In its 34 years in power, the Left Front had converted the State into a graveyard: Mamata Banerjee

 

Mamata Banerjee continued her campaign in the western part of the State today with rallies in the Asansol-Durgapur industrial belt. She addressed Trinamool workers in Barabani, Kulti, Jamuria and Durgapur.

 

 

Salient points from her speeches:

On the opposition parties:

Those who are calling me a thief are big dacoits themselves.

They had resorted to slander in Bihar also.

What the result was, we all know.

I participate in all festivals whether it is Kali Puja or Eid or Christmas or Chhat Puja; we do not need to learn about Hinduism from the BJP.

The more canards they resort to, the stronger will Trinamool become.

Some parties resort to divisive religious politics just before elections.

Today Congress has become a signboard of the CPI(M), the party which has left behind a legacy of guns, violence and corpses.

 

On development:

We have developed schools, hospitals and roads.

What was done in 34 years, we have done much more in four-and-a-half years.

Water-supply project worth Rs 1,200 crore was started for Asansol two years ago and will be completed in next two years.

We have given second language status to Nepali, Hindi, Ol Chiki, Gurmukhi and Urdu.

Over one crore minority-community students have received scholarships.
Kisan-mazdoor bendhe jot
Joraphool-e shob vote

 

৩৪ বছরে রাজ্যকে শ্মশানে পরিণত করেছে বামফ্রন্ট: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রাজ্যের পশ্চিমদিকে অর্থা९ শিল্পাঞ্চলে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি  তৃনমূল কর্মীদের উদ্দ্যষ্যে বারাবনি, কুলটি, জামুড়িয়া এবং দুর্গাপুরে সভা করেন।

তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

শীঘ্রই নতুন জেলা, নতুন শিল্পনগরী হবে আসানসোল

আসানসোলে পানীয় জল সরবরাহ প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, আমরা টাকা দিয়ে সেই প্রকল্পের কাজ চালু রেখেছি

বিহারেও তো অনেক কুৎসা করল, কিন্তু ফল কি হল

সিপিএমএর লোকেরা ৩৪ বছর ক্ষমতায় ছিল, কিছু করেনি, চারদিকে শুধু নরকঙ্কাল

কংগ্রেসের ঠিকানা এখন সিপিএম, সিপিএমএর সাইনবোর্ড এখন কংগ্রেস

আমরা স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তা সব কিছুর উন্নতি করেছি, ৩৪ বছরে এসব কিছু হয়নি

ওরা যত কুৎসা করবে তৃণমূল তত শক্তিশালী হবে

কিছু কিছু দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে

আমরাও হিন্দু, বিজেপির থেকে শিখতে হবে না

আমি সব ধর্মের সব পার্বণে যাই, কালী পুজাই হোক কিংবা ঈদ ও ছট পুজায়

২ বছর আগে আসানসোলের জন্য ১২০০ কোটি টাকার জল প্রকল্প শুরু করেছি

১ কোটিরও বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়েছে

নেপালি, হিন্দি, অলচিকি, গুরুমুখী ও উর্দুকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি

কিষাণ-মজদুর বেঁধে জোট,

জোড়াফুলে সব ভোট।। 

 

An alliance bereft of ideology will not achieve anything: Abhishek Banerjee

Trinamool Youth Congress Chairperson Abhishek Banerjee on Sunday addressed rallies in Sainthia, Bolpur and Nanoor, all in Birbhum distirct.

He said that the development the Mamata Banerjee-led Trinamool Congress has brought about in the in West Bengal is unprecedented. The Left Front could achieve only a small fraction of what the Trinamool has achieved.

He also said that the Left-Congress alliance is bereft of ideology and so will not achieve anything.

Abhishek Banerjee exhorted the people to vote the Trinamool Congress to power.

 

আদর্শবিহীন জোট কখনো কিছু পেতে পারে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূম জেলায় তিনটি প্রচারসভা করেন। এদিন বীরভূমের সাঁইথিয়া, বোলপুর এবং নানুরে তিনটি জনসভা করেন তিনি।

এদিন অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেসের একমাত্র হাতিয়ার হল উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য ছিল ৩৪ বছরের মরুভুমিকে সোনার খনিতে পরিণত করা এবং তিনি তা করে দেখিয়েছেন। গত ৪ বছরে তৃণমূল পরিচালিত সরকার যে উন্নয়ন করেছে গত ৩৪ বছর ক্ষমতায় থেকে সিপিএম তার ১০ শতাংশ কাজও করতে পারেনি”।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘ফানুসের জোট’ বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস নিজেদের পতাকা বিক্রি করে দিয়েছে সিপিএমের কাছে। মানুষ এর জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে।

এদিন যুব কংগ্রেস সভাপতি বলেন বিরোধীরা অপপ্রচার করছে বলে তৃণমূল কংগ্রেস আজ আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস মানুষের আবেগ, বিশুদ্ধ লোহা, তাকে যত আঘাত করবে সে ততই শক্তিশালী হবে”।

We will defeat CPI(M)-Congress-BJP democratically in Bengal: Mamata Banerjee at Malda

Trinamool Congress Chairperson Mamata Banerjee on Monday addressed three rallies in Malda district – in Kaliachowk, Bhutni (Manichak block) and Kalambagan (Chanchal).

She addressed the meetings in support of her party’s candidates for the Assembly election. In the rallies, she criticised the CPI(M)-Congress coalition, describing it as just an alliance of opportunism.

She highlighted the progress the region had made in all aspects. She reiterated the fact that Trinamool Congress is the only party that works for the people. The party believes in communal harmony and secularism. She urged the people of Malda to remember  the words of Late Ghani Khan Chowdhury, who had said to dump the CPI(M) in the Bay of Bengal.

“In Malda, Murshidabad and North Dinajpur the Muslims are majority. But the previous government did nothing for their development. We had brought 97% of Muslims under reservations. More than 59000 Muslim youth got the opportunity of higher education, even medical and technical studies. In government service too number of Muslim people is increasing,” Mamata Banerjee said.

“Those claiming to inherit his legacy are entering into alliance with the same CPI(M). Do they have any self respect! This shows their political bankruptcy. They will be dumped by the people of the state,” Mamata Banerjee said. “I now consider my decision of quitting the Congress right because Trinamool Congress played an instrumental role in driving away the Left Front from the state. It would not have been possible if I were in the Congress,” she added.

 

মানুষ এবার গণতান্ত্রিক উপায়ে বিরোধীদের পরাজিত করবে: মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যও জেলায় জেলায় প্রচার করছেন তৃণমূল নেত্রী। সোমবার মালদায় প্রার্থীদের সমর্থনে – কালিয়াচক, ভুতনি এবং চাঁচলে তিনটি প্রচার সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘ঘোঁট’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাদের এই জোট সুবিধাবাদী জোট।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সংহতিতে বিশ্বাস করে। তৃণমূলই একমাত্র দল যারা মানুষের জন্য কাজ করে। মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে মুসলিমদের সংখ্যা বেশি। কিন্তু আগের সরকার তাদের জন্য কোনরকম উন্নয়ন করেনি। ৫৯০০০ এর বেশি মুসলিম ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। অনেক মুসলিম ছেলেমেয়ে সরকারি চাকরিও পেয়েছে”।

এদিন তৃণমূল নেত্রী বলেন, “সিপিএম-কংগ্রেস আজ নিজেদের পতাকাকে বিক্রি করে দিয়েছে। ওদের কোন আত্মসম্মান নেই। ওরা পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। মানুষ গণতান্ত্রিক উপায়ে ওদের জবাব দেবে”।

তিনি বলেন, “কংগ্রেস-সিপিএম আঁতাতের জন্যই কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। কংগ্রেসে থাকলে বাংলাকে সিপিএমমুক্ত করা অসম্ভব ছিল”।

Elections cannot be won by rigging: Mamata Banerjee

Mamata Banerjee addressed rallies in Sagardighi, Domkol and Hariharpara in Murshidabad district today in support of the party’s candidates for the Assembly election.

Yesterday she had addressed rallies in Malda district.

 

 

Salient points from Mamata Banerjee’s speeches today:

On Congress

In 1998 we formed Trinamool in 22 days and fought the elections to get rid of the CPI(M) and its B-team, the Congress.

On the Congress-Left alliance

CPI(M) leaders are rudderless without Congress support. The Congress and the CPI(M) are ideologically bankrupt. Like Mir Jafar sold out Siraj-ud-Daulah, the Cong-CPI(M) alliance is selling out the country. They are traitors to the nation. The CPI(M) and the Congress are two sides of the same coin in Bengal. The Congress knows that without CPI(M), they cannot exist. The CPI(M) has forgotten Marx, Lenin, Ho Chi Minh and their other leaders. Today they are aimless and ‘ideology-less’. The Congress and the CPI(M) are like neem leaves, very bitter.

On the BJP

BJP is busy inciting riots and engaging in hate politics. It is trying to create a rift between communities in Bengal. BJP is like a thorn that pricks.

On development

19 Minority Bhavans have been set up, scholarships have been given to minority and Adivasi students. The budget for minorities was Rs 400 crore under the CPI(M), we have raised it to Rs 2,500 crore. Khadya Sathi, Kanyashree, free healthcare have been made possible under the Trinamool Congress. Fair-price medicine shops and fair-price diagnostic centres have revolutionised healthcare in Bengal. Load-shedding is a thing of the past in Bengal. We stand for development and communal harmony.

 

Hath, haturi, poddo
Ebar korun jobdo

Maa-bonera bendhe jot
Joraphool-e shob vote

 

রিগিং করে নির্বাচন জেতা যায় নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মুর্শিদাবাদের প্রার্থীদের সমর্থনে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদীঘি, ডোমকল এবং হরিহরপাড়ায় প্রচার সভা করেন।

গতকাল মালদার কালিয়াচক, চাঁচল এবং ভুতনিতে প্রচারসভা করেন তিনি।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্ত্রিতার প্রধান বক্তব্যঃ

কংগ্রেস সম্পর্কে

আমরা ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলাম| আজ কংগ্রেস সিপিএমের বি টিমে পরিণত হয়েছে|

কংগ্রেস-বাম জোট সম্পর্কে

সিপিএম নেতারা কংগ্রেসদের ছাড়া আজ আশ্রয়হীন| কংগ্রেস-সিপিএম তাদের নীতি-আদর্শ বিক্রি করে আজ দেউলিয়া হয়েগেছে| কংগ্রেস আর সিপিএম মীরজাফরের মত বিশ্বাসঘাতকতা করছে| সিপিএম ও কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ| কংগ্রেস জানে সিপিএমের সমর্থন ছাড়া তাদের অস্তিত্বরক্ষা সম্ভব নয়| সিপিএম মার্কস, লেনিন, হো চি মিন দের বাদ দিয়ে দিয়েছে। তাদের আদর্শবিচ্যুতি ঘটেছে| সিপিএম আর কংগ্রেস হল নিমপাতা।

বিজেপি সম্পর্কে

বিজেপি রাজ্যে নানা জাতির মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে| বিজেপি হল বাবলা গাছের কাঁটা|

উন্নয়ন সম্পর্কে

সংখ্যালঘুদের জন্য ১৯টি ভবন তৈরি হয়েছে, আমরা তাদের ঋণ দিয়েছি| বাম জমানায় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ ছিল ৪০০ কোটি টাকা, এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫০০ কোটি টাকা| সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য অনেক রকম উন্নয়ন প্রকল্প চালু করেছে আমাদের সরকার| একমাত্র তৃণমূল সরকারের জন্য বিনামূল্যে চিকিৎসা, খাদ্যসাথী, কন্যাশ্রী বাস্তবায়িত হয়েছে| মুর্শিদাবাদে নতুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরী হয়েছে| স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আমরা ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনসটিক সেন্টার চালু হয়েছে| আজ বাংলায় আর লোড-শেডিং নেই, এসব এখন অতীত| আমরা উন্নয়ন ও সম্প্রীতিতে বিশ্বাস করি|

 

হাত-হাতুড়ি-পদ্ম
এবার করুন জব্দ

মা-বোনেরা বেঁধে জোট
জোড়াফুলে সব ভোট

 

Bankura – Progressing ahead

Over the last four-and-a-half years, the Mamata Banerjee-led Trinamool Government has showered the once-backward district of Bankura with a lot of development.

The Paschimanchal Unnayan Affairs Department, created especially for the districts comprising Jangalmahal, has ensured that developmental works covering all aspects of governance are carried out there.

Here are some of the developments of Bankura district brought about by the Trinamool Congress Government:

Health

  • A new health district has been created out of Bishnupur
  • Four multi super-speciality hospitals built in Barjora, Onda, Chatna and Bishnupur
  • Four fair-price medicine shops (FPMS) at Bankura Sammilani Medical College and Hospital, Bishnupur and Khatra Sub-divisional Hospitals, and Taldangra Rural Hospital; another at Sonamukhi Rural Hospital to be set up soon.
  • As a result of the setting up of these shops, 8 lakh people in the district have been benefitted to the tune of Rs 10.73 crore.
  • One 24-bedded critical care unit (CCU) at Bankura Sammilani Medical College and Hospital
  • Fair-price diagnostic centres (FPDC) at Bankura Sammilani Medical College and Hospital and Bishnupur Sub-divisional Hospital

 

Education

  • Two new universities, including Bankura University and in Chatna, a campus of Bidhan Chandra Agricultural University
  • Five industrial training institutes (ITIs) in Simlapal, Khatra, Sonamukhi, Indopur and Ranibandh; four more to come up in Barjora and in Bishnupur, Onda and Indus blocks
  • Eight model schools in Mejia, Chatna, Onda, Patrasayar, Shaltora, Indopur, Heerbandh and Ranibandh
  • Twenty-five primary schools upgraded to higher secondary schools and 77 Madhyamik schools upgraded to Higher Secondary

 

Agriculture and Land Reforms

  • Kisan Credit Cards distributed to 6.85 lakh farmers, which is about 91% of the farmers in the district
  • Six Kisan Mandi set up in the district; two more in the process of being set up
  • Under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme, 6,000 landless people given patta

 

Panchayat and Rural Development

  • In 100 Days’ Work Scheme, Rs 934 crore spent to create 4.65 lakh man-days
  • 774 km of rural roads built

 

Minorities’ Development

  • About 1.4 lakh minority students handed out scholarships worth about Rs 22 crore

 

Backward Classes and Adivasi Development

  • Almost 91,000 students from reserved categories getting scholarships

 

Women and Child Welfare

  • Almost 1.5 lakh girl students in Bankura distirct brought under Kanyashree Scheme

 

Khadya Suraksha and Khadya Sathi

  • Almost 26 lakh people in the district getting foodgrains at Rs 2 per kg

 

Jangalmahal Development

  • A social security scheme called Samaj Sathi being run specially for kendu leaf collectors

 

Industry

  • Plasto Steel Park built in Barjora; Rs 600 crore invested for the project
  • Eighteen micro, small and medium enterprise (MSME) clusters set up, as a result of which a lot of employment has been generated

 

PWD and Transport

  • 83 projects for roads, bridges, culverts, etc. completed at a cost of Rs 609 crore, as a result of which 18 lakh people have benefitted

 

Power

  • 100% villages to be electrified by March under Sabar Ghare Alo Scheme

 

Irrigation

  • Check dams to control flooding has been built all over the district – eight by the Irrigation Department, 13 by the Panchayat Department and 25 by the Forest Department

 

Public Health Engineering

  • Twenty-nine drinking water projects worth Rs 38 crore sanctioned, of which 10 have been completed

 

Tourism

  • Two eco-tourism projects have come up in Patrasayar and Susunia

 

Labour

  • About 2.34 lakh unorganised workers, and transport and construction workers provided monetary help under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS) and Building and Other Construction Workers Welfare Act (BOCWA) scheme, respectively.

 

Self-help Groups and Schemes

  • Under the Anandadhara Scheme, about 6,000 self-help groups (SHGs) set up
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi, almost 8,000 projects sanctioned worth RS 43 crore

 

Urban Development

  • The three municipalities in the district have completed developmental projects worth Rs 225 crore

 

Information & Broadcasting

  • 3,000 folk artistes in the district getting retainer fees and pensions under the Lok Prasar Prakalpa scheme

 

Sports & Youth Affairs

  • The Jangalmahal Cup has proved to be very popular; it has opened up numerous opportunities
  • Sports academy being built in Khatra

 

Police

  • Bankura Women Police Station has come up

 

Thus we see how, over the years of Trinamool Congress rule, Bankura has progressed like never before. A lot of projects have been accomplished, and a lot more have been sanctioned.

 

প্রগতির পথে বাঁকুড়া

গত সাড়ে ৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাঁকুড়ার জন্য একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং বাঁকুড়ায় এখন উন্নয়নের জোয়ার এসেছে।

বিশেষত জঙ্গলমহলের অনগ্রসর আদিবাসীদের উন্নয়নের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে।

তৃণমূল পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ার উন্নয়নের খতিয়ানঃ

স্বাস্থ্য

  • বিষ্ণুপুরকে একটি পৃথক স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে।
  • বড়জোড়া, অণ্ডাল, ছাতনা এবং বিষ্ণুপুরে ৪টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে।
  • ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান বাঁকুড়া সম্মিলনী, বিষ্ণুপুর, তালড্যাংরা ও খাতড়া মহকুমা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ ১০ কোটি ৭৩ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ২৪-শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হয়ে গেছে।
  • বাঁকুড়া সম্মিলনী ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ডায়াগনসটিক কেন্দ্র স্থাপিত হয়েছে।

 

শিক্ষা

  • নবনির্মিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এবং ছাতনার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখায় পঠনপাঠন শুরু হয়ে গেছে।
  • সিমলাপাল, খাতরা, সোনামুখি, ইন্দপুর এবং রানিবাঁধে পাঁচটি আইটিআই নির্মাণের কাজ শেষ হয়ে গেছে।
  • ৮ টি মডেল স্কুলে পঠনপাঠন শুরু হয়ে গেছে। এগুলি হল – মেজিয়া, ছাতনা, ওঁদা, পাত্রসায়র, শালতোড়া, ইন্দপুর, হীড়বাঁধ ও রানিবাঁধে।
  • ২৫টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৭৭টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

 

কৃষি ও ভূমি সংস্কার

  • এই জেলার প্রায় ৬ লক্ষ ৮৫ হাজার (৯১%) কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
  • এই জেলায় ৬টি কিষাণ মাণ্ডি তৈরি হয়েছে। আরও ২টি তৈরির কাজ চলছে।
  • নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে ৬ হাজার ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • ১০০ দিনের কাজে প্রায় ৯৩৪ কোটি টাকা ব্যয় করে ৪.৬৫ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে
  • গ্রামীণ সড়ক যোজনায় ৭৭৪ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে

 

সংখ্যালঘু উন্নয়ন

বিগত সাড়ে ৪ বছরে ১ লক্ষ ৪০ হাজার সংখ্যালঘু ছাত্র ছাত্রীকে প্রায় ২২ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন

প্রায় ৯১ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী ও শিশু কল্যান

বাঁকুড়া জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা ও খাদ্য সাথী

জেলায় প্রায় ২৬ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন

জঙ্গলমহলের উন্নয়ন

কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘সমাজ সাথী’ চালু করা হয়েছে।

শিল্প

  • বাঁকুড়া জেলায় বড়জোড়াতে ৬০০ কোটি টাকা ব্যয়ে Plasto Steel Park তৈরি হয়েছে।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৮টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।

 

পূর্ত ও পরিবহন

৬০৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ব্রিজ ও কালভার্ট সহ ৮৩টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, এর মাধ্যমে প্রায় ১৮ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।

বিদ্যুৎ

সমগ্র বাঁকুড়া জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।

সেচ

জলতীর্থ প্রকল্পের সঙ্গে সঙ্গে জেলায় সেচ দপ্তর ৮টি , পঞ্চায়েত দপ্তর ১৩টি ও বনদপ্তর ২৫টি চেকড্যাম রূপায়ন করেছে।

জনস্বাস্থ্য কারিগরী

বিগত সাড়ে ৪ বছরে ৩৪ কোটি টাকা ব্যয়ে ২৯টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে এর মধ্যে ১০টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে গেছে।

পর্যটন

পাত্রসায়র ও শুশুনিয়াতে ২টি ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলা হয়েছে।

স্ব-নির্ভর দল ও স্ব-নিযুক্তি কর্মসূচী

  • আনন্দধারা প্রকল্পে প্রায় ৬ হাজার স্ব-নির্ভর দল গঠিত হয়েছে।
  • স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে প্রায় ৮ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৩ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়ন

এই জেলায় ৩টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রার ২২৫ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।

তথ্য ও সংস্কৃতি

এই জেলায় প্রায় ৩ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।

ক্রীড়া ও যুব কল্যান

  • নতুন প্রতিভার অন্বেষণে জঙ্গলমহলে ‘জঙ্গলমহল কাপ’ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
  • বাঁকুড়া জেলার খাতরায় একটি স্পোর্টস অ্যাকাডেমি গড়ে তোলা হচ্ছে।

 

স্বরাষ্ট্র

জেলায় নতুন থানা হিসেবে বাঁকুড়া মহিলা থানা স্থাপন করা হয়েছে।

 

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বাঁকুড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে যা অতীতে কখনোও হয়নি। অনেক প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে।

 

Image source: HolidayIQ

 

Unprecedented development in Purulia

The district of Purulia forms a major part of Jangalmahal. What used to be a hotbed of Left Wing terrorism and a land of hunger and drought has been turned around into a tourist hotspot and a land where peace and tranquility reigns.

These could be achieved only because of the policies taken up by the Mamata Banerjee-led Trinamool Congress Government.

Home

  • Jhalda and Manbazar are soon being transformed into sub-divisional cities

 

Health

  • A new medical college is being set up in the district
  • Four fair price medicine shops have already been set up at Purulia Sadar Hospital, Raghunathpur Sub-divisional Hospital and Kotshila and Manbazar Rural Hospitals.

 

Education

  • Administrative building of Sidho-Kanhu-Birsa University built
  • Classes are on at the new Manbazar Government College
  • New engineering college in Jaipur is close to completion

 

Agriculture

  • Kisan Credit Cards given to 1.6 lakh farmers in the district
  • Eight Kisan Mandis are now in place – in Purulia-2, Manbazar-1, Kashipur, Nituria, Balarampur, Borabazar, Baghmundi and Hura blocks. Five more are being set up.

 

Panchayat and Rural Development

  • Through the 100 Days’ Work Scheme, Rs 661 crore has been spent and 3.24 crore man-days have been created.

 

Minority Development

  • During the last four years, 1.05 lakh students have received scholarships worth Rs 17 crore.
  • Three hostels for students of minority communities are operational, two more being built

 

Backward Class and Tribal Welfare

  • More than 60,000 students in the district have received assistance under the Sikshashree Scheme.

 

Women and Child Development

  • As part of the Kanyashree Scheme, 1.16 lakh girls are receiving scholarships.

 

Khadya Sathi Scheme

  • Under the scheme, 26.56 lakh people are getting foodgrains at Rs 2 per kg, and a maximum of 35 kg per family.

 

Social Security schemes in Jangalmahal

  • The Government has started the Samaj Sathi Scheme for the upliftment of the poorest of the poor in the Jangalmahal region, who survive by collecting and selling kendu leaves.
  • After the Centre stopped the Integrated Action Plan, the State Government took up the Jangalmahal Action Plan from 2015 and allotted Rs 110 crore for the development of 24 blocks of the Jangalmahal region and 10 blocks of Birbhum district.

 

Purulia has seen a wave of developmental changes in the past four and half years and it is quite evident that within this short period, 91% of the people in the district have been beneficiaries of one or another government schemes.

 

পুরুলিয়ার অভূতপূর্ব উন্নয়ন

জঙ্গলমহলের একটি বড় অংশ হল পুরুলিয়া। বাম আমলে সন্ত্রাসবাদীদের অত্যাচারে জঙ্গলমহল অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। কিন্তু এখন সেখানে শান্তি বিরাজ করছে, জঙ্গলমহল এখন হাসছে। এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার।

স্বরাষ্ট্র

ঝালদা এবং মানবাজারকে নতুন ২টি মহকুমা শহর হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্বাস্থ্য

  • পুরুলিয়ায় একটি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে।
  • পুরুলিয়া জেলা সদর হাসপাতাল, রঘুনাথপুর মহকুমা, কোটশিলা গ্রামীণ হাসপাতাল ও মানবাজার গ্রামীণ হাসপাতালে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে।

 

শিক্ষা

  • সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
  • মানবাজার সরকারি কলেজে পঠন-পাঠন শুরু হয়ে গেছে।
  • প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে জয়পুরে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শেষের মুখে।

 

কৃষি

  • এই জেলায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
  • ৮টি কিষাণ মাণ্ডির কাজ শেষ হয়েছে। এগুলি হল – পুরুলিয়া-২, মানবাজার-১, কাশীপুর, নিতুড়িয়া, বলরামপুর, বড়বাজার, বাঘমুণ্ডি এবং হুরা। আরও ৫টি কিষাণ মাণ্ডি তৈরির কাজ চলছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ৬৬১ কোটি টাকা ব্যয় করে ৩ কোটি ২৪ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত সাড়ে ৪ বছরে প্রায় ১ লক্ষ ৫ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ১৭ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
  • প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫টি মাইনরিটি হস্টেল গড়ে তোলা হয়েছে, এর মধ্যে ৩টির কাজ শেষ হয়ে গেছে বাকি ২টির কাজ চলছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন 

প্রায় ৬০ হাজার ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী ও শিশু উন্নয়ন

জেলায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সাথী

  • এই জেলায় ২৬ লক্ষ ৫৬ হাজার মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।
  • জঙ্গলমহল অঞ্চলের প্রতিটি পরিবার ২ টাকা কিলো দরে ৩৫ কেজি খাদ্যশস্য পাচ্ছেন।

 

সামাজিক সুরক্ষা কর্মসূচী ও উন্নয়ন

  • সম্প্রতি জঙ্গলমহল এলাকার যে সব আদিবাসী ও অন্যান্য দরিদ্র পরিবার কেন্দু পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তাদের সামাজিক সুরক্ষার জন্য নতুন ‘সমাজ সাথী’ প্রকল্প চালু হয়েছে।
  • ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে কেন্দ্র সরকার IAP প্রকল্পটি বন্ধ করে দেওয়ার পর আমাদের সরকার জঙ্গলমহল উন্নয়নে নতুন কর্মসূচী চালু করেছে। এক্ষেত্রে জঙ্গলমহলের ২৪টি ব্লকের সঙ্গে বীরভূমের ১০টি ব্লকও অন্তর্ভুক্ত হয়েছে।

 

গত সাড়ে চার বছরে পুরুলিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে এই পরিবর্তন এসেছে। বর্তমানে এই জেলার প্রায় ৯১ শতাংশ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে গেছে।

New strides in the development of Adivasis

Here are some of the notable achievements of the Tribal Development Department:

  • Scholarships to ST students increased from 15,31,444 during 2007-2011 to 17,75,941 during 2011-2015.
  • Caste certificates issued to STs increased from 1,55,784 during 2007-2011 to 2,99,193 during 2011-2015.
  • Online processing and issuance of caste certificates is now operational in 61 out of 66 sub-divisions. The average number of ST certificates issued per year has gone up to more than 70,000 as compared to only 35,000 prior to 2011.
  • Time taken to process caste certificate reduced from eight weeks to four weeks
  • Shikshashree Scheme for scholarships introduced for ST students of class V to VIII. More than 2.4 lakh ST students have benefitted so far.
  • To promote mobility and reduce drop-outs, the Department has introduced a scheme of providing bicycles to all girl students of class IX-XII in 23 blocks affected by left-wing extremism (LWE). During the last four years, 95,000 bicycles have been distributed.
  • Old-age pension of Rs 1000 per month is being paid to 1.32 lakh ST BPL (below poverty line) beneficiaries above 60 years
  • Several tribal boards formed for the welfare and development of their respective communities: Mayel Lyang Lepcha Development Board, Mangar Development Board, Tamang Development and Cultural Board and Sherpa Cultural Board.
  • The Department has introduced special coaching for Joint Entrance Examination in 16 centres. The Department is also providing engineering/medical books for the first year to all successful candidates.
  • Aspirants among the ST communities for IAS/WBCS examinations are sponsored by the State Government to attend training courses both at Delhi and at ATI.
  • Emphasis has been accorded for creating employment opportunities through skill development in various sectors. In the last three years, job and self-employment opportunities have been extended to more than 5,000 candidates. ‘Ethnic Beauty Care,’ an innovative scheme for training in beauty and personal care, has opened up new options for livelihood as beauticians for more than 1,700 women from the scheduled tribe communities in rural areas.
  • A large numbers of rejected claims for pattas, as a part of Forest Rights Act, 2006, revisited, and an additional 8,317 pattas distributed

These initiatives have significantly benefitted the tribal communities of the State and have created extensive opportunities for them to advance in all spheres of life.

আদিবাসীদের উন্নয়নে নতুন অগ্রগতি

এখানে আদিবাসী উন্নয়ন পর্ষদের কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপঃ  

  • ২০০৭-২০১১ সালে ১৫,৩১,৪৪৪ জন ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছিল, ২০১১-২০১৬ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭,৭৫,৯৪১।
  • ২০০৭-২০১১ সালে ১,৫৫,৭৮৪ জন ST ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ২০১১-২০১৫ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৯৯,১৯৩ জন।
  • ৬৬টি সাব-ডিভিশনের মধ্যে ৬২টি সাব-ডিভিশনে অন-লাইন আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। ২০০৭-১১ বর্ষের ১১.৩৪ লক্ষ জনের তুলনায় ২০১১-১৫ সময়সীমায় ৪৫ লক্ষ মানুষকে জাতি শংসাপত্র দেওয়া হয়েছে।
  • বর্তমানে পেতে ৮ সপ্তাহের বদলে ৪ সপ্তাহের মধ্যেই জাতি শংসাপত্র পাওয়া যায়।
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের লক্ষ্যে শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৩.৪ লক্ষ SC এবং ২.৪ লক্ষ ST ছাত্রছাত্রী উপকৃত হয়েছে।
  • স্কুলছুটের সংখ্যা কমানোর জন্য একটি নতুন প্রকল্প ‘সবুজ সাথী’ চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৩ টি ব্লকের দশম থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। গত চার বছরে প্রায় ৯৫০০০ সাইকেল প্রদান করা হয়েছে।
  • দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ১.৩২ লাখ তপশিলি উপজাতিদের (বিপিএল তালিকাভুক্ত) ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হয়েছে।
  • উপজাতি উন্নয়ন বিভাগের অধীনে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে। এগুলি হল মায়েল ল্যাং লেপচা উন্নয়ন পর্ষদ বোর্ড, মঙ্গর উন্নয়ন পর্ষদ বোর্ড, তামাং উন্নয়ন পর্ষদ ও সাংস্কৃতিক বোর্ড এবং শেরপা সাংস্কৃতিক বোর্ড।
  • ১৬টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিশেষ কোচিং সেন্টার চালু হয়েছে। সফল ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের বই দেওয়া হচ্ছে।
  • আইএএস / ডবলু বি সি এস পরীক্ষার জন্য ST সম্প্রদায়ের আগ্রহী ছাত্রছাত্রীদের দিল্লি ও এ টি আই তে সরকারি প্রশিক্ষণের জন্য পাঠায় রাজ্য সরকার।
  • ৮,৩১৭ টি অতিরিক্ত জমির পাট্টা দেওয়া হয়েছে এবং পূর্বে বাতিল হয়ে যাওয়া বহুসংখ্যক পাট্টার পুনর্বিবেচনা করা হয়েছে।

এইসব উদ্যোগের মাধ্যমে সমগ্র অনগ্রসর ও আদিবাসী জনজাতি মানুষরা অনেক উপকৃত হয়েছেন।

Lok Prasar Prokolpo: Reviving the lost glory of Bengal

Through the Lok Prasar Prokolpo, the Trinamool Congress-led West Bengal Government has revived and thus given a fresh impetus to various local folk arts.

The initiative has been taken up by Mamata Banerjee herself in an effort to restore the lost glory of the State. This effort has not only breathed fresh lives into the arts themselves, but has also made them economically more sustainable for the practitioners.

Under the scheme, folk artistes are enrolled by the government, following which they perform at government programmes for publicising all sorts of development work. Folk artists receive a retainership fee of Rs 1,000 and also opportunities for four performances, with Rs 1,000 to be paid for each. This means that there is provision for a folk artiste to receive at least Rs 5,000 a month.

More than 60,000 enrolled folk artistes have been enrolled, and the process is continuing.

These efforts by the State Government have lifted the art forms from the point of near-extinction to that of widespread popularity. There is a continuous to spread the popularity of these arts all over India and abroad as well.

 

লোকপ্রসার প্রকল্প: বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারের পথে

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বাংলার লোকশিল্পীরা যথার্থ মর্যাদা পেয়েছেন। লোকসংস্কৃতির পুনরুজ্জীবন ও কার্যকরী প্রসারের লক্ষ্যে ‘লোকপ্রসার প্রকল্প’ চালু হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক উপার্জন সুনিশ্চিত হয়েছে।

লোকশিল্পের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছেন। এই প্রচেষ্টা শুধুমাত্র তাদের পুরনো গৌরব ফিরিয়ে এনেছে তা নয় এর মাধ্যমে এইসব শিল্পীদের আর্থ-সামাজিক দিকও উন্নত হয়েছে।

বাংলার বিভিন্ন লোকশিল্পকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে ‘লোকপ্রসার প্রকল্প’ একটি অনন্য প্রকল্প। এই প্রকল্পের অধীনে লোকশিল্পীরা প্রতি মাসে ১০০০ টাকা করে সান্মানিক পাচ্ছেন। বর্তমানে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাদের কাজে লাগানো হচ্ছে। প্রত্যেককে ৪ টি করে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিটি অনুষ্ঠানের জন্য তাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। অতএব লোকশিল্পীরা মাসে ৫০০০ টাকা উপার্জন করতে পারবেন।

৬০ হাজারেরও বেশি লোকশিল্পী লোক প্রসার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং বর্তমানে তাদের নথিভুক্তকরনের প্রক্রিয়া এখনও চলছে।

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সহযোগিতায় বিলুপ্তির পথে এগিয়ে যাওয়া এই শিল্প পুনরুজ্জীবিত হয়েছে। সমগ্র ভারত সহ অন্যান্য দেশে এই শিল্পের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়ার এটি এক অভিনব প্রয়াস।

Mamata Banerjee addresses rallies in Bankura district, staged a roadshow in Kharagpur

Taldangra and Raipur in Bankura distirct were the first two stops today for Trinamool Congress Chairperson Mamata Banerjee, in her campaign for the Assembly election. She addressed rallies at both the places. Next, she staged a roadshow in the industrial town of Kharagpur, in Paschim Medinipur district.

Yesterday, she had covered parts of Purulia (Para, Raghunathpur), and Bankura too (Ranibandh).

In her speeches, Mamata Banerjee highlighted the progress the region has made in healthcare, agriculture, industry, education, etc. She reiterated the fact that Trinamool Congress is the only party that works for the people. The party believes in communal harmony and secularism.

She also dismissed the CPI(M)-Congress alliance as a poorly conceived mishmash which people would reject.

Till today, she has addressed 25 rallies and staged 10 padayatra as part of her campaign.

 

Salient points of Mamata Banerjee’s speech in Taldangra

Trinamool Congress stands for struggle. We are a young party. We have a strong foundation.

For the progress and development of Bengal, cast your vote in favour of the ‘joraphool’ symbol. We have worked for the overall development of Jangalmahal. We do not consider political colours while working for the progress of the people. We have worked hard for the development of Bengal in the last four years.

25 lakh students in the State have received bicycles under the Sabuj Sathi Scheme; and 15 lakh more will get them soon. 33 lakh girls, who are our assets, have been registered under the Kanyashree Scheme. Kanyashree is not just Bengal’s pride; the entire world has praised the scheme. Beds and medicines have been made free at State Government hospitals in Bengal. We have set up houses for the poor people under the Gitanjali Scheme.

Our folk artistes did not get their due recognition in the past; now they are getting it.

We have conducted 105 CMO-to-BDO meetings in the districts in the last four years.

Bengal has turned around. We are number one in Kanyashree,  100 Days’ Work Scheme and skill development.

We have set up a new university in Bankura. A new agricultural university is coming up too. We are giving rice at Rs 2/kg to 8 crore people.

 

সিপিএম-কংগ্রেসের জোটকে বোল্ড আউট করবে মানুষ: বাঁকুড়ায় মমতা

আজ বাঁকুড়া জেলায় ২টি জায়গায় প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার তালড্যাংরা ও রায়পুরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি রোড-শো করার কথা তৃণমূল নেত্রীর।

গতকাল পুরুলিয়ার পারা ও রঘুনাথপুরে এবং বাঁকুড়ার রানিবাঁধে প্রচার করেন তৃণমূল নেত্রী।

স্বাস্থ্য, কৃষি, শিল্প , শিক্ষা সব ক্ষেত্রেই সমগ্র রাজ্যে অভূতপূর্ব উন্নয়ন  হয়েছে এবং এই কর্মসূচীকেই তিনি  তুলে ধরেন তিনি তার বক্তব্যে।  তিনি বলেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা সাধারণ মানুষের জন্য কাজ করে। তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রিতি ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে।

গতকাল পর্যন্ত তিনি ২৩টি জনসভা এবং ৮টি পদযাত্রা করেছেন।

 

বাঁকুড়ার তালড্যাংরায় জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

সি পি এম-এর সন্ত্রাস

তালড্যাংরা একসময় লাল সন্ত্রাসের আঁতুড়ঘর ছিল। যারা এতদিন তালড্যাংরায় সন্ত্রাস করেছে তারা আজ এখানে এসে ভোট চাইছে, কোন লজ্জা নেই তাদের। বাঁকুড়ায় কোনরকম সন্ত্রাস আমরা বরদাস্ত করব না। আমরা মানুষের সহযোগিতায় সফলভাবে সিপিএম-কে পরাজিত করেছিলাম।

মানুষের দলকে সি পি এম এখন বলছে চোরের দল। ওদের এত সম্পদ কোথা থেকে এল আমরা তদন্ত করব। নির্বাচন ঘোষণার পর আমার ৯ জন তৃণমূল কর্মী নিহত হয়েছেন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব সি পি এম-কে। বাংলার মানুষ সি পি এম-কে বোল্ড-আউট করে দেবে।

সি পি এম আগে বন্দুকের জোরে যেসব গ্রাম দখল করত আজ সেখানে গিয়ে ভোট চাইতে তাদের এতটুকু লজ্জা করে না।

 

সি পি এম-কংগ্রেস জোট

বিজেপি এখন সিপিএম ও কংগ্রেসের দালাল। মানুষ সি পি এম-কংগ্রেসের এই ঘোঁটকে পরাজিত করবে।

কেরালায় কংগ্রেস এবং সি পি এম লড়াই করছে আর বাংলায় তারা গলা জড়াজড়ি করছে, কোনো নীতি নেই ওদের। বর্তমানে একটি মিডিয়া সি পি এম ও কংগ্রেসের পরামর্শদাতা, ওরা নির্লজ্জ।

 

বাঁকুড়ার উন্নয়ন

আমরা জঙ্গলমহলে সবরকম উন্নয়ন করেছি। কোনও রং দেখে আমি উন্নয়ন করি না। বাঁকুড়ায় আমরা একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে।

আমরা রাজ্যের ৮ কোটি মানুষকে ২ টাকা দরে চাল দিচ্ছি। বাঁকুড়া জেলায় ১,১০০ কোটি টাকা ব্যয়ে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছি আমরা। ৩২,০০০ হেক্টর জমিতে আমরা একটি নতুন জলসেচ প্রকল্প ‘জল তীর্থ’ শুরু করেছি। সবুজ সাথী প্রকল্পে ২৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। ৩৩ লক্ষ মেয়ে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে, তারা আমাদের সম্পদ।

বাংলার সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। গীতাঞ্জলি প্রকল্পে আমরা গরীব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিয়েছি।

অতীতে আমাদের লোকশিল্পীরা তাদের প্রাপ্য মর্যাদা পেতেন না।

গত ৪ বছরে বাংলার উন্নয়নের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। গত ৪ বছরে সব জেলা মিলিয়ে প্রায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছি।

বাংলা আজ ঘুরে দাঁড়িয়েছে, বাংলা আজ কন্যাশ্রী, ১০০ দিনের কাজ ও স্কিল ডেভেলপমেন্টে এক নম্বরে।

বাংলার উন্নয়ন ও প্রগতির জন্য জোড়াফুলে ভোট দিন।

 

।। মায়েরা দেবে উলুধ্বনি, ভাইয়েরা দেবে তালি
সিপিএম-কংগ্রেস-বিজেপি হবে বাংলা থেকে খালি ।।

 

Convert the surge of development in Bengal into victory for the Trinamool: Abhishek Banerjee

Yesterday Trinamool Youth Congress President and MP, Abhishek Banerjee addressed three workers’ rallies along his campaign trail in the districts of Bankura and Bardhaman for the forthcoming Assembling elections.

He addressed rallies in Ranibandh and Simlapal in Bankura district and in Durgapur in Bardhaman district.

He said that the Trinamool Congress has primary two assets – its leader Mamata Banerjee and the party workers. It was because the people wished to see change after 34 years of Left Front rule that they had voted Trinamool to power. The tide of support witnessed in 2011 was well-rewarded with developmental projects all over the State. Now there is peace and prosperity everywhere.

He requested the people to vote for the Trinamool Congress once again, to bring it back to power. In its 34 years in power, the CPI(M) could not bring about even 10% of the development that the Trinamool has brought about in less than five years.

 

রাজ্যের উন্নয়নকে তুফানে পরিনত করুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ও বর্ধমান জেলায় তিনটি জায়গায় নির্বাচনী প্রচার করেন।

গতকাল তিনি বাঁকুড়ার রানিবাঁধ ও সিমলাপালে এবং বর্ধমানের দুর্গাপুরে জনসভা করেন।

এদিন তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের দুটি সম্পদ। এক মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই দলের কর্মীরা। ২০১১ সালে মানুষ ৩৪ বছরের বাম আমলের শাসনের পরিবর্তন চেয়েছিল তাই তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। মানুষের দেওয়া সেই সুযোগের সদ্ব্যবহার করে রাজ্যের প্রতিটি কোনায় উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সারা রাজ্যে শান্তির বাতাবরন ও উন্নয়নের জোয়ার বইছে’।

তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আবার তাদের ক্ষমতায় আনার জন্য তিনি অনুরোধ করেন মানুষের কাছে। গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে সিপিএম ৩৪ বছর ক্ষমতায় থেকে তার ১০ শতাংশ কাজও করতে পারেনি।