State Govt to come up with more adventure sports facilities

To encourage more young tourists, the Bengal Government has decided to come up with more facilities for adventure tourism across the state, and enable private ventures too.

For this, is will soon come up with a comprehensive policy. The draft policy has already been made. A primary aspect of the policy would be safety features, which would be strictly enforced.

Facilities would be developed in Digha, Tajpur, Mandarmani, Darjeeling, Kalimpong and other popular spots. New spots would also be developed based on adventure tourism. Beach biking, river rafting, kayaking, paragliding, etc. would be developed.

 

তরুণ প্রজন্মকে টানতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জোর

তরুণ প্রজন্ম ও বিদেশীদের বাংলায় টেনে আনতে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম’-এ জোর দিচ্ছে রাজ্য সরকার। এজন্য বিশেষজ্ঞদের দিয়ে পরিকল্পনা তৈরী করা হচ্ছে।

শীঘ্রই নতুন ভাবে পর্যটন নীতি কার্যকর হতে চলেছে, যার খসড়াও ইতিমধ্যে তৈরী করে ফেলেছেন দপ্তরের আধিকারিকরা। রাজ্যের দিঘা, তাজপুর, মন্দারমণি, দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়, নদী কিংবা সমুদ্রে ঘেরা বিভিন্ন পর্যটনক্ষেত্রে অ্যাডভেঞ্চার রাইডিংকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে দপ্তর। এক্ষেত্রে বিচ বাইকিং, রিভার র্যাবফটিং, প্যারাগ্লাইডিং কিংবা ক্লিফ ডাইভিংয়ের মতো রোমহর্ষক রাইডিং দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরোদমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালুর আগে পর্যটকদের নিরাপত্তার দিকটি সুরক্ষিত করা হবে। শুধুমাত্র নানা ধরনের রাইডিংই নয়, পর্যটনক্ষেত্রে আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ভাবছে রাজ্য সরকার।

ডুয়ার্সের ঘন জঙ্গলের মাঝে বনবাংলোয় কিংবা তাজপুর, মন্দারমণির সমুদ্রের তীরে প্রতি শনি ও রবিবার নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবা হচ্ছে। স্থানীয় লোকশিল্পীরাই এই অনুষ্ঠানে অংশ নেবেন। এতে পর্যটকদের বিনোদনের পাশাপাশি শিল্পীদের আয়েরও ব্যবস্থা হবে।

 

International Children’s Film Festival begins today

Seventh Kolkata International Children’s Film Festival begins today. The festival will continue till January 27. Child actor Kusmit Gill (of Sniff) and the two child actors Noor Islam and Samiul Islam (of Sahaj Pather Goppo) will inaugurate the festival. ‘Sniff’ will be the inaugural film.

Adventure is the theme of this year’s festival. 200 films from 32 nations will be screened. Some of the films to be screened include: Coco, Boss Baby, Jumanji, Amazon Obhijaan, Twenty Thousand Leagues Under The Sea, Toy Story 3.

A new section this year is “Celebrity Choice”. Favourite films of famous personalities – Sandip Ray, Prosenjit Chatterjee, Shirshendu Mukherjee, Gautam Ghose, Lopamudra Mitra and others – will be screened. Tributes will be paid to Shashi Kapoor and Partha Mukhopadhyay. There will be exhibitions on Feluda and Satyajit Ray.

The films will be screened at Nandan 1, 2, 3, Rabindra Sadan, Nazrul Tirtha, Star Theatre, Ahindra Mancha. Cultural performances will be held at Rabindra Sadan. Quiz competition for children will be held on January 23. The closing film of the festival is ‘Feluda: Fifty Years of Ray’s Detective’ directed by Sagnik Chatterjee.

 

আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সপ্তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ থেকে নন্দন ১-‌এ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন করবেন ‘‌স্নিফ’‌-‌এর শিশুশিল্পী কুস্মিত গিল ও ‘‌সহজপাঠের গপ্পো’‌–‌‌এর দুই শিশু অভিনেতা নুর ইসলাম এবং সামিউল আলম। এবারের শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি অমল গুপ্তের ‘স্নিফ‌’।

এবারের উৎসবের থিম ‘‌অ্যাডভেঞ্চার’‌‌। দেখানো হবে ৩২টি দেশের ২০০টি চলচ্চিত্র। অ্যাডভেঞ্চার ছবিগুলোর মধ্যে ‘কোকো‌’‌, ‘বস বেদী‌’‌, ‘‌জুমানজি’‌, ‘আমাজন অভিযান‌’‌, ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগ আন্ডার দ্য সি‌’‌, ‘টয় স্টোরি ৩‌’‌–‌‌এর মতো বিখ্যাত ছবিগুলি রয়েছে।

এবারের নতুন সংযোজন ‘‌সেলিব্রিটি চয়েস’‌। বিখ্যাত ব্যক্তিদের ছোটবেলার প্রিয় ছবিগুলি এই বিভাগে স্থান পেয়েছে। তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, গৌতম ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্রের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা।

এবারের উৎসবে সদ্যপ্রয়াত দুই শিল্পী শশী কাপুর এবং পার্থ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে তাঁদের অভিনীত ছবি দেখিয়ে। এবারের উৎসবে ফেলুদাকে নিয়ে একটি প্রদর্শনী ‘‌ফেলুদা সরগরম’‌ উদ্বোধন হবে একই দিনে বিকেল ৪টেয় গগনেন্দ্র প্রদর্শশালায়। এবারের উৎসবের স্মারকপুস্তিকা সত্যজিৎ রায়কে নিয়ে ‘সত্যজিৎ একাই ১০০‌’‌। সম্পাদনা করেছেন সন্দীপ রায়।

এবারের উৎসবে নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার থিয়েটার, অহীন্দ্র মঞ্চে ছবিগুলি দেখানো হবে। এছাড়াও প্রতিদিন রবীন্দ্র সদন প্রাঙ্গণে একতারা মঞ্চে চলবে শিশু–‌‌কিশোরদের আড্ডা। ২৩ জানুয়ারি এই মঞ্চে থাকছে সিনেমা নিয়ে কুইজ। এবারের উৎসবে সমাপ্তি ছবি সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা, ফিফটি ইয়ার্স অফ রে’‌স ডিটেকটিভ’‌।‌‌

Image is representative

 

Bengal Govt felicitates mountaineers with Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award

The State Youth Services Department, organised an award distribution ceremony to confer the Radhanath Sikdar-Tenzing Norgay Award and Chhanda Gayen Bravery Award to successful mountaineers on Wednesday at Moulali Yuba Kendra, Kolkata.

Eleven climbers from Bengal were awarded these prestigious awards on that day for their outstanding achievement in the field of adventure this year.

The Bengal Government introduced Radhanath Sikdar-Tenzing Norgay Award in 2013 to motivate young mountaineers. It is considered as the highest state level award in the field of adventure. Chhanda Gayen Bravery Award has also been introduced by the State Government for outstanding achievement for female in the field of adventure.

At this programme, 50 organizations promoting mountaineering as an adventure sport were provided with financial aid. The State Minister for Youth Services said that the Government is always promote adventure sports and declared that it has already distributed Rs 2 crore to as aid for mountaineering expeditions.

 

এভারেস্টজয়ীদের সংবর্ধনা দিল রাজ্য সরকার

গতকাল মৌলালি যুব কেন্দ্রে এবছরের এভারেস্ট জয়ীদের হাতে ‘রাধানাথ শিকদার তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ তুলে দিল রাজ্য যুবকল্যাণ দপ্তর।

এ বছর ১১ জন পর্বতারোহীকে তাদের সাহসিকতা ও অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হল।

২০১৩ সালে তরুণ পর্বতারোহণকারীদের উত্সাহ প্রদান করতে পশ্চিমবঙ্গ সরকার রাধানাথ সিকদার-তেনজিং নোরগে পুরস্কারের সূচনা করেন। রাজ্যস্তরে পর্বতারোহণের ক্ষেত্রে এটি সর্বোচ্চ পুরস্কার। মহিলা পর্বতারোহণকারীদের দুঃসাহসিক অবদানকে স্বীকৃতি দিতে ছন্দা গায়েন সাহসিকতা পুরস্কারের সূচনা করেন রাজ্য সরকার।

এই অনুষ্ঠানে ৫০টি ক্লাবকে অর্থসাহায্য দেওয়া হয়েছে। রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী জানান, রাজ্য সরকার এদের সবরকমভাবে সাহায্য করবে। ইতিমধ্যেই রাজ্য সরকার পর্বতারোহণের জন্য ২ কোটি টাকা অনুদান দিয়েছে।