It is our commitment to return the land in Singur: Mamata Banerjee at Singur

Mamata Banerjee addressed a huge rally today in Singur. She spoke about the time when she tirelessly fought for the rights of the people of Singur and the development that Singur has witnessed in the last five years

Speaking on development, Didi said “We deliver what we promise. This is evident from the development in Singur. Singur now has colleges, Kisan Bazars, ITIs, polytecnic colleges and Karma Tirtha”.

“Singur is also very important from a political perspective. I shall never forget the incident of 25th September 2006. I fasted here for 26 days and did a dharna in Singur for 14 days more. It is known to all that the political struggle at Singur will remain history. Singur is the sacred site of farmer-land agitation. The struggle of Trinamool Congress began from the land of Singur”, she added.

Seeking the people’s blessings, she said, “We shall return the land at Singur. This is our promise”. Didi also pointed out that the CBI had investigated the murder of Tapasi Malik, but they could not convict anyone.

Didi urged the people to rest their faith and belief on her and said that no money could buy the love she has received in Singur.

 

সিঙ্গুরের জমি আমরা সবাইকে ফিরিয়ে দেব এটা আমাদের প্রতিশ্রুতি: সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সিঙ্গুরে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তুলে ধরলেন সেই সব সময়ের কথা যখন সিঙ্গুরের মানুষদের অধিকারের জন্য তিনি ক্রমাগত লড়ে গেছিলেন। বিগত পাঁচ বছরে সিঙ্গুরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাও উঠে এল তাঁর বক্তৃতা  থেকে।
সিঙ্গুরে উন্নয়ন প্রসঙ্গে দিদি বলেন “আমরা কথা দিলে কথা রাখি। সিঙ্গুরের উন্নয়ন থেকেই তা পরিষ্কার। আজ সিঙ্গুরে ডিগ্রী কলেজ, কিষাণ বাজার, আই টি আই, পলিটেকনিক কলেজ, কর্মতীর্থ – সবই রয়েছে।”
তিনি আরো বলেন “রাজনৈতিক দিক থেকে সিঙ্গুর খুবই গুরুত্বপূর্ণ। ২০০৬ সালের ২৫শে সেপ্টেম্বরের সেই ঘটনা আমি কখনো ভুলব না। আমি ২৬ দিন অনশন করেছিলাম, আরও ১৪ দিন সিঙ্গুরের রাস্তায় আমাদের ধর্না চলেছিল। সিঙ্গুরের রাজনৈতিক আন্দোলন একটা ইতিহাস এটা বলার অপেক্ষা রাখে না। সিঙ্গুর কৃষক-জমি আন্দোলনের পীঠস্থান। সিঙ্গুরের মাটি থেকেই তৃণমূল কংগ্রেসের সংগ্রাম শুরু হয়েছে।”
মানুষের আশির্বাদ চেয়ে দিদি বলেন “সিঙ্গুরের জমি আমরা সবাইকে ফিরিয়ে দেব এটা আমাদের প্রতিশ্রুতি।” তিনি আরো মনে করিয়ে দেন যে তাপসী মালিকের ঘটনা সিবিআইয়ের হাতে ছিল, কিন্তু আজ অবধি কোন দোষী শাস্তি পায়নি।
দিদি মানুষকে বলেন তাঁর উপর বিশ্বাস, আশা-ভরসা রাখতে। তিনি এও বলেন যে সিঙ্গুরে যে ভালবাসা তিনি পেয়েছেন, তা অকল্পনীয়।

We want to establish Bengal as the best in the world: Mamata Banerjee in Howrah

Mamata Banerjee addressed three election rallies in Howrah district today,  in Bally, Dumurjola and Howrah North.

Yesterday Didi addressed four mass rallies in North 24 Pargana district at Aamdanga, Khardah, Belghoria and Shyamnagar.

In spite of the scorching summer heat, the Trinamool Chairperson has been travelling to the furthest corners of the State to reach out to the people and spread the message of  the developmental works done by the Trinamool Government.

Highlights of her speech in Howrah:

  • Eminent people from different sectors are contesting as Trinamool candidates
  • When I started the skywalk project in Dakshineshwar, the Opposition tried to stop the project
  • We have formed a development board for Bakreswar and Kankalitala
  • We have formed development boards for Furfura Sharif, Tarakeshwar and Patharchapuri
  • My work is to take Bengal ahead on the path of developmentI do not make any personal attacks, even against those who spread canards against me
  • I will not allow any insult to the culture of Bengal
  • We have set up a new Shilpa Tirtha on 200 acres of land at Belur
  • We have set up textile parks, we are ahead in MSME sector
  • Centre did not include any name from Bengal in the list of heritage circuit
  • What has CPI(M) done for 34 years except violence and murder?
  • The Opposition only indulges in smear campaign
  • We doubled our revenue income but Centre took away over Rs 1.53 lakh crore to repay the debt incurred by the Left
  • We want to establish Bengal as the best in the world

 

বাংলাই আগামিদিনে শিল্প ও সংস্কৃতির ডেসটিনেশঃ মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়ায় আজ নির্বাচনী প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার বালি, ডুমুরজোলা ও উত্তর হাওড়ায় তিনটি জনসভা করলেন নেত্রী।

গতকাল উত্তর২৪ পরগনায় প্রচার করেন তিনি। উত্তর২৪ পরগনার বেলঘড়িয়া, আমডাঙ্গা, খড়দা ও শ্যামনগরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটিতেই বিপুল জনসমাগম হয়েছিল।

এই প্রচণ্ড গরমেও সারা রজ্য জুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল নেত্রী এবং মানুষের কাছে গত সাড়ে চার বছরের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

 

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা আমাদের প্রতিনিধি
  • রেলমন্ত্রী থাকাকালীন বেলুড় রেল লাইন তৈরি করেছিলামg
  • দক্ষিণেশ্বরকে আমি স্কাই ওয়াক দিয়ে যখন যোগ করতে চেয়েছিলাম তখন বিরোধীরা বাঁধা দিয়েছিল
  • বিরোধীদের বহুমুখী রূপ
  • তীর্থস্থানগুলি এখন খুব কনজেসটেড হয়ে গেছে সেগুলি না ভেঙে সংস্কার করতে হবে
  • পি বি সেলিমের মত ভালো ডি এম খুব কম আছেন
  • আমরা বক্রেশ্বর, কঙ্কালিতলা, নলহাটেশ্বরি,পাথরচাকুরি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করছি
  • ফুরফুরা শরিফের উন্নয়নের জন্য আমরা অনেক কাজ করেছি
  • বাংলাকে glorify  করা উত্তরনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমার এই সব কাজ
  • বিরোধীরা সব সময় পচা কুমড়োর মত কুঁকড়ে আছে
  • আমি ছোটবেলা থেকে রাজনীতি করি
  • যারা আমার কুৎসা করে আমি তাদের ব্যক্তিগতভাবে কখনো আক্রমণ করি না
  • আমরা চাই না বাংলার সভ্যতা সংস্কৃতিকে কেউ দেউলিয়া করুক
  • রাজ্যের সর্বত্র অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে
  • ৬৮০০ কোটি টাকা ব্যয়ে ২০০ একর জমির ওপর শিল্পতীর্থ তৈরি হচ্ছে
  • বেলুড় আগামীদিনে সারা পৃথিবীতে ক্ষুদ্র ও বানিজ্যিক শিল্পের একটি টার্নিং পয়েন্ট হবে
  • বেলুড়ে MSME তৈরি হচ্ছে, টেক্সটাইল পার্ক তৈরি হচ্ছে
  • আমি পাবলিসিটি করে কাজ করি না
  • তীর্থস্থানগুলির নাম যখন ঘোষিত হয় তখন সেখানে দক্ষিণেশ্বর, বেলুরের নাম থাকে না
  • সিপিএম গনহত্যা, সন্ত্রাস ছাড়া কি করেছে? নেতাই, নন্দীগ্রাম, মরিচঝাঁপি, আমতা, ধানতলা, বানতলা ছাড়া কি করেছে সিপিএম?
  • এদের মগজে মরুভুমি
  • গত ৪ বছরে আমরা আমদের আয় দ্বিগুন করেছি
  • ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা আয়ের মধ্যে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র
  • সিপিএম ২ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে
  • MSME, স্কিল ডেভেলপমেন্ট, কন্যাশ্রী, ১০০ দিনের কাজে আমরা ১ নম্বরে
  • ৪ বছরে বাংলায় আমরা যা কাজ করেছি সারা বিশ্বে একদিন এটি গবেষণার বিষয় হবে
  • বাংলাই আগামিদিনে শিল্প ও সংস্কৃতির ডেসটিনেশন
  • বাংলাকে শিল্পসভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে গড়ে তোলাই আমাদের আগামিদিনের লক্ষ্য

 

তৃণমূল মানে ২ টাকা কিলো চাল,খাদ্য-সাথীর আহ্বান,

তৃণমূল মানে সবুজ সাথীতে, কন্যাশ্রীর জয়গান

 

তৃণমূল মানে ‘এগিয়ে বাংলা’,শিল্প, শিক্ষা, সংস্কৃতি;

তৃণমূল মানে চার বছরেই,পূর্ণ সকল প্রতিশ্রুতি। 

 

 

 

 

 

 

 

 

Facebook 360 degree video used for the first time for an election in India at Didi’s rally

Mamata Banerjee became the first politician in India to use a Facebook 360 video for an election rally. On 21 April, she posted a 360 video of her padyatra in Bardhaman, held earlier this week, on her Facebook page.

She wrote on her page:

“I am happy to share with all of you the new Facebook 360 degree video that is being used for the very first time ever, for any election campaign in India. Please watch some clips of a padyatra held earlier this week at Bardhaman town.

My salute to the Ma-Maati-Manush for their overwhelming enthusiasm and participation.

Yes, Trinamool is winning. আমরা জিতছি”

On 13 April, 2016, Mamata Banerjee had posted her first Facebook LIVE video which got over 2 lakh views in less than 24 hours. She had also conducted a Q&A session on the same day where she got a huge response from the people.

You can see the video here: https://goo.gl/HlWuIL

 

দিদির হাত ধরে এই প্রথম ভারতে ৩৬০ ডিগ্রী ভিডিও-র মাধ্যমে নির্বাচনী প্রচার

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনীতিবিদ যিনি ৩৬০ ডিগ্রী ভিডিওর মাধ্যমে নির্বাচনী প্রচার করেন। ২১শে এপ্রিল তিনি তার বর্ধমানের পদযাত্রার ৩৬০ ডিগ্রী ভিডিও তার ফেসবুক পেজে পোস্ট করেন।

ভারতের যেকোনো নির্বাচনী প্রচারে ৩৬০ ডিগ্রী ভিডিও-র মাধ্যমে প্রচার এই প্রথম।

বিপুল উৎসাহ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরাই জিতছি।

১৩ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ফেসবুক লাইভ ভিডিও পোস্ট করেন, যা ২ লক্ষ ভিউ পেয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে। একইদিনে তিনি একটি ফেসবুকে একটি প্রশ্ন-উত্তর পর্বও করেন যেখানে তিনি প্রচুর মানুষের সাড়া পেয়েছেন।

ভিডিওটি দেখুন এখানে >> https://goo.gl/HlWuIL

 

Dr Amit Mitra LIVE on Facebook

Dr Amit Mitra was LIVE on Facebook today. Here is the full transcript of what he said: 

We are at the point of history when development will be tested for democracy. You will be happy to know that West Bengal has produced the highest development possible in these modern times, in five years of time.

We have built schools. 2500 primary schools, 3500 upper primary schools. We have built colleges. Only 36 colleges in the entire period since independence. We have built 45 colleges, 170 ITIs, 80 polytechnics. If you look at the verticals, finally we come to universities; only 13 universities were there in Bengal. Today you have another 15 additional universities, seven in the Government and eight in the private sector.

আমি আজকে চেষ্টা করব বাংলায় কিছু বলার এবং হিন্দিতেও কিছু যাতে সব ধরনের মানুষ এই কথাটা বলতে পারে আজ আপনাদের বলতে চাই, উন্নয়নের যে বিরাট জোয়ার এসেছে, সেই জোয়ারে আজকের বাংলার ভোটার,  তাদের মনস্থির করতে হবে তারা সন্ত্রাস চায় না উন্নয়ন চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ উন্নয়নের জোয়ার আজকে unmistakable. কেউ বলতে পারছেনা যে তা হয়নি। সেহেতু আজকে আপনারা আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেসকে, যাতে আরও পাঁচ বছর এই উন্নয়নের জোয়ার নিয়ে আমরা এগিয়ে যেতে পারি।

Let me come back to the theme of development. I must confess that what West Bengal has done today, India will do tomorrow. I will give you a palpable example. Today in the area of taxation, we are providing a certificate to the taxpayer which is dematerialized.

No state in the country has ever been able to do that. We are providing payments only by computers for the State Government using the e-portal of RBI. No state has been able to do that. They are all rushing to Bengal, you see how they will do. So, at one time Ghokhle had said, “What Bengal thinks today, India will think tomorrow”. Today, the new slogan is, what Bengal has done today, India will do tomorrow.

Let me give you an example of what Bengal has done today, what the world is going to do tomorrow. The Kanyashree Project আপনারা সবাই জানেন today 53 countries met in London, on Kanyashree and the United Nations has suggested 53 countries , African countries, Latin American countries, Asian countries, do what Bengal has done in the area of Kanyashree. 33 lakh girls have registered. So, my submission is, what Bengal has done today, the world will do tomorrow.

If you are for development, if you are for new frontiers, this is the time. Take your weapon of vote in democratic polity and apply it and give Mamata Banerjee five more years to put this development to new phase so that Bengal becomes the number 1 state. That’s the objective.

 

Polling across 62 seats in West Bengal underway

Polling is being held in 62 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fourth day of the polls.

Polling will be held in 22 seats of Murshidabad district, 17 of Nadia, 7 of North Kolkata and 16 of Bardhaman.

Total Booths – 16,461

Murshidabad – 5663

Nadia – 4532

North Kolkata – 1859

Bardhaman – 4407

Total Voters1,37,42,000

Murshidabad – 47.3 lakh

Nadia – 38.6 lakh

North Kolkata – 14.5 lakh

Bardhaman – 36.7 lakh

 

বিধানসভা নির্বাচনের আজ তৃতীয় দফার ভোটগ্রহণ

আজ পশ্চিমবঙ্গের চারটি জেলার মোট ৬২টি আসনে ভোটগ্রহণ হল। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। 

মুর্শিদাবাদ জেলার ২২টি কেন্দ্র, নদিয়া জেলার ১৭টি কেন্দ্র ও উত্তর কলকাতার ৭টি কেন্দ্র এবং বর্ধমান জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।

মোট বুথের সংখ্যা ১৬,৪৬১টি 

মুর্শিদাবাদ –  ৫৬৬৩

নদিয়া – ৪৫৩২

উত্তর কলকাতা – ১৮৫৯

বর্ধমান – ৪৪০৭

মোট ভোটার সংখ্যা – ১,৩৭, ৪২,০০০

মুর্শিদাবাদ – ৪৭.৩ লাখ

নদিয়া – ৩৮.৬ লাখ

উত্তর কলকাতা – ১৪.৫ লাখ

বর্ধমান – ৩৬.৭ লাখ

“Opp must begin their search for a new Leader of Opposition”- An interview with Abhishek Banerjee

You are addressing 3-4 meetings everyday, in this scorching heat. How are people responding?

Abhishek: The spontaneity of the people is special. The love, support and response of people is really humbling. Despite the summer heat, people are coming in large numbers to meetings, sometimes scheduled at 1 PM. This love and support of the people is a clear indication that it is only a matter of time before Mamata Banerjee’s Ma-Mati-Manush government returns for a second term.

What strikes you most at these big rallies?

Abhishek: The way women are turning out in large numbers. After becoming the Chief Minister, Mamata Banerjee has taken a lot of initiatives for women. Earlier, the CPI(M) and its frontal organisations like DYFI would only talk of women’s welfare and upliftment. Mamata Banerjee has fulfilled the promises she made. 50% seats in the panchayats are now reserved for women. No other Chief Minister has done that before.

Overall, the love, energy, enthusiasm and support that we are getting from people confirms that the government of Maa-Mati-Manush will return with a landslide majority.

What is the main message you are delivering in your speeches?

Abhishek: In 2011, when we went to the people to seek their votes, we talked of ending 34 years of Left rule and establishing a government which speaks of peace, not violence. Of development, not destruction. We promised a government that works for the people and always stands beside them.

In 2016, we are asking people to judge us based on the work done in the last four and a half years. Judge us on our performance. Within the constraints of a huge debt burden, our work should be the yardstick for judging us. A vote for Trinamool is a vote to continue the surge of development. Our main plank this time is development, development and only development.

You are addressing almost 100 to 120 rallies this time. What is the difference in campaigning this time compared to the 2014 Lok Sabha polls?

Abhishek: In 2014, the party had given me the opportunity to contest the elections from the Diamond Harbour Lok Sabha seat. Then, I was focussing on the seven Assembly constituencies in my Lok Sabha seat and could not campaign anywhere else. I tried to reach out to the maximum number of people in my constituency.

This time I am not contesting. Our party has only one leader – Mamata Banerjee. Everyone else is a worker. Mamata Banerjee is the leader for all of us. Whatever responsibilities are placed on my shoulders by the party, I try to fulfill them to the best of my abilities. I will continue to do so in the future.

Around 40% of the voters are between the ages of 18 to 35. What do you want to tell them?

Abhishek: I would just like to request you, especially the ones who are voting for the first time, to exercise your democratic right and vote. Vote for whomsoever you want. But for those who were born in the mid-1990s, I have one request. Have a word with the elder members of your family, your parents, your uncles, your aunts or your neighbours and ask them to tell you the history of modern Bengal. Ask them what the state of Bengal was in the seventies and eighties, and compare that to your current experience of living in Bengal. Based on that, I request you to write the future.

We noticed that you are doing three-four rallies a day, but you are not speaking to the media. In fact, this is the first interview you are giving in this election. Is that part of your style or your strategy?

Abhishek: I am a disciplined soldier of the party.  I would like actions to be my identity. Actions should speak louder than words.

You have grown up watching Mamata Di and obviously she has influenced you. What is the one character in her which you think is the most inspirational for you?

Abhishek: Her fighting spirit. She never ever gives up. In 2004, Trinamool contested all Lok Sabha seats in Bengal but won only one. Only Mamata Banerjee had won her seat. Even that did not deter her. She fought her way back.

Several political parties were formed after breaking away from the Congress. None of them is running a government independently now, except Trinamool. For me, this is true fighting spirit.

What is the one new learning you had in the year 2016 which has made you a better person?

Abhishek: Your relationship with people must be built on trust. Even if all the evil forces come together, they will not be able to harm you if you are blessed with the love and support of people.

Two quick questions to conclude.

Is Surya Kanta Mishra winning or losing?

Abhishek: Losing. (They must start their search today to find a new Leader of Opposition.)

Trinamool winning 200+ or less than 200 seats?

Abhishek: The people of Bengal are most qualified to answer this question. They will decide. But since you have asked me, it is 200+.

 

আজ থেকেই নতুন বিরোধী দলনেতার খোঁজ শুরু করে দিক বিরোধীরাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষা९কার

আপনি রোজ ৩টে কি ৪টে করে মিটিং করছেন এই গরমে, কেমন সাড়া পাচ্ছেন?

অভিষেক: মানুষের স্বতঃস্ফুর্ততা সত্যিই লক্ষণীয়। মানুষের সাড়া, ভালবাসা ও সমর্থন আমাদের মন ছুঁয়েছে। কখনো কখনো দুপুর ১টার তীব্র তাপদাহকে উপেক্ষা করেও বিপুল সংখ্যায়ে মানুষ আসছেন আমাদের জনসভাগুলিতে। এই জনসমর্থন এবং ভালবাসাই বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বারের মা-মাটি-মানুষের সরকার শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এই নির্বাচনী জনসভাগুলিতে কী সবচেয়ে বেশি আপনার নজর কেড়েছে?

অভিষেক: যেভাবে মহিলারা দলে দলে যোগ দিচ্ছেন আমাদের সভায়, তা সত্যি নজর কাড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার মহিলাদের জন্য প্রচুর কাজ  করেছেন। আগে CPI(M) এবং DYFI-র মতো ওদের সংগঠনগুলি শুধু মুখে বলে যেত নারীকল্যাণের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সব প্রতিশ্রুতি রক্ষ্যা করেছেন। পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন এখন সংরক্ষিত। ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী এটা করতে পারেননি।

সার্বিকভাবে মানুষের ভালবাসা, উৎসাহ, উদ্দীপনা, সমর্থন প্রমাণ করছে যে মা-মাটি-মানুষের সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসতে চলেছে।

আপনার বক্তৃতার মধ্য দিয়ে কোন মূল বার্তা পৌঁছে  দিচ্ছেন?

অভিষেক: আমরা ২০১১ সালে যখন মানুষের কাছে গিয়েছিলাম, ওদের বলেছিলাম ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে এমন এক সরকার নিয়ে আসুন যে সরকার শান্তির কথা বলবে, সন্ত্রাসের নয়। যে সরকার উন্নয়নের কথা বলবে, ধ্বংসের কথা নয়। আমরা এমন এক সরকারের প্রতিশ্রুতি দিয়েছিলাম যা মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে।

২০১৬ সালে আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে বিগত সাড়ে চার বছরে যে কাজ করেছি, তার নিরীখে আমাদের বিচার করুন। উন্নয়নের নিরীখে আমাদের বিচার করুন। বিশাল ঋণের বোঝা থাকা স্বত্তেও আমরা যতটা  কাজ করে উঠতে পেরেছি, তাই হওয়া উচিত আমাদেরকে বিচার করার মাপকাঠি। তৃণমূলকে দেওয়া আপনার ভোট হবে উন্নয়নের এই ঢেউকে এগিয়ে নিয়ে চলার আদেশ। আমাদের এবারে একটাই হাতিয়ার – উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন।

আপনি তো প্রায় ১০০১২০ জনসভা করছেন এবারে, ২০১৪ সালে আপনার লোকসভা নির্বাচনের প্রচারের সঙ্গে কী পার্থক্য বুঝছেন?

অভিষেক: ২০১৪-তে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দল আমাকে প্রার্থী করে আমাকে সুযোগ দিয়েছিল লোকসভায় নির্বাচন লড়ার। আমার লোকসভার আসনের অন্তর্গত যে ৭টি বিধানসভা আসন ছিল, তাতেই বেশি মনোযোগ করতে পেরেছিলাম, অন্য কোথাও নয়। চেষ্টা করেছিলাম যাতে করে আমার নির্বাচন কেন্দ্রের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যেতে পারি।

এইবারে আমি নিজে প্রার্থী নই। আমাদের দলের একজনই নেত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সবাই হলেন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী।  দল আমাকে যে গুরুদায়িত্ব দেয় আমি আমার যথাসাধ্য ক্ষমতা অনুযায়ী সেই গুরুদায়িত্ব পালন করার চেষ্টা করি এবং আগামীদিনেও করব।

প্রায় ৪০% ভোটার রয়েছেন যাঁদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের উদ্দ্যেশ্যে কী বলবেন?

অভিষেক: তাঁদেরকে, বিশেষ করে যাঁরা এবার প্রথমবার ভোট দিতে যাবেন, তাঁদেরকে আমি একটি কথাই বলব, যে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিন। যে কাউকে খুশি দিতে পারেন। কিন্তু আপনাদের যাঁদের জন্ম নব্বইয়ের দশকের মাঝামাঝি, তাঁদের প্রতি আমার একটি অনুরোধ আছে।  নিজের পরিবারের বয়:জ্যেষ্ঠদের সাথে একবার কথা বলে নিন – আপনার বাবা-মা, কাকু-কাকিমা, প্রতিবেশী যাঁরা আছেন, জেনে নিন তাঁদের কাছ থেকে আধুনিক বাংলার ইতিহাস। তাঁদেরকে জিজ্ঞাসা করুন সত্তরের দশকে এবং আশির দশকে পশ্চিমবঙ্গের কী হাল ছিল, এবং তা মিলিয়ে দেখুন বাংলায়  এখনকার জীবনযাত্রার সঙ্গে। এর ভিত্তিতেই আমি অনুরোধ করব আপনাদের যথাযত ভবিষ্যৎ গড়ে তোলার।

আমরা লক্ষ্য করেছি যে আপনি দিনে ৪টে নির্বাচনী জনসভা করা স্বত্তেও সংবাদমাধ্যমের সামনে কোনো বক্তব্য রাখছেন না। এইটিই বোধয় এই নির্বাচন চলাকালীন আপনার দেওয়া  প্রথম সাক্ষাৎকার। এটা কি আপনার স্বভাবসিদ্ধ নাকি কোনো কৌশলগত আচরণ?

অভিষেক: আমি দলের একজন শৃঙ্খলাপরায়ণ সৈনিক। আমার কাজই আমার পরিচয় হয়ে উঠুক, এটাই আমি চাইব। Actions should speak louder than words.

ছোটবেলা থেকেই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বড় হয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবেই তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তার চরিত্রের কোন বৈশিষ্ট্য আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়?

অভিষেক: তাঁর লড়াই করার মানসিকতা। তিনি কখনো জীবনে হার মানতে শেখেননি। আপনারা দেখেছেন ২০০৪ সালে বাংলার প্রত্যেকটি লোকসভা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কিন্তু জিতেছিলাম একটি আসনে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতেছিলেন। মাত্র একটি জিতেও তিনি কিন্তু হার মানেননি, ঘুরে দাঁড়িয়েছিলেন আবার।

কংগ্রেস ভেঙে অনেক দল তৈরি হয়েছে কিন্তু আজকে ভারতবর্ষের পরিষদীয় গণতান্ত্রিক রাজনীতিতে এমন কোনো দল নেই যারা কিনা স্বতন্ত্রভাবে সরকার চালাচ্ছে, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া। এটাই আমার কাছে সত্যিকারের fighting spirit.

২০১৬তে নতুন কি শিখলেন যা আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করবে। 

অভিষেক: মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সততার ভিত্তিতেই গড়ে তোলা উচিত। পৃথিবীর সকল অশুভ শক্তিও যদি আপনার উপর নেমে আসে, আপনার কিচ্ছু ক্ষতি হবে না যদি মানুষের ভালবাসা আর সমর্থন আপনার পাশে থাকে।

শেষে দুটি চটজলদি প্রশ্ন

সূর্যকান্ত মিশ্র হারবে না জিতবে?

অভিষেকহারবে। (ওরা আজ থেকেই নতুন বিরোধী দলনেতার খোঁজ শুরু করে দিক।)

তৃণমূল কত আসন পাবে: ২০০ বেশি না ২০০ কম?

অভিষেক: এ প্রশ্নের উত্তর দেওয়ার  সবচেয়ে বেশি যোগ্যতা রাখেন বাংলার মানুষই। তাঁরাই এর বিচার করবেন। কিন্তু যেহেতু আপনি আমায় একথা জিজ্ঞাসা করেছেন, আমি বলব যে আমাদের প্রাপ্ত আসন সংখ্যা হবে ২০০-র বেশি।

 

Mamata Banerjee to address rallies in North 24 Parganas today

Mamata Banerjee will address three election rallies at North 24 Parganas today, covering assembly constituencies in Barasat, Dum Dum and Basirhat.

Yesterday Didi addressed four mass rallies in Howrah district at Jagatballavpur, Amta, Uluberia and Sankrail.

At Amta the victims of Kandua were also present. In 1991, their wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

In spite of the scorching summer heat, the Trinamool Chairperson has been travelling to the furthest corners of the State to reach out to the people and spread the message of  the developmental works done by the Trinamool Government.

 

আজ উত্তর ২৪ পরগনায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর ২৪ পরগনায় আজ নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাত, দমদম, ও বসিরহাটে তিনটি জনসভা করবেন নেত্রী।

গতকাল হাওড়ায় প্রচার করেন তিনি। হাওড়ার জগৎবল্লভপুর, আমতা, উলুবেড়িয়া এবং সাকরাইলে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটিতেই বিপুল জনসমাগম হয়েছিল।

সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় এদিন দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।

এই প্রচণ্ড গরমেও সারা রজ্য জুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল নেত্রী এবং মানুষের কাছে গত সাড়ে চার বছরের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

Howrah: On the fast track to development

There has been unprecedented development in Howrah district, along with the rest of West Bengal.

The State Secretariat was shifted from Writers’ Building in Kolkata to Nabanna.

In the last four-and-a-half years, 95% of the people have access to various government schemes.

 

Health and Family Welfare

  • 7 fair-price medicine shops set up in hospitals, as a result of which 7.5 lakh people got a total discount of Rs 11.8 crore – Howrah Sadar, Gabberia, Liluah, Uluberia, Udaynarayanpur, Fort Gloster, Belur
  • 2 fair-price diagnostic centres – Howrah Sadar and Uluberia Sub-divisional Hospitals
  • 2 special newborn care units (SNCUs) – Howrah Zila and Uluberia Sub-divisional Hospitals – and 9 sick newborn sensitisation units (SNSUs)
  • 2 CCUs and 1 HDU
  • Mother and Child Care Hub (MCH) at Uluberia Sub-divisional Hospital
  • Multi super-speciality hospital being constructed in Uluberia
  • New hospital building at Amta Rural Hospital
  • New outdoor unit at Belur State General Hospital

 

Education

  • 3 industrial training institutes (ITIs) – Chengail, Shyampur-2 and Bauria blocks
  • 1.25 lakh students given bicycles under Sabuj Sathi Scheme
  • 5 secondary and 156 higher secondary schools built
  • 17 primary schools upgraded to upper primary schools, and 63 secondary schools upgraded to higher secondary
  • Separate toilets for boys and girls built in all schools

 

Agriculture, Land Reforms, Fisheries and Animal Husbandry

  • Kisan Credit Cards distributed among 2.3 lakh (95%) farming-based families
  • 3 Krishak Bazaars – Amta-1, Uluberia- and Udaynarayanpur blocks
  • Almost 4,000 families given patta under Nijo Griha Nijo Bhumi Scheme
  • Rs 1 crore worth minikits, special vehicles for selling fishes, temperature-controlled fish-selling boxes distributed in 14 blocks by Fisheries Department
  • 10 lakh ducklings and chickens distributed for rearing among self-help groups (SHGs)

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 257 crore spent to create 1.13 crore man-days
  • State Government facilitated construction of 129 km of rural roads under Grameen Sadak Yojana
  • State Government facilitated construction of 32,000 houses under Indira Awaas Yojana
  • 56,000 toilets built under Mission Nirmal Bangla

 

Minorities Development

  • 4.13 lakh students given scholarships worth Rs 66 crore
  • Loans worth Rs 20 crore to the youth to encourage self-employment
  • Rs 56 crore spent on projects under Multi-sectoral Development Programme (MsDP)
  • English-medium government madrasa in Chengail
  • 4 boys’ hostels in Amta-2, Shyampur-1, Domjur and Panchla blocks

 

Backward Classes and Adivasi Development

  • Almost 45,000 students getting financial aid under Shickshashree Scheme
  • 88,000 SC/ST/OBC certificates handed out

 

Women and Child Development

  • 1.5 lakh girl students covered under the Kanyashree Scheme

 

Food security

  • Foodgrains being bought from farmers at prices above the minimum support prices (MSPs)
  • More than 60 lakh people getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • Industrial hubs at various units of completion – Food Park and Poly Park in Sankrail, Industrial Park in Uluberia, Textile and Hosiery Park in Jagdishpur, Prefabricated Units Parks in Gummandingi and Panchla, Hosiery Park in Jaipurbil, Rubber Park in Dhulagarh, Gems and Jewellery Park in Ankurhati
  • Rs 3,100 crore has already been spent on these and provided employment for 17,000
  • 10 micro, small and medium enterprise (MSME) clusters – for machinery for prefabricated structures in Jagdishpur, for small instruments in Bargachhia, for prefabricated structures in Liluah, for shuttle cocks in Uluberia, for jewellery and imitation jewellery in Domjur, for zari work in Sankrail, for optical lenses in Munshirhat, for embroidery work in Pipulan, for rubber goods in Raghudebpur
  • Belur Mega Powerloom Park, named Belur Shilpa Tritha by Mamata Banerjee, coming up on 100 acres at a cost of Rs 150 crore
  • ITC has plans for investing Rs 4,500 crore in the State, among them in integrated consumer goods manufacturing facilities in Panchla and Uluberia
  • Single-Window Unique Clearance Centre set up to solve cases of mutation and conversion quickly
  • Handloom Haat coming up in Udaynarayanpur
  • To encourage MSMEs, loans worth Rs 12,000 crore provided
  • Balitikuri, Bauria and Shibpur Industrial Estates have come up

 

PWD and Transport

  • 113 projects for roads, bridges, etc. completed at a cost of Rs 383 crore, benefitting 25 lakh people
  • 380 km of roads built/rebuilt/widened/modified, including roads connecting Bagnan with Amta and with Kamalpur, and Uluberia and Panpur
  • Bagnan Road Overbridge built at a cost of Rs 40 crore

 

Power

  • 100% rural electrification work completed under the Sabar Ghare Alo project

 

Irrigation

  • 90 projects worth Rs 136 crore completed
  • 70 km of irrigation dam renovated
  • Projects for preventing floods in Bagnan-1, Bagnan-2, Amta-2, Udaynarayanpur, Domjur, Uluberia-2, Shyampur-1 and Bali-Jagachha blocks

 

Public Health Engineering

  • 18 drinking water projects completed at a cost of Rs 9 crore, benefitting almost 2 million people

 

Tourism

  • Tourism projects implemented in Garachumuk and adjacent areas

 

Labour

  • 3.93 lakh unorganised workers, 93,000 construction workers and 13,000 transport workers covered under SASPFUW, BOCWA and WBTWSSS, respectively
  • Nearly 3,000 young people getting Incentives under Yuvashree Scheme

 

Self-Help Groups (SHGs)

  • 3,000 SHGs created under Anandadhara Scheme
  • More than 5,000 people given grants worth Rs 29 crore under Swami Vivekananda Swanirbhar karmasuchi Prakalpa
  • 5 Karma Tirthas set up

 

Urban Development

  • Projects worth Rs 396 crore implemented by Howrah Municipal Corporation
  • A waste-to-energy project worth Rs 3650 crore taken up in collaboration with a German company
  • Yokohama in Japan has been taken as the model for modernising the city of Howrah

 

Information and Culture

  • More than 1,000 folk artistes getting retainer fees and pensions

 

Youth Affairs and Sports

  • Uluberia Stadium being modernised
  • Rs 72 lakh given as grant to set up 36 multi-gym centres

 

Police

  • Howrah Police Commissionerate set up
  • 2 women’s stations set up – Uluberia and Howrah
  • 6 more police stations set up – Belur, Nischinda, Dasnagar, Satgachhi, Chatterjee Haat and AJC Bose Botanic Garden

The district has progressed like never before in all aspects of governance. Once considered the poorer cousin of Kolkata, Howrah is now on the fast track to development.

 

হাওড়া জেলার অভূতপূর্ব উন্নয়ন

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই হাওড়া জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :

৭টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে :- হাওড়া সদর, গাববেড়িয়া, লিলুয়া, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুর, ফোর্ট গ্লস্টার ও বেলুড়.

২টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র (হাওড়া সদর ও উলুবেড়িয়াতে ) চালু হয়ে গেছে।

হাওড়া জেলা হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।

জেলায় মোট ৯টি SNSU চালু হয়ে গেছে।

হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ২টি CCU ও আমতা গ্রামীন হাসপাতালে ১টি HDU চালু হয়ে গেছে।

উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে MCH চালু হয়ে গেছে।

উলুবেড়িয়ায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ চলছে।

আমতা গ্রামীন হাসপাতালে আধুনিক সুবিধাসহ নতুন বিল্ডিং ও বেলুড় ষ্টেট জেনারেল হাসপাতালে নতুন আউটডোর চালু হয়েছে।

শিক্ষা :

৩টি নতুন আই.টি.আই গড়ে তোলা হয়েছে চেঙ্গাইল ,শ্যামপুর-২ ও বাউড়িয়ায় ।

এই জেলায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ১৭টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৬৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

জেলার প্রায় ২ লক্ষ ৩০ হাজার (৯৫%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড  তুলে দেওয়া হয়েছে।

জেলায় ৩টি কিষান মান্ডি তৈরীর কাজ শেষ হয়েছে। এগুলি নির্মিত হয়েছে আমতা-১, উলুবেড়িয়া-১ ও উদয়নারায়ণপুর ব্লকে। বাগনান-১ ও শ্যামপুর-২ ব্লকে আরো ২টি কিষান মান্ডির কাজ চলছে।

এই জেলার প্রায় ৪ হাজার পরিবারকে জ্ঞনিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা দেওয়া হয়েছে।

এই জেলায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মৎস্য দপ্তরের মিনিকিট, মৎস্যযান, তাপনিরোধক বাক্স সহ সাইকেল ইত্যাদি বিতরণ প্রকল্পে ১৪টি ব্লরেরওৎস্যজীবি উপকৃত হয়েছেন।

জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ১০ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ২৫৭  কোটি টাকা ব্যয় করে ১ কোটি ১৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত প্রায় ৫০  কোটি টাকা খরচ হবে।

গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১২৯ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও প্রায় ৯১ কিমি রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।

গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৩২ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৭ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ৫৬ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন :

বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৪ লক্ষ ১৩ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৬৬ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও ১ লক্ষ ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ২০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।

চেঙ্গাইলে ৬ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি ইংরাজি মিডিয়াম সরকারী মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে।

আমতা-২, শ্যামপুর-১, ডোমজুড় ও পাঁচলা ব্লকে সংখ্যালঘু ছাত্রদের জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৪টি নতুন হস্টেল নির্মাণ হচ্ছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন :

প্রায় ৪৫ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও ২৬ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৮৮ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন :

জেলায় প্রায় দেড় লক্ষ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী :

জেলায় সাড়ে ৩০ লক্ষেরও বেশি মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প :

হাওড়া জেলার শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্যে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি:-

এই জেলায় কয়েকটি ইন্ডাষ্ট্রিয়াল হাব তৈরী করা হচ্ছে। সেগুলি হল- সাঁকরাইলে ১৩৭ একর জমির উপর ফুড পার্ক, সাঁকরাইলে ৬১ একর জমির উপর পলি পার্ক, উলুবেড়িয়াতে ১২২ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জগদীশপুরে ১২০ একর জমির উপর টেক্সটাইল ও হোসিয়ারী পার্ক, গুম্মানডিঙিতে ৫৫০ একর জমির উপর ঢালাই কাজের পার্ক, জয়পুরবিলে ২৪ একর জমির উপর হোসিয়ারী পার্ক, ৬০০ একর জমির উপর পাঁচলাতে ঢালাইয়ের কাজের পার্ক, ৯২ একর জমির উপর ধুলাগড়ে রাবার পার্ক,৭ একর জমির উপর অঙ্কুরহাটিতে গয়না শিল্পের পার্ক।

এই ইন্ডাষ্ট্রিয়াল পার্কগুলিতে ইতিমধ্যেই ৩১০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং ১৭ হাজার কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে প্রায় ২২,০০০ কোটি টাকা বিনিয়োগ এবং ১ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

হাওড়া জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ১০টি ক্লাস্টারের কাজ শেষ হয়েছে। এগুলি হল:- জগদীশপুরে ঢালাই কলের, বড়গাছিয়ায় খুচরো যন্ত্রপাতি, লিলুয়ায় ঢালাই কারখানা, উলুবেড়িয়ায় শাটল কক, ডোমজুড়ে গয়নার, সাঁকরাইলে জরির কাজ, মুন্সিরহাটে অপটিক্যাল লেন্সের, ডোমজুড়ে ইমিটেশন গয়নার, পিপুলানে এমব্রয়ডারী, রঘুদেবপুরে রবারের বিভিন্ন জিনিস।

এছাড়া ১৫টি নতুন ক্লাষ্টারের চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

১০০ একর জমির উপর ১৫০ কোটি টাকা ব্যয়ে বেলুড়ে মেগা পাওয়ারলুম পার্র্ক গড়ে তোলা হচ্ছে- যার নাম দেওয়া হয়েছে বেলুড় শিল্প তীর্থ।

আই.টি.সি. আমাদের রাজ্যে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়াতে আই.টি.সি. প্যাকেটজাত খাদ্য প্রস্তুতিকরণের দুটি প্রকল্প তৈরি করছে।

প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে উদয়নারায়ণপুরে একটি হ্যান্ডলুম হাট গড়ে তোলা হচ্ছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত প্রায় ৬০০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

বালিটিকুড়ী, বাউড়িয়া, শিবপুরে শিল্প তালুক (ঐশধয়ড়ঢ়ক্ষভতর উড়ঢ়তঢ়ন) গড়ে তোলা হয়েছে।

ডোমজুড়ে ১টি আই.টি পার্ক গড়ে উঠছে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৩০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১১৩টি প্রকল্পের কাজ প্রায় ৩৮৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৩৮০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে বাগনান ওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যুঅচিরাচরিত শক্তি :

সমগ্র হাওড়া জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ ২০১৬ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।

সেচ :

সেচ দপ্তর হাওড়া জেলায় গত ৪ বছরে প্রায় ২৭৫ কোটি টাকা ব্যয়ে ১৩২টি বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছিল। এর মধ্যে প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৯০টি প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। প্রায় ৭০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

জেলায় বন্যা প্রতিরোধে ও সেচ ব্যবস্থার উন্নতির জন্য আমরা একাধিক প্রকল্প রূপায়ণে উদ্যোগী হয়েছি:-

বাগানান-১ ও ২ নম্বর ব্লকে সেচের উন্নতির জন্য ১৯ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুর খালের সংস্কার হচ্ছে। এর দ্বারা প্রায় ৫২ হাজার মানুষ উপকৃত হবেন।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ৩৭টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ২৯ কোটি টাকা ব্যয়ে ১৮টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ২ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন।

পর্যটন :

গড়চুমুকে ও তার সংলগ্ন এলাকায় পর্যটন প্রকল্প রূপায়িত হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

আনন্দধারা প্রকল্পে প্রায় ৩ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও প্রায় আড়াই হাজার স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৫ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ২৯ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৬টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

পুর নগরোন্নয়ন :

উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে বালি মিউনিসিপ্যালিটিকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে অর্ন্তভূক্ত করা হয়েছে ।

হাওড়া জেলায় মিউনিসিপ্যাল কর্পোরেশন বিগত সাড়ে চার বছরে প্রায় ৩৯৬ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় সাড়ে চার হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

জাপানের ইওকোহমা শহরের মতো করে হাওড়া শহরকে মডেল হিসাবে গড়ে তোলা হবে। এর মধ্যে থাকছে গঙ্গা পারাপারের জন্য রোপওয়ে, ১০টি উড়ালপুল, ১০০ মিলিয়ন গ্যালন লিটারের পানীয় জলের প্রকল্প।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে হাওড়া জেলায় ১ হাজারেরও বেশি লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও ১৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

ক্রীড়া যুব কল্যান :

হাওড়া জেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামের প্রথম পর্যায়ের সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।

ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৩৭৮টি ক্লাবকে অর্থ সাহায্য করেছে।

স্বরাষ্ট্র :

জেলায় ৮ টি নতুন থানা স্থাপন করা হয়েছে। এগুলি হল :- উলুবেড়িয়া মহিলা থানা, হাওড়া মহিলা থানা, বেলুড় থানা, নিশ্চিন্দা থানা, দাসনগর থানা, সাঁতরাগাছি থানা, চ্যাটার্জিহাট থানা ও এজেসি বোস বোটানিক গার্ডেন থানা।

 

North 24 Parganas: On a growth track

The district of Nadia has faced unprecedented development. in the last four and a half years. Eighty-six per cent of the people have benefited from the numerous government schemes introduced in the district.

Administration

  • Bashirhat is being developed as a separate district
  • Police commissionerates has been set up for Bidhannagar and Barrackpore

 

Health and Family Welfare

  • 12 fair-price medicine shops opened
  • 4 fair-price diagnostic centres set up

 

Education

  • Ramakrishna Mission Vivekananda Centre for Human Excellence Social Sciences being developed in Rajarhat at a cost of Rs 175 crore
  • 2 industrial training institutes (ITIs) established in Bagda and Haroa
  • Gaighata PR Thakur Government College and New Town Government College in Rajarhat established

 

Agriculture

  • 4.55 lakh (98%) agriculture-dependent families have received Kisan Credit Cards
  • 8 Krishak Bazaars set up

 

Panchayat and Rural Development

  • Under the 100 Days’ Work Scheme, more than 4.83 lakh man-days have been created at a cost of R. 1,095 crore
  • 656 km of roads built

 

Minority Welfare

  • More than 6.85 lakh students have received scholarships worth Rs 119 crore
  • Around Rs 39 crore has been disbursed amongst the youth to create self-employment

 

Backward Classes Welfare and Adivasi Development

  • Almost 1.23 lakh students are receiving assistance under Shikshashree Scheme

 

Women and Child Development

  • 3.53 lakh girl students are getting benefits under Kanyashree scheme

 

Khadya Sathi

  • Around 61 lakh people are getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 100-acre Industrial Growth Centre being developed in Rishi Bankim Industrial Park in Naihati
  • 11 clusters of micro, small and medium enterprises (MSMEs) developed

 

PWD and Transport

  • The PWD department has completed 224 projects at a cost of Rs 1,423 crore
  • 920 km of roads have been built/renovated/restored in the district

 

Power

  • Under the Sobar Ghore Alo Scheme, 100% rural electrification has been done
  • 132 KV gas-insulated sub-stations (100 MVA powered) are operational

Irrigation

  • 113 km of dams fortified

 

Public Health Engineering

  • 43 water-based projects completed at a cost of Rs 132 crore

 

Labour

  • Under the State Assisted Scheme of Provident Fund for Unorganised Workers, almost 5.6 lakh workers registered
  • More than 21,000 people registered under the West Bengal Transport Worker’s Social Security Scheme

 

Self-Help Groups (SHGs)

  • Under the Anandadhara Scheme, 4,800 self-help groups have been created
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi 8,500 developmental projects sanctioned worth Rs 48 crore

 

Urban Development

  • Around Rs 1,100 crore spent on developmental work for 25 municipalities

 

Information and Broadcasting

  • 2,000 folk artistes are getting a retainer fee and pension

 

Housing

  • Around 10,000 homes built for the economically weak under Gitanjali Scheme

 

Sports and Youth Affairs

  • Rs 28 crore spent on renovating Vivekananda Yuva Bharati Stadium

 

Relief and Rehabilitation

  • Permanent relief shelters built in Baogachi and Kashipur in Habra-1 block and in Bidhannagar

 

Sundarbans Development

  • 174 km of roads and 29 jetties ha built, covering eight blocks

North 24 Parganas has seen a lot of development over the last four-and-a-half years. It has progressed on all aspects of governance.

 

উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়নের খতিয়ান

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর ২৪ পরগনা  জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৬ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :

প্রশাসনিক সুবিধার্থে বসিরহাট নতুন জেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলায় নতুন থানা হিসাবে বিধাননগর মহিলা থানা, ব্যারাকপুর মহিলা থানা ও বারাসাত মহিলা থানা এবং মধ্যমগ্রাম থানা, দত্তপুকুর থানা, শাসন থানা ও নিউ ব্যারাকপুর থানা স্থাপন করা হয়েছে। বসিরহাটকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে ।

স্বাস্থ্য পরিবার কল্যান :

জেলায় ১২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে বারাসাত জেলা হাসপাতাল , সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল , ভাটপাড়া , হাবড়া , বরানগর , পানিহাটি , সল্টলেক , অশোকনগর , বসিরহাট , বনগাঁ , ব্যারাকপুর ও নৈহাটি হাসপাতালে ।

৪টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র – বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট ও সাগরদত্ত হাসপাতালে চালু হয়ে গেছে।

শিক্ষা :

যুব সমাজের চরিত্র গঠন ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে রাজারহাটে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে, স্বামীজির স্মৃতি বিজড়িত শিকাগো আর্ট ইন্সটিটিউটের আদলে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স এন্ড সোশাল সায়ন্সেস -বিবেক তীর্থ গড়ে তোলা হচ্ছে।

গাইঘাটায় পি.আর. ঠাকুর গভ: কলেজ এবং রাজারহাটে নিউটাউন গভ: কলেজ স্থাপন করা হয়েছে, ক্লাসও শুরু হয়ে গেছে।

বাগদা ও হাড়োয়া ব্লকে গড়ে তোলা হয়েছে ২টি নতুন আই.টি.আই।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

এই জেলার প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার (৯৮%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

জেলায় ৮টি কিষাণ মান্ডি তৈরী হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে ১০৯৫ কোটি টাকা ব্যয় করে ৪ কোটি ৮৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৬৫৬ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।

সংখ্যালঘু উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে, ৬ লক্ষ ৮৫ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১১৯ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৩৯ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

প্রায় ১ লক্ষ ২৩ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী শিশু উন্নয়ন :

উত্তর ২৪ পরগনা জেলায় ৩ লক্ষ ৫৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রী সুবিধা পাচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী – খাদ্য সাথী :

জেলায় প্রায় ৬১ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প :

১০০ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার গড়ে উঠেছে। এখানে  প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং ৫০০০ মানুষের কর্মসংস্থান হতে চলেছে।

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১১টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ সহ ২৮৯টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২২৪টি প্রকল্পের কাজ প্রায় ১৪২৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৯২০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সমাপ্ত হয়েছে।

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি :

সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় সবার ঘরে আলোঞ্চ প্রকল্পে গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ৯৩টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১৩২ কোটি টাকা ব্যয়ে ৪৩টির কাজ সমাপ্ত হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

আনন্দধারা প্রকল্পে ৪৮০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৪৪০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৮ হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৮ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর নগরোন্নয়ন :

জেলায় ২৫টি মিউনিসিপালিটি সাড়ে চার বছরে প্রায় ১১০০ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৪৮ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ২ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ১০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

উত্তর ২৪ পরগনা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৯ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১০ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকি বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যান :

প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে বিবেকান্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার কাজ সুসম্পন্ন হয়েছে।

ত্রাণ পুর্নবাসন

জেলায়  ত্রাণ ও পুর্নবাসন দপ্তরের ৩টি নতুন প্রকল্পের উদ্বোধন  করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন :

বিগত চার বছরে সুুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক উত্তর ২৪ পরগনা জেলার ৮টি ব্লকে ১৭৪ কিমি রাস্তা তৈরী হয়েছে। ২৯টি জেটি তৈরী করা হয়েছে জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরনের লক্ষ্যে। বর্তমানে ১৯৪ কিমি রাস্তার ও ১৪টি জেটির কাজ চলছে।

 

Image source: Wikipedia 

People have not forgotten the violence during Left rule: Didi in Howrah

Mamata Banerjee addressed four massive rallies today in Jagatballavpur, Amta, Uluberia and Sankrail in Howrah district today.At Amta the victims of Kandua were also present. In 1991, there wrists were chopped off by CPI(M) goons because they voted for the Congress. Mamata Banerjee had led a mass movement in Amta back then.

She has been holding three rallies daily, crisscrossing the State despite sweltering heat.

In all her rallies, she attacked the Congress and the CPI(M) for entering into an ideology-less alliance. She also attacked the BJP for insulting Bengal.

She also spoke of the developmental work done by her Government for the minority communities.

“We spent Rs 300 crore to build the Aliah University in Rajarhat. We gave 20 acres of land. Rs. 100 crores were spent to build the Haj Tower in Rajarhat. 59,000 students belonging to minority communities have got chance to pursue higher education in one year,” she said.

Didi added, “More than 1 crore students belonging to minority communities have received scholarships; this is the highest in India. Under the Kanyashree scheme, 33 lakh girls are receiving allowances, irrespective of which community they belong to. We are distributing rice at Rs2/kg and providing free healthcare. We have distributed around 25 lakh cycles under the Sabuj Sathi scheme. We will distribute 15 lakh more soon.”

She also said that when results of the elections will be declared, it will be Trinamool all the way. “CPI(M)-Congress-BJP will be decimated democratically after the election results on May 19,” the Chairperson added.

Slamming the Opposition for continued slander campaign, Mamata Banerjee said their only work from dusk to dawn is to abuse her and insult Bengal. She challenged the opposition to compete with her on the plank of development.

Citing that the sources of 82.5% of Congress’ income, 73% of BJP’s income and 53% of CPI(M)’s income are unknown, Mamata Banerjee said the Opposition should not point fingers at Trinamool.

বাম আমলের হিংসাত্মক রাজনীতি মানুষ আজও ভোলেনি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হাওড়া জেলার জগ९বল্লভপুর, আমতা, উলুবেড়িয়া ও সাঁকরাইলে ৪টি বিশাল জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিপিএমের আমলে বর্বরতার শিকার কান্দুয়ার দুই ব্যক্তি আমতার জনসভায় আজ দিদির সঙ্গে উপস্থিত ছিলেন।  ১৯৯১ সালে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএমের দুষ্কৃতিরা তাদের হাত কেটে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কান্দুয়ায় গিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন বেশ কিছুদিন ধরে।
তীব্র তাপদাহকে উপেক্ষা করেও তিনি বাংলার জেলায়ে জেলায়ে গিয়ে মানুষের কাছে বক্তৃতা রেখে চলেছেন। আজ সবকটি জনসভাতেই তিনি প্রবলভাবে আক্রমণ করেন কংগ্রেস-সিপিএম-এর আদর্শহীন জোটকে। তিনি বিজেপিরও কড়া ভাষায় নিন্দা করেন বাংলাকে অবমাননা করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন সরকারের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা উন্নয়নমূলক কাজ। তিনি বলেন “৩০০ কোটি টাকা ব্যয়ে রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি আমরা। সরকার এজন্য ২০ একর জমি দিয়েছে। রাজারহাটে হাজ টাওয়ার তৈরী হয়েছে ১০০ কোটি টাকা ব্যয়ে। এক বছরের মধ্যে ৫৯ হাজার সংখ্যালঘু  ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।”
দিদি আরো বলেন, “১ কোটিরও বেশি সংখ্যালঘু  ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছেন এ  রাজ্যে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। কন্যাশ্রী প্রকল্পে ৩৩ লক্ষ ছাত্রীরা অনুদান পাচ্ছেন জাতিধর্ম নির্বিশেষে। ২ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে এবং সরকারী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা এখন পাওয়া যাচ্ছে বিনামূল্যে। সবুজ সাথী প্রকল্পে প্রায় ২৫ লক্ষ সাইকেল প্রদান করেছি আমরা এবং আরো ১৫ লক্ষ প্রদান করা হবে খুব শীঘ্রই”।
তিনি বলেন যে যখন ভোটের ফলাফল বেরোবে দিকে দিকে শুধু থাকবে তৃণমূল। তিনি আরো বলেন, “১৯শে মে-র পর সিপিএম-কংগ্রেস-বিজেপি চোখে সরষে ফুল দেখবে।”
বিরোধীদের অপপ্রচারের নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সকাল থেকে সন্ধ্যা অবধি ওদের একমাত্র কাজ হল তাঁর বিষয়ে কটুক্তি করা ও বাংলাকে অপমান করা।  তিনি বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন উন্নয়নের নিরিখে তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কড়া বার্তা দিয়ে বলেন যে তৃণমূলের দিকে আঙ্গুল তোলা তাদের শোভা পায় না কারণ কংগ্রেসের আয়-এর ৮২.৫%, বিজেপির আয়-এর ৭৩% এবং সিপিএম-এর আয়-এর ৫৩%-র উৎস একেবারেই গোপন এখন অবধি।