Bengal Govt allocates funds for improving school infrastructure

The Bengal Government has allotted funds worth more than Rs 50 crore to improve facilities at government and government-aided schools across Bengal. The facilities include safe drinking water, additional classrooms, boundary walls, etc.

The break-up of the developmental activities is as follows:

Rs 39 crore 2 lakh 78 thousand for additional classrooms for 422 schools in Howrah, Hooghly, Jalpaiguri, Cooch Behar, Kolkata, Malda, Murshidabad, Nadia, North and South 24 Parganas, Purulia, Siliguri, and Purba and Paschim Medinipur districts.
Rs 7 crore 52 lakh 82 thousand 800 for additional classrooms for 106 more schools in Alipurduar, Bankura, Birbhum, and Purba and Paschim Bardhaman. These 528 schools in all include primary, upper primary, secondary as well as higher secondary schools.
Rs 4.25 lakh for safe drinking water for 250 schools, including 120 primary and 130 upper primary schools.
·A few more crores have been allotted for district-wise development projects for schools.

This is a major step in Chief Minister Mamata Banerjee’s efforts to improve the standard of schools in Bengal.

Source: Bartaman

স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের

বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে একসঙ্গে বহু কোটি টাকা বরাদ্দ করল স্কুলশিক্ষা দপ্তর। পুজোর আগে এই খবরে খুশি শিক্ষামহল। আড়াইশো স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহ, বিভিন্ন জেলার স্কুলে অতিরিক্ত ক্লাসরুম, সীমানা পাঁচিল প্রভৃতি তৈরির মতো বহু উন্নয়নমূলক কাজ সেই অর্থে করা হবে।

হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪২২টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার টাকা। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— সব ধরনের স্কুলই রয়েছে।

আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের ১০৬টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরি করতে পৃথকভাবে বরাদ্দ হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, রাজ্যের ২৫০টি স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে প্রাথমিক স্কুল ১২০টি এবং উচ্চ প্রাথমিক স্কুল ১৩০টি। এছাড়াও জেলাভিত্তিক কিছু প্রকল্পের জন্য আরও কয়েক কোটি অর্থ ছাড়া হয়েছে।

Bengal Govt creating policy for comprehensive telecom coverage

The Bengal Information Technology and Electronics (IT&E) Department has started preparations for coverage of telecom services in the farthest corners of the state.

Around 263 administrative units/villages in the nine districts of Alipurduar, Jalpaiguri, Kalimpong, Uttar and Dakshin Dinajpur, Murshidabad, Nadia, Paschim Medinipur and Jhargram are left to be covered. Not just the inhabitants, but tourists to these regions also suffer because of poor telecom connectivity.

A right-of-way policy and an incentive framework along with a uniform fee structure are being prepared by the IT&E Department officials, in discussion with telecom operators.

Other things being considered are a single-window approval mechanism, the holding of regular meetings with the district committees and quarterly review meetings.

On the equipment front, officials are looking at environment-friendly solutions like using solar power to charge tower transmission equipment.

 

রাজ্যের সব জায়গায় টেলিকম পরিষেবা পৌঁছে দেবে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর

রাজ্যের প্রতিটি কোনে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আনুমানিক ২৬৩টি প্রশাসনিক কেন্দ্র/গ্রাম আছে যেখানে মোবাইল বা ইন্টারনেট পরিষেবা নেই। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কাজ। এখানে বেড়াতে আসা পর্যটকরাও অসুবিধার সম্মুখীন হন।

এই দীর্ঘ দিনের অভিযোগের কথা মাথায় রেখে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেনের নেতৃত্বে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর ও টেলিকম পরিষেবা প্রদানকারীদের মধ্যে বৈঠক হয়। আগামী বৈঠক হবে চলতি মাসের ২৪ তারিখ।

এ ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ও ইউনিফর্ম ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা হয়। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের কর্তারা প্রস্তাব দিয়েছেন লিথিয়াম ব্যাটারির সঙ্গে সৌরবিদ্যুৎ দিয়ে ডিসি আউটপুট সোজাসুজি টাওয়ার ট্রান্সমিশন যন্ত্রে দিলে এই সমস্যার সমাধান হবে।

 

 

Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

A counter to BJP’s claims about Bengal

Finance minister Amit Mitra provides a point-by-point reply to Amit Shah’s “blatant and motivated attempt to distort the truth and misguide the people of Bengal.”

Excerpts:

Claim: We thought after end of Left rule, development will begin in Bengal. But we have been disappointed in the last 6 years

Fact: They are comparing a government of 6 years with 34 years of Left rule. They are like the seasonal birds who come and go and thus cannot see the development in Bengal. During the first five years of this government, the planed expenditure has increased from Rs 14,615 cr to Rs 54,069 crore. Capital expenditure too has increased 7 times and the state’s Own Revenues have doubled.

 

Claim: Share of Bengal in GDP growth was 25% during independence. Now it is 4%

Fact: GDP of Bengal has more than doubled from nearly Rs 4.61 lakh crore in 2010-11 to Rs 9.20 lakh crore in 2015-16

 

Claim: Bengal had a debt of Rs 1.9 lakh crore when Left was voted out. It has become Rs 3 lakh crore now

Fact: Of the Rs.113,000 crore increase in the state’s debt stock during the past five years, around Rs.94,000 crore went into debt servicing. Bengal’s debt-GSDP ratio has improved from 41% to 35%

 

Claim: Power production in Bengal is not at par with national average

Fact: Bengal one of the few power surplus States in the country. By June, 2017, 100% rural electrification will be achieved, the first State in India to do so.

 

Claim: Agriculture growth has slowed in Bengal

Fact: Bengal has won Krishi Karman award 5 years in a row from Govt of India for excellence in agriculture, since 2011

 

Claim: TMC promoted appeasement politics. Huge akrosh because of it

Fact: Kanyashree, Yuvashree, Sabuj Shree, Sabuj Sathi, Gatidhara, Geetanjali, Khadya Sathi, Baitarani, Samabyathi, Samarthan – these schemes are for all. Govt of Bengal works for all. Our reforms in e-governance, financial matters and in other areas of public service delivery have benefited all sections of society.

 

Claim: Bengal Govt failed to curb FICN, made it a laughing stock by opposing demonetisation

Fact: After demonetisation, the BJP claimed note-bandi has eliminated fake notes in the country. Everyone knows the truth.

 

Claim: Industries shutting down, bomb making factories booming

Fact: Industry growth – India 7% Bengal 10%. Furthermore, 40% investment proposals received at Bengal Global Business Summit are in process of fructification. (Figure for same in Gujarat is 2-3%).

 

BJP is jealous of development in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today lashed out at the Centre for withholding funds for the State; she said BJP is jealous of the development in Bengal and hence non-BJP ruled States were deprived of funds.

“I am stating with figures what Bengal can do, others cannot do; more so with the huge debt burden that was incurred by the Left. We do not make false promises to win elections,” the CM said.

“Agriculture growth in India is 1.1% while that of Bengal is 6%. Growth in service sector in India is 9% and that of Bengal is 13.99%. Industrial growth  in India is 7% and that of Bengal is 10 per cent,” she added.

“Institutional delivery has increased from 65% to 90%. Infant mortality has reduced from 32 to 26 per 1000 live births. We do not need lectures from them. Let them show one State where healthcare is free. I challenge them to compare the figures of infant mortality in Bengal and Gujarat,” she said.

The Chief Minister wondered if the claims of Bengal lagging in agriculture are true, how has the State received Krishi Karman award 5 years in a row from Government of India since 2011. She wanted to know from the Centre what happened to the promise of taking over 7 sick tea gardens in north Bengal. She accused the Centre of depriving Bengal by planning to shift the headquarters of Tea Board to Assam.

“Instead of working for the people, BJP is running malicious propaganda campaign on social media,” the Chief Minister added.

 

বাংলার উন্নয়নে বিজেপির খুব হিংসা: মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমার তথ্যই কথা বলবে। আমি বাজে কথা কম বলি, মিথ্যে ভাষণ কম দিই, ভোটে জেতার জন্য কুতসার রাজনীতি কম করি, যেটুকু কথা বলার সেটুকুই বলি। গুজরাটে অপুষ্টিতে মৃত্যুর হার কত? বাংলায় কত? আমি চ্যালেঞ্জ করছি, গুজরাটে অপুষ্টিতে শিশু কত আক্রান্ত? বাংলায় কত? এত দেনা শোধ করেও?”

মুখ্যমন্ত্রী বলেন, “দেনা আমরা করি নি, সিপিএম করেছে। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের পারমিট করেছিল দেনা করবার জন্য? আর দেনা যতক্ষণ সম্পূর্ণ শোধ না হয়, সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। আমরা এফারবিএম চালু করেছি, সেটাতে যে টাকা নেওয়া হয়, সবটাই দেনা দিতে চলে যায়, একটা টাকাও আমাদের কাজে লাগে না। এই দেনার যে টাকা, সেই টাকার টোটাল টাই কেন্দ্রীয় সরকারকে দিতে চলে যাচ্ছে। ৪০,০০০ কোটি টাকা কেন কাটে আমাদের থেকে? আবার বড় বড় কথা, বড় বড় ভাষণ। রেশন দেওয়ার ক্ষমতা নেই শুধু ভাষণ।”

পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা এগিয়ে চলেছে। “এগ্রিকালচারাল গ্রোথ ইন্ডিয়া ১.১% আর বেঙ্গল অ্যাবাউট ৬%; সার্ভিস সেক্টর, ইন্ডিয়া–৯.২% বেঙ্গল–১৩.৯৯%; ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডিয়া-৭.৩% বেঙ্গল-১.০.৫৯%; আর জিডিপি, ২০১০-১১য় ছিল ৪.৬ লক্ষ কোটি, ১৫-১৬য় এটা ৯.৩৯ লক্ষ কোটি হয়েছে। যদি এগ্রিকালচারাল গ্রোথ আমাদের খারাপ হয়, পরপর পাঁচ বছর পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কৃষি কর্মন অ্যাওয়ার্ড পেল কি করে?”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে জ্ঞ্যান দিয়ে লাভ নেই। বাংলা যা পারে, অন্যরা কেউ তা পারে না। আমরা ৩৬৫ দিন কাজ করি, ৩৬৫ দিন মানুষের কাছে থাকি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সাতটা চাবাগান অধিগ্রহন করবে, আজ পর্যন্ত একটা কেউ টেকঅভার করেছে? উপরন্তু বাংলায় চা বাগান বেশী বলে, আমাদের কলকাতায় যে টি বোর্ডের অফিস আছে, সেই টি বোর্ডের অফিসটা হস্তান্তর করে আসামে নিয়ে যাচ্ছে। আমার আপত্তি নেই আসামে যদি আরেকটা করে, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন?”

Bengal Govt to set up homestays in north Bengal

Homestays are gradually becoming an integral part of the tourism policy of the Bengal Government. A chain of homestays in Alipurduar district, branded Blue Home Stay, is going to be the latest addition. It would be inaugurated by Chief Minister Mamata Banerjee.

This State Government-assisted project is unique in the sense that all these homestays would involve Adivasi families of the district. Tourists would get to experience life as lived by Adivasi families. All the homestays would come up in forested areas, ideal for providing respite to the mind and the body. They would be blue in colour, hence the name.

Twelve homestays are going to be set up in the first phase of the project, in Chilapata, Totopara, Shalkumar Haat and Hatipota. In the second phase, 13 more are to come up in Chilapata, basti 28 and 29, and Madarihat.

The State Government is soon going to come up with a Homestay Policy. The policy would bring in transparency as well as fully exploit the potential of homestays.

Further developments are also in the offing: a tourist information centre in Alipurduar town, the district capital, introduction of more tourist taxis, tourism centres in Nararthali and Bhutanghat, and a tourist hub in Jayanti.

Mamata Banerjee has fulfilled a longstanding demand of the people of the region by creating the district of Alipurduar. Since Tourism has a lot of potential in this district of lush forested hills, wildlife, tea gardens and the unique Adivasis way of life, these steps would boost the fulfilment of that potential.

 

উত্তরবঙ্গে হোম স্টে তৈরী করছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর সফরের আগে পর্যটনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মাইলস্টোনের কাছাকাছি আলিপুরদুয়ার জেলা । আলিপুরদুয়ারে দীর্ঘ দুই দশকের দাবি পূরণ হতে চলেছে।যার  মধ্যে অন্যতম ‘এক জানলা ‘ ব্যবস্থায় কেবলমাত্র পর্যটকদের স্বার্থে জেলা সদরে নিৰ্দিষ্ট ‘ট্যুরিজম ইনফরমেশন সেন্টার ‘ তৈরীর জন্য জমি দেখার কাজ শুরু হয়েছে।

পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কনসালটেটিভ কমিটি গড়তে প্রস্তাব গেছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার নিৰ্দিষ্ট  “হোম স্টে ‘নীতি আনতে  চলেছে – যার ফলস্বরূপ জেলার ভিতরে থাকা প্রায় ২০০ হোম  স্টে- র জন্য নির্দিষ্ট নীতি আসতে চলেছে।  যাতে জেলার পর্যটন ব্যবস্থার যেমন স্বচ্ছতা আনতে চলেছে।  তেমনই জেলা পর্যটনের স্বার্থ ও পর্যটনের সন্মান দুই বৃদ্ধি পেতে চলেছে।

উল্লেখ্য , মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের থাকাকালীন জেলার মানচিত্র প্রথম ১২ টি সরকারি সাহায্য প্রাপ্ত নতুন হোম স্টে উঁদ্বোধন হতে চলেছে। ‘হোম স্টে’ পরিকল্পনায় প্রথম দফায় চিলাপাতা, টোটোপাড়া ,শালকুমার হাট ,হাতিপোতার নিৰ্দিষ্ট ১২ টি আদিবাসী পরিবার হোম স্টে গুলি পরিচলনা করবে।দ্বিতীয় দফায় ফের তেমনই   আর ও ১৩টি  হোম স্টে তৈরী হবে চিলাপাতা , ২৮ ও ২৯ বস্তি ও মাদিরহাটের।

আলিপুরদুয়ারে পর্যটন নিয়ে বাইরে থেকে আসা পর্যটকরা বিভিন্ন সমস্যার  কথা তুলে ধরেন যার মধ্যে  অন্যতম ছিল হোম স্টে গুলির ভাড়া নিয়ে।অভিযোগ ছিল , একেক হোম,স্টে  থাকা -খাওয়া নিয়ে একেরকম অৰ্থ দাবি করছে।  কোনও নির্দিষ্ট সরকারি পারমিট যুক্ত টুরিস্ট ট্যাক্সি নেয়।যে যেমন পারছে ,তেমন টাকা নিচ্ছে গাড়ি ভাড়া।ছিল না কোনও পর্যটন ইনফরমেশন সেন্টার।পর্যটনের সঙ্গে জড়িতদের একটি অংশ স্পষ্ট বলেছে ,সব কিছু যেন অগোছালোভাবে চলছে।  নিয়মনীতি না থাকায় পুরপুরি ট্যাক্স থেকে বছরের পর  বছর বঞ্চিত হচ্ছে রাজ্য সাকার।  নিৰ্দিষ্ট রেট চ্যাটের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট অসোসিয়েশন ১৫ দফা দাবি  রাজ্যের পর্যটন মন্ত্রী কে পাঠান।নারারাথলি ,ভুটানঘাটে নতুন করে পর্যটন কেন্দ্র ,জয়ন্তীতে ট্যুরিস্ট হাবের জন্য পৃথকভাবে আলোচনা করা হবে বনদপ্তরের সঙ্গে।একইভাবে বক্সাতে হাতি সাফারি নিয়ে হবে আলোচনা।

সরকারের আর্থিক সাহায্যে হোম স্টে – গুলিকে সাজানো হচ্ছে। একটি আদিবাসী পরিবারে থাকার অনুভব কেমন তা সেখানে গেলেই বুঝতে পারবেন  পর্যটকরা। সরকারের হাতে নির্দিষ্টি রেট চার্ট থাকছে সেখানে। হোম স্টে নিয়ে কলকাতা থেকে আলিপুরদুয়ার ,অনলাইনে,সড়কের পাশে ডিসপ্লে করে প্রচার চলবে।নির্দিষ্ট ‘লোগো’ প্রায় তৈরি। যদি সরকারি সাহায্যে মডেল হোম স্টে হিসেবে জনপ্রিয় হয় , তবে জেলার বাকি  হোম স্টে গুলিও যেন একই নীতিতে নিময় মেনে পরিষেবা দেয়।সেইজন্য খুব দ্রুত বেসরকারি হোম  স্টে ট্যুর অপারেটরদের নিয়ে ও দ্রুত বৈঠক হবে জেলা প্রশাসনের উদ্যোগে।

Mamata Banerjee to visit north Bengal today

Bengal Chief Minister Mamata Banerjee will visit Cooch Behar and Alipurduar during her north Bengal visit starting today and hold administrative review meetings in both the districts. She is also said to be attending public rallies from where she will be distributing benefits to people as well.

The Bengal government had taken up several projects to ensure overall development of the districts. Banerjee will be taking stock of the development projects, works of which are going on in full swing in the districts. Alipurduar is a new district that has been carved out of Jalpaiguri and this is the 20th district of the state that came into existence on June 25, 2014.

The state government had prepared a comprehensive plan to ensure proper development of the new district. During her visit, the Chief Minister will be giving emphasis on those projects that have been taken up for the overall development of the newly-formed district including better communication facilities and healthcare system. She will also be taking stock on the progress of the work done in those projects. Most of the enclaves that came under the Indian Territory in 2014 lie in Cooch Behar.  The state government had taken up several projects including supply of power, construction of roads and distribution of ration cards among the enclave dwellers.  The Chief Minister will also be taking stock of the progress of the development work taken up for the enclaves.  She will also be addressing meeting with officials who are in-charges of executing the work in the enclaves and would plan the future road map for the overall development of the region.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উন্নয়নের ডালি নিয়ে আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া জনসভাও করবেন এবং সেখান থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

২০১৪ সালের ২৫ জুন ২০ তম জেলা হিসেবে স্বীকৃতি পায় আলিপুরদুয়ার। এই জেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যায় নেতাজী সুভাষ ইনডোর স্টেডিয়ামে কোচবিহার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।

আগামীকাল কোচবিহার জেলার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে এবং এরপর একটি জনসভা করবেন তিনি।

 

Dasarath Tirkey speaks on the damages to tea gardens in Alipurduar during monsoon

FULL TRANSCRIPT

Thank you Chairman Sir for giving me the opportunity. I want to attract the attention of the Ministry of Water Resources. My constituency Alipurduar in located in north Bengal and has many big rivers. During monsoon these areas are flooded and specially the tea gardens face a huge economic loss. I want to urge the Ministry to take steps to prevent such losses in future.

Bengal Govt starts new schemes to augment fish cultivation in north Bengal

Bengal government has started some new schemes to augment fish production in north Bengal where pisciculture could not be done in large scale.

In addition to these schemes, the state Fisheries department is also procuring the most advanced satellite images through which the department officials will be able to assess the condition of various water bodies across the state.

Water quality mapping is an important factor in the production of fishes. An increase in fish production depends on the water quality. A host of parameters such as dissolved oxygen content in water, chlorophyll, water turbidity, water depth etc plays a vital role.

Fish production in north Bengal has comparatively been low and hence several steps have been taken to boost the pisciculture there. The department has started to put fishlings into rivers and government ponds. They were distributing free food for feeding small fishes. Fish farmers are being provided training on how to apply scientific methods to cultivate fishes. Food is being distributed for feeding small fishes completely free of cost.

After carrying out a study, it has been observed that most of the fish cultivators do not feed the fish sufficiently and as a result of this, the growth of the fishes is not up to the mark. The state government is conducting awareness camps to inform the farmers how to detect diseases of the fishes and boost fish growth. The department has already chosen some government ponds for cultivating fish.

Fishlings have been put into different ponds across North Bengal and also in rivers like Teesta, Torsha, Kalijani, Karla, Jaldhaka, Sankosh and others. Awareness campaigns in local areas has been started where tea gardens exist, so that people learn to avoid using the river water to clean the spray machines after using them for pest control purposes. It was learnt that around 6,000 ton of fish are currently produced in Jalpaiguri and Alipurduar districts annually.

To increase the fish production, the satellite images would help the department in many ways. The department will procure current satellite data to know the exact contents of a particular waterbody. It will also help understand the nature and quality of each waterbody.

 

উত্তরবঙ্গে মাছচাষ বৃদ্ধির উদ্যোগ রাজ্য সরকারের

উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বড় আকারে মাছ চাষ সম্ভব নয়, সেই সব অঞ্চলে মাছচাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে রাজ্য ম९স্য দপ্তরের তরফে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করছে। এই প্রযুক্তিতে সারা রাজ্যে যত জলাশয় আছে তার স্যাটেলাইট মারফত ছবি ম९স্য দপ্তরের আধিকারিকদের কাছে চলে যাবে। এছাড়াও জলাশয়গুলির জলের গুনমানও জানা যাবে প্রযুক্তির সাহায্যে।

মাছ চাষের জন্য জলের গুনমান বিচার খুব জরুরি বিষয়। জলাশয়ের অনেক গুরুত্বপূর্ণ মাপকাঠির ওপর নির্ভর করে মাছচাষ। যেমন, জলে অক্সিজেনের পরিমান, ক্লোরোফিলের মাত্রা, জলের গভীরতা ইত্যাদি।

মাছ উ९পাদন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। তাই, সেখানে মাছ উ९পাদন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য দপ্তর তিস্তা, তোর্সা, কালিজানি, কারলা, জলঢাকা, সঙ্কশ নদী ও রাজ্য সরকারের অধীন পুকুরগুলোতে চারা মাছ ছাড়ছে। মাছ চাষে অত্যাধুনিক পদ্ধতি ব্যাবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাছচাষিদের।

একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে মাছ চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই মাছেদের উপযুক্ত পরিমানে খাবার দেয় না। তাই, ছোট মাছের খাদ্যও বিনামূল্যে বিতরণ করছে। মাছের রোগ চিহ্নিত করার তালিমও দেওয়া হবে এই প্রশিক্ষণে। এর ফলে ফলন বাড়বে।

 

 

State provides relief material to 1.20 lakh flood affected people

The state government has provided relief materials to around 1.20 lakh people who are affected due to heavy inundation in four districts in North Bengal.

According to the sources in the state disaster management department, around 20 blocks and areas under three municipalities were affected due to heavy inundation in Cooch Behar, Jalpaiguri, Alipurduar as well as the plain lands in Darjeeling district.

Around 84,000 people were affected in ten blocks in Cooch Behar. The blocks in Cooch Behar where around 7,000 houses were partly and fully damaged include Dinhata, Mekhliganj and Mathabhanga, sources said. The only block in Alipurduar that is affected is Kumargram where around 200 people were affected and to whom the relief of the state government has reached, sources said.

The seven blocks including Mal, Mainaguri and Dhupguri were the worst affected in Jalpaiguri district where the state government has provided relief materials to around 28,000 people. Around 5,627 people in the plain land in Darjeeling district were affected and necessary initiatives have been taken to ensure safety and security of the residents in the area. At present there are around 23,000 people who have been taken to safe places that include relief camps set up by the state government.

It includes around 20,000 people only from Cooch Behar district who were given shelter in 77 rescue camps. 5 and 6 relief camps were set up in Jalpaiguri and Alipurduar districts respectively.

45 boats were deployed in Cooch Behar to rescue the people and cattle. The rescue workers have brought 19,000 cattle in safe places. Around 15 medical teams were deployed in Cooch Behar. Besides distributing food among the affected people, the state government has also distributed around 30,000 water pouches to ensure sufficient supply of safe drinking water.

The state government has distributed around 292.5 quintal rice among people in Jalpaiguri. Tarpaulins were also distributed.

 

Image is representative

 

 

১.২০ লক্ষ বন্যা দুর্গতদের ত্রাণসামগ্রী দিয়েছে রাজ্য সরকার

উত্তরবঙ্গের চার জেলায় বন্যার ফলে ক্ষতিগ্রস্ত প্রায় ১.২০ লক্ষ মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছে রাজ্য সরকার।

রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের সূত্র অনুযায়ী, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার ৩টি পুরসভার অধীনস্ত ২০ টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভারী প্লাবনে, সেইসঙ্গে দার্জিলিঙের সমতল এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোচবিহার জেলার ১০টি ব্লকে প্রায় ৮৪,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচবিহারের যে ব্লকে দিনহাটা, মেখলিগঞ্জ এবং মাথাভাঙ্গা অন্তর্ভুক্ত সেখানে প্রায় ৭০০০ ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলিপুরদুয়ারের একমাত্র ব্লক কুমারগ্রামে প্রায় ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  রাজ্য সরকার ইতিমধ্যেই সেখানে ত্রাণ পৌঁছে দিয়েছে।

জলপাইগুড়ি জেলার ম্যাল, ময়নাগুড়ি এবং ধুপগুড়ি সহ সাতটি ব্লকের অবস্থা অত্যন্ত সংকটজনক, সেখানেও রাজ্য সরকারের ত্রাণ সামগ্রী পউছেছে। দার্জিলিং জেলার সমতলে প্রায় ৫,৬২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে একটি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে যেখানে প্রায় ২৩,০০০ মানুষ নিরাপদে রয়েছেন।

কোচবিহার জেলার ৭৭টি রেসকিউ ক্যাম্পে ২০,০০০ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় যথাক্রমে ৫ টি ও ৬ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।

প্রায় ১৫ টি মেডিকেল টিম কুচবিহার জেলায় মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য বিতরণ করা ছাড়াও পর্যাপ্ত ও নিরাপদ পানিয় জল সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩০,০০০ জলের  প্যাকেটে বিতরণ করা হয়েছে।

রাজ্য সরকার জলপাইগুড়ি জেলারমানুষের মধ্যে প্রায় ২৯২.৫ কুইন্টাল চাল বিতরণ করা হয়েছে. এছাড়া ত্রিপলও বিতরণ করা হয়েছে।