Agricultural marketing agencies of the Bengal Govt

There are three agencies under the State Agricultural Marketing Department, whose work it is to ensure that the agricultural produce of the state is marketed according to the rules and regulations. The three are Directorate of Agriculture Marketing, West Bengal State Agricultural Marketing Board and Paschimbanga Agri Marketing Corporation Limited. Their functions are described below.

Directorate of Agricultural Marketing

  • Principal state agency for execution of beneficiary-linked schemes
  • Collecting, through its state-wide network of offices, market prices of various commodities and uploading them on to the Agmarket website on a daily basis
  • Keeping a close watch on price trends
  • Licensing and supervising authority of cold storages

 

West Bengal State Agricultural Marketing Board (WBSAMB)

  • Coordinating, supervising, directing and regulating activities of Regulated Market Committees (RMC)
  • Giving technical approval to the schemes and projects undertaken by Regulated Market Committees in the interest of growers
  • Implementing construction of Krishak Bazaars
  • Constructing market-linking roads and other marketing infrastructure
  • After reorganization and amalgamation of the previous RMCs, 21 district-level RMCs and one subdivision-level RMC have been constituted. Through the implementation of the West Bengal Agricultural Produce Marketing (Regulation) (Amendment) Act, 2017, the State Government has enabled easier direct marketing between growers and producers.

 

Paschimbanga Agri Marketing Corporation Limited (PAMCL)

  • Implementing marketing campaign, in collaboration with Bidhan Chandra Krishi Viswavidyalaya and farmers’ groups, to popularise Gobindobhog and Tulaipanji varieties of rice in India and abroad under the brand, Bangakrishisree
  • Implementing promotional drive for marketing indigenous short-grained aromatic rice varieties like Gobindobhog, Tulaipanji, Kalonunia, Kataribhog, Radhatilak and Radhunipagal
  • Sufal Bangla scheme incorporated in PAMCL for administrative benefits and structural reorientation
  • From Kharif Marketing Season (KMS) 2016-17, collecting paddy from farmers against the mandated minimum support price (MSP) in Bankura and Hooghly districts, through the respective RMCs, acting as their procuring agents

 

রাজ্য সরকারের কৃষি বিপণন সংস্থা

 

রাজ্য কৃষি বিপণন বিভাগের অধীন তিনটি সংস্থা আছে, ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড।

 

ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং

কৃষি বিপণনের অধিদপ্তর হল উপভোক্তাদের বিষয়ক সকল দপ্তরের কেন্দ্রীয় দপ্তর। পাশাপাশি বিপণনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এই সংস্থা দৈনিক বাজার দর সংগ্রহ করে এবং বাজার থেকে উৎপাদন জাত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি এই অধিদপ্তর নজর রাখে বাজারদরের গতিপ্রকৃতির ওপর এবং সেই তথ্য তারা AGMARKNET এ নিয়মিত আপলোড করে। এই অধিদপ্তর ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ (লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ১৯৬৬ র অধীনে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেজের লাইসেন্সও প্রদান করে থাকে।

 

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড

ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৭২ বিধির ৩৬ নম্বর ধারা মেনে রাজ্য কৃষি বিপণন বোর্ড গঠন হয়। এই বোর্ডের দায়িত্ব প্রবিধিত বাজার কমিটি গুলির কার্যকলাপের সমন্বয়, রক্ষণাবেক্ষণ, অভিমুখ, প্রবিধান করা

চাষিদের স্বার্থের কথা মাথায় রেখে বিভিন্ন প্রবিধিত বাজার কমিটি গুলির নানারকম প্রকল্পের কারিগরি অনুমোদন দিয়ে থাকে। এই বোর্ড কৃষক বাজার তৈরী করছে। এর পাশাপাশি বিভিন্ন বাজার সংযোগকারী রাস্তা ও বাজারের পরিকাঠামোর দিকেও নজর রাখে এই বোর্ড।

পুরনো সমস্ত প্রবিধিত বাজার কমিটি গুলিকে পুনরায় সংগ্রহিত করে ও একত্রীকরণ করে ২১টি জেলা স্তরের প্রবিধিত বাজার কমিটি ও ১টি মহকুমা স্তরের প্রবিধিত বাজার কমিটি গঠন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) (আমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৭র প্রজ্ঞাপনের ফলে চাষি ও ক্রেতাদের মধ্যে বিপণন অনেক সহজ হয়েছে।

 

পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড

ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট মেনে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়। এই সংস্থা বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও চাষি গোষ্ঠীদের সঙ্গে গোবিন্দভোগ ও তুলাইপঞ্জী চালকে ভারতে ও বিদেশে বঙ্গকৃষিশ্রী ব্র্যান্ড নামে জনপ্রিয় করে তুলতে বিপণনের কর্মসূচী শুরু করেছে। এছাড়াও সুগন্ধী চাল যেমন, গোবিন্দভোগ, তুলাইপঞ্জী, কালোনুনিয়া, কাতারিভোগ, রাধাতিলক, রাঁধুনিপাগল চালের প্রচারমূলক ড্রাইভ শুরু করেছে।

প্রশাসনিক সুবিধা ও কাঠামোগত পুনর্বিবেচনার জন্য সুফল বাংলা প্রকল্পও শুরু করেছে এই সংস্থা। ২০১৬-১৭ সালের খারিফ মরশুমে এই সংস্থা বাঁকুড়া ও হুগলী জেলা থেকে প্রবিধিত বাজার কমিটির মাধ্যমে ধান সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত ১১২৯জন চাষির থেকে ৫৯৪৫.৩১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে যাদের সর্বনিম্ন সমর্থন মূল্য হিসেবে ক্যুইন্টাল পিছু ১৫৫০ টাকা প্রদান করেছে তাদের ব্যাঙ্কে।

 

 

Bengal Govt set to open single window service for agricultural marketing  

 

The Bengal Government is bringing in a single window service in agricultural marketing by providing a common license for the wholesale buyers to buy any farm produce. Thus, the farmers with their excess produce will not have to run door to door to sell their crops.

In order to do so The West Bengal Agricultural Produce Marketing (Regulation) Bill with amendments will tabled at the State Assembly.

After the Act is passed, wholesale buyers, after paying a fixed fee,  can buy whatever agricultural products they wishes to sell, from all over Bengal. Earlier, there were separate licenses for each agricultural products.

The new law will also be helpful for Bengal farmers who wish to export their products in other states or countries. Now, even if there are excess yield in farming, the excess may now be sold in a much easier manner, the number of wholesale buyers being increased.

 

 

রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার

বিভিন্ন কৃষিজ পণ্যের বাড়তি উ९পাদনেও বিক্রির জন্য আর সমস্যায় পড়তে হবে না বাংলার কৃষকদের। রাজ্যে কৃষকদের জন্য বিশ্বের বাজার খুলে দিচ্ছে রাজ্য সরকার। এক জানলা নীতি এবার কৃষিতেও।

বিধানসভায় পেশ হবে ‘দি ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন)’ সংশোধনী বিল।

এই বিল পাশ হলে রাজ্যের সব বাজারে একটিমাত্র লাইসেন্স থাকলেই কোনও ব্যবসায়ী রাজ্যের কৃষকদের উ९পাদিত সামগ্রী কিনতে পারবেন। কেবল একটিমাত্র জায়গায় নির্দিষ্ট ফি দিলেই বাংলার যেকোনো জায়গায় তারা জিনিস বিক্রি করতে পারবেন। এর আগে প্রত্যেকটি কৃষিজ পণ্যের জন্য আলাদা লাইসেন্স দরকার হত।

অনলাইনে জিনিস বিক্রির সুযোগ পাবেন কৃষকরা। রাজ্যের বিভিন্ন জেলার কেন্দ্রীয় বাজারে অনলাইন বিপণনের সুবিধা দেবে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যেও দ্রব্য রপ্তানি করতে পারবেন কৃষকরা। অর্থা९ বাংলার কৃষকরা অনেক বড় বাজারে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন।

 

 

 

 

Sufal Bangla outlets to be set up in 8 more districts

In a prompt reply to the request of the state agriculture marketing department, eight districts’ authorities have so far extended their support by identifying plots to set up outlets of Sufal Bangla to let more people buy fresh vegetables and so that farmers get right price for their produce.

Eight districts including Burdwan, Malda, Nadia, Cooch Behar, Jalpaiguri and Bankura have written to the Bengal Agricultural Marketing department stating that plots have been identified where outlets of Sufal Bangla can be set up. Plots at Siliguri have also been identified.

After Trinamool Congress Government returned to the power for the second term, the agriculture marketing department had set a target of opening at least five outlets in each district. At present, there are around 30 outlets functional in Kolkata, Howrah, Hooghly and Birbhum.

 

আরও আট জেলায় গড়ে উঠবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র

রাজ্যের আরও আট জেলায় তৈরী হবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র। রাজ্য কৃষি বিপণন দপ্তরের অনুরোধে আটটি জেলার আধিকারিকরা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্ধমান, নদীয়া, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি ও বাঁকুড়ার জেলা আধিকারিকরা রাজ্য কৃষি বিপণন দপ্তরকে জানিয়েছেন সুফল বাংলার বিপণন কেন্দ্রের জন্য তারা ইতিমধ্যেই জমি পেয়ে গেছেন। শিলিগুড়িতেও উপযুক্ত জমি রয়েছে।

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য কৃষি বিপণন দপ্তর প্রতিটি জেলায় অন্তত পাঁচটি করে সুফল বাংলার বিপণন কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বীরভূম জেলাতে এই মুহূর্তে এইরকম ৩০টি কেন্দ্র এই মুহূর্তে চলছে।

Second edition of Ahare Bangla to promote Bengal heritage food items in a grand scale

Buoyed by the success of the previous year, the ‘Ahare Bangla – A Unique Food Festival celebrating Bengal’ showcasing the popular and gourmet cuisine of the state shall be inaugurated on 21st October, 2016 at 6 P.M. at Milan Mela Ground (Opposite Science City) Kolkata. Going by the response of the last year’s festival, this year it shall be held in a larger area having a one time sitting capacity of about 2500 people. The entry of the festival is free and it will remain open from 12 Noon to 9 P.M. for further four days starting from 22nd October, 2016 to 25th October, 2016.

This five days long food carnival is going to be organized by the Animal Resources Development Department of Government of West Bengal in association with other concerned departments of the Government, namely, Micro, Small & Medium Enterprises & Textiles, Information and Cultural Affairs, Food Processing Industries & Horticulture, Fisheries and Agricultural Marketing.

Sufal Bangla, West Bengal State Export Promotion Society, West Bengal Livestock Development Corporation Limited, West Bengal State Fisheries Development Corporation Ltd, Benfish, West Bengal State Food Processing & Horticulture Development Corporation Limited and Mother Dairy Calcutta have partnered to showcase their conventional as well as innovative products in the festival.

The principal objective of this unique Food Carnival is to promote the Food and Food Processing Industries in the State. This Fair shall provide a platform where the producers and the consumers can interact under one roof and which in turn shall directly benefit the larger farming community of the State.

West Bengal has many unique varieties of rice namely, black aromatic rice popularly known as Kalabhat, short grained aromatic rice Kalonunia, Gobindabhog, Tulaipanji, Kataribhog etc. similarly, pulses such as Sonamug, Bhajakalai dal etc. and some exotic vegetables are found only in this part of the country which will be displayed in the fair.

The Animal Recourses Development Department shall promote various non-conventional meat and meat products of Quail, Turkey, Rabbit, Emu, Pork (including special Ghunghroo variety), Black Bengal goat, Bonopala lamb, Garole lamb. The Fisheries Department will exhibit new varieties of fish with high productivity and taste such as Vennami, Pungus, Vietnam Koi etc. All the items mentioned here, be it a aromatic rice varieties or precious pulses or various conventional or non-conventional meat and meat products or the latest products or Mother Diary Calcutta or the delicacies of rare and exotic fish, shall be available for both exhibition and retail sale at the fair.

Further, renowned restaurants and caterers of the city will partner with the Government to bring their diversified cuisine in a unique interactive setting where anyone can see, eat and buy.

A special zone in the form of “Theme Food” will feature innovative and separate themes each day and a kid zone will be set up which would be an added attraction of this year’s carnival.

 

আয়োজিত হতে চলেছে ‘আহারে বাংলা’-র দ্বিতীয় বর্ষ

গত বছরের অভূতপূর্ব সাফল্যের পর এই বছরেও আগামী ২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় মিলন মেলা প্রাঙ্গনে সারা বাংলার সমস্ত সমৃদ্ধ খাবারের সম্ভার নিয়ে উদ্বোধন করা হবে ‘আহারে বাংলা ২০১৬’। এই বছর এই মেলাটি আরো বড় আকারে করা হবে, যাতে ২৫০০মানুষ একত্রে বসতে পারেন। এই মেলাটিতে জনসাধারণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলাটি চলবে ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ৯টা অবধি। এই মেলাটির আয়োজক রাজ্য প্রাণী সম্পদ দফতর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, উদ্যানপালন দফতর, মত্স দফতর।

সুফল বাংলা, রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দফতর, বেনফিশ, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, মাদার ডেয়ারী সহ আরো অনেক দফতর নিজেদের তৈরী বিভিন্ন খাদ্য ভান্ডার নিয়ে ওখানে উপস্থিত থাকবে। এই মেলাটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের উন্নয়ন।

এখানে ক্রেতা ও চাষীরা সরাসরি কথা বলতে পারবেন যার ফলে চাষীরা উপকৃত হবেন। বিভিন্ন ধরণের চাল ও ডাল ও কিছু সবজি যা দেশের মধ্যে একমাত্র বাংলাতেই পাওয়া যায়, সেই সব ধরণের সামগ্রী এই মেলাতে মজুত থাকবে।

প্রাণী সম্পদ দফতর বিভিন্ন ধরণের মাংস ও মত্স দফতর বিভিন্ন ধরণের মত্স ভান্ডারিয়ে উপস্থিত হবে এই মেলায়।এই সমস্ত ধরণের খাদ্য সামগ্রী ওখানে দেখাও যাবে ও খুচরো পরিমানে কেনাও যাবে। বিভিন্ন নামকরা রেস্টুরেন্ট ও ক্যাটারাররাও তাদের বিখ্যাত খাবার নিয়ে ওখানে উপস্থিত থাকবে।প্রতিদিন আলাদা আলাদা করে কিছু নতুন খাবারকে ‘থিম ফুড’ হিসেবে রাখা হবে। শিশুদের জন্য থাকবে ‘কিড জোন’।

 

WB Govt to set up organic market in New Town’s Eco Park

In order to make fresh and non-toxic food items available to residents, the West Bengal Agricultural Marketing department is going to set up an organic market. The market will be established in one of the most popular places near Kolkata, the Eco Park in New Town.

An 18 cottah plot beside the township’s major arterial road was allotted by Hidco to the State Agricultural Marketing department for setting up an organic market in New Town. The market will be large since the size of the land allotted is huge.

The market will be set up at Eco Park in New Town, near the park’s gate number 4. Various products such as vegetables, rice, dal, tea, spices and other edible products, all organically grown, will be sold at this market. The state government’s idea is to reach out to people with these healthy food items. Only government approved quality organic food, grown by farmers across the State, will be sold at this particular market, therefore they will be healthy. Organic manure and organic pesticides are only used to make these products and no chemical pesticides are used.

The idea has been floated and approved as a pilot project. The project is expected to be completed in more than one year.

 

 

নিউ টাউনের ইকো পার্কে অর্গানিক মার্কেট তৈরি করছে রাজ্য সরকার  

রাজ্যবাসী যাতে টাটকা ও বিষমুক্ত খাবার পেতে পারেন তাই কৃষি বিপণন বিভাগ একটি অর্গানিক মার্কেট চালু করছে। এই বাজারটি তৈরি হবে কলকাতার কাছে জনপ্রিয় জায়গা নিউ টাউনের ইকো পার্কে।

নিউ টাউনে এর জন্য বরাদ্দ জমির পরিমান ১৮ কাঠা। ভবিষ্যতে আরও বেশি জমি পাওয়া গেলে বাজারের আয়তনও বৃদ্ধি করা হবে।

ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে এই মার্কেটটি তৈরি হবে। বিভিন্ন রকমের পণ্যদ্রব্য – যেমন শাক-সবজি, ডাল, চা, মশলাপাতি – সহ আরও অনেক জৈব পদ্ধতিতে তৈরি পণ্যদ্রব্য বিক্রি হবে এই বাজারে।

রাজ্যবাসীর কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের উদ্দেশ্য। জৈব পদ্ধতিতে রাজ্যের চাষীদের তৈরি খাদ্যশস্য যা সরকার দ্বারা অনুমোদিত দ্রব্যই বিক্রি হবে এই বাজারে।

একমাত্র জৈব সার ও জৈব কীটনাশকই ব্যবহার করা হবে এই খাদ্যশস্য উৎপন্ন করতে, কোনরকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।

এটি একটি পাইলট প্রকল্প। আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

 

 

Sufal Bangla: Vegetables to be delivered at doorsteps on Govt initiative

In a unique step to help people buy fresh vegetables without visiting the market, the state Agricultural Marketing department is all set to introduce home delivery of green vegetables through its Sufal Bangla project.

The shop of Sufal Bangla at New Alipore will be inaugurated today  and side by side, a phone number will be announced. A person just need to dial in that number and order vegetables worth at least Rs 500 to get it delivered free to his or her home.

The New Alipore counter of state Agriculture Marketing department is the first one to make the home delivery service available. Once the project becomes successful in new Alipore area, the same will be implemented in other parts of the city as well.

Before placing an order for home delivery, a person can easily check prices of vegetables, even of its varieties, at the website of the Sufal Bangla. One just needs to click on the “daily price list” button in the website.

Though at present only the residents of New Alipore area can avail the service, the department has plans of implementing the same in other parts of the city and sub-urban areas in the state as well.

 

‘সুফল বাংলা’-র মাধ্যমে এখন ঘরে ঘরে পৌঁছে যাবে শাকসবজি

কৃষিজমি থেকে সরাসরি শহরের রান্নাঘরে টাটকা শাক-সবজি পৌঁছে দিতে একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের উদ্যোগে চালু হচ্ছে ‘সুফল বাংলা’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী মারফত কৃষকের জমির ফসল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে৷

আজ নিউ আলিপুরে সুফল বাংলা স্টলের উদ্বোধন হবে এবং এর পাশাপাশি একটি ফোন নম্বরও ঘোষণা করা হবে। ক্রেতারা সেই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ৫০০ টাকার বেশি জিনিস কিনলে পাওয়া যাবে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা।

নিউ আলিপুরে খুলবে কৃষি ও বিপণন দফতরের ‘সুফল বাংলা’র কাউন্টার৷ নিউ আলিপুরে এই প্রকল্প সফল হলে শহরের বিভিন্ন জায়গায় তৈরি হবে এই স্টল।

আজ থেকে চালু হবে এই অনলাইন পরিষেবা। অর্ডার করার আগে ব্যক্তি সুফল বাংলা ওয়েবসাইটে খুব সহজেই সব সবজির দাম দেখে নিতে পারবেন। এর জন্য ওয়েবসাইটে গিয়ে “daily price list” বোতামে ক্লিক করতে হবে।

ক্রেতা ও কৃষকদের মধ্যে সরাসরি সবজি কেনাকাটা করার ব্যবস্থাই নয়, আধুনিক পদ্ধতিতে কৃষিজ পণ্য উৎপাদন ও বিক্রির জন্য তরুণ কৃষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। রাজ্য কৃষি বিপণন দফতর ২০১৭ সালের মধ্যে এক হাজারেরও বেশি যুবককে আধুনিক উপায়ে কৃষিকাজের প্রশিক্ষণ দেবে। প্রত্যেক যুবককে ৯০ দিনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রতিটি জেলার দু’টি ব্লকে এই সংগঠিত হবে প্রশিক্ষণ  শিবির। ইতিমধ্যেই বীরভূম ও হুগলি জেলার দু’টি ব্লকে যুবকদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। পরে সরকারি আবাসনেও তৈরি হবে এই সুফল বাংলা স্টল।

For better crop sale, marketing training plans for young farmers

In a bid to make youth from farmers’ families more competent in marketing their agricultural produce in a better way, the state government has taken steps to provide them training as per the requirement of the present time.

The state agriculture marketing department has fixed a target of providing training to 1,003 youth in the next one year. Each of the youth has to undergo the training for 90 days and to make the training programme a success, training programmes are being organised in two blocks of a district at a time.

Recently, the training programme took place with youth from two blocks, each in Birbhum and Hooghly.

Tapan Dasgupta, the state agriculture marketing minister, said that it is the duty of the state government to make the youth from the farmers’ families competent enough so that they can go ahead for new ventures to fetch more profit out of the cultivation in their lands.

 

কৃষকদের ভাল ফসল বিক্রি ও বিপণনের জন্য প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রাজ্যের

ভাল পদ্ধতিতে কৃষিজ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য তরুণ কৃষকদের  প্রশিক্ষণ দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

রাজ্য কৃষি বিপণন বিভাগ পরবর্তী এক বছরের মধ্যে ১,০০৩ জন যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রত্যেককে ৯০ দিনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ কর্মসূচি সফল করতে এক একটি জেলার দুটি করে ব্লকে এই কর্মসূচী সংগঠিত হচ্ছে।

সম্প্রতি বীরভূম ও হুগলি জেলার  দুটি করে ব্লকে যুবকদের প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে।

রাজ্য কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন যে কৃষকরা যাতে নতুন উদ্যোগে তাদের জমি চাষ করতে পারে এবং মুনাফা অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখা রাজ্য সরকারের কর্তব্য।

WB Govt planning to set up core committee for agri-marketing

State Agricultural Marketing Minister Arup Roy on Wednesday said that people should invest in setting up new cold storages. He was speaking at an interactive session on “Effecting Agri-Marketing can empower farmers in West Bengal” organized by the MCC Chamber of Commerce and Industry in Kolkata.

“I request the people to invest in cold storages in the state. I will ask them to set up new cold storages in every possible place,” Roy said. He added that the state government will provide land for the purpose.

The minister said that the State Government was mulling the formation of a core committee for agricultural marketing.

“If there is one cold storage along with every krishi bazaar, it will enable farmers to store excess crops and vegetables for future,” he added.

“We are lowering the renewal fee for cold storages, as a result of which, we have recorded a huge number of renewals in the last couple of years,” he said.