‘Anurodher Ashor’ – song request programme – featuring veteran singers and musicians hold at Nazrul Mancha today.
Songs from the golden era of Bengali music highlighted of this programme.
Incidentally, Mamata Banerjee instituted ‘Sangeet Samman’ awards in 2012. Veterans like Firoza Begum, Girija Debi, Sandhya Mukherjee, Dwijen Mukherjee, Manna Dey, Pandit Ajoy Chakraborty and others have been honoured in the past. She has also initiated Lok Prasar Prakalpa for folk artistes.
‘Anurodher Ashor’ is a step in the direction for the revival of the golden age of Bengali music.
‘অনুরোধের আসর‘ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ নজরুল মঞ্চে ‘অনুরোধের আসর’ বসেছিল।
এ সময়ের বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের কণ্ঠে দর্শক-শ্রোতারা ছিলেন, সঙ্গে ছিল নস্টালজিয়া। বাংলার স্বর্ণযুগের গানগুলো এই মঞ্চে নতুন করে শোনা গেল।অনুষ্ঠানটির সূচনা করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি বলেন এবছর প্রথম আমরা এই অনুষ্ঠান শুরু করলাম, আগামী বছর আরও ভালো ভাবে এই করব।
২০১২ সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে ‘সংগীত সম্মান’। ‘লোকপ্রসার’ প্রকল্প নাম দিয়ে বাংলার লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে প্রায় ৮৬ হাজার শিল্পীকে এর আওতায় আনা হয়েছে। আরও ১ লক্ষ ১৪ হাজার শিল্পীকে এই প্রকল্পে আনার উদ্যোগী হয়েছে।