Safe Drive Save Life: State Govt to install reflectors on road dividers

To prevent accidents at night, as part of the pioneering Safe Drive Save Life programme, the State Government has decided to install reflectors on road dividers.

The work between Golpark and Dhakuria in Kolkata has already started. Senior police officers say, during night, particularly when it rains heavily, drivers often fail to spot the dividers and hit them. In areas where there are small road dividers, drivers mount them after failing to negotiate lanes.

The reflectors will be seen from more than 50 feet away, even during rainy nights. Hence the installation of the reflectors will be of great help to drivers.

The State Transport Department has left no stone unturned to reduce the number of road accidents and to train drivers to pick up proper driving skills.

Source: Millennium Post

Bengal Govt to operate sea scooters to prevent accidents

The Bengal Government is soon going to buy sea scooters for rescuing swimmers stuck in high waters. These scooters would be operated by the coastal police force, whose officers would patrol the coastal areas on these scooters.

Along with the popularity of coastal tourism has come the attendant problem of marine accidents. People sometimes wrongly gauge the depth of water, direction of current, tidal situations, and fall in trouble. The sea scooters would prevent fatalities from these accidents.

The scooters would be of use not only for rescuing swimmers but also fishermen whose boats and trawlers may overturn due to strong currents or storms.

Kolkata Police has six such scooters at present. For patrolling the coasts, the coastal police has 10 all-terrain vehicles (ATV).

 

পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য

সমুদ্রে আপৎকালীন অবস্থায় পর্যটকদের উদ্ধারের জন্য ‘সি স্কুটার’ কিনবে রাজ্য সরকার। যেগুলি তুলে দেওয়া হবে রাজ্য সরকারের উপকূল পুলিশের হাতে। প্রাথমিকভাবে দশটির মত ‘সি স্কুটার’ কেনার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে।

রাজ্য জুড়ে পর্যটন শিল্পের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামু্দ্রিক এলাকাগুলিতে প্রতিবছর পর্যটকদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ভরা মরসুমে পাহাড় বা জঙ্গল দেখতে যেমন পর্যটকরা ভিড় করেন, তেমনই সমুদ্রের ধারগুলি যেমন দীঘা, মন্দারমনি এলাকায় প্রচুর পর্যটক যান।

আপৎকালীন অবস্থায় যাতে দ্রুত পর্যটকদের কাছে পৌঁছে তাদের উদ্ধার করা যায় সেকারণেই এই ‘সি স্কুটার’ কেনার পরিকল্পনা করা হয়েছে। বাংলা ছাড়াও দেশের অন্যান্য রাজ্য এবং বিদেশ থেকেও পর্যটকরা নানাসময় সমুদ্রের পাড়ে ভিড় করেন। ফলে নিরাপত্তার দিকটি চিন্তা করেই এই ধরনের যান কেনার কথা ভেবেছে রাজ্য।

এই ‘সি স্কুটারে’ যারা দায়িত্ব থাকবেন, তাদের কাছে থাকবে ওয়াকি টকি। অল্প এবং গভীর, দু’রকম জলেই এই স্কুটার নিয়ে ঘোরা যাবে। বিচে কর্তব্যরত পুলিসকর্মী এবং ওয়াচ টাওয়ারে যারা পাহারায় থাকবেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন এঁরা। রাজ্যে আপাতত ১৪টি উপকূল পুলিশ থানা থাকলেও মূলত সমুদ্রের যে জায়গাগুলিতে পর্যটকরা নামেন সেই জায়গাগুলিতেই এই ‘সি স্কুটার’ ব্যবহার করা হবে। পর্যটকদের লক্ষ্য রাখার জন্য মাঝে মাঝে ‘সি স্কুটার’ নিয়ে এঁরা চক্কর কাটবেন।

শুধুমাত্র স্নান যারা করবেন তাদের ক্ষেত্রেই নয়, সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের যদি কখনও নৌকাডুবি হয়, তবে সেক্ষেত্রেও কাজে লাগতে পারে এই ‘সি স্কুটার’। উদ্ধারকারী নৌকা বা লঞ্চ যেমন ছুটবে ডুবন্ত যাত্রীদের উদ্ধারের জন্য, তেমনি ছুটবে এই ‘সি স্কুটার’। যাতে দ্রুত উদ্ধারের কাজ চালানো যায়। কলকাতা পুলিসের কাছে আপাতত এই ধরনের ছ’টি যান আছে।

ইতিমধ্যেই উপকূল পুলিশের হাতে এসেছে ‘অল টেরেন ভেহিক্যাল’, যা যে কোনও রুক্ষ অঞ্চল দিয়েও চলাচল করতে পারবে। মূলত নদী এবং সমুদ্রের পাড় দ্রুত চলাচলের কথা চিন্তা করেই এগুলি কেনা হয়েছে। উপকূল পুলিশের হাতে এমন গাড়ি আছে ১০টি। বিচে নজরদারি চালাতেই ওই গাড়িগুলি ব্যবহার করা হয়।

 

Bengal Traffic Police launches ’40 in 40′ project to further reduce accidents

In an effort to further reduce road accidents across the state, the Bengal Traffic Police has initiated a programme christened ‘40 in 40’. It is an extension of the ‘Safe Drive Save Life’ campaign, which has notched up major successes and has been appreciated by the Road Safety Committee of the Supreme Court too.

The name ‘40 in 40’ refers to the 40 police station areas with the incidence of accidents is still high. Steps would be taken to reduce the number of accidents by 40 per cent by the end of 2018. Of the 400 police stations in the State, these 40 have a higher propensity of mishaps occurring, it has been found.

As a result of Chief Minister Mamata Banerjee’s drive, the Bengal Government continues to be proactive in reducing accidents, continuing with the Safe Drive Save Life programme, and more recently, the Slow Drive Save Life initiative.

Though the total number of accidents has reduced from 13,208 in 2015 to 11,670 in 2017, the State’s traffic police are determined to further check the rate of accidents with more stress on these 40 police station areas.

Steps being taken include the setting up of speed breakers, construction of pedestrian paths at ‘chowrastas’ (intersections of two major roads), ensuring proper illumination of roads, enforcing traffic norms and, equally important, creating awareness among people in the areas marked for special attention.

‘Black spots’ (stretches of road where accidents occur more) under the jurisdiction of these 40 police stations will be identified. It may be recalled that 59 black spots were earmarked on different roads, including the highways, in 2016 and necessary steps taken to check accidents. A new survey has been initiated under the 40 in 40 project.

পথ দুর্ঘটনা আরও কমাতে রাজ্য ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ – ৪০শে ৪০

রাজ্যে পথ দুর্ঘটনা আরও কমাতে উদ্যোগ নিল রাজ্য ট্রাফিক পুলিশ। তাদের এই নতুন কর্মসূচীর নাম ‘৪০শে ৪০’। এই উদ্যোগটি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীর একটি অঙ্গ।

রাজ্যের ৪০০টি থানার মধ্যে থেকে ৪০টি থানাকে বাছাই করে শুরু হবে ‘৪০শে ৪০’ কর্মসূচী। যে থানাগুলির অধীনে পথ দুর্ঘটনার হার সব থেকে বেশী সেগুলিকেই প্রাধান্য দেওয়া হবে। ২০১৮ সালের মধ্যে ৪০ শতাংশ দুর্ঘটনা কমানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

এই ৪০টি থানার ক্ষেত্রে দুর্ঘটনা প্রবণ কেন্দ্র (ব্ল্যাক স্পট) খুঁজে বার করা হবে। ইতিমধ্যেই ৫৯টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং আরও ব্ল্যাক স্পট খুঁজে বের করতে একটি সমীক্ষা চালানো হচ্ছে।
পথ দুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই সফল হয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী। রাজ্যে দুর্ঘটনার হার কমেছে লক্ষণীয় ভাবে। ২০১৫তে যে সংখ্যা ছিল ১৩,২০৮, তা ২০১৭ তে কমে হয়েছে ১১,৬৭০। সুপ্রিম কোর্টের পথ নিরাপত্তা কমিটিও এই উদ্যোগের প্রশংসা করেছে।

এই কর্মসূচী বাস্তবায়নে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ। যেমন, স্পীড ব্রেকার নির্মাণ, চৌরাস্তাগুলিতে পথচারীদের জন্য ফুটপাথ তৈরী, রাস্তায় যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা, মানুষকে সচেতন করে তোলা এবং ট্রাফিক আইন প্রয়োগ করা।

Source: Millennium Post

 

Safe Drive, Save Life success: Number of road accidents drops

The Kolkata Police’s Safe Drive Save Life campaign has proved to be effective as the number of deaths owing to helmetless two-wheeler ride has halved ever since the drive was launched.

The initiative is a brainchild of Chief Minister Mamata Banerjee and was launched in July, 2016. Between July 8 and December 31, 2016, 32 helmetless bikers and pillion riders died on city roads, while the figure in the corresponding period the previous year stood at 61.

During the drive, a total 184 accidents were registered in the city, in which 195 people were killed. The corresponding period in 2015 saw 216 accidents, in which 220 people died.

Thanks to the drive, the total accidental deaths recorded through 2016 dropped to the lowest figure in the past half decade to 407. In 2016, pedestrian deaths also reduced to 193 from 218 in 2015. Those injured in non-fatal accidents also came down from 3,329 in 2015 to 3,182 in 2016.

 

সাফল্য পেল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, কমল সড়ক দুর্ঘটনার সংখ্যা

সাফল্য পেল কলকাতা পুলিসের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগ। সড়ক দুর্ঘটনায় হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে প্রচার শুরুর পর থেকে।

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগটি শুরু হয় ২০১৬র জুলাই মাস থেকে। ২০১৬র ৮ই জুলাই থেকে ৩১সে ডিসেম্বরের মধ্যে ৩২জন হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা ৩২; এই একই সময়ে ২০১৫তে সংখ্যাটা ছিল ৬১।

২০১৬ সালে সব মিলিয়ে ১৮৪ টি দুর্ঘটনা ঘটেছে যার ফলে ১৯৫ জন প্রান হারিয়েছেন; ২০১৫ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ২১৬ এবং তাতে প্রাণ হারিয়েছিলেন ২২০ জন।

সরকারের এই উদ্যোগের ফলে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৪০৭, যা গত ৫বছরে সর্বনিম্ন। পথচারীদের মৃত্যুর সংখ্যাও ২০১৫ সাল (২১৮) থেকে ১৯৩ তে নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা ২০১৫ সালে ছিল ৩,৩২৯ যা ২০১৬ সালে কমে দাঁড়িয়েছে ৩,১৮২তে।

Bengal to get 10 more women police stations

10 more women police stations are coming up in West Bengal besides the existing 20.

The West Bengal Chief Minister had targeted to set up 65 such police stations across the State.  The government has approved the establishment of 330 posts under various categories for the new police stations. A woman police officer will head each of these police stations and majority of the other ranks will constitute of women also.

In the first phase 20 women police stations were set up at Howrah, Barasat, Baruipur, Asansol, Jhargram, Contai, Chinsurah, Krishnanagar, Siliguri and Jalpaiguri Sadar, sub-divisional headquarters of Burdwan Sadar, Medinipur Sadar, Purulia Sadar, Bankura Sadar, Darjeeling Sadar, Sreerampore (Hooghly), Suri (Birbhum), English Bazar (Malda), Diamond Harbour (South 24-Parganas) and Barrackpore (North 24-Parganas) have got such stations. Now, 10 new stations have opened at Bidhannagar and Durgapur Commissionerate, Cooch Behar, Balurghat, Raiganj, Berhampore, Kharagpur, Haldia, Uluberia and Arambag.  With these new stations the total number of all women police stations has reached to 30.

WB CM Ms Mamata Banerjee has been working relentlessly for the safety of women across the State. It was her idea to have all women police stations in the state to combat women related crimes. In a police station where women will not only feel free and safe to report criminal cases against them, but where such cases will also be dealt with immense sensitivity and compassion.

In another innovative step, the West Bengal Government is launching a special police cell to deal with highway accidents. This cell will be known as ‘Highway Traffic Police’. Along with investigating accident cases on highways, they will also take prompt action so that accident victims get immediate medical attention and effective rescue missions.