Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

State Govt promoting home stay tourism in Adivasi-populated villages in the Ayodhya Hills

The Bengal Government is promoting home stay tourism in the Adivasi-populated villages in the Ayodhya Hills in Purulia district. The first such project is being implemented in Punia Sasan village in Baghmundi block.

Over the last few years, it is being seen that more and more people are visiting the verdant Ayodhya Hills, especially in winter. Since it is difficult and not environment-friendly to construct too many resorts in ecologically fragile areas, the government has come up with this measure to accommodate tourists.

These home stays would also give the Adivasi villagers, most of whom are poor, an additional source of income. The Adivasi villagers who would be running these home stays are being given training for the purpose.

Being the original inhabitants of the land, the Adivasis are intimately acquainted with the history, and folk culture and literature of the region. Hence, they can be the guides for tourists flocking the region.

Staying in home stays would also give tourists a feel of Adivasi life.

Source: Ei Samay

অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে’তে জোর দিচ্ছে রাজ্য সরকার

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে হোম-স্টে ট্যুরিসমে জোর দিচ্ছে রাজ্য সরকার। বাঘমুন্ডি জেলার পুনিয়া ও শাসন জেলার জন্য রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ এই প্রথম।

বিগত কয়েক বছরে দেখা গেছে, প্রচুর মানুষ অযোধ্যা পাহাড় বেড়াতে গেছে, বিশেষ করে শীতকালে। এইসকল অঞ্চলে রিসর্ট তৈরি করা কষ্টসাধ্য এবং পরিবেশ-বান্ধবও নয়। তাই, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের হোম-স্টে গুলি আদিবাসীদের অতিরিক্ত রোজগারের সুযোগ করে দেবে।

এই হোম-স্টে’গুলি যে বাড়িতে করা হবে, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অতিথি সৎকারের।
আদিবাসীদের এই প্রকল্পে আনার কারন হল, যেহেতু তাঁরা এই অঞ্চলের পুরনো বাসিন্দা, স্থানীয় ইতিহাস খুব ভালো জানেন। তাই তাঁরা গাইডের কাজ খুব ভালো পারবেন।

এই হোম-স্টেগুলিতে থেকে পর্যটকরা আদিবাসী জীবনের আস্বাদ পাবেন, যা কোনও হোটেলে কেউ পেতে পারবেন না।

Solar-hydro route for green power project in Purulia

Bengal is going solar this time to run generators that will pump water to a reservoir uphill in Purulia’s Ayodhya Hills during off peak hours, 10 years after the successful installation of Purulia Pumped Storage Project. The state power department will set up a 1,000MW solar-hydro power project when the existing project is a thermal-hydro mix.

The proposal was cleared in the state cabinet meeting on Monday. The purpose of this multifunction power plant is to pave the way for energy generation without fossil carriers — a first of its kind in the country — when Bengal has a lopsided 96:4 thermal-hydro ratio in power generation.

The objective is to use the afternoon sunlight to run turbines to lift stored water from a reservoir at a lower altitude in Ayodhya Hills to a reservoir on the upper side during off-peak hours that can help meeting the peak demand. Planned to be installed within 81 months from Monday, the second project is being funded by the Japan Bank of International Cooperation (JICA).

“This will be the first solar-driven pumped storage project in the country — clean and green. The project has been estimated at Rs 4650.79 crore. The state government will bear 15% of the project cost while the rest will come from JICA,” State Power Minister Shobhandeb Chattopadhyay said. The generated energy will be wheeled to the power grid to meet the peak demand.

 

পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে জোর রাজ্য সরকারের

রাজ্যে এই প্রথম স্বচ্ছ ও সবুজ বিদ্যুৎ তৈরী হবে অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পরিবেশ বান্ধব ১০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে।

সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন মিলেছে। ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্প বসানো হবে। এই প্রকল্পের মোট সময়সীমা ধরা হয়েছে ৮১ মাস। প্রকল্পের জন্য খরচ হবে ৮৬৫০.৬৯ কোটি টাকা।

এর আগে পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরী হয়েছে। তবে নতুন প্রকল্পটি সম্পূর্ণ আলাদা। এতদিন পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের টুর্গায় তাপবিদ্যুতের মাধ্যমে জলকে উঠিয়ে তা জলবিদ্যুতে নামানো হত। এবার সৌরবিদ্যুতের মাধ্যমে জল উঠিয়ে আপার ড্যামে জলবিদ্যুতের মাধ্যমে নামানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৌরশক্তিকে ব্যবহার এই যুগান্তকারী পদক্ষেপ এই প্রথম।

একইসঙ্গে সাগরদিঘি প্রকল্পে আরও ৬৫০ মেগাওয়াট উৎপাদন হবে। মূলত ২০২২ সালের দিকে তাকিয়ে এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা মিটবে।

Bengal Tourism Dept setting up ropeways in Purulia and Bankura

The West Bengal Tourism Department is taking initiatives to set up ropeways in Mukutmanipur in Bankura and Ayodhya Hills in Purulia.

State Tourism Minister Gautam Deb said that already initial steps have been taken for the project. Purulia is being projected as a prime tourist destination; a tourism information centre is also being set up there.

A day-care centre is also being set up in Ayodhya Hills to facilitate the tourists, along with watchtowers and cottages, the Minister said. A branch of the State Tourism Development will also be opened at the district administrative building, he said.

 

পুরুলিয়া-বাকুঁড়ায় রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ

বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পুরুলিয়ায় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পুরুলিয়ার সৌন্দর্য আরও ভাল ভাবে পর্যটকদের সামনে তুলে ধরার জন্য আমরা অযোধ্যায় পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছি।

অযোধ্যা পাহাড়ের নীচে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের লোয়ার ড্যাম থেকে পাহাড়ের উপর আপার ড্যাম অবধি প্রায় আট কিলোমিটার দীর্ঘ হবে রোপওয়েটি, এর জন্য বরাদ্দ খরচের পরিমাণ ১০ কোটি টাকা।

অযোধ্যা পাহাড়ে ৪ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে খোলা হবে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এছাড়া, অযোধ্যা পাহাড়ের পাদদেশে পর্যটকদের জন্য চালু হবে ডে-কেয়ার সেন্টার।

 

WB Govt’s Adhikar Prakalpa gives new lease of life to village

The Chief Minister Mamata Banerjee-led West Bengal Government’s Adhikar Prakalpa has enabled an entire village in Purulia district to be relocated. To provide access to roads, healthcare and education, and thus proper livelihoods, the district administration has relocated the village of Kalabera.

All 32 families of this remote hamlet on the Ayodhya Hills now have one-room living quarters with a kitchen. Each of these dwellings were constructed at a cost of Rs 75,000. All have been provided electricity connections. A school and an ICDS centre are under construction too.

The new location of the hamlet is the foothills in Mahalitand, under Balarampur police station. The metalled road along the hamlet gives the villagers easy access to the nearby market in Urma.

The village depends mainly on forest produce and some agricultural activities, and goat rearing.

 

‘অধিকার’ প্রকল্পে নতুন গ্রাম পেল অযোধ্যা পাহাড়বাসী

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত রাজ্য সরকার ২০১২-১৩ সালে ‘অধিকার’ নামে প্রকল্পটি চালু করে। রাজ্যের ১১টি জেলায় এই প্রকল্পে কাজ হবে। তার জন্য মোট ১৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

ইতিমধ্যেই পুরুলিয়ায় এই প্রকল্প শুরু হয়েছে। কালবেরা গ্রামটিকে স্থানান্তর করা হয়েছে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় তাই রাস্তা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা প্রভৃতির উন্নতি করা হয়েছে।

অযোধ্যা পাহাড়ের গ্রামের ৩২টি পরিবার এখন কংক্রীট বাসভুমি পেয়েছে। প্রত্যেককে ৭৫০০০ টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকে বিদ্যু९ পরিষেবা পেয়েছে। একটি বিদ্যালয় এবং ICDS কেন্দ্র ও থাকবে এখানে।

নতুন গ্রামটির অবস্থান হল বলরামপুর পুলিশ স্টেশনের অন্তর্গত মহালিতাণ্ড। এখানে একটি পাকা রাস্তাও আছে যার মাধ্যমে গ্রামবাসীদের যোগাযোগের অনেক সুবিধা হবে।

বনজ সম্পদ সংগ্রহ, কৃষিকাজ, ছাগ- পালন এসবের ওপর তাদের জীবিকা নির্ভর করে।