In an effort to further reduce road accidents across the state, the Bengal Traffic Police has initiated a programme christened ‘40 in 40’. It is an extension of the ‘Safe Drive Save Life’ campaign, which has notched up major successes and has been appreciated by the Road Safety Committee of the Supreme Court too.
The name ‘40 in 40’ refers to the 40 police station areas with the incidence of accidents is still high. Steps would be taken to reduce the number of accidents by 40 per cent by the end of 2018. Of the 400 police stations in the State, these 40 have a higher propensity of mishaps occurring, it has been found.
As a result of Chief Minister Mamata Banerjee’s drive, the Bengal Government continues to be proactive in reducing accidents, continuing with the Safe Drive Save Life programme, and more recently, the Slow Drive Save Life initiative.
Though the total number of accidents has reduced from 13,208 in 2015 to 11,670 in 2017, the State’s traffic police are determined to further check the rate of accidents with more stress on these 40 police station areas.
Steps being taken include the setting up of speed breakers, construction of pedestrian paths at ‘chowrastas’ (intersections of two major roads), ensuring proper illumination of roads, enforcing traffic norms and, equally important, creating awareness among people in the areas marked for special attention.
‘Black spots’ (stretches of road where accidents occur more) under the jurisdiction of these 40 police stations will be identified. It may be recalled that 59 black spots were earmarked on different roads, including the highways, in 2016 and necessary steps taken to check accidents. A new survey has been initiated under the 40 in 40 project.
পথ দুর্ঘটনা আরও কমাতে রাজ্য ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ – ৪০শে ৪০
রাজ্যে পথ দুর্ঘটনা আরও কমাতে উদ্যোগ নিল রাজ্য ট্রাফিক পুলিশ। তাদের এই নতুন কর্মসূচীর নাম ‘৪০শে ৪০’। এই উদ্যোগটি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীর একটি অঙ্গ।
রাজ্যের ৪০০টি থানার মধ্যে থেকে ৪০টি থানাকে বাছাই করে শুরু হবে ‘৪০শে ৪০’ কর্মসূচী। যে থানাগুলির অধীনে পথ দুর্ঘটনার হার সব থেকে বেশী সেগুলিকেই প্রাধান্য দেওয়া হবে। ২০১৮ সালের মধ্যে ৪০ শতাংশ দুর্ঘটনা কমানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
এই ৪০টি থানার ক্ষেত্রে দুর্ঘটনা প্রবণ কেন্দ্র (ব্ল্যাক স্পট) খুঁজে বার করা হবে। ইতিমধ্যেই ৫৯টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং আরও ব্ল্যাক স্পট খুঁজে বের করতে একটি সমীক্ষা চালানো হচ্ছে।
পথ দুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই সফল হয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী। রাজ্যে দুর্ঘটনার হার কমেছে লক্ষণীয় ভাবে। ২০১৫তে যে সংখ্যা ছিল ১৩,২০৮, তা ২০১৭ তে কমে হয়েছে ১১,৬৭০। সুপ্রিম কোর্টের পথ নিরাপত্তা কমিটিও এই উদ্যোগের প্রশংসা করেছে।
এই কর্মসূচী বাস্তবায়নে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ। যেমন, স্পীড ব্রেকার নির্মাণ, চৌরাস্তাগুলিতে পথচারীদের জন্য ফুটপাথ তৈরী, রাস্তায় যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা, মানুষকে সচেতন করে তোলা এবং ট্রাফিক আইন প্রয়োগ করা।
Source: Millennium Post