Trinamool demands a discussion on Augusta-Westland issue in RS

Trinamool today raised the issue of the Augusta-Westland scam in the Parliament with the Chief Whip of the party in Rajya Sabha, Sukhendu Sekhar Roy submitting a notice under Rule 267 to take up discussion on the issue by suspending the business for the day.

Trinamool wants a thorough discussion on the Augusta-Westland scam and a proper investigation so that the facts see the light of the day. Trinamool also demanded a statement from the Defence Minister in the House.

Around 12:30 PM in the afternoon when Sukhendu Sekhar Roy attempted to speak from his seat, Rule 255 was invoked by the Chairman. Other Trinamool members present in the House walked out in protest for the day after this rule was invoked.

Will not allow the division of Bengal: Didi at Coochbehar

On the first day of her campaign in Coochbehar district, Mamata Benerjee today addressed rallies at Tufanganj, Baneshwar and Coochbehar town. During her speech at Tufanganj, she slammed the BJP for playing divisive politics in the district and said she will never allow the division of Bengal.

Didi also said that the State has not yet received financial freedom. “We increased our revenue but Centre has taken away our money to pay off debt incurred by the CPI(M),” she said. She also slammed the Centre for stopping the funds for schemes like ICDS.

On the developmental wave that has swept Bengal in the last four and half years, she said, “Thirty three lakh girls have been empowered through Kanyashree. We have given scholarships to 26 lakh SC/ST students under Sikshashree scheme and over 11 crore minority students have received scholarships. We are providing rice at Rs 2/kg to people,” she said.

“We are providing 30% subsidy to self help groups, we have started insurance schemes for them. 25 lakh students have received Sabuj Sathi cycles, 15 lakh more will be distributed by June-July,” she added.

Slamming the opportunistic alliance of CPI(M) and Congress, the Trinamool Chairperson said, “We do  not need an alliance with BJP, CPI(M) or Congress. People are with the Trinamool”.

 

বাংলাকে ভাগ হতে দেব না : কোচবিহারে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারের প্রথম দিনে তুফানগঞ্জের নির্বাচনী প্রচারসভা থেকে তিনি বলেন যে এই জেলার প্রায় ৯৫% মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে গেছে।

দিদি বলেন রাজনৈতিক স্বাধীনতা পেলেও আজ পর্যন্ত তৃণমূল অর্থনৈতিক স্বাধীনতা পায়নি।“ আমরা আমাদের আয় দ্বিগুন করেছি এই সাড়ে চার বছরে, কিন্তু সেই টাকা সিপিএমের দেনা শোধ করতেই চলে যাচ্ছে”।

গত সাড়ে চার বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, মেয়েরা দেশের সম্পদ। কন্যাশ্রীর মাধ্যমে মেয়েদের আমরা আজ নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছি। ৩৩ লক্ষ মেয়ে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে। শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে ২৬ লক্ষ তপশিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ১১ কোটির বেশি সংখ্যালঘু ছেলেমেয়েদের বৃত্তি প্রদান করা হয়েছে। রাজ্যের ৯ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষকে আমরা ২টাকা কেজি দরে চাল দিচ্ছি খাদ্য সাথী প্রকল্পের আওতায়।

তৃণমূল নেত্রী বলেন, “আইসিডিএস প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র আমরা নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে সেই প্রকল্প চালু রেখেছে রাজ্য সরকার। ২৫ লক্ষ ছেলেমেয়েদের সবুজ সাথী সাইকেল পেয়েছে। বর্তমানে বাংলার সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। ২টি মেডিকেল কলেজ চালু হয়েছে কোচবিহারে”।

তিনি আরও বলেন ছিটমহলবাসীরা এখন তাদের পরিচয়পত্র পেয়েছেন। হিন্দি, উর্দু, নেপালি, অল চিকি ও রাজবংশি ভাষাকে মর্যাদা দিয়েছে রাজ্য সরকার।

নেত্রী বলেন, আমি উত্তরবঙ্গ থেকে আমার নির্বাচনী প্রচার শুরু করেছিলাম আর আগামীকাল এই উত্তর বঙ্গেই আমার প্রচার শেষ করব। তিনি মানুষের কাছে আবেদন করে বলেন, “ইতিমধ্যেই যা নির্বাচন হয়েছে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি, আমাদের সরকারকে আরও শক্তিশালী করতে আমাদের আরও সমর্থন প্রয়োজন”।

দিদি বলেন, কোচবিহার এতদিন ধরে অবহেলিত হয়েছে, কেউ কখনো এখানকার মানুষের সমস্যার সমাধান করেননি। বিরোধীরা যতই চেষ্টা করুক আমরা কিছুতেই বাংলাকে ভাগ হতে দেব না। আমরা কোচবিহারে হিংসা নয় শান্তি চাই। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি আমার হৃদয়ের অংশ, আমরা এখানে বিভেদের রাজনীতি বরদাস্ত করব না। তৃণমূল সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।

বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বিজেপি জানে যে ওরা জিততে পারবে না তাই ওরা হিংসা আর বিভেদের রাজনীতি শুরু করেছে। তৃণমূলের জোটের প্রয়োজন হয় না, কারণ তৃণমূলের জোট মানুষের সঙ্গে। সিপিএম আর কংগ্রেস মিলে এখন কংরেড হয়ে গেছে। ওরা নিজেদের নীতি ও আদর্শকে আজ বিসর্জন দিয়ে একে অপরের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে।

 

 

Tide of people shows support to Mamata Banerjee at Jadavpur and Bhowanipore

In the last leg of her campaign in Kolkata, Mamata Banerjee led two padyatras from Sukanta Setu to Gariahat followed by another from Beltala to Hazra.

Mamata Banerjee has already addressed nearly 140 rallies and padyatras across Bengal, covering more than 18 districts.

Everywhere she went, people turned out in large numbers to show their support to Didi.

 

দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া পদযাত্রায় জনজোয়ার

আজ কলকাতায় নির্বাচনী প্রচার করলেন তৃণমূল নেত্রী। নির্বাচনী প্রচারের শেষ দিনে সুকান্ত সেতু থেকে গোলপার্ক পর্যন্ত পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরে বেলতলা রোড থেকে হাজরার মোড় পর্যন্ত আরও একটি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই সমগ্র রাজ্যের ১৮টি জেলায় জনসভা ও পদযাত্রা মিলিয়ে ১৪০টির বেশি নির্বাচনী প্রচার করেছেন তৃণমূল নেত্রী এবং প্রতিটিতেই বিপুল জনসমাগম হয়েছে।

 

bb 37

bb 94

bb 61

bb 110

2

bb 12

Congress-CPI(M) alliance is one of opportunism: Didi

Hitting out at erstwhile Congress-led UPA regime over the 2G and coal scams, West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday said while the Congress was harping on Saradha scam in the current Assembly poll campaign, it kept mum on the ‘scams’ that took place during UPA tenure.

She was addressing a massive rally at Serampore. Later in the day she also held rallies at Maheshtala and Behala.

“They are talking about corruption and Saradha scam. But what about the extent of corruption during their time (UPA’s tenure)! Of Coal gate scam and 2G scam! They should not talk much,” she added.

“For the entire five years, you won’t find them when you need them (Congress). They will come only during elections They are (migratory) birds who come only during elections,” the Trinamool Chairperson said.

She also highlighted the development work done by the Trinamool government in the last four and a half years.

Slamming the opposition, Didi said “Law & Order is basically a State subject; the Centre is interfering in the federal structure. The BJP govt is only indulging in terror and slander. The CPI(M) and the Congress have ganged up; they have become one entity. They have betrayed all, they are cowards, they cannot utter the truth. They cannot fight separately, so CPI(M)-Congress-BJP-ABP have teamed up together. They fight in Kerala but are friends in Bengal.”

Didi added, “The leaders from Delhi come here during elections like birds in spring, with nothing but empty promises. The BJP incites Hindus, Cong incites Muslims, and the CPM incites everyone, they are two faced.”

 

সিপিএম-কংগ্রেসের জোট সুবিধাবাদী: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলীর শ্রীরামপুরে এবং দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা এবং বেহালায় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথমেই তিনি বলেন নির্বাচনের সময় কম করা উচিত, উন্নয়নের কাজ যাতে থেমে না যায় সেটা ভাবা উচিত। এত দীর্ঘ নির্বাচন হলে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়।

প্রত্যেকটি জনসভা থেকেই তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে দিল্লি। বিজেপির সরকার শুধু সন্ত্রাস করছে, কুৎসা করছে। একা লড়তে পারে না তাই সিপিএম-কংগ্রেস-বিজেপি-এবিপি জোট করেছে। ওদের ওই জোট নিষ্কর্মা, হযবরল। ৫৫০০০ কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম। সেই সব ভুলে গিয়ে আজ কংগ্রেস সেই দুর্নীতিবাজদের সঙ্গেই জোট করেছে। ওরা সব বিশ্বাসঘাতক, কাপুরুষের দল, সত্যি কথা বলতে ভয় পায়।

কংগ্রেস-সিপিএম জোটকে কটাক্ষ করে তিনি বলেন, কেরালায় ওরা চুলোচুলি করছে আর বাংলায় দোলাদুলি করছে। ওরা আগে বলত মার্ক্সবাদ এখন বলে মার্ক্স বাদ।

দুই লক্ষ কোটি টাকার দেনা রেখে গেছে সিপিএম। তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেস কেন দিয়ে ছিল সিপিএমকে টাকা? ওরা ঋণ না দিলে আজ আমাদের এত সমস্যায় পরতে হত না। ওই পাপীদের পাপের বোঝা আমরা এখনও শোধ করছি। ৫ বছরে আমাদের আয় হল ১,৫৩০০০ কোটি টাকা তার মধ্যে ১,৪০০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র। ৪ বছর আগে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা পায়নি তৃণমূল কংগ্রেস।

দিদি বলেন, দুর্নীতিগ্রস্তরাই আজ দুর্নীতির কথা বলছে। কংগ্রেসের ২১০০ কোটি টাকার উৎস অজানা, বিজেপির ২২০০ কোটি টাকার উৎস অজানা, সিপিএমের ২০০০ কোটি টাকা অজানা উৎস। বিরোধীদের এদিন বসন্তের কোকিল বলে কটাক্ষ করে তিনি বলেন, ওরা শুধু নির্বাচনের সময় বাংলায় আসে, দরকারের সময় ওদের পাওয়া যায় না। বাংলার কোন উন্নয়ন চোখে ওরা দেখতে পায় না। ১৯শে মে কুৎসার জবাব দেবে ব্যালট বক্স।

তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন আজ কংগ্রেস আজ সাধু হয়ে গেছে। তিনি প্রশ্ন করেন ২ জি কেলেঙ্কারি কার আমলে হয়েছে?কয়লা কেলেঙ্কারি কার আমলে হয়েছে?

তিনি বলেন, ‘আমি কাউকে ভয় পাই না, জীবনটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। আমি সাধারণ মানুষের চেয়ারে বসে কাজ করি, সাধারণ মানুষের জন্য কাজ করাই আমার কাজ। ১৯শে মে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার শপথ নেবে”।

সবশেষে তিনি চ্যালেঞ্জ করে বলেন কাজ-সভ্যতা-সংস্কৃতি-উন্নতি-প্রগতি দিয়ে বিচার হলে গত ৪ বছরে বাংলা যা কাজ করেছে কেউ তা করতে পারে নি।

Mamata Banerjee to address rallies in South 24 Parganas and Hooghly today

Mamata Banerjee will address election campaign rallies in three districts today – at Joynagar, Mandirbazar and Maheshtala in South 24 Parganas, at Khidderpore in Kolkata and at Sreerampore in Hooghly.

The Trinamool Chairperson has already taken part in more than one hundred campaign rallies and padayatras in different parts of Bengal, in spite of the scorching heat.

On Tuesday, Mamata Banerjee held rallies in different part of South Kolkata – at Theatre Road, Bagha Jatin, Patuli and Tollygunge. People turned out in large numbers to show support towards her.

 

আজ হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তিন জেলায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর,মন্দিরবাজারে ও মহেশ্তলায়, কলকাতার খিদিরপুর এবং হুগলি জেলার শ্রীরামপুরে জনসভা করবেন নেত্রী।

এই প্রচণ্ড গরমে সারা বাংলা জুড়ে তিনি নির্বাচনী প্রচার করছেন। ইতিমধ্যেই তিনি ১০০টির বেশি জনসভা ও পদযাত্রা করেছেন।

মঙ্গলবার তিনি ভাঙড়, বারুইপুর, মগরাহাট ও রায়দীঘিতে নির্বাচনী প্রচার করেছেন। প্রতিটি জনসভাতেই বিপুল জনসমাগম হয়েছিল।

South 24 Parganas surging ahead

Over the last four-and-a-half years, South 24 Parganas has developed at a fast pace. Now, 83% of the people of the district have access to government services.

 

 

 

 

Home

  • The Sundarbans would soon be made into a new district
  • New police stations: Baruipur and Diamond Harbour Women Police Stations, Ganga Sagar, Diamond Harbour (Parulia), Gobardhanpur, Jharkhali and Harwood Point Coastal Police Stations

 

Health and Family Welfare

  • Diamond Harbour Health District created
  • Multi Super-speciality Hospitals in Metiabruz, Kakdweep, Baruipur, Diamond Harbour and at MR Bangur Hospitals
  • Medical colleges being built in Diamond Harbour and Bhangar
  • Sick newborn care units (SNCU) at Diamond Harbour and at MR Bangur Hospitals
  • 29 sick newborn sensitisation units (SNCU)
  • 8 fair-price medicine shops, resulting in total savings of Rs 27.76 crore for 14.6 lakh people; 5 fair-price diagnostic centres; digital X-ray centre at Canning Sub-divisional Hospital; 3 critical care units (CCU), 2 high-dependency units (HDU)

 

Education

  • First women’s university in West Bengal, in Diamond Harbour
  • Government Girls’ College at Hastings in Alipore
  • 9 industrial training institutes (ITIs)
  • 2.52 lakh students got bicycles under Sabuj Sathi Scheme
  • 117 primary schools and 336 upper primary schools set up
  • 73 primary schools converted to upper primary, 171 secondary schools to higher secondary
  • 4 model schools in Basanti, Canning-2, Kultali and Jaynagar blocks
  • Mid-day meals and separate toilets for boys and girls in every schools

 

Agriculture, Land Reforms, Fisheries

  • 5 lakh families dependent on agriculture (82% of such families) given Kisan Credit Cards
  • 3 Krishak Bazaars in Bishnupur-2, Diamond Harbour and Mathurapur-1 blocks
  • 25,000 homeless families given patta under Nijo Griha Niho Bhumi Scheme
  • Hilsa Conservation and Research Centre set up in Sultanpur

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 969 crore spend to create 4.7 crore man-days
  • 3.12 lakh toilets built as part of Mission Nirmal Bangla
  • It was ensured that the Ganga Sagar Mela was an open defaecation-free event

 

Minorities’ Development

  • 8.58 lakh minority-community students given scholarships worth Rs 3.6 lakh
  • Loans worth Rs 22 crore given to youth
  • Karma Tirthas set up in Bishnupur, Sonarpur, Budge Budge, Baruipur, Sonakhali and Ramchandrakhali

 

Backward Classes and Adivasi Development

  • 1.6 lakh students getting financial aid under Shikshashree Scheme
  • 4.75 lakh SC/ST/OBC certificates handed out
  • 9 hostels for ST students built in Mathurapur-1, Diamond Harbour-2, Kakdweep and Falta blocks

 

Women and Child Development

  • 3.23 lakh girl students brought under Kanyashree Scheme
  • 126 anganwadi centres built at a cost of Rs 9 crore

 

Food Security

  • 63.25 lakh people getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 3 beaches developed for tourism – named Bhor Sagar, Dheu Sagar, Rupsagar

 

Industrial Growth Centre set up in Falta

  • IT Hub being set up in Bantala
  • 10 micro, small and medium enterprise (MSME) clusters set up
  • Industrial Estates in Baruipur and Santoshpur
  • Bank loans worth Rs 6,800 crore given for small industries

 

PWD and Transport

  • Kolkata-Ganga Sagar helicopter service
  • Mridanga Bridge built over Mridangabhanga River at Bolerbazar in Mathurapur-2 block
  • Pather Sathi motels in Kulpi, CVanning-1 and Baruipur blocks

 

Power

  • 100% electrification of villages

 

Irrigation

  • New jetties in Sagar Island
  • 400 km of irrigation dams repaired

 

Public Health Engineering

  • 55 drinking water schemes set up

 

Tourism

  • Gangasagar-Bakkhali Development Authority set up
  • Kolkata-Gangasagar helicopter service
  • New jetty in Kakdweep
  • Gangasagar Tourist Resort built
  • Eco-tourism project being set up in Jharkhali on a public-private partnership (PPP) model

 

Sundarbans Development

  • Sundarini Project for the overall improvement of the Sundarbans and ensuring livelihood for the people

 

In the last five years, the Trinamool Congress Government has ensured developments in all areas all across the district. Projects have been accomplished covering all departments of the administration.

 

 

দক্ষিণ ২৪ পরগনা জেলায় উন্নয়ন এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৩ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :

সুন্দরবনের মানুষের প্রশাসনিক কাজের সুবিধার্থে সুন্দরবনের অঞ্চলগুলিকে নিয়ে একটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলায় নতুন থানা হিসাবে বারুইপুর মহিলা থানা ও ডায়মন্ড হারবার মহিলা থানা এবং গঙ্গাসাগর উপকূলীয় থানা, ডায়মন্ড হারবার (পারুলিয়া) উপকূলীয় থানা, গোবর্দ্ধনপুর উপকূলীয় থানা, ঝড়খালি উপকূলীয় থানা ও হারউড পয়েন্ট উপকূলীয় থানা স্থাপন করা হয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান :

ডায়মন্ডহারবারকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে।

ডায়মন্ডহারবার ও ভাঙরে ২ টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে।

মেটিয়াবুরুজ, কাকদ্বীপ এবং বারুইপুরে ৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে।

ডায়মন্ড হারবার ও এম আর বাঙ্গুরে ২টি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে, মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে।

বাঙ্গুর ও ডায়মন্ড হারবার হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ও বারুইপুর মহকুমা হাসপাতালে ২টি জগইঞ মে মাসের মধ্যে চালু হয়ে যাবে।

আমতলা, বাসন্তী, ভাঙ্গড়, নামখানা ইত্যাদি হাসপাতাল সহ মোট ২৯টি SNSU চালু হয়ে গেছে।

জেলায় ৮টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এম আর বাঙ্গুর, বিদ্যাসাগর,বাঘাযতীন  হাসপাতাল, ক্যানিং, বারুইপুর,  ডায়মন্ডহারবার, কাকদ্বীপ ও মাধবনগর (পাথরপ্রতিমা) হাসপাতালে চালু হয়ে গেছে।

এম আর বাঙ্গুর , ডায়মন্ডহারবার , ক্যানিং, বারুইপুর, , বিদ্যাসাগর হাসপাতাল ইত্যাদি সহ মোট ৫টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র চালু হয়ে গেছে। ক্যানিং মহকুমা হাসপাতালে ডিজিট্যাল এক্স-রে পরিষেবা ও চালু হয়ে গেছে।

ডায়মন্ড হারবার, এম আর বাঙ্গুর ও ক্যানিং হাসপাতালে ৩টি CCU চালু হয়ে গেছে।

কাকদ্বীপ ও বারুইপুর মহকুমা হাসপাতালে ২টি HDU গড়ে তোলা হচ্ছে।

 

শিক্ষা:

  • মেয়েদের মধ্যে উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে ডায়মন্ড হারবারে পূর্বাঞ্চলের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।এর নব নির্মিত প্রশাসনিক ভবন ও নির্মিত হয়েছে।
  • আলিপুরের হেস্টিংস হাউসে জ্ঞগভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস স্থাপন করা হয়েছে।
  • এছাড়া জয়নগর-২, বজবজে ২টি আইটি আই গড়ে তোলা হচ্ছে।
  • এই জেলায় প্রায় ২ লক্ষ ৫২ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৭৩টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১৭১টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • বাসন্তী, ক্যানিং-২, কুলতলি ও জয়নগরে ৪টি মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

  • এই জেলার বিষ্ণুপুর-২, ডায়মন্ড হারবার-২ ও মথুরাপুর-১এ ৩টি কৃষক বাজার গড়ে তোলা হয়েছে। বারুইপুর, সাগর, পাথরপ্রতিমা ও গোসাবায় ৪টি কৃষক বাজার গড়ে তোলা হচ্ছে।
  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ২৫ হাজার ভূমিহীন পরিবারকে  পাট্টা প্রদান করা হয়েছে।
  • এছাড়া রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে সমবায় তথা স্বনির্ভর গোষ্ঠির মাধ্যমে বড় মাছ চাষের একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়ার ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ২০ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

  • বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ৯৬৯ কোটি টাকা ব্যয় করে ৪ কোটি ৭০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৩৫০ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ১ লক্ষ ৩ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ৩ লক্ষ ১২ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন:

  • বিগত সাড়ে ৪ বছরে, ৮ লক্ষ ৫৮ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১৩০ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় সাড়ে ২২ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও প্রায় সাড়ে ৮ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • এর পাশাপাশি প্রায় ২০ হাজার সংখ্যালঘু ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
  • প্রায় ৬ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে জয়নগর-১ ও ২, কুলতলী, মগরাহাট-১, মহেশতলা, কুলপী (৩টি) এবং পাথরপ্রতিমা ব্লকে ৯টি সংখ্যালঘু ছাত্রাবাস চালু হয়ে গেছে।
  • বিষ্ণুপুর, সোনারপুর, বজবজ, বারুইপুর ও বাসন্তীর সোনাখালি ও রামচন্দ্রখালিতে কর্মতীর্থগড়ে তোলা হচ্ছে।

 

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

  • প্রায় ১ লক্ষ ৬০ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও প্রায় ৯৪ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন:

  • এই জেলায় প্রায় ৩ লক্ষ ২৩ হাজার ছাত্রী কন্যাশ্রী-র আওতায় এসেছে।
  • প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন জায়গায় ১২৬টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়ে গেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচীখাদ্য সাথী:

জেলায় ৬৩ লক্ষ ২৫ হাজার মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প:

  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১০টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রায় ১ লক্ষ মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।
  • এছাড়া বারুইপুর ও সন্তোষপুরে ২টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে, যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে।

 

পূর্ত পরিবহন:

  • যাত্রী সুবিধার্থে কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে।
  • জিঞ্জিরা বাজার থেকে বাটানগর পর্যন্ত একটি ৭.৪ কিমি দীর্ঘ উড়ালপুল গড়ে তোলা হচ্ছে।
  • ৭ কোটি টাকা ব্যয়ে কুলপী, ক্যানিং-১ ও বারুইপুর ব্লকে ৩টি জ্ঞপথের সাথীঞ্চ – মোটেল চালু হয়ে গেছে।

 

বিদ্যু অচিরাচরিত শক্তি:

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ শতাংশ গ্রমীণ বিদ্যুতায়ন প্রকল্পের কাজ ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে সমাপ্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে ।

 

সেচ:

  • গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সুবিধার্থে কাকদ্বীপ লট-৮এ নতুন জেটি নির্মিত হয়েছে।
  • ৪০০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সুন্দরবনের ৩৭টি স্থানে নদীবাঁধ উচুঁ, শক্তিশালী ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হয়েছে।
  • প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে সোনারপুর ব্লকের হাসনপুরে একটি সেতু নির্মান করা হচ্ছে।

 

জনস্বাস্থ্য কারিগরী:

বিগত সাড়ে চার বছরে ১৯৭ কোটি টাকা ব্যয়ে ৭৭টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৫৫টির কাজ সমাপ্ত হয়েছে।

 

পর্যটন:

  • গঙ্গাসাগর ও বকখালিতে পর্যটনের বিকাশের লক্ষ্যে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কতৃপক্ষ স্থাপন করা হয়েছে।
  • কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে।
  • গঙ্গাসাগার পর্যটক নিবাস -কে নবরূপে সজ্জিত করা হয়েছে।
  • প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দে ঝড়খালিতে ইকো-ট্যুরিজ্‌ম প্রকল্প গড়ে তোলা হচ্ছে।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী:

  • আনন্দধারা প্রকল্পে ৬২০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৪৫০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • ক্যানিং-১ ও ২ এবং নামখানায় ৩টি কর্মতীর্থ গড়ে তোলা হচ্ছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৯ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর নগরোন্নয়ন:

  • গঙ্গাসাগর, বকখালি ও সংলগ্ন এলাকার উন্নতিসাধনেএই সময়কালের মধ্যে গঙ্গাসাগর-বকখালি Development authority (২০১৩) গঠন করা হয়েছে।
  • দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৭টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ২১৩ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ১৩ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য সংস্কৃতি:

বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৩ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ৭৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন:

দক্ষিণ ২৪ পরগনা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে ২৭ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ১৮ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকি বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যান:

নতুন প্রতিভার অন্বেষণে সুন্দরবনে সুন্দরবন কাপ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলায় ৩৩৭টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৬ কোটি ৭৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন:

সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে সুন্দরিণী নামে একটি সর্বাঙ্গীন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।

 

Strengthening the Panchayat System – Bengal shows the way

Bengal is among the best when it comes to rural development. The State has earned laurels from even the World Bank for the surge of development in the villages.

Ma, Mati, Manush government has made immense progress in the strengthening of the three-tier Panchayati Raj system.

Here are some notable achievements:

Reservation of 50% per cent of seats and offices in Panchayats for women and reservation of 50 per cent of seats and offices including those reserved for women in favour of SC, ST and BC have been ensured through enactment in 2012 and Panchayat Elections in 2013.

The accounts of all the Panchayats have been fully computerized. Training infrastructure has been expanded to have, besides one State

Institute of Panchayats & Rural Development and 5 Extension Training Centres, 30 District Training Centres across the State – a fact that has been adjudged by Government of India as one of the best in the country

All Elected Representatives (around 58,000) have been trained after the Panchayat Elections in 2013, followed by regular refresher training for them as well as other functionaries through different means, e.g., institution-based residential training, mobile training and satellite channel-based training

The World Bank supported Institutional Strengthening of Gram Panchayats (ISGP) Project has generated over the last 3 years innumerable good practices and innovative & Social Management Framework etc. thereby creating a scope for replication of these initiatives across the State.

 

পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথ দেখিয়েছে বাংলা

পল্লী উন্নয়নে সারা দেশে সেরা রাজ্যগুলির মধ্যে রয়েছে বাংলা। স্বয়ং বিশ্বব্যাঙ্ক স্বীকৃতি দিয়েছে বাংলার গ্রাম উন্নয়নের এই জোয়ারকে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিকাঠামোকে আরো শক্ত করতে মা-মাটি-মানুষের সরকারের অবদান অনস্বীকার্য।

এই ব্যাপারে কিছু অসামান্য কৃতিত্বের কথা তুলে ধরা হল:-

পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষণ এবং মহিলাসহ SC, ST, BC তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য পঞ্চায়েতে ৫০% আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে ২০১২ সালে আনা আইনের মাধ্যমে এবং ২০১৩ সালে হওয়া পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে।

পঞ্চায়েতের সব নথির ডিজিটাইজেশন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ পরিকাঠামোরও প্রসার আনা হয়েছে।

পঞ্চায়েত ও পল্লী উন্নয়নের প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশিক্ষণের আরো ৫টি এক্সটেনশন কেন্দ্র, ৩০টি জেলা প্রশিক্ষণকেন্দ্র সারা রাজ্য জুড়ে কাজ করে চলেছে, যা ভারত সরকারের মতে এক অনন্য সাফল্য।

পঞ্চায়েতের সকল নির্বাচিত প্রতিনিধিরা (যাদের সংখ্যা প্রায় ৫৮,০০০) প্রশিক্ষণ পেয়েছেন ২০১৩ সালের নির্বাচনের পরে এবং তার পরবর্তী কালেও নিয়মিত প্রশিক্ষণ পেয়েছেন সব পঞ্চায়েত কর্মীরা আবাসিক প্রশিক্ষণকেন্দ্র, মোবাইল প্রশিক্ষণ ও স্যাটেলাইট চ্যানেল ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে।

বিশ্বব্যাঙ্ক সমর্থিত Institutional Strengthening of Gram Panchayats (ISGP) প্রকল্পটি বিগত ৩ বছরে ভালো কাজ করেছে এলাকার সামাজিক পরিকাঠামোকে আরো জোরদার করে তোলার জন্য, যা থেকে গোটা রাজ্য জুড়ে এই প্রকল্পের বিস্তার করা সম্ভব হবে।

Polling underway across 49 seats in North 24 Parganas and Howrah

Polling is currently underway in 49 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fifth day of the polls.

Polling is being held in 33 seats of North 24 Parganas district and 16 of Howrah district.

Total Booths – 6769 (North Kolkata – 4459, Howrah – 2310)

Total Voters – 1.08 crore

 

বিধানসভা নির্বাচনের আজ চতুর্থ দফার ভোটগ্রহণ

আজ পশ্চিমবঙ্গের দুটি জেলার মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ।

উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি কেন্দ্র এবং হাওড়া জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।

মোট বুথের সংখ্যা ৬৭৬৯টি (উত্তর ২৪ পরগনা – ৪৪৫৯, হাওড়া – ২৩১০)

মোট ভোটার সংখ্যা – ১ কোটি ৮ লক্ষ

 

 

Hooghly: A model of development

The district of Hooghly has kept pace with the rest of West Bengal in developing on all aspects. The Trinamool Congress Government ensured that 88% of the people have access to government services.

 

 

 

Health and Family Welfare

  • 6 fair-price medicine shops – Hooghly District Hospital, Chandannagar, Arambagh and Serampore Sub-divisional Hospitals, Uttarpara State General Hospital and Jangipara Rural Hospital; as a result, 7.5 lakh people have got discounts to the tune of Rs 10.49 crore
    Dialysis, CT Scan, digital X-ray facilities at Hooghly District Hospital and dialysis unit at Arambagh Sub-divisional Hospital
  • Sick newborn care units (SNCU) at Hooghly District Hospital and Arambagh Sub-divisional Hospital
  • Sick newborn sensitisation units (SNSU) at 16 block-level hospitals, Serampore Sub-divisional Hospital and Uttarpara State General Hospital
  • Work going on for Arambagh and Sreerampur Multi Super-Speciality Hospitals
  • Critical care unit (CCU) and high-dependency unit (HDU) at Hooghly District Hospital and Arambagh Sub-divisional Hospital
  • 10-bedded primary healthcare centres in Malaypur, Tarahat, Rajyadharpur and Ramchandrapur

 

Education

  • New building of Singur Government College, Hooghly Institute of Technology
  • Industrial training institute (ITI) built in Purshura, polytechnic college in Arambagh
  • Women’s hostel of West Bengal Survey College
  • New library building of Netaji Mahavidyalaya
  • 1.85 lakh bicycles given to students under Sabuj Sathi Scheme
  • 17 primary schools and 282 upper primary schools built
  • 34 primary schools upgraded to upper primary, 103 secondary schools to higher secondary
  • Mid-day meals served in all government schools
  • Separate toilets for boys and girls built in all government schools

 

Agriculture, Land Reforms

  • Kisan Credit Cards given to 5.1 lakh families (almost 100%) dependent on agriculture
  • 25,000 farmers have hired, at fair prices, farming equipment from 20 Custom Hiring Centres
  • 5 1000 MT-warehouses built in Sheoraphuli
  • 7 Krishak Bazaars – Singur, Dhonekhali, Arambagh, Balagarh, Jangipara, Parshura, Chinsura-Mogra block
  • 6,000 farming families given patta under Nijo Griha Nijo Bhumi Scheme
  • Model village created in Balagarh block

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 1,486 crore spent to create 7.33 crore man-days
  • 3 lakh toilets built under Mission Nirmal Bangla
  • State Government facilitated the construction of 404 km under Grameen Sadak Yojana
  • State Government facilitated the construction of 61,000 houses under Indira Awaas Yojana

 

Minorities’ Development

  • 3.02 lakh students given scholarships worth Rs 49 crore
  • Loans worth Rs 14 crore given to youths for starting self-employment sctivities

 

Backward Classes and Adivasi Development

  • Almost 1 lakh students getting financial aid under Shikshashree Scheme
  • 1.9 lakh SC/ST/OBC certificates given out

 

Women and Child Welfare

  • More than 1.92 lakh girl students getting financial aid under Kanyashree Scheme
  • Under the Integrated Child Development Scheme (ICDS), 14,000 children from 0 to 6 years of age and 68,000 pregnant and lactating women getting nutritious diet

 

Food security

  • 36 lakh people in the district getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 14 micro, small and medium enterprise (MSME) clusters
  • Loans worth Rs 5,000 crore given for small-scale industries

 

PWD and Transport

  • Roads, bridges, etc. numbering 290 built in the last four-and-a-half years
  • Dankuni road overbridge and Kamarkundu overbridge over Howrah-Bardhaman cord line

 

Power

  • 100% rural electrification
  • Modernisation of unit number 5 of Bandel Thermal Power Station

 

Irrigation

  • 50 km of irrigation dams renovated
  • Concrete bridges built over Kunti River in Polba-Dadpur and Balagarh blocks

 

Public Health Engineering

  • 33 drinking water projects completed at a cost of Rs 81 crore

 

Tourism

  • Work for Sabuj Dweep Eco-Tourism Project in Balagarh block going on
  • First phase of renovation work of Hanseswari Temple and Gazi Zafar Khan Dargah under Bansberia Municipality completed

 

Labour

  • A total of 4.08 lakh people brought under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS)
  • More than 6,500 youth getting monetary benefits under Yuvashree Scheme

 

Self-Help Groups

  • 7,500 self-help groups set up under Anandadhara Scheme
  • 6,000 projects sanctioned and Rs 47,000 crore given as grants under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa
    11 Karma Tirtha set up

 

Urban Development

  • Furfurasharif Development Authority set up
  • Rs 400 crore worth developmental projects completed in the 13 municipalities in the district
  • 24,000 dwellings constructed for the urban poor

 

Information and Broadcasting

  • 2,500 folk artistes getting retainer fees and pensions

 

Housing

  • 7,000 dwellings for economically disadvantaged built under Gitanjali and other schemes

 

Youth Affairs and Sports

  • Rs 1.1 crore granted for the construction of 55 multi-gym centres

 

Police

  • Arambagh Chinsurah and Serampore Women Police Stations set up

 

Thus we see how, over the years of Trinamool Congress rule, Hooghly has progressed like never before. A lot of projects have been accomplished, and a lot more have been sanctioned.

 

হুগলী জেলায় উন্নয়ন- এক নজরে

 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই হুগলী জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৮ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান

  • জেলায় ৬টি ন্যায্যমূল্যের ঔষধের দোকান (ঊতভক্ষ ঙক্ষভদন খনধভদভশন জবষস) চালু হয়ে গেছে। এগুলি চালু হয়েছে – হুগলী জেলা সদর হাসপাতাল, চন্দননগর মহকুমা হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল, শ্রীরামপুর মহকুমা হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালেজেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষ ১০ কোটি ৪৯ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • হুগলী জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট, সি.টি. স্ক্যান, ডিজিটাল এক্স-রে ও আরামবাগ মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেছে।
  • হুগলী জেলার জেলা সদর হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে জগইঞ চালু হয়ে গেছে। এছাড়া চন্দননগর মহকুমা হাসপাতালে জগইঞ নির্মাণের কাজ চলছে।
  • শ্রীরামপুর মহকুমা হাসপাতালে জগইঞ মালটিস্পেশালিটি হাসপাতালের অর্ন্তভূক্ত করা হয়েছে।
  • জেলার মোট ১৮টি হাসপাতালে – ১৬টি ব্লক হাসপাতাল ও শ্রীরামপুর মহকুমা হাসপাতাল ও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে জগজঞ বর্তমানে চালু হয়ে গেছে।
  • আরামবাগ ও শ্রীরামপুরে মালটি সুুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। প্রকল্প গুলির ব্যায় বরাদ্দ ৫২ কোটি টাকা হারে মোট ১০৪ কোটি টাকা।
  • বর্তমানে হুগলী জেলা সদর হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে ইইঞ ও এঈঞ চালু হয়ে গেছে।
  • প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মলয়পুর, তারাহাট, রাজ্যধরপুর ও রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

শিক্ষা

  • সিঙ্গুরের সরকারি ডিগ্রী কলেজে পঠন পাঠন শুরু হয়েছে ও প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এর নতুন ভবনের স্থাপন করা হয়েছে।
  • প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে হুগলী কারিগরী প্রতিষ্ঠান (এ.ঐ.ঝ.)-এর শিক্ষায়তনের নতুন ভবনের স্থাপন করা হয়েছে।
  • পুরশুড়াতে আইটি আই তৈরির কাজ শেষ হয়েছে। পান্ডুয়া ও জাঙ্গীপাড়ায় আইটি আই তৈরীর কাজ চলছে, নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • আরামবাগে পলিটেকনিক তৈরির কাজ চলছে, নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • ব্যান্ডেলে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পশ্চিমবঙ্গ সার্ভে কলেজর ৬০ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের স্থাপন করা হয়েছে।
  • আরামবাগে ৫১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নেতাজী মহাবিদ্যালয়ের নুতন লাইব্রেরী বিল্ডিং স্থাপন করা হয়েছে।
  • এই জেলায় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪১টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৩৪টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১০৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য ও পশুপালন

  • জেলার প্রায় ৫ লক্ষ ১০ হাজার (প্রায় ১০০%) কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে।
  • সুুলভমূেল্েয কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়ার প্রকল্প জ্ঞকাষ্টম হায়ারিং েেসন্টারঞ্চ এর মাধ্যমে ২০টি সেন্টার থেকে ১৫ হাজার কৃষক উপকৃত হেেয়ছেন।
  • প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে শেওড়াফুলি নিয়ন্ত্রিত বাজার চত্বরে নির্মিত ৫টি ১০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গুদামঘরের উদ্বোধন করা হেেয়ছে।
  • ৭টি কৃষক বাজার নির্মান করা হয়েছে।
  • এই জেলার ৬ হাজারেরও বেশি পরিবারকে জ্ঞনিজ গৃহ নিজ ভূমিঞ্চ পা-া দেওয়া হয়েছে।
  • সম্প্রতি বলাগড় ব্লকের ওলাঞ্চ মৌজায় নিজগৃহ নিজভূমি প্রকল্পে পা-া প্রাপ্ত ২৪টি উপভোক্তা পরিবারকে ১.১৮ একর জমিতে সরকারী উদ্যোগে গৃহ নির্মাণ করে দিয়ে ও বিভিন্ন সুুবিধা প্রদানকে একত্রীকরণ করে একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় মাছ চাষ ও মৎস্য বিক্রেতাদের স্বাস্থ্যসম্মত তাপনিরোধক বাক্স ইত্যাদি বিতরণ প্রকল্প গ্রহণের ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর বিগত সাড়ে চার বছরে প্রায় ১১ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ১৪৮৬ কোটি টাকা ব্যয় করে ৭ কোটি ৩৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মধ্যে বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরও অতিরিক্ত প্রায় ৪৩২ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ৪০৪ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে। আরও প্রায় ৫২ কিমি রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় প্রায় ৬১ হাজার ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ৪ হাজারেরও বেশি ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৩ লক্ষ শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সারা দেশের পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে অগ্রগণ্য প্রথম চারটি জেলার মধ্যে অন্যতম হল হুগলী জেলা। ২০১২ সালের বেসলাইন সার্ভে অনুযায়ী পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে এই জেলা লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য লাভ করেছে। এছাড়াও সম্পূর্ণ ভাবে জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষনা করার লক্ষ্যে বাড়ি বাড়ি সার্ভে করে শৌচাগার বিহীন বাড়ির সংখ্যা নিরূপনের কাজ চলছে।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ৩ লক্ষ ২ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৪৯ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৭৫ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৪ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও প্রায় সাড়ে ৪ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • জাঙ্গীপাড়া ব্লকের জাঙ্গীপাড়া, রাধানগর ও ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এবং চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয়েছে জ্ঞফুরফুরা শরিফ উন্নয়ণ সংস্থাঞ্চ, সংস্থার প্রথম মিটিংএ ১৭টি প্রকল্প রূপায়ণের জন্যে সাড়ে ১০ কোটি টাকা ইতিমধ্যেই আমরা অনুমোদন করেছি এবং ৫ কোটি টাকা বরাদ্দ করেছি।

 

অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন

  • প্রায় ১ লক্ষ ছাত্র-ছাত্রী জ্ঞশিক্ষাশ্রীঞ্চ প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরও প্রায় ৫৯ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
    বিগত সাড়ে ৪ বছরে প্রায় ১ লক্ষ ৯০ হাজার জই/জঝ/ঘআই ইনক্ষঢ়ভপভদতঢ়ন প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন

  • জেলায় ১ লক্ষ ৯২ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে।
  • আই.সি.ডি.এস.-এর মাধ্যমে এই জেলায় ২০১৪-১৫ আর্থিক বছরে ৩ লক্ষ ১৪ হাজার জন ০-৬ বছরের শিশু, ৬৮ হাজার জন গর্ভবতী ও প্রসুুতি মাকে পরিপুরক পুষ্টি প্রদান করা হয়েছে এবং ১ লক্ষ ৪৭ হাজার জন শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষার আঙিনায় আনা হয়েছে। অপুষ্টি রুখতে তারকেশ্বর আই.সি.ডি.এস. প্রোজেক্টে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যান্য প্রকল্পগুলিতে তা রূপায়ন করা হচ্ছে।

 

খাদ্য সুুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী

  • আমরা রাজ্যের মানুষের জন্যে খাদ্যের যোগান সুুনিশ্চিত করেছি। রাজ্যের ৮ কোটিরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন। এবং আরও ৫০ লক্ষ মানুষ বাজার দরের অর্দ্ধেক দামে খাদ্যশস্য পাচ্ছেন ।
  • খাদ্য শস্যের যোগান সুুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে খভশভলয়ল জয়সসষক্ষঢ় ঙক্ষভদন (খজঙ) এর চেয়ে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করছি। এতে আমাদের কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন। রাজ্যের ব্লকে ব্লকে কৃষকদের থেকে ধান্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি ধান কেনা ও চেকের মাধ্যমে দাম মেটানোর কাজ চলছে।
  • জেলায় প্রায় ৩৬ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প

  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৪টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুুনিশ্চিত করা গেছে।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৫ হাজার কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ১৪০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

 

পূর্ত ও পরিবহন

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ২৯০টি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২৩৮টি প্রকল্পের কাজ প্রায় ৫২৭ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে প্রায় ২৫ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। বাকি প্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৭০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আরামবাগ-গৌড়হাটি বন্দর রাস্তা প্রভৃতি।
  • প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ডানকুনি ছঘআ-এর কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ১৭ কোটি টাকা ব্যয় করে দ্বারবাসিনি সানিহাটি রাস্তা, পোলবা কেশোয়ারা রাস্তা,বাঁধপুর ইছাপাসারা রাস্তা ও জনাই -বাকসা -কৃষ্ণরামপুর রাস্তার প্রশস্তিকরণ ও দৃঢ়ীকরণের কাজ সম্পন্ন করা হয়েছে।
  • জি.টি. রোডের এবং রাজ্য সড়ক নং-১৩ এর উন্নতিকরন কাজ সম্পন্ন করা হয়েছে।
  • বৈদ্যবাটী তারকেশ্বর চাঁপাডাঙা রাস্তার দৃঢ়ীকরণের কাজ সম্পন্ন হয়েছে।
    হাওড়া বর্ধমান কর্ড রেললাইনের উপর কামারকুন্ডু উড়ালপুল নির্মান প্রকল্পের কাজ চলছে।
    গোঘাট-২ নং ব্লকে দ্বারকেশ্বর নদীর উপরে আর.আই.ডি.এফ (ছ.ঐ.ঈ.ঊ-ডট) প্রকল্পে হুগলী জেলাপরিষদ কতৃক নির্মিত হয়েছে পুন্ডহিত সেতু। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩৫০ মিটার। হুগলী জেলার পুন্ডহিত এবং বর্ধমান জেলার উচালনের মধ্যে নির্মিত সেতুটি ছিল উভয় জেলার মানুষের দীর্ঘদিনের দাবী। সেতুটি নির্মানের ফলে একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,বর্ধমান ও হুগলী জেলার বিস্তীর্ন অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। এই সেতু বরাবর বর্ধমানের দূরত্ব ২৫ কি.মি. কমে গেছে।

 

বিদ্যৎ ও অচিরাচরিত শক্তি

  • সমগ্র হুগলী জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ ২০১৬, মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।
  • ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নং ইউনিট এর পুর্ননবীকরণ ও আধুনিকীকরণ কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে প্লান্টের বর্তমানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০ মেগওয়াট থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২১৫ মেগওয়াট। উন্নত প্রযুক্তির প্রয়োগে কর্মক্ষমতার মেয়াদ বৃদ্ধি পেয়েছে ২৫ বছর। ভারতে এই প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরনো প্লান্ট ইউনিট বজায় রেখে, ইউনিট এর পুর্ননবীকরণ ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন হল।

 

সেচ

  • প্রায় ৫০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • এই জেলায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পোলবা-দাদপুর ব্লকে কুন্তী নদীর উপর ধূমায় কংক্রীট ব্রীজ, বলাগড় ব্লকের দক্ষিণ গোপালপুর মৌজায় কুন্তী নদীর উপর কংক্রীট ব্রীজ নির্মাণের কাজ সুুসম্পন্ন হয়েছে।
  • তারকেশ্বর ব্লকের নছিপুরে দামোদর নদের ১ কিমি দৈর্ঘ্যের ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ৬৮টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে ৩৩টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৩ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরও ১৫টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

 

পর্যটন

  • বলাগড়ে সবুজদ্বীপ ইকো টুরিজম প্রকল্পে রাজ্যসরকার পি. পি. পি. মডেলে কাজ করছে। রাজ্য পর্যটন দপ্তরের অর্থানুকূল্যে এরমধ্যেই ঠআঝঈই দুটি কাঠের জেটি, হুগলি জেলা পরিষদ এর রাস্তা সংস্কার, ঙএউ র পানীয় জলের ব্যবস্থা এবং ঠআজউঈইক দ্বীপে বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত রূপায়িত হচ্ছে।
  • এছাড়া চন্দননগর স্ট্যান্ডের সৌন্দর্যায়নের জন্য পর্যটন দপ্তর থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। ফুটপাত সংস্কারের কাজ বাদ দিয়ে বাকী সব কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • বাঁশবেড়িয়া পৌরসভার হংসেশ্বরী মন্দির এবং গাজীজাফর খান দরগা সংস্কারের জন্য প্রথম দফার সব কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • জাঙ্গীপাড়া ব্লকের আঁটপুরে মৎস্য বিভাগের একটি জলাশয়কে ঘিরে ছয়টি কটেজ, তৎসহ ডাইনিং হল এবং অন্যান্য পরিকাঠামো নির্মান কাজ এরমধ্যেই সম্পন্ন হয়েছে।

 

শ্রম

  • জঅজঙঊঞঠ (জঢ়তঢ়ন-অড়ড়ভড়ঢ়নধ জদবনলন ষপ ঙক্ষষৎভধনশঢ় ঊয়শধ পষক্ষ ঞশষক্ষফতশভড়নধ ঠষক্ষযনক্ষড়) প্রকল্পে অদ্যাবধি প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • আঘইঠঅ প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৬৪ হাজার নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, ঠআঝঠজজজ (ঠনড়ঢ় আনশফতর ঝক্ষতশড়সষক্ষঢ় ঠষক্ষযনক্ষড়ঞ্চ জষদভতর জনদয়ক্ষভঢ়ঁ জদবনলন) প্রকল্পে সাড়ে ৭ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • জ্ঞযুবশ্রীঞ্চ প্রকল্পে সাড়ে ৬ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

  • আনন্দধারা প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও প্রায় ৪ হাজার স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৬ হাজারেরও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং ৪৭ কোটির বেশি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  • জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১১টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৩টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

 

পুর ও নগরোন্নয়ন

  • এই সময়কালের মধ্যে ফুরফুরাশরিফ ঈনৎনরষসলনশঢ় অয়ঢ়বষক্ষভঢ়ঁ (২০১৫) গড়ে উঠেছে।
  • হুগলী জেলায় ১৩টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ৪০০ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ২৪ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি

  • বর্তমানে হুগলী জেলায় প্রায় আড়াই হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ৪৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

 

আবাসন

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে সাড়ে ৪ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকী বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

ক্রীড়া ও যুব কল্যান

  • হুগলী জেলায় চুঁচুড়া উতড়ঢ়নক্ষশ ঋক্ষষয়শধ-এর সংস্কার, উদয়নী ব্যায়াম সমিতিতে সুুইমিং পুল নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে।
  • ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৮২২টি ক্লাবকে অর্থ সাহায্য কেেরেেছ।
  • জেলায় ৫৫টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ১ কোটি ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

স্বরাষ্ট্র

  • জেলায় নতুন নতুন থানা হিসাবে আরামবাগ মহিলা থানা, চুঁচুড়া মহিলা থানা ও শ্রীরামপুর মহিলা থানা স্থাপন করা হয়েছে।

 

 

In conversation with Dr. Amit Mitra

You’ve been campaigning for a month now, so how has the response been from the people?

Dr Mitra: I think the response is quite amazing. Why? Because we have touched the lives of people in the real sense of the term. So there’s a road that is being constructed in front of their homes and you’ve touched them. Water system has been put in place, drinking water in particular. Schools have been upgraded. A girls’ school in Mahishpota, a remote village, has been not only upgraded, it is doing now a science curriculum because we have put in place a science laboratory for the girls and they’ve done outstanding results this year. This is known by the local people in the village because it is their children who go there. The other day I was walking in this heat in another remote village, when eight girls came up to me with flowers and garlands. I asked them about what was on and they said that all eight of them have got Rs 25,000 each under ‘Kanyashree’, and one of the mothers piped up and said that as mothers they had decided that they would keep this money for the education of the girls and would not touch it otherwise. So the key point in this election is – have you touched the lives of the people in terms of development? And in this respect, we have done vast amount of development.

Khardah is a constituency where we have done hundred crore rupees worth of social and physical infrastructure projects, which has touched the lives of the people. So I would say that the response is coming from hard facts, not from promises. And under Mamata Banerjee’s leadership what we have done at the state level is known to the people. They know that Jangalmahal is now smiling because the Maoists have run away, because of development. They know that Darjeeling has been visited by the honourable Chief Minister 55 times and now Darjeeling is attracting tourists. So the point is not only in Khardah, but they see development all around. Roads with specialised mastic asphalt, have never been seen in the state before anywhere outside Kolkata. Khardah has 10 mastic asphalt roads now. What is interesting to me is that drivers of ‘toto’ (the battery-driven vehicles) came to me and said ‘thank you’. When I asked them the reason, they said “We were spending Rs 2,500 a month in repairs of spring and suspension. Today the spending is zero because of the improved roads. The cycle-rickshaw-wallas have come in and congratulated the party for having built these roads – never done in 24 years of Asim Dasgupta’s MLA-ship or 34 years of the Left Front rule. And yet, they gave us 2 lakh crore rupees of debt! What did they do with the money? Some day history will tell us where that money went and who pocketed that money. So the key point is development.

The second reason why people are coming out in large numbers to vote for us is that the previous period was one of, what we call in Bengali as ‘sontrash’ (or terror) – complete anarchy and fascist process of governance. We have given them self-respect. As I walk into the villages, men and women come upto me and tell me “Can you not build this drain for us? Can you not put up an embankment on the pond that we have in the village?” They have the right to say this on my face, which never existed during the Left Front rule because there was complete terror everywhere. So there are two reasons why they are coming out today. One – development. And two – democratic rights and self-worth.

 

Continuing from there what is planned for your constituency in the next five years?

Dr Mitra: I think there are two or three things we have done which we want to build on. One – There was no electric furnace for crematorium; we’ve done it. What we’ve not been able to do, plans are on for them which will be materialised if I am blessed with representing this constituency for the next five years, I would do a flyover over the railway crossing. For that the railways and the PWD have already finished the survey. I think the key is that the people are looking forward to this flyover over the railways because there is a huge bottle-neck there.

The second thing I would like to do is to see if we can build a girls’ college in Khardah, for which unfortunately land was not available before. In the next five years we have to try and get some government land wherever available, to build this girls’ college because that’s a big demand of the people. 70% people have now got drinking water in the villages from zero. We will take it to 100% and more in terms of capacity. So these are three objectives that we will immediately start with the day I get re-elected.

 

The Union Finance Minister has recently said that on the mainland all the states have turned revenue-surplus except for the Leftist states of Kerala and West Bengal. What are your views on this?

Dr Mitra: I see that he is totally confused and for the last five years he seems out of touch. Rs 21,000 crore is what he received as revenues in 2010-11. That has gone up to Rs. 42,000 crore in the last reckoning or double in five years. This is a record in India. No state has ever been able to double its revenue. Because of massive e-governance, for which the Central Government has given us awards, this was possible. The Union Finance Minister knows that. So the point is we have even lowered the debt-GDP ratio because though the debt is immensely high, the GDP has grown so fabulously. The debt-GDP ratio was earlier 44% and it has come down to 33% now. Though we have still the highest debt-GDP ratio in the country because of the 2 lakh crore rupees of debt that was gifted by the Left, I think the Finance Minister ought to reflect on whether he should speak at all on this further.

 

Bengal is growing at 10%. How do you convey the significance of these numbers to the electorate?

Dr Mitra: Bengal is growing according to the last reckoning, in terms of GVA converted to GSDP. It is growing at 12.02%. Now what that means is, if you go to a market in Khardah, you will not get a place to stand properly because the market is so busy. That means people have earnings that they can spend, arising out of the GDP growth. And the minute they spend, fortunately the state gets revenue, gets VAT. So the cycle of GDP growth, purchasing power, tax payment and betterment of the lives of the people are all inter-connected. I am delighted that Bengal has grown in such phenomenal numbers – from 7.3% in India to 12.02% here. This is an indication of the thriving purchasing power of the consumers which you will see in any market that you go to, from the remotest areas of Bengal to the big cities of Bengal. Purchasing power means power to the people and the intention to vote us back in power.

 

You have said that Bengal may be a little crowded in terms of actual investments by 2021. Can you explain that?

Dr Mitra: This was not said by me but it was said to me by an industrialist, with whom I toured Pakistan some 15 years ago and had no contact with further. He called me up one day and said that he would invest in Bengal immediately and was sending his team for this. He has a cement business with a Rs 7,000 crore turnover. When I asked him on why suddenly he had woken up, he said that the buzz in his community of entrepreneurs is that if you don’t go to Bengal now, the competition will be so stiff two or three years later that it will be too crowded. So that is the reason he felt that he needed come right now. So he sent his team here, they bought land in our industrial park and I am expecting the construction process to start and machines to arrive any time now. It is he who said that if I don’t come here now, it may be a little too crowded later.

 

How do you measure the achievements of the Trinamool government in the last five years?

Dr Mitra: I think the only measure of Trinamool government is the aggregate statistics which speaks for itself – doubling of taxes, GDP growth, etc. A very important measure is asset-creating capital expenditure. Do you know that when we came to power, the growth of capital expenditure in 2010-11 in the budget was negative 26%? This is a record in the negative zone for all of India, that capital expenditure shrinks. We reversed it and we have grown it by six times. The capital expenditure of Bengal has grown from Rs 2,200 crore to more than Rs 13,300 crore, which is a growth of six times. That you are creating assets – schools, colleges, roads, hospitals and other things, is the ultimate test of development.

 

What is the going to be focus of the government after getting re-elected?

Dr Mitra: I think the focus of the government is to look at the entire spectrum of development that is taking place, and pick from that, social infrastructure, physical infrastructure, provision for other services and further reforms of governance. We have done one of the best reforms by governments in India for which we received the highest award from the Central government for e-taxation. We’ve got the highest award from the Central government for e-based governance for ‘Kanyashree’. We got 12 awards, 6 of which are from the Central government. As soon as we come back to office, Mamata Banerjee will look at what are the other things that we can do which will further deepen this process of development. The government is mandated to provide social infrastructure. The government will contribute in areas where there will be market failure. The government is expected to produce schools, colleges, universities wherever the private sector is not forthcoming. All of that has to be deepened.

The industry has to further deepen itself in Bengal. Already you have the largest cement company inflow in Bengal. In Salboni, you have the Dalmia India Cement, inaugurated by the honourable Chief Minister. You have the Emami who is building a new plant of Rs 700 crore during our regime. The Jindals are building a Rs 700 crore cement plant. And now the fourth cement company, Shree Cement, has expressed interest. Like this you have clusters of manufacturing. Today the largest investment made in Bengal is by Matix in fertilizers, with over a billion US dollars or Rs 6,500 crore. Now they want to expand into coal gasification to expand their plant. We have coal-bed methane which no other state has. Rs 2,000 crore of investment by one company and another similar investment by another company are coming up for this. Very interestingly, Tata Metallics wants to expand and has asked for 300 acres more of land which we are happy to provide in our industrial park. Tata Consultancy Services is building a 40 acre campus with 20,000 additional IT professionals. Similarly Cognizant has already finished constructions now and they are recruiting 5,000 additional professionals. All this development of industry and IT will have to be pushed forward in the next phase, so that Bengal becomes a competitive state, competitive to Maharashtra, Gujarat, Tamil Nadu and others in the next 5 years.

 

What is your approach to make the state more financially sound, given the big debt burden that you are carrying?

Dr Mitra: I think first of all one has to understand that India could give 10 billion dollars to Greece to restructure its debt but will not give even 1 rupee to Bengal to get it out of the debt trap. Despite of all of that, for 5 years we have continued to function, bringing in development at the highest pace possible. I think what is required is that the Central government must follow the 14th Finance Commission’s recommendations of debt restructuring. Then Bengal will move further forward. If it doesn’t, we will continue on our path that we are on today – lowering debt-GDP ratio, increasing tax-GDP revenue in every way, to make the state fiscally more sound.

 

Final question – It’s quite hot, so what are you doing to stay fit?

Dr Mitra: I stay fit by drinking fluids upto 3 litres a day and that includes electral and nimbupani. That’s the only way to bring all the minerals that go out of your body through perspiration, back into your system. And I am fighting fit!