parts of Basirhat and Bongaon in North 24-Parganas, the state government is planning to engage an international firm that will set up water treatment plants to produce potable water from salt water.

Subrata Mukherjee, minister, state Public Health Engineering department, said: “There is a necessity to take steps to ensure sufficient supply of potable water in areas including Basirhat, Taki, Hingalganj and Bongaon. There is no scarcity of salty water in the area. But they need to be recycled to potable condition so that they can be supplied to the people.”

Lakhs of people will be benefitted as there would be no shortage of water with setting up of the treatment plants. At the same time, the state government has taken initiative to ensure sufficient supply of drinking water in Bankura and Purulia. Water is supplied in half of the Bankura district from the Damodar River.

Initiatives have been taken to ensure supply of safe drinking water in the remaining parts of the district. ADB is funding the project for Bankura district. Quite a similar project has been taken up for Purulia district to ensure that scarcity of potable water becomes a thing of the past in the district. Japan International Cooperation Agency is funding the project in Purulia.

With implementation of the projects, people of the area would not have to face any trouble due to short supply of water.

 

গ্রামীণ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী রাজ্য

উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত বাবু বলেন, সুন্দরবন এলাকার পানীয় জল সমস্যা চিরদিনের। সেই সমস্যা দূর করতে পরিকল্পিতভাবে এগোচ্ছে রাজ্য। বসিরহাট এলাকায় বিশেষ প্রকল্প নেওয়া হবে। এখানে জলে ৪০ শতাংশ লবণ রয়েছে। সেই জল শোধন করে মানুষকে দেওয়া হবে। এডিবি আর্থিক সাহায্য করবে। হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদ নিজে গিয়েছি, সমস্যা বুঝেছি। একটি বিদেশী সংস্থা এই ধরনের প্রকল্প গড়ে। ওই সংস্থার সাহায্য নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পুরুলিয়া ও বাঁকুড়ার মত রুখাশুখা এলাকার জন্যও জলপ্রকল্প নেওয়া হচ্ছে। বাঁকুড়ার একটি অংশে জল দিচ্ছে ডিভিসি। বাকি অংশের জন্য এক হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে। পুরুলিয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে জাইকা। রাজ্যে ৮৩টি ব্লক আর্সেনিক, ফ্লোরাইড প্রবণ। সেই সমস্যাও মিটিয়ে ফেলা হচ্ছে। কাজ চলছে।

নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সর্বত্র জলদি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।

 

Idrish Ali speaks during a short duration discussion on sustainable development goals

I am really grateful to our Hon’ble Deputy Speaker Sir. At the same I am deeply grateful to our Hon’ble Chief Minister Mamata Banerjee.

I have two points. First point is regarding fertilizers. In my constituency, Basirhat in west Bengal, and another area Ashoknagar, farmers are facing a lot of trouble; they are not getting the fertilizers. Our Hon’ble Minister knows that this is the time of harvesting. So, my humble prayer, through you, before the Hon’ble Minister is that fertilizers should be given immediately to farmers in my constituency.

I have another request about central schools. In my constituency, Basirhat, there are seven assemblies. Not a single central school is there. So my humble prayer is that central school be set up in Basirhat parliamentary constituency in West Bengal.

Thank you.

 

West Bengal to get five new districts

West Bengal Cabinet led by Mamata Banerjee on Friday cleared the deck for setting up five new districts – Kalimpong, Basirhat, Sunderbans, Jhargram and Burdwan industrial, as it was announced by Chief Minister Mamata Banerjee.

By bifurcating Midnapore (west), Jhargram will be formed. From South 24-Parganas, Sunderbans is to be curved out, similarly Basirhat will be formed from North 24-Parganas. Burdwan will be bifurcated into Burdwan Rural and Burdwan Industrial. Kalimpong will be carved out of Darjeeling district.

Mamata Banerjee, after becoming chief minister, had promised about setting up new districts for better administrative control and so that public service can be delivered at the door steps of the people staying at remote areas.

The five new districts will increase the number of districts of Bengal to 25. Earlier on June 25, Alipuduar became the 20th district of the state after it was curved out of Jalpaiguri.