Banks of Adi Ganga getting renovated on the lines of canal banks along EM Bypass

The banks of the Adi Ganga along Baruipur are being renovated by Kolkata Metropolitan Development Authority (KMDA).

Just like Millennium Park and the waterside areas along the EM Bypass have been renovated, the banks of the Adi Ganga along the extended EM Bypass extending to Baruipur is being renovated.

Both the banks are getting flanked by borders made of environment-friendly material. Tiled pavements are being built along the Adi Ganga for residents to take walks, be it morning walks or evening walks or during any time of the day.

Flowering plants from India and other countries would flank the pavements and the banks of the river. After the project is completed, adequate security arrangements would be set up too.

আদিগঙ্গার সংস্কার-সৌন্দর্যায়ন শুরু

চাঁদ সওদাগরের সপ্তডিঙা মধুকর নামের বাণিজ্য নৌকা যে আদিগঙ্গা দিয়ে সিংহলে যেত, সেই পথের সৌন্দর্যায়ন শুরু করছে রাজ্য সরকার। সেই স্রোতধারা আজ স্তব্ধ, দূষিত, নোংরা জলে মলিন। হারিয়ে যেতে বসা মনসামঙ্গলের সেই প্রাচীন জনপথকে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নয়া আঙ্গিকে ফিরিয়ে দিতে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই নির্দেশ মেনে আদিগঙ্গার দুই তীরকে আকর্ষণের কেন্দ্রভূমি হিসেবে গড়ে তুলছে সেচ দপ্তর। গত ছয় বছরে কেএমডিএ-এর হাট ধরে সম্প্রসারিত বাইপাস আদিগঙ্গার দুপাশ দিয়ে কামালগাজি, বারুইপুর হয়ে লক্ষ্মীকান্তপুর শাখার শাসন স্টেশন ছুয়েছে। পাশে আছে বারুইপুর পুরসভার বিখ্যাত পিকনিক স্পট ‘আরন্যক’। বারুইপুর অংশে প্রায় পাঁচ-ছয় মিটার চওড়া পৌরাণিক এই নদীপথ। বিধানসভার মাননীয় স্পিকার চান, গাছ কাটা বন্ধ করে দূষণ থেকে জনপদকে বাঁচানোর পাশাপাশি ঐতিহাসিক-আদিগঙ্গার সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যায়ন।

প্রথম দফায় ১০ কোটি টাকায় পদ্মপুকুর থেকে বংশীবটতলা পর্যন্ত কাজ শুরু করেছে সেচ দপ্তর। দ্বিতীয় দফায় শাসন পর্যন্ত হবে। সেচমন্ত্রী জানিয়েছেন প্রথম দফার কাজ এক বছরের মধ্যে শেষ হবে।

স্পিকার বলেন, আদিগঙ্গার দুপাশই পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাঁধানো হচ্ছে। বাস্তুতন্ত্র মেনে ও জলীয় উদ্ভিদ এবং প্রাণীসম্পদকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা যাতে হাঁটতে পারেন, সেজন্য ফুটপাথে ও রঙ্গীন টাইলসে মোড়া রাস্তা হচ্ছে। থাকবে ব্রিটিশ স্থাপত্যে মোড়া লোহার চেয়ার ও বর্ণময় ফোয়ারা। বসানো হবে দেশ বিদেশের বাহারি ফুল ও ফলের বর্ণময় সারি। রক্ষণাবেক্ষণ ও নজরদারির ব্যবস্থাও করছে পঞ্চায়েত ও পুরসভা।

 

Source: Sangbad Pratidin

Tolly’s Nullah all set for a makeover

Tolly’s Nullah, also known as Adi Ganga, is slated to get its biggest renovation in decades.

The state has planned for revival of a 15.5 km stretch of the channel, which starts from as an offshoot of the Hooghly from Kidderpore. The revival will, however be restricted till Garia.

The Rs 600 crore project was conceived through the National Ganga River Basin Authority (NGBRA) after Chief Minister Mamata Banerjee gave it a green signal.

Kolkata Municipal Corporation on Friday signed a contract with Egis Eau, a French consultancy firm, for preparing a detailed project report for the revival of the nullah.

“The firm will be responsible for preparing a DPR for the revival of Adi Ganga within eight months. The experts will visit different stretches of the nullah from Hastings to Garia and take stock of the situation. After the DPR is submitted, we will invite a global tender for execution of the project,“ Mayor Sovan Chatterjee said.