Highlights of Dr Amit Mitra’s Budget 2017-18 Speech

Bengal Finance Minister Dr Amit Mitra presented the State Budget for 2017-18 at the Legislative Assembly today.

The Budget reflected the enormous effort put in by the Trinamool Congress Government to turn around a State left in ruins by the 34 years’ of Left Front rule. Despite being still in debt, and with no moratorium being provided by the Centre despite repeated requests, the State has made huge progress on all fronts.

For example, Dr Mitra said, “Tax collection has increased by 103% from 2010-11 to 2016-17”, which is a record among States.

After winning the 2016 Assembly election with a huge mandate, the developmental work in the State has continued apace.

 

HIGHLIGHTS OF BENGAL BUDGET 2017-18 SPEECH

Debt problem

  • On the one hand, we have the legacy of the enormous debt left behind by the Left Front Government. On the other hand, there was the effect of demonetisation.
  • We will have to pay more than Rs 47,000 crore as debt instalment this year.
  • We may be cash-strapped but we are a humane Government; we believe in “hanste hanste chalna seekho”.

Growth

  • Growth rate of India’s Index of Industrial Production (IIP) was -0.1% in 2016-17, while that of Bengal was 4.8%
  • Plan Expenditure of Bengal increased fourfold from 2010-11 to 2016-17

New announcements

  • Anganwadi workers, who provide nutrition to pregnant women, and new mothers and infants, brought under Swathya Sathi scheme
  • ASHA workers, who are a pillar of strength in the health sector, brought under Swathya Sathi scheme
  • Monthly allowance of Anganwadi workers will be increased by Rs 500, benefitting 2 lakh workers
  • Monthly allowance of ASHA workers will be increased by Rs 500, benefitting 50,000 workers

Fund

  • 50,000 artisans who lost jobs due to demonetisation to be given an aid of Rs 50,000 each
  • Rs 50 crore allocated for small businesses
  • A special fund of Rs 100 crore created for farmers

Taxation

  • Fundamental reforms in the taxation system ushered in, including simplification of the process and e-taxation
  • Tax collection increased 103% from 2010-11 to 2016-17, a record among States, reflecting the Trinamool Congress Government’s commitment and transparency
  • Stamp duty will be reduced to 2%, from 5%
  • Education cess and rural employments cess will be exempted for the betterment of tea industry.

GST

  • GST must be for the benefit of common people and small traders, among others; the State’s financial autonomy and federal structure must not be hampered.
  • GST Council has adopted the recommendations put forward by Bengal – Bengal has won what was sometimes a lonely fight

Settlement scheme

  • New settlement scheme started in December 2016, due to the overwhelming response received, extended till March 31, 2017

VAT

  • Ceiling of primary slab of VAT increased from Rs 10 lakh to Rs 20 lakh
  • Small traders and enterprises will no longer have to physically come to State Government offices to file hard copies of documents for VAT purposes
  • VAT audit report will be abolished, benefitting 30,000 businesses
  • All pending cases of VAT settlements will be disposed off by December 31, 2017
  • Small and medium enterprises and manufacturing companies to be brought under the ambit of minimal VAT scheme
  • VAT on solar water heaters, bio-diesel, terracotta tiles, kerosene stoves and sal leaf products will be abolished

Planned Expenditure (PE)

  • Despite demonetisation, Plan Expenditure of Bengal for 2017-18 will be Rs 64,733 crore
  • Target for revenue collection in 2017-18 is Rs 55,786 crore

Employment

  • 13.27 lakh employment opportunities created during last fiscal

২০১৭-১৮ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

আজ বিধানসভায় ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।

৩৪ বছরে বাম শাসন বাংলাকে ধ্বংস করার পর বাংলার উন্নয়নের কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে এই বাজেটে। বাম আমলে করা বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে চলছে রাজ্য। বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনও রকম সাহায্য করেনি রাজ্যকে। তাও রাজ্য সব দিক দিয়ে এগিয়ে চলেছে।

২০১৬ সালে বিপুল জনমতে পুনরায় সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উন্নয়নের কাজে আরও গতি এসেছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্তে সারা দেশের অর্থনীতি ধুঁকছে। তা সত্ত্বেও তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ যথেষ্ট আশা ব্যঞ্জক।

নোট বাতিল:

  • নোটবাতিল সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। কোন গণতান্ত্রিক দেশে এভাবে ৮৬ শতাংশ নোট বাতিল হয় না।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি প্রথম নোটবাতিলের এবং টাকা তোলার নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।
  • ভারতের জি ডি পি বৃদ্ধির হার নিম্নমুখী,  ১ থেকে ৩.৫ শতাংশ কমতে পারে।
  • নোট বাতিল অর্থনৈতিক ও রাজনৈতিক জরুরি অবস্থার সমান।
  • সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শ্রমিক, চা, জুট, হ্যান্ডলুম, টেক্সটাইল – সব ক্ষেত্র ক্ষতিগ্রস্ত।
  • নোটবাতিলের গোলপোস্ট এখন কালো টাকা থেকে ক্যাশলেস অর্থনীতিতে সরে গেছে।
  • নোটবাতিলের আসল উদ্দেশ্য কারো জানা নেই। এর ফলে কারা উপকৃত হয়েছে?
  • রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা খর্ব করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র।
  • কেন্দ্রের নোট বাতিলের ফলে ভারতের বৃদ্ধির হার কমে ৭.১ শতাংশ হয়ে গেছে।
  • সাপ্লাই চেন ও সহযোগী শিল্প ক্ষতিগ্রস্ত, শ্রমিকরা কর্মহীন হয়েছেন।
  • নোট বাতিলের ফলে রাজ্যের বৃদ্ধির হার কমে হয়েছে ৯.২৭ শতাংশ।
  • নোটবাতিলের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে আরও ২-৩ বছর লাগবে।
  • কৃষকরা কো-অপারেটিভ ব্যাঙ্ক ও লোনের ওপর নির্ভরশীল। নোট বাতিলের ফলে কো-অপারেটিভ সিস্টেম ক্ষতিগ্রস্ত।

ঋণের বোঝা:

  • একদিকে আমাদের ওপর বাম সরকারের করে যাওয়া বিপুল ঋণের বোঝা। অন্যদিকে নোট বাতিলের প্রভাব।
  • এবছর আমাদের ৪৭০০০ কোটি টাকা বেশি ঋণ শোধ করতে হবে।
  • আমাদের কাছে টাকা না থাকলেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি ‘হাসতে হাসতে চালনা শিখো’।

বৃদ্ধি:

  • ২০১৬-১৭ অর্থবর্ষে আই আই পি বৃদ্ধির হার ছিল ০.১ শতাংশ, আর বাংলার আই পি বৃদ্ধির হার ছিল ৪.৮ শতাংশ।
  • ২০১০-১১ থেকে ২০১৬-১৭ পরিকল্পনা খাতে ব্যয় চার গুন বৃদ্ধি পেয়েছে।

নতুন ঘোষণা:

  • অঙ্গনওয়ারী কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • অঙ্গনওয়ারী কর্মীদের মাসিক ভাতা বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে।
  • আশা কর্মীরা হেলথ সেক্টরের মেরুদণ্ড। তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • আশা কর্মীদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে ৫০ হাজার কর্মী উপকৃত হবে।

তহবিল:

  • ক্ষুদ্র শিল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • কৃষকদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গড়া হবে।
  • নোট বাতিলের ফলে কর্মহীন ৫০ হাজার কারিগরকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে।

কর ব্যবস্থা:

  • আমরা কর ব্যবস্থায় মৌলিক পরিবর্তন করেছি । করা হয়েছে সরলীকরণ। শুরু হয়েছে ই-ট্যাক্সেশন ব্যবস্থা।
  • ২০১০-১১ থেকে ২০১৬-১৭ অবধি রাজ্যের রাজস্ব আয় ১০৩% বৃদ্ধি হয়েছে।
  • রাজ্যগুলির মধ্যে রাজস্ব বৃদ্ধির হারে বাংলাই প্রথম।
  • স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমে ২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • এডুকেশন সেস ও রুরাল এমপ্লয়মেন্ট সেস মকুব করা হচ্ছে।

জিএসটি:

  • বাংলার দাবি ছিল জিএসটির ফলে যেন উপকৃত হন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতা ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেন ক্ষুন্ন না হয়।
  • বাংলার দাবি জিএসটি কাউন্সিল মেনে নিয়েছে। হয়তো আমাদের একলা চলতে হয়েছে কিন্তু বাংলার জয় হয়েছে।

সেটেলমেন্ট স্কিম:

  • আমরা ২০১৬ ডিসেম্বর মাস থেকে নতুন সেটেলমেন্ট স্কিম চালু করেছি। আমরা খুব ভাল সাড়া পেয়েছি।
  • সেটেলমেন্ট স্কিম এর সময়সীমা ২০১৭ সালের ৩১ মার্চ অবধি বাড়ানো হবে

ভ্যাট:

  • ভ্যাটের প্রাথমিক স্তরের সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হল।
  • ছোট ব্যবসায়ীদের আর সরকারি অফিসে গিয়ে ভ্যাটের জন্য নথিপত্রের হার্ড কপি জমা করতে হবে না।
  • ভ্যাট অডিট রিপোর্ট তুলে দেওয়া হল। এর ফলে উপকৃত হবেন ৩০,০০০ ছোট ব্যবসায়ী।
  • ৩১ ডিসেম্বর ২০১৭র আগে সমস্ত অমীমাংসিত ,ভ্যাট সেটেলমেন্ট করতে হবে।
  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ও ম্যানুফ্যাকচারিং ব্যবসাগুলিকে ন্যূনতম ভ্যাটের আওতায় আনা হবে।
  • সোলার হিটার, বায়ো ডিজেল, শাল পাতার জিনিসপত্র, টেরাকোটার টালি, কেরোসিনে স্টোভ ভ্যাটমুক্ত করা হল।

পরিকল্পিত ব্যয়ঃ

  • নোট বাতিল সত্ত্বেও ২০১৭-১৮ আর্থিক বছরের মুলধনী ব্যয় ৬৪,৭৩৩ কোটি টাকা করা হয়েছে।
  • ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য কর আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৫৫.৭৮৬ কোটি টাকা

কর্মসংস্থান:

গত আর্থিক বছরে ১৩.২৭ লক্ষ কর্মসংস্থান হয়েছে।

 

 

Major GST issues unresolved: Amit Mitra

A lot of issues related to roll out of Goods and Services Tax are yet to be resolved, feels Bengal finance minister Amit Mitra, chairman of the GST committee of state finance ministers.

“A lot of issues have not been discussed, without which GST cannot be rolled out,“ he told reporters after a pre-state budget meeting with industry bodies and chambers. The Centre has fixed a revised deadline for GST roll out on July 1.

Dr Mitra added that there are at least 15 areas where differences need to be ironed out. According to him, there is no meeting between state revenue officials and their counterparts at the Centre on fitment (fixation of tax slabs for different goods and services).

“In GST, there are tax brack ets like 12% or 18%. But a lot of products are now in the 15% bracket. So it will go to 12% or to 18%. But these issues yet to be discussed.“

Dr Mitra said due to constant efforts by West Bengal, the Centre had admitted single control in GST for tax payers who have a turnover below Rs 1.5 crore.

“As per the revised guidelines, 90% of the dealers (tax payers) in this category will be under state control,“ he added. There are 22.71 lakh tax payers in this category in the country . The number of such tax payers in West Bengal is around 90,000.

Bengal showed exceptional development in last 3 years: Assocham

Bengal showed an exceptional development in last three years, which was never seen before in this state, feels the president of The Associated Chambers of Commerce of India (ASSOCHAM).

The negative image which was hampering in bringing in industry here has gone under the leadership of Chief Minister Mamata Banerjee. The ASSOCHAM President was one of the invited industry guests at the third edition of Bengal Global Business Summit.

He felt that the Bengal government’s focus on MSME is really a great step. MSME will garner huge revenue and profit. It will generate employment in large scale, which big industry could not do at a time.

The Bengal government is ready to give away land, they are industry friendly and the state is bringing reforms to do business easily. The investments will follow the state now, he said.

 

 

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলাঃ অ্যাসোচাম

গত ৩ বছরে অভূতপূর্ব উন্নতি করেছে বাংলা, এমনটাই মনে করেন ASSOCHAM এর সভাপতি।

তিনি বলেন, “অতীতে এরাজ্যের যে শিল্পবিরুপ ভাবমূর্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা দূর হয়েছে, এখন সময় এসেছে এগিয়ে চলার।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ওপর জোর দেওয়া খুব ভালো পদক্ষেপ। কারণ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প থেকে প্রচুর লাভ হয় ও এর ফলে খুব বেশি পরিমান কর্মসংস্থান হয় যা ভারি শিল্পেও হয় না।

তিনি এও বলেন যে রাজ্য সরকার শিল্পবান্ধব এবং নানা সংস্কারের মাধ্যমে রাজ্যে বিনিয়োগের পথ প্রশস্ত করে দিয়েছে।

 

 

PricewaterhouseCoopers to set up Cyber Security Excellence Centre in Kolkata

PricewaterhouseCoopers (PwC) announced setting up its first global cyber security excellence centre in Kolkata. The announcement was made by a top official of PwC at the third edition of Bengal Global Business Summit.

It would be the first cyber security excellence centre of PwC across the globe. It will be set up at Salt Lake’s Sector V at the company’s Kolkata unit.

The government has decided to set up a centre of excellence in cyber security, which the state Cabinet approved recently. The universities will soon include the subject of cyber safety management in their curriculum.

The government has been taking up different measures to combat threats from cyber attacks. Many such research and development (R&D) are going on at present. The state data centre has been upgraded. The state owned cyber excellence centre will have experts equipped with the best and most sophisticated instruments.

 

কলকাতায় ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে প্রাইসওয়াটারহাউস কুপার

বিশ্ববিখ্যাত সংস্থা প্রাইসওয়াটারহাউস কুপার (PWC) কলকাতায় একটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে। গত শনিবার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ওই সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক একথা ঘোষণা করেন।

বিশ্বে এই প্রথম এমন একটি কেন্দ্র গড়তে চলেছে PWC। কেন্দ্রটি তৈরী হবে সল্ট লেকের সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে।

রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির এক্সেলেন্স কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে; রাজ্য মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন করেছে এই উদ্যোগকে। বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে সাইবার সেফটি ম্যানেজমেন্টও সংযোজিত হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সাইবার সিকিউরিটির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহন করেছে। এই বিষয়ে গবেষণাও চলছে। রাজ্যের ডাটা সেন্টারকে আরও উন্নত করা হয়েছে। রাজ্য সরকারের সাইবার এক্সেলেন্স কেন্দ্রেটিকে আরও উন্নত করার লক্ষ্যে নানা অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে।

Rs 2.35 lakh crore investment proposals received at Bengal Global Business Summit 2017: Bengal CM

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

 

 

The Chief Minister announced that the investments in the major sectors as follows:

  •         Manufacturing sector: Rs 61,765 crore
  •         MSME sector: Rs 50,710 crore
  •         Urban Development sector: Rs 46,600 crore
  •         Transport sector: Rs 36,801 crore

The Chief Minister said that China will invest Rs 27,200 crore in the State while South Korea will be investing in Green City project and MoU has been signed with HIDCO in this regard

The Bengal Chief Minister said that this was the first time 29 countries participated in the Bengal Global Business Summit. In the previous two years Bengal received investment proposals worth Rs 4.93 lakh crore, she informed.

For detailed sector-wise report click here.

২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারের সম্মেলনে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

প্রধান খাতে বিনিয়োগ:

নির্মাণ শিল্প: ৬১,৭৬৫ কোটি

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প: ৫০,৭১০ কোটি

নগর উন্নয়ন: ৪৬,৬০০ কোটি

পরিবহণ: ৩৬,৮০১ কোটি

রাজ্যে চিন ২৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে গ্রীন সিটি প্রকল্পে। এই বিষয়ে হিডকো’র সঙ্গে মৌ সাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের দু’টি বাণিজ্য সম্মেলনে মোট ৪.৯৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা।

 

 

 

India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP: Amit Mitra

Criticing the governments move to demonetise old Rs 500/1,000 notes, Bengal Finance Minister Amit Mitra on Thursday said India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP.

The old high denomination notes were demonetised from November 9. Since then long queues are being witnessed at bank branches and outside ATMs for cash withdrawal.

“Just imagine for Rs 400 crore of supposedly fake money, according to the government itself, you kill or demonetise over Rs 14.5 lakh crore or may be Rs 15 lakh crore.

“I mean what kind of policy is this. Another serious question, we recently saw some new fake money, I am told according to reports. What does this mean. This is horrendous,” the West Bengal minister said.

Calling demonetisation “the biggest scam that is about to happen”, Dr Mitra said it will provide no gain, but only acute pain.

“If these figures (deposits of old notes in banks) are right because what it seems to me is if all the money comes back there was not enough black money… This has two serious implications. One, it could be that the government was purely ignorant because it does not consult anybody…or they have in effect facilitated some people from converting black into white, effectively ending up with no RBI surpluses,” he said.

Dr Mitra also slammed the Centre for trying to enforce cashless economy without preparing grounds for it. “Doesn’t the PM know 86% people have no means to go to cashless economy? 92% villages are unbanked as per RBI figures. There are 21000 unorganised mandis in the country, 383 lakh unorganised units in MSME, which obviously use cash. A major part of any big economy is in cash. To move them into cashless economy is a major task. This cannot be done by destabilising the economy,” he said.

The Bengal Finance Minister, who is also the Chairman of the Empowered Committee of State Finance Ministers on GST, said, “The whole tax architecture will have to change, which is a huge challenge in the form of destabilisation. Can we not move GST a little bit on so that when the economy stabilises (and) people come back to normal living conditions, you bring in another disruption?”

 

নোট বাতিলের ফলে ৪.৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে দেশের জিডিপির: অমিত মিত্র

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে বাংলার অর্থমন্ত্রী আমিত মিত্র বৃহস্পতিবার বলেন, এই তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের জিডিপির ক্ষতি হবে চার লক্ষ ৭০ হাজার কোটি টাকা।

৮ই নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পর থেকে আজ অবধি প্রতি এটিএম ও বাঙ্কের বাইরে সুদীর্ঘ লাইন দেখা যাচ্ছে টাকা তোলার জন্য।

“ভেবে দেখুন, কেন্দ্রীয় সরকার আনুমানিক ৪০০ কোটি টাকা নকল নোটের জন্য সাড়ে ১৪ বা ১৫ লক্ষ কোটি টাকা বাতিল করল। এটা কি ধরনের সিদ্ধান্ত?” তিনি আরও বলেন যে পরিস্থিতি খুবই ভয়াবহ।

অমিত মিত্র বলেন নোট বাতিল দেশের সব থেকে বড় কেলেঙ্কারি যার ফলে জনসাধারনের অপরিসীম কষ্ট ছাড়া আর কিছুই লাভ হল না।

“যে সংখ্যক পুরোনো নোট বাঙ্কে ফিরে এসেছে, সেই সংখ্যাটি যদি যথাযথ হয়, তার থেকে দুটি ব্যাপার বোঝা যায়। প্রথম, কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাপারে কোনও তথ্যই ছিল না, কারন, তারা কাওর সঙ্গে কোনও আলোচনাই করেননি। অথবা, তারা কিছু মানুষকে কালো টাকা সাদা করার সুযোগ করে দিল যে কারনে রিজার্ভ বাঙ্কের কাছে কোনও অধিক টাকা জমা পড়ে নি।”

আমিত মিত্র ক্যাশলেস ইকোনমির ব্যাপারেও কড়া সমালোচনা করে বলেন, কোনও প্রস্তুতি না নিয়েই সরকার ক্যাশলেস ইকোনমির ওপর জোর দিচ্ছেন। “প্রধানমন্ত্রী কি জানেন না যে ৮৬ শতাংশ মানুষের কাছে ক্যাশলেস ইকোনমির সামর্থ নেই। রিজার্ভ বাঙ্কের নথি অনুযায়ী ৯২ শতাংশ গ্রামে বাঙ্ক নেই। দেশে ২১০০০ অসংগঠিত মান্ডি আছে। ৩৮৩ লক্ষ অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে যারা পুরোপুরি ভাবে নগদ টাকায় লেনদেন করেন। এই দেশের সিংহভাগ ব্যাবসাই চলে নোটের ওপর। এই সমস্তকে ক্যাশলেস ইকোনমির দিকে নিয়ে যাওয়া একটি বিশাল কাজ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে সেদিকে এগোনো যায়না,” আমিত মিত্র বলেন।

বাংলার অর্থমন্ত্রী, যিনি অর্থমন্ত্রীদের জিএসটি বিষয়ক এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যানও বটে, আরও বলেন, “জিএসটি লাগু করতে গেলে দেশের কর পরিকাঠামো নতুন করে সাজাতে হবে। নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি ইতিমধ্যেই সংকটে। তাই, আমরা কি কিছুদিন পরে জিএসটি লাগু করতে পারি না যখন দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে?”

Bengal Finance Minister Amit Mitra slams note ban

“Only an authoritarian government can calmly cause such misery to people,” said Nobel Laureate Amartya Sen on the government’s demonetisation move. Concurring with this thought Amit Mitra, Finance Minister of Bengal said no democracy with a money market has withdrawn 86 percent money from the market.

Dr Mitra said FMCG sales have fallen by 35-40 percent. About 70 percent of secondary steel plants in Bengal are not working after demonetisation. India is seeing recessionary tendency due to this move, he added. It will take six months for the government to remonetise the economy, Dr Mitra said. Economists have also agreed that gross domestic product (GDP) will decline by 100-300 bps due to demonetisation.

Joining the crusade against the currency ban, Dr Mitra said the government was not prepared to implement this scheme. Due to the cash clean-up, informal sector in all states is in deep trouble, he said. On deposits made in Jan Dhan account, he said for political purposes government had leaked that West Bengal ranked number one when on the contrary, the state is ranked number 10.

Talking about the Income Tax Amendments Bill announced by the government on Monday, the economist said the government has admitted its failure by introducing an amnesty scheme for the black marketeers.

Dr Mitra, who is also the Chairman of the Goods and Services Tax (GST) Panel, said the indirect tax regime is the biggest fiscal reform in the country and it not a tax rate issue. Since the roll-out of the demonetisation scheme, there are serious concerns over GST rules. The scheme is a second whammy for the states, much bigger than GST process, Dr Mitra said.

Demonetisation causing loss of Rs 25,000 crore of GDP per day: Amit Mitra

Echoing Chief Minister Mamata Banerjee’s words, Bengal Finance minister Dr Amit Mitra on Wednesday said that the demonetisation had caused a loss of around Rs 25,000 crore of Gross Domestic Product (GDP) per day from country’s exchequer.

“The country’s GDP per day is around Rs 45,000 crore. The Chief Minister estimated the loss of GDP per day at around Rs 25,000 crore. This is a huge loss. The nation’s economy will be affected by the Centre’s decision of demonetisation,” Dr Mitra said on the sidelines of the Global Mining Summit and International Mining and Machinery Exhibition, organised by the CII and supported by Coal India Ltd, Ministry of Mines, Coal, Steel, and some other stakeholders.

“The loss is increasing day-by-day. Stranded truckers are waiting for solution in border areas, the traders cannot find any way to do business, and fish markets are empty as there are no buyers. Where we are going?” Dr Mitra asked.

 

 

নোট বাতিলের ফলে দেশের জিডিপির দৈনিক ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে: অমিত মিত্র

বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র বুধবার জানান, নোট বাতিলের যে হঠকারী সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার ফলে প্রতিদিন দেশের জিডিপির ২৫০০০ কোটি টাকা করে লোকসান হচ্ছে।

তিনি বলেন, “সারা দেশের দৈনিক জিডিপি প্রায় ৪৫০০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর হিসেব মত, এই নোট বাতিলের ফলে প্রতিদিন প্রায় ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। দেশের কাছে এটা খুবই বড় একটি ক্ষতি।”

তিনি আরো বলেন “এই ক্ষতি দিন দিন বেড়ে চলেছে। রাজ্যগুলির সীমানায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে শুধু সমাধানের অপেক্ষায়। ব্যবসায়ীরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের ব্যবসা চালানোর। মাছের বাজার পুরো ফাঁকা পড়ে আছে কারণ কোনো ক্রেতা নেই।”

Bengal offers huge investment prospects in mining: Amit Mitra

Bengal today invited companies to invest in coal mining and exploration activities in the state as it highlighted huge opportunities in the sector.

“Deaocha Pachami coal block is the world’s second largest reserves with two billion tonnes and shared by six entities including Bengal. Along with that, Bengal has tied up with Kudurmukh for iron ore deposit exploration in the state,” state Finance Minister Dr Amit Mitra said.

Bengal has identified six granite prospective blocks and exploration has begun in three through competitive bidding, Dr Mitra said while addressing the IMME and Global Mining Summit 2016. He informed that mining would be carried out shortly in four blocks held by West Bengal Power Development Corporation. All these will offer huge investment opportunities and urged companies to take advantage of the same, he said.

At the same time, the minister said, mining activity should be socially responsible and done in dialogue with people where the projects would take off.

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।

 

 

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।

 

 

GST rates a victory for Bengal, states: Amit Mitra

The chairman of the empowered committee of state finance ministers, Dr Amit Mitra, said GST rates fixed on Thursday were a great victory for Bengal and other states. He also pointed out that the rates -0%, 5%, 12%, 18% and 28% -would not have any inflationary impact on the common man.

Bengal is likely to gain from the GST regime as the cess on coal will continue for now, along with the ones on primary education and rural development. Both education and rural development cess are linked with petroleum products, which is not under GST now.

Bengal earns a revenue of Rs 700 crore from coal cess and Rs 500 crore from the two others. The state now has a combination of ad valorem cess of 25% on the value of coal production and a royalty of Rs 5.50-7 per tonne, depending on the grade of coal.

Dr Mitra said that all states fought for 0% GST on grain, though a 6% rate was initially proposed on this. “There would have been inflationary pressure due to this. In a state like West Bengal, there is no VAT on foodgrain, so we all fought for 0% rate on it,“ he said.

The minister also argued that minimum rate of 5% -down from the original 6% -was fixed on the insistence of states. “We protested against 6% minimum rate and brought it down to 5%. For industry , even 1% is huge and can have inflationary impact.The highest slab is also kept at 28% as we were against any slab beyond 30%, which Value Added Tax has,“ Dr Mitra added.

Elaborating on the nittygritty of the new regime, Dr Mitra said revenue officials of different states would together decide on items for the standard category of 12% and 18%, keeping in mind that inflation had to be kept in check.

 

জিএসটি হার বাংলা ও রাজ্যগুলির জন্য লাভজনক হবে: অমিত মিত্র

বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কমিটির চেয়ারম্যান তথা বাংলার অর্থমন্ত্রী মাননীয় ডঃ অমিত মিত্র বলেন, জিএসটির যে হার নির্ধারিত হয়েছে সেটি বাংলা ও অন্যান্য রাজ্যের জন্য একটি বড় জয়। ০, ৫, ১২, ১৮, ২৮ শতাংশ হার সাধারণ মানুষের জন্য কোনও সমস্যা সৃষ্টি করবে না।

প্রাথমিকভাবে খাদ্যশস্যের ওপর ৬ শতাংশ কর বসানোর প্রস্তাব থাকলো সব রাজ্যই ০ শতাংশ করের দাবি তোলে। ডঃ অমিত মিত্র বলেন, “খাদ্য শস্যের ওপর ৬ শতাংশ সেস বসলে মূল্যবৃদ্ধির পরিস্থিতি সৃষ্টি হাত, তাই আমরা সকলেই ০ শতাংশের দাবি তুলি। বাংলার মত রাজ্যে খাদ্যশস্যের ওপর কোনো ভ্যাট বসানো হয়নি।”

তিনি আরও বলেন যে সর্বনিম্ন জিএসটি হার ৬ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পেছনেও রাজ্যদের ভূমিকা ছিল। শিল্পের জন্য ১ শতাংশ করও মূল্যবৃদ্ধি সৃষ্টি করতে পারে। সর্বোচ্চ হার ২৮ শতাংশ রাখা হয় কারণ আমরা ৩০ শতাংশের চেয়ে বেশি করের বিরোধী; ভ্যাটের ক্ষেত্রেও তাই ছিল।

জিএসটির যে চারটি কর শ্রেণী বা স্ল্যাব ধার্য করা হয়েছে, তার কোনটাতে কোন দ্রব্য থাকবে এবার বিভিন্ন রাজ্যের সচিবরা আলোচনার মাধ্যমে ঠিক করবেন বলেও জানান ডঃ অমিত মিত্র।