People will show the CPI(M)-Congress alliance the door: Abhishek Banerjee in Paschim Medinipur

Trinamool Youth Congress President Abhishek Banerjee held two campaign rallies in Paschim Medinipur district where he urged all party activists to give a proper reply to the Congress-CPI(M) alliance in such a manner that they may be shown the door for an indefinite period.

The TMYC President and MP held the rallies in Pingla and Gopali (near Kharagpur). He lashed out at the Congress-CPI(M) pact and referred to the dark days of terror marked by incidents like the Sainbari, Netai, Nandigram and other massacres, and the Singur struggle.

The young leader said the Assembly election was the right time to raise a voice against the betrayal of Congress and they should never be forgiven for their act.

He upheld the fact that even after the change of power in the State, the lifestyle of Mamata Banerjee has remained unchanged – simple and modest.

 

বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ২১শে মার্চ পশ্চিম মেদিনীপুরে দুটি প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম-কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন মানুষ ওদের জবাব দেবে, বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না

পিংলা ও খড়গপুরের গোপালিতে ২টি জনসভা করেন অভিষেক। সিপিএম-কংগ্রেসের জোটকে কড়া ভাষায় জোটকে কটাক্ষ করে বলেন, সিপিএম-কংগ্রেস হাত মিলিয়েছে এবং তারা রাজনৈতিক হিংসার অন্ধকার দিনগুলি ফিরিয়ে আনতে চায়।

তিনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন যারা ভুল করেন তাদের ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করেন তাদের ক্ষমা করা যায় না।

তৃণমূল যুব সভাপতি বলেন, রাজ্যে পরিবর্তন এলেও মুখ্যমন্ত্রীর জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি। তিনি এখনও সহজ-সরল জীবন যাপন করেন।

Slander against Didi is an insult to the common people: Abhishek Banerjee at West Midnapore

20 March turned out to be an important day of Trinamool’s campaign as Mamata Banerjee held a padyatra in Howrah while Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two mass rallies at West Midnapore district.

The first rally was held at Parihati in Jamboni while the venue for the second rally was Nayagram.

The firebrand leader said that Mamata Banerjee was the only leader whose lifestyle did not change even after becoming the Chief Minister. She still follows her simple lifestyle despite being the leader of 10 crore people residing in Bengal, he said.

He lashed out at the Opposition and accused them of trying to tarnish the image of Mamata Banerjee. He said that this was actually an insult to the common people.

Abhishek said that the opportunistic alliance of the Opposition must be defeated. He called upon the audience, who had turned up in large numbers, to extend their support to Didi in the upcoming elections.

 

দিদির বিরুদ্ধে অপপ্রচার সাধারণ মানুষের অপমান:অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০শে মার্চ ছিল তৃণমূল কংগ্রেসের প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় একটি পদযাত্রা করেন এবং একইদিনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দু’টি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি করেন বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের পাড়িহাটিতে। দ্বিতীয় সভাটি করেছেন নয়াগ্রামে।

এদিন তিনি বলেন, “দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর জীবনযাত্রার কোনরকম পরিবর্তন ঘটেনি। বাংলার দশ কোটি মানুষের নেত্রী হওয়া সত্ত্বেও এখনও তিনি তাঁর সহজ-সরল জীবনযাত্রা অনুসরণ করে চলেছেন”।

তিনি বিরোধীদের কঠিন সমালোচনা করে বলেন তাদের লক্ষ্য কুৎসা ও অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা। তিনি বলেন এগুলো আসলে সাধারণ মানুষকে অপমান করা।

এদিন অভিষেক বলেন, “বিরোধীদের সুবিধাবাদী জোট অবশ্যই পরাজিত হবে”। এই সরকারের সাফল্যের সব থেকে বড় নজির ‘জঙ্গলমহলের হাসি’। তিনি সকলকে আহবান জানান, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য।

Slander against Trinamool makes Didi stronger: Abhishek Banerjee at Sandeshkhali

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Thursday said that it is a matter of time for Trinamool Congress to return to power with more than two hundred seats. He was addressing a public rally at Sarberia in Sandeshkhali.

He lashed out at the Opposition saying that no matter how much they try they will not be able to tarnish the image of Trinamool with their smear campaigns and conspiracies.

He reiterated that canards and smear campaigns against Mamata Banerjee only increases her resilience and makes her stronger.

Abhishek Banerjee said that the dark days of Left rule where bloody politics of violence, booth capture were the norm, are over. He added that Mamata Banerjee does not need any alliance as she has had a life of struggle.

Mocking the alliance between CPI(M) and Congress, the TMYC President said that the common people will teach them a lesson.

 

তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার সন্দেশখালির সরবেড়িয়াতে একটি প্রচারসভা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দু শোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এখন এটা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা যতই কুসা ও অপপ্রচার করুক কিছুতেই তারা তৃণমূলকে কলুষিত করতে পারবেনা।

তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আগামী ৫০ বছরেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুসা করলে তার হাত আরও শক্তিশালী হবে”।

এদিন যুব নেতা বলেন, “সিপিএমের প্রতিহিংসা, রক্তের রাজনীতি ও বুথ দখলের দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন জোট করতে হচ্ছে না কারণ তিনি আন্দোলনের পথ, লড়াইয়ের পথ, ত্যাগের পথ বেছে নিয়েছেন”।

সিপিএম-কংগ্রেসের জোটকে উপহাস করে তিনি বলেন সাধারণ মানুষ ওদের শিক্ষা দেবে।

 

Do not vote for the perpetrators of Nandigram: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee on Monday addressed a campaign rally for the 2016 Assembly Election at the Sarisha High School Ground in Diamond Harbour for the candidates of Diamond Harbour and Falta Assembly segments.

In his speech, the firebrand leader said that the candidates belonging to the Congress-CPI(M) alliance do not have the ethical right to ask for votes. The current Congress leaders fight for themselves and not for their party, he said. He asked the party workers present in the meet whether they will vote for the murderers of Nandigram and Netai.

The Trinamool Youth Congress President criticised the Leader of the Opposition saying that after 2011, he became a former minister and after 2016, he will become a former MLA.

Criticising the ongoing slander campaign taken up by the rainbow alliance of Congress-BJP-CPI(M) against the Trinamool Congress, he said that the opposition is having dreams to return to power will remain unfulfilled.

We have an alliance with the people: Abhishek Banerjee

“We don’t need to see who forms alliances with whom. We have an alliance with the people. That’s why we don’t need any help from anyone else.” So said Trinamool Yuva Congress chairman and MP Abhishek Banerjee at a workers’ rally in Indus, Bankura district, mocking the CPI(M)-Congress talks on alliance.

He said, “The Trinamool has the people with them, So it does not need any help from any other party. This is the big difference between Trinamool Congress and other parties: if it calls a workers’ rally, it becomes a mass rally, and vice versa.”

“Some political leaders have no work other than trying to malign the character of Mamata Banerjee. She has become what she is today after almost 20 years of valiant struggle.”

“She is confident that, by dint of the amount of development that she has brought about in the State by her tireless work in her last four-and-a-half years in power, people would look up to her for the next 50 years … the development that she has brought about in the last four-and-a-half years, the CPI(M) could not during its 34 years in power.”

 

আমাদের জোট মানুষের সঙ্গে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার বাঁকুড়ার ইন্দাসে একটি কর্মীসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সিপিএম কংগ্রেসের জোট ভাবনাকে কটাক্ষ করে তিনি বলেন, “কার সাথে কি জোট হল দেখার দরকার নেই, আমাদের সঙ্গে মানুষের জোট আছে। তাই আমাদের অন্য কারও সাহায্যের দরকার নেই।

তিনি বলেন তৃণমূলের সঙ্গে মানুষ আছে তাই অন্য কোন দলের সাহায্যের প্রয়োজন নেই। তৃণমূল কর্মীসভা ডাকলে তা জনসভার রূপ নেয় আর বাকি দলগুলি জনসভা ডাকলে তা কর্মীসভা হয়ে যায়। এখানেই অন্য দলগুলির সঙ্গে তৃণমূলের ফারাক।

“কিছু রাজনৈতিক নেতারা আছেন যারা সবসময় কু९সা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করছেন। ২০ বছর আপসহীন সংগ্রামের পর তিনি আজ এই জায়গায় এসেছেন”।

তিনি বলেন, “গত ৪ বছরে দিনরাত পরিশ্রম করে তিনি রাজ্যে যে উন্নয়নের জোয়ার এনেছেন তাতে আগামী ৫০ বছর মানুষ তাঁকে মাথায় করে রাখবেন। মাত্র সাড়ে ৪ বছরে তিনি যা উন্নয়ন করেছেন সিপিএম গত ৩৪ বছরে তার পাঁচ শতাংশও করতে পারেননি”।

 

CPI(M), Congress and BJP will cease to exist after the election: Abhishek Banerjee

“After the (2016 Assembly) election, the Opposition will go to hell! CPI(M), Congress and BJP will cease to exist!” Thundered Trinamool Congress Member of Parliament Abhishek Banerjee. He was addressing a party rally at Kanyanagar in Bishnupur block, South 24-Parganas.

He said the more the Opposition slanders the Government, the faster would the wheel of development turn. They do not have the capability to stop Trinamool. They are trying to win the Assembly election by hook or by crook.

He further said, “People have seen the development that has happened in the State with their own eyes. The Opposition won’t be able to influence them by slandering the Government. People won’t believe them.”

“Rather, the election could result in a situation where there is no Opposition in the State.”

 

ভোটের পর রাজ্যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি বলে কিছু থাকবে নাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে কন্যানগরে একটি সভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভামঞ্চে অভিষেক বলেন, “২০১৬-র নির্বাচনের পর বিরোধীদের গঙ্গাযাত্রা হবে। রাজ্যে সিপিএম, বিজেপি, কংগ্রেস বলে কিছু থাকবেনা”।

তিনি বলেন, “বিরোধীরা যতই কু९সা করবে ততই রাজ্যে উন্নয়নের রথ ছুটবে। তৃণমূলের এই উন্নয়নের রথ থামানোর ক্ষমতা নেই বিরোধীদের। বিরোধীরা কু९সা করে ভোটে জেতার চেষ্টা করছে”।

তিনি আরও বলেন, “মানুষ উন্নয়ন নিজের চোখে দেখছে। কু९সা করে মানুষের সেই দেখাকে মিথ্যা প্রমাণিত করা যাবে না। মানুষ ওদের বিশ্বাস করবেনা”।

 

Trinamool Congress would win the election: Abhishek Banerjee at Asansol rally

Trinamool Congress Lok Sabha MP Abhishek Banerjee addressed a rally of party workers at Sitalpur Football Ground in Asansol on Wednesday, January 27. Present along with him were the All-India Secretary of Trinamool Congress, Subrata Bakshi, and ministers Moloy Ghatak and Arup Biswas.

In an spiring speech, Abhishek Banerjee said, ”Don’t worry about coalitions; CPI(M) and Congress won’t be able to make any headway. The flood of development that the Mamata Banerjee Government has brought to West Bengal would wash out every Opposition effort to oust it … it’s Trinamool Congress which would win the election.”

Attacking CPI(M) leader Surya Kanta Mishra, he said, “He would lose by 30,000 votes. Now he calls himself an ex-minister. Soon he would be calling himself an ex-legislator.”

Subrata Bakshi was also there to inspire the workers, “… Strengthen the organisation … Do not say anything to embarrass the party. Development is the final word.”

 

ভোটে তৃণমূল জিতবেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার দুপুরে আসানসোল উত্তর থানার শীতলপুর ফুটবল মাঠে এক কর্মিসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কর্মিসভায় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ।

অভিষেক বললেন, ‘জোট নিয়ে চিন্তা করবেন না। জোট করে সি পি এম, কংগ্রেস সুবিধা করতে পারবে না। বাংলার বুকে মমতা ব্যানার্জি যে উন্নয়নে জোয়ার এনেছেন সেই তৃণমূল দলকে উ९খাত করতে পারবে না কেউ। তৃণমূল জিতবেই।’

সূর্যকান্ত মিশ্রকে আক্রমণ করে অভিষেক বললেন, ‘উনি এবার যেখানেই দাঁড়ান তিরিশ হাজার ভোটে হারবেন। উনি এখন নিজেকে প্রাক্তন মন্ত্রী বলেন‍। এরপর উনি নিজেকে প্রাক্তন বিধায়ক বলবেন।’

সুব্রত বক্সি কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘সংগঠনকে জোরালো করুন, ঐক্যবদ্ধ হন।  এমন কাজ করবেন না, যাতে বিড়ম্বনায় পড়তে হয়। উন্নয়নই শেষ কথা।’

 

 

Abhishek Banerjee exhorts the Hills people to bring Trinamool Congress to power

Trinamool Yuva Congress all-India Chairperson Abhishek Banerjee has called for ousting the Gorkha Janamukti Morcha (GJM) and the Bharatiya Janata Party (BJP) from the Hills. He was speaking at a rally at the Sports Authority ground in Mirik near Darjeeling on Wednesday, January 20.

He began by congratulating the people for coming in droves to hear him speak, and said that he would go back and assure Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee that it is only a matter of time before the party come to power there.

He said that for a long time GJM chief Bimal Gurung has been fooling the people of the Hills, and so is the BJP. Now the time has come for removing them from power. As an example of how the Trinamool Congress works for the people, he cited the case of Bhaichung Bhutia, who, despite losing in the Lok Sabha elections, has worked tirelessly for the people there.

Unlike the BJP, he said the Trinamool works for the development of the State – the way things have changed for the better in the last five years is proof of that. The Trinamool Congress Government has given Rs 15 crore for renovating the lake in Mirik, and make it a better attraction for tourists.

He ended by once again exhorting the people to make sure that they vote Trinamool Congress to power.

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড়ের মানুষকে ডাক দিলেন তৃণমূলকে ক্ষমতায় আনার  জন্য 

তৃণমূল যুব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যপাধ্যায় পাহাড় থেকে মোর্চা এবং বিজেপিকে উৎখেপনের ডাক দিলেন। তিনি মিরিকের স্পোর্টস অথরিটির মাঠ থেকে বক্তৃতা দিচ্ছিলেন গত বুধবার।

উনি মানুষদের ধন্যবাদ দিলেন বহু বাধা অতিক্রম করে তার সভায় আসার জন্য। এখন তিনি ফিরে গিয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিতে পারবেন যে তৃণমূলের পাহাড়ে ক্ষমতায় আসার শুধু সময়ের অপেক্ষা।

তিনি বললেন যে বহুদিন ধরে মোর্চা এবং বি জে পি পাহাড়ের মানুষের চোখে ধুলো দিয়ে এসেছে। এখন সময় এসেছে তাদের পাহাড় থেকে উৎখেপন করার। তৃণমূল কংগ্রেস চিরকাল মানুষের পাশে থেকেছে। উদাহারণ হিসেবে বললেন যে ভাইচুং ভুটিয়া লোকসভা নির্বাচন হারা সত্ত্বেও পাহাড়ের মানুষের জন্য কাজ করে এসেছেন।

তৃণমূল চিরকালই মানুষের জন্য কাজ করে এসেছে – গত ৫ বছরের কাজ কাজ দেখেই তা নির্ধারন করা যায়। মিরিক লেকের সংস্ক্রণের জন্য ১৫ কোটি টাকা দিয়েছে।

শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পাহাড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর জন্য বললেন।

 

Congress is CPM’s ‘B team’: Abhishek Banerjee at Garbeta

Congress is CPI(M)’s ‘B’ team in the state and in Delhi it is vice versa, Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee said. He was addressing a meeting of party activists at Garbeta in Paschim Medinipur.

The TMYC President has been holding meeting in the districts at a stretch and Tuesday’s meeting saw a huge gathering making it a mass rally.

Abhishek laid stress on the developmental wave undertaken by the State Government under Ms Mamata Banerjee and asked people to see for themselves the change that has taken place within a space of four years.

The TMYC President pointed out that Garbeta had been suffered under the dictator-like rule by the CPM.  Mamata Banerjee had realised that to bring back democracy in Bengal, it was necessary to oust the CPM and as a result, Trinamool Congress was born in 1998, he said. He pointed out that the oppressed people of Paschim Medinipur had answered the call of Mamata Banerjee and driven out the Left from the Paschim Medinipur district in a democratic way.

The young Trinamool MP pointed out that what the Trinamool-led Government in Bengal could do in four years, the Left government did not achieve 10% of that in 34 years.

 

কংগ্রেস হল সিপিএমের বি-টিম: গড়বেতায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি জনসভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে তিনি বলেন, ‘এ রাজ্যে কংগ্রেস সিপিএমের ‘বি-টিম’ এবং দিল্লিতে সিপিএম কংগ্রেসের’।

গত মঙ্গলবার যুব কংগ্রেসের সভাপতির এই জনসভায় বিপুল জনসমাগম হয়েছিল।

গত ৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রাজ্য সরকার দ্বারা গৃহীত উন্নয়নমূলক কাজগুলির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘সিপিএমের স্বৈরাচারী শাসনের স্বীকার হয়েছিল গড়বেতা’।

এদিন অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে বাংলাকে সিপিএমের অপসাশনকে মুক্ত করতে হবে। তাই তিনি ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। পশ্চিম মেদিনীপুরের নিপীড়িত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিম মেদিনীপুরকে সিপিএম মুক্ত করেছেন’।

তিনি আরও বলেন, ‘তৃণমূল সরকার গত ৪ বছরে যা কাজ করেছে গত ৩৪ বছরে সিপিএম তার ১০ শতাংশও করতে পারেনি’।

People will laud Mamata Banerjee for the next 100 years for her work: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee held a mass rally of party activists at Kashipur in Purulia. The rally was organised by the Kashipur Block Trinamool Congress at Sevabrati Ground in Kashipur, Purulia district.

The young mass leader pointed out the different developmental projects taken up by the Trinamool-led West Bengal Government and said that the CPI(M) and Congress are jointly trying to create confusion among the people of the State. To stand beside CPM will be to support the Sainbari killers or the murderers of Tapasi Malik of Singur, he said.

The TMYC President said that during the last four years, the West Bengal Chief Minister Ms Mamata Banerjee had been travelling around the State and has come to the land of the red soil in the districts of Purulia, Bankura and Birbhum for more than 50 times. She has been able to fulfil the promises made, has held meetings time and again and has continuously reviewed the work processes.

The young firebrand leader slammed the CPI(M) for their continuous false propaganda featuring slurs and false allegations against Mamata Banerjee. He said that to be like Mamata Banerjee, one needs to forget fear and fight for the people. For 34 years, there had been loots and murders by the CPI(M); and now, for the last four years, there has been unforeseen development under Mamata Banerjee, he said.

 

মানুষ মমতা ব্যানার্জিকে আগামী ১০০ বছর নয়নের মণি করে রাখবেন: অভিষেক ব্যানার্জি

পুরুলিয়ার কাশীপুরের তৃণমূল যুব কংগ্রেসের একটি সভায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার কাশীপুরের সেবাব্রতী ময়দানে কাশীপুর ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই বিশাল সমাবেশ।

অভিষেক ব্যানার্জি আগাগোড়া এ রাজ্যে মমতা ব্যানার্জির সাফল্যের এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন কংগ্রেস সি পি এম একজোটে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।   তিনি বলেন, সি পি এমের সঙ্গে জোট মানে সাঁইবাড়ির সঙ্গে হাত মেলানো এবং তাপসী মালিকদের হত্যাকারীদের সঙ্গে হাত মেলানো, ফের বাংলাকে পিছিয়ে দেওয়া।

যুব কংগ্রেসের সভাপতি বলেন গত ৪ বছরে এ–প্রান্ত থেকে ও–প্রান্ত বাংলার সর্বত্র মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়েছেন মানুষের জন্য। এই লালমাটির পুরুলিয়া, বাঁকুড়া এবং বিরভুমেই এসেছেন ৫০ বারেরও বেশী। ডি এম এম ডি এ–সহ কর্তাদের সঙ্গে মিটিং করে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি সাড়ে ৪ বছরে সম্পূর্ণ করেছেন।

মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রমাগত কু९স্যা প্রচারের জন্যও বিরোধীদের ভর্ত্সনা করেছেন এই তরুন নেতা।

তিনি বলেন, “মমতা ব্যানার্জি হতে গেলে ভয়কে উপেক্ষা করে, নিজের জীবন বিপন্ন করে মানুষের জন্য লড়তে হয়।গত ৩৪ বছরে সি পি এম বাংলায় খুন ও লুঠপাঠ করেছে এবং গত ৪ বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উনয়নের জোয়ার অব্যাহত।