WB CM urges Centre to take immediate steps for the sick tea gardens

West Bengal Chief Minister Mamata Banerjee urged the Centre to take immediate steps to pay wages to the workers of seven tea gardens owned by the Duncans group that it had decided to take over in January. She also announced that the State Government would take over six other closed tea gardens and put them up for auction. She said the State Government would soon formulate a policy for this.

Blaming the Centre for the worsening condition in the Duncans’ tea gardens, she said the workers there were now in a “peculiar condition” because in spite of the Centre asking the Tea Board to take them over, the workers there continue to be deprived of everything. “The state government is providing them rice and electricity and looking after their health,” Mamata Banerjee said.

The CM held an administrative meeting at Subasani tea garden in Alipurduar district during the day. “The Centre’s decision to take over seven of the Duncans’ 14 tea gardens in the Dooars in Alipurduar district has only increased the workers’ suffering,” she said.

 

চা বাগান নিয়ে কেন্দ্রকে পদক্ষেপ নিতে বললেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারকে বন্ধ চা বাগানগুলি খোলার অনুরোধ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ভোটের আগে৷ সেগুলি খুলে দেওয়ার অনুরোধ জানানো হবে। তিনি আরও জানান ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণ করে নিলামের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। চা বাগানের সমস্যা দেখার জন্য মুখ্যমন্ত্রী এদিন ডিরেক্টরেট গঠন করে দেন৷

ডানকানের বন্ধ হওয়া চা বাগানগুলির খারাপ অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে তিনি বলেন যে ‘চা শ্রমিকরা এখন এক অদ্ভুত পরিস্থিতিতে রয়েছেন’। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার এইসব চা শ্রমিকদের চাল ও বিদ্যুৎ সরবরাহ করছে এবং তাদের দেখাশোনা করছে’।

গতকাল আলিপুরদুয়ার জেলায় একটি প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কেন্দ্র শুধু ডানকানের বন্ধ হওয়া সাতটি চা বাগান অধিগ্রহণের আশ্বাস দিয়েছে কিন্তু আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের ১৪টি চা বাগানের শ্রমিকরা এখনও ভুক্তভোগী।

I wish to will remain a guard for the common people: Mamata Banerjee at Alipurduar

West Bengal Chief Minister Mamata Banerjee said that she wished to remain a guard for the common people of Bengal.  On the first day of her visit to north Bengal, the West Bengal Chief Minister was addressing a public rally at Parade Ground, Alipurduar, from where she also inaugurated and laid the foundation stones for a bouquet of projects.

The Chief Minister inaugurated several development projects like Krishak Bazaars, an ITI, a Karma Tirtha,  road projects, drinking water supply projects, anganwadi centres,  embankment projects  for Alipurduar, and two multi super-specialty hospitals in Malbazar and Jalpaiguri and several other health projects, both in north and south Bengal.

The West Bengal Chief Minister also laid the foundation stones for the second Bhutan Gateway in Jaigaon, a Government polytechnic college, water supply projects, power stations, schools, hostels and several other projects for the area.

She also distributed benefits including for Kanyashree, Sabuj Sathi, pattas and agri-equipments.

Addressing people from the stage, the Chief Minister said that the state will soon get five more districts. Of these, Asansol, Kalimpong and Jhargram are on the anvil and the official notification will be made shortly.

She said that she wants to be a guard for the people. If the people of the State are beniftted, everybody else will be benefitted too, she said.

She urged the people to shower their blessings onto her and said that it will provide her with inspiration to do more work. She pointed out that she kept he word and her focus was to bring development for the youth of north Bengal.

The Chief Minister also pointed out that a lot of work had to be stalled because of the election but all of those has resumed. She said that she had kept her promise to attend the 2nd anniversary of the formation of Alipurduar district.

The West Bengal Chief Minister pointed out that almost 90% of the people living in Bengal has received benefit of some or the other Government projects. She said that tis was made possible due to the regular administrative review meetings in the districts.

The Chief Minister pointed out that the new districts that will be formed will have administrative buildings housing all the 36 departments.

The Chief Minister also instructed the DM to announce school holiday on Wednesday to celebrate the 2nd anniversary of the formation of Alipurduar.

 

জনগণের পাহারাদার হয়ে কাজ করতে চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমি মানুষের পাহারাদার হয়ে মানুষের পাশে থাকব’। বিপুল জয়ের পর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক গুচ্ছ প্রকল্পের কাজের সূচনা ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

কৃষক বাজার, আই টি আই, কর্ম তীর্থ, রাস্তা নির্মাণ সহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে ১২ কোটির রবীন্দ্রভবন, ৩ কোটি ব্যয়ে আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়ন, আলিপুরদুয়ার হাসপাতালের পানীয় জল, জলপাইগুড়ি ও মালবাজারে সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, জয়গাঁয় ৭০ কোটির পানীয় জল, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রজাপতি পার্ক-সহ নানা প্রকল্প৷ চা বলয়ে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পরিষেবারও উদ্বোধন করেন তিনি।

জয়গাঁতে দ্বিতীয় ভুটানের প্রবেশদ্বার, দমনপুরে সরকারী পলিটেকনিক কলেজ ভবন, জল সরবরাহ প্রকল্প, বিদ্যুৎ সাব স্টেশন, স্কুল, হস্টেলসহ আরও বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

এছাড়া কন্যাশ্রী, সবুজ সাথী, পাট্টা ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ”যত আশীর্বাদ দেবেন, তত আমরা কাজ করব৷ কথা দিলে কথা রাখি৷ উত্তরবঙ্গের ছেলেরা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সেই কাজই করছি৷”

তাঁর সরকারের অভিমুখ মানুষই৷ নির্বাচন ছিল বলে কাজ থমকে ছিল৷ আবার তা শুরু হয়ে গিয়েছে৷ ভোটের আগে যে কথা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আজ রক্ষা করলেন  এবং তার দেওয়া কথামতো তিনি আজ আলিপুরদুয়ারের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানে এসেছেন।

মুখ্যমন্ত্রী এদিন জানান, গত পাঁচ বছর ৯০ শতাংশ মানুষের কাছে কিছু কিছু না পরিষেবা তাঁর সরকার পৌঁছে দিতে পেরেছে৷ তা সম্ভব হয়েছে নিয়মিত জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকগুলির মধ্য দিয়েই৷

মুখ্যমন্ত্রী জানান, নতুন যে জেলাগুলি হবে তার প্রতিটিতে একটি করে প্রশাসনিক ভবন তৈরি হবে৷ সেখানে ৩৬টি করে দফতর থাকবে৷ প্রতিটি দফতর থাকবে একই ছাতার তলায়৷

আজ হাসিমারাতে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ আগামীদিন উত্তরকন্যায় দার্জিলিং-জলপাইগুড়ি-কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক হবে৷

 

WB CM begins four-day visit to North Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee has started her first visit to north Bengal after coming to power for a second term. Mamata Banerjee has visited north Bengal more than one hundred times, between 2011 and May 2016, much more than any other Chief Minister, concentrating on the development of the area.

Her three-day itinerary began with a visit to Alipurduar, where she participated in the second anniversary celebrations of the formation of the district. Later in the evening, she held an administrative meeting with district officials.

On Tuesday, the Chief Minister will hold another administrative meeting in Alipurduar following which she is likely to announce a host of development projects for the seven districts of north Bengal.

 

আজ চার দিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে মমতা ব্যানার্জী শতাধিক বার উত্তরবঙ্গে সফরে এসেছেন।   অন্য কোন মুখ্যমন্ত্রী তুলনায় এলাকার উন্নয়নের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন।

এদিন দুপুরে বাগডোগড়া বিমানবন্দরে নেমে সড়কপথে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন আলিপুরদুয়ারে। সন্ধ্যায় প্যারেড গ্রাউণ্ডে আলিপুরদুয়ার জেলা গঠনের দ্বিতীয় বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। পড়ে সন্ধ্যেবেলায়, জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন।

মঙ্গলবার হাসিমারার সুহাসিনী চা বাগানের মাঠে আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷  সেখানে তিনি উত্তরবঙ্গের সাতটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা করবেন।শিল্প থেকে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য থেকে পরিকাঠামো – রাজ্যের বিভিন্ন দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে নানা প্রকল্প৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সব নিয়ে পর্যালোচনা হওয়ার কথা৷

২৯ জুন শিলিগুড়িতে রাজ্যের শাখা সচিবালয় ‘উত্তরকন্যায়’ দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে৷ ৩০ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷

Didi slams the ‘unethical’ alliance in Alipurduar & Jalpaiguri

Mamata Banerjee Tuesday slammed the Congress and the CPI(M) for their “unethical alliance” at two rallies in Alipurduar and Jalpaiguri.

She also slammed the Centre for the plight of tea garden workers.

“The Prime Minister comes here and speaks at length. He talks about selling tea. Ask him… three months back, the central government had said it would take over seven tea estates. Nothing has happened till date… he has made such comments for votes. Under whose jurisdiction are the tea estates? He will not do anything,” she said.

The Chairperson added that  tea garden workers would starve if she didn’t provide food grains to them. “If I do not provide it to you, you can’t have food. I will always do your work. But you please strengthen my party. Please vote for us,” she said, referring to the supply of subsidised food grains to tea gardens.

“I have come to the Hills and the Dooars at least 100 times. I love you,” she said in Alipurduar

“The situation had become tense in the Terai and the Dooars because of the movement in the hills. We could pacify all of them and there is peace across the region now. I want to make it clear to the BJP that to be courageous is good, but over-confidence is not good,” she told the audience in Jalpaiguri.

We worked for the welfare of tea workers: Mamata Banerjee at Birpara

On the fourth day of her poll campaign in north Bengal, Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed two rallies today – in Birpara (in Alipurduar district) and in Mainaguri (Jalpaiguri district).

The firebrand leader embarked on her campaign in north Bengal with a rally at Phansidewa on March 14 followed by a padyatra from Matigara to Siliguri to mark Nandigram Divas. She also addressed public meetings in Kurseong on March 15 and in Kalchini-Nagrakata on March 16. She also attended a padyatra in Malbazar yesterday.

Slamming the “unholy nexus” between the CPI(M) and the Congress in her speeches, Mamata Banerjee has said she has the support of the people.

She also challenged the Opposition to fight her politically and compete on the plank of development. She came down heavily on the smear campaign started by the Opposition and a section of the media to tarnish the image of Trinamool.

Salient points of Mamata Banerjee’s speech at the Birpara rally: 

On north Bengal

I have come to Birpara often in the past. I love this place. I love coming to north Bengal in general. We have showered our love on the people of the Hills. In the past no government worked for the Hills so much.

We will never allow Bengal to be divided. We will maintain peace and harmony.

On development

We created the district of Alipurduar for better development. We fulfilled your long-standing demand. From ITIs, polytechnic colleges to fair price medicine shops and Kisan Mandis, we are working for all-round development.

Eight crore out of the nine crore people in Bengal are getting rice at Rs 2/kg. We have started insurance schemes for the press, and for the ASHA and ICDS workers. We have given second language status to Hindi, Urdu, Nepali, Gurmukhi and Ol Chiki.

We have distributed three lakh land pattas in the last four years. We have distributed Kisan Credit Cards and houses under the Gitanjali Scheme. We have electrified rural households. We took over Dunlop and Jessop because we care for the welfare of workers. We will not allow innocent workers and labourers to suffer because of the Central government.

The Centre stopped funds for the ICDS scheme. We are now funding the scheme.

On the Opposition

Those who took the State back by decades are spreading hate, falsehoods and negativity now.

On education

We have set up a Hindi College in Banarhat. We are setting up model schools in the district. 33 lakh girls are receiving Kanyashree scholarships. They are now pursuing higher education. We have also started Shikshashree scholarships for SC/ST students; 22 lakh have already benefitted. Under the Sabuj Sathi Scheme, 25 lakh cycles have been distributed and another 15 lakh students will receive them by July. Minority scholarships have been given to 1.05 crore students. This is the highest number for such scholarships in the country.

The Centre has stopped funding Sarva Siksha Abhiyan but we are continuing to fund the scheme.

The new generation of youth in Bengal will take the State forward. Bengal is turning around.

On tea workers

We are working for the welfare of tea garden workers. We are providing water, electricity and rice at 47 paisa/kg to tea garden workers.

On Trinamool

Trinamool works for the common people. We are here to serve the poor irrespective of caste, creed, colour or political allegiance. Trinamool is a party of the people; our government is a humane government. We have come to seek your support, blessings and cooperation based on the work we have done in the last four years.

 

 

চা বাগানের উন্নয়ন করেছে তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন। আজ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এবং ময়নাগুড়িতে জনসভা করলেন তৃণমূল নেত্রী।

গত ১৪ই মার্চ ফাঁসিদেওয়ায় একটি জনসভার মাধ্যমে উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী প্রচার শুরু করেন। এরপর ওইদিনই নন্দীগ্রাম দিবস উপলক্ষে মাটিগাড়ায় একটি পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ই মার্চ কার্শিয়াঙে এবং ১৬ই মার্চ কালচিনি ও নাগরাকাটায় জনসভা করেন তিনি। গতকাল মালবাজারে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিপিএম-কংগ্রেসের জোটকে ‘অনৈতিক ঘোঁট’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল মানুষের সঙ্গে জোট করেছে।

তিনি বিরোধীদের চ্যালেঞ্জ করেন তার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য। তিনি বিরোধীদের আহ্বান জানান উন্নয়ন ও কাজের মাপকাঠিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। বিরোধীদের সঙ্গে মিডিয়ার একাংশ একযোগে তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত, কুৎসা ও নিন্দার রাজনীতি শুরু করেছে।

বীরপাড়ায় তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু অংশঃ 

আমি আগে অনেকবার এসেছি বীরপাড়ায়। আমি এই জায়গাটাকে ভালোবাসি এবং আমি বারবার আসব উত্তরবঙ্গে। আমরা বাংলাকে কখনো ভাগ হতে দেব না। আমরা বাংলার শান্তি ও সম্প্রীতি রক্ষা করব।

উন্নয়ন

আমরা নতুন জেলা আলিপুরদুয়ার তৈরি করেছি, মানুষের বহুদিনের চাহিদা পূর্ণ করেছি। পানীয় জল, বিদ্যুৎ পৌঁছে গেছে ঘরে ঘরে। আইটিআই,পলিটেকনিক কলেজ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কিষাণ মাণ্ডি সবকিছু দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। বাংলার ৯ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ ২টাকা কেজি চাল পাচ্ছে। কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা আইসিডিএস প্রকল্প চালু রেখেছি। গত সাড়ে চার বছরে ৩ লক্ষ পাট্টা প্রদান করা হয়েছে। আমরা কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, গীতাঞ্জলি প্রকল্পের আওতায় আবাসন তৈরি করেছি গরীবদের জন্য।অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের কাজের নিরাপত্তা দিয়েছি।

বিরোধীদের উদ্দেশ্যে

৩৪ বছরে কোন উন্নয়ন হয়নি। যারা বছরের পর বছর রাজ্যকে পিছিয়ে নিয়ে গেছে তারা আজ কুৎসা, অপপ্রচারে মেতেছে। আইসিডিএস প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। মানুষের স্বার্থে আমাদের সরকার সেই প্রকল্পগুলি চালু রেখেছে। সর্ব শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আমরা চালু রেখেছি সেই প্রকল্প।

শিক্ষা

আমরা বানারহাটে একটি হিন্দী কলেজ স্থাপন করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় মডেল স্কুল চালু হয়েছে। ৩৩ লক্ষ ছাত্রী কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে, এর মাধ্যমে তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে। আইটিআই,পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি আমরা। ২২ লক্ষ ছাত্রছাত্রী এর মাধ্যমে উপকৃত হয়েছে।সবুজসাথী প্রকল্পে ২৫ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। বাকি ১৫ লক্ষ ছাত্রছাত্রী জুন মাসের মধ্যে সাইকেল পেয়ে যাবে। ১ কোটি ৫ লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

চা–শ্রমিক

চা শ্রমিকদের উন্নতিসাধনে ১০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হয়েছে। চা শ্রমিকরা এখন ৪৭ পয়সা কেজি দরে চাল পাচ্ছে।

তৃণমূল মানুষের সরকার, মানবিক সরকার। আমরা মানুষের জন্য কাজ করি। আমরা পাহাড়ের ভাই-বোনেদের ভালোবাসি, এর আগে কোন সরকার তাদের জন্যও এত কাজ করেনি।

আমাদের কাজের ওপর নির্ভর করে আমরা আপনাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করি।

 

 

 

 

 

Alipurduar district: Developments at a glance

To enable better administration, the Trinamool Congress Government created the district of Alipurduar on June 25, 2014, as West Bengal’s 20th district. As a result, people from the region are finding it much easier to access governmental services.

An administrative complex is also coming up in the district capital where all the main administrative, police and district health offices will be located.

Developments brought about in Alipurduar district by the Trinamool Congress Government during the last five years:

Health

  • Two fair price medicine shops (FPMS) at Alipurduar District Hospital and Birpara Hospital. As a result, almost 43,000 people have bought medicines at a total discount of Rs 1.24 crore.
  • Fair price diagnostic centre (FPDC) at Alipurduar District Hospital.
  • Multi superspeciality hospital being built in Falakata.

 

Education

  • Model schools being built in Kalchini and Madarihat.
  • Fifty thousand students have got bicycles under Sabuj Sathi Scheme.
  • Mid-day meals started in all schools, as a result of which health of students as well as their attendances have improved drasrically.
  • Separate toilets for boys and girls built in all schools.

 

Land Reforms, Agriculture

  • About 1,500 landless families given patta and 3,500 forest pattas given under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme.
  • Almost 92% farming families given Kisan Credit Cards (KCC).
  • Krishak Bazaar: One operating in Falakata and five more being set up.

 

100 Days’ Work

  • Rs 247 crore spent to create 78 lakh man-days; Rs 133 crore more to be spent by May.

 

Panchayat and Rural Development

  • Mission Nirmal Bangla: About 22,000 toilets built as part of the scheme.

 

Minorities’ Development

  • Scholarships worth Rs 2 crore have been given to 10,000 students from minority community; scholarships to 10,000 more to be given by May.
  • To encourage self-sufficiency, Rs 3.5 crore worth loans have been given to youth from minority communities.

 

Backward Classes Welfare

  • Shikshasree Scheme: 31,000 students covered by the scheme; 37,000 more to be covered by May.

 

Kanyashree Scheme

  • Kanyashree Scheme has covered 33,500 students in the district.

 

Khadya Suraksha and Khadya Sathi

  • Eleven lakh people in Alipurduar district getting foodgrains at Rs 2 per kg.

 

Welfare for tea gardens

  • The State Government has stood by tea garden workers and their families during their time of need.
  • All tea garden workers’ families getting foodgrains at 47 paise per kg.

 

Micro, Small & Medium Enterprises (MSME)

  • Three clusters for MSMEs set up: Handloom cluster in Kumargram, clusters for wooden furniture makers in Madarihat and Barvisa.

 

PWD and Transport

  • Thirty-two projects for roads, bridges, etc. worth Rs 150 crore completed by the State Government, benefitting 10 lakh people; nine more projects to be completed by May.
  • Building, renovation and widening of 200 km of roads in total completed; 150 km more to be completed by May.

 

Power & Non-conventional Energy

  • Sabar Ghare Alo: Under this project, 100% rural electrification has been achieved.

 

Irrigation

  • Dam rectification work of over 50 km completed.

 

Public Health Engineering

  • Nineteen drinking water projects undertake, of which 16 projects, worth Rs 45 crore completed; 1.5 lakh people benefitted. Rest of the three projects to be completed by May.
  • Drinking water projects in three tea gardens in Loknathpur, Jashodanga and Madarihat blocks have been set up.

 

Tourism

  • Dooars Mega Tourism Project: Four projects worth Rs 3.5 crore undertaken. First phase of projects at Ratneshwar Jhil, Bakla, Shikiajhora and Hashimara completed; second phase ongoing.

 

Labour

  • Seventy-five thousand unorganised workers were brought under the State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), 46,000 construction workers, under the West Bengal Building and Other Construction Workers Welfare Act (BOCWA) and 3,000 transport workers, under the West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS).

 

Self-help Groups (SHG)

  • Under the Anandadhara Scheme, 2,500 SHGs formed; 2,000 more to be formed by May.
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Scheme, 2,000 developmental projects sanctioned, worth Rs 15 crore.

 

Urban Development

  • Rs 30 crore has been spent for the development of Alipurduar Municipality. More than 400 dwellings constructed for the urban poor.

 

Information & Broadcasting

  • Twelve hundred folk artistes being given retainer fees and pensions; and about 250 more to be given soon.

 

Housing

  • Under the Gitanjali Scheme, 2,000 dwellings sanctioned for the economically weaker sections, of which 1,100 have already been constructed. The rest are to come up by May.

 

Sports & Youth Affairs

  • To improve the level of sports, 47 clubs have been given monetary assistance.
  • Alipurduar Indoor Stadium has been built at a cost of Rs 4 crore.

 

গত পাঁচ বছরে আলিপুরদুয়ার জেলার উন্নয়নের খতিয়ান

২০১৪ সালে আলিপুরদুয়ারকে পশ্চিমবঙ্গের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে যাচ্ছে।

গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে আলিপুরদুয়ার জেলায় বিপুল পরিবর্তন এসেছে।

জেলা, ব্লক ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির উন্নয়নে একগুচ্ছ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।

স্বাস্থ্য

  • আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ও বীরপাড়া হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এর ফলে ৪৩ হাজার মানুষ ১ কোটি ২৪ লক্ষ টাকা ছাড় পেয়েছে।
  • আলিপুরদুয়ার জেলা হাসপাতালে Fair price diagnostic centre চালু হয়ে গেছে।
  • ফালাকাটায় উন্নতমানের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের কাজ চলছে।

 

শিক্ষা

  • কালচিনি ও মাদারিহাটে নতুন মডেল স্কুল নির্মাণের কাজ চলছে।
  • এই জেলায় ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • সব স্কুলে মিড ডে মিল চলছে যার ফলে পুষ্টি এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যও পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার ও কৃষি

  • এই জেলায় প্রায় ১৫০০ যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এই জেলায় প্রায় ৩৫০০ পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার প্রায় ৯২% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে।
  • কৃষক বাজার – ফালাকাটায় একটি কৃষক বাজার চালু হয়ে গেছে।

 

১০০ দিনের কাজ

এই জেলায় বিভিন্ন ব্লকে ১০০ দিনের কাজে ২৪৭ কোটি টাকা ব্যয় করে প্রায় ৭৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

মিশন নির্মল বাংলা – এই প্রকল্পে প্রায় ২২ হাজার শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত দেড় বছরে ১০ হাজারের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ২ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের সাড়ে ৩ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ

‘শিক্ষাশ্রী’ প্রকল্পের আওতায় এই জেলার প্রায় ৬১ হাজার ছাত্র-ছাত্রী সহায়তা পাচ্ছে।

কন্যাশ্রী প্রকল্প

নবগঠিত আলিপুরদুয়ার জেলায় সাড়ে ৩৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সহায়তায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী

‘খাদ্যসাথী’ প্রকল্পের আওতায় এই জেলায় প্রায় ১১ লক্ষ মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

চা বাগান

চা শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

শিল্প

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩টি ক্লাস্টার গড়ে উঠেছে, এগুলি হল – কুমারগ্রাম হ্যান্ডলুম ক্লাস্টার, মাদারিহাট ও বারভিসা।

পূর্ত ও পরিবহণ

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ৫০টি রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি প্রকল্প রূপায়নের কাজ হাতে নিয়েছে, এর মধ্যে ৩টি প্রকল্পের কাজ প্রায় ১৫০কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে ২০০ কিমি রাস্তা পুনর্নির্মাণ/সম্প্রসারণ হয়েছে। আরও ১৫০ কিমি রাস্তার কাজ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়ে গেছে।

সেচ

এই জেলায় ৫০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ১৯টি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকা ব্যয়ে ১৬টির কাজ সমাপ্ত হয়েছে। বাকিগুলি আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
  • লোকনাথপুর, যশোডাঙ্গা ও মাদারিহাটে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

 

পর্যটন

এই জেলায় ডুয়ার্স মেগা ট্যুরিজম প্রজেক্ট-এর অন্তর্গত প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের কাজ চলছে। রত্নেশ্বর ঝিল, বাকলা, শিকিয়াঝোড়া এবং হাসিমারা এই প্রকল্পগুলির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

শ্রম

এই জেলায় SASPFUW প্রকল্পে ৭৫০০০ অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছে। BOCWA প্রকল্পে ৪৬০০০ এর বেশি নির্মাণ কর্মী নথিভুক্ত হয়েছে। WBTWSSS প্রকল্পে ৩০০০ এর বেশি পরিবহণ কর্মী নথিভুক্ত হয়েছে।

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি

  • আনন্দধারা প্রকল্পে আড়াই হাজারেরও বেশি স্বনির্ভর দল গঠিত হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ২০০০ স্বনির্ভর দল গঠিত হয়ে যাবে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ২ হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং ১৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়ন

এই জেলায় মিউনিসিপ্যালিটি ৩০ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে ৪০০-র বেশি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য ও সংস্কৃতি

বর্তমানে এই জেলায় ১২০০ জন লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ২৫০ জন লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন

আলিপুরদুয়ার জেলায় গীতাঞ্জলি ও অন্যান্য প্রকল্পে প্রায় ২০০০ বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১১০০ বাসস্থানের কাজ নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে।

ক্রীড়া ও যুব কল্যাণ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় জেলায় ৪৭টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ২৪টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ৪৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

 

Image: Wikimapia

 

 

 

WB Govt to give food grains at 47 paise per kg to tea garden workers

Under the aegis of West Bengal Chief Minister Ms Mamata Banerjee, the State Government has decided to give rice and wheat at 47 paise per kg to 12 lakh 9 thousand tea garden workers (including their families).

During the inauguration of the Khadya Sathi Scheme for food security a few days back, Chief Minister Ms Mamata Banerjee had announced that more than 7 crore of the State’s population would get rice and wheat at Rs 2 per kg. Among this 7 crore, for the tea garden workers and their families in Darjeeling, Jalpaiguri and Alipurduar districts, totaling 12 lakh 9 thousand, the State would give an additional subsidy of Rs 1.53. Thus, they would need to pay only 47 paise per kg for rice and wheat. Each family can get a maximum of 35 kg of subsidised food grains per month.

The decision was taken at a meeting involving the State’s Labour and Food Commissions yesterday evening. Food Minister Jyotipriya Mullick said, “Under the aegis of our Chief Minister Mamata Banerjee, the Government has taken this unprecedented decision. No other State could have even thought of taking such a decision. The way the Food Security Scheme has been implemented by West Bengal has become a model for other States.”

 

চা বাগানের শ্রমিকদের ৪৭ পয়সা কেজি দরে চাল দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের ৪৭ পয়সা কিলো দরে চাল, গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে প্রায় ১২ লক্ষ ৯ হাজার শ্রমিক উপকৃত হবেন।

কয়েকদিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী ‘খাদ্য সাথী’ প্রকল্পের সূচনা করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের ৭ কোটির বেশি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হবে। ৪৯ লক্ষ মানুষ ১৩ টাকা দরে চাল ও ৯ টাকা দরে গম পাবেন। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চা বাগান অধ্যুষিত ১২ লক্ষ ৯ হাজার মানুষের জন্য প্রতি কেজিতে বাড়তি ১ টাকা ৩৫ পয়সা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে পরিবার পিছু মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য।

গতকাল এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের শ্রম দপ্তর ও খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আর কোনও রাজ্য এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারে না। রাজ্যে যেভাবে খাদ্য সুরক্ষা প্রকল্প নেওয়া হয়েছে তা অন্য রাজ্যের কাছে মডেল”।

Fish farming in south Bengal gets a boost

The West Bengal Fisheries Department is going to farm boroli fish in ponds of South Bengal. The small-sized boroli, because of its taste, is regarded as the ‘king of fish’ in North Bengal, and is sold at Rs 400 a kg. Fish lovers of South Bengal often lament its unavailability there.

According to the Minister for Fisheries, Chandranath Singha, “After a person successfully cultivated boroli fish in his pond in Cooch Behar, we are planning to cultivate it in South Bengal too and plans in this regard are being chalked out.”

In North Bengal, boroli is a very popular fish and is found in most of the rivers. Tourists from the plains search for it when they visit North Bengal and it is a compulsion of every eatery owner in North Bengal to include the fish in their menus; some even display it at their eateries. The fish is found in the districts of Jalpaiguri (Siliguri is a big market), Cooch Behar and Alipurduar.

 

Image source

বাংলায় ম९স্য চাষের নতুন দিগন্ত

দক্ষিণবঙ্গেও এবার বোরলি মাছ চাষ শুরু করবে পশ্চিমবঙ্গ ম९স্য দপ্তর। ছোট আকারের বোরলি মাছ তার অসাধারন স্বাদের জন্য উত্তরবঙ্গের মাছেদের রাজা নামে পরিচিত। এর মূল্য ৪০০ টাকা প্রতি কেজি। দক্ষিণবঙ্গের মাছ প্রেমিকরা প্রায়ই এর অভাব বোধ করেন।

ম९স্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্য, “কুচবিহারের একজন ম९স্যচাষী বোরলি মাছ চাষ করে সাফল্য অর্জনের পরই আমরা দক্ষিণবঙ্গে এই মাছ চাষের পরিকল্পনার করেছি এবং পরিকল্পনামাফিক কাজ শুরু করেছি”।

উত্তরবঙ্গে বোরলি মাছ খুব জনপ্রিয়। সমতল থেকে যখন পর্যটকরা উত্তরবঙ্গ পরিদর্শনে আসেন তখন এই মাছের খোঁজ করেন।

মাছটি এতই জনপ্রিয় যে উত্তরবঙ্গের প্রতিটি খাবারের দোকানের মেনুতে এই মাছের একটি করে পদ নিশ্চিতরূপে থাকে। জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারে এই মাছ পাওয়া যায়।

WB Govt announces loan for workers of closed tea gardens

The state government on Tuesday announced soft loan to be provided to the planters of closed and sick tea gardens of North Bengal from the Rs 100 crore special corpus fund for tea industry.

The decision came after state labour minister Malay Ghatak held few rounds of meetings with the tea planters, trade union leaders and the officials of Darjeeling, Jalpaiguri and Alipurduar districts here at Uttar Kanya.

State food minister Jyotipriya Mullick also attended the meeting. Later, speaking to reporters, Mr Ghatak said, “The loan at low interest rate would be provided to the owners of sick and closed tea gardens to be used for the welfare of workers.”

The minister said the condition to get the loan is that the planters should use the loan only to carry out workers’ welfare activities.

He also informed that the state government is working to extend the National Food Security Act to the tea gardens by January 1, 2016. Under the act, the beneficiaries would get subsidized ration. The act was implemented in the state from September.

WB Govt plans to set up Anganwadi centres in tea gardens

The state government has urgently sought funds from National Bank for Agriculture and Rural Development (NABARD) in ‘stressed’ tea gardens of North Bengal.

The government wants to set up around 180 anganwadi centres in Alipurduar and Jalpaiguri. Anganwadis are government sponsored child care and mother-care centres.

The programme aims to benefit children in the age group of 0-6 years. These centres are run under Integrated Child Development Services (ICDS) program to combat child-hunger and malnutrition.

The state government has sought Rs.19 crore from NABARD. The money has been sought through Rural Infrastructure Development Fund (RIDF), which is a wing of NABARD and provides direct loans to state governments.

A high-level meeting was held at Nabanna in presence of chief minister Mamata Banerjee on Friday and a task force was formed for maintaining co-ordination with several governments’ departments, including health, food, power, Public Health Engineering (PHE), ICDS, labour and others to prevent malnutrition.