Tribal Development: New opportunities for livelihood

In 2013, Mamata Banerjee led Trinamool Government set up a Tribal Development Department with a view to satisfy the needs and aspirations of the tribals and address tribal developmental issues in a focused manner.

As a part of the achievements of the State Government in this regard, the Tribes Advisory Council has been reorganised and has been given a much more meaningful role in various matters that concern the development of tribal communities.

A special social security scheme named Samaj Sathi has been launched by the State Government for the tribal kendu leaf collectors and their families of Paschim Medinipur, Bankura and Purulia districts.

Under the scheme, any tribal kendu leaf collector between the age of 18 and 60 years may apply for registration free of cost. Once registered, the applicant and the applicant’s family would receive several social benefits.

To ensure employment during the lean season, during 2011 to 2014, Rs.13.48 crore was disbursed from the State Plan fund to create 6,29,547 man-days for kendu leaves collectors.

 

আদিবাসী উন্নয়নে নতুন দিশা দেখাল পশ্চিমবঙ্গ

আদিবাসী ভাই-বোনেদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ও সমস্যার গঠনমূলক সমাধানের জন্য ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করেছে।

রাজ্য সরকারের সাফল্যের একটি উদাহরণ হল পজাতি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন।

সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম ‘সমাজ সাথী’। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার আদিবাসী কেন্দু পাতা সংগ্রহকারীরা এই সুবিধা পাবেন।

এই প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সী কেন্দু পাতা সংগ্রহকারীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করার পর আবেদনকারী এবং আবেদনকারীর পুরো পরিবার বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা পাবে।

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য ২০১১-২০১৪ সালের মধ্যে ৬ লক্ষ ২৯ হাজার ৫৪৭ শ্রমদিবস তৈরি করা হয়েছে।

Second Day of Mamata Banerjee’s campaign in Purulia

Trinamool Congress Chairperson Mamata Banerjee visited the towns of Jaipur, Kashipur and Manbazar in Purulia district today to address campaign rallies for the 2016 Assembly election.

In her speeches, Mamata Banerjee said that before 2011, people in the Jangalmahal region lived in fear. Now there is complete peace and tranquility, for which she thanked the people of the region too, saying that it was because of their cooperation and resilience that peace has returned. She highlighted the Khadya Sathi Scheme under which 8 crore people in West Bengal are getting food grains at Rs 2 per kg.

She also slammed the CPI(M) and Congress for giving up their ideologies to form an alliance.

 

আজ পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর প্রচারের দ্বিতীয় দিন

গতকালের পর আজ আবার পুরুলিয়া শহরে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জয়পুর, কাশিপুর এবং মানবাজারে প্রচার করলেন তৃণমূল নেত্রী।

তার বক্তব্যে তৃণমূল নেত্রী বলেন যে ২০১১ সালের আগে জঙ্গলমহলের মানুষ সবসময় ভীত ও সন্ত্রস্ত থাকত। এখন সেখানে সর্বত্র শান্তি বিরাজ করছে। তিনি বলেন আজ জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে এবং এটা সম্ভব হয়েছে সেখানকার মানুষের আশীর্বাদ ও সহযোগিতায়। এজন্য তিনি জঙ্গলমহল বাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আজ রাজ্যের মানুষ খাদ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় এসেছে।  পশ্চিমবঙ্গের ৮ কোটি মানুষ আজ ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

নিজেদের নীতি ও আদর্শ ত্যাগ করে জোট বাঁধার জন্য সিপিএম ও কংগ্রেসের কড়া সমালোচনাও করেন তিনি।

People will show the CPI(M)-Congress alliance the door: Abhishek Banerjee in Paschim Medinipur

Trinamool Youth Congress President Abhishek Banerjee held two campaign rallies in Paschim Medinipur district where he urged all party activists to give a proper reply to the Congress-CPI(M) alliance in such a manner that they may be shown the door for an indefinite period.

The TMYC President and MP held the rallies in Pingla and Gopali (near Kharagpur). He lashed out at the Congress-CPI(M) pact and referred to the dark days of terror marked by incidents like the Sainbari, Netai, Nandigram and other massacres, and the Singur struggle.

The young leader said the Assembly election was the right time to raise a voice against the betrayal of Congress and they should never be forgiven for their act.

He upheld the fact that even after the change of power in the State, the lifestyle of Mamata Banerjee has remained unchanged – simple and modest.

 

বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ২১শে মার্চ পশ্চিম মেদিনীপুরে দুটি প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম-কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন মানুষ ওদের জবাব দেবে, বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না

পিংলা ও খড়গপুরের গোপালিতে ২টি জনসভা করেন অভিষেক। সিপিএম-কংগ্রেসের জোটকে কড়া ভাষায় জোটকে কটাক্ষ করে বলেন, সিপিএম-কংগ্রেস হাত মিলিয়েছে এবং তারা রাজনৈতিক হিংসার অন্ধকার দিনগুলি ফিরিয়ে আনতে চায়।

তিনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন যারা ভুল করেন তাদের ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করেন তাদের ক্ষমা করা যায় না।

তৃণমূল যুব সভাপতি বলেন, রাজ্যে পরিবর্তন এলেও মুখ্যমন্ত্রীর জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি। তিনি এখনও সহজ-সরল জীবন যাপন করেন।

New horizons in sports infrastructure in Bengal

The Trinamool Congress Government has done a lot to improve the sporting infrastructure in West Bengal.

Plan Expenditure for the department out of State Budget has increased from Rs 103.97 crore during 2007-2011 to Rs 349.43 crore during 2011-2015. This has led to a big improvement in infrastructure like stadiums, swimming pools, etc. and has also encouraged sportspersons to give off their best.

Infrastructural work completed

  • Upgrading of Jhargram Stadium, Salboni Stadium and Gorkha Stadium in Lebong
  • Floodlighting of Kanchenjungha Stadium in Siliguri, putting up new floodlights at Vivekananda Yuva Bharati Krirangan, Purulia Sports Hostel, Medinipur Swimming Club and Subhas Sarobar Swimming Pool
  • Improvement of East Bengal, Mohun Bagan and Md Sporting club grounds

 

Ongoing infrastructural work

  • Upgrading of stadiums in Krishnanagar, Suri, Uluberia, Kanthi (Arabinda Stadium), Tamluk (Rakhal Memorial Stadium), Purulia (Mini Indoor stadium), Malda (DSA Stadium), Balurghat, Diamond Harbour and Gangrampur, sports hostel in Purulia, Jhargram Sports Academy, and Khatra Sports Academy nearing completion
  • Construction of stadiums in Bhatar, Nayagram, Naihati, Barrackpore and Balurghat (indoor stadium) to start soon
  • Construction of swimming pools in Canning and Barijhati (Hooghly), and of state-of-the-art diving pool at Subhash Sarobar, Kolkata

 

In Kolkata

  • All the stadiums/sports facilities in Kolkata like Netaji Indoor Stadium, Rabindra Sarobar Stadium, Vivekananda Yuva Bharati Krirangan (VYBK), Subhas Sarobar swimming pool and Kishore Bharati Stadium have been taken up for major upgradation and modernisation.
  • More specifically, renovation and upgradation for VYBK includes installation of 25,000 plastic bucket seats, improvement of drainage and toilets, construction of two dressing rooms of international standard and refurbishment of the gymnasium. In keeping with the requirements for organising the Under-17 FIFA World Cup, the artificial turf at VYBK is being replaced with a natural grass turf and two practice grounds of similar standards have also been sanctioned. Sanction has also been granted for the replacement of the synthetic athletic track with one of international standard.

 

Awards

  • Khel Samman Awards (under four categories, viz., Lifetime Achievement Award, Krira Guru Award, Banglar Gourav Award, Khel Samman Award) have been conferred consecutively since 2013.

 

Sports promotion activities

  • District Sports Councils and Sub-Divisional Sports Councils have been reconstituted and funds have been released for them
  • Clubs/NGOs provided grants for the development and promotion of sports, up from 2,486 during 2007-2011 to 20,380 during 2011-2015
  • Non-residential coaching camps for table tennis, gymnastics, badminton and karate at Khudiram Anushilan Kendra and for volleyball and kho kho at Yuva Bharati Krirangan
  • Residential Football Academy running in Khardah since June 2014
  • In order to promote and popularise sports in far-flung and backward areas, Jangalmahal Cup, Himal Terai Dooars Cup and Sundarban Cup are regularly organised, involving local clubs and the youth.
  • North Bengal Board for Development of Sports & Games has been constituted under the Chairmanship of eminent footballer, Baichung Bhutia to promote sports activities and monitor infrastructure development schemes in the seven districts of north Bengal.

 

Future initiatives

  • Swimming Academy at Subhas Sarobar Swimming Pool, Beleghata, Kolkata, Archery and Volleyball Academy in Jhargram, Gymnastics Academy in Purulia
  • Artificial turf at VYBK to be replaced with a natural grass turf
  • Nearly 8000 club/organisations/associations to be given grants for improvement of sporting infrastructure
  • Scheme for financial support to recognised sports associations, to provide support for district-level coaching, establishment of nurseries and organising state and national-level sports competitions
  • Board, consisting of eminent sports personalities, for identification of budding and promising sportspersons
  • A new Sports Policy declared for giving further impetus to the development and promotion of sports in the state and also for giving incentives to sportspersons
  • Creation/ renovation/ modernisation of sports infrastructure in all the districts will be continued

 

Over Rs 100 crore has been sanctioned for upgrading stadiums, swimming pools, etc. A lot of clubs and other sporting organisations are getting financial help to improve sports in their local areas. Sportspersons have got a big boost in these five years. The sporting culture of West Bengal has really improved.

 

Slander against Trinamool makes Didi stronger: Abhishek Banerjee at Sandeshkhali

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Thursday said that it is a matter of time for Trinamool Congress to return to power with more than two hundred seats. He was addressing a public rally at Sarberia in Sandeshkhali.

He lashed out at the Opposition saying that no matter how much they try they will not be able to tarnish the image of Trinamool with their smear campaigns and conspiracies.

He reiterated that canards and smear campaigns against Mamata Banerjee only increases her resilience and makes her stronger.

Abhishek Banerjee said that the dark days of Left rule where bloody politics of violence, booth capture were the norm, are over. He added that Mamata Banerjee does not need any alliance as she has had a life of struggle.

Mocking the alliance between CPI(M) and Congress, the TMYC President said that the common people will teach them a lesson.

 

তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার সন্দেশখালির সরবেড়িয়াতে একটি প্রচারসভা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দু শোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এখন এটা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা যতই কুসা ও অপপ্রচার করুক কিছুতেই তারা তৃণমূলকে কলুষিত করতে পারবেনা।

তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আগামী ৫০ বছরেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুসা করলে তার হাত আরও শক্তিশালী হবে”।

এদিন যুব নেতা বলেন, “সিপিএমের প্রতিহিংসা, রক্তের রাজনীতি ও বুথ দখলের দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জোট করতে হচ্ছে না কারণ তিনি আন্দোলনের পথ, লড়াইয়ের পথ, ত্যাগের পথ বেছে নিয়েছেন”।

সিপিএম-কংগ্রেসের জোটকে উপহাস করে তিনি বলেন সাধারণ মানুষ ওদের শিক্ষা দেবে।

 

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State: Didi at Rajganj

On the fifth day of her campaign in north Bengal, Mamata Banerjee addressed a campaign rally at Sahudangi in Rajganj at Dabgram-Fulbari Assembly constituency in Jalpaiguri district today.

She had been holding campaign rallies and padayatras in Jalpaiguri, Alipurduar and Darjeeling districts for the past four days. She held rallies in Kurseong, Kalchini, Nagrakata, Birpara, Maynaguri and Phansidewa.

Mamata Banerjee slammed the opportunistic alliance of CPI(M) and Congress in her campaign. She said that Trinamool has alliance with people. She maintained that she was confident that people of Bengal will defeat the ‘rainbow alliance’ of Congress, CPI(M) and BJP.

On north Bengal

North Bengal is a beautiful place with a lot of scope for tourism. If tourism flourishes here the economy will flourish and jobs will be created.  Tourism project at Gajoldoba is on progress at a cost of Rs 3500 crore. We have inaugurated a Safari Park in north Bengal. It will boost tourism in the region. We have started a Hindi College at Banarhat. Several ITIs and polytechnic colleges are coming up. We have set up a Biswa Bangla Sports Village in Jalpaiguri. We have formed developmental boards for several communities in the Hills. I have come to north Bengal whenever there was an emergency. Earlier did anyone come to you?

On Opposition

CPI(M) was in power for 34 years. What did they do for north Bengal? They incurred a debt of over Rs 1 lakh crore and we are repaying it. They sold Bengal off and did not do any work for the development of the State.

On Health services

Cardiac surgeries are performed on children below the age of 18 free of cost. We have formed a breast milk bank called Madhur Sneho. We have set up fair price medicine shops which offer 40-70% discount:

On Social Sector schemes

We are working for the welfare of tea workers. Action is taken within 3 months of a tea garden.  We have started Khadya Sathi scheme under which 8.5 crore people are getting rice at Rs 2/kg. Healthcare is free at Government hospitals now. We have worked for the people of the region without seeing political colours. We are giving monthly allowance to 60000 folk artists. We have given Kanyashree scholarships to 33 lakh girls. Kanyashree scheme has empowered our girls. They are our assets. It has earned recognition globally. We have distributed 25 lakh Sabuj Sathi cycles. Another 15 lakh students will get them by July.

On development

We have set up a mini Secretariat, Uttarkanya, in north Bengal. We have conducted over 105 block-level administrative meetings in the last four years. We have introduced time-bound delivery of public services. We have given second language status to Nepali, Hindi, Urdu, Gurmukhi, Ol Chiki. The process of giving second language status to Rajbangshi is underway. Earlier 76 lakh mandays were lost in the State. Now the number is ZERO

On the forthcoming Assembly  election

Mamata Banerjee is the candidate in all 294 seats of the State

২৯৪ আসনে প্রার্থী আমিই:মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পঞ্চম দিন। আজ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রচার সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত চার দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কার্শিয়াং, কালচিনি, নাগরাকাটা, বীরপাড়া, ময়নাগুড়ি ও ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে সিপিএম-কংগ্রেসের সুবিধাবাদী জোটকে কটাক্ষ করে বলেন এই জোট ‘অনৈতিক ঘোঁট’। তৃণমূলের জোট মানুষের সঙ্গে। তিনি আত্মবিশ্বাসী যে বাংলায় কংগ্রেস-সিপিআইএম-বিজেপির ‘রামধনু জোট’ পরাজিত হবে।

রাজগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু বিষয়ঃ

  • উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা, এখানে পর্যটনের অনেক সুযোগ রয়েছে
  • পর্যটনের প্রসার ঘটলে অনেক কর্মসংস্থান হবে
  • সাড়ে তিন হাজার কোটি টাকায় গাজলডোবায় ইকো ট্যুরিজম পার্ক হয়েছে
  • উত্তরবঙ্গে নতুন সাফারি পার্কের উদ্বোধন হয়েছে, এটি পর্যটনের একটি প্রধান আকর্ষণ
  • বানারহাটে হিন্দি কলেজ চালু হয়েছে, আইটিআই ও পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে
  • সিপিএম ৩৪ বছর রাজত্ব করেছে। তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে?
  • চা বাগানের শ্রমিকদের জন্য মাসিক ভাতা চালু হয়েছে, চা-বাগান বন্ধ করার ৩ মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হয়
  • আমরা খাদ্যসাথী প্রকল্প চালু করেছি, এর ফলে সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পাচ্ছে
  • বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হয়েছে সরকারি হাসপাতালে
  • আমরা রাজনৈতিক রঙ দেখে উন্নয়ন করি না
  • ৬০০০০ লোকশিল্পীকে আমরা মাসিক ভাতা দেওয়া হচ্ছে
  • ৩৩ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়েছি
  • আমরা ২৫ লক্ষ সবুজ সাথী সাইকেল প্রদান করেছি
  • কন্যাশ্রী প্রকল্প মেয়েদের স্বনির্ভর করেছে, তারা আমাদের গর্ব
  • ৩৪ বছরে বামফ্রন্ট কোন উন্নয়ন করেনি,তারা বাংলাকে বিক্রি করে দিয়েছে
  • উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা’ মিনি সচিবালয় তৈরি করা হয়েছে
  • গত চার বছরে জেলায় জেলায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি
  • যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে বারবার উত্তরবঙ্গে ছুটে এসেছি, এর আগে কেউ কি কখনো এসেছে?
  • ১৮ বছর বয়সের কম শিশুদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা হচ্ছে
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডাইয়াগনসটিক সেন্টার চালু করেছি
  • সাধারণ মানুষের সেবা করাই আমাদের কাজ, উন্নয়ন ও জনপরিষেবার ক্ষেত্রে আমরা রাজনীতি করি না: মমতা বন্দ্যোপাধ্যায়
  • নেপালি, হিন্দি, উর্দু ও সাঁওতালিকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
  • রাজবংশী ভাষাকে শীঘ্রই স্বীকৃতি দেওয়া হবে
  • পাহাড়ের জনজাতিদের জন্য আমরা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছি

 

Trinamool Congress deploys two young grads for poll-related research

Two young graduates with strong academic backgrounds are working with the Trinamool Congress to do research work for the West Bengal Assembly elections beginning next month.

Sumedha Jalote and Piyush Gupta, both in their twenties, are working with party MPs Derek O’Brien and Sudip Bandyopadhyay as part of a LAMP (Legislative Assistants to Members of Parliament) fellowship.

Jalote holds a degree in economics and political science from Singapore Management University, while Gupta is an electrical engineering graduate from Thapar University.

Gupta, who aspires for a job in public administration, said since he comes from a background of engineering, he could provide with non-partisan inputs and out-of-the-box ideas on various topics.

Jalote said they were researching on various issues which could figure in election debates.

Keeping track of what is being reported in the media and what’s trending on social media is another aspect of their work profiles.

Before the 2011 State Assembly elections too, Trinamool Congress had taken two interns from IIM Calcutta to work on campaign strategies. Similarly, in the 2014 Lok Sabha polls, there were two IIMC graduates interning with the party.

 

নির্বাচনী প্রচারে সাহায্য করবে দুই তরুন গবেষক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য দুই তরুণ স্নাতক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে।

সুমেধা জালোটে এবং পিয়ুস গুপ্তা দুজনেরই বয়স ২০-র আশেপাশে। তারা দুজনেই ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে LAMP (Legislative Assistants to Members of Parliament) ফেলোশিপ নিয়ে যুক্ত।

সুমেধা অর্থনীতি ও রাষ্ট্র বিজ্ঞান নিয়ে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং পিয়ুষ থাপার ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র।

পিয়ুস গুপ্তা ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র হলেও প্রশাসনিক কাজে নিজেকে নিয়োজিত করতে চান।

সুমেধা জানিয়েছেন যে তারা নির্বাচনী প্রচারে কাজে লাগতে পারে এমন তথ্য নিয়ে তাত্ত্বিক গবেষণা করছেন।

২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্ডিয়ার ২ জন তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযানে কাজ করেছিল। একইভাবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশনের ২ জন দলের সঙ্গে কাজ করেছিল।