Fish exports from Bengal to touch Rs 700 cr by 2020

The rapid improvement in the infrastructure for pisciculture that Bengal is witnessing, courtesy the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, fish traders of the State are projected to do business worth Rs 700 crore by 2020. By 2019, 1.2 lakh tonnes of fish would be cultivated in the State. These data were recently revealed by industry body, ASSOCHAM (Associated Chambers of Commerce of India) in a report.

Thus, the fish exporters of the State are looking at a bright future. However, according to the ASSOCHAM report, if the unused water bodies are used to their full potential, the State has the capacity to produce 31 lakh tonnes of fish. Another fact highlighted in the report is that every year, there is a 10 per cent increase in fish production in the State; however, during the last financial year, it was a 20 per cent jump.

The policies adopted by the Bengal Government to improve the potential of fish production and exports are indeed laudable. The Government is ensuring that all international food safety standards are being followed by the fish cultivators, processors and exporters. The latest technologies are being used by the food processors. As a result, a big demand for fish and processed fish from the State is being created in foreign markets.

The way things are progressing in the State, Bengal is going to earn a huge revenue from fish production in the future.

 

মাছ রপ্তানিতে ৭০০কোটির ব্যবসা করবে বাংলা

রাজ্যের মাছ চাষের যেভাবে পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হয়েছে তাতে আগামী ২০২০ সালে এই রাজ্যের মাছ রপ্তানির সঙ্গে যুক্ত ব্যাবসায়ীর প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন।২০১৯ এর মধ্যে ,মাছের উৎপাদন ১.২ লক্ষ টনে পৌঁছে নিয়ে যাওয়া যাবে  এমটাই দাবি করা হলো বণিক সভা ASSOCHAM এর পক্ষ থেকে।

তবে রাজ্যের যে অব্যবহৃত  জল জায়গা আছে তাকে সঠিকভাবে কাজেই লাগাতে পারা  গেলে আগামী দিনে ৩১ লক্ষ টন মাছ উৎপাদন করা সম্ভব হবে বলে ASSOCHAM এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্ৰত্যেক বছর মাছ চাষে ১০% উৎপাদন বৃদ্ধি  পায়  কিন্ত গত বছর সেই বৃদ্ধির পরিমান ২০% হয়েছে।

রাজ্য সরকার যেভাবে নতুন নীতি নির্ধারিত করেছেন মাছ চাষের ক্ষেত্রে তার ফলে আগামী দিনে রাজ্যের মাছ সারা বিশ্বের মাছ ক্রেতাদের কাছে বড় চাহিদা গড়ে তুলছে। বিশ্বের ফুড সেফটি নির্ধারণকারী সংস্থার দেওয়া মাপকাঠিতে যে কয়টি নিয়মাবলি দেওয়া হয়েছে তার সব কয়টিকেই  রাজ্যের মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। সেই মাছ বিদেশের বাজারে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে চাহিদা বাড়িয়ে তুলেছে।

এই হারেই যদি রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় তা হলে আগামী দিনে সারা বিশ্বে বাংলা মাছ রপ্তানি ব্যবসা থেকে বিপুল পরিমানে রাজস্ব আদায় করতে পারবে।

 

 

Bengal showed exceptional development in last 3 years: Assocham

Bengal showed an exceptional development in last three years, which was never seen before in this state, feels the president of The Associated Chambers of Commerce of India (ASSOCHAM).

The negative image which was hampering in bringing in industry here has gone under the leadership of Chief Minister Mamata Banerjee. The ASSOCHAM President was one of the invited industry guests at the third edition of Bengal Global Business Summit.

He felt that the Bengal government’s focus on MSME is really a great step. MSME will garner huge revenue and profit. It will generate employment in large scale, which big industry could not do at a time.

The Bengal government is ready to give away land, they are industry friendly and the state is bringing reforms to do business easily. The investments will follow the state now, he said.

 

 

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাঃ অ্যাসোচাম

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলা, এমনটাই মনে করেন ASSOCHAM এর সভাপতি।

তিনি বলেন, “অতীতে এরাজ্যের যে শিল্পবিরুপ ভাবমূর্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা দূর হয়েছে, এখন সময় এসেছে এগিয়ে চলার।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ওপর জোর দেওয়া খুব ভালো পদক্ষেপ। কারণ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প থেকে প্রচুর লাভ হয় ও এর ফলে খুব বেশি পরিমান কর্মসংস্থান হয় যা ভারি শিল্পেও হয় না।

তিনি এও বলেন যে রাজ্য সরকার শিল্পবান্ধব এবং নানা সংস্কারের মাধ্যমে রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করে দিয়েছে।

 

 

Captains of industry hail Trinamool’s victory in Bengal

Industry captains have welcomed the massive victory of Mamata Banerjee led Trinamool Congress in the 2016 Assembly elections in West Bengal.

Industry captains are hopeful that development and reforms in the State will receive an impetus because of the huge mandate that Didi has won.

CII’s Eastern Region chairman TV Narendran said, “The decisive election victory of the TMC reaffirms the direction of the government and sets the tone for faster economic reforms in West Bengal.”

RP-Sanjiv Goenka Group chairman Sanjiv Goenka says Mamata’s return is “a great news for those who want Bengal to join and win the eagerly-awaited race for economic development.

FICCI President Harsh Neotia said, “This mandate shows people have voted in favour of the development work in the last five years.”

ASSOCHAM Chairman Sunil Kanoria said, “This huge mandate again proves there is no altervative to the politics of development.”

“MCCI will support in all developmental endeavours in the state”, said Manish Goenka, President MCCI.

West Bengal will roar again like a Bengal Tiger : ASSOCHAM

ASSOCHAM, India’s apex knowledge chamber, along with YES BANK, the fourth largest private bank of India, joined hands with the Government of West Bengal in the Bengal Global Business Summit, held on 7-8 January, 2015 in Kolkata.

The ASSOCHAM praised the growth story of Bengal in the last three years and said that the State’s economy will again roar like a Royal Bengal Tiger. The Chairman of ASSOCHAM Eastern council, Mr Sanjay Jhunjhunwala felt that Bengal will emerge as the new hub for finance and legal services.

Here is what the Mr Rana Kapoor, President, ASSOCHAM and also the CEO, MD of YES BANK said about the rise of Bengal:

  • The growth of Bengal GSDP in the last three years is higher than the National GDP.
  • Bengal’s economy is well poised to tap the huge investment potential.
  • There are opportunities of accelerated growth in sectors of agri-business, manufacturing, infrastructure, health, education and tourism in Bengal.
  • Business-friendly regulatory framework, easy finance and MSME focus will help the state immensely.
  • State’s industry and economy will soon revive the latent spirit with all the new initiatives taken.

On the sidelines of the Summit, Mr Rana Kapoor also talked about the expansion plans of YES BANK. West Bengal will be made the central hub of operations for 13 states in India and the number of branches will be increased from 15 to 50 in another fiscal.