Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

State plans to work on tissue culture for augmenting production of plants

State Science and Technology department is going to tie up with AYUSH department to jointly work on tissue culture to augment production of various plants. A tissue culture laboratory will be set up at Kalyani for this purpose.

The scientists will be engaged to carry out research works on “tissue culture”. The main purpose of the new project was to increase the productivity in various sectors by adopting what would be the best techniques for them to grow.

It may be mentioned here that the Biotechnology department has been carrying out research so that the vegetables and fruits are free from chemical hazards.

It has been seen that the vegetables and fruits that are supplied into various markets in the city are often found to be unhealthy, but it also affects human health as various chemical fertilisers, rich in toxic substances is often administered on the plants to augment the productivity.

The department will also carry out research on how to increase the productivity of cattle.

 

The image is representative (source)

 

গাছপালার উ९পাদন বৃদ্ধির জন্য টিস্যু কালচার প্রয়োগ করার পরিকল্পনা রাজ্য সরকারের

বিভিন্ন প্রজাতির গাছের ওপর একসঙ্গে পরীক্ষামূলক ভাবে টিসু কালচার প্রয়োগ করতে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আয়ুষ বিভাগের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে । কল্যাণীতে এই বিষয়ক একটি ল্যাবরেটরি তৈরী করা হবে।
বিজ্ঞানীরা এই কাজের ওপর গবেষণা করার জন্য নিযুক্ত থাকবে।  এই কাজের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রের উত্পাদনশীলতা কি কি পদ্ধতিতে বাড়ানো যায় তা খতিয়ে দেখা।
প্রসঙ্গত উল্লেক্ষ্য বায়োটেকনোলজি বিভাগ অনেক দিন ধরে গবেষণা করে চলেছে কি করে শাক সবজি কে  রাসায়নিক ক্ষতি থেকে মুক্ত করা যায়।
এটা  দেখা গেছে ফল ও শাক সবজি যেগুলো শহরাঞ্চলের বিভিন্ন বাজারে যোগান দেয়া হয়ে থাকে সেগুলো অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর, এতে মানুষের শারীরিক অনেক ক্ষতি হয় কারণ যে সব সার ব্যবহার করা হয়ে থাকে উত্পাদন  বৃধ্ধির জন্য, তা বেশির ভাগ ক্ষেত্রেই খুব বিষাক্ত ও ক্ষতিকারক রাসায়নিকযুক্ত।
গবাদি পশুদের কর্মক্ষমতা কি করে বাড়ানো যায় সেটাও গবেষণা করে দেখবে এই দপ্তর।

Ayurvedic Health Service Bill passed by Bengal Assembly

The West Bengal assembly Monday passed the ‘West Bengal State Ayurvedic Health Service (Amendment) Bill-2015’.

Speaking about the bill, minister of state for AYUSH, Health and Family Welfare Department, Ashish Banerjee, said the posts in the cadre of the West Bengal Ayurvedic Education Service and the West Bengal Ayurvedic Health Service would now be filled up through the West Bengal Health Recruitment Board.

Recruitment to all teaching and administrative posts in the West Bengal Ayurvedic Education Service and all basic grade and administrative posts in the West Bengal Ayurvedic Health Service was so far been made through the West Bengal Public Service Commission.

Stating that units of AYUSH (Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy) would be set up in all districts, the minister said AYUSH units would come up initially in the districts of Darjeeling, Jalpaiguri, West Midnapore, Birbhum, Nadia, South 24-Parganas and North 24-Parganas.

A 50-bed AYUSH hospital would also come up at Alipurduar and Chief Minister Mamata Banerjee would lay its foundation soon.

Stating that this mode of treatment would benefit people, the minister added the companies manufacturing AYUSH medicines have assured the state government to make necessary recruitment from AYUSH-related institutes.