Country is still searching for ‘Acche Din’: Dr Amit Mitra

Bengal’s Finance and Industry Minister Dr Amit Mitra, addressing the annual general meeting of Bengal Chamber of Commerce and Industry (BCCI) on September 12, said that the country is still searching for ‘Acche Din’ that was promised by the Prime Minister.

He buttressed his statement by presenting statistics about the fall in gross domestic product (GDP), gross value added (GVA), bank credit growth and other parameters at the national level during the financial year 2016-17.

Attributing demonetisation as one of the main causes for the decline in different growth parameters, Dr Mitra said that the GDP growth has declined from 8 per cent in the fourth quarter of 2015-16 to 7.1 per cent in 2016-17. The GVA has also fallen from 8.7 per cent in 2015-16 to 5.6 per cent in 2016-17.

The bank credit growth has been the lowest in the last 20 years, which is a clear indication that small traders have bore the brunt of demonetisation. From 10.3 per cent in the 2015-16 fiscal, the parameter has abruptly declined to 1.7 per cent in 2016-17.

The non-performing assets (NPAs) of public sector banks have also risen to a disturbing level during the 2016-17 fiscal. During 2015-16, NPA was 5.17 per cent, while during 2016-17 it rose to 11.97 per cent.

The figure for farmers’ suicide rose from 11,772 in 2013 to 12,602 in 2016.

The minister said that economists have predicted that the GDP in the next fiscal, that is, 2017-18, will fall further and will be in the range of 6.8 to 7.3 per cent.

 

দেশের মানুষ এখনও “আচ্ছে দিন”-এর খোঁজ করছে: অমিত মিত্র

মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র বলেন, দেশের মানুষ এখনও প্রধানমন্ত্রীর বর্ণনা করা “আচ্ছে দিন”-এর খোঁজ করছে। তিনি ২০১৬-১৭ সালের দেশের জিডিপি, জিভিএ, ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ও অন্যান্য তথ্য দিয়ে বলেন দেশের অর্থনীতি নিম্নমুখী।

অর্থনীতির এই হালের জন্য তিনি নোটবাতিলের সিদ্ধান্তকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ২০১৫-১৬ সালের চতুর্থ কোয়ার্টারের জিডিপি গ্রোথ ছিল ৮ শতাংশ যা ২০১৬-১৭তে কমে দাঁড়িয়েছে ৭.১ শতাংশে। ২০১৫-১৬ সালে জিভিএ গ্রোথ ছিল ৮.৭ শতাংশ যা ২০১৬-১৭ তে কমে দাঁড়িয়েছে ৫.৬ শতাংশে।

“ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০ বছরের সর্বনিম্ন স্থানে এসে পৌঁছেছে। ছোট ব্যবসায়ীরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০১৫-১৬ সালে ছিল ১০.৩ শতাংশ যা ২০১৬-১৭তে ১.৭ শতাংশে এসে দাঁড়িয়েছে” মন্ত্রী বলেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এনপিএ বেড়েছে অত্যাধিক হারে, যা ২০১৫-১৬সালে ছিল ৫.১৭ শতাংশ তা ১৬-১৭ তে বেড়ে হয়েছে ১১.৯৭ শতাংশ।

কৃষক আত্মহত্যার সংখ্যা ২০১৩ তে ছিল ১১৭৭২ টি যা ২০১৬ সালে বেড়ে হয়েছে ১২৬০২টি।

অমিত মিত্র বলেন, ২০১৭-১৮ সালে জিডিপি গ্রোথ কমে ৬.৮ থেকে ৭.৩ এর মধ্যে থাকবে। তিনি রিজার্ভ ব্যাঙ্কের পূর্ব গভর্নরকে উদ্ধৃত করে বলেন, এই সাময়িক ক্ষতিগুলো এত বিশাল আকার ধারন করেছে যে ভবিষ্যতের লাভ গুলো ঢাকা পরে যেতে পারে।

Source: Millennium Post

Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।

 

Bengal Finance Minister preparing ground for inviting ambassadors to BGBS 2018

Bengal’s Finance, Commerce and Industries Minister, Dr Amit Mitra will meet ambassadors of different countries in mid-September in Delhi to invite foreign delegates to the 2018 edition of Bengal Global Business Summit (BGBS), which is scheduled for January.

Few days ago, the minister also met a dozen honorary consuls asking them to invite their respective countries’ ambassadors to participate in the BGBS.

Dr Mitra asked them to concentrate on specific sectors for bringing business to Bengal and to be partners in the meet.

Source: The Times of India

 

 

২০১৮ বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আহ্বান জানাবেন অর্থমন্ত্রী

সেপ্টেম্বরের মাঝামাঝি দিল্লীতে রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সব দেশের প্রতিনিধি দলকে আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাবেন।

কয়েকদিন আগেই তিনি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অনুরোধ করেন তাদের নিজেদের দেশে বাংলার প্রতিনিধিত্ব করতে।

তাদের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতেও অনুরোধ জানান। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে মনোনিবেশ করতে ও বাংলায় বাণিজ্য আনার ব্যাপারেও আর্জি জানানো হয়। বেশ কয়েকজন শিল্পপতি এই বৈঠকে অংশগ্রহণ করেন।

 

Bengal Govt to set up NSOU unit in Jalpaiguri

The Bengal government has decided to set up a unit of Netaji Subhas Open University (NSOU) in Jalpaiguri to cater to large number of the students in various districts in north Bengal.

State Finance Minister Dr Amit Mitra announced that a branch of the NSOU will soon be opened in north Bengal which will help the students there.

The state government is taking proactive steps to ensure that the new branch of the NSOU is opened as early as possible. The step was taken by the government keeping in the mind that large number of students from various parts of north Bengal seek higher studies and apply in other branches of the university.

 

জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা গড়বে রাজ্য সরকার

উত্তর বঙ্গের বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীদের জন্য জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা ঘোষণা করেন।

এই শাখাটি যথা সম্ভব তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র ছাত্রী অন্যান্য জেলায় পড়ার জন্য আবেদন করছে।

 

Bengal fought hard to protect cooperative federalism during the formulation of GST: Trinamool

Trinamool Congress MP Kalyan Banerjee today said in the Lok Sabha that “Bengal fought hard to preserve and protect cooperative federalism in the process of the formulation of the GST”. He was speaking during a discussion of the GST Bills in Parliament.

In his speech he highlighted the proactive role taken by the Finance Minister of Bengal, who is the Chairman of the Empowered Committee. “Bengal Finance Minister was instrumental in bringing about a broad consensus amongst states on single control in the hands of the State below Rs 1.5 crore turnover of small business in its meeting in the great city Calcutta many months ago,” he said.

He reiterated that Mamata Banerjee had in-principle supported the concept of GST as early as 2009 in our party-manifesto. Kalyan Banerjee said, “Bengal engaged uncompromisingly in a spirit of cooperative federalism and fiscal autonomy of the States.”

He cautioned the government against rushing ahead with the legislation; he said steps must be taken to make the system fully error free or else the whole indirect taxation system would collapse. He pitched for an e-based taxation system and said industry must be given sufficient time to prepare themselves for the new system.

Kalyan Banerjee also reminded the government that GST is the result of the hard work by all and no one should claim credit for it alone.

Also speaking on the issue, Saugata Roy cautioned the government against the “technological nightmare” that GSTN could bring and asked the government not to hurry. “If there will be any breakdown in the server, all over the country GST will go flat. So, Sir, I want the Government to be very careful. Government has said that they will train 60,000 officers for this job. For that, at least six months are necessary,” he said.

He also reminded the government that prices should not rise during the transition period. He wanted to know why the government was in a hurry o pass GST when the rates of individual commodities have not yet been decided. He wanted to know from the Centre where would the extra money come from to compensate the States.

Click here to read the full transcript of Kalyan Banerjee’s speech

Click here to read the full transcript of Saugata Roy’s speech

40% investment proposals of Bengal Global Business Summit being implemented: Dr Amit Mitra

Around 40 per cent of the total investment proposals in Bengal Global Business Summits (BGBS) in 2015 and 2016 were being implemented through various projects, state Finance Minister Dr Amit Mitra said in the Assembly on Tuesday. In reply to the questions of the MLAs of the Opposition parties, Dr Mitra on Tuesday told the House that nearly Rs 1.87 lakh crore worth of proposals have been implemented in the state during the two BGBS.

The State Government had received investment proposals of Rs 4.5 lakh crore. In terms of investment Bengal emerged to be the most of accepting destination, Dr Mitra said. The implementation rate of Bengal is 40 per cent while in the state like Gujarat, the implementation rate is 1 per cent. The Finance Minister has proposed planned expenditure of Rs 905 crore and non-planned expenditure of Rs 87.23 crore for the financial year 2017-18.

Dr Mitra also said that state government has already drafted a maritime policy which is going to be finalised soon. A land for setting up a port near Tajpur in West Midnapore has already been identified. The proposed site has a draft of 12 metre plus with tidal support of 3.9 channel length of 18 km which can harbour ships having capacity of Rs 1 lakh Dead Weight Tonnage (DWT). He also said that the state government has also given land of around 2,650 acre land for setting up industrial corridor which has already got approval from the Central government.

The Excise department has invested Rs 700 crore at Haldia. The minister also said that government has decided to simplify procedure for setting up industries in the state. Amongst all the states, West Bengal has been recognized for the introducing online solutions for registrations, payments and returns for VAT, CST, PT, Entertainment Tax, Entry Tax, Single window (Shilpa Sathi) for large industries and MSME Facilitation Centre (MFC) to monitor the progress and expedite clearance.

A Garment Park is being developed on 9.5 acres of land in Budge Budge. The State Government is also setting up a new Industrial Park in Goaltore in West Midnapore over an approximate are of 950 acres of land.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছেঃ ডঃ অমিত মিত্র

২০১৫ এবং ২০১৬ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রস্তাবিত মোট বিনিয়োগের ৪০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১৫ থেকে ২০১৭-য় এ রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাব এসেছে তার মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হওয়ার পথে।

রাজ্য সরকার ৪.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বিনিয়োগ বাস্তবায়নের নিরিখে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। ডঃ মিত্র বলেন গুজরাতে শিল্প সম্মেলনে আসা লগ্নি-প্রস্তাবের মধ্যে ১% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার প্রায় ৪০%। ২০১৭-১৮ আর্থিক বছরে পরিকল্পনা খাতে ব্যয়ের জন্য ৯০৫ কোটি টাকা এবং ‘নন-প্ল্যান’ খাতে ৮৭.২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সামুদ্রিক নীতির খসড়া তৈরী করেছে যা শীঘ্রই চূড়ান্ত হবে। পশ্চিম মেদিনীপুরের তাজপুরে একটি বন্দর স্থাপনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। শিল্প করিডোর তৈরীর জন্য রাজ্য সরকার প্রায় ২,৬৫০ একর জমি দিয়েছে, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অনুমোদনও দিয়ে দিয়েছে।

আবগারি বিভাগ হলদিয়ায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মন্ত্রী আরও বলেন, রাজ্যের শিল্প কারখানা স্থাপনের জন্য পদ্ধতি সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। VAT, CST, PT ও অন্যান্য ট্যাক্স এর ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর জন্য পশ্চিমবঙ্গ সবজায়গায় সমাদৃত হয়েছে। বৃহৎ,ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সিঙ্গল উইন্ডো সিস্টেম ও শিল্পা সাথীর মাধ্যমে অতি সহজেই শিল্পে লগ্নির ছাড়পত্র হচ্ছে।

বজবজে ৯.৫ একর জমির ওপর একটি বস্ত্র পার্ক তৈরী হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ৯৫০ একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী করছে রাজ্য সরকার।

Bengal Govt allocates Rs 300 crore to aid demonetisation-hit workers

The state government has allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

It may be mentioned that state Finance Minister Amit Mitra had announced the unique step of providing financial assistance to “stand beside the skilled workers” while presenting the Budget in the Assembly on February 10. Bengal is the only State in the country to take such a step for demonetisation-hit workers.

On Monday, the state government has decided to allocate Rs 300 crore for the scheme initially in nine districts. Under the scheme, Rs 50,000 each will be given to 50,000 such workers to start their own business so that they can earn their livelihood and don’t have to suffer after losing their jobs due to the hasty decision of the Central government to demonetise high value notes.

 

নোটবন্দির ফলে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নোটবন্দীর ফলে ভিন রাজ্যে কর্মচ্যুতদের নতুন ব্যবসা শুরু করার জন্য  আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘সমর্থন’।

উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী অমিত মিত্র নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছিলেন।

এই প্রকল্পের জন্য ৯টি জেলা বেছে নেওয়া হয়েছে। সোমবার ৯ টি জেলায় এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বনিযুক্তিকরণের জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার যাতে তারা তাদের নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। প্রতিটি জেলায় এই ধরনের কর্মহীনদের শনাক্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

 

Dr Amit Mitra moves Finance Bill that would benefit 1.06 lakh traders

State Finance minister Amit Mitra on Friday tabled the West Bengal Finance Bill, 2017 which is likely to give benefit to 1.06 lakh traders.

Tabling the Bill, Dr Mitra said it would give relief from payment of tax to dealers having turnovers more than Rs 10 lakh and upto Rs 20 lakh by increasing the threshold of the turnover for VAT liability from the present Rs 10 lakh to Rs 20 lakh. So long, traders having turnovers upto Rs 50 lakh used to enjoy the benefit of the composition scheme.

From now onwards, small manufacturing dealers with upto Rs 50 lakh turnovers have been brought under the scheme. The mandatory VAT audit report has been removed and this is going to benefit businessmen immensely. Mitra said that the state government would give benefit those dealing with biodiesel by completely exempting tax.

Similarly, those doing business with hairbands and hairclips would not have to pay tax. Such benefits would be extended to those dealing with water heaters, kerosene stoves, leaf plates and cups and terracotta tiles. The rate of tax has been lowered from 14.5 percent to 5 percent on sale of machinery for generation of electricity from waste.

Dr Mitra said the steps would help small traders and manufacturers whose number would be around 1.06 lakh. The Bill also seeks to amend the Indian Stamp Act, 1899 and the West Bengal Taxation Tribunal Act, 1987. Also, the West Bengal Tax on Entry of Goods into Local Areas Act 2012 was sought to be amended.

Dr Mitra also said as an effect of demonetisation, middle class people were finding it difficult to buy flats as they have to pay seven per cent stamp duty on the value of the property on the date of booking a flat or a housing property. It may be recalled that the state government has decided to give Rs 50,000 to 50,000 craftsmen who used to work in other states in the gems and jewellery industry and those who lost jobs due to demonetisation.

The state government has also enhanced the remuneration of anganwadi and Asha workers by Rs 500. The West Bengal Appropriation Bill was passed by the state Assembly on Friday with the House approving Rs 14,708 crore as additional expenditure for social infrastructure projects.

Moving the Appropriation Bill 2017, state Finance minister Amit Mitra said a sum of Rs 14,708 crore would be spent for social infrastructure projects like housing, rural electrification and supply of rice to APL and BPL families. A sum of Rs 3,137 crore would be spent on supplying rice to families belonging to the APL and BPL categories, Mitra said, adding Rs 1,022 crore was proposed to be spent for rural electrification.

 

বিধানসভায় ফিনান্স বিল পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

‘‌মা–‌মাটি–‌মানুষের বাজেট পাখির চোখে দেখতে হবে। ৩৫ মিটার উঁচু থেকে দেখুন। বুঝতে পারবেন সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবিলার লক্ষ্য নিয়ে আমরা বাজেট করেছি।’‌ বৃহস্পতিবার বাজেট আলোচনায় বিরোধীদের সমালোচনার জবাব এভাবেই দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

ফের বিরোধী সদস্যদের তিনি বোঝালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার পরিচালনার চিন্তাভাবনার কথা মাথায় রেখেই এই বাজেট করেছেন তিনি। বোঝালেন, নোটবন্দীতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত একেবারে নিচুতলার মানুষ। তাঁদের একটু সাহারা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে ভর করেই বাংলা নতুন দিশায় পা বাড়াবে, ভারতসেরা হয়ে উঠবে।

অর্থমন্ত্রী তাঁর ভাষণে জোর দিয়েছেন নোটবন্দী দশায় অসহায় শ্রমিক–‌কৃষকের সহায়তার প্রশ্নে। বলেছেন, এটা মমতা ব্যানার্জির সরকারের বাজেট, তাই মানবিকতাকে বিশেষ জোর দিয়েছেন তিনি। কীভাবে রাজ্যের জিডিপি বছরের পর বছর বাড়ছে আর তা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের গড়কে ছাপিয়ে গিয়েছে, তার তথ্য, হিসেব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নোটবন্দীর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভিনরাজ্যে কাজ হারিয়ে ফেরা শ্রমিকরা। এমন ৫০ হাজার শ্রমিকের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাখা হয়েছে ১০০ কোটি টাকা। আইসিডিএস কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে ৫০০ টাকা করে। সবই করা হয়েছে মানবিক দৃষ্টিতে। অর্থমন্ত্রী বলেন, ধারের সঙ্গে গড় অভ্যন্তরীণ উৎপাদনের অনুপাত অর্থনীতির গুরুত্বপূর্ণ মাপকাঠি। সেটাই আমরা এই ৬ বছরে কমিয়ে আনতে পেরেছি। এটা আমাদের সাফল্য। এই সাফল্যের ও মানবিকতার পথ ধরেই বাংলা দেশের সেরা রাজ্য হওয়ার দিকে।

Chambers of commerce laud State Budget

The Chambers of Commerce and Business Confederations lauded the Budget statement 2017-18 by state Finance minister Amit Mitra. The state Budget was placed at the Assembly on Friday. They believe that this Budget after demonetisation can help the state’s growth.

Talking on the Budget, Rakesh Shah, President, Bharat Chamber of Commerce, Kolkata, said it is a balanced Budget.

Chandra Sekhar Ghosh, President-Designate, The Bengal Chamber of Commerce and Industry, said he believes this Budget is a welfare oriented exercise in the aftermath of demonetisation.

 

Confederation of Indian Industry (CII) also welcomed the proposals to earmark Rs 50 crore for Small and Medium Enterprises and Rs 100 crore for farmers.

The State Finance Minister’s announcement on salary increase for Anganwadi workers and Asha workers reflect the State Government’s “sincere will” to improve health and education at the grassroots level, said Rupali Basu, Vice Chairperson, CII Bengal.

In a statement released by Merchants’ Chambers of Commerce and Industry (MCCI), they said: finance minister proposed a number of steps in relation to VAT which will be subsumed over GST, is put in place.

 

রাজ্য বাজেটের প্রশংসা চেম্বার্স অফ কমার্সগুলির

অর্থমন্ত্রীর রাজ্য বাজেটের (২০১৭-১৮) প্রশংসা করল শিল্পমহল। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাদের বিশ্বাস নোটবাতিলের পর এই বাজেট রাজ্যের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে।

রাজ্য বাজেট সম্পর্কে কলকাতার ভারত চেম্বার অফ কমার্সের রাকেশ শাহ বলেন, এটা একটি সুষম ব্যালেন্সড বাজেট।

দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির ডেজিগনেটেড সভাপতি চন্দ্রশেখর ঘোষ বলেন, নোট বাতিলের পর এটি একটি কৌশলপূর্ণ বাজেট।

ক্ষুদ্র মাঝারি শিল্পের কারিগরদের জন্য ৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

সি আই আই এর ভাইস চেয়ারপার্সন রূপালী বসু বলেন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, অতএব সরকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিতে বিশেষ জোর দিচ্ছেন।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি বিবৃতিতে তারা বলেন, অর্থমন্ত্রীর ভ্যাট সম্পর্কিত অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ  নিয়েছেন যা জি এস টি চালু হলে তার অন্তর্ভুক্ত হবে।

 

 

Bengal to have special fund for note ban-hit workers, farmers

Criticising the central government’s demonetisation move, West Bengal Finance Minister Dr Amit Mitra on Friday proposed Rs 50 crore to assist workers who lost their jobs due to the note ban.

Dr Mitra, in his budget presentation, also proposed a Rs 100 crore special fund for farmers and agricultural workers who suffered due to the demonetisation.

“There are many workers who have lost their jobs due to demonetisation and came back to the state. They have been suffering a lot. I am proposing to give one-time financial assistance of Rs 50,000 each to 50,000 jobless workers so that they could start their own venture. For this, I allocate a fund of Rs 50 crore in this budget,” Dr Mitra said.

“Farmers and agricultural workers, who depend on cooperative loans, have suffered a lot after implementation of note ban. I propose a Rs 100 crore special fund in order to alleviate their hardships,” he said.

Terming the note ban as an ‘unprecedented’ move, he said scrapping of higher value notes have not only impacted the small and medium enterprises but also destroyed the entire supply chain across sectors. “It adversely impacted the growth prospect of the country’s as well as states’ economy,” the Minister said.

Mamata Banerjee has been a vocal critic of note-ban and she was the first leader in the country to strongly protest against the move.

 

কেন্দ্রের নোটবন্দির ক্ষতে প্রলেপ রাজ্য বাজেটে

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ধারাবাহিক বিরোধিতা যিনি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলি কখনও সামনে এসেছে, কখনও হতোদ্যম হয়ে পিছিয়ে গিয়েছে। কিন্তু মানুষের স্বার্থে লড়াই ছাড়েননি মুখ্যমন্ত্রী। আর তাই রাজ্য বাজেটে নোটবন্দিতে জর্জরিত মানুষের খানিকটা স্বস্তি আসতে পারে, এমন জল্পনা ছিলই। প্রত্যাশিতভাবেই তা পূরণ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এদিনের বাজেটের গোড়াতেই কেন্দ্রীয় নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা শোনা যায় অর্থমন্ত্রীর মুখে। স্বভাবসিদ্ধ নিচু গলাতেই তিনি জানিয়ে দেন, এই সিদ্ধান্ত রাজ্যের মানুষের উপর বজ্র্পাতের উপর নেমে এসেছে। গোদের উপর বিষফোড়ার মতো আছে পূর্বতন সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের ভার। সে সব সামলেই বাজেটে রাজ্যের মানুষকে নয়া দিশা দেখাতে বদ্ধপরিকর মমতা সরকার। আর তাই বেশ কয়েকটি অভিনব ঘোষণা পাওয়া গেল অর্থমন্ত্রীর থেকে।

কী কী ঘোষণা অর্থমন্ত্রীর?

১) নোটবন্দির জেরে কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসতে হয়েছে বহু দক্ষ কারিগরকে। তাঁদের সুবিধার জন্য পঞ্চাশ হাজার কারিগরকে এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

২) নোট বাতিলের জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাঁদের জন্য ১০০ কোটির তহবিল গঠন করা হয়েছে।

৩) নোটবন্দিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরাও। তাঁদের জন্য গঠন করা হয়েছে ৫০ কোটির তহবিল। এছাড়া ভ্যাটের প্রাথমিক স্তর ১০ লক্ষ থেকে ২০ লক্ষ করা হয়েছে। যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা তাঁদের নূন্যতম ভ্যাটের আওতায় আনা হয়েছে।