Power generation plans till 2025 drawn up by Bengal Govt

The State Government has chalked out an elaborate plan to increase power generation with a focus on ‘sustainable power’. This is in addition to taking steps to increase production of conventional forms of energy. The plan has been made keeping in mind the expected power requirement in 2025.

Besides solar power, other sustainable forms of energy for generation of electricity like biomass, wind and tidal power are also being looked into.

This was announced by the Power and Non-Conventional Energy Minister during the presentation of the Department’s budget in the Assembly recently.

He said power generation has already considerably increased over the past six years and measures were being taken to increase it further.

In terms of generation of energy from non-conventional sources, from 1.2 megawatts (MW) in 2011, solar power generation has increased to 53.216 MW at present, while generation of biomass power has increased from 1.59 MW to 13.29 MW during the same period.

The Power Department is setting up solar panels in 1,000 schools and other educational institutions. The panels have already been installed in 673 schools, 21 colleges and five universities so far, according to the minister. By the end of March, solar panels would be installed in the remaining 327 schools. After the first 1,000 schools, another 1,000 will be identified for setting up the panels in the next financial year.

Work has also started on the setting up of floating solar panels in large water bodies within the premises of thermal power generating stations. They will come up in Sagardighi, Santaldihi and Bakreswar.

At the same time, a survey is going on in Sagar Island to develop a wind power generation plant.

In the area of conventional energy, it may be mentioned that a 1,000-MW pumped storage project is coming up at Turga in Purulia district at a cost of Rs 4,800.69 crore. Two power generation plants are coming up – one of 660 MW and a hydel power project of 371 MW — in Sagardighi. Another 200 MW plant is also coming up.

 

 

লক্ষ্য ২০২৫ – বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ রাজ্যের

২০২৫ সালে রাজ্যে বিদ্যুতের চাহিদা কত হতে পারে তার আনুমানিক হিসাব করে, চাহিদা মেটানোর জন্য বিদ্যুত উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।
চিরাচরিত শক্তির পাশাপাশি অচিরাচরিত শক্তি উৎপাদনেও জোর দেবে রাজ্য।

এবছরের বিদ্যুৎ দপ্তরের বাজেট পেশ করার সময় বিদ্যুৎমন্ত্রী বলেন, গত ৬ বছরে বিদ্যুৎ উৎপাদন অনেকটাই বেড়েছে; ভবিষ্যতে আরও যাতে বাড়ে, তার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পুরুলিয়া জেলার তুর্গায় একটি ১০০০ মেগা ওয়াট পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প তৈরী করা হচ্ছে ৪৮০০.৬৯ কোটি টাকা ব্যয়ে। পাশাপাশি, আরেকটি ৬৬০ মেগা ওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরী হচ্ছে সাগরদিঘিতে। ৩৭১ মেগা ওয়াট জলবিদ্যুৎ প্রকল্পও হচ্ছে সেখানে। আরও ২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও খুব শীঘ্রই তৈরী হবে।

২০১১ সালে আনুমানিক ১.২ মেগা ওয়াট সৌর বিদ্যুৎ তৈরী হত রাজ্যে। আজ সেই উৎপাদন দাঁড়িয়েছে ৫৩.২১৬ মেগা ওয়াটে। তেমনই ২০১১ সালে বায়োমাস শক্তি উৎপাদন হত ১.৫৯ মেগা ওয়াট। যা ছয় বছরে বেড়ে হয়েছে ১৩.২৯ মেগা ওয়াট।

স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করেছে বিদ্যুৎ দপ্তর। এখনও পর্যন্ত ১০০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের জন্য। এখনও পর্যন্ত ৬৭৩টি স্কুল, ২১টি কলেজ, ৫টি বিশ্ববিদ্যালয়ে এই প্যানেল বসানো হয়েছে। মার্চের মধ্যে বাকি ৩২৭টি স্কুলে প্যানেল বসানো সম্পূর্ণ হয়ে যাবে। এই কাজ শেষ হলে আরও ১০০০ স্কুলকে চিহ্নিত করা হবে। আগামী বছরের মধ্যে সেগুলিতেও প্যানেল বসানোর কাজ শেষ হয়ে যাবে।

এছাড়াও, বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্তর্গত জলাশয়ে ফ্লোটিং সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়েছে। সাগরদিঘি, সাঁওতালডিহি ও বক্রেশ্বরে এই প্রকল্প শুরু হয়েছে।সাগর দ্বীপে বায়ু শক্তি উৎপাদনের জন্য সমীক্ষা চালানো হচ্ছে।

Source: Millennium Post

Software to identify vector-prone areas

The state government has developed software for data analysis to identify the level of vulnerability of vector-borne diseases in an area.

This comes at the time when the state government has also prepared an action plan to control the same.

Chief Minister Mamata Banerjee held a health review meeting in the state Assembly recently in which ministers and senior officials of all the concerned departments and civic bodies were present.

Minister of State for health, said after the meeting: “For the first time a manual State Vector-Borne Disease Control and Seasonal Influenza Plan 2018 has been released. The book contains details on proper coordination among all the concerned departments that need to work together to check the spread of such diseases.”

It may be mentioned that the Chief Minister has held several health review meetings and the state government has begun to monitor and work in tandem from January onwards to check vector-borne diseases this year. She has already held meetings in these regard with all the concerned officials and has given all the necessary directions in this connection.

Health workers are busy doing door-to-door campaigns and collecting information on the health of each and every citizen. This data will be analysed using the software to ascertain which area is more vulnerable to the outbreak of vector-borne diseases. This new concept of “dynamic monitoring” will help to reduce the number of cases of vector-borne diseases in the state.

The Bengal government has also decided to introduce nine more Elisa machines that will be in use in central laboratories. Moreover, authorities of private pathological laboratories have also been directed to inform the local civic body if they find any person suffering from vector-borne diseases.

 

মশা তাড়াতে নিয়মিত নজরদারি

ডেঙ্গি , ম্যালেরিয়ার মোকাবিলায় , মশার বংশ শেষ করতে নীল নকশা তৈরি করল স্বাস্থ্য দন্তর৷

কোথায় মশার প্রভাব বাড়ছে , কোথায় জ্বর বেশি হচ্ছে , তা নিয়ে নজরদারি চালাতে তথ্য প্রযুক্তি নির্ভর ‘ডায়নামিক মনিটরিং ’ ব্যবস্থার সাহায্য নেওয়া হবে৷ ডেঙ্গি আক্রান্ত কেউ বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি হলে অথবা কোনও বেসরকারি পরীক্ষাগারে রক্তের নমুনায় ডেঙ্গির জীবাণু মিললেই মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সে খবর পাবে স্বাস্থ্য দন্তর৷

মনিটরিং বা নজরদারি হবে কী ভাবে?

রাজ্য সরকারের সিদ্ধান্ত , এবার থেকে পুরসভা ও পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মীরা ১৫ দিন অন্তর অন্তত পাঁচবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন — মশার উৎপাত সেখানে কতটা, জ্বর বা অন্য অসুখে বাড়ির কেউ ভুগছেন কি না ইত্যাদি৷ ফিরে এসে সেই তথ্যই রিপোর্টের আকারে জমা দেবেন তাঁরা৷

সংশ্লিষ্ট পুরসভা বা পঞ্চায়েত সফটওয়্যারে সেই ডাটা এন্ট্রি করবে৷ যার মাধ্যমে জেলাশাসক ও স্বাস্থ্য দন্তরের কর্তারা অফিসে বসেই কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাতে পারবেন৷ ফলে কোনও এলাকায় মশা বাহিত রোগ বাড়লে , তখনই তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে৷

এর জন্য প্রত্যেক জেলাশাসকের নেতৃত্বে একটি করে মনিটরিং সেল গঠন হয়েছে৷ এই সেলে থাকছেন জেলার সিএমওএইচ, জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত, পঞ্চায়েত ও পুরসভার প্রতিনিধিরা৷

নতুন ন’টি পুরসভায় ডেঙ্গি চিহ্নিতকরণে অ্যালাইজা টেস্টের ব্যবস্থাও করা হচ্ছে৷ এই পুরসভাগুলি হল — খড়দহ , কাঁচরাপাড়া , নৈহাটি , বাঁবেড়িয়া , বৈদ্যবাটি , ডোমকল , ধুলিয়ান , ওল্ড মালদহ ও শিলিগুড়ি৷ বর্তমানে কলকাতা -সহ আরও ৩২টি জায়গায় ডেঙ্গি নির্ধারণের জন্য সরকারি পরীক্ষাগারে রক্ত পরীক্ষার সুযোগ আছে৷

বিধানসভা ভবনে ডেঙ্গি মোকাবিলায় ডাকা এক উচ্চ -পর্যায়ের বৈঠকে গোটা নকশাটি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন , ‘ডেঙ্গি সহ মশা -বাহিত রোগ নিয়ে আরও গবেষণা প্রয়োজন৷ কারণ প্রতিদিনই মশার চরিত্র বদল হচ্ছে৷ আগে ডেং ১ ও ৩ জাতীয় জীবাণু পাওয়া যেত৷ এখন ডেং ২ ও ৪ জাতীয় ভাইরাসও পাওয়া যাচ্ছে৷ এদের মারণ ক্ষমতা অনেক বেশি৷’

People have rejected the Opposition: Mamata Banerjee in Assembly

Bengal Chief Minister Mamata Banerjee today delivered a speech in the State Assembly during a discussion on the Governor’s address.

During her speech, she highlighted the major achievements of the government. The CM also took a dig at the Opposition, who, she said, do not feel proud is anything good happens in the State.

She also criticised the Union Budget and said it was a flop-show.

 

Highlights of her speech:

  • The Opposition lacks the courage to listen to us. The people of Bengal have rejected them.
  • Why did the Left Front Govt not hike the honorarium of ASHA, ICDS workers? Centre has stopped funds for these projects. We are providing them incentives from our coffers. Is this my crime?
  • They left behind a huge debt burden. We are facing a legacy. We work with limited resources. 45% of borrowings are spent on development in Bengal.
  • In Bengal, CPI(M) and Congress are made for each other. This is nothing new.
  • How much loss was incurred due to demonetisation? How much black money has been recovered? A white paper must be released. GST has negatively impacted the economy.
  • Opposition is obsessed with criticising the Trinamool. They do not feel proud about Bengal. Look at our achievements in social sector.
  • They blame us for everything. Will they next blame us for cloudy weather or lack of rainfall or if the sun does not come out?
  • Congress is helpless without Trinamool in Parliament. And in Assembly they do not show any courtesy.
  • The Opposition even politicises accidents. What did the previous government do when boats capsized in Kakdwip and Kolaghat?
  • Why were rescue forces not allowed to go near the accident site? Who prevented them?
  • Yesterday’s Union budget was hopeless, flop, bluff budget. Funds have been slashed for National Health Mission. SC/ST welfare has not been looked into.
  • The Centre talks about doubling farmers’ income. We have already done that. Income of farmers in Bengal has increased from Rs 93,000 to Rs 2,39,000 in six years.
  • I would urge the Centre to waive off loans of farmers.
  • I am happy to see the MLAs of Darjeeling present in the House. I will visit Darjeeling on February 6. We want the progress of Hills.
  • We have included 34,000 additional farmers in pension scheme. The pension amount has also been increased.
  • Kanyashree girls are our pride. We have hiked their monthly stipend. We have extended the scheme to university. The scheme has been adjudged the best among 63 nations by the UN.
  • We have given scholarships to 57 lakh SC/ST students. We have distributed 70 lakh cycles. The whole process was carried out by e-tendering.
  • From birth to life – we have schemes for all phases of life. We have introduced a new scheme ‘Ruposree’. Six lakh girls will benefit from the scheme.
  • We have started a new scheme ‘Manobik’ wherein 2 lakh physically challenged people will get monthly pension of Rs 1000.
  • 1.3 lakh farmers have been trained. We have decided to abolish mutation fee for the farmers. We have abolished cess on tea. We have formed a fund of Rs 100 crore for the welfare of tea garden workers.
  • Load Sheddings have become a thing of the past. Has the Left forgotten about the dark days? We are trying to solve the problem of low voltage but sections with vested interests are not allowing a power grid at Bhangor.
  • We have been providing free healthcare for the last two years. We already have Swasthya Sathi insurance scheme. We have Mabhoi scheme for journalists. And Centre has now come up with health insurance scheme.
  • For employment generation, we will set up Silicon Valley Asia in Rajarhat.
  • 108 new Police Stations have been created. Out of proposed 73 Women Police Stations, 48 have already been made functional. Number of departments have been reduced from 63 to 52.
  • NCRB report regarding women trafficking in Bengal was misleading. We have sent a letter to the NCRB asking for a corrigendum to be issued.
  • We will start a pension scheme for journalists from April, 2018. We will soon bring a law to give 10% relief to senior citizens in municipal tax.
  • Trinamool believes in communal harmony. Congress-CPI(M) must remember courts give permission to RSS rallies, not us.

 

 

মানুষ বিরোধীদের বয়কট করেছেঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর একটি আলোচনার জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার বক্তৃতায় তিনি সরকারের প্রধান সাফল্যগুলি তুলে ধরেন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো তারা রাজ্যের জন্য গর্ব করেন না।

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে তিনি বলেন যে এটি একটি ফ্লপ-শো ছিল।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • রাজ্যপালের ভাষণের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
  • শুধু হিংসা করলেই হয় না। বিরোধীরা আমার বক্তৃতার সময় উপস্থিত থাকে না। ওরা সরকারের উত্তর শুনতে ভয় পায়।
  • কেন বাম সরকার আই সি ডি এস ও আশা কর্মীদের মাইনে বাড়ায়নি?কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি ওদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য করেছি। এটা কি অপরাধ?
  • রাজ্যকে দেনায় জর্জরিত করেছে সিপিএম। আমরা সেই ঋণের বোঝা বহন করছি। আমাকে সীমিত টাকার মধ্যে কাজ করতে হয়। যে টাকা আমরা ধার করি তার ৪৫% টাকা উন্নয়নের জন্য খরচ করি বাকিটা দেনা শোধ করি।
  • বাংলায় চিরকাল সিপিএম-কংগ্রেস এক। এটা নতুন কিছু নয়। মানুষ ওদের বয়কট করেছে।
  • নোট বাতিলের ফলে কত ক্ষতি হয়েছে? কত কালো টাকা ফেরত এসেছে? আজও অজানা। এখনও এর কোন স্বেতপত্র প্রকাশ করা হয়নি। জিএসটির ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।
  • যত তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করছেন তত মানুষ তাদের দূরে সরিয়ে দিচ্ছে। বাংলা নিয়ে কখনো ওরা গর্ব করে না। আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলার উন্নতি নিয়ে কথা বলে না।
  • সব কিছুর জন্য ওরা তৃণমূলকে দায়ী করে। শুধু কুৎসা ও অপপ্রচার করে আর টিভিতে ভাষণ দেওয়া ছাড়া আর কোন কাজ নেই। এরপর বলবে রোদ উঠেছে কেন? তৃণমূল জবাব দাও। বৃষ্টি হচ্ছে না কেন? তৃণমূল জবাব দাও। সূর্য উঠছে না কেন? তৃণমূল জবাব দাও। সব কিছুর একটা লিমিত থাকে।
  • মানুষকে অবজ্ঞা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে অশ্রদ্ধা করবেন না।
  • দিল্লিতে তৃণমূলকে ছাড়া কংগ্রেসের চলে না, সংসদ চলে না। আর বিধানসভায় আপনারা কি ব্যবহার করেন। শুধু নোংরা কথা বলা আর dirty game খেলা।
  • একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। কাকদ্বীপ, কোলাঘাটে যখন নৌকাদুবি হয়েছিল আগের সরকার কি ব্যবস্থা নিয়েছিল? কত ক্ষতিপূরণ দিয়েছিল?
  • গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ছে।এটা একটা হোপলেস, সুপার ফ্লপ, ব্লাফ বাজেট। না ঘরকা না ঘাটকা বাজেট। ১০০ দিনের কাজের টাকা, ন্যাশনাল হেলথ মিশনের টাকা কমিয়ে দিয়েছে। SC/ST দের জন্য টাকা সেভাবে বরাদ্দ করা হয়নি। সংখ্যালঘুদের টাকা ৪০০০ কোটি টাকা থেকে কমিয়ে ১০০০ কোটি টাকা করা হয়েছে।
  • কৃষকদের আয় নাকি দেড় গুণ বাড়ানো হবে। অথচ আমরা ইতিমধ্যেই তাদের আয় আড়াই গুন বাড়িয়ে দিয়েছি। ৯১ হাজার টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে বার্ষিক ২,৩৯,০০০ টাকা।
  • কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য।
  • দার্জিলিং এর বিধায়করা এখানে উপস্থিত আমি খুব খুশি, দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। আমরা চাই উন্নয়ন হোক। আগামী ৬ ফেব্রুয়ারী আমি দার্জিলিং যাব।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আরও ৩৪,০০০ কৃষক এই প্রকল্পের আওতায় আসবেন।
  • কন্যাশ্রী আমাদের গর্ব। ওদের স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও এই স্কিম চালু করেছি। ৬৩ টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রীকে প্রথম পুরস্কার দিয়েছে রাষ্ট্রসংঘ।
  • ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল বিতরণ করেছি। সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে ই-টেন্ডারের মাধ্যমে।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি। আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। এর মাধ্যমে ৬ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • আরও একটি নতুন প্রকল্প চালু করা হল যার নাম – মানবিক। এর মাধ্যমে ২ লক্ষ প্রতিবন্ধীদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
  • ১.৩ লক্ষ কৃষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমি মিউটেশন ফি মুকুব করা হয়েছে। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হয়েছে। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • লোডশেডিং আজ বাংলার ইতিহাস। বাম সরকার সেই সব অন্ধকার দিনগুলি ভুলে গেলেন?আমরা লো ভোল্টেজের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।
  • গত ২ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বাংলায়। ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছে। সাংবাদিকদের জন্য মাভৈ প্রকল্প চালু করেছি। কেন্দ্র এতদিন পর স্বাস্থ্য প্রকল্প আনল।
  • কর্মসংস্থানের জন্য আমরা রাজারহাটে সিলিকন ভ্যলি এশিয়া তৈরি করব।
  • আমরা ১০৮ টি নতুন থানা গড়েছি। ৭৩ টি প্রস্তাবিত মহিলা থানার মধ্যে ৪৮ টি কাজ করা শুরু করে দিয়েছে। সরকারী দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৫২ করা হয়েছে।
  • রাজ্যে নারী পাচার নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট দিয়েছে NCRB। আমরা ওদের চিঠি দিয়ে বলেছি সংশোধনী আনতে।
  • সাংবাদিকদের জন্য আমরা এপ্রিল থেকে নতুন পেনশন প্রকল্প চালু করব। প্রবীণ নাগরিকদের পুরসভা করে ১০% ছাড় দেওয়া হবে।
  • একতা ও সম্প্রীতি তৃণমূলের চোখের মণি। আরএসএস-এর সভার অনুমতি কোর্ট দেয় আমরা নই এটা সিপিএম কংগ্রেসের মনে রাখা উচিত।

Bengal Govt to digitise Assembly records

Chief Minister Mamata Banerjee has recently announced that the State Government has decided to digitise the books and records that are there in the library located inside the Assembly building. The new e-library will be located at the Platinum Jubilee Memorial Building inside the Assembly premises, during whose foundation-stone laying she made the announcement. The building will also house a museum, an auditorium and a conference hall.

There are there are more than two lakh books in the existing library, for whose preservation digitisation is essential. The State Education Department will extend support in this connection. Further, after digitisation, the electronic archive would be opened to the public. Researchers from all over the world visit the library in the Assembly to study various books and documents.

Besides digitisation, the Chief Minister announced several other measures. One of this is to make available documents and books from the Assembly library to those who order for them in a much shorter time. For this purpose, staff strength is likely to be increased.

She also said that the documents in Bengali would be translated into English, for which the help of the British Council and Cambridge University might be sought.

Again, tie-ups with Bangladesh can be done as part of an academic exchange since the histories of Bengal and Bangladesh are inextricably linked.

 

Source: The Statesman

 

 

ই-লাইব্রেরীর মাধ্যমে বিধানসভার সমস্ত তথ্যই মানুষের সামনে তুলে ধরতে হবেঃ মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভার ২ লক্ষ বই ও নানা দলিলের ডিজিটাইজেশন করা হবে। একইসঙ্গে দেশবাসীর পাশাপাশি বিদেশীরাও যাতে এইসব তথ্যের মাধ্যমে সমৃদ্ধ হতে পারেন, সেই চেষ্টা করা হবে। বিধানসভায় প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের শিলান্যাস করার পর বলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ক্রেডিবিলিটি বজায় রেখে তা সাধারন মানুষের সামনে তুলে ধরা উচিত।

পশ্চিমবঙ্গ সরকারই প্রথম নেতাজী সুভাষ সংক্রান্ত সমস্ত ফাইল জনসমক্ষে আনা হয়। বিধানসভাতেও গনতন্ত্রের ধারা বজায় রাখতে হবে। বিধানসভা গনতন্ত্রের মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা। কলকাতা ও রাজ্য পুলিশের লাইব্রেরী আছে, যা আরও উন্নত করা হবে। বিধানসভার লাইব্রেরীতে যে সতীদাহ প্রথা বিল রাখা আছে তা দেশের সংসদও গ্রহণ করেছে। এগুলিকে ই-লাইব্রেরীর মাধ্যমে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই বিল্ডিং হলে লাইব্রেরীর পরিধিও বাড়বে।

সম্প্রতি লন্ডনে সিস্টার নিবেদিতার বাড়ি হেরিটেজ ঘোষণার সময় আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ব্রিটিশ কাউন্সিলর ডিরেক্টরেটের কাছ থেকে তিনি জানতে পেরেছেন ১ লক্ষ বাংলা বই তারা ইংরাজিতে অনুবাদ করেছেন।

ই-লাইব্রেরী তৈরীতে উচ্চশিক্ষা দপ্তরও সহায়তা করতে পারে। এমনকি বিধানসভার সঙ্গেও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের চুক্তিও করা যেতে পারে। সমস্ত নথির ইংরেজি অনুবাদ করলে তা আন্তর্জাতিক স্তরে সকলেই বুঝতে পারবেন। এজন্য প্রয়োজনে বিধানসভার কর্মী বাড়াতে হবে। বাংলাদেশের সরকার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেও তথ্যের আদান প্রদান করা যেতে পারে। বাংলা ভাষা বিশ্বে পঞ্চম ও এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম।

বিধানসভায় যে বিল্ডিংটি তৈরী হচ্ছে সেখানে থাকবে লাইব্রেরী, অডিটোরিয়াম।

Source: The Statesman

Master plans to control floods in north Bengal

The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.

While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”

One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.

The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.

Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.

The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.

 

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”

উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।

অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।

ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।

Museum coming up inside Bengal Assembly

On November 20, Chief Minister Mamata Banerjee is going to lay the foundation stone of a museum inside the Assembly premises. The museum will depict the rich history of the Legislative Assembly, and through it, the immense contribution of Bengal to the freedom struggle of the country.

It will be housed inside a five-storied building, which will have, among other facilities, a state-of-the-art auditorium.

The history of the Bengal Legislature can be traced back to January 18, 1862 when, under the Indian Councils Act of 1861, a twelve-member Legislative Council for Bengal Presidency was established by the Governor-General of British India, with the Lt Governor of Bengal and some nominated members.

Under the provisions of the Government of India Act 1935, the Bengal Provincial Legislature, as it was named later, was made bicameral – housing the Legislative Council and the Legislative Assembly.

The Legislative Council was abolished in 1969 through the enactment of the West Bengal Legislative Council (Abolition) Act.

At present, the Legislative Assembly has 295 members, which includes 294 members directly elected from single-seat constituencies and one nominated from the Anglo-Indian community. Its term is five years, unless sooner dissolved.

Source: Millennium Post

রাজ্য বিধানসভায় তৈরী হচ্ছে একটি সংগ্রহশালা

পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার তৈরী হবে একটি সংগ্রহশালা। ২০শে নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই শিলন্যাস করবেন।

রাজ্য বিধানসভার সোনালী ইতিহাসের সরণি হয়ে উঠবে এই সংগ্রহশালা। দেশের স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গ বিধানসভার যে ভূমিকা ছিল তাও ধরা থাকবে এই সংগ্রহশালায়।

একটি পাঁচতলা ভবনে তৈরী হবে এই সংগ্রহশালাটি। এখানে থাকবে একটি প্রেক্ষাগৃহও।

রাজ্যের বিধানসভার সূচনা হয় ১৮৬২ সালের ১৮ই জানুয়ারী। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১ অনুসারে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, লেফট্যানেন্ট গভর্নর অফ বেঙ্গল ও কিছু মনোনীত সদস্যদের নিয়ে একটি ১২ সদস্যের বিধানপরিষদ গঠন করা হয়।

গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ অনুসারে বেঙ্গল প্রভিন্সিয়াল লেজিসলেচারকে দ্বিকাক্ষিক করা হয় (বিধানসভা ও বিধানপরিষদ)। ১৯৬৯ সালে অবশ্য রাজ্যের বিধানপরিষদকে তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ (অ্যাবলিশন) অ্যাক্টের মাধ্যমে।

এই মুহূর্তে বিধানসভার সদস্য সংখ্যা ২৯৫ (২৯৪ জন নির্বাচিত এবং ১ জন মনোনীত সদস্য থাকেন আংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে)। বিধানসভার মেয়াদ ৫ বছর।

Bengal CM criticises Opposition for fanning tension in the Hills, bats for talks

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Opposition for fanning tensions in the Hills just for their vested interests. She gave a statement in the State Assembly on Tuesday in connection with the situations in the Hills.

She once again requested parties in Darjeeling Hills to shun violence so that common people could get some respite from the indefinite shutdown.

Urging the parties to hold discussions with the state government over its demand for a separate state of Gorkhaland, the CM told the Assembly that schools, offices and tourism have come to a halt due to the bandh in the Hills and the region has suffered a loss of Rs 550 crore.

Mamata, according to PTI, said that Darjeeling had been a part of West Bengal and she will not allow its division, adding that time has come for election to the Gorkhaland Territorial Administration as its five-year-term comes to an end.

 

বন্‌ধ প্রত্যাহার করলেই আলোচনা, দার্জিলিং প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং পাহাড়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাজ্য সরকার। তবে আন্দোলনকারীদের আগে হিংসা ও বন্‌ধ প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতির যে সুষ্ঠু মীমাংসা সম্ভব, সেটা আবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার বিধানসভায় জিটিএ এবং দার্জিলিঙের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত রিপোর্ট পেশ করতে গিয়ে বিধানসভায় এমন মনোভাব প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত পাহাড়ে ৫৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিং ইস্যুতে বামপন্থীরা চিরকালই মানুষকে বিভ্রান্ত করছে। ভাষা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ওটা বামপন্থীদের রটনা। দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি বা অন্যান্য আন্দোলন বহুকাল আগে থেকেই চলছে। আমরা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক করেছি। প্রতি ১০ বছর অন্তরই ওদের একটা আন্দোলন চাগিয়ে ওঠে। সাম্প্রতিক অতীতে গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে সমর্থন হারাচ্ছিল। পুর নির্বাচনে তার ছায়া পড়েছিল। চুক্তি অনুসারে জিটিএ–‌র পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে। এবার সেখানে নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চা হারানো জমি পুনরুদ্ধারের জন্য গোর্খাল্যান্ডের দাবিতে নতুন করে আন্দোলন করছে। রাজ্য প্রশাসন যথেষ্ট সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি মানুষের প্রাণহানি। তা–‌ও আমরা ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দরজা খোলা রেখেছি।”

Will do everything to ease GST woes: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday lashed out at the Centre for destroying the federal structure of the country as the state governments were being forced to follow their (Centre’s) policies despite having objections.

The West Bengal Assembly on Tuesday passed the State Goods and Services Tax (SGST) Bill, 2017. Trinamool’s ideological position on GST would not alter, the Bengal CM said. “The common people are facing problems and since we value democracy the party will stand behind the masses,” she said speaking in the Assembly after the passing of the Bill.

“The Centre could have fed many poor people with the money which had gone in the ad spend for creating awareness about GST… The country is now in an acute crisis,” she said. The state had issued an ordinance in June end to facilitate treasury operations by the government from July 1, the date of implementation of the new tax regime across the country.

The Bengal CM said that the state government had “no option” but to issue the ordinance on GST as otherwise, the state would not have been able to conduct any treasury operation. “The state government is sitting before the nozzle of a gun and the central government machinations forced us to do that,” she said.

The Bengal Chief Minister said the state government was clearly against the hasty implementation of the new tax regime and had urged the Centre to postpone it by two months. “But we were really hard-pressed and so the ordinance had to be issued.” The government, she said, needed money to pay salaries, make developmental expenditure and others. As the ordinance had a definite lifetime, it had to be ultimately ratified by the Assembly. She said owing to many objections raised by state finance minister Amit Mitra at the GST Council meetings, taxes on many items of common use had been lowered.

On Trinamool’s stand, she said, “Previously we had supported GST as it was portrayed to be uniform across the nation, but the experience is totally different.” The textile sector, medicine shops, small businessmen had been affected by the new tax law, she said, adding that demonetisation and GST were “two big scandals” perpetrated by the BJP-led government at the Centre.

 

বাধ্য হয়ে মানছি জিএসটি: মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের জন্য বাধ্য হয়ে রাজ্য পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা মেনে নিয়েছি কিন্তু গরিব মানুষের স্বার্থে এই কর সম্পর্কে আমাদের যে লড়াই, তা যেমন ছিল, তেমন চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ বিল অনুমোদন করাতে গিয়ে এই কথা বলেছেন।

তিনি বলেন, “পণ্য পরিষেবা করের ব্যাপারে আমরা কখনওই আমাদের অবস্থান থেকে সরে আসেনি। এক দেশ এক কর ব্যবস্থা, আমরা সমর্থন করেছি। কিন্তু, সবসময় বলেছি, দেখতে হবে এর ফলে গরিব মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। উপযুক্ত পরিকাঠামো সারা দেশে গড়ে তোলার জন্যে, বিষয়টি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য, তাড়াহুড়ো না করতে অনুরোধ করেছিলাম। তা সত্ত্বেও ওরা তাড়াহুড়ো করেছে। গরিব মানুষের কথা ভাবেনি। এরপরেও গরিব মানুষের যেটুকু সুবিধা আছে তা আমাদের লড়াইয়ের জন্যই। আমাদের অর্থমন্ত্রী অমিত মিত্র অনেক সময়ই একা লড়াই করেছেন। জয়ললিতা ছাড়া কেউ পাশে ছিলেন না। এর আগে আমরা অধ্যাদেশ জারি করেছি, এখন আইন করেছি। না–হলে কেন্দ্রের অসহযোগিতায় সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যেত। আমাদের টাকা আমরাই ব্যবহার করতে পারতাম না। জিএসটি আইন হয়ে যাওয়ার পর এখন তো আর এমপাওয়ার্ড কমিটি নেই। কাউন্সিল হয়েছে। তার চেয়ারম্যান অরুণ জেটলি। তবুও আমরা সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দ্রব্য ও পরিষেবায় করের হার কমানোর জন্যে লড়াই চালিয়ে যাচ্ছি।”

অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটিতে প্রচণ্ড লড়াই করেছি বলেই রাজ্যগুলো কিছুটা সুবিধা পাচ্ছে। সুজন চক্রবর্তী জানান, বাংলার বঁড়শি সারা ভারতে এমনকী দেশের বাইরেও রপ্তানি হয়। বঁড়শি ও পোশাক শিল্পে যাতে করের বোঝা কমে তা দেখতে হবে। এবং ওষুধের ওপর বিশেষ করে জীবনদায়ী ওষুধের ওপর কর যাতে ৫ শতাংশের বেশি না হয় তা নিয়ে কেন্দ্রকে চাপ দেওয়া হোক।”

 

Workers of unorganised sector in Bengal get benefits worth Rs 880 crore

The Bengal Labour department has provided benefits worth Rs 880 crore under different welfare schemes to workers in unorganised sector in the past five years. The state Labour Minister said that the erstwhile Left Front government provided benefits worth Rs 9 crore to the workers of the unorganised sector in the last eleven years of their regime. It has been a 100 per cent increase in the past five years.

He said that workers of the unorganised sector including masons, bidi workers and daily wage labourers were immensely benefitted. At the same time, their family members have got the social security after getting the benefits. In many cases, benefits in the unorganised sectors were doubled.

Earlier, a construction worker used to get medical benefit of Rs 5,000 and now it has been increased to Rs 10,000. Their children also get assistance to carry out their studies. Earlier, it was Rs 2,000 and now, it has been increased to Rs 4,000 for a student of Class XII. Moreover, for a child of worker pursuing courses in medical and engineering, the assistance has been doubled to Rs 30,000. Now, the bidi workers get help to build their houses and to ensure power supply in their houses. At the same time, they are helped for creating infrastructure necessary for their work.

It may be recalled that Shramik Mukti Card, using which the workers could get all benefits, were introduced after the change of guard in the state and 90 lakh workers have already received the cards. The Trinamool government had also increased the minimum wages of daily wage labourers to Rs 6,600 per month. The increase was of around 34 per cent compared to that of previous wage and the minimum wages in the state has become Rs 7,300 per month by the end of the last calendar year.

 

 

পাঁচ বছরে বাংলার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সরকার ৮৮০ কোটি টাকার সাহায্য প্রদান করেছে

গত পাঁচ বছরে শ্রমিক দপ্তর বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ৮৮০ কোটি টাকার সাহায্য করেছে।রাজ্যের শ্রমমন্ত্রী বলেন, পূর্বতন বাম সরকার তাঁদের শাসনের শেষ ১১ বছরে এই ক্ষেত্রে ব্যায় করেছিল মাত্র ৯ কোটি টাকা।

গত পাঁচ বছরে রাজমিস্ত্রি, বিড়ি কর্মী থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রের সকল শ্রমিকই প্রভুত উপকৃত হয়েছেন। শ্রমিকদের পাশাপাশি এই সাহায্যের ফলে শ্রমিক পরিবারগুলিরও সামাজিক নিরাপত্তা অনেক বেড়েছে।

এর আগে নির্মাণ কাজে নিযুক্ত কর্মীরা ৫০০০ টাকার আর্থিক সহায়তা পেতেন চিকিৎসার জন্য, এখন সেই পরিমান বেড়ে হয়েছে ১০,০০০ টাকা। আগে শ্রমিকের সন্তানরা ১২ শ্রেণী পর্যন্ত পড়াশুনোর জন্য ২০০০ টাকা সহায়তা পেত, এখন তা বেড়ে হয়েছে ৪০০০ টাকা। কোনও শ্রমিকের সন্তান মেডিক্যাল বা ইঞ্জীনিয়ারিং নিয়ে পড়াশুনো করলে আর্থিক সহায়তা পায় ৩০,০০০ টাকার। বিড়ি কর্মীরা নিজের গৃহ নির্মাণ ও গৃহে বিদ্যুৎ সংযোগের যাবতীয় সহায়তা পেয়ে থাকেন।

শ্রমিক মুক্তি কার্ড, যার মাধ্যমে এই সকল সুবিধা পেতে পারেন একজন শ্রমিক, সেই কার্ডও এই সরকার প্রথম শ্রমিকদের হাতে তুলে দেন। ইতিমধ্যেই ৯০ লক্ষ মানুষ এই কার্ড পেয়েছেন। দৈনিক মজুরিতে যেসকল শ্রমিকরা কাজে নিযুক্ত হন তাদের ন্যুনতম মজুরিও এই সরকার বাড়িয়ে করেছে মাসে ৬,৬০০ টাকা। এটি আগের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি। সারা রাজ্যে ন্যুনতম মজুরি এই মুহূর্তে মাসে ৭,৩০০ টাকা।

 

Image Source

WB Govt writes to Centre to expedite renaming of state

The West Bengal government has written to the Centre urging to expedite the process required to change the name of the state as passed in the Assembly on August 29, 2016.

It may be recalled that the West Bengal Legislative Assembly had passed the resolution of renaming the state as “Bangla” in Bengali and “Bengal” in English in the special session that was held on August 29.

A letter has been sent to the Centre requesting it to do the necessary as early as possible. The decision of the House in passing the resolution to change the name of the state will immensely benefit lakhs of students and people from all walks of life in coming days.

 

রাজ্যের নাম বদলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার

রাজ্যের নাম বদলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার। গতবছর ২৯শে অগস্ট বিধানসভায় রাজ্যের নতুন নামকরনের সিদ্ধান্ত পাশ হয়। বাংলায় নতুন নাম হবে “বাংলা”, ইংরাজি ভাষায় “Bengal” এবং হিন্দিতে ‘বাঙ্গাল’।

রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে এই প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে।

এই সিদ্ধান্তটি সংসদে গৃহীত হলে লক্ষ লক্ষ পড়ুয়া ও সর্বস্তরের মানুষ উপকৃত হবেন। রাজ্যের জনগণ ও ছাত্রছাত্রীরা রাজ্যের নতুন নামকে স্বাগত জানিয়েছে।