Bangla Matsya Utsab 2018 to begin today

The Bangla Matsya Utsav, also called Bengal Fish Festival, will be inaugurated today. It will continue till January 8, 2018.

The third edition of the fish festival is being held at Nalban Food Park on the northern outskirts of Kolkata. West Bengal Fisheries Development Corporation (WBFDC), part of the Bengal Government’s Fisheries Department, is organising the festival.

This time it is being organised as a national event. After the success that the state’s Fisheries Department achieved at the World Food India 2017 festival a few months back, be it in terms of the business agreements signed or the huge popularity of the stalls, this fish festival has achieved much more importance.

Here too, several memorandums of understanding (MoU) will be signed, among them with the governments of Jharkhand and the Andaman and Nicobar Islands. During the World Food India fest, the government had received interest from the Andaman and Nicobar Islands Government for tie-up for popular sea fishes like tuna, sardine and mackerel.

Other inaugurations include the State Government’s mobile-app based fish marketing service, mobile-based home delivery of fish on motorcycles and a fish processing unit at Nalban Food Park.

The government has been taking a lot of initiatives to develop fishery in Bengal – both inland and marine. New programmes and schemes are being routinely launched. High-quality exports are rapidly increasing, and the government is signing agreements for technical knowhow with various countries. As a result, livelihoods of fishing people and of everyone related to the fishing industry are being uplifted.

বাংলা মৎস্য উৎসব ২০১৮ শুরু আজ

বাংলা মৎস্য উৎসব ২০১৮-র উদ্বোধন হবে আজ। চলবে ৮ই জানুয়ারি পর্যন্ত। তৃতীয় বর্ষে পা দিল এই উৎসব। বিধাননগরের নলবন ফুড পার্কে এই উৎসবের আয়োজন করেছে মৎস্য দপ্তরের অধীনস্থ সংস্থা ডব্লিউবিএফডিসি।

এবছরের মৎস্য উৎসব হবে জাতীয় স্তরের। কয়েক মাস আগে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭তে জনপ্রিয় হয়েছিল বাংলার বিভিন্ন মাছের পদ।
এসেছিল প্রচুর লগ্নি প্রস্তাব।

এই উৎসবে বেশ কিছু মৌ স্বাক্ষরিত হবে। এর মধ্যে রয়েছে ঝাড়খণ্ড ও আন্দামান সরকারের সঙ্গে মৌ। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০১৭ চলাকালীন আন্দামান সরকারের থেকে রাজ্য সরকার টুনা ফিশের মতো সামুদ্রিক মাছের বিপণনের ব্যাপারে চুক্তি করার প্রস্তাব পেয়েছিল।

এই উৎসবে হবে বেশ কিছু পরিষেবা উদ্বোধনও। রাজ্য সরকারের অ্যাপ্লিকেশন নির্ভর মাছের বিপণন পরিষেবা, মোবাইল নির্ভর বাইকে করে মাছের হোম ডেলিভারি পরিষেবা, ও একটি মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রেরও উদ্বোধন হবে।

মৎস্য চাষের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য। রপ্তানির পরিমাণ বেড়েই চলেছে, ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি। এর ফলস্বরুপ, মৎস্যজীবীদের অবস্থার উন্নতিও হয়েছে গত ছয় বছরে।

Source: The Statesman

Bengal Govt to use tech to standardise quality control of aromatic rice & pulses

To make determination of the quality of aromatic rice and pulse varieties the Bengal Government buys from farmers to be sold at the fair-price Bangla outlets across the state standardised and hence, foolproof, the Agricultural Marketing Department has decided to take the help of technology.

E-nose technology would be introduced at the government’s state-of-the-art quality control laboratory in Singur to ensure the quality of aromatic rice varieties. As an official of the department explained, different varieties of aromatic rice have different aromas – for example, Kalo Nunia has a mild smell while Gobindobhog is known for its strong smell. What was done till now by humans would, to ensure uniformity, soon be taken over by technology.

Another technology named Pulse View will be introduced at the Singur laboratory for assessing the quality of pulse. According to the Agriculture Department official, vegetables, rice and pulses will all be tested in the laboratory before being sent to the Sufal Bangla outlets in the city.

The aim is to ensure that only the best products are sold at these State Government outlets. In this connection, it needs to be mentioned that recently the number of Sufal Bangla outlets were increased – 22 mobile stalls were set up, adding to the existing 16 permanent and 29 mobile stalls.

The State Agriculture Department is encouraging farmers to cultivate forgotten varieties of aromatic rice like Radha Tilak, Kala Bhat, Dudheshwar, Hamai, Jhumpuri, Khara and Balam, to name a few, with technical support from the government’s agricultural training centre in Phulia in Nadia district, and is chalking out plans to create a market for them.

Natural methods are being encouraged to be used to grow these varieties as the use of chemicals to enhance production will, in the long run, badly affect the environment, including the quality of the soil.

 

সুগন্ধি চাল ও ডালের গুনমান বজায় রাখতে প্রযুক্তির ব্যবহার করবে রাজ্য সরকার

 

সুফল বাংলা স্টলগুলিতে যে সুগন্ধি চাল ও ডাল পাওয়া যায় তা রাজ্য সরকার সরাসরি চাষিদের থেকে কেনে। এবার সেই সুগন্ধি চাল ও ডালের গুনমান যাতে দীর্ঘদিন বজায় থাকে, তার জন্য আরও সচেষ্ট হল রাজ্য সরকার। এর জন্য প্রযুক্তির সাহায্য নেবে রাজ্য সরকার।

সুগন্ধি চালের গুনমানের জন্য অত্যাধুনিক ‘ই-নোস’ প্রযুক্তি ব্যবহার করা হবে সিঙ্গুরের কোয়ালিটি কন্ট্রোল গবেষণাগারে। দপ্তরের এক আধিকারিক জানান, বিভিন্ন সুগন্ধি চালে বিভিন্ন ধরনের গন্ধ থাকে। যেমন, কালো নুনিয়ার গন্ধ হালকা, গোবিন্দভোগের গন্ধ প্রবল।
চালের গুনমানের জন্য সিঙ্গুরের গবেষণাগারে ‘পালস ভিউ’ প্রযুক্তিও ব্যবহৃত হবে। এবার থেকে এই পরীক্ষার পরই সুফল বাংলার স্টলগুলিতে চাল, ডাল বা অন্যান্য আনাজ আসবে, যাতে সেরা মানের চাল, ডাল ও আনাজ পান ক্রেতারা।

উল্লেখ্য, বিভিন্ন বিরল প্রজাতির চালের চাষ বাড়াতে নানারকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নদীয়া জেলার ফুলিয়ায় সরকারের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সবরকম প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জৈবিক পদ্ধতিতে এই সব চালের উৎপাদন করতে বলা হচ্ছে তাদের।
Source: Millennium Post

WB Govt writes to Centre to expedite renaming of state

The West Bengal government has written to the Centre urging to expedite the process required to change the name of the state as passed in the Assembly on August 29, 2016.

It may be recalled that the West Bengal Legislative Assembly had passed the resolution of renaming the state as “Bangla” in Bengali and “Bengal” in English in the special session that was held on August 29.

A letter has been sent to the Centre requesting it to do the necessary as early as possible. The decision of the House in passing the resolution to change the name of the state will immensely benefit lakhs of students and people from all walks of life in coming days.

 

রাজ্যের নাম বদলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার

রাজ্যের নাম বদলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার। গতবছর ২৯শে অগস্ট বিধানসভায় রাজ্যের নতুন নামকরনের সিদ্ধান্ত পাশ হয়। বাংলায় নতুন নাম হবে “বাংলা”, ইংরাজি ভাষায় “Bengal” এবং হিন্দিতে ‘বাঙ্গাল’।

রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে এই প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে।

এই সিদ্ধান্তটি সংসদে গৃহীত হলে লক্ষ লক্ষ পড়ুয়া ও সর্বস্তরের মানুষ উপকৃত হবেন। রাজ্যের জনগণ ও ছাত্রছাত্রীরা রাজ্যের নতুন নামকে স্বাগত জানিয়েছে।

Bengal Govt to introduce mobile app for ‘Sufal Bangla’

The State Agriculture Marketing department will be introducing a cell phone app to ensure home delivery of vegetables from all outlets of Sufal Bangla which would come up by the end of March 2017. The department has set a target of setting up around 80 outlets across the state by this fiscal.

The outlet at New Alipore, which was inaugurated in July, is the only one in the state where order could be placed for home delivery of vegetables either over the phone or by logging into the website of Sufal Bangla.

At present there are 8 outlets of Sufal Bangla including 6 in Kolkata and its outskirts. One is in Singur and other one in is Bolpur. The department has urged all District Magistrates to identify locations for 5 Sufal Bangla stalls in each district.

Earlier meat and milk products were available in the outlets. But Sufal Bangla has gone for collaboration with the State Fisheries Development Corporation to make fishes available in the outlets. Vegetables, fruits, milk-products, fishes and meat are available at reasonable prices here.

 

‘সুফল বাংলা’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার

‘সুফল বাংলা’ থেকে শাক সবজি ইত্যাদি বাড়িতে পৌঁছানোর জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে চালু হবে এই অ্যাপটি। সারা রাজ্যে প্রায় ৮০টি দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর।

নিউ আলিপুরে ইতিমধ্যেই চালু হয়ে গেছে ‘‌সুফল বাংলা’‌র স্টল। গত জুলাই মাসে এই স্টলটির উদ্বোধন করা হয়। সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করলেই তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ৫০০ টাকার কেনাকাটা করলেই হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি।

বর্তমানে সারা রাজ্য মিলিয়ে মোট ৮টি ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরি হয়েছে । কলকাতায় ৬টি এবং বাকি ২টি স্টল সিঙ্গুর ও বোলপুরে অবস্থিত। জেলা শাসকদের প্রতিটি জেলায় ৫টি করে ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরির স্থান চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দপ্তর।

আগে মাংস ও দুগ্ধ জাতীয় সামগ্রী পাওয়া যেত। কিন্তু সুফল বাংলা স্টলে এখন মাছও পাওয়া যাবে।  ন্যায্যমূল্যে চাল, ডাল, সবজি, মাংস, দুধ, আইসক্রিম সহ প্যাকেটজাত জিনিসও পাওয়া যাবে এই স্টলে।

 

Bengal observes Singur Utsav

Singur Utsav was observed in every block of the State today to commemorate the Supreme Court decision quashing land acquisition in Singur (carried out by Left Front government in 2006).

Rallies were taken out by Trinamool activists and supporters in various parts of the State. Cultural programmes were held too. ‘Singur Vijay Diwas’ was observed at Vidhan Sabha, too.

West Bengal Chief Minister Mamata Banerjee had hailed the Supreme Court’s decision and announced that an administrative review meeting for Hooghly district would be held at Singur on September 14, 2016, at 2 PM. On the same day a ‘Vijay Utsav’ would be held in Singur at 4 PM.

“I would expect everyone to celebrate this Singur Utsav, it’s like an invocation of the celebration to Durga Puja,” the Chief Minister had said.

 

রাজ্যজুড়ে পালিত হল সিঙ্গুর উ९সব

আজ সারা বাংলাজুড়ে ব্লকে ব্লকে পালিত হল সিঙ্গুর উৎসব। মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিরাট জয়কে পালন করলেন।

২০০৬ সালে টাটা মোটরের ন্যানো গাড়ির কারখানা স্থাপনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিএম সরকারের সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ – সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতেই এই উৎসব।

বিধানসভাতেও পালিত হো সিঙ্গুর বিজয় দিবস।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর হুগলী জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা সিঙ্গুরে অনুষ্ঠিত হবে, সময় দুপুর ২ টো। ওই দিনই বিকেল ৪ টেয় সিঙ্গুরে ‘বিজয় উ९সব’  অনুষ্ঠিত হবে।

Singur movement: A look back in time

On Wednesday, when the Apex Court of the country ordered the return of acquired land taken by the erstwhile Left Front government within 12 weeks, the chronicle of Singur beacons as the bright reminder of series of incidents. The Singur incident brought a socio-political change in Bengal.

2006

Tata Motors announced the small car factory in Singur on May 18, 2006.

Just after two months, on July 18, the Trinamool Congress chief Mamata Banerjee started protesting the issue. The ground of the protest was forceful land acquisition by an elected state government. Mamata Banerjee’s rally at Singur, as a sign of protest – started the historical movement.

The LF government acquired 997 acres of multi-crop farmland to allocate the Tata’s to construct their factory. The rule is meant for public improvement projects, and the LF government wanted Tata to build factory under this rule.

However, amidst the huge protest Tata started to set up their plant in Singur in January 21. By then, they had already promised to produce ‘Nano’ – the affordable car which would cost just above a lakh only.

Intellectuals

The protest had also turned turbulent as many of the internationally famed social activists, and Bengali luminaries had stood beside the movement led by Mamata Banerjee. The protesters – Anuradha Talwar, Medha Patkar, Arundhuti Roy, Mahasweta Devi and others were started to protest saying the location of Tata Motors site is the most fertile one in the whole of the Singur block. The local population depended on agriculture. Almost 20,000 farmers are making their livelihood from the multi-crop land.

Hunger strike

On December 3, 2006, Mamata Banerjee started her indefinite hunger strike for 26 days.

In the meantime, the rape case of Tapasi Malik had stunned the entire country. The fenced off area of the Nano-factory, which has been continuously guarded by the policemen, where allegedly guarded by cadres of the CPI (M) party as well. The girl, Tapasi malik, who was one of the protesters, was allegedly gang-raped and burnt to death by those CPI(M) cadres. Later, a CPI (M) leader, a zonal committee leader, Suhrid Dutta was arrested by CBI.

2008

On August 2008, Mamata Banerjee started indefinite dharna at Singur. Tata Motors suspended development work on Nano factory on September 2, 2008.

On September 3, 2008, then governor Gopal Krishna Gandhi agreed to play a mediator to resolve the issue between government and the Trinamool Congress but in vain.

Tata Motors decided to move out from Singur and conveyed the decision on October 3, 2008.

Maa Mati Manush government

In May 20, 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal and announced in her first Cabinet meeting that they will return the 400 acres land to the unwilling farmers for the Singur. An ordinance to that effect was promulgated but it was challenged in court.

Land in Singur will be returned within time frame set by court: Mamata Banerjee

Land in Singur will be returned within the time frame set by court, Bengal Chief Minister Mamata Banerjee said today.

The Supreme Court Wednesday set aside the land acquired the West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its plant for the Nano car. Calling it a landmark victory, Bengal Chief Minister Mamata Banerjee had said she stands vindicated.

 

A strategy meeting was held in Nabanna today to discuss the process of return of land. It was attended by various ministers, departmental secretaries, MLAs and advisors to the government.

The survey of the land in Singur will begin tomorrow and will be completed within two weeks, the Chief Minister said. She added that those who did not take the money for compensation will be given their dues, as per court verdict.

The land will be made suitable for agriculture, the Chief Minister said. “We have also decided to give possession to bargadars as per land records before acquisition,” she added.

 

Click here to read the 10 things Mamata Banerjee said on the Singur Verdict

 

সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেব: মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেওয়া হবে সিঙ্গুরে, জানালেন মুখ্যমন্ত্রী।

বুধবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ নয়। রাজ্য সরকারকে দ্রুত জমির দখল নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে।

বৈঠকে স্থির হয় যে কাল থেকে সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে যা আগামী ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যারা জমির কম্পেন্সেশন নেননি, তাদের আমরা কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেব, জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে। বৈঠকে ও ঠিক হয় যে জমি অধিগ্রহণের আগে বর্গাদারদের যেমন পসেশন ছিল, সেরম ভাবেই জমি দেওয়া হবে।

Landmark verdict, we have been vindicated: Mamata Banerjee on Singur verdict

“I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy,” this was the reaction of Mamata Banerjee after the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant.

We have been saying all along the land acquisition in Singur was illegal. We have been vindicated, she added.

 

Here are 10 things Mamata Banerjee said:

The farmers of Singur did not part with their land against all odds. We salute them.

I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy. Now I can die in peace.

We will organise a Vijay Utsav in Singur. On September 2, we will observe Singur Utsav in every block of Bengal.

We do not believe in forceful acquisition of land. We believe in negotiation.

CPI(M) committed historic suicide not ‘historic blunder’ in Singur.

People are the biggest pillars of democracy. They had given their verdict in 2011. Supreme Court has given verdict today.

We are missing Mahasweta Di today. She was a pillar of strength during Singur andolan. She would have been happy today.

Nandigram carnage happened right after Singur. Then there was Netai massacre. We salute all martyrs.

This (Singur verdict) is the first gift we got after renaming of our State. Bangla Ma is happy today.

Bengal is the final destination for industry.

 

 

ঐতিহাসিক রায়: সিঙ্গুর প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

“আজ খুব আনন্দের দিন। খুশির সাথেই চোখে জল চলে আসছে,” এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায় সম্বন্ধে।

আমরা বরাবর বলে এসেছি সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল বেআইনি। আজ সত্যের জয় হল, তিনি বলেন।

আজই সুপ্রিম কোর্ট ২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে।

 

সিঙ্গুর রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার অংশবিশেষ:

এটা গণদেবতার জয়, অনশনের জয়, মা-মাটি-মানুষের জয়।

আগামী ২ সেপ্টেম্বর সব ব্লকে ব্লকে আমরা সিঙ্গুর উ९সব পালন করব। সিঙ্গুরে আমরা বিজয় উতসব করব।

সবুজ ফসল যার অধিকার, যারা আমাদের ধান ফলায় তাদের জমি জোর করে আমরা অধিগ্রহণ করব না।

সিঙ্গুর সিপিএমের ‘ঐতিহাসিক ভুল’ নয় ‘ঐতিহাসিক আত্মহত্যা’।

গণতন্ত্রে মানুষই সব। ২০১১ সালে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আজ তাদের রায় দিলেন।

আজ আমরা মহাশ্বেতা দেবীকে মিস করছি। সিঙ্গুর আন্দোলনের সময় উনি ছিলেন আমাদের প্রেরণা।

সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের সমস্ত শহিদদের আমাদের শ্রদ্ধা জানাই।

রাজ্যের নাম বদলের পর এটি আমাদের প্রথম উপহার। বাংলা মা আজ খুশি।

বাংলাই এখন বিনিয়োগকারীদের গন্তব্য।

আমি এখন শান্তিতে মরতে পারবো।

A historic day says CM after Assembly passes resolution to change name of State

West Bengal Assembly today passed a resolution to change the name of the State to Bangla in Bengali, Bangal in Hindi and Bengal in English. Terming this as historic, Chief Minister Mamata Banerjee greeted the people of the State.

“I am sure people will be happy with the name ‘Bangla’ or Bengal. There was a need for ‘branding’ for Bengal. Our intention is to make Bengal the best in the world,” she said.

When asked if the new name will cause confusion with Bangladesh, CM replied: “There is a Punjab in Pakistan also. There is no confusion over Bangla and Bangladesh.”

She slammed the Opposition for playing politics over the name of the State. She said, “They have committed another historic blunder. Congress has become a frontal organisation of the CPI(M).”

Paying homage to the icons and stalwarts related to Bengal, she said in future the government will also come up with a logo for the State.

 

রাজ্যের নাম পাল্টে হল ‘বাংলা’ – ‘ঐতিহাসিক দিন’ বললেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হল। নতুন নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। আজকের এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ এই নামকে মানুষ সমর্থন করবে এবং মানুষ এতে খুশি হবে। বাংলার ব্র্যান্ডিং এর দরকার ছিল। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য’।

রাজ্যের নামের সঙ্গে বাংলাদেশের নামের বিভ্রান্তির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে। বাংলা ও বাংলাদেশের মধ্যে কোন confusion নেই”।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে রাজ্যের নাম বদল নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে।  এটা ওদের আর একটি ঐতিহাসিক ভুল। কংগ্রেস এখন সিপিএমের ফ্রন্টাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

যে সকল মনীষীরা যুগ যুগ ধরে বাংলাকে গর্বিত করেছে তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে সরকার বাংলার একটি লোগো তৈরি করা হবে।

 

 

Top Pujas of Kolkata in 2015 – Mahnavami

Mahanabami or Nabami is the third of the four days which comprise Durga Puja for most. After the euphoria of Saptami and Ashtami, Nabami brings about a certain sadness, the end of the grand carnival being at hand.

However, the day begins with a lot of expectations, like the rest of the days. The joy is still in the air. Like on the other days, people visit pandals in large numbers, dressed in all their finery.

The highlight of Nabami is the dhunuchi naach, or dance with a dhunuchi, which is held in the evenings. It follows the sandhya aarti, that is, the evening puja.

Let’s take a look at the some of the most talked about Barowari Pujas of Kolkata:

 

COLLEGE SQUARE

 

WHERE: College Square

NEAREST METRO: MG Road/ Central

THEME: It is a traditional puja. There is no theme as such. The College Square Durga Puja is especially famous for its lighting.

 

CHALTABAGAN LOHAPATTI

 

WHERE: Manicktala

NEAREST METRO: Girish Park/ Central

THEME: The theme is synthesis of tradition and modernity, which reflects the environment-friendly message of sustainable development. The theme is in keeping with the spirit of the new UN agenda of sustainable development goals. Bio-degradable materials like coconut shells have been used.

 

NALIN SARKAR STREET

 

WHERE: Manicktala

NEAREST METRO: Girish Park

THEME: The theme is ‘Theme: Uttorer Kolahol Abar Parimal ‘. The pandal is decked up with decorations made of bamboo, paper and clay. The gods and goddesses are in the form of big dolls.

 

DUM DUM PARK TARUN SANGHA

 

WHERE: Dum Dum Park

NEAREST METRO: Belgachia/ Dum Dum/ Sovabazar

THEME: The theme is the river Narmada and the famous places on its banks.

 

TELENGABAGAN SARBOJONIN

 

WHERE: Ultadanga

NEAREST METRO: Sovabazar

THEME: The theme depicts the balance of nature. The pandal has models of the sun, sunflowers, honeybees.

 

KUMARTULI PARK

 

WHERE: Abhay Mitra Street

NEAREST METRO: Sovabazar

THEME: Earthquake relief efforts by the Indian Army in Nepal.