CPI(M)-Congress and BJP have a secret understanding: Mamata Banerjee at Student-Youth Convention

Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed the party’s annual Student-Youth Convention at Dumurjola Stadium in Howrah district.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party were present at the convention.

 

Highlights of her speech:

Trinamool is a party of the people. We cannot function without their support. Maa, Mati, Manush are our driving force.

We registered an emphatic victory in Uluberia and Noapara. The credit goes to the people and the grassroots workers who have worked tirelessly.

Our workers are our assets. Every block president, student leader must become the pillar of support for the party. There is no place for arrogance.

Leaders do not drop from skies. There is no place for lobbying. Leaders have to be formed among the workers. Election tickets are not for sale in our party.

Food, shelter, clothing – these are the basic necessities of life. There is no place for greed in public life.

I admire the workers who dedicate themselves to the party and will never sell-out the party for selfish needs.

We are paying for the debt incurred by the Left. The amount of work we have done despite financial constraints, is unmatched.

Sabuj Shree, mid-day meal, scholarships, Sabuj Sathi, Samabyathi – from birth to death we have schemes for all phases of life.

Kanyashree girls are our pride. We have increased their monthly stipend. We have abolished khajna tax for farmers.

We have started crop insurance for farmers. 79 lakh Kisan Credit Cards have been distributed.

25 lakh houses have been built for the poor. We have constructed 23,000 km roads. We have generated 81 lakh jobs in 6 years.

We are no. 1 in 100 Days’ Work, MSME, e-tendering, skill development, agriculture, ease of doing business.

We have announced a new scheme ‘Ruposhree’. Six lakh girls will benefit from this initiative. We have started ‘Manobik’ scheme for the physically-challenged people.

BJP does not understand governance. 12,000 farmers have committed suicide. Why have they not waived off loans taken by farmers?

No mechanism, no funds allocated for the announcements. The budget shows the nervousness of the BJP.

BJP has been decimated in Rajasthan. BJP will disappear after 2019.

People have blessed us abundantly in Bengal. Even if all three parties get together, they cannot defeat us.

Dr Amit Mitra said this budget is big bluff. I called it a big flop.

Hinduism is an all-encompassing religion. It is not narrow and petty like the BJP.

Ramakrishna Paramhansa had said joto mot, toto poth. This is our guiding motto.

Trinamool believes in unity, harmony, development, credibility, culture, education, traditions, democracy, humanity.

Our only ideology is the welfare of the people.

BJP only understands the language of money. Bengal cannot be conquered by money power.

Central agencies target us because we oppose their brand of politics. Trinamool does not bow its head before anyone.

CPI(M) and Congress have an understanding with the BJP.

Youth and students must counter the BJP’s propaganda on social media. BJP spends crores on social media.

We do not have the money but we have the support of the youth. We have to focus on making our digital network strong in districts.

The next generation of leaders will emerge from the youth.

We had a traitor in our party. We are thankful to God he is no longer with our party. Trinamool has been saved.

Section of the media targets us. But they remain silent on the wrongdoings of the BJP.

I am committed to the development and welfare of people from all walks of life.

 

সিপিএম, বিজেপি, কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে, ছাত্র-যুব সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হবে।

দক্ষিণ বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হয় হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয় নি। আমাদের একমাত্র সম্পদ মা মাটি মানুষ।

নোয়াপাড়ার ও উলুবেড়িয়ার উপনির্বাচনে এই পরিমাণ ভোটে জেতা সহজ নয়। সব কৃতিত্ব মানুষের। আর ওই ভোট সংগ্রহ করতে যে কর্মীরা এলাকায় এলাকায় রৌদ্রে জ্বলে ঘাম ঝরিয়ে এলাকায় এলাকায় কাজ করে তাদের।

আমার দলীয় কর্মীরা আমাদের সম্পদ। একেকটা ব্লক প্রেসিডেন্ট, দলের একেকটা স্তম্ভ তৈরী হোক। আমি নেতা, এই নিয়ে অহঙ্কার করার জায়গা নেই।

নেতৃত্ব তৈরী করতে হয়, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। কে কোথাকার  নেতা, লবি করে বলতে হয় না, তৃণমূল একমাত্র দল যারা টাকা দিয়ে টিকিট বিক্রি করে না, লবি করে না।

নিজের জন্য একটু খাদ্য বস্ত্র বাসস্থান, এর বেশী কিছু লাগে না। লোভ সম্বরণ করা, রাজনীতির একটা বড় হাতিয়ার।

আমি সেই সব কর্মীদের প্রাণ দিয়ে ভালবাসি, যারা লোভ সম্বরণ করে দেখাতে পারে, যে আমরা দলের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্যও দলকে বিক্রি করি না।

সিপিএমের দেনা আমাদের শোধ করতে হচ্ছে, ওদের দেনায় আমরা জর্জরিত হয়ে গেছি। যে কাজ আমাদের সরকার করেছে, এই কাজ কোন সরকার করে দেখাতে পারবে না।

জন্মালেই সবুজশ্রী, স্কুলে গেলেই মিড ডে মিল, সংখ্যালঘু ভাতা, সবুজ সাথী, সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু আমাদের প্রকল্প আছে।

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, তাদের স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের জন্য খাজনা মুকুব করা হয়েছে।

বিনা পয়সায় ক্রপ ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে। ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

২৫ লক্ষ গরীব লোকের বাড়ি তৈরী করে দিয়েছি আমরা। ২৫০০০ কিঃমিঃ রাস্তা তৈরী করে দিয়েছি গ্রামে।

১০০ দিনের কাজে, ক্ষুদ্র-মাঝারি শিল্পে, ই-টেন্ডারে, কৃষি কর্মণে, ইজ অফ ডুয়িং বিজনেসে আমরা এক নম্বরে।

আমরা কণ্যাশ্রীর মত রুপশ্রী স্কিম তৈরী করে দিয়েছি। । ছয় লক্ষ মেয়েরা এই সুবিধা পাবে। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘মানবিক’ স্কিম শুরু করেছি।

বিজেপি কোনও গভর্নেন্স-ই জানে না। ১২,০০০ হাজার কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে। কেন আজ পর্যন্ত কৃষকদের ঋন মকুব করে নি?

বাজেটে কোনও মেক্যানিজম রাখেনি, কোনও টাকা সেভাবে দেওয়া হয়নি। হতাশার বাজেট, নার্ভাসনেসের বাজেট, ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়।

রাজস্থানে বিজেপি হেরে ভূত। এমন হার হারবে ২০১৯ সালে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

মানুষের আশির্বাদ আমরা অনেক পেয়েছি বাংলায়। তিনটে পার্টি ভোট একসঙ্গে করলেও আমাদের হারাতে পারবে না।

অমিত দা (ডঃ অমিত মিত্র) এই বাজেট-কে বিগ ব্লাফ বলেছে, আর আমি বলেছি সুপার ফ্লপ।

হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। বিজেপি-র মত সংকীর্ণ ও ক্ষুদ্রমণা নয়।  

রামকৃষ্ণ পরমহংস বলে গিয়েছিলেন ‘যত মত, তত পথ। সেটাই আমাদের চলার পাথেয়।

তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে একতা, সম্প্রীতি, উন্নয়ন,বিশ্বাসযোগ্যতা, সভ্যতা, শিক্ষা, সুস্থ-সংস্কৃতি, প্রকৃত গণতন্ত্র, মানবিকতা।      

আদর্শ আমাদের একটাই, আমরা জনগনের পক্ষে।

বিজেপি শুধুমাত্র টাকা ছাড়া আর কিছু চেনে না। কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না।

কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের টার্গেট করে, কারণ আমরা তাদের ব্র্যান্ডের রাজনীতির বিরোধিতা করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সামনে মাথা নোয়ায় না।

সিপিআই(এম) এবং কংগ্রেসের বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে।

ছাত্র-যুবদের সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্ররোচনার জবাব দিতে হবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করে।

চুরি করা হাজার টাকার থেকে ১ টাকার গুরুত্ব অনেক বেশী। জেলায় জেলায় সোশ্যাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে।

আগামী ৫০ বছরের জন্য জেনারেশন তৈরী করে দিয়ে যাব।

দু-একটা গদ্দার সব দলে থাকে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এরা গেছে আমি বেছে গেছি। আমার দল বেঁচে গেছে।

সংবাদমাধ্যমের একাংশ শুধু আমাদের টার্গেট করে। বিজেপি যে কোটি কোটি টাকা রোজ খরচা করে, সেটা নিয়ে কটা খবর বেরিয়েছে?

তৃণমূল কংগ্রেসের কেউ কোনদিন জনবিরোধী সিদ্ধান্ত নেবে না।

Rajasthan murder: TMYC organizes candle vigil

Trinamool Youth Congress, led by TMYC President and MP Abhishek Banerjee, organised a candle light vigil today evening, to protest against the heinous murder of a Bengali labourer in Rajasthan. The candle march was held from Hazra More to Gandhi statue at Mayo Road.

The TMYC President lashed out at the BJP and said, “We strongly condemn the dastardly and heinous crime in Rajasthan. It is shocking and sent chills down my spine. It is not just a murder of an individual, it is the MURDER of whole HUMANITY . No amount of outrage is enough, as a Human, Indian and a Hindu I hang my head in shame!”

The Bengal Chief Minister has announced an aid of Rs 3 Lakh and will give a job to an eligible member of the family of the deceased labourer. The State Government has also promised to bear the cost of the education of the three children of the deceased.

 

রাজস্থানে বাঙালি শ্রমিক হত্যা, প্রতিবাদে পথে তৃণমূল যুব কংগ্রেস

আজ কলকাতার রাজপথে একটি মোমবাতি মিছিল করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজস্থানে এক বাঙালি শ্রমিকের নৃশংস হত্যার প্রতিবাদে এই মিছিল শুরু হয় হাজরা মোড়ে এবং শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে।

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই ঘটনায় দুষেছেন বিজেপিকে। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নৃশংস, অমানবিক এবং দানবিক। তিনি বলেন মানুষ হিসেবে তিনি লজ্জিত বোধ করছেন।

ইতিমধ্যেই রাজ্য সরকার নিহতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা ও পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওঁর তিন মেয়ের পড়াশোনার খরচও বহন করবে রাজ্য সরকার।

Abhishek Banerjee demands filling of vacancies of judges in High Court

Trinamool Congress MP Abhishek Banerjee has urged the Centre and the Union Ministry of Law and Justice to take initiatives to appoint an adequate number of judges in Calcutta High Court. Banerjee is all set to raise the issue in the next session of Parliament.

Out of the sanctioned strength of 72 judges, there are only 34 functional judges. Therefore, there are 38 vacancies, or approximately 53 per cent. Taking into account retirements and routine transfers, this percentage would rise to 66 in the next six months.

Abhishek Banerjee said, “Such colossal vacancies will lead to a substantial increase in the burden of judicial and administrative work to be discharged by the existing judges, despite higher disposal rates compared to other High Courts”.

He further stated that Calcutta High Court has faced the brazen apathy and indifference of the political executive with respect to the filling up of vacancies.

Firstly, he said that the names of seven members of the Bar have been recommended by the collegium of the Supreme Court to the Central Government for elevating them as judges of Calcutta High Court along with recommendations for the elevation of judges of other High Courts a long time back. Yet no action has been taken on those recommendations.

Secondly, while the functional strength of the other High Courts has increased by the day, vacancies of judges of the Calcutta High Court have remained.

However, he further stated, an appointment of seven or some more judges, if at all, would also not bring any substantial change in the functional strength because of the ensuing retirements. He therefore urged that immediate action be taken to appoint a maximum number of judges to prevent the justice delivery system from collapsing.

The MP also observed that by adopting a step-motherly attitude a particular High Court would be rendered ineffective.

Source: Millennium Post

 

হাইকোর্টে বিচারপতির পদ পূর্ণ করতে হবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইকোর্টে অর্ধেকের বেশি বিচারপতির পদ শূন্য। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে করলেন তৃণমূল যুবনেতা ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের আসন্ন অধিবেশনে এই বিষয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন।

কলকাতা হাইকোর্টের বরাদ্দকৃত বিচারপতি পদের সংখ্যা ৭২। অথচ বর্তমানে মাত্র ২৮ জন বিচারপতি রয়েছেন। লিখিত বিবৃতিতে অভিষেক কেন্দ্রের ওই আচরণকে স্বৈরাচারী বলে দাবি করেছেন। তিনি বলেন, হাইকোর্টে বিচারপতির পদ শূন্য পড়ে থাকলে বিচার ব্যবস্থাই বিপন্ন হবে।

অভিষেকের দাবি, রাজ্যের বিচারপ্রার্থীদের হয়রানি সত্ত্বেও কেন্দ্রের সরকার উদাসীন। তিনি বলেন, এই রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের সর্বোচ্চ কর্তার নেপথ্যে মদত রয়েছে। রাজ্যকে বেকায়দায় ফেলাই তাদের একমাত্র উদ্দেশ্য।

তাঁর মতে রাজ্যের শূন্যপদে বিচারপতি নিয়োগে এই উপেক্ষা আসলে কেন্দ্রের রাজনৈতিক চাল। নানা ক্ষেত্রে কেন্দ্রের এনডিএ সরকার রাজ্যের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে চলেছে, হাইকোর্টের বিচারপতি পদ পূরণে অবহেলা তারই অঙ্গ বলে মনে করে তৃণমূল। কেন্দ্রের আইন মন্ত্রীর কাছেও অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

 

Turnout for this year’s July 21 will break all records: Abhishek Banerjee

National President of Trinamool Youth Congress, Abhishek Banerjee speaks to the press after overseeing the arrangements of 21 July Shahid Dibas rally:

Nearly 22,000-24,000 people have already arrived in Kolkata for the July 21 rally. We are making arrangements for them in our limited capacities. We have set up tents and made arrangements for food so that our workers do not face any problem. District presidents and MLAs who are in charge are present. We are all working unitedly.

Going by the response and enthusiasm of the people, we are expecting a record turnout for the rally. Every year the rally breaks the record of the previous year. 2014’s record was broken in 2015; the record turnout of 2015 was surpassed in 2016. Now, 2017 will break the record of 2016.

Despite the vilification campaign and propaganda, the popularity of Mamata Banerjee has not diminished by even one per cent. This proves that she enjoys the support of people. They continue to shower their love and blessings on her. People have time and again voted in favour of development and will continue to support Mamata Banerjee as long as she is there. The conspiracies of those who want to communally polarise Bengal stand defeated.

In a few hours we will know what direction for the future our leader Mamata Banerjee will give. At present, the nation is at such a juncture where certain elements are trying to destabilise Bengal in the name of religion. We have to work unitedly against such forces and defeat their machinations.

Bengal had been turned into a graveyard during the 34 year old Left rule. We fought unitedly against them and were successful in dislodging them from office. Mamata Banerjee has a long history of struggle. It would be unfair to compare her with any other leader. Trinamool was formed after a long struggle. We are ready to fight again.

We do not work for the people only during elections. We are with them all through the year. Through various developmental schemes and programmes, we are continuously serving the Maa, Mati, Manush of Bengal. Our leader Mamata Banerjee’s motto is to be with people, all the time. We follow in her footsteps.

Those who were with the CPI(M) in the past have switched camps to the BJP. Those who adorned red t-shirts earlier now wear saffron kurtas. Leaders like Laxman Seth, who was responsible for Nandigram, have now joined the BJP. Even Mamata Banerjee has said, these people are CPI(M) supporters during the day and work for BJP at night. Even in the bypolls we have seen that CPI(M) votes have gone to the BJP. But these things do not bother us. Trinamool is number one. We are not worried about who comes second or third.

Mamata Banerjee re-established democracy in Bengal. We have to uphold the unity, harmony, democracy in the State. The surge of development will continue.

 

প্রতিবারের ২১ শে জুলাইয়ের রেকর্ড প্রতিবারের ২১ শে জুলাই ভাঙে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যেই ২২-২৪ হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা ও এক্তিয়ার অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা টেন্ট করেছি এবং কিছু খাবারের ব্যবস্থাও করা হয়েছে যাতে আমাদের কর্মীদের কোন অসুবিধা না হয়। জেলা সভাপতি থেকে শুরু করে, বিধায়করা যারা দায়িত্বে আছেন তারা সবাই এখানে রয়েছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।

মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমি মনে করি প্রতিবারের ২১ শে জুলাইয়ের রেকর্ড প্রতিবারের ২১ শে জুলাই ভাঙে। ২০১৪ -র রেকর্ড ২০১৫ তে এবং ২০১৫ -র রেকর্ড ২০১৬ তে ভেঙেছে এবং ২০১৬ -র রেকর্ড ২০১৭ তে ভাঙবে।

এত কুৎসা, অপপ্রচার ও মিথ্যাচার করার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কেউ ১ শতাংশ বা আধ ইঞ্চিও চির ধরাতে পারেনি। এটাই প্রমাণ করে মানুষের আস্থা, আশির্বাদ, দোয়া, সালামের হাত যার মাথার ওপর রয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন মানুষ তাঁকে সমর্থন করে যাবে। উন্নয়নের পক্ষে মানুষ বারবার রায় দিয়েছে।যারা বাংলাকে ধর্মের নামে দ্বিখণ্ডিত করতে চায়, আগুন লাগাতে চায়, তাদের চক্রান্ত ব্যর্থ। তাদের মুখে চুনকালি লেপে দিয়ে বাংলার মানুষ প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই।

২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী কি বার্তা ও নির্দেশিকা দেবেন সেটা আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে আমি মনে করি যে সন্ধিক্ষণে আমাদের সমাজ চলছে, যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করতে চাইছে তাদের চক্রান্ত আমাদের যৌথভাবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে, লড়াই করতে হবে।

৩৪ বছর ধরে বাম শাসন যে ধ্বংসস্তূপ তৈরী করেছিল আমরা ঐক্যবদ্ধ হয়ে, লড়ে তাদের আমরা বাংলা থেকে বিদায় দিয়েছি। সুতরাং, অন্যান্য নেতা বা নেত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করা ঠিক নয়। অনেক লড়াই, আন্দোলন, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয়েছে। আমরা যে কোন লড়াইয়ের জন্য প্রস্তুত।

আমরা শুধু ভোটের সময় এসে মানুষের পাশে দাঁড়াই না। আমাদের কর্মীরা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প কর্মকাণ্ডের মাধ্যমে প্রতি পদক্ষেপে, প্রতি নিয়ত সাধারণ মানুষের পাশে থাকে। এটাই আমাদের বৈশিষ্ট্য, তাৎপর্য। এটাই একমাত্র নির্দেশ মমতা বন্দ্যপাধ্যায়ের। মানুষের পাশে সবসময় থাকতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে উৎসর্গীকৃত করে, তাঁর জীবনধারাকে আদর্শ করে, পথ চলার পথের পাথেয় করে আমরা সবসময় মানুষের বিপদ, সুখ-দুখে পাশে থেকেছি এবং আগামী দিনেও এর কোন বিকল্প বা ব্যতিক্রম হবে না।

যারা সিপিএম করত তারাই বিজেপি করছে, যারা লাল পাঞ্জাবি পরে ঘুরত তারাই গেরুয়া পাঞ্জাবি পরে ঘুরছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল, যারা সকালে সিপিএম করে, তারাই রাতে বিজেপি করে। লক্ষ্মণ শেঠের মত নেতা যারা নন্দীগ্রাম ঘটিয়েছে তারা আজ হাতে পদ্মফুল নিয়ে বিজেপিতে যোগদান করেছে, গেরুয়া পাঞ্জাবি পরে ঘুরছে, এটাই তার প্রমাণ। এর আগে যে কটি উপনির্বাচন হয়েছে, সিপিএমের নেতা কর্মীরা তারা তখন সকলেই বিজেপির দিকে গেছে। তাতে আমাদের কিছু যায় আসে না। কে ২ নম্বর, কে ৩ নম্বর বা কে ৪ নম্বর সেটা আমাদের লক্ষ নয়। আমাদের লক্ষ্যতৃণমূল কংগ্রেস ১ নম্বর ছিল এবং আগামী ১০০ বছর ১ নম্বরে থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটিতে গণতন্ত্র ফিরে এসেছে। এই গনতন্ত্রকে সামনে রেখে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, উন্নয়নকে সামনে রেখে। আগামী দিনে উন্নয়নের জয়যাত্রাকে ত্বরান্বিত, অব্যাহত ও অক্ষুণ্ণ রাখতে হবে।

Trinamool can’t be scared to submission by the CBI and the ED: Abhishek Banerjee

Abhishek Banerjee addressed a public meeting in Sabang in Paschim Medinipur district on Wednesday. He also walked for 2 km in a rally. Yesterday’s rally was a curtain-raiser for the annual July 21 Shaheed Divas.

He said, “I have never seen so many people attending my meetings, the way you have gathered here today”.

He appealed to the people to felicitate the old-timers. “I get greetings everywhere. Now it is time for you to felicitate the old-timers in Trinamool, who have been with the party right from the start”.

About July 21, Sahid Divas, he said, “July 21 (‘ekush’) is not just a date, there is a lot of our emotion involved with the date. ‘Ekush’ signifies a flood of change, a storm of destruction, followed by renewal”.

About threats to Trinamool Congress, he said, “The more people try to scare Trinamool, the stronger would it become”.

He appealed to veteran leaders of Congress and other parties to join Trinamool. “Congress is bereft of principles and good ideals”.

He said those who at one time walked around with red flags are now in saffron garbs.

“Trinamool can’t be scared to submission by the CBI and the ED”, he concluded, referring to the Centre’s move to come down on party leaders with false cases.

 

CBI আর ED দিয়ে তৃণমূলকে রোখা যাবে নাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতকাল পশ্চিম মেদিনীপুরের সবং এ ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় প্রচুর জনসমাগম হয়।

এদিন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা প্রথম দিন থেকে তৃণমূল করছেন, তাদের প্রত্যেককে সংবর্ধিত করুন, আমরা অনেক সংবর্ধনা পাই, আর নয় এবার কর্মীদের সংবর্ধিত করুন”।

২১ শে জুলাই প্রসঙ্গে তাঁর বক্তব্য “২১ শুধুমাত্র একটি তারিখ নয় ২১ আমাদের আবেগ, অহংকার। ২১ মানে বৃষ্টি, বাদল, প্লাবন”।

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “লাল পতকা নিয়ে যারা ঘুরত তারাই আজ গেরুয়া পাঞ্জাবি পরে ঘুরছে। বাংলার প্রতিটি দেওয়াল লিখন করুন ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হতে সাবধান’ আর কংগ্রেস দলের তো কোনও নীতি নেই। তৃণমূল কংগ্রেসেকে যত তাতাবেন, যত চমকামবেন, তৃণমূল ততই শক্তিশালী হবে। CBI আর ED দিয়ে তৃণমূলকে রোখা যাবে না”।

 

44658583-06ec-4091-9b86-73cda7330969

TMYC President takes part in a padayatra at Sabang

087fedcf-dfbd-4790-b95a-797fc6c13f5d

TMYC President at the Sabang meeting

Image courtesy Sandip Singha 

There is no place for the cloaked and the lotus-holders in Bengal: Abhishek Banerjee

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee attended a blood donation camp in Barrackpore today. He addressed the party supporters at a public meeting after that.

He said, “We have become ministers, MPs and MLAs with the help of the people”.

Addressing the party workers, he said, “Those who have created Trinamool Congress inspired by the ideals of Mamata Banerjee, and hold high the party’s flag, are the real assets of the party. Those who struggle for the party all through the year, help in taking the fruits of development to the masses, are the real assets of the party”.

He went on, “Seeing the number of people attending the meeting today, despite the hot weather, it is safe to assume that in the coming days the CPI(M), the Congress and the BJP would not be found anywhere in the state”.

Holding aloft the high ideals of the party, he said, “All political parties have good and bad people. We in the Trinamool always welcome honest, good and fearless people”.

“Like Trinamool is synonymous with Singur and Nandigram, it is also identified with the events of July 21, 1993. Those who are not aware of the ‘Ekush’ (July 21) Movement have no right to associate themselves with Trinamool. The date July 21 is not just a date or even the measure of a great movement, it is a part of our pride, our collective emotion and even our vanity”,  he said, putting forth the essence of Trinamool Congress as a party.

He further said, “Into this land of peace, the Jyoti Basu government had flown in a river of blood. Thirteen bright youth had drowned in that river. We can never forget those people. This movement is an integral part of the birth pangs of our party. We are not afraid to face bullets. It is no use trying to scare us or cower us down. The Trinamool Congress is ever ready for any fight or movement”.

” ‘Ekush’ signifies a movement, a battle cry, a cleansing flood, a mass of support. ‘Ekush’ signifies a hope, a new direction and a will to fight”, Abhishek Banerjee thus explained the core significance of the July 21 Movement.

Harking back to the dark days of the past, he said, “The way the CPI(M), while in power, had insulted, ravaged and tortured Bengal, the same way the government at the Centre is oppressing the country and pushing it towards darkness. The way of the devil remains – just that earlier it was the CPI(M), now it is the BJP”.

Speaking on the way the Trinamool Congress has been leading protests all over the country, including major ones in the national capital, on demonetisation, GST and other issues, the Trinamool Youth Congress President and MP said, “Except Mamata Banerjee and the Trinamool Congress, no one is protesting. The reason is that Trinamool has to answer to the people. Till the last drop of our blood, we will raise questions on the behalf of the people and fight for them in Delhi”.

“We have staged and led protests multiple times in Delhi; no other party has done that. They try to scare us in the name of the CBI and the ED ever so often. But it is of no use – we have increased our strength in the Assembly from 184 to 221”.

Referring to the politics of vendetta that BJP has been conducting on Trinamool, he said, “Those who are thinking they can scare us to submission, they should know that not everyone can become a Mamata Banerjee. She has become what she is today through a lot of sacrifice and hardship. The more they incite and instigate her, the more powerful she becomes. Trinamool Congress is made of pure steel”.

Abhishek Banerjee went on to hold forth on the fact that some people are playing the politics of convenience by changing colours: “Some of those who used to roam around in red kurtas are the same people have donned saffron ones, with lotuses in their hands. The doors of our party are closed for them. Earlier the CPI(M) used to come in disguise, with faces covered, and frighten people through torture, extortion and humiliation”.

“There is no place for the cloaked and the lotus-holders in Bengal”, he said.

Lauding the chief ministership of Mamata Banerjee, he said, “The Chief Minister has conducted more than 150 administrative review meetings. I do not want to embarrass you by reminding you about part-time chief ministers like Jyoti Basu and Buddhadeb Bhattacharya. I have never seen a chief minister go from district to district with hawai chappals on feet. Our chief minister is our pride”.

 

 

বাংলায় ছদ্মবেশী ও পদ্মবেশীদের কোন জায়গা নেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ ব্যারাকপুরে একটি জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের সহায়তায় আমরা মন্ত্রী, সাংসদ, বিধায়ক হয়েছি। যেসব কর্মীরা কাঁধে ঝাণ্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস দলটাকে তৈরী করেছে, তারাই আমাদের আসল সম্পদ। যারা ৩৬৫ দিন লড়াই করে, উন্নয়নের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেয়, তারাই আমাদের দলের আসল সম্পদ।”

জনসভায় উপস্থিত অগনিত জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আজকে তীব্র রোদ উপেক্ষা করে যেভাবে মানুষ এই সভায় উপস্থিত হয়েছেন তা প্রমাণ করছে আগামী দিনে সিপিএম বিজেপি কংগ্রেসকে দূরবীন তো দুরের কথা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ওদের কোন গ্রামে-গঞ্জে, অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। সব রাজনৈতিক দলে ভালো ও খারাপ লোক থাকে, সৎ ভালো নির্ভীক লোক কে স্বাগত জানানো হয় তৃণমূলে।”

তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের পরিচয় যেমন সিঙ্গুর, নন্দীগ্রাম, তেমন ১৯৯৩ সালের ২১ শে জুলাই। যারা ২১ শের আন্দোলন জানে না, তাদের তৃণমূল করার কোন যোগ্যতা নেই। ২১ শুধু তারিখ বা শব্দ নয়, একটা আন্দোলনের মাপকাঠি বা সীমারেখা নয়, ২১ আমাদের গৌরবের, আবেগের, আমাদের অহংকার। একুশ মানে আন্দোলন, গর্জন, প্লাবন, জনসমুদ্র। একুশ মানে আশা, দিশা, লড়াই করা।”

১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, “এই শান্তির বাংলায় তৎকালীন জ্যোতি বাবুদের সরকার কলকাতার রাজপথে রক্তের নদী বইয়ে দিয়েছিল। ১৩ জন তরতাজা যুবক প্রাণ দিয়েছিল। সেই শহীদদের আমরা কোনদিন ভুলে যেতে পারি না। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সংগঠন তৈরী হয়েছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দল প্রতিবাদ করে না। কারণ আমরা জবাব দেব সাধারণ মানুষকে।আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের হয়ে প্রশ্ন করব ও দিল্লিতে আন্দোলন করব।”

বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কার্তুজের গুলির সামনে আমরা বুক পেতে দাঁড়াতে ভয় পাইনি। আমাদের ধমকে, চমকে, ভয় দেখিয়ে কোন লাভ নেই। তৃণমূল কংগ্রেস সব সময় লড়াই আন্দোলনের জন্য প্রস্তুত থাকে। যারা লাল পাঞ্জাবী পরে ঘুরত তারাই এখন গেরুয়া পাঞ্জাবী পরে পদ্মফুল নিয়ে ঘুরছে। আমাদের দলের দরজা তাদের জন্য বন্ধ। আগে সিপিএম আসতো ছদ্মবেশে। এসে মুখে কাপড় বেঁধে অত্যাচার, শোষণ, লাঞ্ছনা করে সন্ত্রাস করত। আজ এখন বিজেপি আসছে পদ্মবেশে।”

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, “সিপিএম যেভাবে ৩৪ বছর বাংলাকে লাঞ্ছিত, ধর্ষিত, অত্যাচারিত করে রেখেছিল একই কায়দায় কেন্দ্রীয় সরকার দেশকে জগদ্দলে পরিণত করে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র মুখোশ বদলেছে, আগে ছিল সিপিএম এখন হয়েছে বিজেপি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস ছাড়া কোন দল প্রতিবাদ করে না। কারণ আমরা জবাব দেব সাধারণ মানুষকে।আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের হয়ে প্রশ্ন করব ও দিল্লিতে আন্দোলন করব। আমরা দিল্লির বুকে একাধিক জায়গায় আন্দোলন করেছি, অন্য কোন রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। আর কিছু হলেই সিবিআই আর ইডি। হেনস্থা করে লাভ নেই, ১৮৪ থেকে আজ তৃণমূল ২২১ হয়েছে।”

বিরোধীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যারা ভাবছে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবে তাদের জানা উচিত কলা পাতায় একবার খাবার খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। ত্যাগ, আন্দোলন পরিশ্রমের মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) যত তাতাবে, পোড়াবে তত তিনি শক্তিশালী হবেন। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মত। বাংলায় ছদ্মবেশী ও পদ্মবেশীদের কোন জায়গা নেই।”

তিনি বলেন, “প্রায় ১৫০ টি প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবু বা জ্যোতি বাবুর মত পার্ট টাইম মুখ্যমন্ত্রীদের কথা স্মরণ করিয়ে লজ্জা দিতে চাই না। আমি কোন মুখ্যমন্ত্রীকে হাওয়াই চপ্পল পরে জেলা থেকে জেলা ঘুরে বেড়াতে দেখিনি। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অহংকার।”

 

People will reject ideology-less CPM, directionless Congress and issue-less BJP: Abhishek at Barasat

Trinamool Youth Congress President and Lok Sabha MP Abhishek Banerjee today addressed a mega rally at Barasat Kacchari Maidan. This was his second public rally after recovering from the frightful car accident in October, 2016.

The first rally, which Abhishek termed as the beginning of a ‘second innings’, was held at Diamond Harbour SDO ground on April 2, 2017.

Abhishek slammed the Opposition calling the CPI(M) ideology-less, Congress as directionless and BJP as issue-less power greedy party. He said that more the attempts are made to malign Mamata Banerjee, the stronger Trinamool will become.

“We will not allow any communal violence in Bengal. We will not allow the peace and harmony of the State to be destroyed,” he said. He asked party workers to prepare posters warning people to beware of ‘chhoddobeshi’ CPI(M) and ‘poddobeshi’ BJP. He slammed the BJP saying Modi promised development but his party is full of rioters and child traffickers. He also said what someone wears or eats is their personal choice and no one should interfered.

On demonetisation he said that Trinamool wants black money to be recovered but not at the cost of the poor people. He slammed the BJP for not allowing obituary references in Parliament to those who died due to demonetisation. “People do not have the right to access their own money. What times are we living in? Our leader held protests across the country on this issue”.

Calling the BJP “Bangla Jalao Party” and “Bachcha Jharo Party”, Abhishek Banerjee said, Trinamool has fulfilled the promises made in the Manifesto and is working towards turning Bengal around. He asked the party workers to start preparing for Panchayat elections.

নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপিকে বাতিল করবে মানুষঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বারাসাতের কাছারি ময়দানে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর অক্টোবর মাসের দুর্ঘটনার পর এটা হবে তাঁর দ্বিতীয় জনসভা।

গত রবিবার ডায়মন্ড হারবারের এসডিও মাঠে অভিষেক নিজের রাজনৈতিক জীবনের “দ্বিতীয় অধ্যায়” শুরু করেন। সেই সভায় বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন অভিষেক।

“বাংলা কারো কাছে মাথা নত করে নি। যা করার করুক, আমরা দিল্লীর সামনে হারব না। ইস্যুহীন কংগ্রেস, চরিত্রহীন সিপিএম ও দিশাহীন ক্ষমতা লোভী বিজেপি একসঙ্গে হয়েছে,” বলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আপনাদের আশীর্বাদ দোয়া, প্রার্থনার জন্য আজ আমি আপনাদের সামনে এসেছি। উন্নয়নের রথ অব্যাহত রয়েছে সেটা আপনাদের জনসমুদ্রতেই প্রমাণিত
  • তৃণমূল সাধারণ মানুষের অহংকার, অলংকার, জেদ ও আবেগ। তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা হয় দল ততই শক্তিশালী হয়
  • আগামী পঞ্চায়েত নির্বাচনে পর উত্তর ২৪ পরগনার কোন গ্রামে সিপিএম-বিজেপি-কংগ্রেস কে খুঁজে পাওয়া যাবে না। এই রাজ্যে নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপি এক হয়ে তৃণমূল নেত্রীকে কলঙ্কিত করে চলেছে। মানুষ এটা মেনে নেয়নি আর নেবেও না
  • সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। এই বাংলাকে ভাগ হতে দেব না। কোন রকম সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না
  • নেতাজি বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব’।  বিজেপি বলে আমাকে কুর্সি দাও, আমরা বাংলায় রক্তের বন্যা বইয়ে দেব।
  • আগে ছদ্মবেশী সিপিএম মুখে লাল কাপড় বেঁধে মানুষকে অত্যাচার করত, এখন মুখে গেরুয়া কাপর বেঁধে পদ্মবেশী বিজেপি এই বাংলাকে হিন্দু-মুস্লিমে ভেঙে দিতে চাইছে।
  • যতই সিপিএম জঘন্য ভাষায় আমাদের আক্রমণ করুক, আমি আমাদের দলের কর্মীদের বলব ‘সংযত থাকো উত্তরটা ব্যালট বাক্সে ওরা পেয়ে যাবে’।
  • পোস্টার বানান, ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হইতে সাবধান’। বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্র। কেন্দ্র কোন টাকা পাঠাচ্ছে না।
  • মোদী প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়ন করবে। কিন্তু তিনি বাংলায় দুটি জিনিস দিয়েছেন। দাঙ্গাবাজ ও বাচ্চা চোর। শিশু পাচারে যারা জড়িত তার পূর্ণ তদন্ত হওয়া উচিত।
  • আমাদের সরকার কন্যাশ্রী, সবুজ সাথী, নতুন রাস্তা, খাদ্য সাথী, স্কলারশিপ, গীতাঞ্জলী, হাসপাতাল সব করেছে। আমাদের লক্ষ্য বাংলার মানুষের পাশে থাকা এবং বাংলার মানুষের হয়ে লড়াই করা।
  • আমাদের কর্মীরা আমাদের সম্পদ, পুরনো যেসব কর্মীরা লড়াই করে রক্ত দিয়ে সংগ্রাম করেছে, তাদেরকে সম্মান দিতে হবে। তৃণমূল যারা করবে তাদের দিদির সংগ্রামকে পাথেয় করে চলতে হবে।
  • কে কি পরবে, কে কি খাবে সেটা তাদের পার্সোনাল চয়েস, আমার টাকা আমার কাছে থাকতে পারছে না। এরকম খারাপ দিন আগে কখনও আসেনি। ২০১৯-এ বিজেপি এসবের ফল পেয়ে যাবে।
  • বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি আর বাচ্ছা ঝাড়ো পার্টি। আমরা চাই কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরীবের চোখের জল ফেলে নয়। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা একাধিক আন্দোলন করেছি সারা দেশে। ডেরেক ও ব্রায়েন রাজ্যসভাতে এক মিনিট নীরবতা চেয়েছিলেন যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে, কিন্তু, বিজেপি সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে।
  • আমাদের ইস্তেহারে যা বলা ছিল, আমরা তা করেছি। যেমন সিঙ্গুরের জমি আমরা ফেরত দিয়েছি। কিন্তু, বিজেপি তাদের কথা অনুযায়ী কালো টাকা ফেরত আনতে পারেনি।
  • আমাদের লড়াই বাংলার সোনালী দিন ফিরিয়ে আনার লড়াই। বিরোধীরা সব কিছুতেই কোর্টে চলে যায়, ওরা কোর্টে থাকুক আর আমরা ভোটে থাকবো। তৃণমূল বাংলার মানুষের মনের মধ্যে রয়েছে।
  • আপনারা এমন ভাবে লড়াই করুন যাতে আগামী পঞ্চায়েতে সিপিএম কংগ্রেস বা বিজেপি কোথাও মাথা তুলে না দাঁড়াতে পারে। সততার কোনও বিকল্প হয় না। উন্নয়নের বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিন। সবাইকে শুভ নববর্ষ।

 

 

People will give a fitting reply to the Centre democratically: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and Diamond Harbour MP Abhishek Banerjee addressed a huge public meeting at Diamond Harbour today. This was his first public meeting in six months, after he met with an accident last October.

During his speech he thanked the people for their love, support and blessings. He said he is back from near-death experience because of the wishes and prayers of people. Terming this as his ‘second innings’ in politics, Abhishek said we have to reach out to people with a renewed vigour.

“Even if all political parties come together against Trinamool in Panchayat polls, nobody can defeat us. People are with us. There is no alternative to Mamata Banerjee in Bengal. People have rejected the unholy nexus of CPI(M) and Congress,” he said.

Attacking the Centre for its step-motherly attitude, Abhishek said, “We will not bow our heads before Delhi.” He added that the Centre is misusing the agencies to intimidate Trinamool. “But they do not know Trinamool is different from other parties,” Abhishek commented, adding that people will give a fitting reply to the Centre democratically.

He came down heavily against a party that was involved in child trafficking. Demanding a thorough investigation into the issue, he said they have place in Bengal. “We will protect the rights of the people of Bengal,” the MP said.

Abhishek also gave out a strong message of communal harmony at the rally. “There is no difference between Hindus and Muslims. Our culture teaches us ‘Sarva Dharma Samannay’. Swami Vivekananda had said everyone has the freedom to eat what they please,” he said. Nobody has the right to dictate what people will eat, what they will wear, Abhishek added.

Sharpening the attack on BJP, he said Trinamool has fulfilled the promises it made during elections but the Centre has failed to live up to the promises they made.

 

মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দীর্ঘ ছয়মাস পর একটি জনসভা করলেন। গত বছর অক্টোবর মাসে একটি দুর্ঘটনার পর মৃত্যুর সাথে লড়াই করে সুস্থ হয়ে তিনি ফিরে এলেন জনতার দরবারে।

বক্তব্য রাখার সময় তিনি সকলকে ধন্যবাদ জানান তাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। তিনি বলেন মানুষের আশীর্বাদ ও প্রার্থনার জন্যই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছেন। আজকের জনসভাকে তিনি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন দলের কর্মীদের মানুষের কাছে নতুন উদ্যমে পৌঁছে যেতে হবে।

সব রাজনৈতিক দল এক হয়ে লড়লেও তৃণমূলকে হারাতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মানুষ সিপিএম ও কংগ্রেসের অনৈতিক জোটকে প্রত্যাখ্যান করেছে,” বলেন অভিষেক।

বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করায় কেন্দ্রকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “দিল্লির কাছে বাংলা হার মানবে না।” তিনি ও বলেন যে নানা এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমাতে পারবেনা কেন্দ্র। মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে, বলেন তিনি।

শিশু পাচার নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন শিশু পাচারের চাইতে ঘৃণ্য অপরাধ হয় না। পাচারচক্রের সাথে জড়িতদের কড়া শাস্তি দাবি করেন তিনি এবং বলেন যারা এই কাজে যুক্ত তাদের বাংলায় স্থান নেই।

জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেন তরুণ এই সাংসদ। তিনি বলেন, হিন্দু আর মুসলমানের কোনো তফাৎ নেই। আমাদের সংস্কৃতি শেখায় সর্ব ধর্ম সমন্বয়ের কথা। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সবার নিজের পছন্দের খাবার খাওয়ার স্বাধীনতা আছে। কেউ ঠিক করে দিতে পারে না কে কি খাবে বা কে কি পরবে।

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, তৃণমূল নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে কিন্তু কেন্দ্র এখনও নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ।

Abhishek Banerjee appeals to the youth to help people in bank queues

Abhishek Banerjee on Sunday appealed to everyone, specially the younger generation to assist the elderly, physically challenged, pregnant women, labourers, farmers and workers in bank queues.

He wrote: “I urge everyone, especially the younger generation and all brothers and sisters of our state, to do our bit in assisting the elderly, the physically challenged, pregnant women, labourers, farmers, workers and all those who are very worried and do not know how to fill bank forms and physically lack the strength to stand in long queues.

Please reach out and help them. Let us help each other irrespective of caste, creed, religion and political affinity. Try and make drinking water arrangements outside ATMs and bank branches with the consent and approval central/state/local authorities. There’s no bigger religion in the world than HUMANITY.

Let’s rise up and do our bit for a better tomorrow.”

 

মানুষের পাশে থাকার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার কাছে বিশেষভাবে তরুণ প্রজন্মকে মানুষের পাশে থাকার আবেদন জানান। বৃদ্ধ, শারীরিকভাবে প্রতিবন্ধী, গর্ভবতী নারী ব্যাংক লাইনে দাঁড়িয়ে কৃষক ও শ্রমিকদের সহায়তা করার আবেদন জানান তরুণ প্রজন্মকে।

তিনি বলেন, “আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে রাজ্যের যুবসমাজকে, যে তারা যেন জাতি, ধর্ম, রাজনৈতিক মতভেদ অগ্রাহ্য করে বয়স্কদের, প্রতিবন্ধিদের, গর্ভবতী মহিলাদের, শ্রমিকদের, চাষীদের এবং বাকি সকলকে যাদের লম্বা লাইনে দাঁড়ানোর ক্ষমতা নেই কিংবা যাদের ব্যাঙ্ক ফর্ম ভরার পদ্ধতি জানা নেই, উপযুক্ত সাহায্য করে। ওদেরকে এটিএম-র এবং ব্যঙ্কের বাইরে, উপযুক্ত প্রশাসনিক সম্মতি নিয়ে, পানীয় জলের সুব্যাবস্থা রাখার আর্জি জানাচ্ছি। পৃথিবীতে মনুষ্যত্বের চেয়ে বড় আর কোনো ধর্ম নেই।

চলুন আমরা সবাই মিলে এক সুন্দরতর ভবিষ্যত গড়ার চেষ্টা করি।”

 

 

 

সংগ্রামই জীবন: অভিষেক বন্ধোপাধ্যায়

যত মত তত পথ, যত্র জীব তত্র শিব, যতদিন বাঁচি ততদিন শিখি, উক্তিগুলি ভগবান শ্রীরামকৃষ্ণের। সভ্যতার শ্রেষ্ঠ অবদান মানবজীবন এবং তাঁর বাণী। প্রাচীন সভ্যতার তীর্থ ভারতে দূর অতীতের শ্রীমদভাগবতগীতাতে আছে ভগবান যুগে যুগে ধর্মের গ্লানি বিমোচন, দুর্বৃত্তের বিনাশ ও সত্য ধর্মকে প্রতিষ্ঠা এবং সুরক্ষার জন্য আবির্ভূত হন অবতার হয়ে।

আধুনিক বিশ্ব পরিস্থিতি ও ভারতীয় সভ্যতার মহিমাময় আদর্শের অবক্ষয় ও অপমৃত্যুর সংকট মুহূর্তে পরমপুরুষ শ্রী রামকৃষ্ণের আবির্ভাব এমন একটি বাস্তৱ ঘটনা।

জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবন। যৌবন জীবনের একটি সন্ধিক্ষণ, বৃহত্তর জীবনে প্রবেশের সময় এটা। যুবকরা শুধু সমাজের নয়, সমগ্র জাতির বলিষ্ঠতম অংশ বিশেষ।তাই যুবকদের সামাজিক দায়িত্ব পালন করতে হয় যথেষ্ট নিষ্ঠার সঙ্গে। আমাদের সমাজ সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী।তবু বিশ্লেষণ করলে দেখা যাবে এর চতুর্দিকে কুসংস্কার, জাতিভেদ, অশিক্ষা-কুশিক্ষা, দারিদ্র ও নিপীড়ন। এসবের মধ্যেই মাঝে মাঝে নেমে আসে প্রকৃতির অভিশাপ ক্ষরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি। ফলস্বরূপ দেখা যায় কত মানুষের গৃহহীন দুরবস্থার চিত্র। এই অবস্থায় সেবাদর্শের অনুভব নিয়ে জাতির বলিষ্ঠতম অংশ অর্থাৎ যুব সমাজ যদি এগিয়ে না আসে তাহলে আর কে আসবে।

স্বামী বিবেকানন্দের মতে, ত্যাগ বৈরাগ্যই ভারতের সনাতন আদর্শ। সাহস, আত্মবিশ্বাস নিয়ে সমাজসেবাই মুক্তির পথ। স্বামীজীর উদাত্ত ঘোষণা “মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য, তাকে অনুসরণ করার জন্য নয়। শিবজ্ঞানে জীব সেবা।” আমরা যুবকরা দেশ ও জাতির ভবিষ্যৎ। মানব জীবন ফুলের পাপড়ি বিছানো পথে চলে না, সংগ্রামই জীবন। বর্তমানে জীবন দারুন প্রতিযোগিতাপূর্ণ।

বর্তমানে নিজের ঘর নিজেকেই বাঁধতে হয় তাই পৌরুষই যুবকের শ্রেষ্ঠ মূলধন। পৌরুষ অর্জিত হয় গভীর মনোযোগে, নিরন্তন অভ্যাসে, নিরলস কর্মে, সময়নিষ্ঠায়, এবং বিনম্র আনুগত্যে।বলা বাহুল্য এগুলোই শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতারই স্বর্ণ ফসল। পৌরুষ অর্থে বীর সংকল্প, সুক্ষ বিচার বুদ্ধি, অনুশীলন ও সৃজন শক্তি, কর্মনিষ্ঠা, চিত্তের সুকুমার বৃত্তিগুলির পরিচর্যা ও পরিস্ফুটন, লোক ব্যবহারে সৌজন্য, শিষ্টতা ও সামাজিক বোধ, এবং দায়িত্ব ও কর্তব্যে সচেতনতা প্রভৃতির সম্মিলিত রূপটি পৌরুষ বা পরিপূর্ণ মনুষ্যত্ব। যৌবনেই এগুলো আয়ত্তের প্রকৃষ্ট সময়। আর তা শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তীতারই আশীর্বাদ। দায়িত্বচেতন ও কর্তব্যনিষ্ঠ যুবক দেশ ও জাতির গৌরব। যৌবন তারুণ্যের প্রাণশক্তিতে ভরপুর। শক্তি ও উদ্দীপনার মিলিত প্রয়াসে যুবকদের সর্বশক্তি নিয়োগ করে দেশ ও সমাজের কল্যানে আত্মনিয়োগ করতে হবে। আমরা যুবকরাই ভবিষ্যৎ ভারতবর্ষের স্রষ্টা। বর্তমানে দেশের নাগরিক। আমাদেরই সমৃদ্ধ ভারত গঠন করতে হবে।

আমাদের যুবকদের বুঝতে হবে রাজনীতিতে কি? জীবনে খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জনে আর দশটা বৃত্তির মতো রাজনীতিও যেন একটা পেশা মাত্র, এ পেশায় আদর্শ ও অনুভূতির চেয়ে কূটনৈতিক পারদর্শিতায় বেশি প্রয়োজন, সাধারণ মানুষের কাছে রাজনীতি ক্রমশ এই তাৎপর্যই লাভ করতে শুরু করেছে। আজ তাই রাজনীতি বা রাজনীতিকদের প্রতি সাধারণ মানুষের অর্থাৎ জনসাধারণের তেমন শ্রদ্ধার ভাব নেই। যুবকদের এটাও বুঝতে হবে রাজনীতি কোনো পেশা নয়। স্বদেশসেবার পরম আদর্শ রাজনীতি সম্মান দেবে, সমাজে বিত্ত ও প্রতিষ্ঠা লাভের সুযোগ করবে, এই পেশাদারি মোহ থাকলে চলবে না।

মহাত্মা গান্ধী যেমন রাজনীতিকে বলেছেন, ‘ধর্ম’, নেতাজি সুভাষচন্দ্র বসুও তেমনই রাজনীতির সংজ্ঞা দিয়েছেন, ‘সম্মিলিত সাধনা’ তথা ‘Collective Sadhana’ নামে। ধর্ম বা সাধনার আবেদন পেশাদারিতে নয়-আদর্শানুরাগের নিষ্ঠা ও হৃদয়ের অনুভূতিতে। যুবকদের মনে রাখতে হবে রাজনীতি পেশা নয়-আদর্শ ব্রত। মানুষের উপকারে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। রাজনীতিকদের মন যখন আদর্শানুরাগের অনুভূমিততে পূর্ণ হয়ে ওঠে, তখন মান যশ প্রতিস্ঠার কোনোও আকাঙ্খা তাকে প্রলুব্ধ করতে পারে না। আদর্শানুরাগ, জানসেবাব্রতীর জীবনকে যখন সুরভিত করে তোলে তার জীবন তখন দুর্জয় প্রচেষ্টায় দুঃসাহসিক অভিযান হয়ে ওঠে নিঃশঙ্ক ও নির্ভীক। জেনে রাখবে আদর্শের মৃত্যু নেই, আদর্শ-মৃত্যুঞ্জয়ী।

আমাদের দেশে শত শত মহাপুরুষ জন্মেছেন অথচ তাঁদের আবির্ভাব সত্ত্বেও আজ দেশ কি শোচনীয় অবস্থায় পরে আছে। জাতিকে বাদ দিয়ে ব্যক্তিদের কোনো স্বার্থকতা নেই-একথা আজ আমাদের সকলকে বুঝতে হবে আর এজন্যই আজ চাই ‘সম্মিলিত সাধনা-Collective Sadhana’।

আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব বিভিন্ন দেশে ও কালে কালে বহু উন্নত জাতি ও সভ্ভতার সৃষ্টি হয়েছে কিন্তু আজ সেসব দেশের ভূগোল বেঁচে আছে বটে, কিন্তু ইতিহাস স্থানলাভ করেছে প্রত্নতত্ত্বের জীর্ণ পাতায়। যেমন মিশর দেশটি আছে, পিরামিডও আছে কিন্তু অতীতের মিশরের প্রানধারা বেঁচে নেই ; ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আছে কিন্তু ব্যাবিলনীয় সভ্যতা নেই ; তেমনি গ্রিস আছে গ্রিসের স্থাপত্য আছে কিন্তু গ্রিক সভ্যতার আত্মা আজ বেঁচে নেই। কিন্তু শত বিপর্যয়ের মধ্যেও ভারতবর্ষের জীবনস্রোত অবিচ্ছিন্ন রয়েছে। হাজার হাজার বছর আগেকার অর্থাৎ অতীতকাল থেকে আজকের দিনেও ভারতবাসীর জীবনে ইতিহাস ও সংস্কৃতির ধারা অবিচ্ছিন্ন রয়েছে।

যৌবন শক্তি চির অশান্ত, চির অবুঝ। অকারণে ঔদ্ধত্য, অপ্রয়োজনে দুর্বার বিদ্রোহ, চির-চাঞ্চল্যের উদ্দাম প্রানধারার ঊর্মিমুখর অপরিমিত উচ্ছাস-ইটা যৌবনের ধর্ম। যৌবন ভাঙতে পারে আবার গড়তেও পারে, আত্মবিলোপ করতে পারে, আবার আত্মবিকাশও করতে পারে। যৌবনের এই ধর্মকে স্মরণ রেখেই যুব আন্দোলনের মূল আহ্বান হওয়া উচিত বন্ধন থেকে মুক্তি, সংস্কার ও চিরাচরিত প্রথার বিরুদ্ধে বিদ্রোহ, মানবতা বিরোধী স্বেচ্ছাচারের বিরুদ্ধে অভ্যুত্থান।

স্বামীজীর ভাবাদর্শে একাগ্র চিত্রে স্মরণ মনন করে আজ বাংলা তথা ভারতবর্ষের একমাত্র অবিসংবাদী নেত্রী মমতা বন্ধোপাধ্যায়। আর আমি ব্যক্তিগতভাবে তাঁর আদর্শ ও অনুপ্রেরণা সর্বোপরি মানবসেবায় দিদির পথই আমার পথ।