Bengalathon 2018 to focus on apps for day-to-day needs

State Information Technology and Electronics (IT&E) Minister on Friday launched Bengalathon 2018, inviting software-based solutions from students, technical professionals and common citizens, particularly for the day-to-day problems of common people.

The minister also announced that Chief Minister Mamata Banerjee will lay the foundation stone for her dream Silicon Valley project in New Town on August 13.

“We are looking for app-based solutions in a number of areas that include financial advisory app for senior citizens and game-based app for sensitisation of common people so that they do not get fleeced by fraudsters who pose as bank representatives, know the bank details and siphon money from accounts. We are also looking for an app to have a toto on call,” said a senior official of the IT&E department.

The details for registration along with other details of Bengalathon has been made available in the website of the state IT department and a Facebook page titled Bengalathon has also been introduced.

“Bengalathon” is a technology based competition to recognise innovative ideas that would culminate into path-breaking viable solutions for any of the industry sectors or citizen services and at the same time, provide a platform for them to showcase the innovative skills/ideas of the state resources at the national and international arena. The best solutions will be awarded.

Talking about the Silicon Valley project, the minister said: “We will put up IT&E infrastructure here in such a way that the entire country will look towards this place for solutions in these areas.”

The IT&E department also organised a day-long knowledge based workshop on ‘Internet of Things’ (IOT) involving the academia and the industry to work out a strategy for the state on how to embrace this modern technology, at Biswa Bangla Convention Centre.

Efforts being made to make “Safe Drive Save Life” an example for the world to emulate

Bengal Chief Minister Mamata Banerjee recently chaired a high-level meeting with the State Police officials at Bhabani Bhawan to discuss further steps regarding the “Safe Drive Save Life” campaign so that in can be an example to the whole world, as had happened with Kanyashree Prakalpa.

Earlier, she inaugurated the renovated complex of the West Bengal Police. It was noted that within six months of the implementation of the “Safe Drive Save Life” campaign, the number of road accidents have come down compared to the preceding six months.

It was discussed in the meeting that the State Police will bring a new software and a mobile app for this purpose.

The app will be used to inform the State Police detailing about accidents from the spot so that the administration can take proper steps and formulate strategies for future.

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবার বিশ্বের দরবারে

‘কন্যাশ্রী’র পর এ বার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির ‘সাফল্য’-কে এ বার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছর জুলাইয়ে চালু হয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’৷ রাজ্য পুলিশের দাবি, নতুন কর্মসূচির ব্যাপক প্রচারের ফলে গত বছরের শেষ ছ’মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছ’মাসে পথ-দুর্ঘটনা কমেছে প্রায় ১৫%। প্রাণহানিও কমেছে।

এবার এই কর্মসূচিকে গোটা পৃথিবীর কাছে রোল মডেল করে তোলাই লক্ষ্য, যাতে বিশ্ববাসী তা অনুসরণ করে।

এর পাশাপাশি চালু করা হচ্ছে বিশেষ ট্রাফিক অ্যাপ। এর মাধ্যমে একনিমেষে যে কোনও দুর্ঘটনার খবর শীর্ষ পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে। ঘটনাস্থলের ছবি থেকে শুরু করে যাবতীয় তথ্য চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই।

একইসঙ্গে পুরানো দুর্ঘটনার তথ্য ও ছবি যাতে চটজলদি মেলে, সেই ব্যবস্থাও করা হচ্ছে, যাতে দ্রুত তুলনামূলক বিশ্লেষণ সেরে ফেলা যায়।

 

Bengal Transport Dept introduces app for emergency services

An app for emergency services has been created under the aegis of the Bengal Transport Department, aimed at helping commuters in distress. The app would link the public with police departments, which in turn would connect with ambulance and hospital services.

During the first phase to commence next month, four police commissionerates are going to be part of the project – Kolkata, Bidhannagar, Barrackpore and Howrah. The app would be of help during accidents, criminal attacks, attacks on women and similar situations.

When in danger, people can send messages directly to police stations, the Transport Department, fire services, hospitals and pre-designated relatives and friends via the GPS of the mobile phone, which has to be kept on. Only a button needs to be clicked.

The app has a two-way system. Hence messages from the police and others would also reach the mobile phone. An SMS would reach the pre-designated relative or friend’s number with the location of the person marked on a screenshot of Google Maps.

Through the usage of the app, the police would also be able to map areas where particular types of crimes occur more frequently, and therefore arrange adequate precautionary measures.

Source: Ebela

পথে বিপদ থেকে উদ্ধার পেতে অ্যাপ চালু আগামী মাসে

রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে তৈরি পথ-সুরক্ষা সংক্রান্ত অ্যাপ চালু হতে চলেছে আগামী মাসেই। প্রথম ধাপে কলকাতা,বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া কমিশনারেট এলাকায় চালু হতে চলেছে অ্যাপ। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের কাজ চলছে বলে পরিবহণ দপ্তর সূত্রের খবর।

পথ দুর্ঘটনা, দুষ্কৃতী আক্রমণ কিংবা মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ-সহ রাস্তায় যে কোনও রকম বিপদে বিশেষ কার্যকরী হতে পারে এই অ্যাপ।

জিপিএস নির্ভর ওই অ্যাপ থেকে মোবাইলের মাধ্যমে পাঠানো বার্তা পৌঁছবে পুলিশ, পরিবহণ দপ্তর, দমকল, হাসপাতাল এবং বিপন্ন ব্যাক্তির আত্মীয়-পরিজনদের কাছে। নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই পুলিশ কন্ট্রোলরুমে ‘অ্যালার্ম’ বাজবে। সেখান থেকে যিনি সাহায্য চাইছেন তার নাম, পরিচয়, ফোন নম্বর এবং প্রকৃত অবস্থান জানতে পারবে পুলিশ। বার্তাও ভেসে উঠবে সংশ্লিষ্ট ব্যাক্তির মোবাইলে।

 

Bengal Govt introduces ‘Matir Katha’ app for farmers

The Bengal Government has introduced the ‘Matir Katha – Krishoker Katha’ app for the benefit of the State’s farmers. Through this app, all important farming-related information would be available at the tips of farmers’ fingers, literally. The app is available through Google Play Store.

Information relating to crop problems, natural calamities, government schemes, farmers’ registration with the Department of Agriculture and contact details of block Agriculture Department offices are available in the app.

The app also contains the toll-free number where farmers can call and talk to experts, and register their complaints as well. The number is 18001031100.

The app contains the link to the website of Matir Katha.

 

CLICK HERE TO DOWNLOAD THE APP

 

 

এবার কৃষকদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন “মাটির কথা” আনল রাজ্য সরকার

কৃষকদের সহায়তায় “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করল রাজ্য সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পাবেন। গুগল প্লেস্টোরে Matir Katha লিখে খুঁজলেই পাওয়া যাবে কৃষকদের সহায়তাকারী এই মোবাইল অ্যাপ্লিকেশন।

দেখে নেওয়া যাক কি কি ধরনের সহায়তা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনটি থেকে। এখানে পাওয়া যাবে চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর, প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট, সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণে। কৃষি দপ্তরে যোগাযোগও করা যাবে এই অ্যাপলিকেশন থেকে, সরকারি নানান প্রকল্পের বিবরণ মিলবে এখানে, আর সব কিছুতেই পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতামত।

এছাড়াও কৃষকদের সহায়তার জন্য খোলা হয়েছে টোল ফ্রি ফোন নম্বরও। মাটির কথা’তে সরাসরি যোগাযোগ করতে সোমবার থেকে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারবেন ১৮০০ ১০৩ ১১০০ নম্বরে।

এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইটেও তাঁরা যেতে পারেন।

 

এই লিঙ্ক-এ গিয়ে এপ ডাউনলোড করুন

 

Pathadisha app to have realtime location of state-run buses plying to tourist spots

Real-time location of the state-run buses plying from the city to tourist spots, including some religious places in adjoining districts, will be soon made available in Pathadisha App. If everything goes as planned, then in another four months the information will be available in the app.

The state Transport department has introduced the app in the mid of March to help commuters get information on the real time location of state-run buses. With inclusion of all the buses run by WBTC, the realtime location of those plying in adjacent districts including Howrah, Hooghly, Nadia, North and South 24 Parganas will be available in the app.

Buses connecting tourist spots in South Bengal districts including Digha in East Midnapore and Gadiara in Howrah will be included in the app. Moreover, real time location of the buses plying between the city and religious places including Mayapur, Aathpur, Jayrambati, Kamarpukur, Furfura Sharif and Belur Math will also be made available in the app. At present information about some of the buses connecting Dakshineswar Kali Temple with the city and other places have already been made available in the app.

All steps are being taken to complete the task within the next four months.

 

পথদিশা অ্যাপে এবার মিলবে পর্যটন কেন্দ্রের বাসের হদিস

 

রাজ্য সরকারের যে সব বাস শহর থেকে বিভিন্ন জেলার দর্শনীয় ও ধার্মিক স্থানে যাত্রীদের নিয়ে যায়, সেগুলির অবস্থান খুব শীঘ্রই জানা যাবে পথদিশা অ্যাপের মাধ্যমে।

এ বছরের মার্চ মাসে রাজ্য পরিবহণ দপ্তর এই অ্যাপটি চালু করে। এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

খুব শীঘ্রই যে সব বাস কলকাতা থেকে হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা যায় সেগুলোর সঠিক অবস্থানও জানা যাবে।পূর্ব মেদিনীপুরের দিঘা, হাওড়া জেলার গাদিয়াড়ায় যে সব সরকারি বাস যায় সেগুলোও অন্তরভুক্ত হবে এই অ্যাপে।

এ ছাড়া মায়াপুর, আঠপুর, জয়রামবাটি, কামারপুকুর, বেলুড় মঠ, ফুরফুরা শরীফ-এই সকল ধার্মিক স্থানে যে সকল বাস যায় তাদের অবস্থানও জানা যাবে। এই মুহূর্তে দক্ষিনেশ্বর কালিবাড়িতে কলকাতা ও অন্যান্য জেলা থেকে যে সকল বাস আসে তাদের অবস্থান এই অ্যাপে জানা যায়।

আগামী চার মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।

Kolkata Police introduces app for pandal-hoppers during Durga Puja

Kolkata Police has introduced the updated Android based mobile application “KOLKATA POLICE SMART PUJA GUIDE ”. Released last year, the App has been updated on September 2016.

The Commissioner of Kolkata Police on Monday unveiled the road map to guide pandal hoppers and the mobile phone app has also been introduced using which one can easily get direction to reach his or her destination. The most important part of the app is that photograph and information of a missing child can be uploaded in it. Some children go missing in the crowd during Durga Puja. Introduction of the app would help the police return the children to their parents easily.

This App will provide also Puja Pandal related information to the citizens during Pujas.

The application, Utsav app, will provide to its uses news and updates, the nearest Durga Puja which is around the place you are in, the road and route maps of different puja pandas and the the time to drive to a paju pandal from your current location.

The application is also providing the contact number, address and theme of different puja pandals.

 

KP app

Screenshot of the Utsavapp

 

 

The app may be downloaded and installed in smartphones from Google Play Store.

Click here to download

 

পুজো প্যান্ডেল পরিদর্শনের জন্য মোবাইল অ্যাপ চালু করেছে কলকাতা পুলিশ

শারদীয়ার দিনগুলি  শান্তিপূর্ণ ভাবে উপভোগ করার জন্য কলকাতা পুলিশ গত বছর নাগরিকদের সাহায্যার্থে একটি বিশেষ মোবাইল অ্যাপলিকেশন ‘কলকাতা পুলিশ স্মার্ট পূজা গাইড’ চালু করেছে। ২০১৬-র সেপ্টেম্বর মাসে অ্যাপটি আপডেট করা হয়েছে।
সোমবার কলকাতা পুলিশের কমিশনার পূজা গাইড ম্যাপের পাশাপাশি উৎসব অ্যাপ্লিকেশনটিরও সূচনা করলেন। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তার গন্তব্যে পৌঁছাতে পারবেন। অ্যাপ্লিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল – কেউ হারিয়ে গেলে তার ছবি সহ যাবতীয় তথ্য এই অ্যাপ্লিকেশনে আপলোড করা যাবে। পূজা ভিড়ের মধ্যে অনেক সময়ই শিশুরা হারিয়ে যায়। অ্যাপ্লিকেশনের তথ্যের মাধ্যমে সহজেই পুলিশ সেইসব হারিয়ে যাওয়া শিশুদের তাদের বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে পারবে।
পুজোর সময় পুজো প্যান্ডেল সংক্রান্ত সবরকম তথ্যও পাওয়া যাবে এই অ্যাপটিতে।এই  মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে  চারপাশের সব পূজামণ্ডপের সন্ধানের সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার দিকনির্দেশ পাওয়া যাবে।বিভিন্ন পুজো মণ্ডপগুলির ঠিকানা, উদ্যোক্তাদের ফোন নম্বর ও প্যান্ডেলটি কোন থিমের ওপর করা হয়েছে সেই সংক্রান্ত সব তথ্যও পাওয়া যাবে এই অ্যাপটিতে।

যেকোনো অ্যান্ড্রোয়েড ফোনের গ্রাহক তার ফোন থেকে এটি ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

এছাড়া পুজোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতা পুলিশ তার একমাত্র ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।পুজো উপলক্ষে বিধাননগর কমিশনারেট এলাকায় ২৮ টি সি সি টি ভি ক্যামেরা বসানো হচ্ছে। সেক্টর ফাইভ ও ভি আই পি রোডের দিকে পর্যাপ্ত নজরদারির জন্য পুজোর আগেই এগুলো চালু করা হবে।সব মিলিয়ে দুর্গা পুজো ও মহরম উপলক্ষে কলকাতা পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে ৭৬ টি অস্থায়ী ক্যামেরা বসিয়েছে। পুজোর দিনগুলোতে ভিড়ের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়া রুখতে দুটি মিসিং পার্সনস স্কোয়াড থাকছে।

পুজোর দিনগুলোতে শহরের বিভিন্ন প্রান্তে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় ২১ টি কুইক রেসপন্স টিম, ২৫ টি হেভি রেডিও ফ্লায়িং স্কোয়াড, ২৫ টি ডিভিশনাল মোবাইল ভ্যান ও ৮৬ টি ওয়াচ টাওয়ার থাকবে।

 

State to launch app to give prompt flood updates

An app, which will promptly give the flood updates of the state, is set to take the state’s flood management system to a new high. The state irrigation and waterways department has developed the smart phone application and it is all set to be inaugurated.

Earlier, the department had developed a system – Soft Requirement Specification (SRS) which enables the administration to instantly take a stock of flood situations in districts on a real time basis. The system, which has been incorporated in the department’s website, is now transferred to a mobile app.

With the use of new app, the dissemination of flood related information will be easier. It will just take some minutes of update the flood information from the spot.

 

বন্যা সম্পর্কিত সবরকম আপডেট পেতে অ্যাপ চালু করল রাজ্য সরকার

উচ্চ পর্যায়ের বন্যা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশন চালু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যা অবিলম্বে রাজ্যের সব জায়গার বন্যা সংক্রান্ত সব আপডেট দেবে। রাজ্য সেচ ও জলপথ বিভাগ এই স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে এবং এটি শীঘ্রই উদ্বোধন করা হবে।

আগেও এই দপ্তর একটি প্রক্রিয়া তৈরি করেছিল – সেটি হল SRS (Soft Requirement Specification)। এর মাধ্যমে অবিলম্বে বন্যা পরিস্থিতি সম্পর্কিত সব তথ্য পাওয়া যেত। এই প্রক্রিয়াটি দপ্তরের ওয়েবসাইটে আগেই সংযোজিত ছিল, বর্তমানে সেটিকেই অ্যাপে পরিবর্তন করা হল।

এই অ্যাপের মাধ্যমে এখন বন্যা সংক্রান্ত সব রকম তথ্য খুব সহজেই পাওয়া যাবে। নির্দিষ্ট এলাকা থেকে খুব সহজেই কিছু মিনিটের মধ্যেই মানুষের কাছে আপডেট পৌঁছে যাবে।

 

 

West Bengal tourism department launches app

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’.

Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.

The sight would be powered by information on each and district of the state and the various places that can be visited and activities that can be taken up. There would also be information on the various festivals of the state.

Through some related links on the app, the users can also get access to Facebook, Twitter Page of West Bengal Tourism Development Corporation and Bengal cuisine website. Online booking facilities would also be available through the app available on android.

 

মোবাইল অ্যাপ চালু করলো পর্যটন দপ্তর

রাজ্যের পর্যটনের আরও বিকাশের লক্ষ্যে রাজ্য পর্যটন বিভাগ ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ এই থিমের ওপর ভিত্তি করে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।

পর্যটকদের আগ্রহের জায়গাগুলির উপর বিভিন্ন তথ্যের পাশাপাশি মানচিত্র ও দিক নির্দেশও দেওয়া থাকবে এই অ্যাপলিকেশনে।

রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করার যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপলিকেশনে। এছাড়া রাজ্যের বিভিন্ন উৎসব সম্পর্কিত তথ্যও  পাওয়া যাবে এখানে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন দপ্তরের ফেসবুক, টুইটার ও ওয়েবসাইটের মাধ্যমেও সব রকম তথ্য পাওয়া যাবে। অনলাইন বুকিং সুবিধা ছাড়াও অ্যানড্রয়েড ফোনেও এই অ্যাপ্লিকেশন উপলব্ধ হবে।