Improvements in paddy procurement in seven years

The State Government has brought about a lot of improvement in the procurement of paddy and in the quality control mechanism of the foodgrains bought from farmers. Storage capacity infrastructure has also undergone a sea change.

A significant step has been the institution of NEFT mechanism for directly paying farmers through account transfer against the paddy bought from them. This process has made payment easier and quicker, and for this reason, was recently taken up as a model by the Centre for implementation across all States.

The Food & Supplies Department has notched up quite a few successes in the procurement of paddy and custom milled rice (CMR) during the last seven years.

They are as follows:

Krishak Bazars also as paddy procurement centres: From kharif marketing season (KMS) 2014-15, the purchasing of paddy through Krishak Bazars has become prevalent.

Procurement centres increased: In KMS 2014-15, 46 Krishak Bazars having the required infrastructural facilities were identified as centralised procurement centres (CPC). Over just four seasons, that number was increased to 325 (in KMS 2017-18). At the same time, cooperative societies continue to function as paddy procurement centres for CMR agencies; 950 cooperative societies functioned as such for KMS 2017-18.

Farmers incentivised: In order to incentivise farmers for bringing in their paddy to CPCs, in KMS 2014-15, Rs 15 per quintal of paddy was allowed over and above the MSP of Rs 1,360 per quintal. In KMS 2017-18, it was enhanced to Rs 20 per quintal.

Electronic means introduced for procurement and payment: From KMS 2016-17, it was made mandatory to employ e-procurement software capable of recording all relevant information of the farmers as well as recording the details of transactions and payments.

From KMS 2016-17, the system of payment of the price of paddy directly to the farmers’ bank accounts through NEFT was introduced, and was made mandatory from KMS 2017-18. Significantly, electronic payment through NEFT has been recently taken up as a model by the Centre.

Participation of women’s self-help groups: Participation of women’s self-help groups (SHG) and sanghas in paddy procurement is being encouraged. Till March 2018, 300 SHGs have participated in KMS 2017-18 and have procured 31,217 metric tonnes (MT) of paddy from 9,600 small and marginal farmers.

Distress sale eliminated: As a result of the Food & Supplies Department’s procurement initiatives, no distress sale of paddy has been reported in KMS 2017-18. The market rate of paddy has increased and thus it is above MSP across the entire State.

Enhancement of storage capacity

The Food & Supplies Department has created an additional 7.85 lakh metric tonnes (MT) of storage capacity during the period of 2011 to 2018. As a result, the storage capacity has increased from just 63,000 MT in FY 2010-11 to 8.48 lakh MT in May 2017.

Moreover, the department has taken up an ambitious project for the creation of another 3 lakh MT of storage space within the next two years at a cost of Rs 500 crore. With this project, the department will achieve self-sufficiency in the storage of rice.

Quality control mechanism

In order to keep a check on the quality of the foodgrains bought from farmers and of those available in markets, the Food & Supplies Department has taken several initiatives for upgrading laboratories and constructing new ones, through the Directorate of Inspection and Quality Control (I&QC).

Quality control (QC) laboratories in Kolkata (headquarters), Krishnanagar and Bardhaman have been upgraded and modernised. Specialised laboratory furniture and modern benchtop digital refractometers have been set up in the laboratories in Kolkata and Bardhaman.

Seventy-five mini QC laboratories have been set up in government warehouses and 120 in private warehouses.

A target has been set for the construction of four more zonal QC laboratories in Siliguri, Malda, Suri and Medinipur and 15 more laboratories in the offices of district controllers of food and supplies (DCF&S).

In the agriculture sector, Bangla has been one of the best-performing States, acknowledged by the Central Government several times and awarded the Krishi Karman Award for five consecutive years. The government has ensured that not just in production but in procurement and quality control too, processes are streamlined and modern methods adopted.

State Govt to tie up with State univs for large-scale aromatic rice production

The State Agriculture Department has decided to tie up with two State universities to develop methods for increasing the productivity of the varieties of aromatic rice indigenous to Bengal.

Bidhan Chandra Krishi Viswavidyalaya and Uttar Banga Krishi Vishwavidyalaya will provide assistance to the department.

After getting geographical indication (GI) tags for gobindobhog and tulaipanji rice, which, to a large extent, was the result of the active encouragement of Chief Minister Mamata Banerjee, the Government has been exploring a variety of ways for commercial exploitation of the varieties. Other indigenous varieties like kalonunia are also being considered.

Tulaipanji and kalonunia are mostly cultivated in the northern districts of the State while 70 per cent of gobindobhog is produced in Raina in Purba Bardhaman.

Research will be conducted on whether the varieties of rice can be grown in newer regions, to increase total productivity and to benefit local economies. These varieties are already being exported in moderate amounts. Large-scale production would also increase exports manifold. Cheaper methods of cultivation would also be researched.

Source: Millennium Post

Soil Health Card Scheme: Towards sustainable agriculture

The Soil Health Card (SHC) Scheme is designed to provide information to farmers on soil acidity/salinity/alkalinity and nutrient content, and provide recommendations for nutrient management and the use of fertilizers. The State Agriculture

Department has been successfully implementing the since financial year (FY) 2014-15.

The data on soils is obtained after the testing of samples in government and government-accredited laboratories. The government laboratories in the state are located in Bankura, Bardhaman, Cooch Behar, Kalimpong, Kolkata (Tollygunge), Malda, Medinipur, Berhampore, Kandi, Purulia and Raiganj.

As part of the scheme, farmers are issued soil health cards (SHC) containing all soil-related information and advisories on crop-specific doses for fertilizers and micro-nutrients. SHCs are issued every three years.

Another aim of the scheme is to build capacities of staff and progressive farmers for the promotion of nutrient management practices.

The scheme is implemented in cycles of two years. During the first two-year cycle from 2015 to 2017, 13 lakh soil samples were collected and tested, and about 42 lakh SHCs generated and distributed to farmers. During FY 2018-19, a target of collecting and analysing 6.5 lakh soil samples and distributing 25 lakh SHC has been envisaged.

By maintaining data of the tests, a record of soil health may be built thus facilitating the effect of management practices on soil health. Maintaining soil health will undoubtedly increase the sustainability of farming in the future.

 

সয়েল হেলথ কার্ড প্রকল্প

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। চাষযোগ্য জমিতে চাষ বাড়ানোর পাশাপাশি পতিত জমিকে সেচ যোগ্য করে তোলার চেষ্টাও করা হচ্ছে। এর পাশাপাশি জমির স্বাস্থ্যের যত্নও নেওয়া হচ্ছে

সয়েল হেলথ কার্ড প্রকল্প

২০১৪-১৫ সালে সয়েল হেলথ কার্ড প্রকল্প চালু করা হয় নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর রেখেঃ-

  • প্রতি তিন বছরে সমস্ত কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা।
  • ক্ষমতা উন্নয়নের মাধ্যমে মাটি পরীক্ষা কেন্দ্রগুলি শক্তিশালী করা।
  • মাটির উর্বরতা বিচার করে সেইমতো সার ব্যবহার করতে নিদান দেওয়া।
  • মাটির পরীক্ষা নির্ভর পুষ্টির ব্যবস্থাপনার প্রক্রিয়া তৈরী করা।
  • পুষ্টির ব্যবস্থাপনার কাজে চাষিদের ও কর্মীদের তৈরী করা।

কৃষি দপ্তর এই প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করে চলেছে। এই প্রকল্প দুবছরের চক্রে হয়ে থাকে। ২০১৫-১৭ সালের প্রথম চক্রে আনুমানিক ১৩ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। আনুমানিক ৪২ লক্ষ সয়েল হেলথ কার্ড, সঙ্গে শস্য বিশেষে পুষ্টি ও সার ও সঙ্গে অন্যান্য পরামর্শ সহ বিলি করা হয়ে গেছে। এর জন্য ব্যয় হয়েছে ২৮.১৯ কোটি টাকা, যার ৪০ শতাংশই দেবে রাজ্য সরকার। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৬.৫ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার। পাশাপাশি আরও ২৫ লক্ষ কার্ড বিলির লক্ষ্য নেওয়া হয়েছে।

 

 

The famed Gobindobhog rice of Bardhaman gets GI tag

The region of Bardhaman (now divided into the districts of Purba and Paschim Bardhaman) is known as the Rice Bowl of Bengal; and what better recognition of that than the Gobindobhog rice, a speciality of the district, getting the much-coveted Geographical Information (GI) status. The State Government had applied for the status on August 24, 2015.

As a result of getting the GI tag, as the certification is also called, rice from other regions or rice of other varieties cannot be branded as ‘gobindobhog’. Hence, the marketability of the rice would be strengthened, for the local, national and international markets.

This variety of rice is primarily cultivated in Purba Bardhaman district, in the southern basin of the Damodar River in the Raina 1, Raina 2 and Khandaghosh blocks. Gobindobhog was cultivated in an area of 35 hectares last year, and of this, 20 hectares were spread over an area of Raina 1 and Raina 2 blocks.

The south Damodar belt has been the traditional area of gobindobhog rice cultivation. The rice has several advantages. It is cultivated late, hence not much affected by rains. It is less prone to pests. The productivity per area is high, and also the price the cultivators get.

 

Source: Khabar 365 Din

 

সীতাভোগ-মিহিদানার পর জিআই পেল বর্ধমানের গোবিন্দভোগ ধান

শস্যগোলা বলে পরিচিত বর্ধমান জেলা। সেই জেলায় এবার সীতাভোগ-মিহিদানার পর জিআই স্বীকৃতি পেল বর্ধমানের গোবিন্দভোগ ধান। ২০১৫ সালে রাজ্য সরকার গোবিন্দভোগ ধানের জিআই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলেন।

এই গোবিন্দভোগ ধান চাষ মূলত বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার রায়না এক ও দুই ব্লকে ও খণ্ডঘোষে বেশী হয়ে থাকে। পূর্ব বর্ধমান জেলায় এই ধান চাষের ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি দপ্তর।

দক্ষিণ দামোদর এলাকার মাটি গোবিন্দভোগ চাষের প্রতি উপযুক্ত। এই ধানের চাষ দেরিতে শুরু হয়। রোগপোকার উপদ্রপ কম হয়।ফলে বর্ষাকালে এইসব এলাকায় বন্যার মত পরিস্থিতির সৃষ্টি হলেও সেইভাবে ধানের ক্ষতি হয় না। অন্য ধানের তুলনায় এই গোবিন্দভোগ ধানের ফলন বিঘে প্রতি ভালো হয়।
Source: 365 Din

‘Eco fish tourism’ to enable tourists to catch fish and have it cooked too

The Fisheries Department of the Bengal Government is all ready introduce a new concept – eco fish tourism. As the name implies, it would be combine relishing the fish as well as the environment – a mouth-watering mélange to look forward to.

State Fisheries Development Corporation Department of the Fisheries Department is going to look after the projects.

A pilot project on eco fish tourism was completed at Nalban in Salt Lake, Kolkata about a month back. It proved to be a hit, which prompted the department to make the grand plans.

Bengalis are famous as fish-lovers and the concept is meant to latch on to this culinary fact.

Some of the details are as under. A two-day-one-night package for a family of four would cost Rs 4,000 to Rs 4,500, depending on the facilities availed of and the tourist spot. Individuals can also avail of eco fish tourism packages, in which case the cost would obviously be less. Coaches run by the Fisheries Department would transport the tourists from their homes to the spots they have booked. The bus journey would include breakfast and lunch, which would of course include fish. On reaching the place, battery-run vehicles of the department would provide a short tour of the area.

On the second day would come the ‘fish’ part of ‘eco fish tourism’. The tourists would be taken to the water bodies managed by the Fisheries Department. They can draw the nets along with the fishermen to pull in the fish, and can then indulge in the quiet joy of angling. The water bodies would be kept stocked with adequate fish.

The fishes caught by the tourists would be cooked and served to them. They would not be allowed to take any fish home, though. However, if they do want to carry any home, there is provision for that too – fishes can be bought, which would then be packed in ice to keep them fresh along the journey back. At the end of the tour, luxury bases of the Fisheries Department would drop the tourists back to their homes.

The projects are going to come up at five places to begin with – at Henry Island in the Fraserganj region and at Chandanpiri, located between Bakkhali and Fraserganj, both in the Sunderbans, at Guskara and Memari in Purba Bardhaman distirct, and in Digha (in a few of the place’s numerous fish farms).

The middle of May has been decided as the time for launching this new concept of eco fish tourism.

 

মৎস্যপ্রেমীদের জন্য চালু হচ্ছে ‘ইকো ফিশ ট্যুরিজম’

মৎস্যপ্রেমীদের জন্য এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য মৎস্য দপ্তর। বেড়ানোর সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রক্রিয়াও চালু করছে রাজ্য সরকার। প্রকল্পটির নাম – ইকো ফিশ ট্যুরিজম।

প্রকল্পটির পরিচালনায় রয়েছে মৎস্য দপ্তরের স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

মাসখানেক আগে সল্টলেকের নলবনে এই প্রকল্প চালু হয়েছে। সাফল্য পাওয়ার পর এই প্রকল্পের বিস্তারের সিদ্ধান্ত নিয়ে মৎস্য দপ্তর। মানুষের ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করে তোলার জন্যই এই উদ্যোগ।

অনলাইন বুকিং করতে হবে। ২ দিন এবং এক রাতের জন্য চারজনের একটি পরিবার – পিছু খরচ ৪০০০ বা ৪৫০০ টাকা। বুকিং করার সময় জানাতে হবে তিনি কোথা থেকে বাসে উঠবেন এবং দপ্তরের বাস তাঁকে সেখান থেকে তুলে নেবে। বাসে থাকবে জলখাবার ও দুপুরের খাওয়াদাওয়ার বন্দোবস্ত। গন্তব্যে পৌঁছানোর পর দপ্তরের ব্যাটারিচালিত গাড়িতে ভ্রমনার্থীদের প্রাকৃতিক দৃশ্য দেখানো হবে।

দ্বিতীয় দিনে ভ্রমনার্থীদের নৌকায় করে নিয়ে যাওয়া হবে জলাশয়ে। সেখানে তারা মাছকে খাবার দিতে পারবেন, জেলেদের সঙ্গে মাছ ধরার সময় জালও টানতে পারবেন। বেলায় জলাশয়গুলি থেকে মাছও ধরতে পারবে। ধরার পর সেই মাছ রান্না করে তাদেরকে তা পরিবেশনও করা হবে।  মাছ ধরার পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে পারবেন পর্যটকরা।

চন্দনপিড়িতে একটি ওয়াচ টাওয়ার বানাচ্ছে মৎস্য দপ্তর। সেখানে উঠে সুন্দরবনের মনোরম প্রাকৃতিক দৃশ্যও দেখা যাবে। যদি কেউ মাছ কিনে বাড়ি ফিরতে আগ্রহী হন তাদের জন্য বরফ দিয়ে মোড়া মাছের প্যাকেটেরও বন্দোবস্ত রাখছে মৎস্য দপ্তর।

সুন্দরবনের বেশ কিছু এলাকা সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় চালু হবে এই উদ্যোগ। তালিকায় আছে সুন্দরবন এলাকার ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ড, বকখালি ও ফ্রেজারগঞ্জের মাঝখানে চন্দনপিড়ি, ঘুসকরা, মেমারি ও দিঘার লেক।

মে মাসের মাঝামাঝি এই নতুন প্রকল্প চালু করার কথা রয়েছে।

 

Paschim Bardhaman becomes the 23rd district of Bengal

Today Bengal Chief Minister Mamata Banerjee declared Paschim Bardhaman as a district at a public meeting in Asansol.

On April 4, Jhargram began its journey as a district. In February, Kalimpong was declared as a district by the CM. Earlier, in 2014, Alipurduar became the 20th district of the State. Two more districts – Basirhar and Sunderbans – will be carved out of North and South 24 Parganas districts.

The CM also inaugurated 34 projects worth Rs 190 crores today. She also distributed the benefits of various government schemes.

 

Highlights of her speech:

  • Every year, April 7 will be celebrated as the birthday of Paschim Bardhaman district
  • The new district comprises Bardhaman Paschim, Asansol and Durgapur
  • People do not have to go to Kolkata for administrative work anymore
  • Today, Mishti Hub in Bardhaman has also been inaugurated
  • Rs 302 cr has been given to Kulti Municipality by the PHE Dept
  • A Rs 143.65 cr proposal for Asansol and Agnibina Township has been sent by the Asansol Municipal Corp
  • Rs 173 cr has been granted for water supply
  • Industrial parks have been set up on 1,500 acres in the district
  • 100% electrification has been achieved in this district
  • 5 polytechnic colleges, 2 ITIs, Kazi Nazrul University set up
  • We have enabled India’s first greenfield airport at Andal, named after Kazi Nazrul
  • Rs 1,012 cr spent on setting up small-scale industries in the district
  • 22,000 youth given financial aid under Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa
  • 100% institutional delivery has been achieved by the district; multi super-speciality hospital being set up in Asansol
  • Relief scheme for 45,000 people taken up for those affected by coal mine subsidence
  • 44,500 flats under housing scheme being built for coal mine subsidence-affected
  • Government schemes now reach 95% of the people living in the 2 districts
  • 24 SNSUs, 5 SNCUs, 2 multi super-speciality hospitals built in Bardhaman district
  • 7 fair-price medicine shops, 2 fair-price diagnostic centres have been set up
  • 2 Govt colleges, an agricultural university, Mati Tirtha have been set up
  • We have schemes covering the whole lifespan of a person
  • We have given scholarships to minorities, bicyles under Sabuj Sathi Scheme and aid under Yuvashree Scheme
  • Free shoes, uniforms, school-books have been given to primary school children
  • From now on, we will give free copies to children from classes 6 to 12
  • We have started Samarthan Scheme for people who have lost their jobs due to Demonetisation
  • Healthcare is free in Bengal
  • ICDS and ASHA workers have been brought under Swasthya Sathi Scheme
  • We are providing rice at Rs 2/kg
  • We have given land pattas to 3 lakh people
  • We are renovating crematoria and burial grounds under Baitarini Scheme
  • We will not tolerate any riots in Bengal
  • Who are they to decide who eats what?
  • We do not indulge in the politics of division
  • Religion and politics are not the one and the same; they (BJP) do not understand the culture of the country

 

 

২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল ‘পশ্চিম বর্ধমান’

আজ ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল বর্ধমান জেলা। আসানসোলের একটি জনসভা থেকে বর্ধমানকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মিষ্টি হাব সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

আসানসোল ও দুর্গাপুরকে নিয়ে তৈরী এই নতুন জেলা ‘পশ্চিম বর্ধমান’। ১৯০ কোটি ২৯ লক্ষ টাকার ৩৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৩৯৭ কোটি টাকার ৪৮টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক আটতলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবনের শিলান্যাস  করার পাশাপাশি জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে নানা সরকারি প্রকল্পের পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • প্রতি বছর ৭ এপ্রিল ‘পশ্চিম বর্ধমান’ জেলার জন্মদিবস পালন করা হবে
  • আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান পশ্চিম নিয়ে এই নতুন জেলা তৈরী হল
  • সরকারী কাজের জন্য এখন আর মানুষকে কলকাতা ছুটে যেতে হয় না
  • আজ বর্ধমান ‘মিষ্টি হাবের’ উদ্বোধন করা হল
  • জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে কুলটি পুরসভাকে ৩০২ কোটি টাকা দেওয়া হয়েছে
  • আসানসোল ও অগ্নিবীণা টাউনশিপ এর জন্য ১৪৩.৬৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে
  • জল সরবরাহ প্রকল্পে ১৭৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • জেলার ১৫০০ একর জমিতে শিল্প তালুক তৈরী হয়েছে
  • এই জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়েছে
  • ৫টি নতুন পলিটেকনিক কলেজ, ২ টি আই টি আই কলেজ তৈরী হয়েছে
  • আমরা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। তাঁর নামে অণ্ডালে বিমানবন্দর হয়েছে
  • এই জেলায় ক্ষুদ্র শিল্পে ১ হাজার ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • স্বামী বিবেকানন্দ কর্মসংস্থান প্রকল্পে ২২ হাজার যুবক-যুবতীকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছ
  • আসানসোলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে, এই জেলায় ১০০% ইন্সটিটিউশন ডেলিভারি হয়ে গেছে
  • কয়লাখনির ধসে আক্রান্তদের পুনর্বাসনের জন্য আমরা আবাসন তৈরী করব
  • আবাসন প্রকল্পে আমরা ৪৪,৫০০ বাড়ি তৈরী করা হবে
  • এই ২ জেলা মিলিয়ে প্রায় ৯৫% মানুষের কাছে আমরা সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি
  • বর্ধমান জেলায় ২৪টি এস এন এস ইউ, ৫ টি এস এন সি ইউ, ২টি মাল্টি সুপার হাসপাতাল তৈরী হয়েছে
  • ৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ২টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে
  • ২টি নতুন সরকারী কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, মাটি তীর্থ তৈরী হয়েছে
  • জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের প্রকল্প রয়েছে
  • সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছি আমরা
  • প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে জুতো, বই, পোশাক দেওয়া হচ্ছে
  • ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা এখন থেকে বিনামূল্যে খাতা দেব
  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য আমরা ‘সমর্থন’ প্রকল্প চালু করেছি
  • বাংলায় সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়
  • আই সি ডি এস ও আশা কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি মানুষকে
  • ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি
  • ‘বৈতরণী’ প্রকল্পের আওতায় আমরা শশ্মান ও কবর স্থানগুলির সংস্কার করেছি
  • মা-বোনেরা সিঁদুর খেলে শান্তির জন্য আর ওরা তরোয়াল খেলে মানুষ কাটার জন্য
  • আমরা বাংলায় কোনরকম দাঙ্গা বরদাস্ত করব না
  • কে কি খাবেন সেটা কি ওরা (বিজেপি) ঠিক করে দেব?এভাবে কখনোও দেশ চলে না
  • আমরা বিভাজনের রাজনীতি করি না
  • ধর্ম আর রাজনীতি এক নয়, ওরা (বিজেপি) দেশের সংস্কৃতি জানে না
  • বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হোক হে ভগবান

 

South 24 Parganas to be declared ODF District in March

Come March, South 24 Parganas will be the country’s first district to have the highest number of rural toilets.

The district will be declared Open Defecation Free district (ODF) in March with 6.86 lakh rural toilets, the District Magistrate said on Thursday. Along with South 24 Parganas, Burdwan and Cooch Behar will be declared as ODF districts by March 31.

It may be mentioned that Nadia was the first district in the country which was declared ODF on April 30, 2015.  After that, Hooghly, East Midnapore and North 24 Parganas have also been declared ODF. April 30 has been declared as Nirmal Bangla Divas when programmes will be held all over the state.

It has also been decided by the Panchayat and Rural Development department to make South and North Dinajpur, Birbhum, Jalpaiguri and Darjeeling ODF districts in 2017-18. The state government has decided to construct toilets in every rural home by October 2, 2019.

Subrata Mukherjee, minister for Panchayat and Rural Development department said that campaign was carried out on the maintenance of the toilets.

 

মার্চ মাসে নির্মল জেলা ঘোষিত হবে দক্ষিণ ২৪ পরগনা

আগামী মার্চ মাসে দক্ষিণ ২৪ পরগণা জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হবে। জেলা শাসক বৃহস্পতিবার বলেন, দক্ষিণ ২৪ পরগণায় মোট ৬.৮৬ লক্ষ শৌচাগার তৈরী হয়েছে। দেশে সর্বাধিক সংখ্যার শৌচাগার নির্মিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলাতে।

দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি মার্চ মাসে কুচবিহার ও বর্ধমান জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হতে চলেছে।

উল্লেখযোগ্য, নদীয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পায় ২০১৫ সালের ৩০শে এপ্রিল। তার পর হুগলী, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা জেলাও নির্মল জেলা হিসেবে ঘোষিত হয়। ৩০শে এপ্রিল দিনটি নির্মল বাংলা দিবস হিসেবে সারা রাজ্য জুড়ে পালন করা হয়।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ২০১৭-১৮ বর্ষের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে। রাজ্য সরকার ২০১৯ সালের ২রা অক্টোবরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রামকে নির্মল গ্রাম করার লক্ষ্যে এগোচ্ছে।

 

Let there be a tide of protests against demonetisation: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, while inaugurating Joydeb Mela in Bardhaman district today, came down hard on the Centre for the loss that demonetisation has caused to farmers, small traders, tea garden and jute industry workers.

“People are unable to withdraw their own money from banks. Small traders have been badly hit. Farmers do not have money to buy seeds. Tea gardens, the jute industry, small-scale enterprises have suffered. People are not getting pension,” she said while pointing out a survey report which say 30% people have lost their jobs due to demonetisation.

“People are suffering. Workers under the 100 Days’ Work Scheme are not receiving wages. Banks do not have money”, the Chief Minsiter said, and on top of that, “92% rural areas do not even have banks”.

She accused the Prime Minister of peddling plastic currency: “Modi Babu has become a salesman of plastic currency”. But only a very small percentage of people possess cards, and not all shops accept cards: “Will people eat plastic?”

She said, “Tughlaqi decisions have crippled the economy. I have seen many governments at Centre but never seen a Tughlaqi government like this”.

“120 people have lost their lives. Will Modi Babu take responsibility?” the CM asked.

She also harped on the vindictive attitude of the Central Government: “Anyone who speaks out against the Centre is branded corrupt and agencies are sent after them”.

She “urged everyone to come forward and protest”. “Let there be a tide of protests”, she said.

Mamata Banerjee ended her speech with a rallying cry: “We were with the people. We are with the people. We will stay beside the people”.

 

মানুষ বলছে মোদী বাবু এবার বিদায় নিনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীরভূম জেলার কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন।

তিনি বলেন, দেশে ৯২শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই, এই সিদ্ধান্তের ফলে মানুষ চরম ভোগান্তির শিকার, ছোট ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। চা বাগান, জুট মিল থেকে শুরু করে ছোট কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকদের কাছে ফসলের বীজ কেনার টাকা নেই, ৩০% মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না।

পাশাপাশি তিনি বলেন, যেখানে ব্যাঙ্ক আছে সেখানেও মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বয়স্ক মানুষরা পেনশন পাচ্ছেন না। কারন কোনও বাঙ্কের কাছেই টাকা নেই। তিনি আরও বলেন, মোদীবাবু প্লাস্টিক টাকার সেলসম্যান হয়েছেন। মানুষ কি প্লাস্টিক খাবে?

নোট বাতিলের ফলে ব্যাংকের লাইনে দাড়িয়ে যে ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, মোদী বাবু কি এতজন মানুষের মৃত্যুর দায় নেবেন?

তিনি বলেন, মানুষের কাছে টাকা নেই। সাধারণ মানুষের সাদা টাকা এখন কালো হয়ে গেছে আর বিজেপির কালো টাকা সাদা হয়ে গেছে। এই সরকার মানুষের থেকে কর সংগ্রহ করে এখন মানুষকেই চোর বলছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি অনেক সরকার দেখেছি কিন্তু এরকম তুঘলকি সরকার কখনোও দেখিনি, এই তুঘলকি শাসকদের তুঘলকি সিদ্ধান্ত দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে যেই মুখ খুলছে তার পিছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।

তিনি সকলকে আবেদন জানান প্রতিবাদে এগিয়ে আসার জন্য। তিনি বলেন, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।”

 

 

 

 

CBI has become ‘Conspiracy Bureau of Investigation’: Mamata Banerjee

Today, during the inauguration of Mati Utsav in Bardhaman, Bengal Chief Minister Mamata Banerjee once again lashed out at the Centre’s decision to demonetise Rs 500 and Rs 1,000 currency notes last November. The decision has brought untold miseries upon the people.

“Farmers are suffering due to demonetisation. Daily wagers are starving”, said the Chief Minister. She pointed out to the futility of asking people to deposit the demonetised currencies into their bank accounts and exchange them with new ones, since “92% of the rural areas do not have banks or post offices”.

She then tore into the Central Government’s argument of striving for a cashless society and paying through cards.

“The Centre talks of a cashless society while the people cannot even withdraw their own money from banks” because “40% of the banks do not have money”. “They are talking of cashless India. But people have become ‘cash less’”; so “will people eat plastic money?”

Mamata Banerjee said, “Two months of Modi’s ‘note bandi’ has spelt doom for the people. Bengal has lost revenue worth Rs 5,500 crore in two months”.

On the failed promise of the Prime Minister to bring back black money stashed in foreign accounts, she said, “Modi has failed to bring back black money from abroad. Who gave the Centre the right to take away people’s white money?”

She said, “The Central Bureau of Investigation (CBI) has instead become ‘Conspiracy Bureau of Investigation’”.

“The current situation”, the Chief Minister said, “is worse than the Emergency. The economy has been bulldozed. Markets are on a downward spiral. This is a signal of bad times”.

During these times of dire straits, she said, “it is our responsibility to stand by the people and lend a voice to their problems,” at the same time, daring the Centre to “arrest” her for taking the side of the common people and protesting.

 

সিবিআই এখন ‘কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বর্ধমানে মাটি উৎসবের সূচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

তিনি বলেন, “নোট বাতিলের ফলে চাষিরা সমস্যার সম্মুখীন, ক্ষেত-মজুররা খেতে পাচ্ছেন না। যে দেশের ৯২ শতাংশ গ্রামে ব্যাঙ্ক বা পোস্ট অফিস নেই”।

“কেন্দ্রীয় সরকার ক্যাশলেস অর্থনীতির কথা বলছে অথচ সাধারন মানুষ নিজের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছে না। কারন ৪০ শতাংশ বাঙ্কে টাকা নেই। মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। তাহলে মানুষ কি প্লাস্টিক মানি খাবে?” তিনি প্রশ্ন করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদীর নোটবন্দির ২ মাস আর জনগনের সর্বনাশ, ২৫ শতাংশ রাজস্ব কমে গেছে। ২ মাসে রাজ্যে ৫৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে”।

সিবিআই এখন “কন্সপিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে’ পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় “দেশের অবস্থা জরুরির থেকেও খারাপ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হয়েছে, বাজার এখন নিম্নমুখী, খুব খারাপ সময়ের দিকে এগোচ্ছি আমরা।”

সবশেষে তিনি বলেন, “বিপদের সময় সাধারন মানুষের পাশে দাঁড়ানো ও তাদের কষ্টের কথা তুলে ধরা এটা আমাদের কর্তব্য, সাধারন মানুষের পাশে থাকার জন্য ও তাদের হয়ে প্রতিবাদ করার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছে হলে তাঁকে গ্রেফতারও করতে পারে”।

Bardhaman: On the path of development

The Trinamool Congress Government has brought about a lot of developmental initiatives to Bardhaman district. A lot of services are now reaching the people, which had never happened before.

There have been major developments in the sectors of rural development, agriculture, health, industry and education, among others.

 

Police

  • Four new police stations have been established: Durgapur women police station, Asansol-Durgapur women police station, Bardhaman women police station and Nadanghat police station.

 

Health and Family Welfare

  • Five special newborn care units (SNCUs) are already operational in Bardhaman Medical College and Hospital, Asansol District Hospital, Durgapur Sub-divisional Hospital, Katwa Sub-divisional Hospital, and Kalna Sub-divisional Hospital.
  • 23 sick newborn stabilisation units (SNSUs) are operational in the district.
  • Three critical care units (CCUs) are running in Durgapur, Asansol, and Bardhaman.

 

Education

  • Almost 2.45 lakh students have been presented with bicycles under the Sabuj Shathi Scheme.
  • 31 primary schools and 336 higher secondary schools have been established.
  • 24 primary schools have been upgraded to Madhyamik schools and 186 Madhyamik schools have been upgraded to Higher Secondary schools.

 

Agriculture and Land Reforms

  • We have developed Mati Tirtha to initiate dialogues on agriculture and other related sectors.
  • An Agriculture University has been established in Sadhanpur to bring in modern scientific techniques in the sphere of agriculture.
  • To aid unemployed youth, 160 Bengal Dairy kiosks have been established in the district.

 

Panchayat and Rural Development

  • The State Government has facilitated the building of 62,000 houses under Indira Awaas Yojana.
  • Under Mission Nirmal Bangla, around 3.74 lakh toilets have been built in the district. In 2014-15, Bardhaman was ranked 4th nation-wide and 3rd in West Bengal based on the number of household toilets built.

 

Minorities Development

  • Around Rs 110 crore have been spent on various schemes under the Multi-Sectoral Development Programme (MSDP).
  • 535 Anganwadi centres have been established at a cost of Rs 23.72 crore
  • Rs 141.25 crore has been spent to provide arsenic-free water.
  • Backward Classes and Adivasi Development
  • More than 3 lakh SC/ST/OBC certificates have been granted in the last four-and-a-half years.

 

Women and Child Development

  • Families which have severely malnourished children are being provided Rs 240 and 25 kg of rice as GR. This has led to the number of malnourished children going down from 2,513 to 586.

 

Khadya Sathi

  • The government is buying foodgrains at a rate higher than the minimum support price to help the farmers.

 

Industry

  • 35 clusters of micro, small and medium enterprises (MSME) have been established which has led to numerous employment opportunities.
  • 2 industrial estates have been set up in Durgapur and Shaktigarh.

 

PWD and Transport

  • Renovation of roads: NH-2B at a cost of Rs 17 crore, Saptagram-Tribeni-Kalna-Katwa at cost of Rs 35 crore, Muchipara-Shibpur at a cost of Rs 22 crore and Bhatar-Banprash at a cost of Rs 9 crore.

 

Power

  • To strengthen the electricity infrastructure, Rs 391 crore was spent in rural areas and Rs 262 crore in urban areas.

 

Irrigation

  • Rs 71 crore have been spent on upgrading canals and flood management.

 

Public Health and Engineering

  • To combat the problem of arsenic-polluted water, a surface water-based project has been set up in Purbasthali-2 block.

 

Labour

  • More than 22,000 people have been registered under West Bengal Transport Workers Social Security Scheme.
  • More than 9,000 people are receiving incentives under the Yuvashree Scheme.

 

Self-Help Groups and Schemes

  • 15 Karma Tirtha have been set up.

 

Urban Development

  • Around 20,000 homes have been built for the poor in urban areas.

 

Sports and Youth Affairs

  • Stadiums to be built in Bhatar and Memari

 

In 2007-11, the State Government had a budget of Rs 160 crore for developments in the region, which went up to Rs 609 crore in 2011-15, after the creation of Paschimanchal Unnayan Affairs Department. This shows the commitment of the Mamata Banerjee-led Trinamool Congress Government to West Bengal.

 

বর্ধমান জেলার উন্নয়নের জোয়ার 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই বর্ধমান জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

স্বরাষ্ট্র :-

প্রশাসনিক সুবিধার্থে ও উন্নয়নের স্বার্থে বর্ধমান (শিল্পাঞ্চল) ও বর্ধমান (গ্রামীণ) ২টি পৃথক জেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলায় নতুন থানা হিসাবে দুর্গাপুর মহিলা থানা, আসানসোল-দুর্গাপুর মহিলা থানা, বর্ধমান মহিলা থানা ও নাদনঘাট থানা স্থাপন করা হয়েছে।

 

স্বাস্থ্য পরিবার কল্যান :-

SNCU মোট ৫টি জায়গায়, চালু হয়ে গেছে।এগুলি হল:- বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে, কাটোয়া মহকুমা হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতালে।

জেলায় মোট ২৩টি SNCU চালু হয়ে গেছে।

CCU মোট তিনটি জায়গায়:- দুর্গাপুর মহকুমা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।

 

শিক্ষা:

এই জেলায় প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৩১টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ২৪টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১৮৬টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি, মৎস্য পশুপালন

কৃষি, মৎসচাষ, পশুপালন ও সহযোগী ক্ষেত্রগুলির জন্য মত বিনিময় ও আদানপ্রদানের স্থায়ী পরিকাঠামো হিসাবে আমরা গড়ে তুলছি মাটি তীর্থঞ্চ। মাটি উৎসবের প্রাঙ্গণে এর স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক কৃষি শিক্ষা প্রচারের জন্যে আমাদের সরকার এক বলিষ্ট পদক্ষেপের মাধ্যমে বর্ধমান জেলার সাধনপুরে একটি নতুন কৃষি মহাবিদ্যালয় স্থাপন করেছে।

পাশাপাশি বেকার যুবক, যুবতীদের কর্ম সংস্থানের লক্ষে ১৬০টি আনশফতর ঈভতক্ষঁ ঔভষড়য জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে।

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

গত সাড়ে ৪ বছরে জেলায় ৬২ হাজারের বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ১৩ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে। ২০১৪-১৫ সালে বর্ধমান জেলা পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান এবং রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।২০১৬ সালের মার্চ মাসের মধ্যে বর্ধমান জেলার প্রতিটি পরিবারে শৌচাগার নির্মাণের কাজ ১০০ শতাংশ পূরন হবে।

 

সংখ্যালঘু উন্নয়ন :

MSDP- তে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

জেলায় সংখ্যালঘু উন্নয়নে মোট ৫৩৫টি অঙ্গনত্তয়াড়ী কেন্দ্র ২৩.৭২ কোটি অর্থ ব্যয় করে নির্মিত হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৩ লক্ষ জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন :

শিশুদের মধ্যে অপুষ্টি হার কমানোর জন্য আঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি সরবরাহ করা হচ্ছে।  অতিঅপুষ্টি শিশুদের পরিবারগুলিকে ২৪০ টাকা ও ২৫ কেজি চাল জি-আর হিসাবে দেওয়া হচ্ছে। অতিপুষ্টিজনিত শিশুদের পরিবারগুলিকে গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় আনা হয়েছে।তার ফলে এক বছরে অতিঅপুষ্টি শিশুর সংখ্যা ২৫১৩ থেকে কমে ৫৮৬ হয়েছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী প্রকল্প :

খাদ্য শস্যের যোগান সুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করা হচ্ছে। এতে কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন।

 

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩৫টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।

দূর্গাপুরে ও শক্তিগড়ে ২টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

 

পূর্ত পরিবহন :

৩৫ কোটি টাকা ব্যয়ে সপ্তগ্রাম-ত্রিবেণী- কালনা-কাটোয়া রাস্তার  সংস্কার, ২২ কোটি টাকা ব্যয়ে মুচিপাড়া-শিবপুর রাস্তা, ৯ কোটি টাকা ব্যয়ে ভাতার-বনপাস রাস্তা প্রভৃতি।

 

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি :-

বর্ধমান জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ৩৯১ কোটি টাকার ও বর্ধমান জেলার শহর এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ২৬২ কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

সেচ :-

সেচ ব্যবস্থা উন্নতিকল্পে এবং বন্যা নিয়ন্ত্রনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৭১ কোটি টাকা ব্যায়িত হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী  :

আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণের মোকাবিলায় পূর্বস্থলী-২ ব্লকে ১টি জল সরবরাহ প্রকল্প রূপায়িত হয়েছে।

 

শ্রম:-

অনুরূপভাবে,  WBTWS প্রকল্পে ২২ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।

যুবশ্রী প্রকল্পে ৯ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ২১টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ১৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী ৬টির কাজ চলছে।

 

পুর নগরোন্নয়ণ

বর্ধমান জেলায় শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় প্রায় ২০ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

ক্রীড়া যুব কল্যাণ

বর্ধমান জেলায় ভাতার ও মেমারীতে স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।

রাজ্য বাজেটে এই দপ্তরের পরিকল্পনা খাতে ব্যয় বরাদ্দ ২০০৭ -১১ সালে ছিল মাত্র ১৬০ কোটি টাকা, যা ২০১১-১৫ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৬০৯ কোটি। জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি এই দপ্তর অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ণ করছে।

 

————————————-