Bengal CM attacks Opposition over dengue politics

Bengal Chief Minister Mamata Banerjee today attacked the Opposition on the dengue issue.

She said, “We do not have a control over diseases. We have to remain alert and maintain cleanliness. We must take care. Chairmen and councilors of various municipalities must visit their areas regularly. Awareness drives must be conducted.”

She added, “Instead of standing by the people at this point of time, they are indulging in politics. Let them share the statistics of the States ruled by them first.”

She stated the number of deaths in 2017 due to vector-borne diseases and swine-flu in different States:

  • Maharashtra – 685
  • Gujarat – 434
  • Rajasthan – 230
  • Uttar Pradesh – 165
  • Madhya Pradesh – 141
  • Tamil Nadu – 120
  • Kerala – 111
  • Odisha – 83
  • Assam – 87
  • Bengal – 34

 

The CM said that special anti-Dengue drives were undertaken in Bengal since January, or else the casualty figures would have been higher. She also added that Bengal has set up several dengue detection centres.

ডেঙ্গু ইস্যুতে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ বর্ধিত কোর কমিটি মিটিংএ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডেঙ্গু ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের।

তিনি বলেন, “রোগ আপনার আমার হাতে নেই, কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সঠিক সময়ে সঠিক কেয়ার নিতে হবে। মিউনিসিপালিটির চেয়ারম্যানরা কাউন্সিলরদের নিজের এলাকায় বারবার ভিজিট করতে বলুন। জেলা পরিষদরাও ভিজিট করবেন। কাউন্সিলর, এমপি, এমএলএরা প্রশাসনকে সাথে নিয়ে সচেতনতা প্রোগ্রাম করুন। নিজেদের এলাকা ভালো রাখুন, সজাগ থাকুন।“

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিপিএম কংগ্রেস বিজেপি মানুষের পাশে না দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে, নিজের রাজ্যের হিসেবটা ফার্স্ট নিতে বলুন।”

তিনি পরিসংখ্যান দিয়ে বলেন কন রাজ্যে ২০১৭ সালে Vector-Borne Diseases & Swine Flu-র কারণে কত মৃত্যু হয়েছেঃ

  • মহারাষ্ট্র – ৬৮৫
  • গুজরাট – ৪৩৪
  • রাজস্থান – ২৩০
  • উত্তর প্রদেশ – ১৬৫
  • মধ্যপ্রদেশ – ১৪১
  • তামিলনাড়ু – ১২০
  • কেরল – ১১১
  • ওড়িশা – ৮৩
  • আসাম – ৮৭
  • বাংলা – ৩৪

 

মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জানুয়ারী মাস থেকেই ডেঙ্গুরোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় নয়তো মৃত্যুর সংখ্যা আরও বেশী হতে পারত। তিনি এও বলেন এই রাজ্যের মত এতগুলো ডেঙ্গু ডিটেকশন ল্যাবোরাটরি আর কোন রাজ্যে নেই।

Govt not to tolerate any negligence in dengue cases: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee said that the State Government will not tolerate any kind of negligence to tackle dengue cases in the state. In her speech during the Assembly session, she said that everybody has to work together to prevent further spread of the disease.

“The State Government did not neglect diseases like dengue, malaria and encephalitis,” she said. She emphasised on taking preventive measures and asked the MLA s of the Opposition parties for helping the State Government to spread awareness of this disease.

She also said that the State Government has taken several drives to combat the deadly mosquito-borne virus. During this campaign, 87,000 additional workers have been deployed for cleaning of roads, drains, water bodies, regular lifting of waste and garbage from roads, markets,hospitals and major places of the town, scientific management of solid waste by way of using around 200 compactors.

Various cleanliness activities are being undertaken in each ward by involving councillors, health functionaries, self-help groups, ICDS workers, conservancy workers, schools, colleges, clubs, market committee members and various government organisations. In all, the 125 municipalities intensive awareness campaigns are being conducted to spread health awareness on vector-borne diseases.

 

ডেঙ্গু মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কর্তব্যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ এই সময়ে রাজ্যের পাশে থাকা উচিত বিরোধীদের’৷ অন্যদিকে, ডেঙ্গু মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা৷

তিনি বলেন, “রাজ্য সরকার ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফালাইটিসের মত রোগ অবহেলা করে না”। তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিরোধী দলের বিধায়কদের রাজ্য সরকারকে সাহায্য করার কথা বলেন।

তিনি আরও বলেন, যে সরকার মশাবাহিত বিভিন্ন রোগের বিরুদ্ধে অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। রাস্তা, ড্রেন, জলাশয়, বর্জ্য ও রাস্তাঘাট, বাজার, হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করার জন্য ৮৭,০০০ অতিরিক্ত শ্রমিক মোতায়েন করা হয়েছে এবং ২০০টি কম্প্যাক্টর বসানো হয়েছে।

বিভিন্ন কাউন্সিলরসহ স্বাস্থ্য কর্মকর্তা, স্বনির্ভর গোষ্ঠী, আই সি ডি এস কর্মী, শ্রমিক, স্কুল, কলেজ, ক্লাব, বাজার কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দ্বারা প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছনতার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে ১২৫টি পৌরসভায় মশা বাহিত বিভিন্ন রোগের জন্য সচেতনতামূলক কাজ শুরু হয়েছে।

Union Health ministry lauds KMC for conducting anti-dengue health drives

The National Vector Borne Disease Control Programme under the Union Health ministry has lauded the efforts taken up by the Kolkata Municipal Corporation (KMC) to control malaria and dengue in the areas under its jurisdiction.

The KMC’s three tier planning to combat the disease, like having special health teams in the wards and rapid action teams in the borough and in the central level was also appreciated by the Ministry.

The KMC has submitted details of 629 private nursing homes and pathological laboratories to the ministry.

To combat the spread of the disease, the KMC has identified 36 wards where special drives will be conducted against malaria and dengue.

Some of the wards where this drive will be launched are 25, 23, 61, 62, 55, 82, 74, 76, 107, 108, 109 and 104 as in these areas more dengue cases were detected last year.

The KMC has launched massive awareness programme in all the 144 wards where the people have been requested to change their water stored in containers at least once a week. Similarly, water in flower vases should also be changed once every week.

The owners of buildings have been requested to ensure that the overhead tanks and the underground reservoirs have covers. It is also conducting drives at the state-run hospitals and offices. If mosquito larvae are found, then special drives are conducted. The KMC has overall five dengue detection centres.

The civic authorities are requesting people to get their blood tested at its laboratories at free of cost and get free medicines.

 

রাজ্যের ডেঙ্গু মোকাবিলার প্রচেষ্টার প্রশংসা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ন্যাশনাল ভেক্টর রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির বেশ প্রশংসা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কলকাতা পৌরসংস্থার ত্রি-স্তরবিশিষ্ট পরিকল্পনা, বিশেষ টিম ইত্যাদি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের থেকে অনেক প্রশংসা পেয়েছে।

কলকাতা পৌরসংস্থা মন্ত্রণালয়ে ৬২৯টি বেসরকারী নার্সিং হোম এবং ল্যাবরেটরিজের বিস্তারিত বিবরণ  জমা দিয়েছে।

রোগের বিস্তার যাতে না ঘটে কলকাতা পৌরসংস্থা ৩৬টি ওয়ার্ডে ম্যালেরিয়া ও ডেঙ্গু বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

কিছু কিছু ওয়ার্ডে এই অভিযান শুরু করা হবে। গত বছর কিছু কিছু ওয়ার্ডে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। যেমন – ২৫, ২৩, ৬১, ৬২, ৫৫, ৮২, ৭৪, ৭৬, ৭৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১০৪ নং ওয়ার্ডে।

কলকাতা পৌরসংস্থা ১৪৪টি ওয়ার্ডে ব্যাপক সচেতনতা কর্মসূচি চালু করেছে। মানুষকে অনুরোধ করা হয়েছে কোথাও জমা জল না রাখতে। একইভাবে, প্রতি সপ্তাহে অন্তত একবার ফুলদানির জল পরিবর্তন করা উচিত।

বাড়ির মালিকদের ওভারহেড ট্যাংক এবং ভূগর্ভস্থ জলাধার ঢাকা দিয়ে রাখার অনুরোধ করা হয়েছে। সরকারি সব হাসপাতাল ও অফিসগুলোতেও পুরসভা তাদের সচেতনতামূলক অভিযান চালিয়েছে। যদি কোন মশার লার্ভা পাওয়া যায় তাহলে সেখানে বিশেষ অভিযান চালানো হয়েছে। কলকাতা পৌরসংস্থার  পাঁচটি ডেঙ্গু সনাক্তকরণ কেন্দ্র রয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের ল্যাবরেটরিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হচ্ছে এবং ওষুধ দেওয়া হচ্ছে।