BJP is a party of worthless, incompetent people: Mamata Banerjee

Mamata Banerjee today spoke at a party workers’ meeting in Asansol.

Highlights of her speech:

  • They have removed 80,000 jobs from the Railways. Where will you get jobs?
  • The BJP is just giving the people lollipops before the 2024 elections. It is a party of worthless, incompetent people.
  • The BJP is saying that over four years, the Union government will recruit just 20,000 people and later another 40,000 people. So won’t even 1,000 people from my state get jobs?
  • If anyone speaks up against the BJP, the CBI and ED are thrust on them.
  • Why are BJP leaders not arrested even after making dirty comments?
  • Why was Mohammed Zubair arrested? What did he do?
  • You have not only won in Asansol. You have completely shut up the BJP.

 

INTTUC stages protest over disinvestment of 42 state-owned companies by the Centre at ECL, Asansol

Indian National Trinamool Trade Union Congress has taken up the issue of disinvestment of 42 state-owned companies by the Centre. In this regard a protest rally was organised at the Eastern Coalfields Ltd, Asansol on July 9, by the Koyla Khadan Shramik Congress.

The centre has decided to disinvest 42 state-owned companies including the BSNL, five airports, Alloy Steel Plant in Durgapur and Chittaranjan Locomotive.

Here are some pictures:

 

Protest Rally at ECL, Asansol – 1

Protest Rally at ECL, Asansol – 2

Protest Meeting at ECL, Asansol 

Protest Rally at ECL, Asansol – 3

20 more CNG buses for south Bengal

The State Environment Department has decided to introduce 20 more CNG buses in the districts of south Bengal. It will be fully funding the project.

CNG or compressed natural gas is a non-polluting fuel and hence does not adversely impact the environment.

The Transport Department has a plan to operate CNG buses all over the state, a plan which will be implemented in phases.

Besides being environment-friendly, CNG buses have another major advantage: though the cost of a bus is more – around Rs 1 crore – the cost of maintenance is considerably less than conventional buses. The cost of fuel is also much cheaper too.

The Government had earlier introduced CNG buses in Asansol and Durgapur, wherea total of 30 such buses ply. Wherever they have been introduced, CNG services have become very popular as well.

With respect to promoting environment-friendly means of travel, the Transport Department has also been giving a lot of support for the promotion of electric and biogas-run vehicles. Electric buses are run in New Town, the model smart city of the State Government. Eighty more electric buses will be introduced in various places by August. Buses using compressed biogas (CBG), produced from cow dung, as fuel run on certain routes in Kolkata.

Source: Millennium Post

Digital library on Kazi Nazrul at Nazrul Tirtha

A digital library on Kazi Nazrul Islam at Nazrul Tirtha in New Town was inaugurated on December 20 by the State Urban Development Minister. It will be extremely beneficial to those carrying out research on Nazrul.

The digital library will be the first-of-its-kind in Bengal. Initially, all the books of Nazrul that have become out-of-print and are lying in different libraries in Kolkata have been digitised. The library will have the first prints of Nazrul’s own books, manuscripts, notations of Nazrul’s songs, advertisements, booklets and photos of his vinyl records, and interviews of Nazrul scholars.

There will also be scripts of plays where Nazrul’s songs have been used, copies of Betar Jagat, the magazine of All India Radio (AIR) for which he worked and magazines edited by Nazrul.

It may be recalled that after coming to power in 2011, Mamata Banerjee laid the foundation stone of a university named after Nazrul, Kazi Nazrul University in Asansol. Nazrul Tirtha was set up to carry out research on him. Cultural shows, seminars and symposia on his life and works are organised to celebrate the birth anniversary of the poet all over the state.

Though Nazrul did not have any formal education, he became famous as a poet at the age of 20 and was known as the ‘Bidrohi Kobi, or ‘Rebel Poet’. He was imprisoned for his criticism of the British rule and many of his poetry books like Agnibina and Bisher Bashi were banned by the British colonial rulers.

Nazrul was also a brilliant music teacher, composer and singer. The 78 rpm discs of Nazrul’s songs by Megaphone Records and Hindusthan Records recorded the highest sales between 1935 and 1939. Many revolutionaries sang his songs which criticised the oppression of British rule.

Importantly for today’s times, his criticism of communalism was reflected in his poems, songs and essays. In fact, he composed many Shyama Sangeets (songs dedicated to the goddess Kali) which are immensely popular.

 

কাজী নজরুলের ওপর ডিজিটাল লাইব্রেরী চালু হল নজরুল তীর্থে

 

নিউটাউনের নজরুল তীর্থে কাজী নজরুলের ওপর একটি ডিজিটাল লাইব্রেরীর উদ্বোধন হল। কাজী নজরুলের ওপর যারা গবেষণা করছেন তাদের খুব উপকারে আসবে এই লাইব্রেরী।

এই ধরনের লাইব্রেরী পশ্চিমবঙ্গে এই প্রথম। কাজী নজরুলের যেসব বই আর ছাপা হয় না, বিভিন্ন লাইব্রেরীতে আছে, সেগুলোকে ডিজিটাইজড করা হয়েছে। এই লাইব্রেরীতে নজরুলের বইগুলির প্রথম মুদ্রণ, পাণ্ডুলিপি, নজরুল গীতির স্বরলিপি, তাঁর ভিনাইল রেকর্ডের বিজ্ঞাপন, বুকলেট ও ফটো থাকবে। থাকবে নজরুল বিশষজ্ঞদের সাক্ষাৎকার।

সাথে থাকবে অনেক নাটকের হস্তলিপি যেগুলিতে নজরুলগীতি ব্যবহার করা হয়েছে। থাকবে বেতার জগতের সংখ্যা। অল ইন্ডিয়া রেডিওর এই পত্রিকার দপ্তরে নজরুল কাজ করতেন।

নজরুল মাত্র ২০ বছর বয়সেই কবি হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁকে ‘বিদ্রোহী’ কবি বলা হত। তৎকালীন শাসকদের বিরুদ্ধে লেখার জন্য ব্রিটিশরা তাঁকে কারাবন্দী করেন; তাঁর অনেক কবিতার বই – যেমন অগ্নিবীণা ও বিষের বাঁশী – নিষিদ্ধ করা হয়।

নজরুল খুব প্রসিদ্ধ সঙ্গীত শিক্ষক, গীতিকার ও গায়ক ছিলেন। তাঁর রচিত গান স্বাধীনতা সংগ্রামে এক নতুন মাত্রা এনে দিয়েছিল। সাম্প্রদায়িকতার লেখা তাঁর গান, ছড়া, রচনা আজ খুবই যুগোপযোগী। তাঁর লেখা শ্যামাসঙ্গীতও খুব জনপ্রিয়।

Source: Millennium Post

Bengal CM launches Misti Hub in Bardhaman

On Friday, after inaugurating a new district in Paschim Bardhaman, Chief Minister Mamata Banerjee inaugurated a Misti Hub in Bardhaman with a remote control from the Asansol Police Line.

The Misti Hub has come up at an approximate cost of around Rs 2.51 crore. The Misti Hub will have 15 shops. Banerjee had announced the Misti Hub while inaugurating Maati Utsav in Bardhaman in 2016. She had directed the concerned officials to take necessary steps so that the construction work could be completed on time. Following the Chief Minister’s instructions, the construction work was done on a war footing. Ever since the announcement, the members of Bardhaman Sitabhog Mihidana Traders’ Welfare Association (BSMTWA) started receiving orders for sweets including langcha, mihidana and sitabhog.

The announcement of constructing of Misti Hub has already seen a tremendous response from the people across the state. The decision of constructing a Misti Hub was taken after considering the business potential of the locally-made traditional sweets in various parts of the state. The traditional sweets of Bardhaman would be sold in small packets in all the outlets of Biswa Bangla.

The Bengal Chief Minister also announced that the same sweets will also be marketed abroad. A member of the BSMTWA said that a particular standard will be maintained to prepare the sweets in the hub. He also said that they have also got the GI certification that will allow no one else to use the technique to prepare sitabhog and mihidana.

 

বর্ধমানে মিষ্টি হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার আসানসোলের এক জনসভায় পশ্চিম বর্ধমানকে রাজ্যের ২৩তম জেলা হিসেবে স্বীকৃতি দেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি আসানসোল পুলিশ লাইন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বর্ধমানের মিষ্টি হাবের উদ্বোধন করেন।

এই মিষ্টি হাবটি তৈরী করতে আনুমানিক খরচ হয়েছে ২.৫১ কোটি টাকা। এই মিষ্টি হাবে থাকছে ১৫টি দোকান। ২০১৬ সালে বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী এই মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণা করেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন নির্ধারিত সময়ের মধ্যে মিষ্টি হাবের নির্মাণ সম্পূর্ণ করার। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছে মিষ্টি হাব। উদ্বোধনের পর থেকেই বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন ল্যাংচা, মিহিদানা ও সীতাভোগের অর্ডার পাওয়া শুরু করেছে।

মিষ্টি হাব তৈরীর কথা ঘোষণার পর থেকেই সারা রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিষ্টিগুলোর ব্যাবসার প্রবল সম্ভবনা দেখেই তিনি রাজ্যের বিভিন্ন অঞ্চলে মিষ্টি হাব নির্মাণের সিদ্ধান্ত নেন। ছোট ছোট প্যাকেট করে বর্ধমানের ঐতিহ্যবাহী মিষ্টি বিশ্ব বাংলার স্টলে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, বিদেশেও পাড়ি দেবে এই মিষ্টি। বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের এক সদস্য বলেন, এই হাবে যে মিষ্টি তৈরি করা হবে, তার গুনমান বিচারের জন্য থাকবে সুনির্দিষ্ট মাপকাঠি। তারা জিআই সার্টিফিকেটও পেয়ে গেছেন, যার ফলে সীতাভোগ ও মিহিদানা তৈরীতে তাঁরা যে পদ্ধতি অবলম্বন করবেন, সেটা আর কেউ করতে পারবে না।

 

We will set up a university in Jhargram district in the future: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee declared Jhargram the 22nd district of the State today.

On November 28, 2016, the Calcutta High Court had given the necessary permissions to set up three new districts — Kalimpong, Jhargram and Asansol. On the same day, the Chief Minister had announced that the new districts will be “officially” created before Poila Boishakh – the Bengali New Year – which falls on April 15.

Earlier, the Chief Minister had declared Kalimpong as the 21st district of the State, on February 14. A new district, Paschim Bardhaman, comprising the industrial zone of Bardhaman, will be declared the 23rd district of the State on April 7, 2017.

Mamata Banerjee addressed a large crowd during the inauguration ceremony today. The salient points of her speech are sas follows:

  • A long-standing demand of the people have been fulfilled today.
  • The days of violence are gone. Peace reigns in Jhargram now.
  • April 4 will be celebrated as Jhargram Dibas from now.
  • We organise sports tournaments involving the people of Jangalmahal every year.
  • 35,000 youths have been given jobs by the police.
  • 32 lakh SC/ST students receive scholarship under the Shikshashree Scheme.
  • We will set up a university in Jhargram district in the future.
  • We have set up 9 colleges, 6 multi super-speciality hospitals in Jhargram district.
  • One lakh artistes get a monthly stipend of Rs 1,000. We will register one lakh more artistes.
  • We have registered 14,000 new people under the scheme for giving pensions to widows.
  • We have started a pension scheme for kendu leaf collectors.
  • From birth to death, we have a scheme for every phase of life.
  • We have given recognition to the Ol Chiki language.
  • We have distributed 35 lakh bicycles under the Sabuj Sathi Scheme. This year 35 lakh more bicycles will be distributed.
  • We have made healthcare free at Government hospitals. ICDS and ASHA workers have been brought under the coverage of health insurance.
  • We started the scheme of providing rice at Rs 2 per kg from Jangalmahal. Eight crore people are now covered under the Khadya Sathi Scheme.
  • We have done away with khajna (tax) on agricultural land.
  • I again urge the Centre to waive farmers’ loans.
  • We have given land pattas to 3 lakh people.
  • People of Jangalmahal are famous across the country for the chhau dance and for archery.
  • We will set up an archery academy in Jhargram.
  • We have taken up a project worth Rs 500 crore to build check dams.
  • The major share of our revenue is taken away by the Centre to pay off the debt incurred by the Left Front Government.
  • Our youths and students are the future of our country.
  • We will make Bengal the best in the world.

 

 

ভবিষ্যতে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরী হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জায়গা জঙ্গলমহল। সেই জঙ্গলমহলের ৮টি ব্লককে নিয়ে পশ্চিম মেদিনীপুর ভেঙে গঠিত হচ্ছে ৩০২৪.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের পৃথক ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলায় রয়েছে ৪ টি বিধানসভাকেন্দ্র- ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বিনপুর।

আজ, মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের আদিবাসী-মূলবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, অনুন্নত এলাকার সুংসহত উন্নয়নের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম অংশকে নিয়ে আলাদা জেলা করা হোক। সেই দাবিকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ফেব্রুয়ারী মাসে কালিম্পঙকে রাজ্যের ২১তম জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ই এপ্রিল বর্ধমান শিল্পাঞ্চল এলাকাকে গঠিত নিয়ে ‘বর্ধমান পশ্চিম’ জেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ আমরা গর্বের সাথে বলি আমাদের নতুন জেলা ঝাড়গ্রাম যা দীর্ঘদিনের মানুষের স্বপ্ন
  • অনেক সাধারণ মানুষ খুন হয়েছেন ঝাড়গ্রাম, লালপাহাড়ি তে। আজ জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে দিতে পেরে আমি গর্বিত
  • আজ থেকে প্রতি বছর ৪ এপ্রিল ঝাড়গ্রাম দিবস পালন করা হবে
  • জঙ্গলমহলের মানুষদের জন্য প্রতি বছর স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করা হয়
  • জঙ্গলমহলের ৩৫ হাজার ছেলেমেয়ে পুলিশে চাকরি পেয়েছে
  • ৩২ লক্ষ তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রীর স্কলারশিপের টাকা পায়
  • ভবিষ্যতে ঝাড়গ্রামের জন্য আমরা নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করব
  • ঝাড়গ্রাম জেলায় ৯ টি কলেজ, ৬ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • এক লক্ষ লোকশিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পায়। আরও ১ লক্ষ শিল্পীকে আমরা এই প্রকল্পের আওতায় আনব
  • বিধবা ভাতা প্রকল্পের আওতায় ১৪০০০ মানুষের নাম নথিভুক্ত হয়েছে
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
  • অল চিকি ভাষা কে আমরা স্বীকৃতি দিয়েছি
  • সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
  • সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আইসিডিএস ও আশা কর্মীদের আমরা স্বাস্থ্য বীমার আওতায় এনেছি
  • দু টাকা কেজি চাল প্রকল্প আমরা জঙ্গলমহল থেকেই শুরু করেছিলাম। রাজ্যের ৮ কোটি মানুষ এখন খাদ্য সাথী প্রকল্পের আওতায়
  • কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি
  • ৩ লক্ষ মানুষকে আমরা জমির পাট্টা দিয়েছি
  • ছৌ নাচ ও তীরন্দাজির জন্য জঙ্গলমহলের মানুষ সারা দেশে জনপ্রিয়
  • ঝাড়গ্রামে আমরা তীরন্দাজির অ্যাকাডেমি তৈরী করব
  • চেক ড্যাম তৈরীর জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে
  • ছাত্র ও যুবরাই আমাদের দেশের সম্পদ
  • বাংলাকে আমরা বিশ্ব সেরা তৈরী করব

 

 

Bengal CM to begin her 5-day tour of Paschimanchal today

Chief Minister Mamata Banerjee is expected to announce the bifurcation of West Midnapore and Burdwan into the much-awaited two more districts during her five-day long tour to Paschimanchal starting today.

Jhargram district will be carved out of West Midnapore and it will be announced as the 22nd district of the state on April 4. Further, Burdwan district will be bifurcated into Burdwan East and Burdwan West. Burdwan West will be the 23rd district that will start functioning as a new district on April 7 in the presence of the Chief Minister.

The CM will chair an administrative review meeting of West Midnapore district at Kharagpur today. She will be present in the programme on Tuesday when Jhargram will start functioning as a new district. The CM will be holding the administrative review meeting of Purulia and Bankura districts respectively on April 5 and 6. From Bankura, she will be going to Asansol to attend the programme from where another new district will be announced.

 

আজ থেকে পশ্চিমাঞ্চলের জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর

আজ থেকে পাঁচ দিনের পশ্চিমাঞ্চলের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের উপহার হিসেবে দুটি জেলা রাজ্যবাসীকে উপহার দেবেন মুখ্যমন্ত্রী। একটি ঝাড়গ্রাম ও অন্যটি বর্ধমান পশ্চিম।

পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হচ্ছে ঝাড়গ্রাম জেলা যা আগামী ৪ এপ্রিল ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। অন্যদিকে বর্ধমান ভেঙে তৈরী হচ্ছে ২৩ তম জেলা বর্ধমান যা ৭ এপ্রিল থেকে প্রশাসনিক কাজকর্ম শুরু করবে।

আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ ও ৬ এপ্রিল পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। অন্য নতুন জেলাটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য আসানসোলের একটি কর্মসূচীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

Jhargram to become Bengal’s 22nd district on April 4

Bengal Chief Minister Mamata Banerjee will declare Jhargram as a new district on April 4, 2017. It will become the 22nd district of the State. The occasion will be marked by cultural functions across the newly-formed district.

If everything goes as planned, the CM is scheduled to arrive in Jhargram on April 2 and attend an administrative meeting at Kharagpur of April 3. She will attend a public function at Jhargram Raj College grounds on April 4 at 1 PM where she will make the announcement. She will also inaugurate several projects on the occasion.

Currently, there are 21 districts in the state. The last district to be formed was Kalimpong (carved out of Darjeeling district). Asansol (carved out of Bardhaman) will be declared a new district before Poila Boishakh (April 15, 2017) as well.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

 

৪ঠা এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম

আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আগামী ২ এপ্রিল ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল খড়গপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আগামী ৪ এপ্রিল ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি এবং সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

বর্তমানে রাজ্যে মোট ২১টি জেলা রয়েছে। কয়েকদিন আগে নতুন জেলা হয়েছে কালিম্পং। পয়লা বৈশাখের আগেই আসানসোলকে নতুন জেলা ঘোষণা করা হবে।

আরও দুটি নতুন জেলা তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। উত্তর ২৪ পরগনাকে ভাগ করে বসিরহাট এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ নিয়ে তৈরী হবে সুন্দরবন জেলা।

 

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।

Three new districts to come into existence on Poila Boishakh

The Bengal Government has got the approval of the Calcutta High Court for the formation of three new districts – Asansol, Kalimpong and Jhargram, informed Chief Minister Mamata Banerjee.

“We will immediately start the procedure for the creation of the three new districts. We are hopeful that the procedure will be completed and the districts will be inaugurated by April 2017,” the Chief Minister said at Nabanna.

Currently, there are 20 districts in the state. The last new district to be formed was Alipurduar in June 2014, which was created by dividing Jalpaiguri.

Asansol will be hived out of Burdwan. Similarly Kalimpong will be hived out of Darjeeling and Jhargram from West Midnapore.

The state government has also planned two separate districts of Basirhat by dividing North 24-Parganas and Sunderbans comprising parts from North 24-Parganas and South 24Parganas.

The Chief Minister also said a team of officials will start visiting the areas that will come under the jurisdiction of the three new districts of Asansol, Kalimpong and Jhargram.

“The team for Kalimpong will be head by the state chief secretary. A team lead by the state home secretary will visit Asansol. The team for Jhargram will be led by the state personnel & administrative reforms secretary, the state police director general and Kolkata police commissioner,” the Chief Minister said.

 

পয়লা বৈশাখে আত্মপ্রকাশ হবে বাংলার নতুন তিন জেলার

কলকাতা হাই কোর্ট অনুমোদন দেওয়াতে তিনটি নতুন জেলা তৈরির কাজ আরও গতি পেল। আদালত যে তিনটি নতুন জেলা তৈরী করার অনুমতি দিয়েছে, সেগুলি হল – আসানসোল, কালিম্পঙ ও ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রী জানান আগামী পয়লা বৈশাখেই আত্মপ্রকাশ হবে নতুন তিন জেলার।

নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন “আমরা এখন নতুন তিনটি জেলা তৈরির কাজ আরও এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করছি সমস্ত প্রয়োজনীয় কাজ ২০১৭ সালের এপ্রিল মাসের আগেই শেষ হয়ে যাবে।”

এই মুহূর্তে এই রাজ্যে ২০টি জেলা রয়েছে। সর্বশেষ জলপাইগুড়ি জেলা ভেঙে অলিপুরদুয়ার জেলা তৈরী হয় ২০১৪ সালের জুন মাসে।

বর্ধমান জেলা ভেঙে তৈরী হবে নতুন জেলা আসানসোল। দার্জিলিং জেলা ভেঙে তৈরী হবে কালিম্পঙ এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরী হবে ঝাড়গ্রাম।

রাজ্য সরকারের আরও পরিকল্পনা রয়েছে সুন্দরবন ও বসিরহাটকেও জেলা ঘোষণা করার।

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান সংশ্লিষ্ট আধিকারিকরা এখন থেকে নতুন জেলা তৈরীর কাজ দেখতে পরিদর্শনে যাবেন।

মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মুখ্সচিবের নেতৃত্বে একটি দল যাবে কালিম্পঙে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি দল যাবে আসানসোলে। ঝাড়গ্রামের দলটিকে নেতৃত্ব দেবে রাজ্য প্রশাসনিক সচিব, রাজ্য পুলিশ ডিরেক্টর ও কলকাতা পুলিশের কমিশানার।”