Mamata Banerjee inaugurates several community Durga Puja pandals

Chief Minister Mamata Banerjee inaugurated several community Durga Pujas this week. She started inaugurating from the day before Mahalaya.

The Chief Minister inaugurated Ekdalia Evergreen, Hindustan Park, Behala Natun Dal, Ajay Sanhati, Naktala Udayan Sangha, Jodhpur Park 95 Pally, Ahiritola Durgotsav, Santoshpur Sarbajonin, Sreebhumi Sporting Club and several other pandals.

Like every year, this year too she drew the eyes of Ma Durga – called ‘chokkhudan’ (‘gifting the eyes’) in Bengali, which is a crucial ritual of Durga Puja – at Chetla Agrani Club.

The Chief Minister has appealed to the Puja committees to maintain tight security at the pandals so that people can enjoy the sights and sounds in an orderly and peaceful manner.

 

 

 

বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এই সপ্তাহে বিভিন্ন পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগের দিন থেকে পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, বেহালা নতুন দল, অজয় সংহতি, নাকতলা উদয়ন সংঘ, যোধপুর পার্ক ৯৫পল্লী, ঐতিহ্যবাহী আহিরিটোলা দুর্গোৎসব, সন্তোষপুর সর্বজনীন, শ্রীভুমি স্পোর্টিং ক্লাব সহ আরও অনেক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছরের মত, এবারও তিনি চেতলা অগ্রণী ক্লাবে মা দুর্গার চক্ষুদান করেন।

উৎসবের দিনগুলোতে পুজো প্যান্ডেলগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য পুজো কমিটিগুলোকে বিশেষ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা কিছু প্রতিমার ছবি দেওয়া হলো, বর্ণানুক্রমিক ভাবে সাজানো (ওনার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

 

41 Pally (4)

41 Pally

95 Pally (4)

95 Pally

ABANTI 3

Abanti

Ahiritola (1)

Ahiritola

BABUBAGAN 2

Babubagan

Ballygaunge Culture (1)

Ballygunge Cultural Association

Barisha Club (1)

Barisha Club

BOKULBAGA 1

Bakulbagan

Bosepukur (2) - Copy

Bosepukur Sitalamandir

Chetla Agroni (3)

Chetla Agrani

Ekdalia Evergreen

Ekdalia Evergreen

garia hat hindusthan club 1_Ed

Hindustan Club

Hindusthan Park (1)

Hindustan Park

jodhpur park 3

Jodhpur Park

Kalighat Milan Sangha

Kalighat Milan Sangha

Naktala Udayan Sangha (1) - Copy

Naktala Udayan Sangha

Samaj Sebi (2)

Samajsebi

Shelimpur Palli 18

Selimpur Pally

Shiv Mandir (4)

Shiv Mandir

Sreebhumi (3) - Copy

Sreebhumi Sporting

Tridhara (2)

Tridhara Sammilani

How can they remove Rabindranath Tagore from the books? He is India’s first Nobel laureate: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a media interaction outside the Central Hall of Parliament, after attending the oath-taking ceremony of the new President of India.

She spoke on a variety of issues, including the issue of a recommendation given to the Union Ministry of Human Resource Development for the removal of works by Rabindranath Tagore from NCERT textbooks.

 
On the recommendation for removal of works by Tagore from NCERT textbooks

How can they remove Rabindranath Tagore from the books? He is India’s first Nobel laureate. He is not just the pride of Bengal, but a pride of the world too. Everybody respects him.

Everybody knows the lines from his poem, “Where the mind is without fear and the head is held high”. Every Prime Minister and President has quoted it.

This is absolutely rubbish. I think nobody is supporting this.

Even Ghalib is very popular. So many songs have been made from his works. How can they do such things? This is absolutely wrong. We will fight the battle, and will do whatever we can to end this.

 
On six Congress MPs of Lok Sabha being suspended for five days yesterday

What happens inside the Parliament is not for me to comment on. But our party is with them.

 
On a channel’s expose about former SIMI chief Safdar Nagori confessing that the Samjhauta Express was planned by SIMI and Pakistan, and on UPA’s fake Hindu terror theory

I don’t know the full details, so I can’t comment on it.

 

State Govt to announce industrial township authority in Howrah

The Bengal Government will be formally announcing the setting up of an industrial township authority in Howrah in three months.

Surveys are on in full swing at the moment to determine the areas to be brought under the authority. Some 20,000-30,000 acres of Howrah district covering several proposed industrial parks, like ones for foundry, chemicals, plastics and rubber will be notified as part of the industrial township.

The Howrah Industrial Township will be set up on the lines of the Bantala Township and will enable the Government to invest in basic infrastructure for industrial development. The Government is expecting fresh investments to the tune of Rs 46,000 crore in the area.

Source: The Times of India

 

হাওড়ায় তিন মাসের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি গঠন করবে রাজ্য

আগামী তিন মাসের মধ্যে হাওড়ায় ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি গঠন করবে রাজ্য সরকার। কোনকোন জায়গাকে এই টাউনশিপের জায়গায় আনা হবে, সেই বিষয়ে এখন জমি জরিপের কাজ চলছে। এরপর বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে পারবেন। সরকারের আশা, ওই টাউনশিপে ৪৬ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসবে।

ইতিমধ্যেই হাওড়ায় বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করা হয়েছে। এর মধ্যে আছে রবার পার্ক, ফাউন্ড্রি পার্ক, প্ল্যাস্টিক পার্ক। পার্কগুলিকে এক ছাতার তলায় আনার পাশাপাশি নতুন পার্কও গড়ে তোলা হবে এখানে, এমনটাই জানা গিয়েছে।

 

 

Summary of the press conference addressed by Mamata Banerjee at 3.30 pm

Bengal Chief Minister Mamata Banerjee addressed a press conference at 3.30 pm today on the Darjeeling and Basirhat incidents, and on the non-cooperation by the Centre.

Here are the main points:

 

  • We will conduct a judicial enquiry into the Basirhat incident. Action will be taken for spreading fake pictures and videos. The law will take its own course.
  • I congratulate the people of Bengal for not getting trapped by those spreading rumours and communal hatred. Peace has been restored.
  • The Central Government is showing total non-cooperation in the Hills. I am open to talks with all. Reject violence and restore peace in Darjeeling.
  • There is ‘Fakebook’ happening in the name of Facebook. I respect Facebook but not ‘Fakebook’.

 

We are all proud of our youth and students: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today felicitated the students who have fared well in the various board examinations at a function at Uttirna Mukta Mancha in Alipore, Kolkata.

Students who have passed their class 10 and class 12 students were felicitated, comprising the boards of Madhyamik, Higher Secondary, ICSE, ISC and CBSE. WBJEE star performers were also awarded.

On the occasion, the Chief Minister gave a speech, whose salient points are given below.

  • Students of ICSE and CBSE will be included in the purview of Swami Vivekananda Scholarship.
  • We have distributed 40 lakh Sabuj Sathi bicycles.
  • 40 lakh girls are registered under the Kanyashree Scheme.
  • We have set up 16 universities and 7 medical colleges.
  • 4.5 lakh seats have been created in the higher education sector.
  • We have published a book called Bengal Excels.
  • You will have careers, travel to foreign lands. But never forget your roots, your motherland.
  • Talents from Bengal are respected worldwide. We are all proud of our youths and students.
  • Bengal is number one in terms of talent and merit. We are top of the top.
  • Bankura has a lot of talent. That is why we have set up a university there.

 

 

দশম, দ্বাদশ ও জয়েন্ট এন্ট্রান্সে কৃতিদের সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

যেকোনো ক্ষেত্রে কৃতি ও গুণীদের কদর করতে সবসময় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্য সরকার। সে কৃষকদের কৃষি রত্ন প্রদান করাই হোক বা বিভিন্ন ক্ষেত্রে গুণীদের বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ প্রদানই হোক।

রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের আয়োজনে আজ কলকাতার আলিপুরে উত্তীর্ণ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল সম্মাননা প্রদান অনুষ্ঠান। ২০১৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই এবং ডব্লুবিজেইই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • ICSE ও CBSE ছাত্র ছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আওতায় আনা হবে।
  • আমরা ৪০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। ৪০ লক্ষ মেয়েদের কন্যাশ্রীর আওতায় আনা হয়েছে।
  • গত ৬ বছরে ১৬ টি বিশ্ববিদ্যালয়, ৭ টি মেডিকেল কলেজ তৈরী করেছি আমরা।
  • উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা নতুন ৪.৫ লক্ষ আসন তৈরী করেছি।
  • Bengal Excels নামে একটি নতুন বই পাবলিশ করা হয়েছে।
  • অনেকে হয়তো পড়ার জন্য বিদেশে যাবে, বাংলা থেকেই তোমরা সমগ্র বিশ্বকে কন্ট্রোল করতে পারবে।
  • একদিন বাংলার কাছে সকলে ছুটে আসবে, বাংলার প্রতিভার এতটাই জোর। আমাদের ছাতছাত্রীরাই আমাদের গর্ব।
  • মেধা ও উৎকর্ষে বাংলা এক নম্বর। আমরা top of the top।
  • বাঁকুড়ার ছেলেমেয়েরা খুব মেধাবী। আমরা তাই বাঁকুড়ায় একটি বিশ্ববিদ্যালয় তৈরী করে দিয়েছি।

 

 

Do not pay heed to rumours: Mamata Banerjee tells farmers in Bhangor

Chief Minister Mamata Banerjee spoke at a public meeting in Bhangor in South 24 Parganas district, where she criticised the way the locals were fed wrong facts about an upcoming power grid in the area.

She said, “You can always come to us for your problems. Do not pay heed to outsiders. Do not fall in their trap. Electricity is essential for daily life, industry. A power grid will generate employment. Power transmission lines do not affect the womb of women, it does not destroy crops. Do not believe in rumours”.

She warned, “A few promoting companies want to convert farmland into housing projects. If power grid comes up they cannot do that. These promoting companies have brought outsiders to mislead people. They want to deprive you of electricity”.

“We have brought a law to forbid conversion of agricultural land for promoting business. These promoting companies are trying to cheat farmers and grab their land. We will recover all arms that have been brought to Bhangar by outsiders. If you have grievances against any political leaders in Bhangar, let us know”.

“I cannot be intimidated with threats. Some people said they’ll not let me enter Darjeeling. But I did. You have nothing to worry. Your Didi is here,” Mamata Banerjee reassured the people.

 

বহিরাগতদের ফাঁদে পা দেবেন না: ভাঙড়ে বললেন দিদি

আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একটি জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি পাওয়ার গ্রিডের প্রকল্প কিছুদিন আগে বন্ধ হয় ওই অঞ্চলে। সেই ব্যাপারে তিনি বলেন, আপনাদের সমস্যা হলে আমাদের কাছে আসুন। ভাঙড়ের কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাদের জানান। কিন্তু বহিরাগতদের ফাঁদে পা দেবেন না।”

মুখ্যমন্ত্রী বলেন, “রোজকার জীবনে, শিল্পের জন্য বিদ্যুৎ প্রয়োজনীয়। বিদ্যুৎ হলে কর্মসংস্থান হবে। কেউ কেউ ভুল বোঝাচ্ছে যে বিদ্যুতের তার গেলে নাকি বাচ্চা নষ্ট হয়ে যায়, জমি নষ্ট হয়ে যায়।”

যারা ভুল বুঝিয়ে গ্রামবাসীকে উস্কানি দিয়েছে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কিছু প্রমোটিং কোম্পানি আছে যারা চাষের জমি কম দামে কিনে সেখানে বড় বিল্ডিং তৈরী করবে,পাওয়ার গ্রিড হলে ওরা এসব করতে পারবে না। কিছু লোক টাকা দিয়ে এসব বাইরের লোকেদের নিয়ে এসেছে, যাতে এখানে প্রমোটিং করতে পারে, যাতে এখানে বিদ্যুৎ না আসে।”

জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন আপনারা আলোয় থাকবেন না অন্ধকারে? ভাঙড়ের মানুষ সমবেত ভাবে উত্তর দেন, তারা আলোয় থাকতে চান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা আইন এনেছি যাতে কৃষিজমিতে কৃষিকাজই করা হয়, প্রোমোটিং না করা যায়। এই প্রোমোটাররা গ্রামবাসীদের ভুল বুঝিয়ে ওদের জমি দখল করতে চায়। দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়ে জানান, বাইরে থেকে ভাঙড়ে যত অস্ত্র আনা হয়েছে আমরা সব বাজেয়াপ্ত করব।

সমগ্র গ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনাদের দিদি থাকতে কোনো চিন্তার কারণ নেই।

 

 

Saugata Roy speaks on SC notice to Centre regarding allowances of MPs

FULL TRANSCRIPT

Madam, I bring to your attention something which concerns the honour and prestige of the MPs of the Indian Parliament. The Supreme Court on Wednesday issued a notice to the Central Government and the Election Commission on a petition moved by an NGO, Lok Prahari, as to why the cost of MPs’ perks and pensions should be borne by the taxpayers.

As you know, Madam, the MPs’ allowances and pensions are covered by a 1954 Act which was amended in 2006. By issuing and accepting a notice on MPs’ perks and pensions, the Supreme Court is actually transgressing into the area of parliamentary privileges and the MPs’ rights. We are not asking why the Supreme Court judges are being paid pensions. Why should the Supreme Court ask that why MPs are being paid pensions? They are asking why ex-MPs are being paid pensions, when that is guaranteed by law.

This is not the first example, though, of the Supreme Court interfering in the affairs of Parliament. You are the custodian of our rights in Parliament. I bring to your notice and, through you, to that of the Government, that such transgressions by the Supreme Court into the exclusive area of MPs’ privileges, perks and pensions, which are part of the laws of the land, should not be allowed and as a House, as a whole, we should take a stand against this attitude of the Supreme Court.

Dr Amit Mitra moves Finance Bill that would benefit 1.06 lakh traders

State Finance minister Amit Mitra on Friday tabled the West Bengal Finance Bill, 2017 which is likely to give benefit to 1.06 lakh traders.

Tabling the Bill, Dr Mitra said it would give relief from payment of tax to dealers having turnovers more than Rs 10 lakh and upto Rs 20 lakh by increasing the threshold of the turnover for VAT liability from the present Rs 10 lakh to Rs 20 lakh. So long, traders having turnovers upto Rs 50 lakh used to enjoy the benefit of the composition scheme.

From now onwards, small manufacturing dealers with upto Rs 50 lakh turnovers have been brought under the scheme. The mandatory VAT audit report has been removed and this is going to benefit businessmen immensely. Mitra said that the state government would give benefit those dealing with biodiesel by completely exempting tax.

Similarly, those doing business with hairbands and hairclips would not have to pay tax. Such benefits would be extended to those dealing with water heaters, kerosene stoves, leaf plates and cups and terracotta tiles. The rate of tax has been lowered from 14.5 percent to 5 percent on sale of machinery for generation of electricity from waste.

Dr Mitra said the steps would help small traders and manufacturers whose number would be around 1.06 lakh. The Bill also seeks to amend the Indian Stamp Act, 1899 and the West Bengal Taxation Tribunal Act, 1987. Also, the West Bengal Tax on Entry of Goods into Local Areas Act 2012 was sought to be amended.

Dr Mitra also said as an effect of demonetisation, middle class people were finding it difficult to buy flats as they have to pay seven per cent stamp duty on the value of the property on the date of booking a flat or a housing property. It may be recalled that the state government has decided to give Rs 50,000 to 50,000 craftsmen who used to work in other states in the gems and jewellery industry and those who lost jobs due to demonetisation.

The state government has also enhanced the remuneration of anganwadi and Asha workers by Rs 500. The West Bengal Appropriation Bill was passed by the state Assembly on Friday with the House approving Rs 14,708 crore as additional expenditure for social infrastructure projects.

Moving the Appropriation Bill 2017, state Finance minister Amit Mitra said a sum of Rs 14,708 crore would be spent for social infrastructure projects like housing, rural electrification and supply of rice to APL and BPL families. A sum of Rs 3,137 crore would be spent on supplying rice to families belonging to the APL and BPL categories, Mitra said, adding Rs 1,022 crore was proposed to be spent for rural electrification.

 

বিধানসভায় ফিনান্স বিল পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

‘‌মা–‌মাটি–‌মানুষের বাজেট পাখির চোখে দেখতে হবে। ৩৫ মিটার উঁচু থেকে দেখুন। বুঝতে পারবেন সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবিলার লক্ষ্য নিয়ে আমরা বাজেট করেছি।’‌ বৃহস্পতিবার বাজেট আলোচনায় বিরোধীদের সমালোচনার জবাব এভাবেই দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

ফের বিরোধী সদস্যদের তিনি বোঝালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার পরিচালনার চিন্তাভাবনার কথা মাথায় রেখেই এই বাজেট করেছেন তিনি। বোঝালেন, নোটবন্দীতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত একেবারে নিচুতলার মানুষ। তাঁদের একটু সাহারা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে ভর করেই বাংলা নতুন দিশায় পা বাড়াবে, ভারতসেরা হয়ে উঠবে।

অর্থমন্ত্রী তাঁর ভাষণে জোর দিয়েছেন নোটবন্দী দশায় অসহায় শ্রমিক–‌কৃষকের সহায়তার প্রশ্নে। বলেছেন, এটা মমতা ব্যানার্জির সরকারের বাজেট, তাই মানবিকতাকে বিশেষ জোর দিয়েছেন তিনি। কীভাবে রাজ্যের জিডিপি বছরের পর বছর বাড়ছে আর তা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের গড়কে ছাপিয়ে গিয়েছে, তার তথ্য, হিসেব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নোটবন্দীর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভিনরাজ্যে কাজ হারিয়ে ফেরা শ্রমিকরা। এমন ৫০ হাজার শ্রমিকের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাখা হয়েছে ১০০ কোটি টাকা। আইসিডিএস কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে ৫০০ টাকা করে। সবই করা হয়েছে মানবিক দৃষ্টিতে। অর্থমন্ত্রী বলেন, ধারের সঙ্গে গড় অভ্যন্তরীণ উৎপাদনের অনুপাত অর্থনীতির গুরুত্বপূর্ণ মাপকাঠি। সেটাই আমরা এই ৬ বছরে কমিয়ে আনতে পেরেছি। এটা আমাদের সাফল্য। এই সাফল্যের ও মানবিকতার পথ ধরেই বাংলা দেশের সেরা রাজ্য হওয়ার দিকে।

Highlights of Dr Amit Mitra’s Budget 2017-18 Speech

Bengal Finance Minister Dr Amit Mitra presented the State Budget for 2017-18 at the Legislative Assembly today.

The Budget reflected the enormous effort put in by the Trinamool Congress Government to turn around a State left in ruins by the 34 years’ of Left Front rule. Despite being still in debt, and with no moratorium being provided by the Centre despite repeated requests, the State has made huge progress on all fronts.

For example, Dr Mitra said, “Tax collection has increased by 103% from 2010-11 to 2016-17”, which is a record among States.

After winning the 2016 Assembly election with a huge mandate, the developmental work in the State has continued apace.

 

HIGHLIGHTS OF BENGAL BUDGET 2017-18 SPEECH

Debt problem

  • On the one hand, we have the legacy of the enormous debt left behind by the Left Front Government. On the other hand, there was the effect of demonetisation.
  • We will have to pay more than Rs 47,000 crore as debt instalment this year.
  • We may be cash-strapped but we are a humane Government; we believe in “hanste hanste chalna seekho”.

Growth

  • Growth rate of India’s Index of Industrial Production (IIP) was -0.1% in 2016-17, while that of Bengal was 4.8%
  • Plan Expenditure of Bengal increased fourfold from 2010-11 to 2016-17

New announcements

  • Anganwadi workers, who provide nutrition to pregnant women, and new mothers and infants, brought under Swathya Sathi scheme
  • ASHA workers, who are a pillar of strength in the health sector, brought under Swathya Sathi scheme
  • Monthly allowance of Anganwadi workers will be increased by Rs 500, benefitting 2 lakh workers
  • Monthly allowance of ASHA workers will be increased by Rs 500, benefitting 50,000 workers

Fund

  • 50,000 artisans who lost jobs due to demonetisation to be given an aid of Rs 50,000 each
  • Rs 50 crore allocated for small businesses
  • A special fund of Rs 100 crore created for farmers

Taxation

  • Fundamental reforms in the taxation system ushered in, including simplification of the process and e-taxation
  • Tax collection increased 103% from 2010-11 to 2016-17, a record among States, reflecting the Trinamool Congress Government’s commitment and transparency
  • Stamp duty will be reduced to 2%, from 5%
  • Education cess and rural employments cess will be exempted for the betterment of tea industry.

GST

  • GST must be for the benefit of common people and small traders, among others; the State’s financial autonomy and federal structure must not be hampered.
  • GST Council has adopted the recommendations put forward by Bengal – Bengal has won what was sometimes a lonely fight

Settlement scheme

  • New settlement scheme started in December 2016, due to the overwhelming response received, extended till March 31, 2017

VAT

  • Ceiling of primary slab of VAT increased from Rs 10 lakh to Rs 20 lakh
  • Small traders and enterprises will no longer have to physically come to State Government offices to file hard copies of documents for VAT purposes
  • VAT audit report will be abolished, benefitting 30,000 businesses
  • All pending cases of VAT settlements will be disposed off by December 31, 2017
  • Small and medium enterprises and manufacturing companies to be brought under the ambit of minimal VAT scheme
  • VAT on solar water heaters, bio-diesel, terracotta tiles, kerosene stoves and sal leaf products will be abolished

Planned Expenditure (PE)

  • Despite demonetisation, Plan Expenditure of Bengal for 2017-18 will be Rs 64,733 crore
  • Target for revenue collection in 2017-18 is Rs 55,786 crore

Employment

  • 13.27 lakh employment opportunities created during last fiscal

২০১৭-১৮ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

আজ বিধানসভায় ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।

৩৪ বছরে বাম শাসন বাংলাকে ধ্বংস করার পর বাংলার উন্নয়নের কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে এই বাজেটে। বাম আমলে করা বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে চলছে রাজ্য। বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনও রকম সাহায্য করেনি রাজ্যকে। তাও রাজ্য সব দিক দিয়ে এগিয়ে চলেছে।

২০১৬ সালে বিপুল জনমতে পুনরায় সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উন্নয়নের কাজে আরও গতি এসেছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্তে সারা দেশের অর্থনীতি ধুঁকছে। তা সত্ত্বেও তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ যথেষ্ট আশা ব্যঞ্জক।

নোট বাতিল:

  • নোটবাতিল সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। কোন গণতান্ত্রিক দেশে এভাবে ৮৬ শতাংশ নোট বাতিল হয় না।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি প্রথম নোটবাতিলের এবং টাকা তোলার নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।
  • ভারতের জি ডি পি বৃদ্ধির হার নিম্নমুখী,  ১ থেকে ৩.৫ শতাংশ কমতে পারে।
  • নোট বাতিল অর্থনৈতিক ও রাজনৈতিক জরুরি অবস্থার সমান।
  • সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শ্রমিক, চা, জুট, হ্যান্ডলুম, টেক্সটাইল – সব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত।
  • নোটবাতিলের গোলপোস্ট এখন কালো টাকা থেকে ক্যাশলেস অর্থনীতিতে সরে গেছে।
  • নোটবাতিলের আসল উদ্দেশ্য কারো জানা নেই। এর ফলে কারা উপকৃত হয়েছে?
  • রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা খর্ব করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র।
  • কেন্দ্রের নোট বাতিলের ফলে ভারতের বৃদ্ধির হার কমে ৭.১ শতাংশ হয়ে গেছে।
  • সাপ্লাই চেন ও সহযোগী শিল্প ক্ষতিগ্রস্ত, শ্রমিকরা কর্মহীন হয়েছেন।
  • নোট বাতিলের ফলে রাজ্যের বৃদ্ধির হার কমে হয়েছে ৯.২৭ শতাংশ।
  • নোটবাতিলের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ২-৩ বছর লাগবে।
  • কৃষকরা কো-অপারেটিভ ব্যাঙ্ক ও লোনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের ফলে কো-অপারেটিভ সিস্টেম ক্ষতিগ্রস্ত।

ঋণের বোঝা:

  • একদিকে আমাদের ওপর বাম সরকারের করে যাওয়া বিপুল ঋণের বোঝা। অন্যদিকে নোট বাতিলের প্রভাব।
  • এবছর আমাদের ৪৭০০০ কোটি টাকা বেশি ঋণ শোধ করতে হবে।
  • আমাদের কাছে টাকা না থাকলেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি ‘হাসতে হাসতে চালনা শিখো’।

বৃদ্ধি:

  • ২০১৬-১৭ অর্থবর্ষে আই আই পি বৃদ্ধির হার ছিল ০.১ শতাংশ, আর বাংলার আই পি বৃদ্ধির হার ছিল ৪.৮ শতাংশ।
  • ২০১০-১১ থেকে ২০১৬-১৭ পরিকল্পনা খাতে ব্যয় চার গুন বৃদ্ধি পেয়েছে।

নতুন ঘোষণা:

  • অঙ্গনওয়ারী কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • অঙ্গনওয়ারী কর্মীদের মাসিক ভাতা বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে।
  • আশা কর্মীরা হেলথ সেক্টরের মেরুদণ্ড। তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • আশা কর্মীদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে ৫০ হাজার কর্মী উপকৃত হবে।

তহবিল:

  • ক্ষুদ্র শিল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • কৃষকদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গড়া হবে।
  • নোট বাতিলের ফলে কর্মহীন ৫০ হাজার কারিগরকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে।

কর ব্যবস্থা:

  • আমরা কর ব্যবস্থায় মৌলিক পরিবর্তন করেছি । করা হয়েছে সরলীকরণ। শুরু হয়েছে ই-ট্যাক্সেশন ব্যবস্থা।
  • ২০১০-১১ থেকে ২০১৬-১৭ অবধি রাজ্যের রাজস্ব আয় ১০৩% বৃদ্ধি হয়েছে।
  • রাজ্যগুলির মধ্যে রাজস্ব বৃদ্ধির হারে বাংলাই প্রথম।
  • স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমে ২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • এডুকেশন সেস ও রুরাল এমপ্লয়মেন্ট সেস মকুব করা হচ্ছে।

জিএসটি:

  • বাংলার দাবি ছিল জিএসটির ফলে যেন উপকৃত হন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতা ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেন ক্ষুন্ন না হয়।
  • বাংলার দাবি জিএসটি কাউন্সিল মেনে নিয়েছে। হয়তো আমাদের একলা চলতে হয়েছে কিন্তু বাংলার জয় হয়েছে।

সেটেলমেন্ট স্কিম:

  • আমরা ২০১৬ ডিসেম্বর মাস থেকে নতুন সেটেলমেন্ট স্কিম চালু করেছি। আমরা খুব ভাল সাড়া পেয়েছি।
  • সেটেলমেন্ট স্কিম এর সময়সীমা ২০১৭ সালের ৩১ মার্চ অবধি বাড়ানো হবে

ভ্যাট:

  • ভ্যাটের প্রাথমিক স্তরের সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হল।
  • ছোট ব্যবসায়ীদের আর সরকারি অফিসে গিয়ে ভ্যাটের জন্য নথিপত্রের হার্ড কপি জমা করতে হবে না।
  • ভ্যাট অডিট রিপোর্ট তুলে দেওয়া হল। এর ফলে উপকৃত হবেন ৩০,০০০ ছোট ব্যবসায়ী।
  • ৩১ ডিসেম্বর ২০১৭র আগে সমস্ত অমীমাংসিত ,ভ্যাট সেটেলমেন্ট করতে হবে।
  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ও ম্যানুফ্যাকচারিং ব্যবসাগুলিকে ন্যূনতম ভ্যাটের আওতায় আনা হবে।
  • সোলার হিটার, বায়ো ডিজেল, শাল পাতার জিনিসপত্র, টেরাকোটার টালি, কেরোসিনে স্টোভ ভ্যাটমুক্ত করা হল।

পরিকল্পিত ব্যয়ঃ

  • নোট বাতিল সত্ত্বেও ২০১৭-১৮ আর্থিক বছরের মুলধনী ব্যয় ৬৪,৭৩৩ কোটি টাকা করা হয়েছে।
  • ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য কর আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৫৫.৭৮৬ কোটি টাকা

কর্মসংস্থান:

গত আর্থিক বছরে ১৩.২৭ লক্ষ কর্মসংস্থান হয়েছে।

 

 

Bengal Ministers visit various markets to take stock of demonetisation effect on traders

The Bengal Agriculture Minister and the Agriculture Marketing Minister on Thursday visited several wholesale and retail markets in the city to assess the present situation with flow of money yet to improve after 23 days of demonetisation of notes.

The Ministers were also accompanied by the local MLA when they visited Koley Market near Sealdah and Manicktala market near Ultadanga.

After inspecting the markets and speaking to farmers and vegetable traders, the Agriculture Minister said that they would submit a report to the Chief Minister Mamata Banerjee in this regard.

The Ministers spoke to both the farmers who come to the markets from different villages to sell their produce and wholesale traders who import onions and potatoes from other states.

THey said that there is a wide gap between the price at which vegetables were procured from farmers and the rate at which the same is sold by traders in local market.

“A wholesaler said that he is selling capsicum at Rs 12 per kg while we are buying it at Rs 30 per kg in local markets. It shows that there are some middlemen who are playing nasty games. As a result, farmers are getting the minimum price and on the other hand common people are buying the same at a much higher price. Stringent measures would be taken against these middlemen,” the State Agriculture Minister said.

He further said that the Centre’s decision of demonetisation has left a deep impact on the market. Both buyers and sellers are affected due to the cash crunch. Business volume has come down drastically.

“I spoke to an onion wholesaler who procured the vegetable from South India. He said that his per day sale was around 100 kg and now it has gone down to 40 kg. I found stock of comparatively bigger size onions in Koley Market. These onions would perish if not sold within the next few days. The traders would incur huge loss if they cannot clear the stock. Still the price of vegetables are under control, but I apprehend price rise if the situation doesn’t improve soon,” he said, adding that they had also urged the Centre’s representatives, who visited the state in recent time, to visit the markets to get the real picture and to know how people are suffering due to the Centre’s hasty decision.

Besides taking up the issue politically, the State Government is also doing the necessary to let the country know how the people are suffering.

The inspections will continue and the Ministers would often visit the markets in the next few.

The State Agriculture Marketing Minister said: “The visit was essential to know the real picture. Steps would be taken accordingly to reduce the suffering of the farmers.”

 

ব্যবসায়ীদের ওপর নোটবাতিলের প্রভাব দেখতে বিভিন্ন বাজার ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রীরা

নোটবাতিলের ২৩দিন পরেও টাকার জোগান কিরকম আসছে ও তার ফলে ব্যাবসায়ীদের মধ্যে কি প্রভাব পড়ছে তা দেখতে শহরের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজার ঘুরে দেখেন কৃষি মন্ত্রী ও কৃষি বিপনন মন্ত্রী।

স্থানীয় বিধায়করাও ওনাদের সঙ্গে ছিলেন যখন ওনারা কোলে বাজার ও মানিকতলা বাজার পরিদর্শন করেন। চাষি ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে কৃষি মন্ত্রী জানান, তিনি বিশদ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।

দুরের গ্রাম থেকে আসা চাষিদের পাশাপাশি যেসকল পাইকারি বিক্রেতারা আলু ও পেঁয়াজ আমদানি করে থাকেন, তাদের সঙ্গেও আলোচনা করেন।

তাঁরা জানান চাষিদের থেকে যে দামে সবজি কেনা হয় ও বাজারে বিক্রেতারা যে দামে আনাজ বিক্রি করছেন, তার মধ্যে অনেক তফাৎ আছে।

কৃষি মন্ত্রী বলেন, তিনি এক পাইকারি সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জেনেছেন, পাইকারি সবজি বিক্রেতা ১২ টাকা কিলো দরে ক্যাপসিকাম বিক্রি করেন কিন্তু ক্রেতারা খুচরো বিক্রেতাদের থেকে সেটা পাচ্ছে ৩০ টাকা কিলো দরে। তার মানে ফড়েরা খুব বাজে ধরনের পদ্ধতিতে দাম বাড়াচ্ছে, যার ফলে চাষি ও ক্রেতা উভয়ই বঞ্ছিত হচ্ছে।

তিনি আরও বলেন, নোটবাতিলের ফলেও খুব খতিগ্রস্ত হয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষ। ব্যাবসার পরিধি অনেক কমে গেছে।

তিনি বলেন, তিনি আর এক আনাজ বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ওই বিক্রেতা দক্ষিন ভারত থেকে আনাজ আনিয়ে থাকেন, আগে রোজ ১০০ কিলো বিক্রি ছিল যা এখন কমে ৪০ কিলোতে এসে পৌঁছেছে। এইসব আনাজ খুব তাড়াতাড়ি পচে যাবে যদি না সামনের সপ্তাহের মধ্যে বিক্রি করা যায়। সেক্ষেত্রে ব্যাবসায়ীরা বিশাল খতিগ্রস্ত হবেন। মন্ত্রী বলেন, তাও আনাজের দাম নিয়ন্ত্রনের মধ্যে আছে, কিন্তু এই নোটের আকাল আর কিছুদিন চললে পরিস্থিতি বীভৎস রুপ নিতে চলেছে। মন্ত্রী কেন্দ্রীয় প্রতিনিধিদের আবেদন করেন তারা যেন এইসব বাজারগুলো ঘুরে দেখেন ও মানুষের কষ্টের কথা দেখে যান নোট বাতিলের ফলে।

রাজনৈতিক উদ্দেশ্যে না গিয়ে রাজ্য সরকার সারা দেশবাসীকে জানাতে চান এখানে মানুষ কিরকমভাবে প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হচ্ছে।

এই পরিদর্শন চলতে থাকবে ও মন্ত্রীরা বাকি বাজারও ঘুরে দেখবেন।

কৃষি বিপনন মন্ত্রী জানান, এই পরিদর্শন খুব জরুরি ছিল আসল পরিস্থিতি জানতে। কৃষকদের দুর্গতি কমাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।