Bengal to become self-reliant in onion production in 5 years

Within the next five years, Bengal would become self-reliant in the production of onion. This is the result of Chief Minister Mamata Banerjee’s special attention on the agriculture sector, one of the results of which is the state winning the Krishi Karman award given by the Central Government six years in a row.

From 20 per cent in 2011 (when Trinamool Congress led by Mamata Banerjee came to power), the State Government now produces as much as 55 per cent, or 5.5 lakh metric tonnes annually, of the domestic demand, according to the vice-chairman of West Bengal Agro Industries Corporation (WBAIC).

The State Government is conducting awareness workshops with experts to encourage farmers to also plant onion crops. The state has been categorised based on the three components of soil condition, climatic condition and facilities for irrigation to cultivate the right crop at the right place so that farmers get worth of their hard labour.

The Pashimanchal area, comprising of Bankura, Purulia, Paschim Medinipur, Birbhum and Bardhaman districts, produces most of the onion crops. Onion is cultivated twice a year – during the rainy season and during winter.
Source: Millennium Post

 

আগামী পাঁচ বছরে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে রাজ্য, আশাবাদী সরকার

রাজ্যে বার্ষিক পেঁয়াজের চাহিদা আনুমানিক ৫.৫লক্ষ মেট্রিক টন। ২০১১ সাল পর্যন্ত রাজ্য মাত্র এর ২০ শতাংশ উৎপাদন করতে পারত। গত ছয় বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের নানা উদ্যোগে উৎপাদন বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। এখনও ৪৫ শতাংশ পেঁয়াজ মহারাষ্ট্রের নাসিক থেকে আমদানি করতে হয়। এই হারে উৎপাদন বৃদ্ধি হলে আগামী পাঁচ বছরে রাজ্য পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে।

রাজ্য সরকারকে পেঁয়াজ আমদানির পরিবহণ বাবদ অনেক টাকা গুনতে হয়। পেঁয়াজ বছরে দু’বার চাষ হয়। একবার হয় বর্ষাকালে যেগুলির রঙ হয় গাঢ় লাল ও আরেকবার চাষ হয় শীতকালে যে পেঁয়াজগুলির রঙ হয় একটু সাদাটে ও নাম সুখসাগর।

রাজ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানে পেঁয়াজ চাষ হয়। চাষিদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে রাজ্য কৃষি দপ্তর রাজ্য জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মশালা করছে ।

For Singur, Durga Puja 2017 would be special indeed

For the residents of Singur, the 2017 Durga Puja would be special. After a long struggle, they have at last got back their land, taken away forcibly in 2006 for setting up industry by the Left Front Government.

Chief Minister Mamata Banerjee has been instrumental in the successful culmination of the Singur Movement. A few months back, after the Supreme Court’s final verdict, Mamata Banerjee had herself felicitated the people involved in the struggle and family members of those killed and affected during the violence unleashed on Singur. She had also sown the first seeds for the new crops with her own hand.

And now, Singur is going to witness its first Durga Puja festival after a momentous victory. A long and hard-fought struggle, laced with the blood and tears of hundreds of people, has come to an end. It’s time for celebration now. And celebrate they will.

Potato, onion, maize, paddy and other crops have been harvested. With the money earned from selling the crops, the people are making preparations for grand festivities – buying clothes and fire-crackers, building colourful pandals, creating idols decked up in finery, and so much more.

The good times have returned. And with the people of Singur too in spirit is the whole of Bengal, celebrating the revival of a people’s hopes and aspirations.

ফিরে পাওয়া জমির প্রথম ফসল দিয়ে ফের পুজোয় মেতে উঠেছে সিঙ্গুরবাসী

 

গ্রামের মানুষের ত্যাগ আর প্রার্থনায় সাড়া দিয়েছেন মা। টানা দশ বছর ধরে অবস্থান, ধর্না, অনশন ও আদালতে দীর্ঘ লড়াইয়ের পর সর্বোচ্চ আদালতের নির্দেশে ঘরের লক্ষ্মী অর্থাৎ জমি ফিরে পেয়েছেন অনিচ্ছুকসহ সমস্ত চাষিরা। হারানো জমির পাশাপাশি পেয়েছেন ক্ষতিপূরণের টাকাও। আদালতের রায়ের পর কেড়ে নেওয়া জমি হাতে পেয়ে আগের মতোই সোনার ফসল ঘরে তুলেছেন চাষিরা। এবছর প্রথম উৎপাদিত সেই ফসল দিয়ে মাতৃ আরাধনার জন্য প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের মানুষ। ইতিমধ্যেই গ্রামের শীতলামাতা শক্তি সংঘের উদ্যোগে একটি কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ গড়ে তোলার কাজ চলছে। টাটাদের কারখানার জন্য জমি দখলের আগের দিনগুলোর মতোই পুজোর কটা দিন নতুন পোশাকে নিজেদের সাজিয়ে আনন্দোৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে সিঙ্গুর।

বেড়াবেড়ি গ্রামে প্রায় ২৬০টি পরিবারের বসবাস। জমি অধিগ্রহণের আগে ধুমধাম করে এখানে থিমের দুর্গাপুজো হত। ২০০৬ সালে পুজোর আগেই সিঙ্গুরে টাটাদের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। পুজোর আগেই আন্দোলনের সময়ে ২৫ সেপ্টেম্বর রাতে বিডিও অফিসে আলো নিভিয়ে দিয়ে নির্বিচারে লাঠিপেটা করে পুলিশ। পুজোর আগে জমি হাতছাড়া হওয়ায় গ্রামের মানুষের সব অভিমান গিয়ে পড়েছিল মা দুর্গার উপরে। তাই জমি ফিরে না পাওয়া পর্যন্ত পুজো করবেন না বলে শপথ নিয়েছিলেন সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের অনিচ্ছুক চাষিরা। সেই শপথ বজায় রেখে পুজোর সময়ে নতুন পোশাক, ঢাকের কাঠি, আলোর রোশনাই ও আতসবাজি থেকে নিজেদের সরিয়ে রেখেছিলেন গ্রামের মানুষ।

বেড়াবেড়ি দুর্গাপুজো কমিটির অন্যতম সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানিক দাস বলেন, জমি জোর করে নেওয়ার পর প্রথমে অভিমানে পুজো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু, পরে দু’বছর ধরে অনাড়ম্বরভাবে পুজো করে মায়ের কাছে জমি ফেরত পাওয়ার আবেদন করেছি। গ্রামের মানুষের সেই আবেদনে মা সাড়া দিয়েছেন। জমি ফেরত পাওয়ার পর আলু, সরষে, ধান, পিয়াজসহ বিভিন্ন ধরনের ফসল আমরা ঘরে তুলেছি। তাই এবার আমরা ফিরে পাওয়া জমিতে ফলানো সোনার ফসল দিয়েই মায়ের পুজোর প্রস্তুতি নিচ্ছি। পুজো কমিটির সভাপতি সহদেব দাস বলেন, আন্দোলনের আগে আমরা যেভাবে পুজো করতাম, এবার গ্রামে উৎসবের সেই মেজাজ ফিরিয়ে আনার চেষ্টা করছি। গ্রামের বাসিন্দা পারমিতা দাস বলেন, মা আমাদের কাতর মিনতিতে সাড়া দিয়েছেন বলেই আমরা জমির পাশাপাশি ক্ষতিপূরণের টাকাও পেয়েছি। তাই ফিরে পাওয়া জমির প্রথম ফসল দিয়ে পুজো দেওয়ার জন্য টাকা তুলে রেখেছি।

Bengal Govt urging farmers to cultivate forgotten but nutrition-rich varieties of rice

The Bengal Agriculture Department is encouraging farmers to cultivate varieties of rice that have become nearly extinct and is also devising ways to create awareness among the people about these varieties in order to create a market for them. The department is also helping farmers to adopt organic farming methods.

These indigenous varieties, also known as folk rice varieties, have properties which make them suitable for particular regions and are also highly nutritious. For example, there is a variety, once almost lost and now being revived, grows well in the saline soil of the Sunderbans, where the popular rice varieties would fail to grow.

The Agriculture Department is also working in collaboration with organisations some to further its aims. For the past few months, they have been trying to revive forgotten varieties of aromatic rice like Radha Tilak, Kala Bhat, Dudheshwar, Hamai, Jhumpuri, Khara and Balam, to name a few, with technical support from the State Government’s Agricultural Training Centre in Phulia in Nadia.

This initiative was launched to bring back traditional aromatic varieties of rice by using natural methods. The use of chemicals to enhance production is discouraged because, in the long run, it will badly affect the environment, including the quality of the soil.

 

কৃষকদের লুপ্তপ্রায় প্রজাতির ধানের চাষ করার আর্জি জানালেন কৃষিমন্ত্রী

রাজ্য কৃষি মন্ত্রী চাষিদের আর্জি জানান যে সব ধরনের চাল আজ প্রায় অবলুপ্তির পথে, সেগুলি চাষ করার। তিনি কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি নির্দেশ দেন কৃষি দপ্তরের সকল আধিকারিককে এই ধরনের চালের বিষয়ে সচেতনতা বাড়াতে। পাশাপাশি তিনি চাষিদের অরগ্যানিক ফারমিং পদ্ধতি শেখানোর কথাও বলেন।  তিনি আশা করেন আরও কৃষক এই অরগ্যানিক ফারমিং পদ্ধতিতে আগ্রহী হবেন সময়ের সঙ্গে সঙ্গে।

গত বেশ কয়েক মাস ধরে  প্রায় অবলুপ্তির পথে যেসকল সুগন্ধী চাল যেতে বসেছে, সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেমন, রাধা তিলক, কালা ভাত, দুধেস্বর, হামাই, ঝুম্পুরি, খারা এবং বলম। এদের কারিগরি সহায়তা করে ফুলিয়ার এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার।

এই বিভিন্ন ধরনের চাল পরীক্ষা করে কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন আবহাওয়া ও মাটি এই ধরনের চাল চাষের জন্য উপযোগী। এই চাসে কোনও রাসায়নিক ব্যবহার হয় না তাই স্বাস্থ্যের কোনও ক্ষতির সম্ভাবনা নেই।

Source: Millennium Post

Bengal Govt to gift 51 varieties of rice to ISKCON

The Bengal Government will give the Mayapur-based ISKCON (International Society for Krishna Consciousness) 51 varieties of rice. These would be planted on the 100 acres where ISKCON cultivates paddy.

After a request from ISKCON, the State Government has come forward with providing it with 51 varieties of rice which will be grown organically. The government will also provide them with expert advice. Among the varieties to be provided are Dadshal, Radhatilak, Gobindabhog, Keralasundari and others.

Most of these are indigenous varieties, also known as folk rice varieties, and are highly nutritious; many are also aromatic. The Bengal Government, by itself and also in collaboration with some scientific organisations, is trying to revive these varieties. Gifting ISKCON these 51 varieties is part of that effort.

ইসকনকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য

 

মায়াপুরের ইসকন মন্দির কতৃপক্ষকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য সরকার। মায়াপুরের ইসকন কতৃপক্ষের হাতে প্রায় ১০০ একর কৃষিজমি রয়েছে। তার একটি অংশে কৃষিকাজ করেন মন্দির কতৃপক্ষ । প্রধানত জৈবিক চাষেই তাঁদের বেশি আগ্রহ। কারণ ,জৈবচাষ উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও ,জৈবচাষে উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও , জৈব চাষেবাড়তি গুরুত্ব দিচ্ছে ইসকন।

সেই সূত্রে কৃষি দফতরের কর্তা -আধিকারিকদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইসকন কতৃপক্ষের। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে ,প্রায় ৫১ প্রজাতির ধানের বীজ ইসকনকে দেবে রাজ্য সরকার। সঙ্গে দেওয়া হবে বিশেষজ্ঞর পরামর্শ এবং সহযোগিতা। যে প্রজাতির ধানের বীজ দেওয়া হবে সেগুলির মধ্যে দাদশাল ,রাধাতিলক ,গোবিন্দভোগ ,কেরালাসুন্দরী অন্যতম। প্রজাতিগুলির বেশিরভাগই সুগন্ধি।

প্রতিদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করে ইসকন।৫২ সপ্তাহে এক বছর হয়।সেই সূত্রে প্রতি সপ্তাহে পৃথক পৃথক প্রজাতির চালে ভোগ দিতে পারবেন ইসকন কতৃপক্ষ।তাতে জৈব চাষের প্রচার বাড়বে।ভোগের পাশাপাশি ,চাল বিক্রি করলে রাজ্যের লুপ্তপ্রায় কিছু প্রজাতির চালের প্রচার বাড়বে। পাশাপাশি জৈব চাষ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ প্রতিষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন , ইসকনের জমিতে রাধাতিলক চালের ফলন সবথেকে বেশি।কারণ,গঙ্গা এবং জলঙ্গীর সংযোগস্থলের থাকা ওই জমিগুলি ওই চাষের জন্য উপযুক্ত। সেকারণে এত ধরণের চালের বীজ দিতে চাইছে রাজ্য।তবে এজন্য লভ্যাংশ দাবি করা হবে না বলে কৃষি দফতর সূত্রের খবর।
Source: Ebela

Pulse and oilseed production takes a major leap in Bengal

Since 2011, when the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee came to power, the production of pulses and oil seeds has increased significantly. This was announced by the Agriculture Minister recently. He gave the following data.

In 2010-11, the production of oil seeds was 1.76 lakh metric tonnes, which touched 3.36 lakh metric tonnes in 2016-17; the production numbers for oil seeds were 7.03 lakh metric tonnes and 9.12 lakh metric tonnes, metric tonnes respectively. As a result of this huge increase, in three to four years, the State Government would not have to import any pulses.

The area under pulse production has increased from 1.97 lakh hectares in 2010-11 to 3.5 lakh hectares in 2016-17. The area under oil seed production has also witnessed a significant increase, from 6.7 lakh hectares to 9.12 lakh hectares.

Currently, the State Government holds 86 crore 84 lakh 113 thousand hectares of land, of which 15,923 hectares in under cultivation.

Bengal is number one in rice production in the country at present. In 2016-17, 1 crore 60 lakh 70 thousand metric tonnes were produced.

 

ডাল ও তৈলবীজ উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বাংলায়

২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ডাল ও তৈলবীজ উৎপাদন।

২০১০-১১ তে ডালের উৎপাদন হয়েছিল ১.৭৬ লক্ষ মেট্রিক টন, যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৩.৩৬ লক্ষ মেট্রিক টন।পাশাপাশি তৈল বীজের উৎপাদন ২০১৬-১৭ তে হয়েছে ৯.১২ লক্ষ মেট্রিক টন যা ২০১০-১১ তে ছিল ৭.০৩ লক্ষ মেট্রিক টন।

আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যেই রাজ্যকে আর কোনও ডাল আমদানি করতে হবে না। ২০১০-১১ সালে যেখানে ১.৯৭ লক্ষ হেক্টর জমিতে ডাল উৎপাদন করা হত, সেই চাষের জমি ২০১৬-১৭ সালে বাড়িয়ে ৩.৫ লক্ষ হেক্টর করা হয়েছে। ২০১০-১১ সাল পর্যন্ত তৈল বীজ উৎপাদন করা হত ৬.৭ লক্ষ হেক্টর জমিতে যা ২০১৬-১৭ সালে করা হয় ৯.১২ লক্ষ হেক্টর জমিতে।

এই মুহূর্তে রাজ্যে ৮৬,৮৪,১১৩ হেক্টর জমি আছে যার মধ্যে ১৫,৯২৩ হেক্টর জমিকে চাষের জমিতে রুপান্তরিত করা যায়। ধান উৎপাদনে এই মুহূর্তে দেশের মধ্যে প্রথম বাংলা। ২০১৬-১৭ সালে ধানের উৎপাদন হয়েছে রাজ্যে ১ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।

 

Source: Millennium Post

Second Maa, Mati, Manush Govt completes one year

On May 27, 2016, after a historic mandate by the people of Bengal, Mamata Banerjee took oath as the Chief Minister of the State for the second term.

Here are a few of the achievements of the Trinamool Government in the first year of the second term:

 

Administration and Finance and e-Governance

The West Bengal Assembly August 29 passed a resolution to change the name of the State to Bangla in Bengali, Bangal in Hindi and Bengal in English.

On August 31, 2016, the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant. On Nomber 8, physical possession of 846 acres of land were given to farmers as par the Supreme court order,

For better administration, the Government created the Kalimpong district. Later Bardhaman has been divided to form Paschim and Purba Bardhaman and Jhargram district has been carved out of Paschim Medinipur. Mirik has been created as a separate subdivision in Darjeeling district

The Department of Information Technology & Electronics, Govt. of Bengal has launched Digital Bangla Outreach Campaign. The objective of this campaign is to create awareness about Digital Bangla program, Core Infrastructure, various e-services of Govt. of West Bengal and their major initiatives through a Van based mobile display or exhibition unit with Audio Visual, IEC materials which will travel across the entire State of West Bengal.

The State Urban Development Department has set up Bakreswar Development Authority (BKDA) for comprehensive development of the area. The jurisdiction of the authority covers 42 moujas, spread over 58 square kilometres across Dubrajpur block (and including Dubrajpur municipality) in Birbhum district.

To successfully confront cyber threats, the Government has decided to set up a centre of excellence in cyber security. The State Cabinet has already given its approval.

In terms of small savings, after four years, the State of West Bengal has left Uttar Pradesh behind to become number one in the country. As per the latest data from the Ministry of Finance, after remaining second behind Uttar Pradesh for four consecutive financial years from 2011-12, in 2015-16, West Bengal toppled Uttar Pradesh to occupy the top position, with the total small savings amounting to Rs 8,362.78 crore. This amount is almost Rs 2,500 crore more than that of the second-placed Uttar Pradesh.

The West Bengal Government is deciding to set up a Start-Up Incubation Centre to support the educated youth to start its own businesses. Powered by the State Information & Technology Department and WEBEL, the centre will come up a WEBEL premises in Saltlake Sector V.

In a new initiative aimed to bring more industrial investment in West Bengal, an Industrial Investment Promotion Board (IIPB), which will be an umbrella organization of all industry-related corporations and other bodies of the state Government, has been formed.

The West Bengal Information Technology (IT) Department is constructing Electronics Manufacturing Clusters (EMC) in Falta and Naihati, at a cost of Rs 12,000 crore. These would lead to the generation of around 37,000 jobs, and also give a boost to the electronics sector of the State.

The Bengal Government decided upon setting up three more ‘police districts’ after Jhargram.  All the new police districts will be set up in South 24 Parganas, in Kakdwip, Diamond Harbour and Baruipur.

 

Health and Women and Child

On March 3, the Bengal Government ushered in sweeping reforms in healthcare system in the State with the new West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill, 2017. The bill aims to regulate the private hospitals and bring in transparency in the manner in which they operate. Later, an 11-member West Bengal Health Regulatory Commission that will arbitrate complaints of medical negligence filed under The West Bengal Clinical Establishment (Registration, Regulation and Transparency) Act, was set up.

The Bengal Government on October announced setting up of five new medical colleges and seven nursing institutes. At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion.

To provide the better health care facilities in the remote villages of the State, the Government has set up a waiting hut for pregnant women.

The country’s first state government-owned stem cell preservation centre started its formal functioning at the School of Tropical Medicine in Kolkata.

 

Industry and MSME

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

Tantuja, a West Bengal Government undertaking that sells handloom and handicraft products, has won a national award from the Central Government. The award of Rs 1.5 lakh was given in Varanasi on the occasion of National Handloom Day on August 7, 2016.

Chief Minister Mamata Banerjee left for an eight-day tour of Italy and Germany on September 2. This was her first foreign trip after coming to power for the second time. She stayed in Italy from September 2 to 5 and attended the canonisation ceremony of Mother Teresa at Vatican City. From Italy, she flew to Munich to meet some German industrialists leading major manufacturing businesses. The Chief Minister was being accompanied by a 12-member of official delegation and 29 industrialists.

The state government allocated a fund of Rs 300 crore to provide financial assistance to those who have lost their jobs due to demonetisation in other states and have come back home. The scheme to provide financial assistance has been named “Samarthan”.

 

Agriculture and Irrigation

West Bengal was selected for the All India Coordinated Rice Improvement Project Award 2015. This was the first time when the state would be received the award.

In a unique step to help people buy fresh vegetables without visiting the market, the state Agricultural Marketing department has introduced home delivery of green vegetables through its Sufal Bangla project.

In a bid to spread awareness among farmers in every district about the various welfare schemes and projects taken up by the state government, the Agriculture department has come up with the unique idea of introducing mobile vans in the districts to carry out a campaign in the rural areas. Experts travelling in a mobile van will impart knowledge and special training to the farmers to help increase their production.

 

Transport

An integrated board for Calcutta State Transport Corporation (CSTC), Calcutta Tramways Company (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC) has been constituted to ensure better transport facility to commuters by reducing the loss incurred by the corporations.

‘Safe Drive, Save Life’ initiative was launched on August 17. The programme was observed in all 341 blocks, 117 municipalities, 6 municipal corporations, 144 wards of Kolkata Municipal Corporation, 19 district headquarters and GTA area to enhance awareness about traffic rules.

Bengal Government launched ‘e-Vahan’ service for online payment of taxes and registration of vehicles for the Kolkata Metropolitan Area (KMA) on February.

Pathadisha’ – an app was launched through which one can track bus from home and plan the journey accordingly.

Bengal government has introduced the Jaladhara scheme to provide financial assistance to convert semi-mechanised boats to mechanised ones to avert accidents. At the same time, standard operational procedure (SOP) would be followed to improve the safety of jetties across the state.

 

Panchayat and Rural Development, Labour and SHGs

The state government has introduced Muktidhara, a project to make rural unemployed youth self-reliant. The pilot project has earned remarkable success. Under the scheme every gram panchayat will have five groups each having 10 members. They will get bank loan at the rate of 2% while the state government will provide another 9 per cent. The scheme will provide support to the Self Help Groups by creating infrastructure.

Credit linkage of Women Self-Help Groups (SHG) with banks in West Bengal has been doubled in the 2015-16.

The daily wage of workers engaged in 100-days work under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme has been increased to Rs 180 from Rs 176.

The Bengal Government introduced Social Security Yojana by converging five separate beneficiary schemes for workers in the unorganised sectors and for self-employed people. Around 5 crore people will benefit from the Yojana, with around 1 crore getting direct benefits.

 

Education, Women and Child development

The number of girls registered under Kanyashree has crossed 40 lakhs. In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government introduced internet-based platforms on the third Kanyashree Divas on August 16.

Sukanyashree, a project to make girls economically independent has been launched in the state under the guidance of Chief Minister Mamata Banerjee. The pilot project has been launched in Nadia district and the model will be replicated in other districts in course of time.

 

Power, Tourism and Forestry

Sabujshree: West Bengal has created another milestone by introducing a scheme in which a sapling will be named after a new born girl child. The State Government has decided to plant a sapling with the birth of every girl child in the State. The Forest department has already talked to the chief medical officers of health in the districts for the smooth implementation of the project. Saplings would be given to the family of a new born girl child during their release from the hospitals. The baby’s parents would be urged to name the sapling on the name of the newly born girl. Initially, the saplings would be distributed to girl child but later they would also be given to the mothers of a boy child as well.

The West Bengal government has set 2017-18 as the deadline to install grid-connected rooftop solar photo-voltaic system at all public buildings. The project has been christened as `Aaloshree’.

India’s first 10 MW Canal Bank Solar PV Plant was inaugurated at Chopra, North Dinajpur. The project, which has been successfully implemented by WBSEDCL, incurred a cost of Rs 65.88 lakh.

To boost the presence of Bengal on the traveler’s itinerary, the tourism department of the state has launched a mobile app based on the theme of ‘Experience Bengal’. Alongside information on places of tourist interest, the app would be loaded with other facilities like maps and directions.

The ‘tiger safari’ at Bengal Safari Park at Sukna was launched on January 22 by the CM.

 

 

A counter to BJP’s claims about Bengal

Finance minister Amit Mitra provides a point-by-point reply to Amit Shah’s “blatant and motivated attempt to distort the truth and misguide the people of Bengal.”

Excerpts:

Claim: We thought after end of Left rule, development will begin in Bengal. But we have been disappointed in the last 6 years

Fact: They are comparing a government of 6 years with 34 years of Left rule. They are like the seasonal birds who come and go and thus cannot see the development in Bengal. During the first five years of this government, the planed expenditure has increased from Rs 14,615 cr to Rs 54,069 crore. Capital expenditure too has increased 7 times and the state’s Own Revenues have doubled.

 

Claim: Share of Bengal in GDP growth was 25% during independence. Now it is 4%

Fact: GDP of Bengal has more than doubled from nearly Rs 4.61 lakh crore in 2010-11 to Rs 9.20 lakh crore in 2015-16

 

Claim: Bengal had a debt of Rs 1.9 lakh crore when Left was voted out. It has become Rs 3 lakh crore now

Fact: Of the Rs.113,000 crore increase in the state’s debt stock during the past five years, around Rs.94,000 crore went into debt servicing. Bengal’s debt-GSDP ratio has improved from 41% to 35%

 

Claim: Power production in Bengal is not at par with national average

Fact: Bengal one of the few power surplus States in the country. By June, 2017, 100% rural electrification will be achieved, the first State in India to do so.

 

Claim: Agriculture growth has slowed in Bengal

Fact: Bengal has won Krishi Karman award 5 years in a row from Govt of India for excellence in agriculture, since 2011

 

Claim: TMC promoted appeasement politics. Huge akrosh because of it

Fact: Kanyashree, Yuvashree, Sabuj Shree, Sabuj Sathi, Gatidhara, Geetanjali, Khadya Sathi, Baitarani, Samabyathi, Samarthan – these schemes are for all. Govt of Bengal works for all. Our reforms in e-governance, financial matters and in other areas of public service delivery have benefited all sections of society.

 

Claim: Bengal Govt failed to curb FICN, made it a laughing stock by opposing demonetisation

Fact: After demonetisation, the BJP claimed note-bandi has eliminated fake notes in the country. Everyone knows the truth.

 

Claim: Industries shutting down, bomb making factories booming

Fact: Industry growth – India 7% Bengal 10%. Furthermore, 40% investment proposals received at Bengal Global Business Summit are in process of fructification. (Figure for same in Gujarat is 2-3%).

 

BJP is jealous of development in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today lashed out at the Centre for withholding funds for the State; she said BJP is jealous of the development in Bengal and hence non-BJP ruled States were deprived of funds.

“I am stating with figures what Bengal can do, others cannot do; more so with the huge debt burden that was incurred by the Left. We do not make false promises to win elections,” the CM said.

“Agriculture growth in India is 1.1% while that of Bengal is 6%. Growth in service sector in India is 9% and that of Bengal is 13.99%. Industrial growth  in India is 7% and that of Bengal is 10 per cent,” she added.

“Institutional delivery has increased from 65% to 90%. Infant mortality has reduced from 32 to 26 per 1000 live births. We do not need lectures from them. Let them show one State where healthcare is free. I challenge them to compare the figures of infant mortality in Bengal and Gujarat,” she said.

The Chief Minister wondered if the claims of Bengal lagging in agriculture are true, how has the State received Krishi Karman award 5 years in a row from Government of India since 2011. She wanted to know from the Centre what happened to the promise of taking over 7 sick tea gardens in north Bengal. She accused the Centre of depriving Bengal by planning to shift the headquarters of Tea Board to Assam.

“Instead of working for the people, BJP is running malicious propaganda campaign on social media,” the Chief Minister added.

 

বাংলার উন্নয়নে বিজেপির খুব হিংসা: মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমার তথ্যই কথা বলবে। আমি বাজে কথা কম বলি, মিথ্যে ভাষণ কম দিই, ভোটে জেতার জন্য কুতসার রাজনীতি কম করি, যেটুকু কথা বলার সেটুকুই বলি। গুজরাটে অপুষ্টিতে মৃত্যুর হার কত? বাংলায় কত? আমি চ্যালেঞ্জ করছি, গুজরাটে অপুষ্টিতে শিশু কত আক্রান্ত? বাংলায় কত? এত দেনা শোধ করেও?”

মুখ্যমন্ত্রী বলেন, “দেনা আমরা করি নি, সিপিএম করেছে। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের পারমিট করেছিল দেনা করবার জন্য? আর দেনা যতক্ষণ সম্পূর্ণ শোধ না হয়, সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। আমরা এফারবিএম চালু করেছি, সেটাতে যে টাকা নেওয়া হয়, সবটাই দেনা দিতে চলে যায়, একটা টাকাও আমাদের কাজে লাগে না। এই দেনার যে টাকা, সেই টাকার টোটাল টাই কেন্দ্রীয় সরকারকে দিতে চলে যাচ্ছে। ৪০,০০০ কোটি টাকা কেন কাটে আমাদের থেকে? আবার বড় বড় কথা, বড় বড় ভাষণ। রেশন দেওয়ার ক্ষমতা নেই শুধু ভাষণ।”

পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা এগিয়ে চলেছে। “এগ্রিকালচারাল গ্রোথ ইন্ডিয়া ১.১% আর বেঙ্গল অ্যাবাউট ৬%; সার্ভিস সেক্টর, ইন্ডিয়া–৯.২% বেঙ্গল–১৩.৯৯%; ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডিয়া-৭.৩% বেঙ্গল-১.০.৫৯%; আর জিডিপি, ২০১০-১১য় ছিল ৪.৬ লক্ষ কোটি, ১৫-১৬য় এটা ৯.৩৯ লক্ষ কোটি হয়েছে। যদি এগ্রিকালচারাল গ্রোথ আমাদের খারাপ হয়, পরপর পাঁচ বছর পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কৃষি কর্মন অ্যাওয়ার্ড পেল কি করে?”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে জ্ঞ্যান দিয়ে লাভ নেই। বাংলা যা পারে, অন্যরা কেউ তা পারে না। আমরা ৩৬৫ দিন কাজ করি, ৩৬৫ দিন মানুষের কাছে থাকি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সাতটা চাবাগান অধিগ্রহন করবে, আজ পর্যন্ত একটা কেউ টেকঅভার করেছে? উপরন্তু বাংলায় চা বাগান বেশী বলে, আমাদের কলকাতায় যে টি বোর্ডের অফিস আছে, সেই টি বোর্ডের অফিসটা হস্তান্তর করে আসামে নিয়ে যাচ্ছে। আমার আপত্তি নেই আসামে যদি আরেকটা করে, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন?”

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।

 

Bengal Govt to do away with revenue on agricultural land

Bengal Chief Minister Mamata Banerjee today announced that the State Government will no longer take revenue for agricultural land. The announcement was made to give farmers a relief because they have been hit hard by demonetisation and kharif crops have suffered, the CM said.

She also appealed to the Centre to waive farm loans. She said that before elections the BJP had made a promise to waives farmers’ loans but have done nothing yet.

The CM today inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the Paschim Medinipur district from a public meeting at Kharagpur College Maidan. The projects inaugurated today by the Chief Minister include a Krishak Bazar, a market complex, water supply projects, a flood rehabilitation centre, road projects, government buildings, godowns among others. She will also distributed benefits for various schemes.

 

Highlights of the Chief Minister’s speech:

  • We have started a scheme for those who have lost jobs due to demonetisation
  • We work for people all round the year; not just during elections
  • We have already distributed 35 lakh cycles under Sabuj Sathi last year. This year too we will distribute 35 lakh cycles
  • We will give cycles to Prani Mitra workers, ICDS and Asha workers. We have increased the honorarium for ICDS and Asha workers
  • From Sabuj Shree at birth to Samabyathi during death, we have schemes for birth till death
  • We give rice at Rs 2/kg to 8 crore people. We have started digital ration cards
  • Over 80,000 folk artistes receive monthly stipend of Rs 1000. We will register one lakh more artistes
  • Six multi super speciality hospitals have been set up in West Midnapore district alone
  • We have started water supply project ‘Jala Tirtha’ worth Rs 500 crore
  • A new stadium is being built at Medinipur and Kharagpur
  • Bengal will become self-sufficient in egg production. We will set up poultries for ducks like we have for hens
  • Bengal produces 80 lakh eggs annually. By next year we will produce 80 lakhs more
  • We are cultivating onion in arid zones of Bankura and Purulia. We have started a Hilsa Research Centre in Bengal
  • People in Bengal get healthcare for free in government hospitals. Even kidney transplant, heart operations performed for free

 

 

কৃষকদের সব ঋণ মুকুব করে নিল রাজ্য সরকার

রাজ্য সরকার কৃষকদের সব ঋণ মুকুব করে নিল – আজ খড়গপুরের একটি জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে খারিফ শস্য চাষের প্রচুর ক্ষতি হয়েছে তাই কৃষকদের সমস্যার কোথা ভেবেই রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্ত ।

কৃষকদের ঋণ মুকুব করে নেওয়ার জন্য কেন্দ্রকেও আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন নির্বাচনের আগে বিজেপি বলেছিল কৃষকদের সব ঋণ মুকুব করে দেবে অথচ তারা এখনও কোন পদক্ষেপ নেয়নি।

আজ খড়গপুরের কলেজ মাঠের এই জনসভাতে একগুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কৃষক বাজার, একটি মার্কেট কমপ্লেক্স, জল সরবরাহ প্রকল্প, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়স্থল। গুদামঘর সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বেলদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের সাহায্যের জন্য আমরা একটি প্রকল্প চালু করেছি
  • শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর আমরা মানুষের জন্য কাজ করি
  • গত বছর আমরা ৩৫ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবেঃ
  • প্রাণী মিত্র কর্মী, আই সি ডি এস ও আশার কর্মীদেরও আমরা সাইকেল দিচ্ছি। আই সি ডি এস ও আশার কর্মীদের ভাতা বৃদ্ধি করেছি
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন সরকারী প্রকল্প চালু করেছি। জন্মের পর সবুজ শ্রী প্রকল্প ও মৃত্যুর পর সমব্যাথী প্রকল্প চালু করেছি
  • ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কেজি দরে চাল দিচ্ছি। আমরা ডিজিটাল রেশন কার্ড চালু করেছি
  • ৮০ হাজারেরও বেশি লোক শিল্পী ১০০০ টাকা মাসিক ভাতা পান। আমরা ১ লক্ষ শিল্পীকে এই প্রকল্পে আওতাভুক্ত করব
  • পশ্চিম মেদিনীপুরে ৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়েছে
  • ৫০০ কোটি টাকা ব্যয়ে ‘জল তীর্থ’ প্রকল্প চালু করেছি আমরা
  • মেদিনীপুর ও খড়গপুরে একটি নতুন স্টেডিয়াম তৈরী হচ্ছে
  • ডিম উৎপাদনে বাংলা স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা মুরগীর পোল্ট্রির পাশাপাশি হাসের পোলট্রিও তৈরী করব
  • ৮০ লক্ষ ডিম উৎপাদিত হয় বাংলায়। আগামী বছর আমরা আরও ৮০ লক্ষ ডিম বেশি উৎপাদন করব
  • বাঁকুড়া ও পুরুলিয়ায় আমরা পেঁয়াজ চাষ করছি। বাংলায় ইলিশ নিয়ে গবেষণার সেন্টার চালু করেছি আমরা
  • বাংলার মানুষ সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পায়। কিডনি প্রতিস্থাপন, হার্ট অপারেশন বিনামূল্যে করা হয়