Correctional home inmates to organise Deepavali Mela on the occasion of Diwali

The Bengal Correctional Administration Department would be organising a unique festival today called Deepavali Mela, named so because it is being held on the occasion of Diwali.

The uniqueness arises from the fact that all the participants of the fair are inmates of correctional homes of Bengal, and the location is a correctional home too – Alipore Central Correctional Home (ACCH). It is to be held from 11 am to 7 pm and is open to everyone.

There are two aspects to the festival – a food festival and another selling various products. The chefs for the food festival are the inmates of Alipore Central Correctional Home (AACH). The other products to be sold have been made by the inmates of Alipore, Presidency and Dum Dum Correctional Homes and Alipore Women Correctional Home.

This is another of the numerous efforts that the department has been making to bring about a better atmosphere inside the correctional homes of the state.

In this connection, it needs to be mentioned that the government had, last June, organised a Kara Utsav at Rabindra Sadan in Kolkata.

 

দীপাবলিতে বন্দীদের আয়োজনে উৎসব

আজ সংশোধন প্রশাসন দপ্তরের উদ্যোগে আয়োজিত হবে অভিনব ‘দীপাবলি মেলা’।

এই মেলার স্টলগুলিতে থাকবেন রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দীরা। এই উৎসবটি অনুষ্ঠিতও হবে আলিপুর সংশোধনাগারে। অনুষ্ঠানটি চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এই অনুষ্ঠানে একদিকে যেমন অনুষ্ঠিত হবে খাদ্য উৎসব, অন্যদিকে তেমনই থাকবে বন্দীদের তৈরি নানারকম জিনিস কেনার সুযোগ।

প্রসঙ্গত, এই বছর জুন মাসে রাজ্য সরকার রবীন্দ্র সদনে কারা উৎসবের আয়োজন করে।

Source: Millennium Post

Soon, six more new Sufal Bangla stalls to come up

Besides setting up more stalls of Sufal Bangla in the districts, the state agriculture marketing department has taken measures to let more people in the city avail the facility with six more stalls coming up at Tollygunj, Shyambazar and Ultadanga respectively.

Tapan Dasgupta, the state Agriculture Marketing minister, said: “More Sufal Bangla stalls are coming up in the city. Some including the one in Alipore and Tollygunge has already started operations. Two more in Bankura and Bishnupur are ready to let the people in the area avail the facility.” In Kolkata, total four Sufal Bangla stalls will come up at Tollygunge and its adjoining areas. One each will be set up at Shyambazar and Ultadanga. It may be mentioned that already there is one stall at Salt Lake and another one at Alipore. The Alipore stall is the first one where the facility of home delivery has been initiated.

The state Agriculture Marketing department has also introduced the service in Sufal Bangla stall at Santiniketan. The work to make the facility available in other places soon has also started. At present, one needs to call at a phone number to place the order after going through rates of different vegetables provided in the website of Sufal Bangla. In a bid to make the process easier, the state Agriculture Marketing department has taken an initiative to launch a cell phone app using the one that can easily locate a Sufal Bangla shop and place orders for home delivery. The department is having plans to set up Sufal Bangla stalls in all districts and letters were also being written to District Magistrates seeking assistance to identify lands where such stalls can be set up.

At present there are total 33 Sufal Bangla stalls including 14 mobile ones which move around in different places to let people buy fresh vegetables at the right price. With setting up of more stalls in Kolkata, the urban populace can easily buy fresh vegetables at the right price. Moreover, the home delivery system would be immensely beneficial for the urban populace as they do not have to go to market places to buy the vegetables and at present fish, eggs and different varieties of rice are also made available in Sufal Bangla stalls.

 

আরও ৬ টি সুফল বাংলা স্টল চালু করছে রাজ্য কৃষি দপ্তর

জেলায় জেলায় সুফল বাংলা স্টল তৈরীর পাশাপাশি শহরেও আরও সুফল বাংলা স্টল চালু করবে রাজ্য কৃষি দপ্তর। এই জায়গাগুলি হল কলকাতার টালিগঞ্জ, শ্যামবাজার, উল্টোডাঙ্গা। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ২ টি স্টল তৈরী হয়ে গেছে, সেগুলিও শীঘ্রই চালু হবে।

এর আগে আলিপুর ও সল্টলেকে সুফল বাংলা স্টল চালু হয়ে গেছে। আলিপুর স্টলটিতে প্রথম হোম ডেলিভারির সুবিধা চালু করা হয়েছে।রাজ্য কৃষি বিপণন দপ্তর শান্তিনিকেতনেও সুফল বাংলা স্টল চালু করেছে।

সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন শাক সবজির মুল্য দেখে মানুষ একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য রাজ্য কৃষি বিপণন বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে কোথায় কোথায় স্টল আছে এবং সেখান থেকে কততা দুরত্ব পর্যন্ত হোম ডেলিভারি পাওয়া যাবে সেই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের প্রায় ৩৩ টি সুফল বাংলা স্টল রয়েছে।

এই স্টল গুলিতে শাক সবজি ছাড়াও মাছ, ডিম ও বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। বাজারে না গিয়ে বাড়িতে বসে মানুষ যাতে সহজেই টাটকা মাছ, ডিম শাকসবজি কিনতে পারে সেইজন্যই এই উদ্যোগ।

 

 

Our civil services cadets are like our family members: Bengal CM at the inauguration of Uttirna

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the newly-constructed open air stage – Uttirna – at Alipore. Uttirna is a state-of-the-art open-air stage with the capacity to accommodate 1,968 people at a time and it is one of the dream projects of the Chief Minister.

Uttirna comprises a stage, green room, banquet hall, food court, media centre, cafetaria, conference room and other services. Uttirna is part of the ‘Dhana Dhanyo’ project being carried out by the Public Works Department.

The state government for the first time held a programme on the occasion of Civil Services Day at Uttirna today. It was be attended by officials of the West Bengal Civil Service, Indian Administrative Service and Indian Police Service and dignitaries of the cultural field.

 

The salient points of Mamata Banerjee’s speech:

  • Our civil services cadets are like our family members. We are proud of them.
  • This place was a waste land before. We have turned it into an open-air theatre now.
  • Conferences and exhibitions can be held at Uttirna. It has a seating capacity of 2,000.
  • We are also building a stadium, ‘Dhana Dhanyo’ with a seating capacity of 3,000.
  • We are also setting up ‘Saujanya’ – a State Government guest house – at Hastings.
  • We respect all languages but we cannot forget our own language and our roots. We must respect Bengali.
  • We are setting up a convention centre of international standards at New Town. We have set up Mother’s Wax Museum there.
  • We have set up 41 multi super hospitals, 300 SNCUs, 60 SNSUs, polytechnics, ITIs, 66 colleges, 15 universities.
  • There is a lot of potential in Bengal. We want more IAS and IPS officers to come to the State.
  • We have registered 80,000 folk artistes under the Lok Prasar Scheme. We will register 1 lakh more artistes.
  • Health care is free in Bengal. Even private hospitals are covered under the Swasthya Sathi Scheme.
  • We have started paternity leaves for State Government employees.
  • Civil services cadets are sent to Singapore for training.
  • Civil services officers form the policy implementation groups of the State Government.
  • We have conducted over 160 meetings at the block level covering all the districts. This is a precedent for other States.
  • We have set up 26 helipads in the State.
  • We are setting up airports in Malda, Balurghat and Cooch Behar.
  • We are developing six theme cities across the State.
  • From day one, we have worked for e-governance. We received the Golden Peacock Award for e-services.
  • Scholarships like Kanyashree and Yuvashree, pensions and salaries are all paid online.
  • There are 716 villages in Bengal without banks or post offices, so we cannot insist on cashless payment there.
  • Eight crore people in Bengal receive rice at Rs 2 per kg.
  • We are bearing the burden of a huge debt. But still we are following FRBM and working for the people.
  • We need more and more civil services officers. They create employment opportunities for others.
  • Every year we will observe Civil Services Day at Uttirna.

 

আজ ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ আলিপুরে ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০০ আসন বিশিষ্ট এই ৫ তলা মুক্তমঞ্চটি পূর্ত দপ্তরের ‘ধন ধান্য’ প্রকল্পের অন্তর্গত।

‘উত্তীর্ণ’ তে থাকছে একটি স্টেজ, গ্রীন রুম, ব্যাংকোয়েট হল, কনফারেন্স রুম, মিডিয়া সেন্টার, ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট ও অন্যান্য পরিষেবা।

আজ ‘উত্তীর্ণ’ তে রাজ্য সরকার সিভিল সার্ভিস দিবস উদযাপন করে।

 

মুক্তমঞ্চ ‘উত্তীর্ণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

  • আমাদের সিভিল সার্ভিস কর্মীরা আমাদের পরিবারের সদস্য। আমরা ওদের জন্য গর্বিত
  • আগে এখানে জঙ্গল ছিল। এই জায়গাটায় আমরা একটা মুক্তমঞ্চ তৈরী করেছি
  • বিভিন্ন কনফারেন্স, প্রদর্শনী করা যাবে এই ২০০০ আসন বিশিষ্ট ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে
  • আমরা ৩০০০ আসনের ‘ধনধান্য’ স্টেডিয়াম তৈরী করছি
  • আরও একটি সরকারী গেস্ট হাউস ‘সৌজন্য’ তৈরী হচ্ছে
  • আমরা সব ভাষাকে শ্রদ্ধা করি। আমরা আমদের নিজেদের ভাষাকে ভুলে যেতে পারি না
  • নিউটাউনে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হচ্ছে। আমরা মাদার ওয়াক্স মিউজিয়াম তৈরী করেছি
  • ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৩০০টি SNCU,৬০টি SNSU,পলিটেকনিক কলেজ, আইটিআই, ৬৬টি নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরী করেছি
  • বাংলায় অনেক কাজের সুযোগ আছে। আমরা চাই আরও আইএএস, আইপিএস অফিসার আসুক রাজ্যে
  • ৮০ হাজার লোকশিল্পীকে আমরা লোক প্রসার প্রকল্পের আওতায় এনেছি, আরও ১ লক্ষের নাম নথিভুক্ত করা হবে
  • বাংলায় বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা পাওয়া যায়। বেসরকারী হাসপাতালগুলিকেও স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে
  • আমরা সরকারী কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করেছি। সিভিল সার্ভিস কর্মীরদের প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে
  • সিভিল সার্ভিস কর্মীরাই নীতি বাস্তবায়ন করেন
  • বিভিন্ন জেলার ব্লকস্তরে আমরা ১৬০টি প্রশাসনিক বৈঠক করেছি। অন্য রাজ্যগুলির জন্য এটি একটি উদাহরণ
  • আমরা ২৬ টি হেলিপ্যাড তৈরী করেছি। মালদা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দর তৈরী হচ্ছে
  • আমরা ৬ টি থিম সিটি তৈরী করছি
  • প্রথম দিন থেকে আমরা ই-গভরন্যান্স চালু করেছি। ই-সার্ভিসের জন্য আমরা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছি
  • কন্যাশ্রী, যুবশ্রী, পেনশন, বেতন সব কিছু অনলাইন মাধ্যমে দেওয়া হচ্ছে
  • বাংলার ৭১৬টি গ্রামে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই। সেখানে ক্যাশলেস পেমেন্ট বাধ্যতামূলক করা যাবে না
  • বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন
  • আমাদের মাথায় বিপুল ঋণের বোঝা। তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • আমাদের আরও সিভিল সার্ভিস কর্মী চাই। ওরা অনেক বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থান করেন
  • প্রত্যেক বছর আমরা উত্তীর্ণতেই সিভিল সার্ভিস দিবস উদযাপন করব