Bengal CM slams Left Front regime for lack of development works

Bengal Chief Minister Mamata Banerjee during the Assembly session on Wednesday lashed out at CPI(M) for not doing anything in past 34 years. In reply to the question in the Assembly, the Chief Minister said that her government has increased allowances of 14,000 people.

Various social schemes have been started for the Self Help Groups, school students and various others. She slammed the erstwhile Left Front government for not doing any development works during their regime. She also blamed the previous government for the loan burden of crores of rupees. The state government has decided to increase the allowances of the MLAs by Rs 5,000 for which a Bill will be passed in the Assembly on Thursday.

The Bengal Chief Minister once again reiterated that the previous Left Front government failed to do any development works which would benefit the people and improve the economic condition of the people in the villages. Instead of this, they left a huge debt burden on the present government. Fighting all odds, the Mamata Banerjee government has successfully implemented various schemes for the benefit of the people in the state.

Chief Minister Mamata Banerjee also extended good wishes to the women on the occasion of International Women’s Day. She said that her government has provided 50 per cent reservation for women at all levels of the three-tier panchayat system in the state. In College Service Commission, 38 per cent seats have been reserved for women.

After coming to power, the present government has introduced various schemes to improve the socio-economic condition of women in various sectors. The school students have been brought under Kanyashree scheme.

 

৩৪ বছর কোনও উন্নয়ন না হওয়ায় বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী

বিধানসভার অধিবেশন চলাকালীন বুধবার সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন ৩৪ বছরে তারা কোন কাজ করেনি। এদিন তিনি বলেন, তাঁর আমলে ১৪ হাজার মানুষের ভাতা বৃদ্ধি হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী, ছাত্রছাত্রী ও অন্যান্যদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। বিধায়কদের ভাতা ৫০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, বুধবার এই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়।

গ্রামের মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য পূর্বতন বাম সরকার ৩৪ বছর ধরে কোন উন্নয়ন করেনি। তার পরিবর্তে আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করছে এবং সেগুলি সফলভাবে বাস্তবায়িতও করছে।

আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, তাঁর সরকার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সব স্তরে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রেখেছেন। কলেজ সার্ভিস কমিশনে নারীদের জন্য ৩৮ শতাংশ স্থান সংরক্ষিত করা হয়েছে।

ক্ষমতায় আসার পর, বর্তমান সরকার নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। স্কুল ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।

 

Bengal CM announces formation of committee to check child trafficking

Stating the incident of newborn trafficking as “unfortunate”, Chief Minister Mamata Banerjee announced in the Assembly on Monday that a committee, comprising of both bureaucrats and politicians, will be formed to check child trafficking.

Besides, parliamentary minister Partha Chatterjee will be the chairman and Chief Secretary convener of the committee. Leader of the Opposition Abdul Mannan and CPI(M) MLA Sujan Chakraborty will also be in the committee.

Mamata Banerjee said, “The committee will function in a better way if the members are both from political field and bureaucracy.”

The members of the committee will be discussing the issues related to child trafficking and would take necessary steps to put an end to the trafficking of children. The members of the committee will be meeting once a month and prepare report on the development in the situation.

The Chief Minister said that the incidents of child trafficking was unfortunate and expressed her concern. She said, “It is a social problem and trafficking of children first came to light in 1982. Charge sheet of the case was filed in 1999. It became a cause of concern when the matter resurfaced in 2010. Again, on November 21, CID arrested some people and busted a racket. A total 20 were arrested. Bodies of two children were exhumed and CID officers recovered 10 children from a home at Thakurpukur and three from Sohan Nursing Home. One of the three children was handed over to her parents after necessary verification. We have to be aware and cautious as some nursing homes and NGOs are involved. The licenses of all the three nursing homes were suspended and those will be cancelled as well.”

 

শিশুপাচার কাণ্ডে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর, ডাক বিরোধীদেরও

রাজ্যে শিশুপাচার কাণ্ডে এবার সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একাধিক শিশুপাচারের ঘটনা যখন সামনে আসছে, তখন পুরো বিষয়টির তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করলেন তিনি৷

পুরো বিষয়ের তদন্তের জন্য এবার বিশেষ কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি এই কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব৷ থাকবেন শিশু ও নারী কল্যাণ দফতরের সচিবও৷

যেহেতু এই কাণ্ড গোটা রাজ্যের উদ্বেগের বিষয়, তাই এই কমিটিতে রাজনৈতিক ভেদাভেদের ছোঁয়া রাখেননি মুখ্যমন্ত্রী৷ বাম ও কংগ্রেসের তরফে সুজন চক্রবর্তীক ও  আব্দুল মান্নানকেও কমিটিতে রাখার প্রস্তাব দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এই আবেদনে সাড়াও দিয়েছে বিরোধী শিবির৷

A historic day says CM after Assembly passes resolution to change name of State

West Bengal Assembly today passed a resolution to change the name of the State to Bangla in Bengali, Bangal in Hindi and Bengal in English. Terming this as historic, Chief Minister Mamata Banerjee greeted the people of the State.

“I am sure people will be happy with the name ‘Bangla’ or Bengal. There was a need for ‘branding’ for Bengal. Our intention is to make Bengal the best in the world,” she said.

When asked if the new name will cause confusion with Bangladesh, CM replied: “There is a Punjab in Pakistan also. There is no confusion over Bangla and Bangladesh.”

She slammed the Opposition for playing politics over the name of the State. She said, “They have committed another historic blunder. Congress has become a frontal organisation of the CPI(M).”

Paying homage to the icons and stalwarts related to Bengal, she said in future the government will also come up with a logo for the State.

 

রাজ্যের নাম পাল্টে হল ‘বাংলা’ – ‘ঐতিহাসিক দিন’ বললেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হল। নতুন নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। আজকের এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ এই নামকে মানুষ সমর্থন করবে এবং মানুষ এতে খুশি হবে। বাংলার ব্র্যান্ডিং এর দরকার ছিল। বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য’।

রাজ্যের নামের সঙ্গে বাংলাদেশের নামের বিভ্রান্তির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে। বাংলা ও বাংলাদেশের মধ্যে কোন confusion নেই”।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে রাজ্যের নাম বদল নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে।  এটা ওদের আর একটি ঐতিহাসিক ভুল। কংগ্রেস এখন সিপিএমের ফ্রন্টাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

যে সকল মনীষীরা যুগ যুগ ধরে বাংলাকে গর্বিত করেছে তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে সরকার বাংলার একটি লোগো তৈরি করা হবে।

 

 

Terrorists have no religion: WB CM at Assembly

Condemning the terror attack in Bangladesh, West Bengal Chief Minister Mamata Banerjee on Monday said terrorists have no religion and everybody should unite to fight against terrorism.

“We condemn the act of terror in Bangladesh. We share their pain and agony and stand beside Bangladesh. Both West Bengal and Bangladesh share a deep cultural and humanitarian bond.

“If Bangladesh is happy then we are happy, if they are sad then we are also sad. On that night (when terrorists carried out the attack in Bangladesh), I had kept track of the happenings in Bangladesh,” Banerjee said in the state Assembly.

“We don’t comment on matters concerning other countries. We can’t interfere in matters of other countries. Our administration had alerted the bordering police stations. There are still places in the Indo-Bangladesh border where there is no fencing,” she said.

The Chief Minister appealed to the people that they should inform the police if they come across any suspicious people.

Referring to the BJP MLA’s comments of stopping Moitree Express if attack on minorities does not stop in Bangladesh, Banerjee said such statements should not be made.

“How can you make such comments that Moitree Express will be stopped.? Such kind of decisions are taken by the central government and not by any political party. Moitree Express has no relation with terrorism. We should not make such comments which hamper relations between the two countries. We should remember that terrorists have no religion,” she said.

She also said post the Dhaka attack, police in the state was on high alert.

 

সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না: বিধানসভায় মুখ্যমন্ত্রী

সোমবার বিধানসভায় বাংলাদেশের জঙ্গিহানার ঘটনার তীব্র নিন্দা করেণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সন্ত্রাসবাদীদের কোন ধর্ম হয় না এবং আমাদের প্রত্যেকের উচিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করা।

“যে কোনও মূল্যে ইন্দো-বাংলার প্রগতি ও শান্তি বজায় রাখতে হবে৷ মনে রাখবেন বাংলাদেশ ভাল থাকলে আমরা ভাল থাকি৷ ওপার বাংলা খারাপ থাকলে আমরা খারাপ থাকি৷ যেদিন বাংলাদেশে জঙ্গি হানা হল সেই রাতে আমি নজর রাখছিলাম পুরো ঘটনার ওপর’, বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “অন্য দেশের বিষয় নিয়ে আমরা কোন কথা বলতে পারি না। আমাদের প্রশাসন সীমান্তবর্তী এলাকার সব পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। এখনও ইন্দো-বাংলাদেশ সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া সম্পূর্ণ দেওয়া নেই।”

মুখ্যমন্ত্রী মানুষের কাছে আহ্বান জানান কোনরকম সন্দেহজনক কিছু দেখলে তাঁরা যেন সঙ্গে সঙ্গে পুলিশকে সেকথা জানান।

মৈত্রী এক্সপ্রেস বন্ধ করার জন্য দাবি তুলেছেন বিজেপি সভাপতি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মৈত্রী এক্সপ্রেস বন্ধ করা যাবে না৷ ওই ট্রেনের সঙ্গে বাংলাদেশের জঙ্গিহানার কোনও সম্পর্ক নেই৷

“বিজেপির রাজ্য সভাপতি কেন মৈত্রী এক্সপ্রেস বন্ধ করার কথা বলছেন? এটা পুরোপুরি কেন্দ্রের সিদ্ধান্ত৷ মৈত্রী এক্সপ্রেস মানে দু’দেশের সম্প্রীতি, বন্ধুত্ব ও সুসম্পর্কের প্রতীক৷ এর সঙ্গে দু’দেশের আবেগ জড়িয়ে আছে৷ আমাদের মনে রাখা উচিত সন্ত্রাসবাদীরা কেবল সন্ত্রাসবাদী। তাদের জাত, ধর্ম, বর্ণ, রাজনীতি থাকতে পারে না। বিষয়টি নিয়ে কেউ যেন রাজনীতি না করেন৷ কথায় কথায় কেন সব কিছুতেই এত অসহিষ্ণু হব? প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ খুবই বন্ধু দেশ৷ পরস্পরকে পরস্পরের প্রতি দায়িত্বশীল হতে হবে৷ আমাদের সবাইকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। এমন সমস্ত ঘটনায় রাজনীতির ইস্যুকে বাদ দিন৷ সদিচ্ছাকে গুরুত্ব দিতে হবে”, তিনি বলেন।

তিনি আরও বলেন “ঢাকায় হামলার পর সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। আমরা চাই, আমাদের এখানে সম্প্রীতি, শান্তিশৃঙ্খলা বজায় থাকুক। আমরা বাংলাদেশের পাশে আছি। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

Highlights of West Bengal Budget 2016-17

The State Finance Minister, Dr Amit Mitra placed the Interim Budget for 2016-17 today in the West Bengal Assembly. Dr Mitra had placed a vote-on-account earlier this year because of the election.

While presenting the vote-on-account in the Assembly earlier, Dr Mitra had introduced no new taxes and proposed a 17% hike in Plan outlay, amounting to Rs 57,905 crore, for financial year 2017.

Finance Minister Dr Mitra had listed the Government’s “unprecedented” allocation in the social sector, while pointing out that the debt-ridden State has received no help from the Centre in terms of debt moratorium. He added that the State, on the basis of Gross Value Added, has expanded at 12% against the national growth of 7.3%.

Dr Mitra claimed that the State had set a record in terms of expenditure in the social sector — increasing rural development budget four times, health budget three times, minority development budget five times and agricultural budget three times, and creating planned expenditure for women and child welfare.

 

LIVE BLOG of the Budget speech

Main bure halat ke tufano se ghabrata nahi/ Mujhe apne hauslo pe betahasha naaz hai

Our aim is to establish Bengal as number one among the States in every sector

Planned Expenditure for 2015-16 was Rs 53,000 crore, the highest ever

Kanyashree, Khadya Sathi, Sabuj Sathi, Fair Price Medicine Shops and e-governance are some of our achievements

Jean Drèze, the famed economist, who penned books with Amartya Sen, praised Bengal’s Khadya Sathi Scheme

Capital Expenditure in 2015-16 rose seven fold over the capital expenditure in 2010-11

GSDP has risen to Rs 9,20,083 crore

Revenue has risen from Rs 20,000 crore to Rs 42,000 crore

Fiscal deficit was 4.2% in 2010-11 and now it is 2.6%

We have a huge debt burden; yet, we have followed fiscal discipline

We spent over Rs 94,000 crore to repay the debt incurred by the Left Front

Several schemes of Bengal have been adopted as models by other States

Revenue deficit has come down to 1.03%

Institutional delivery has increased from 68 to 90%

30 lakh farmer families have received compensation after floods

There has been a five-fold increase in the disbursal of loans to Self Help Groups

Infant mortality in Bengal has come down from 32 to 27 per 1000 live births

We have sanctioned new permits for 4,000 new routes; this is unprecedented

We have registered 78,000 folk artistes under Lok Prasar Prakalpa

UN has appreciated Bengal for Nirmal Bangla Mission; four top districts in India in the cleanliness mission are from Bengal

We have focussed on the MSME sector – bank funding has increased substantially, which is now the highest in India

We have organised Bengal Global Business Summit twice, which was attended by representatives of 31 nations

A new district was created out of Alipurduar

Five police commissionerates were created

One municipality and three municipal corporations were created

West Bengal Chief Minister has conducted 127 administrative meetings across the State

Chief Minister’s brainchild – Administrative Calendar – is now a model for the rest of the country

Integrated Financial Management System was launched, which helped in the optimal use of assets

2 lakh housings for the poor were made under Geetanjali Scheme

We will do away with manual TDS certificate submission for work contracts; it will now be done online

The deadline for disposal of tax dispute cases regarding VAT reduced from 1 year to six months

Over 8,000 cases of tax disputes settled in fast-track courts; we are doing away with the Settlement Commission

Rs 200 crore allotted for Swami Vivekananda Merit-cum-Means Scholarship

732 virtual classrooms (e-classrooms) with high-speed internet to be set up at universities and colleges; 2,000 such classrooms to be set up in higher secondary schools

Rs 1,000 crore allocatted to the e-classroom project

Rs 57,905 crore allocatted for Planned Expenditure

Rs 285 crore allocatted for agricultural marketing

Social sector spending has increased 4.5 times compared to 2010-11

Infrastructure sector spending increased by 4 times

Agricultural spending increased 7 times over 2010-11

Food grain procurement increased nine-fold over 2010-11; total food grain production was 174 lakh metric tonnes

Rs 495 crore allocatted towards forest conservation

22 lakh new employment opportunities will be created this year

Over 1,000 km of roads built and renovated; this is unprecedented

100% rural electrification has been achieved under the Sobar Ghore Aalo Scheme

85 lakh man-days created under MGNREGA, with an expenditure of Rs 18,000 crore

We created the North Bengal Development Department, Tribal Welfare Department, Child Welfare Department and Sericulture Department

89 police stations, 65 women police stations, 88 fast-track courts, 51 women’s courts have been set up

Five development authorities set up for providing even better governance to the people

হবে জয়, হবে জয়,হবে জয় রে, ওহে বীর, হে নির্ভয়। হবে জয়

 

২০১৬১৭ আর্থিক বছরের বাজেটের অংশবিশেষ 

আজ বিধানসভায় ২০১৬-১৭ আর্থিক বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। নির্বাচনের কারণে তিনি এ বছরের ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউণ্ট পেশ করেছিলেন।

ভোট অন অ্যাকাউণ্ট পেশ করার সময় অর্থমন্ত্রী নতুন কোন কর ঘোষণা করেননি। বরং তিনি ২০১৭ আর্থিক বর্ষে পরিকল্পনা খাতে ব্যয় ১৭ শতাংশ অর্থাৎ ৫৭.৯০৫কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন।

রাজ্যের ওপর বিপুল ঋণের বোঝা ও কেন্দ্র থেকে কোনরকম সাহায্য না পাওয়া সত্ত্বেও সামাজিক ক্ষেত্রে “নজিরবিহীন” বরাদ্দ তালিকাভুক্ত করেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্য তার GVA growth (Gross Value Added growth) ১২% বৃদ্ধি করেছে, যখন দেশের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ৭.৩%।

ডাঃ মিত্র দাবি করেন, রাজ্য সামাজিক খাতে ব্যয়ের দিক থেকে রেকর্ড তৈরি করেছে – গ্রামোন্নয়ন বাজেট বৃদ্ধি চার বার, স্বাস্থ্য বাজেট তিনবার, সংখ্যালঘু উন্নয়ন বাজেটের পাঁচবার এবং কৃষি বাজেট ও নারী ও শিশু কল্যাণে পরিকল্পনা ব্যয় বৃদ্ধি পেয়েছে তিনবার।

তার বক্তব্যের কিছু অংশঃ 

  • ২০১৫-১৬ সালের পরিকল্পনা ব্যয় ছিল ৫৩০০০ কোটি টাকা, যা সর্বোচ্চ
  • কন্যাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান আমাদের কৃতিত্ব
  • ২০১৫-১৬ সালের পরিকল্পনা ব্যয় ২০১০-১১ সালের চেয়ে সাত গুন বৃদ্ধি পেয়েছে
  • GSDP বেড়ে হয়েছে ৯,২০,০৮৩ কোটি টাকা, রাজস্ব ২০০০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪২০০০ কোটি টাকা
  • ২০১০-১১ সালে রাজস্ব ঘাটতি ছিল ৪.২% এখন তা ২.৬%
  • বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা আর্থিক শৃঙ্খলা বজায় রেখেছি
  • ৩০ লক্ষ চাষিকে বন্যার জন্য ক্ষতিপূরণ  দেওয়া হয়েছে
  • স্বনির্ভর গোষ্ঠীর ঋণের পরিমান পাঁচগুণ বৃদ্ধি কড়া হয়েছে
  • বাংলায় শিশু মৃত্যুর হার ৩২% থেকে ২৭% এ নেমে এসেছে
  • ৭৮০০০ শিল্পী লোক প্রসার প্রকল্পের আওতায় এসেছে
  • নির্মল বাংলা মিশন ইউ এন দ্বারা প্রশংসিত, রাজ্যের ৪টি জেলা এই প্রকল্পে শীর্ষস্থানে রয়েছে
  • আমরা MSME সেক্টরে নজর দিয়েছি. ব্যাঙ্ক তহবিল যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যা ভারতের সর্বোচ্চ
  • আমরা বাংলায় দুবার গ্লোবাল বিজনেস সামিট আয়োজন করেছি যেখানে ৩১টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
  • আলিপুরদুয়ার নতুন জেলা তৈরি হয়েছে, পাঁচটি নতুন পুলিশ কমিশনারেট তৈরি করা হয়েছে
  • সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মোট ১২৭টি প্রশাসনিক বৈঠক করেছেন
  • একটি নতুন পৌরসভা ও তিনটি নতুন পৌর কর্পোরেশন তৈরি করা হয়েছে
  • মুখ্যমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ ‘প্রশাসনিক ক্যালেন্ডার’ দেশের বাকি রাজ্যের জন্য একটি মডেল
  • গীতাঞ্জলী প্রকল্পের অধীনে ২ লাখ গরীব মানুষের জন্য আবাসন তৈরি করা হয়েছে
  • ইন্টিগ্রেটেড আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে, এর মাধমে সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়েছে
  • স্বামী বিবেকানন্দের মেরিট স্কলারশিপের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • বিশ্ববিদ্যালয় এবং কলেজে ৭৩২টি ভার্চুয়াল ক্লাসরুম (ই-ক্লাসরুম) হাই স্পিড ইন্টারনেট সহ স্থাপন করা হবে
  • উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের আরও ২০০টি  ক্লাসরুম তৈরি করা হবে
  • ই-ক্লাসরুমের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ। পরিকল্পিত ব্যয়ের জন্য ৫৭.৯০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • ২০১০-১১ সালের তুলনায় সামাজিক খাতে ব্যয় ৪.৫ গুণ বেড়ে গেছে
  • পরিকাঠামো খাতে খরচ চার গুন বেড়েছে। ২০১০-১১ সালের তুলনায় ২০১৫-১৬ সালে কৃষিখাতে খরচ সাতগুন বৃদ্ধি পেয়েছে
  • বন সংরক্ষণের জন্যও ৪৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
  • NREGA প্রকল্পের আওতায় ১৮০০০ কোটি টাকা ব্যয়ের সঙ্গে সঙ্গে ৮৫ লাখ শ্রমদিবস তৈরি করা হয়েছে
  • ১০০০ কিমি নতুন রাস্তা নির্মাণ ও পুনঃসংস্করণ করা হয়েছে যা নজিরবিহীন
  • ‘সবার ঘরে আলো’ প্রকল্পের অধীনে ১০০ শতাংশ বাড়িতে বিদ্যুতায়ন সম্ভব হয়েছে
  • ২০১০-১১ সালের তুলনায় এবছর খাদ্য শস্য উৎপাদন নয় গুন বেড়েছে. মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমান ১৭৪ লাখ মেট্রিক টন
  • আমরা উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ, আদিবাসী উন্নয়ন দপ্তর, শিশু কল্যাণ দপ্তর এবং একটি রেশম দপ্তর তৈরি করেছি
  • ৮৯টি নতুন থানা, ৬৫টি মহিলা থানা, ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট, ৫১টি মহিলা আদালত স্থাপন করা হয়েছে
  • সুশাসন ও গতিশীল পরিষেবা দেওয়ার জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ স্থাপন করা হয়েছে
  • বৃত্তিকর ছাড়ের উর্দ্ধসীমা ১০০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব রাখা হচ্ছে
  • শিল্প উন্নয়ন সহায়ক প্রকল্পের মেয়াদ ৩ বছর বৃদ্ধি করা হয়েছে
  • ৬৮ লাখ লোকের কর্মসংস্থানের তৈরি হয়েছে গত ৫ বছরে আরও ২ লক্ষ কর্মসংস্থান তৈরির কাজ চলছে
  • এই বছর ২২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে

 

 

Five things Mamata Banerjee said at the West Bengal Assembly

Chief Minister Mamata Banerjee lashed out at the Opposition in the State Assembly for creating ruckus in the House and disrupting the course of business.

As the leader of the ruling party in the Assembly, she spoke during a discussion on the Governor’s Address.

 

 

Here are five things Mamata Banerjee said at the Bengal Assembly

1. There are some rules and regulations that need to be followed in the House. The elections were concluded just recently and the Opposition has no right to threaten the functioning of the House. Individuals have the right to speech in a democracy, but the Opposition is grossly misusing this right.

2. Just because I have some issue against you does not mean that I will attack Sonia ji or Rahul Gandhi, that is my decency. I keep it in mind not to cross the lines of verbal attack. Similarly, I do not attack Buddhadeb or Jyotibabu personally.

3. The Trinamool Congress is fighting the BJP and the CPI(M) ideologically and the fight will continue in the time to come.

4. Bengal has lagged behind over the years and we must be more positive in the Assembly and the Opposition should be constructive and provide guidance for more development in the state. It is the Assembly”s responsibility towards the young generation to provide them with a bright future. The Opposition must join us in doing more constructive work in the House.

5. The Centre has been slashing budgets for ICDS, Sarva Shiksha Abhiyan and for the development of the Jangalmahal areas. Despite all odds, we are carrying on with these programmes. We had come to power with a huge burden of debt, in the last five years we have taken loans of 1,13,000 crore out of which 94,000 crore was spent in repaying the debt left by the Left government. The center is pushing the states into a debt trap. The Center should call for a meeting of the debt-ridden states like Punjab, Kerala and Bengal.

 

শিষ্টাচারে দেউলিয়া হয়ে গেছেন আপনারা: বিধানসভায় বিরোধীদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় তীব্র ভাষায় বিরোধীদের কটূক্তির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের নেত্রী হিসেবে এদিন তিনি রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখছিলেন।

বিরোধীদের উদ্দেশ্যে যে পাঁচটি বিষয় মুখ্যমন্ত্রী বলেন সেগুলি হল:

বিধানসভার একটা ঐতিহ্য, পরম্পরা আছে। এত ঔদ্ধত্য যে এখানে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন। গণতন্ত্র কথা বলার সুযোগ দিয়েছে মানে তার অপব্যবহার করা উচিত নয়। কথার লক্ষ্মণ রেখা অতিক্রম না করা উচিত নয়।

আপনারা আমার বিরুদ্ধে কুমন্তব্য করেছেন তার মানে এই নয় যে, আমি আপনাদের নেত্রী সোনিয়া গান্ধীর নামেও একই কথা বলব। এটাই শিষ্টাচার। শিষ্টাচারে দেউলিয়া হয়ে গেছেন আপনারা। কংগ্রেস দলটাকে সাইনবোর্ডে পরিণত করেছেন। জোট করতে গিয়ে দলটাকে শেষ করেছেন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুকে কোনওদিন খারাপ কথা বলিনি।

কংগ্রেসের সঙ্গে জোট আমাদের ন্যাচারাল চয়েস ছিল। মুলায়ম-মায়াবতীর সঙ্গে জোট করতে পারি, এনডিএ র সঙ্গে জোট করেছিলাম, কিন্তু সিপিএমের সঙ্গে কখনোও জোট হতে পারে না। বিজেপির সঙ্গে নীতিগত লড়াই চলছে, চলবে। সিপিএমের সঙ্গে লড়াই চলবে, যদিও সব বাম দল খারাপ নয়। কংগ্রেসের সাইনবোর্ডটা খুলে সিপিএমকে দিয়ে দিন।

বাংলা অনেক পিছিয়ে গেছে। আমাদের আরও ইতিবাচক হওয়া উচিত। আরও গঠনমূলক হতে হবে, কিভাবে ভালো কাজ করা যায় আমায় সে ব্যাপারে পরামর্শ দিন। আজ যদি কাজ না করতে পারি তবে কবে করব? কাজ না করলে ক্ষমা করবে না নতুন প্রজন্ম।

এরপর বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেনার পাহাড় মাথায় নিয়ে ক্ষমতায় এসেছিলাম। ৫ বছরে ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছি। ৯৪ হাজার কোটি টাকা দেনা মেটাতেই চলে গেছে। সর্বশিক্ষা, ICDS, জঙ্গলমহলের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ঠিকমতো প্যাকেজ দিচ্ছে না। রাজ্যগুলি ঋণের ফাঁদে জড়াচ্ছে কেন্দ্র”। পাঞ্জাব, বাংলা, কেরালার মতো কেন্দ্রীয় সরকারের ঋণে জর্জরিত রাজ্যগুলিকে নিয়ে একটি পৃথক আলোচনা সভা করার আহ্বান করেন তৃণমূল নেত্রী। বাংলাকে বিশ্বসেরা করতে বিরোধীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।

People will show the CPI(M)-Congress alliance the door: Abhishek Banerjee in Paschim Medinipur

Trinamool Youth Congress President Abhishek Banerjee held two campaign rallies in Paschim Medinipur district where he urged all party activists to give a proper reply to the Congress-CPI(M) alliance in such a manner that they may be shown the door for an indefinite period.

The TMYC President and MP held the rallies in Pingla and Gopali (near Kharagpur). He lashed out at the Congress-CPI(M) pact and referred to the dark days of terror marked by incidents like the Sainbari, Netai, Nandigram and other massacres, and the Singur struggle.

The young leader said the Assembly election was the right time to raise a voice against the betrayal of Congress and they should never be forgiven for their act.

He upheld the fact that even after the change of power in the State, the lifestyle of Mamata Banerjee has remained unchanged – simple and modest.

 

বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ২১শে মার্চ পশ্চিম মেদিনীপুরে দুটি প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম-কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন মানুষ ওদের জবাব দেবে, বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না

পিংলা ও খড়গপুরের গোপালিতে ২টি জনসভা করেন অভিষেক। সিপিএম-কংগ্রেসের জোটকে কড়া ভাষায় জোটকে কটাক্ষ করে বলেন, সিপিএম-কংগ্রেস হাত মিলিয়েছে এবং তারা রাজনৈতিক হিংসার অন্ধকার দিনগুলি ফিরিয়ে আনতে চায়।

তিনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন যারা ভুল করেন তাদের ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করেন তাদের ক্ষমা করা যায় না।

তৃণমূল যুব সভাপতি বলেন, রাজ্যে পরিবর্তন এলেও মুখ্যমন্ত্রীর জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি। তিনি এখনও সহজ-সরল জীবন যাপন করেন।

Mamata Banerjee launches Trinamool’s music video for Bengal Polls

Mamata Banerjee launched a music video today as a part of Trinamool’s campaign for upcoming Assembly election. The YouTube link of the music video was ‘shared’ by her on her Facebook page.

The video has been directed by Anindya Chatterjee and the song has been written and composed by Anupam Roy.

It has been sung by Anupam Roy, Srikanta Acharya, Somlata, Pratik Chowdhury, Rupankar Bagchi, Lopamudra Mitra and Ujjayini Mukherjee.

On her Facebook page, Mamata Banerjee wrote:

“I am very happy to share with the new music video “The Trinamool Song” for the forthcoming West Bengal Assembly Elections. Please enjoy.”

Here is the link to the music video: https://goo.gl/Lv3b5M

 

 বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও

২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য তৃণমূলের একটি নতুন মিউজিক ভিডিও তৈরি করেছে।

এই মিউজিক ভিডিওটি আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে ‘শেয়ার’ করেন। তৃণমূলের ইউটিউব পেজেও ভিডিওটি দেখতে পারবেন সাধারণ মানুষ।

গানটির গীতিকার ও সুরকার অনুপম রায় ও গেয়েছেন অনুপম রায়, শ্রীকান্ত আচার্য, সোমলতা, প্রতীক চৌধুরীর সঙ্গে রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র এবং উজ্জয়িনী মুখার্জি।

এই ভিডিওটির পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন:

“আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন মিউজিক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।”

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে: https://goo.gl/Lv3b5M

 

Slander against Trinamool makes Didi stronger: Abhishek Banerjee at Sandeshkhali

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Thursday said that it is a matter of time for Trinamool Congress to return to power with more than two hundred seats. He was addressing a public rally at Sarberia in Sandeshkhali.

He lashed out at the Opposition saying that no matter how much they try they will not be able to tarnish the image of Trinamool with their smear campaigns and conspiracies.

He reiterated that canards and smear campaigns against Mamata Banerjee only increases her resilience and makes her stronger.

Abhishek Banerjee said that the dark days of Left rule where bloody politics of violence, booth capture were the norm, are over. He added that Mamata Banerjee does not need any alliance as she has had a life of struggle.

Mocking the alliance between CPI(M) and Congress, the TMYC President said that the common people will teach them a lesson.

 

তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার সন্দেশখালির সরবেড়িয়াতে একটি প্রচারসভা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দু শোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এখন এটা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা যতই কুসা ও অপপ্রচার করুক কিছুতেই তারা তৃণমূলকে কলুষিত করতে পারবেনা।

তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আগামী ৫০ বছরেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুসা করলে তার হাত আরও শক্তিশালী হবে”।

এদিন যুব নেতা বলেন, “সিপিএমের প্রতিহিংসা, রক্তের রাজনীতি ও বুথ দখলের দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জোট করতে হচ্ছে না কারণ তিনি আন্দোলনের পথ, লড়াইয়ের পথ, ত্যাগের পথ বেছে নিয়েছেন”।

সিপিএম-কংগ্রেসের জোটকে উপহাস করে তিনি বলেন সাধারণ মানুষ ওদের শিক্ষা দেবে।

 

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State: Didi at Rajganj

On the fifth day of her campaign in north Bengal, Mamata Banerjee addressed a campaign rally at Sahudangi in Rajganj at Dabgram-Fulbari Assembly constituency in Jalpaiguri district today.

She had been holding campaign rallies and padayatras in Jalpaiguri, Alipurduar and Darjeeling districts for the past four days. She held rallies in Kurseong, Kalchini, Nagrakata, Birpara, Maynaguri and Phansidewa.

Mamata Banerjee slammed the opportunistic alliance of CPI(M) and Congress in her campaign. She said that Trinamool has alliance with people. She maintained that she was confident that people of Bengal will defeat the ‘rainbow alliance’ of Congress, CPI(M) and BJP.

On north Bengal

North Bengal is a beautiful place with a lot of scope for tourism. If tourism flourishes here the economy will flourish and jobs will be created.  Tourism project at Gajoldoba is on progress at a cost of Rs 3500 crore. We have inaugurated a Safari Park in north Bengal. It will boost tourism in the region. We have started a Hindi College at Banarhat. Several ITIs and polytechnic colleges are coming up. We have set up a Biswa Bangla Sports Village in Jalpaiguri. We have formed developmental boards for several communities in the Hills. I have come to north Bengal whenever there was an emergency. Earlier did anyone come to you?

On Opposition

CPI(M) was in power for 34 years. What did they do for north Bengal? They incurred a debt of over Rs 1 lakh crore and we are repaying it. They sold Bengal off and did not do any work for the development of the State.

On Health services

Cardiac surgeries are performed on children below the age of 18 free of cost. We have formed a breast milk bank called Madhur Sneho. We have set up fair price medicine shops which offer 40-70% discount:

On Social Sector schemes

We are working for the welfare of tea workers. Action is taken within 3 months of a tea garden.  We have started Khadya Sathi scheme under which 8.5 crore people are getting rice at Rs 2/kg. Healthcare is free at Government hospitals now. We have worked for the people of the region without seeing political colours. We are giving monthly allowance to 60000 folk artists. We have given Kanyashree scholarships to 33 lakh girls. Kanyashree scheme has empowered our girls. They are our assets. It has earned recognition globally. We have distributed 25 lakh Sabuj Sathi cycles. Another 15 lakh students will get them by July.

On development

We have set up a mini Secretariat, Uttarkanya, in north Bengal. We have conducted over 105 block-level administrative meetings in the last four years. We have introduced time-bound delivery of public services. We have given second language status to Nepali, Hindi, Urdu, Gurmukhi, Ol Chiki. The process of giving second language status to Rajbangshi is underway. Earlier 76 lakh mandays were lost in the State. Now the number is ZERO

On the forthcoming Assembly  election

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State

২৯৪ আসনে প্রার্থী আমিই:মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিন। আজ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত চার দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কার্শিয়াং, কালচিনি, নাগরাকাটা, বীরপাড়া, ময়নাগুড়ি ও ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে সিপিএম-কংগ্রেসের সুবিধাবাদী জোটকে কটাক্ষ করে বলেন এই জোট ‘অনৈতিক ঘোঁট’। তৃণমূলের জোট মানুষের সঙ্গে। তিনি আত্মবিশ্বাসী যে বাংলায় কংগ্রেস-সিপিআইএম-বিজেপির ‘রামধনু জোট’ পরাজিত হবে।

রাজগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ

  • উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা, এখানে পর্যটনের অনেক সুযোগ রয়েছে
  • পর্যটনের প্রসার ঘটলে অনেক কর্মসংস্থান হবে
  • সাড়ে তিন হাজার কোটি টাকায় গাজলডোবায় ইকো ট্যুরিজম পার্ক হয়েছে
  • উত্তরবঙ্গে নতুন সাফারি পার্কের উদ্বোধন হয়েছে, এটি পর্যটনের একটি প্রধান আকর্ষণ
  • বানারহাটে হিন্দি কলেজ চালু হয়েছে, আইটিআই ও পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে
  • সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছে। তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে?
  • চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক ভাতা চালু হয়েছে, চা-বাগান বন্ধ করার ৩ মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হয়
  • আমরা খাদ্যসাথী প্রকল্প চালু করেছি, এর ফলে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পাচ্ছে
  • বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে সরকারি হাসপাতালে
  • আমরা রাজনৈতিক রঙ দেখে উন্নয়ন করি না
  • ৬০০০০ লোকশিল্পীকে আমরা মাসিক ভাতা দেওয়া হচ্ছে
  • ৩৩ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়েছি
  • আমরা ২৫ লক্ষ সবুজ সাথী সাইকেল প্রদান করেছি
  • কন্যাশ্রী প্রকল্প মেয়েদের স্বনির্ভর করেছে, তারা আমাদের গর্ব
  • ৩৪ বছরে বামফ্রন্ট কোন উন্নয়ন করেনি,তারা বাংলাকে বিক্রি করে দিয়েছে
  • উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা’ মিনি সচিবালয় তৈরি করা হয়েছে
  • গত চার বছরে জেলায় জেলায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি
  • যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বারবার উত্তরবঙ্গে ছুটে এসেছি, এর আগে কেউ কি কখনো এসেছে?
  • ১৮ বছর বয়সের কম শিশুদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা হচ্ছে
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডাইয়াগনসটিক সেন্টার চালু করেছি
  • সাধারণ মানুষের সেবা করাই আমাদের কাজ, উন্নয়ন ও জনপরিষেবার ক্ষেত্রে আমরা রাজনীতি করি না: মমতা বন্দ্যোপাধ্যায়
  • নেপালি, হিন্দি, উর্দু ও সাঁওতালিকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
  • রাজবংশী ভাষাকে শীঘ্রই স্বীকৃতি দেওয়া হবে
  • পাহাড়ের জনজাতিদের জন্য আমরা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছি